এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শচীন তেন্ডুলকার

    Bradman
    অন্যান্য | ২৪ ফেব্রুয়ারি ২০১০ | ৫৭৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ০১ মার্চ ২০১০ ০৮:২৮445763

  • kallol | 124.124.93.202 | ৩০ মার্চ ২০১০ ১২:১১445766
  • দীপু - শেষেরটা দারুন।
  • aka | 75.76.118.96 | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৪445767
  • ধরা যাক লটারি খেলছি। ধরা যাক একদিনের জন্য উচ্ছন্নে গিয়ে খানিকটা লোভী হয়ে নিজের ইচ্ছাপূরণের জন্য জুয়োই খেলছি। আজ না কাল কবে জানি মরণ বাঁচন খেলা? শচীন রান করবে, ম্যাচ জেতাবে, যেমন জিতিয়েছিল মরুঝড় তুলে, পাকিস্তানকে বিশ্বকাপে হারিয়ে। না পারলেও কিছু এসে যায় না, না ভারতের না শচীনের। টাকা সর্বস্ব ভারতীয় ক্রিকেটের ডাংগুলি - পড়ুন আইপিএল - ছাড়া আর কিছুই দেবার নেই। আর অন্যদিকে শচীনেরও নতুন করে কিছু প্রমাণ করার নেই। কিন্তু তাও কখনো দেখেছেন হিরোরা হারে? কখনো দেখেছেন বেতাল পরাজিত? ঠিক যে কারণে শার্লক হোমসকে মরে গিয়েও ফিরতে হয়, ঠিক সেই কারণেই কালকের ম্যাচটি শচীন জেতাক আর একটা মরুঝড় তুলে। বুদ্ধি বলে পারবে না, খেলা আমি দেখি নি, কিন্তু মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ফাস্ট পিচে খেলার মতন রিফ্লেক্স আর নেই। কিন্তু এসব চুলচেরা টেকনিকাল কচকচি তো হয় মিডিওকার আম জনতাদের নিয়ে। শচীন রমেশ তেণ্ডুলকর তো নতুন করে টেকনিক ডিফাইন করার জন্যই তৈরি। শুধু সেই বালখিল্য যারা শচীনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের মাথায় একটা সজোরে গজাল মারার জন্য ওয়ান লাস্ট টাইম মাইট। গো গো শচীন, গো। কালকের খেলা আমি দেখব, এই আশা নিয়ে যে ভারত কাল জিতবে, শচীন কাল জেতাবে।
  • Tim | 98.249.6.161 | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫২445768
  • দায়বদ্ধতা বা শচীনকে আর প্রয়োজন আছে কিনা এসব বালখিল্য প্রশ্ন। লাস্ট ম্যাচেও দেখলাম ছবির মত তিনচারটে শট নিলো। কিন্তু খুব ভুলভাল বলে আউট হচ্ছে। এত লুজ সব শট, ভাবা যায়না।

    এমন হলে বেশ হতো, যে ইন্ডিয়া চেজ করছে, আর শচীন ৯৯ করে ম্যাচ পকেটে পুরে ডিক্লেয়ার দিলো। :-)
  • kallol | 115.184.39.178 | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০445769
  • শচীন বোধহয় ১০০র ১০০ করতে পারবে না। কেউই খেলাটার চাইতে বড়ো নয়।
  • dukhe | 14.99.56.179 | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭445770
  • কল্লোলদার পোস্টটা শচীনের ব-তে যাবে ।
  • abastab | 121.240.97.242 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:২০445771
  • শচীন অবসর নিলে অমি ছাড়া আর কে কে খুশি হবেন হাত তুলুন।
  • aka | 75.76.118.96 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৪445773
  • একশর একশ করার জন্য শচীনকে এই কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার মাঠে খেলার দরকার ছিল না। এরপরে অধিকাংশই উপমহাদেশের মাঠে খেলা। সেখানে একটা টেস্ট সেঞ্চুরি করতে আর কিই বা লাগে। শচীন খেলছে কারণ শচীন কমপিটিটিভ আর ক্রিকেট ভালোবাসে বলে। এই অবস্থায় খেলে দলকে জেতাতে চাইছে। শচীন না হয় বাদ গেল খেলবে কে? গম্ভীর, ধোনি, রায়না ইত্যাদি তরুনদের ফর্মও তো দেখলাম। কেউ খেলাটার চাইতে বড় নয়, আর খেলাটার জন্মই শচীনের জন্য।
  • ppn | 112.133.206.22 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪২445774
  • সে তো ভীষণ সিং বেদিও শুনেছি অন্যদের বল না দিয়ে নিজেই ঘন্টার পর ঘন্টা বল করে যেত। তখন তো অ্যাড-ফ্যাডের চল ছিল না, আর থাকলেও সর্দারজিকে আর কে ডাকবে!

    কে না জানে ভগবানও একদিন বৃদ্ধ হন। ওয়ার্ল্ড কাপ জেতার পরেই শচীনের ওডিআই থেকে রিটায়ার করা উচিত ছিল। এক যদি ২০১৫-এও খেলতে চায় তাহলে অন্য বৃত্তান্ত। কিন্তু হলফ করে কইতে পারব না তদ্দিনে নি: ব টই খোলার দরকার পড়বে না।
  • aka | 75.76.118.96 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৯445775
  • আমি এখনও ঠিক নিশ্চিত নই এই বাজে ফর্ম শচীনের নিজের নাকি সারা ভারতীয় দলে যা চলছে তারই প্রতিফলন শচীনের খেলাতেও?

    শচীন এখনও খেলছে কেন তার থেকেও বড় প্রশ্ন মনে হয় মনোজ তিওয়ারিকে কেন খেলানো হল না? কেন সহবাগ বহুদিন রান পায় না? ইত্যাদি ইত্যাদি।
  • test | 27.251.0.82 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৫:৪২445776
  • পরীক্ষা
  • kallol | 115.242.239.5 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৭:১৪445777
  • আমি শচীনের ফর্ম নিয়ে ভাবছি না। চিরকাল কেউ বাজে ফর্মে থাকতে পারে না, বিশেষত: শচীনের মত কেউ।
    কিন্তু খেয়াল করো ইংল্যান্ড থেকে চলছে ব্যাপারটা, ভারতেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ গেলো। এর মধ্যে বহুবার ৯০এর ঘরে ফিরে গেছে। এই সব দেখে মন বলছে, ওটা হবে না হয়তো। বা, না হওয়াই ভালো।
  • dukhe | 117.194.235.234 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৯:২১445778
  • রিটায়ারমেন্টের তাড়া কিসের ? শচীনের ষাট হতে তো দেরি আছে।
  • a | 122.179.54.161 | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫৮445779
  • দাদা, এখনো ফেব্রুয়ারি শেষ হয়নি, গত বছরে টেস্টে আর ওডিআইতে ৪৬+ avg। আরেকটু টাইম দিননা!!

    আমি মাস্টার ব্লাস্টারের অন্ধ ভক্ত কোনদিনই নই, খারাপ খেলছে তো বটেই। যেটা চিন্তার সেটা হল খুব বাজে ভাবে আউট হচ্ছে, সেটা ইন্ডিকেট করে যে মাথায় চাপ আছে। হয় খুব কশাস নয় খুব ক্যাসুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু আমায় প্রেডিক্ট করতে হলে বলব এই সেন্‌চুরিটা হয়ে গেলে আরো গোটা ৫এক নেমে যাবে এবছরে।

    আর কি জানেন, শচিনের বিচার হচ্ছে ১০০ হল কি না তাই দিয়ে, ৭০+ ইনিংসগুলো জাস্ট চাপা পড়ে যাচ্ছে
  • gandhi | 203.110.247.221 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৯445780
  • এটা কি সচিনের নির্মোহ ব টই ???
  • ranjan roy | 14.97.14.242 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৪:০৫445781
  • মাইরি! আজ খুব ভাল কনফিডেন্ট খেলছিল। শট সিলেক্‌শন যেন ভিন্টেজ শচীন। কিন্তু কি যে হল! ওদেরও দোষ দেয়া যায় না। অসাধারণ ফিল্ডিং, বাজে কল!
  • aka | 75.76.118.96 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৫:৪৩445782
  • কেন মনোজ তিওয়ারি খেলল না এটা রহস্য। ধোনিও নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের বাইরে বেরতে পারল না। একজন দুর্দান্ত ক্যাপটেন প্রতিভা চেনে, নতুন প্লেয়ার তুলে আনে। যেমন ইমরান তুলে এনেছিল ইনজামাম, আক্রম ইত্যাদিদের। যেমন দাদা তুলে এনেছিল ভাজ্জি, বীরু, যুবরাজকে। আজ অবধি ধোনি কোন প্লেয়ার তুলতে পারে নি। নির্ঘাত গোমেদ বা হীরে কিছুর জোরে চলছিল, এফেক্ট ফুরিয়ে গিয়েছে।

    দুটো জিনিষ, এতে শচীনের ব্যর্থতা বা অব্যর্থতা কিসুই প্রমাণিত হয় না।

    দুই, দাদা কেন দাদা সেটাও বোঝা গেল।
  • aranya | 68.38.243.161 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৬:১২445784
  • আকা-র ২/২৫, ৮:৩৪ এম -এর লেখাটা ভাল লাগল। অনেকদিন আগে আর একটা লিখেছিল, শচীন কেমন ভাবে প্রেরণা যোগাত, মফস্বলের কিশোর-কে ফাস্ট বোলারের বল শরীরে, থাইয়ে খেয়েও ভয় পেয়ে পালিয়ে না যেতে - সেটাও খুব সুন্দর লেখা ছিল।
    রূপকথারা সব সময় সত্যি হয় না, ইন ফ্যাক্ট প্রায় কখনো ই সত্যি হয় না। মাঝ রাতে অ্যালার্ম দিয়ে উঠে তাও খেলা দেখতে বসেছিলাম। বুড়ো প্লেয়ার, বহু প্রতিকূলতার সম্মুখীন, against all odds, যদি খেলতে পারে - স্টপারের কমল গুহ-র কথা মনে আসছিল, অনেকদিন পর একটা রূপকথার জন্ম হয় যদি - এমন পরিবেশেই তো রূপকথারা জন্মায়।

    অর্থহীন একটা রান আউট, সব শেষ।

    দুটো কথা বলার। ১০০-তম সেঞ্চুরী করাই উদ্দেশ্য থাকলে , দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুব সহজেই করতে পারত। শচীন সবসময়ই চ্যালেঞ্জ নিতে চেয়েছে, বিদেশের মাটিতে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চেয়েছে। দায়বদ্ধতার অভাব ওর মধ্যে কখনো দেখা যায় নি।

    আর মনোজ-কে সাতটা ম্যাচে পরপর দলে না রেখে, ধোনি এবং টিম ম্যানেজমেন্ট পক্ষপাতিত্বের এক নয়া নজির তৈরী করল।
  • potke | 180.151.34.130 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:২৭445785
  • আকা,মনোজ তিওয়ারি খেলেনি বাংলার প্লেয়ার বলে, এর মধ্যে রহস্য কিছু নেই। ধোনি তার চেলা দের খেলায়, আর পি সিং যেমন খেলেই যেত রায়নাও তেমনি খেলেই যাবে।

  • ppn | 122.252.231.7 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪৫445786
  • মনোজ তিওয়ারি সিএসকে'র হয়ে তো খেলে না।
  • humm | 122.172.224.22 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:০৩445787
  • প্রশ্ন: - আই পি এলের ১০ কোটি টাকার প্লেয়ার রবীন্দ্র জাডেজার সাথে আগরকারের মিল কোথায় ?
    উত্তর : - দুজনে কেউ খেলতে পারেনা কিন্তু ক্যাপ্টেনের বদান্যতায় টিমে চান্স পেয়েই যায় । দলের বোঝা ।
  • aka | 75.76.118.96 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১২445788
  • কমরেদ কি বল্লেন জে এখন আইপিএলের টিম দিয়ে ঠিক হয় কে টিম এ ঠাক।অবে না?

  • Bratin | 14.99.25.42 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪০445789
  • আমার যেন কেন বার বার কপিল র ৪৩৪ উইকেট পাওয়া অবধি ওর রিটায়ারমেন্ট বিলম্বিত করা মনে আসছে। ভূল প্রমাণিত হলে আমি ই সবথেকে খুশী হবো।
  • dukhe | 202.54.74.119 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৩445790
  • আ: - আগরকর । এমন এক বোলার কোন আস্কিং রেটই যার কাছে অসম্ভব নয় ।
  • Bratin | 14.99.25.42 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৪445791
  • :-))

    বললে হবে ফাস্টেস্ট ফিফটি উইকেট( ভারতীয় দের মধ্যে)
  • demba ba | 121.241.218.132 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:০৮445792
  • সিকি কি নামটার সঙ্গে একটা নির্মোহ ব জুড়ে দিতে পারে না? তাহলে আর নতুন একটা খুলতে হয় না;-)
  • ppn | 202.91.136.3 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৫445793
  • আকা ঠিক তাইই। কালকের বর্তমানেও দেখলাম একই লাইনে লিখেছে।
  • gandhi | 203.110.246.25 | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১১445795
  • শুধু সচিন নয়... গত ক্রিকেট খেলার নামে একটা নির্মোহ খুললে কেমন হয় ???

    যে খেলায় একজন প্লেয়ার সেন্‌চুরি করার পর ৭টা ম্যাচ চান্স পায়না ... আর একজনের সেন্‌চুরীর জন্য গত দেশের পাবলিক হেজিয়ে মরে ... সেই খেলার কি কোনো মানে হয় ??? তবে ইন্ডিয়া খারাপ খেলেনি...3rd হয়েছে তো ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন