এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিচিত্র বই বিচিত্র ঠেক

    Ishan
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১০ | ২৬২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ishan | 173.28.201.84 | ০৩ জানুয়ারি ২০১০ ১১:৫৫439401
  • দেশ-বিদেশের বিচিত্র বই, পাঁজি থেকে শুরু করে কেসি পালের দেওয়াল লিখন। "সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।' লোকাল ট্রেনে দেখেছিলাম এক বিচিত্র প্রশ্নোত্তরের বই। "মেয়েদের চুলে সন্ধ্যেবেলায় হাত দেয়া বারন কেন?' উত্তর ভুলে গেছি।

    বাবার আলমারি থেকে কমিউনিস্ট পার্টির পুরোনো দলিল। ৫০ সালের নেহেরুর শ্বেতপত্র -- কেন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হল (মনে হয় আজকের মাওবাদীদের জন্য চিদাম্বরমের লেখা)। কঠিন কঠিন লাল বই। রাজনৈতিক যুদ্ধ। বুর্জোয়াদের শ্রেণীবিচার। চিনে লামাদের তন্ত্রচর্চার মতো রাষ্ট্রের সূক্ষ্ম চরিত্রবিচার।

    শিকাগোর ডেভনে বাংলাদেশী মাছের দোকানে বাংলা খবরের কাগজ। বাংলাদেশী প্রকাশনা। ঘাতক দালালদের বিরুদ্ধে জেহাদ। একদিকে মেক্সিকান কর্মচারি মাংস কাটছে, অন্যদিকে গম্ভীর দাড়িওয়ালা মুখ। কঠিন রাজনৈতিক কথাবার্তা। আলগোছে। কথায় কথায় চেনা হয়ে যায় বাংলাভাষী বিদেশ আমার। কথা শেষে দুযুগ পরে "প্রতিদ্বন্দী' কিনে ফেরা। খানিকটা বাড় খেয়েই। এবং দেখে প্রচন্ড হতাশ হওয়া।

    বিচিত্র এই সব বই, বইয়ের ঠেক। তাদের খুঁজে পাওয়া, হারিয়ে ফেলা। যার অনেক কিছুই আমি দেখিনি। যেমন ব্রিক লেন। লন্ডনের। যেমন কেসি পালের বই। কিছুতেই পড়া হয়নি। যারা দেখেছেন, পড়েছেন, তাঁদের কাছ থেকে শুনতে চাইছি, এইসব না পড়া বিচিত্র বই, না দেখা বিচিত্র ঠেক, দুম করে পেয়ে যাওয়া বই এর গপ্পো।
  • nitai | 152.2.94.246 | ০৩ জানুয়ারি ২০১০ ২২:৩৭439423
  • আমেরিকান নার্ড:--পরশু একটা নতুন বাড়িতে মুভ করলাম। ছুটিতে থাকা অনুপস্থিত রুমমেট-এর লাইফ-স্টাইল এর ছাপ সর্বত্র বিদ্যমান। সদ্য ব্রেক-ইন হওয়া বাড়ির তুলনীয় পরিবেশ। পৃথিবীর যাবতীয় সরন্‌জামের ঠাই ঐ cramped টু-রুম এপার্টমেন্ত, কিন্তু ঘাঁটা স্টেটে। মর্গান রাম এর গাম্বট খাম্বর পাশে মাটিতে গড়াগরি খাচ্ছে, লিপ্টনের প্যাকেট ও একটি অদ্বুত আকারের বাশী,... গোটা বাড়িতে দুটো মাত্র বই।
    সিন্‌ক এর কাছে, 'মেডিটেশান ওন ভায়োলেন্স' আর কমোডের পাশের ঝুলিতে 'আমেরিকান নার্ড'।
    একটু একটু পড়তে শুরু করেছি। ঈন্টারেস্টিং। 'নার্ড' শব্দটির উৎপত্তি থেকে শুরু করে, নার্ড এর ঐতিহাসিক বিবর্তন, ক্লাসিকাল নার্ড এর সাথে নন-ক্লাসিকাল দের তফাত, নিয়ে একটি মজার ও বিশ্লেষণ-ধর্মী লেখা।
  • nitai | 152.2.94.246 | ০৩ জানুয়ারি ২০১০ ২৩:০৮439426
  • ম্যাথেমেটিকাল ক্যাল্কুলেশানস ওফ কার্ল মার্কস- বাবার একটি স্কুল বন্ধুর লেখা। লেখক নিজেই অতি খ্যাপাটে চরিত্র--সে কেলাস সেভেনে স্তালিন রচনাবলী খতম থেকে শুরু করে, প্রথাগত শিক্ষার বিরুদ্ধে জেহাদ স্বরূপ ছেলেকে স্কুল-কালেজে পড়ানোর ডিসিশন ড্রপ করে, বাড়িতে ই প্রাক্তিকাল ট্রেনিঙ এর ব্যবস্থা করা--সে অনেক অনেক গপ্পো।
    তারি লেখা একটা গাব্দা বই। বইটি যখন দেখি- তখন আমার প্রি-ক্যালকুলাস যুগ, তাই কিস্‌সু বুঝি নি। তবে মনে হয়েছিল খুব শক্ত ব্যাপার। এখন আবার বই টা হাতে পেলে ভাল হয়। যতদূর জানি, মার্ক্স এর ক্যাপিটালে বা অন্য জায়গায যেটুকু আক আছে,আহামরি কিছু নয়,গাণিতিক কন্সেপ্ট এর দিক থেকেও কোন মৌলিক অবদান নেই-তাহলে বই টার বিষয়বস্তু ঠিক কি? কেউ বইটার কথা জানলে বলবেন।

    আবার আর একটি বাবার বন্ধুর দেওয়া-- ববার বন্ধুর অখ্যাত বাবার লেখা কবিতার কালেকশান। বন্ধু বাবার খুব প্রিয়,তাই ভালমানুষী করে বলেছিল, বিলি কর্বে। সেন্টিমেন্ট জড়িত, ভদ্রলোক প্রাণ দিয়ে লিখেছিলেন। বাবা বাড়ি ফিরে বলে -'এ তো কেউ পড়বে না রে'। অত্যন্ত দুর্বোধ্য কবিতা। একটা কপিও বিলি হল না। আমরা মাঝে মাঝে অবসর সময়ে নিয়ে বসতাম,ঐ দুর্বোধ্য লাইন গুলো বাবা পড়ত আর আমি হাসতাম । শুধু বন্ধুটি এলেই বাবা বলত,'ওরে, --দা আসছে' আর আমি বইগুলো নিয়ে খাটের পেছনে লুকিয়ে ফেলতাম।
    কাকু এখনো জানেন না,যে ওনার বাবার কবিতার পাঠক সংখ্যা চারের বেশি ছাড়ায় নি- উনি , ওনার বাবা, আমি আমার বাবা।
  • kallol | 124.124.93.202 | ০৪ জানুয়ারি ২০১০ ১৬:১৩439427
  • আমাদের একটা বিচিত্র ঠেক ছিলো - কেওড়াতলার মোড়। বৈচিত্র তার স্থান মাহাত্যে নয়। ওখানের বিচিত্র সব মানুষে। ঠেকটা আজও আছে। তবে ৭৭ থেকে ৮৫ ঠেকটা বেঁচে ছিলো হৈ হৈ করে ২৪x৭। এখন সপ্তাহান্তে জাগে, আর সারা সপ্তাহ ঝিমোয়। তাছাড়া আগের জায়গাতেও নেই। একটু সরে গেছে।
    ঠেকটা ছিলো কেওড়াতলার মোড়ে দক্ষিণ-পূব কোনে। স্বপনের চায়ের দোকান। ওখানে আড্ডা মারতো যারা তাদের মধ্যে প্রচুর গুণী মানুষ যেমন ছিলেন তেমনই ছিলেন বেশ কিছু জাত কেওড়া, যারা কেওড়ামীকেও শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন।

  • vikram | 193.120.76.238 | ০৪ জানুয়ারি ২০১০ ১৮:৪৯439428
  • হ য ব র ল এর পেছনে, কোনও একটা সংস্করণে, প্রায় পাতা বিশেক (না কি পঞ্চাশ?) জুড়ে ব্যাখ্যা আছে, কিভাবে এই লেখায় সুকুমার রায় গোপনে রিলেটিভিটি ও কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডা দিয়েছিলেন। সিরিয়াসলি। মানে উধো বুধোর বায়েস কমা বাড়া, উল্টোদিকে যাওয়া এসব হলো আপেক্ষিকতাবাদের নানান গোপন তঙ্কÄ। কিন্তু খুব ডিটেলসে ছিলো। লেখকের নাম মনে নেই।
  • tatin | 130.39.149.5 | ০৪ জানুয়ারি ২০১০ ২২:৫৮439429
  • এককালে এক প্রবাসী ভদ্রলোকের একটি পদ্যের বই দেখেছিলুম- যেরকম লোকজন ছাপিয়ে থাকে আর কী! অর্থাৎ অতি খাজা, মোটের উপর সব কবিতার-ই বিষয় দেশ কতো ভালো, আমেরিকা কত খাজা এবং কলকাতা আরও কত কত খাজা, তাও কত ভালো।
    ইন্টারেস্টিংলি বইটির প্রিফেস-এ আল গোরে সাহেবের শুভেচ্ছাবার্তা- 'globalwarminganddestructionofnaturalresourceshasbeenthemainproblemfortheworldinlastcenturyandwillremainsointhismillenium.iamveryhappytoseethatmr.Xhasprintedhisbookinrecycledpapers.'
  • pi | 72.83.210.50 | ০৪ জানুয়ারি ২০১০ ২৩:০৩439430
  • :D
  • vikram | 78.16.251.135 | ০৫ জানুয়ারি ২০১০ ০০:১৫439431
  • ইনি তো নেটে বিরাজ করেন।
  • dipu | 61.12.12.83 | ০৫ জানুয়ারি ২০১০ ১৩:২৭439402
  • কে সি পালের বই .....
    http://openlibrary.org/b/OL13594413M/sun_moves_round_the_earth_once_a_year

    এই বই ও ওনার দেওয়াললিখনে অনুপ্রাণিত হয়ে দ্য সিভিল ক্যাটস নামের একখান ব্যান্ড The Sun Goes Around The Earth Once In A Year নামের অ্যালবাম বের করেছে। এয়ার্কি একদম না।
  • saikat | 202.54.74.119 | ০৫ জানুয়ারি ২০১০ ১৮:২২439403
  • বিক্রম হ য ব র ল + releativity নিয়ে কি জনৈক গৌরীকিশোর ঘোষ বলে কারোর লেখা বলতে চাইছে? একটা পত্রিকায় এই রকম একটা লেখা পড়েছি।
  • aka | 168.26.215.13 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:০৭439404
  • এই কেসি পালের বইটা আমি পড়তে চাই। ব্ল্যাংকি তো এত বই পিডিএফ করে কিন্তু কাজের কোন বই নাই।
  • SB | 114.31.249.105 | ০৫ জানুয়ারি ২০১০ ১৯:২৫439405
  • আম্মো কেসি পালের বইটা পড়তে চাই!
  • G | 136.142.104.70 | ০৬ জানুয়ারি ২০১০ ০১:৫৩439406
  • বিচিত্র বই ঠিক না, তবে একটা বই হাতে নিয়ে গা শিরশির করে উঠেছিল।
    America-তে সব major library-র একটা network আছে। যেকোন university-র থেকে সেটা access করা যায়।
    তা, interlibrary loan-এ demand দিয়েছি "ফিরে এসো চাকা'।
    হাতে যে কপিটা এল, সেটা U chicago library থেকে, তাতে পেনসিল দিয়ে আবছা হয়ে যাওয়া লেখা A gift to Clinton Sealy, বিনয় মজুমদারের নিজের হাতে। সামনে একটা trunk call'এর bill-এর ফোটো, কলকাতা to লন্ডন।
    জীবনে একবারই বই ঝেড়ে দেবার অদম্য বাসনা হয়েছিল, কিন্তু চেপেছি। কাজেই বইটা এখনো যে কেউ পেতে পারেন। পুরোন edition, তখন বইটার নাম ছিলো "আমার ঈশ্বরীকে'।

  • I | 59.93.214.82 | ০৮ জানুয়ারি ২০১০ ২২:২৯439407
  • @G,
    ব্যাপক তো !!!
  • dd | 122.167.8.126 | ০৮ জানুয়ারি ২০১০ ২৩:০১439408
  • আর অ্যাগবার অ্যাগটা পুঁথি হাতে পে'ছিলাম, পয়সা ছ্যালো না,তাই কিন্তে পারি নি।

    জয়দেব নামে কবি (না,না। বসু তো নয়। কোনো পদবী ই ছ্যালো না)। হ্যাঁ, মনে পল্লো,গীতোগোবিন্দো। বইটার নাম।

    এক যায়গায় স্মরগরল খন্ডনং মম শিরসি মুন্ডনং ডিং বিং - এইসবের পর হাতে ল্যাখা ছ্যালো "দেহি পদবল্লভমুদারম, চ্যাংব্যাং'। সাইন করে ছ্যালেন কে অ্যাগজন, শ্রী বিষ্ণু নামে।

    চেনেন কেউ? এর আরো কোনো শোলোক পড়েছেন?
  • dipu | 59.164.99.149 | ০৮ জানুয়ারি ২০১০ ২৩:০২439409
  • :-P
  • d | 117.195.41.187 | ১৬ জানুয়ারি ২০১০ ২১:৩৮439410
  • বিচিত্র ভাবলেই বিচিত্র।

    জানেন কি যে নারীর জিহ্বা শ্যামবর্ণ সে বেজায় ঝগড়াটি হয়, আর যার জিহ্বা শ্বেতবর্ণ তার জলে ডুবে মৃত্যু হয়। একটা সমসকিতো শোলোকও আছে
    সিতয়া তোয়মরণং শ্যাময়া কলহপ্রিয়া।
    দরিদ্রিণী মাংসলয়া লম্বয়া ভক্ষ্যভক্ষিণী।
    বিসালয়া রসনয়া প্রমদাতি প্রমাদভাক।।

    আপনার প্রাণসংশয় কিনা জানতে চান? তাহলে আপনার বৌদির মাথার গড়ন লক্ষ করুন দিকি। কারণ "যে কামিনীর মস্তকের আকৃতি লম্বা সেই কামিনী দেবরকে বিনাশ করিয়া থাকে'। এরও শোলোক আছে হুঁ হুঁ।
    প্রলম্বমস্তকং বস্যা দেবরং হন্তি সা ধ্রুবম।
    রোমশেন শিরালেন প্রাংশুনা রোগিণী মতা।।'

    আরও জানতে চাইলে বইটা যোগাড় করে পড়ে ফেলুন।
  • pi | 82.83.87.188 | ১৮ জুলাই ২০১২ ১৯:০০439411
  • না, বই বিচিত্র কিছু নয়। নেহাতই পড়াশুনোর বইও বলা চলে। ঠেককে বিচিত্র বলবো কিনা জানিনা। কারণ তাকে তো চোখে দেখিই নি। সে মায়াদোকান। বার্ন্স এন্ড নোবেল্সের এক বুকসেলারের থেকে হঠাতই এই পুরানো বইটা অবিশ্বাস্য কম দামে পেয়ে গেলুম। গেলুম তো গেলুম, দুম করে অর্ডারও ঠুকে দিলুম। দিনের দিন সে বই আমার উদ্দেশ্যে রওনাও হয়ে গেল বলে জানানো হল। আর সেই সাথে মেইলবাক্সোতে এল এই চিঠি। বইয়ের লেখা।

    "(Your book(s) asked to write you a personal note - it seemed unusual, but who are we to say no?)

    Holy canasta! It's me... it's me! I can't believe it is actually me! You could have picked any of over 2 million books but you picked me! I've got to get packed! How is the weather where you live? Will I need a dust jacket? I can't believe I'm leaving Mishawaka, Indiana already - the friendly people, the Hummer plant, the Linebacker Lounge - so many memories. I don't have much time to say goodbye to everyone, but it's time to see the world!

    I can't wait to meet you! You sound like such a well read person. Although, I have to say, it sure has taken you a while! I don't mean to sound ungrateful, but how would you like to spend five months sandwiched between Jane Eyre (drama queen) and Fundamentals of Thermodynamics (pyromaniac)? At least Jane was an upgrade from that stupid book on brewing beer. How many times did the ol' brewmaster have one too many and topple off our shelf at 2am?

    I know the trip to meet you will be long and fraught with peril, but after the close calls I've had, I'm ready for anything (besides, some of my best friends are suspense novels). Just five months ago, I thought I was a goner. My owner was moving and couldn't take me with her. I was sure I was landfill bait until I ended up in a Better World Books book drive bin. Thanks to your socially conscious book shopping, I've found a new home. Even better, your book buying dollars are helping kids read from Brazil to Botswana."

    ছোটোবেলায় এমনি রচনা লিখতুম বটে। তবে চিঠিটা পেয়ে ভালৈ লাগছে। আর চিঠিটা পড়তে গিয়ে বইপাড়া আর পুরোনো বইএর গন্ধটাও কেমন ধক করে নাকে এসে লাগলো। সেটা লাগা ইস্তক বইটার জন্য কেমন অপেক্ষা করতে ভাল লাগছে ! ভাবছি, দেখা হলে কী বলব।
  • I | 24.99.26.4 | ১৯ জুলাই ২০১২ ০০:১০439413
  • পাইয়ের গপ্পোটা ( আই মিন সত্যঘটনা) দারুন।
    আর ছোটবেলায় আমি কখনো এত ভালো রচনা লিখি নি।
  • ব্যাং | 132.167.106.80 | ১৯ জুলাই ২০১২ ০০:১৩439414
  • আমি বড়বেলাতেও লিখি নি। তবে চিঠিটা পড়ে খুব মজা পেলাম।
  • nina | 22.149.39.84 | ১৯ জুলাই ২০১২ ০০:৫৯439415
  • বাহ!
  • aranya | 154.160.226.53 | ১৯ জুলাই ২০১২ ০৪:৪৮439416
  • বাঃ, দারুণ চিঠি।
  • riddhi | 118.218.136.234 | ২০ জুলাই ২০১২ ০৮:০৬439417
  • আরে রচনা টার কোয়ালিটি না, এরম টপিক দেয়া হত তো! আমারো হঠাৎ মনে পড়ল। তুমি বেলুন, তোমার পার্কে একদিনের কথা লেখ, তুমি স্ট্যাম্প, তোমার দেশ ঘোরার গপ্প লেখ, তুমি চার আনা, তুমি তোমার দাদুর পাইপ, তুমি বাল তুমি ছাল, এরকম ।
  • pi | 138.231.237.7 | ২০ জুলাই ২০১২ ০৮:২৮439418
  • আরে হ্যাঁ। 'এমনি' রচনা বলতে লোকে কি কোয়ালিটি বুঝলো ? আমি এমনি টাইপ, মানে ঐ আত্মকথা টাইপের রচনাগুলোর কথা বলছিলাম। ওর আবার ইংরিজী ভার্শনও থাকতো। তখন অনেক ছোট। মনে আছে, দাদার খাতায় If I were... দেখে ভেবেছিলুম, দাদাটা পুরো বুকা। এক লাইন ইঞ্জিরিও ঠিক করে লিখতে পারেনা। কী যে করবে !

    তবে হ্যাঁ, ছোটোবেলায় এমনি কোয়ালিটির রচনা লিখতো বটে একজন। 'একটি ডাস্টবিনের আত্মকথা' য় নিউ শ্রীহরি কাটিং সেলুনস্থিত কেশ কালেক্টর ডাস্টবিনটির দুখ ভরি কহানি লিখে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।
    তবে, আমার কেমন জানি ধারণা, লিখে সেরকম তাক ইন্দোদা আর ব্যাংদিও লাগাতো ঃ)
  • kk | 117.3.243.18 | ২০ জুলাই ২০১২ ২০:০৮439420
  • আমি আবার এই রকম রচনা লিখতে খুব ভালোবাসতাম। স্কুল থেকে লিখতে না দিলেও নিজে নিজেই বানিয়ে লিখতাম, ঝরাপাতার আত্মকথা, রাস্তার আত্মকথা, পার্কের দোলনার আত্মকথা, পুরোনো ডাইরীর আত্মকথা এইসব। এই বইয়ের মেলটি যিনি লিখেছেন তাঁকে আমার বড় পছন্দ হলো। ইম্যাজিনেশনওয়ালা মানুষজন আজকাল খুব কমে যাচ্ছে।
  • nina | 78.34.167.250 | ২২ জুলাই ২০১২ ০০:১৪439421
  • কলি
    প্লিজ ---আমাদেরও পড়া তোর লেখা ঐ রচনাগুলো--ভিষণ পড়তে ইচ্ছে করছে---খুউউব আগ্রহ নিয়ে বসলুম--
  • Su | 95.255.237.108 | ০১ জুন ২০১৭ ০৪:১৪439422
  • অপরাজিত ওহে- সৃষ্টিসুখের প্রয়াস – শিল্পী সোমা ঘোষ
    নারী এবং নগরী এই দুই কে যদি তুলিকলম দিয়ে আঁকা হয় রঙে রঙে মিশে একটা ঢেউয়ের জন্ম হয়। আর সেই ঢেউ যদি শব্দগুচ্ছ দিয়ে সাজান হয়, তবে যে কাব্যের সৃষ্টি হয় তাই এঁকেছেন সোমা তাঁর গল্পগুলিতে।
    টুটুন আর সুজয়ার গল্পে কখনও কোথাও নারীত্ত্বের গর্ব খোয়া গেছে বলে মনে হয়নি বরং একটা অজানা ভয় জাপ্টে ধরেছে আমাদের মাতৃসত্ত্বাকে। এ গল্প আধুনিক শহরাঞ্চলের নয়, এ গল্প চিরন্তন অয়দিপাউস কমপ্লেক্সের। কথা দিয়ে কথা গেঁথে কথকতা করেছেন সোমা।
    একই রকম ভাবে অপালা, চিরন্তনী সর্বসংহা অন্যদিকে তার নিজের মাসির কেরিয়ারিস্ট মেয়ে সম্পুর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। আজকের নাগরিক আকাশে তো এরকম গল্পই আমরা দেখি। ভাগ্যিস অপালারা এখনও আছে তাই তো ঘরগুলো এখনো শুধু ফ্ল্যাট বা বাড়ি হয়ে যায়নি। তাই দেশটাও ভেঙে যায়নি। ঘর ভাঙলে কি আর দেশ অক্ষত থাকে? আর শমীকরা, চিরদিনের অপরিণত মনের পুরুষই রয়ে গেল। যারা একটু আহ্লাদ পেলেই হারিয়ে ফেলে সব রকম মনুষ্যত্ত্ব।শিকারের পিছনে দৌড়নোটাই খুশির, একবার শিকার হাতের নাগালে চলে এলে আর কদর থাকেনা তার।লেখার মধ্যে যৌনতা এসেছে স্বচ্ছন্দ ভাবে আর তা পাঠকের মন ছুঁয়েছে নিজস্ব দীঘ্নতায়, স্বাভাবিক মাদকতায়।নির্মেদ বাক্যবন্ধেরা পাহারা দিয়েছে অতিকথনকে। এখানে সোমার লেখক হিসেবে মুন্সিয়ানা।
    সোমা খুব কাছ মনস্তত্ত্ব বুঝেছেন এই নগরী আর নারীদের। তাই কোথাও নাটকীয়তা নেই, অসম্ভব সম্ভবের মুস্কিল আসান নেই। প্রবাসজীবনে যখন আমরা অনেকেই বাস করি সেই সময়ে ঠিক যে সময়ে আমরা দেশ ছেড়েছিলাম। কিন্তু এই বই আমাদের নিয়ে যায় বর্ত্তমান আধুনিক নগরজীবনে। আমাদের অনেকেই হয়ত এই প্রজন্মের কলকাতাকে বা দেশকে ঠিক চিনিনা। তাই বাস্তবের এক দলিল ‘অপরাজিত ওহে’। বইটির নামকরণ ও যথাযথ- কারণ শেষ অবধি চিরন্তনের জয়ই হয়েছে এই বইতে। তাই শত নিরাশার মধ্যেও কোথাও আশার রূপোলি রেখা জেগে রয়েছে নগরজীবনের আকাশরেখায়।
    সৃষ্টিসুখের এই বই নিঃসন্দেহে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। পেপার ব্যাকের এই বইটি সযত্নে ছাপা হয়েছে, ছাপার ভুল একটিও চোখে পড়েনি। বইটির দাম ১২০ টাকা , ইংল্যান্ডে এর দাম ৫ পাউন্ড। বইটি পাওয়া যাবে সোমার কাছেই। শুধু মেল বা মুঠোফোনে একটু মেসেজের অপেক্ষা।ঝরঝরে লেখার আমেজ আপনাকে দেবেই জীবনের আশ্বাস!
  • Du | 57.184.32.243 | ০১ জুন ২০১৭ ০৮:০০439424
  • আরে এই টইটা মিস করে গেসলাম আগে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন