এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শচীন তেন্ডুলকার

    Bradman
    অন্যান্য | ২৪ ফেব্রুয়ারি ২০১০ | ৫৭৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 170.153.65.102 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪১445750
  • আমাদের দেশের পরবর্তী প্রেসিডেন্ট, মাওবাদীদের হাত থেকে বাঁচাবার জন্য এক মাত্র আশা, লস্করের শত্রু ...
  • Rajdeep | 202.79.203.59 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৪445761
  • তুম খেলো হাজারো সাল , সাল মে সেঞ্চুরী করো "শ"বার
  • Manish | 117.241.228.212 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০445772
  • সৌরভের অনেক আগের ভবিষ্যবানী:
    ওয়ান ডে আর টেস্ট মিলে শচীন শত সেঞ্চুরীর মালিক হবে।
  • aka | 168.26.215.13 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:১২445783
  • শচীন রমেশ তেণ্ডুলকর আমার থেকে অল্প কিছু বড়। ঝাঁকড়া চুল নিয়ে শচীন যখন আবদুল কাদিরকে পেঁদাচ্ছে আমি তখন পাড়ার ম্যাচে সেঞ্চুরি করছি। ইমরানের বল যখন শচীনের নাক ভেঙে দিল আমি তখন ছেঁড়া প্যাডে শর্টপিচ বল থাইতে নিচ্ছি। আমাদের বেড়ে ওঠা একই সময়ে শুধু দুটো ভিন্ন তলে। আমার খেলা না দেখা মা শুধু শচীনের প্রতি অপত্য স্নেহে ক্রিকেট বুঝে নিল। পাড়ার কাকু যিনি স্নেহ করে আমাকে ওনার সেজ ছেলে বলতেন (বড় দুজন ওনার নিজের) তাঁর ছোট ছেলে ছিল শচীন। এমনি করেই টিভির পর্দার কিশোর 'নেক্সট ডোর' আমার ও কোটি কোটি আমার মতন ছেলেমেয়ের স্নেহ বলয়ে জায়গা করে নিল। শুধু পৃথিবী অজ্ঞাত রইল যে সেদিন থেকে আগামী কয়েক দশক যে ইতিহাস লেখা হবে তা অভূতপূর্ব।

    শচীন কত রান করেছে, স্ট্রাইক রেট কত, হ্যানা ত্যানা এসব তো নেট খুঁজলেই পাওয়া যায়। পাওয়া যায় না আবদুল কাদির, কাসপ্রোউইচ, হেনরি ওলাঙ্গার মতন ক্রিকেটারদের কেরিয়ার শেষ হয়ে গেছে শুধু মাত্র ক্রিকেটার শচীনকে খেলার মাঠে চ্যালেঞ্জ করার জন্য। এইটা জানার জন্য আপনাকে খেলাটা দেখতেই হবে। আমার সৌভাগ্য ক্রিকেটার শচীনের সাথে বড় হতে হতে দেখে ফেলেছি প্রথম পাকিস্তান সফর, মরুঝড়। কখনো পাড়ার ক্লাবে সবার সাথে চেঁচাতে চেঁচাতে, কখনো বা হস্টেলের কমন রুমে এক পাত্র রাম হাতে। কোন বোলার যদি শচীনকে কোন ইনিংসে আউট করত একটা জিনিষ বুঝে গিয়েছিলাম যে পরের ইনিংসে সেই বোলারের অগ্নিপরীক্ষা। খেলাটা এখানেই বুকানরের কম্পিউটারের সীমবদ্ধতা থেকে শচীনের প্রতিভায় আকাশের সাথে হৃদয় ছোঁয়। নইলে আর কে কবে ভাবতে পেরেছিল স্কোয়ার কাটে শোয়েব আখতারকে ছয় মারা যায় তাও আবার মরণ বাঁচন ম্যাচে। পাকিস্তান ম্যাচটা হেরে গিয়েছিল ঐ একটা শটে। ঐ শটের পরে বাকিসব তো শুধুই অনিবার্যতা।

    দেখেছেন কি শচীনের রান নেওয়া। অসম্ভব গরমে, প্রবল ঠাণ্ডায়, পঞ্চাশ ওভার ফিলিডিংয়ের পরে নিজের রান দেড়শ পেরিয়ে যাবার পরেও এক কে দুই করার ইচ্ছে। কি পরিমাণ জেতার ইচ্ছে ও শারীরিক ক্ষমতা থাকলে ঐ অমানুষিক পরিশ্রম করা সম্ভব তা যারা খেলার মাঠে সামান্য কিছুদিন কাটিয়েছিন তারাই জানেন। আজকের খেলা আমি দেখি নি কিন্তু চোখ বুঁজে বলে দিতে পারি আজকেও ৩৬ বছর বয়সেও শচীন এক কে দুই, দুই কে তিন করার জন্য ঝাঁপিয়েছে। এই ভরসাই হল শচীন রমেশ তেণ্ডুলকর। প্রতিভা, পরিশ্রম ও ডেডিকেশনের পার্ফেক্ট কনভেক্স কম্বিনেশনের নতুন মান। যে মান টেনিস এলবো নিয়েও ৩৬ বছর বয়সেও এক কিশোর প্রতিভাকে সমান কম্পিটিটিভ রাখে। যে ভরসায় হিরো কাপের শেষ ওভার করতে 'আকাশ বাণীর' দিক থেকে ছুটে আসে শচীন।

    ""স্ক্যান্ডাল চাই বুঝলে, স্ক্যাণ্ডাল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান"" প্রতিভার এই সংজ্ঞার মুখে সজোরে ব্যাকফুট স্কোয়ার ড্রাইভের আর এক নামই হল শচীন রমেশ তেণ্ডুলকর। ব্যাটম্যান, স্পাইডারম্যান, অরণ্যদেবের পরে আমাদের নতুন সুপার হিরো। একটাই পার্থক্য, শচীন দিনের শেষে ছদ্মবেশে পরিবারের সাথে সিনেমা দেখতে যায়। পৃথিবীতে খুব কম সুপারহিরো রোলমডেল হবার উপযুক্ত। শচীন সেই বিরলতমদের মধ্যে বিরলতম। টাইগার উডস একটু তাকিয়ে দেখুন। এরপরেও সহবাগ হয়ত ওয়ান ডেতে ট্রিপল সেঞ্চুরি করবে, অন্য কেউ সব মিলিয়ে দুশটি সেঞ্চুরি করবে কিন্তু তাদেরকেও লড়াই করতে হবে শচীনের সেট করা স্ট্যাণ্ডার্ডের সাথেই - মাঠে ও মাঠের বাইরে। স্বর্গ যদি থেকে থাকে তাহলে ব্র্যাডম্যান সেখান থেকে বলছেন ""আমি অনেকটা এই ছেলেটার মতন খেলতাম""। শুনতে না পেলে চোখ রাখুন স্বর্গ.কমে নেভিল কার্ডাসের ব্লগে।
  • Du | 65.124.26.7 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৭445794
  • আকার লেখাটা খুব ভালো লাগলো। সেই দেওধার ট্রফি না দিলীপ ট্রফি কোন একটা দেখে লেখা আমার ছোটমামার বাড়িতে লেখা চিঠি - 'শচীন বলে একটা নতুন ছেলের খেলা দেখলাম - he is great, he will surely be someone one day' - মনে পড়ে - ঐ ছোট ছেলেটাই মনে পড়ে - সস্নেহ গর্ব হয় মনে - স্টার মনে হয়না - সর্বকালের সেরা হয়ে যাবার পরেও।
  • rimi | 168.26.215.135 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭445800
  • কি দু:খের বিষয়, আমাদের সময়ে ক্রিকেটাররা স্কুলের রচনায় স্থান পাবার যোগ্য বলে বিবেচিত হইতেন না। মাধ্যমিক কিম্বা উচ্চ মাধ্যমিকে প্রিয় ক্রিকেটারকে নিয়ে রচনা লিখতে দিলে কত্তো বাঙালী ছেলেমেয়ের নম্বর যে হুহু করে বেড়ে যেত তার ইয়ত্তা নেই । :-)))
  • Blank | 59.93.222.123 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯445801
  • অসা লেখা। সেই কোন ছোট্ট বেলা থেকে শচীনের ফ্যান, বড় কাট আউট, পোস্টার টাঙিয়ে দেওয়ালে লাগানো ...
  • . | 115.117.251.231 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৬445802
  • এই কেসটা আমাদের বাড়িতে শচীন নয়, সৌরভের জন্য হয়েছে। মা ঐ অপত্যস্নেহে খেলা দেখতে দেখতে স্কোয়ার কাট আর কভার ড্রাইভের তফাৎ বুঝে গেল। এবং ঐ ছেলের ব্যাপারটা পাড়ার কাকু নয়, আমার মায়ের ক্ষেত্রেই সত্যি হয়ে গেল- একটি মেজোছেলে লিস্টিতে যোগ হল। দুর্ভাগ্যবশত: সানা এবং আমার মেয়ে প্রায় একবয়সী হওয়াতে তাদের লম্বা হওয়া, দাঁত পড়া, স্কুলে ভর্তি হওয়া ইত্যাদি নিয়ে তুলনাও শুরু হয়ে গেল। খি্‌খ খ্‌খান্ড! আর এই আমরা, ছোটোবেলায় টিভিতে ক্রিকেট দেখতে গিয়ে পড়াশুনো না করার জন্য কি বকাই খেয়েছি!!
  • rokeyaa | 203.110.243.22 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২445740
  • ১) শব্দদূষণ, বাজি ফাটানো ইত্যাদি বন্ধ করার বিন্দুমাত্র সদিচ্ছা থাকলে সরকারের উচিৎ শচীনের ব্যাট করার ওপর ব্যান চাপানো। ইউয়েপিয়েও লাগাতে পারে।
    ২) যে কোনো পরীক্ষার্থীর উচিৎ তার পরীক্ষার আগের দিন শচীন যেন মাঠে না নামে, তার জন্য জনস্বার্থ মামলা করা।
  • Blank | 59.93.222.123 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৮445741
  • আমরা কি সুভাষ দত্তকে ডাকবো?
  • rokeyaa | 203.110.243.22 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫১445742
  • তিনিই বিপত্তারন।
  • Tim | 198.82.22.130 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০445743
  • আজ্জোদার এই লেখাটা আরেকটু বড়ো করে বুবুভা'য় তুলে দেওয়া উচিত। শচীন-সৌরভ যে কত বাড়িতে ক্রিকেট জ্বর এনেছে, তার ইয়ত্তা নেই।
  • Rajdeep | 202.79.203.59 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৪445744
  • পিটার রোবাকের এই কলামটা শচীনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ২০ বছর পুর্ত্তি উপলক্ষে লেখা

    http://www.cricinfo.com/magazine/content/story/434360.html
  • shrabani | 124.30.233.102 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৫445745
  • কাল আমার অতি প্রিয় একটি ছোট্ট ফুলের হ্যাপী বার্থ ডে ছিল। এখন সে এট্টু বড়, (যদিও আমার কাছে নয়) নাহলে আরো ছোটোবেলায় সে আমার নাম ধরে ডাকত আধো আধো বুলিতে। আমি যেখানেই থাকি কখনও এই দিনে উইশ করতে ভুলিনা।
    সকালে স্কুল ছিল বলে বিকেলে ফোন করে উইশ করতেই প্রচন্ড এক্সাইটেড, থ্যাঙ্কস এর পরিবর্তে,
    "তুমি জানো, সচিন দুশ রান করেছে, ডাবল সেঞ্চুরী, এর আগে কেউ কোনোদিন করেনি এই প্রথম, এটা রেকর্ড। আমরা জি আই পি যাচ্ছি সেলিব্রেট করতে"!

    আমি হতবাক, খবরে না খবর পরিবেশনকারীর উৎসাহে বুঝে উঠলাম না। তবে দারুন লাগল, বাড়ি এসেই টিভি খুললাম।

    প্রথম আইপিএলের সময় পার্কে ছোট মেয়েদের সিরিয়াস ডিসকাশন শুনেছি কোন টীমকে সাপোর্ট করবে সে ব্যাপারে, সেহবাগ বুড়োটে, তাই দিল্লী নয়, মোহালি বেটার ওতে যুবরাজ শ্রী......

    শচীন সেভাবে কোনোদিন মেয়েদের হার্টথ্রব হয়নি যেভাবে রাহুল বা পরে যুবরাজ, শ্রীকান্ত, ইরফান হয়েছে। কোনোদিন র‌্যাম্পে হাঁটেনি, খেলাবিষয়ক ছাড়া অন্য টিভি প্রোগ্রামে আসেনি। তাকে নিয়ে কোনো কনট্রোভার্সি (বিনোদ কাম্বলি থেকে শুরু করে বালসাহেব )দানা বেঁধেও বাঁধেনি শুধু তার সংযত আচরনে। লাইমলাইটে থাকতে তাকে অন্য কিছুই করতে হয়নি খেলা ছাড়া।
    শুধু খেলেই সে সবার প্রিয় ক্রিকেটার, শুধুই প্রিয় ক্রিকেটার।
  • Arijit | 61.95.144.122 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৭445746
  • আবদুল কাদিরকে স্ট্যান্ডে তুলে দেওয়া, ওলাঙ্গাকে বলে বলে মাঠের বাইরে ফেলা - সবই দেখেছি এককালে আগ্রহ নিয়ে। আগ্রহ বলতে চূড়ান্ত আগ্রহ। ট্রেন্টোতে কনফারেন্সে গেছি - তখন ল্যাপি নেই - আরেকজন কলীগ নেট ঘেঁটে আমাকে স্কোর জানাতো ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের (ওই যেটাতে ব্রিসবেনে সৌরভ সেঞ্চুরি করলো)। ইভেন আমার গাইডও ডিপার্টমেন্টে অবশেষে একজন ক্রিকেট-দেখা লোক পেয়ে বেজায় খুশি হয়েছিলো। বিলেতে থাকতে খুব অল্প কয়েকবারই খবরের কাগজ কিনেছিলুম - তার মধ্যে একটা ওই লর্ডসে ৩২৫ করে জেতার পরদিন (বাকিগুলো ওই ধরো শিয়ারারের রেকর্ড গোলের পর ২০৬ টা গোলের ছবি নিয়ে স্পেশ্যাল ইস্যুটা...ওই রকম আর কি)।

    সেই আমি সৌরভ-চ্যাপেল ই-মেল ঝামেলার পর থেকে আজ অবধি একটাও খেলা দেখিনি। কাগজের রিপোর্ট নর্মালি অ্যাভয়েড করি (খুব বড় কিছু ব্যাপার না হলে)।

    তো আজ আবার পড়লুম রিপোর্টগুলো...এই আর কি:-)
  • SB | 114.31.249.105 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৮445748
  • এই রেকর্ডটাও থাকুক: http://stats.cricinfo.com/ci/content/records/284260.html ওয়ান ডে ইন্টারন্যাশানালে প্রথম ডাবল সেনচুরি ১৬ ডিসেম্বার ১৯৯৭ এ!
  • kallol | 124.124.93.202 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৪445749
  • নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়। গাভাসকার আর কপিল-এর পুরো কেরিয়ার দেখেছি/শুনেছি। শচিনের অবসরও দেখেই যাবো আশা রাখি।
    এখনো চোখে ভাসে সাদা-কালো টিভিতে সচিন কাদিরকে মাঠের বাইরে ফেলে দেবার পর - কদিরের হাততালি। চোখে জল চলে আসে। নাকে বল কে লাগিয়েছিলো ইমরান নয়, বোধহয় ওয়াকার ইউনিস। ওটা বোধ হয় একদিনের একটা প্রদর্শনী ম্যাচ ছিলো।
    বাড়িতে ছেলে শচিন আমি সৌরভ। গতকাল ছেলে অদ্ভুত একটা কথা বললো - শচিনের প্রথম ওয়ান ডের দুশোয় নন স্ট্রাইকিং এন্ডে সৌরভ থাকলেই ঠিক মানাতো।
    অনেকেই হয়তো করে ফেলতে পারতো প্রথম দুশো, ভিভ, সঈদ আনওয়ার, সহবাগ। কিন্তু কাউকেই মানতো না, যেমনটা সচিনকে মানায়।

    একটা মজার ব্যাপার - অনেকের মন্তব্যই পড়লাম - সৌরভ কোথাও নেই। কেউ কি সৌরভের মন্তব্য পেয়েছো কোথাও? পেলে লিংক দিও একটু।
  • Arpan | 122.252.231.12 | ২৫ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৬445751
  • রোজই বাড়িতে খবরের কাগজ আসে। আজই জানি কেন মেয়ে কাগজ নিয়ে পড়তে শুরু করল, এই প্রথম -

    আই এম এম ও আর টি এ এল টু জিরো জিরো।

    দুই প্রজন্মের ভালোলাগা ভালোবাসা কেমন তৃতীয় প্রজন্মে ছড়িয়ে গেল। অজান্তে। এমনটাই তো হয়।
  • dri | 117.194.238.143 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫১445752
  • শচীন যে শেষে এই সাঁইত্রিশ বছর বয়েসে এসে পীক করবে ভাবিনি। মনে পড়ছে সেইসব দিনগুলো, প্রায় দু'যুগ আগে, যখন অধিকাংশ ভারতীয়ই ফাস্ট বোলিং খেলতে ভয় পেত, খুব আনসার্টেনভাবে অফ স্টাম্পের বাইরে ব্যাট বাড়াতো, এই বাচ্চা ছেলেটা পেস বোলিংএ কোমরের হাইটের বলও ড্রাইভ করত কনফিডেন্টলি।

    আজ ভারতের ব্যাটস্‌ম্যানরা পেস বোলিং খেলা শিখে গেছে। আগের মত স্পিন বোলিং খেলা ভুলতে বসেছে। দর্শকরা চারশোর ওপরে রানে অভ্যস্ত হয়ে গেছে। পিচ প্রস্তুতকারকদের হাতে এসে গেছে মনোরঞ্জনের চাবিকাঠি। বোলারদের জন্য আর কিছু নেই। কেমন যেন হয়ে গেছে ক্রিকেটটা।

    মনে পড়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার পিচে কোন এক হেরে যাওয়া ম্যাচে শচীনের ঝোড়ো ছিয়াশি।
  • debu | 72.130.151.116 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০০445753
  • শচিন ,সৌরভ ক্রিকেট একাডেমি না খুলে রেস্তোরাঁ র ব্যব্‌সা খুল্লো কেনো?
  • lcm | 69.236.176.155 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০445755
  • শচীন-এর তো পুরো বেঞ্জামিন বাটন কেস।
  • Rajdeep | 202.79.203.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১445757
  • কমরেড শেষে দৈনিক জাগো বাংলায় ! ;-)

    এখানেও আছে http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=8
  • quark | 202.141.148.99 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১445756
  • সেদিন ভাটে লিখেছিলাম, শুরু থেকেই শচীনকে দেখে অন্যরকম লাগছিল, অনেকটা বছরদশেকের পুরনো খুনে মেজাজ। আজ হঠাৎ মনে হ'ল আগের ম্যাচে ঐ লাস্ট ওভারে প্রায় লাইনে শুয়ে বাঁচানো বাউন্ডারিতে নিন্দুকের সন্দেহ আর ঠোঁটের কোণে হাসিগুলো হয়ত সেদিনের ঐ খুনে দুশোর ব্যাকড্রপে থাকবে।

    ওলঙ্গার ব্যাপারটা মনে আছে। আগের ম্যাচে একটা মুখের কাছে উঠে আসা বলে ব্যাট লাগিয়ে আউট হ'ল শচীন। ফিরে আসার রাস্তায় ওর সামনে দু হাত তুলে ওলঙ্গার নাচ। ঠিক তার পরের ম্যাচেই ....

    পাকিস্তানে নাকে বল লাগানোটা ওয়াকার নাকি আক্রম? যেই হোক, নাকে লেগেছিল ওবআরের তিন নম্বর বল। রক্ত মুছে এসে চার, পাঁচ আর ছয় নম্বর বল মাঠের বাইরে।
  • Arpan | 216.52.215.232 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮445758
  • ল্লে পচা। এরা এইখানেও মাকু-নকু-তিনু টেনে নিয়ে আসবে!
  • Arpan | 216.52.215.232 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১445759
  • পড়লাম। "অতিমানবিক' লিখলে আরেকটু আপ্রোপ্রিয়েট হত। :-)
  • Rajdeep | 202.79.203.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২445760
  • যা: একটুস মজাও করতে দেবেন না কমরেড ... এই তীব্র সোসনের বাজারে :(

    ইন্টারভিউটা বেশ ডিটেলে আছে বলে দিলুম
  • Arijit | 61.95.144.122 | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮445762
  • বাউন্ডারি আটকানো নিয়ে কালিস কি কইসিলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন