এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লে হালুয়া

    Kaatakutu
    অন্যান্য | ২০ ফেব্রুয়ারি ২০১০ | ৩৫৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 97.81.65.67 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:০০445849
  • হ্যাঁ তারপর?
  • Kaataakutu | 65.82.131.225 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৭445860
  • আজ রবিবার।বউ বাজারে গেছে। ঘরময় এখন শুধু শান্তি। ভাবলাম বিছানায় উল্টেপাল্টে শরীর টাকে একটু সেঁকে নেবো। কাল থেকে তো আবার সেই অফিস। হঠাৎ কলিং বেলের আওয়াজ; দর্জা খুলে দেখি এক বেশ বয়স্কো ভদ্রোলোক দর্জায় দাঁড়িয়ে আছেন।
    আমকে দেখে জিগ্গেস করলেন, কি রে চিন্তে পার্ছিস?
    চেনা তো দুরের কথা, কস্মিন কালেও দেখিনি। । ভাবলাম এখন এই সময় নাতি, নাতনি পাহারা দিতে বেশ কিছু দাদু, দিদা দেশ থেকে আমদানি হোয়েছেন। ওনাদেরি একজন বোধায় প্রাতো-ভ্রমনে বেরিয়ে বাড়ী ভুলে আমার বড়ীতে নক করেছেন। একটু থতোমতো খেয় উত্তর দিলাম, না ঠিক চিনতে পারলাম নাতো মেসোমসাই।
    ভদ্রোলোক খিঁচিয়ে উঠে বল্লেন, মেসোমসাই কিরে? আমায় চিনতে পরলিনে! আমি জে স্বয়ং ব্রহ্মা'!

    কি বোলছেন গুরু?!

    আবার খিঁচিয়ে উঠলেন, খবর্দার আমাকে গুরু বলবিনে। গুরু শুনলেই মনে হয়, ঐ রাজেশ কন্না বা অমিতাভো বচ্চন কে ডাকছিস, বরঞ্চো তুই আমাকে প্রভু বলে ডাকিস।

    কি কেস নিজেকে ব্রহ্মা বলছে অথচো দাঁড়ি ,গোঁফ নই! সরাসরি প্রশ্ন কোরে বসি, আপনার দাঁড়ি, গোঁফ কোথয় গেলো প্রভু? এমন দাঁড়ি গোঁফ বিহীন ব্রহ্মার ছবিওতো জীবনে দেখিনি। কথাটা শুনে রাগে মুখ লাল করে বলে উঠলেন, তুই একটা মাথা মোটা, হুমদো, আতা, খেজুর।
    ঐ বুদ্ধির জন্য তোর কিছু হলোনা। এই বাজারে দাঁড়ি গোঁফ নিয়ে ভিসা নিতে গেলে আমায় ভিসা দিতো? নাকি বীন-লাদেন ভেবে জেলে পুরতো তখন তোর কোন সোম্বোন্ধির পো এসে আমায় জেল থেকে ছাড়াতো শুনি?

    সে কথাটাতো ভেবে দেখিনি। তা প্রভু পথে আপনার কনো অসুবিধা হয়নিতো?

    এক গাল হেঁসে বোল্লেন, সে রকম কিছুনা, তবে ইংরাজির গন্ডগোলে এক্টু বিপদে পড়ে যাই মাঝে মাঝে । প্রথমবার তো চিকাগোর মলে এক দোকানে ঢুকবার সময় পুশ আর পুল এর গন্ডগোল পাকিয়ে সেই দোকানের দর্জাটাই প্রায় উপড়ে ফেলছিলাম আর কি!

    আর এই বার এরোপ্লেনে,!! সুন্দোরি হঁসি মুখে কানের গোড়ায় এসে জিগ্গেস কোর লে ভেজ, না নন-ভেজ? মুখ ফোস্কে বেরিয়ে গেলো ভেজ! আর তোকে কি বোলবো মাইরি,, খেতে দিলে শিকড় বাকড় সুদ্ধো এক গাদা ডালপালা! সাহেব, সুবোরা সেই খাবার খেতে পারে, তাবলে কোনো দেবতা পারে ঐ ডালপালা গিলতে?

    প্রভু তাহলে তো আপনার কিছুই খাওয়া হয়নি।আপনাকে একটু,
    বাতাসা, সিন্নি দি?

    ছ্যা, ছ্যা, ছ্যা ঐ সব খেয়ে খেয়ে মুখ একেবারে বোদা মেরে গেছেরে, তুই বরঞ্চো কিছু নোন্তা থাকলে ছাড়তে পারিস।
    প্রভু নোন্তা বোলতে কাল রাতে BBQ কোরে-ছিলাম তার কিছু BBQ চিকেন ফ্রীজে আছে, সেটাই গরম কোরে দেবো?

    সেইটে ভালো, সেইটে ভালো, তোদের ঐ BBQর পোড়া গন্ধোটা আমার বড়ো ভালো লাগে, আর তাছাড়া ফ্যাটটাও কম!
    ড্রীনক্স কি দেবো প্রভু? সরবত বা ডাবের জল?
    না।
    চা,/ কফী?
    না
    কোক, / পেপসি?
    না
    সোডা। হুইস্কি?
    সোডা না।
    তাহোলে শুধু হুইস্কি?
    কিছু বরপ মারিস।।ঐ জাকে তোরা বোলিস স্কচ অন রক্স আর কি।
    এক্টা লম্বা চুমুক মেরে, আমায় বোল্লেন, কিরে তুই নিলিনে?
    আমিও ওনাকে সঙ্গো দিতে খনিকটা ঢেলে বোসে পোড়লাম।।

    BBQ চিবোতে চিবোতে আমায় বোল্লেন, তোরা এখানে মদ, মাংসো, মেয়েছেলে নিয়ে ফুর্তি কোরছিস, আর দেশের লাখ, লাখ শিশু অনাহার/অর্ধাহারে মরছে। এই তো সেদিনো দেখে এলাম এখনো কোলকাতার পথে হাজার, হজার শিশু, খাদ্য নেই, শিক্ষা নেই।

    প্রভু আপনি কাঁদছেন??!!

    কাঁদবোনা? অশিক্ষা আর কুশিক্ষায় এখনো দেশটা আচ্ছন্নো। যে মা নিজের শিশুর মুখে দুধ দিতে পরেনা আর সেই মা, পাথরের মাথায় দুধ ঢালছে। এখোঅনো সুধু মাত্র পানিয়ো জলের অভাবে হাজার, হাজার লোক মোরছে আর তোরা পড়ে আছিস ক্রিকেট নিয়ে!

    প্রভু ক্রিকেটাররা দেশের জন্য লড়ছে।

    আর সৈনিকরা ? তারাও তো দেশের হোয়ে লোড়ছে? কার্গিলে সৈনিক মরলে তার বিধবা বউকে টাকা দিতে তোদের সরকারের হিন্দি-স্থন ফাটছে আর ক্রিকেট জোদ্ধা দের পেছনে কোটি কোটি টাকা ঢালছে।
    বাহ রে বাহ চমৎকার! এতো বয়সেও ঠিক বুঝে উঠতে পারলাম না কোন লড়াইয়ে কে টাকা পায়!! ভাবছিস বাতেলা মারছি?

    না না প্রভু বলুন আমার চোখ খুলছে।

    চুপকর! হাজার হাজার বছরের গীতা, বাইবেল, কোরান পড়ে তোদের চোখ খুল্লনা আর আমার এই বক্তিমে তে তোর চোখ খুলছে। দে আর এক পেগ ছাড় আর এইবার বরপটা কম দিবি আর মালতা বেশী ঢালিস, এই শোন তোর কাছে কোনো পেন কিলার আছে? পাছাটায় বড্ডো বেদনা এখনো।

    কি করে ব্যাথা পেলেন প্রভু? পড়ে গিয়েছিলেন নাকি?
    আর বলিস কেনো? হিমেশ রেশমিয়ার সাথে একতা অনুস্‌ঠানে নাচতে গিয়ে পড়ে গেলুম। তাও ভাগ্যিস বিপাসাটা কাছে ছিলো, 'দাদু তোমার লেগেছে বলে সেই আমাকে কোনোরকমে টেনে তুল্লে আর তাই দেখে ছেলে ছকরা গুলো পুঁই পুঁই করে কি সিটি মারছিলো মাইরী। একেবারে জাতা কেস। লজ্জায় সবার সামনে তখন পাছাটার জত্ন নিতে পারিনি। ভেবেছিলাম পরে সময়মতো এট্টু চুন হলুদ লাগিয়ে নেবো, বুড়ো বয়সের হাড়তো এখন ফুলে ফেঁপে জানান দিচ্ছে।

    আপনি এই বয়সে এখন এই চ্যাংড়া ছেলেদের সাথে সাথে আমেরিকার শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন?

    নাচি কি আর সাধে? কি করবো বল? লোকের এখন দেব দ্বিজে ভক্তি কমেছে। প্রনামী হিসেবে জে কটা টাকা পাই তার মধ্যে মাস্তান সেলামী আর পুরহীত নেবার পরে আমার আর বিশেস কিছুই থাকে না। এতো বড়ো একটা জগৎ সংসার পেতেছি। কে খাওয়াবে এই নিরন্ন মানুষ গুলোকে? তাই এই নেচে কুঁদে বেড়িয়ে জে কটা টাকা পাই তাই দিয়ে

    তা বলে আপনি হিন্দি গানের সাথে নেচে গেয়ে বেড়াবেন? আপনি এই অপসঙস্ক্রিতি কে প্রস্রয় দিচ্ছেন?

    ওরে অপসঙস্ক্রিতি বলে কনো কথা নেই। তোরা প্র, পরা, অপ, সম ইত্যাদি উপসর্গ থেকে অপ টা তুলে জুড়ে দিয়েছিস মাত্র। মানুষ না হলেই কি সে অপ-
    মানব হবে? তুই তো একটা হনুমান, তাহলে তোকে অপ-মানব বলে ডাকি? কথাটা অসাস্ক্রিতিক হতে পারে মাত্র।

    আসলে আমি বলতে চাইছিলাম বাঙ্‌লার বা বাঙালীর অমন ভালো ভালো গান বাদ দিয়ে আপনি জদি

    ভালো জিনিষের আর সেই কদর নেই বুঝলি? দেখিসনা মদের দোকানে লোকে লম্বা লাইন দিয়ে মদ কিনছে আর গয়লা শীত, গ্রীস্ম , বর্ষা তে পায়ে হেঁটে লোকের বাড়ী বাড়ী গিয়ে দুধ বিকচ্ছে।

    নানা মানতে পারলামনা গুরু সরি প্রভু, এখন শিল্পায়নের বাজার। সোনার মাটি ভেদ করে বড়ো বড়ো পাঁচিল উঠছে, বড়ো ইন্ডাস্ট্রী হচ্ছে। গয়লারা আর হাঁটবেনা, এইবার ন্যানো চড়ে দুধ বিকোবে। বুদ্ধ বাবু খুব লড়ে ছিলেন, উনি নন্দনেও যান আবার নন্দীগ্রামেও যান।
    তোকে আর বুদ্ধের হয়ে ওকালতি করতে হবেনা। বুদ্ধ ব্যাটা যৌবনে 'দাস ক্যাপিটাল' পড়ে উল্টো বুঝলো! এখন নিজেই ক্যাপিটালের দাস হয়েছে।
    থাক তোর মতো মুর্খের সাথে আর রাজনৈতিক আলোচনা করে লাভ নেই। এবার উঠি বেশ কিছু কাজ বাকী পড়ে আছে

    প্রভু কি এখন ধ্যানে বসবেন?

    টাইম নেহী হ্যায় রে বাবা মেরা পাস। এখন ফারা খানের সাথে প্রীতমের নতুন গানের নাচ প্র্যাকটিস করতে হবে। তবে জাবার আগে একটা ছোটো অনুরোধ করি? তোর তো অনেক বন্ধু, বান্ধবী আছে, সবাইকে একটু বলিসনা,হতভাগা লোকগুলর জন্য জেনো কেউ কিছু করে, জত সামান্যই হোক জদি কিছু

    প্রভু আপনি কিছু ভাববেননা । আমি নিস্‌চই আমার পরিচিত সব বন্ধু, বান্ধবীদের অনুরোধ করবো সাদ্ধ্যমতো কোনো চ্যারিটেবল অর্গানাই জেশানকে কিছু দান করতে।
    প্রভু বিদায় নিলেন।

    বউ বাজার থেকে ফিরলে পুরো ঘটনাটার বিবরণ দিলাম।
    বউ সব শুনে মুখ ঝামটে বলে উঠলো 'সক্কাল সকাল মদ গিলে বসে আছো'?!!
  • bb | 117.195.177.146 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩১445871
  • বা: চমৎকার লিখেছেন। কত ভালো ভালো প্রতিভা আছে গুরু পাঠকদের মধ্যে
  • KaataKutu | 74.129.113.82 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৩445880
  • Thanks bb। ভালো লাগছে এই ভেবে জে অত্নত: একজন লেখাটা পড়লো।
  • bb | 117.195.164.226 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৬445881
  • @ কাতাকুতু গুরুতে সপা: নীপা বোধহয় ১:১০০। অনেকেই পড়েছেন, আমি শুধু মতামত জানিয়েছি। চালিয়ে যান
  • M | 59.93.244.103 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫০445882
  • আমিও পড়েছিলাম তো, আর ভালো ও লেগেছিলো, শুধু কই নাই।:(
  • Manish | 117.241.229.29 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪445883
  • খুব ভালো হয়েছে। তবে বানানের প্রতি যদি আর একটু যত্নবান হোন।
  • Jhiki | 124.81.82.83 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০০445884
  • ডান্দিকে বাংলা না এলে, সঠিক বানান লেখা বড্ড চাপের।
  • d | 117.195.36.231 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২০:২২445885
  • কিন্তু ব্রহ্মার চারমুখের একটাতেও দাঁড়িগোঁফ নাই। অন্তত দাঁড়িগোঁফ নিয়ে উনি কোন ফটোসেশান করেন নি।

    নারদের সাথে গুলায় নাই তো?
  • Kaatakutu | 65.82.131.225 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১445850
  • ব্রহ্মা জে আমার চেয়ে বুড়ো সেটা বোঝাতে গোঁফ দাঁড়ি বসিয়েছিলাম। এইবারের মতো মেনে নিন প্লীজ!

  • . | 125.18.104.1 | ০২ মার্চ ২০১০ ১৮:১৭445851
  • ল্লে:! ব্রহ্মার দাঁড়িগোঁফ নেই?


  • dd | 122.167.51.165 | ০২ মার্চ ২০১০ ২০:৩০445852
  • না:, বোম্মার দাঁড়ি গোঁব নেই, মানে পুরান ফুরাণে নাই।

    শুদু অগ্নিদেবের দাঁড়ি ছ্যালো, সেও আবার ব্লন্ড (হরিদ্রাবর্নের) ।

    লে: সুজি।
  • pi | 72.83.210.50 | ০২ মার্চ ২০১০ ২০:৪০445853
  • ধুর, দাড়ি কখনো থাকে , কখনো থাকেনা।
    কেউ ই ঠিক জানেনা।
    ব্রহ্মা জানেন।

    http://www.youtube.com/watch?v=jwDPXjZbYgA
  • Nina | 66.240.33.37 | ০২ মার্চ ২০১০ ২০:৪৯445854
  • কাতাকুতু, (আবার হাসি পাচ্ছে) দুবার পল্লাম তো ! দিকে দিকে ভাল বল্ল তো নোকে :))
    চলুক চলুক ----
  • kaatakutu | 65.82.131.225 | ০৩ মার্চ ২০১০ ০৩:৫৪445855
  • কাতাকুতুতে হাঁসি পেলো নাকি হালুয়া /সুজি খেয়ে?

    ব্রহ্মার দাড়ি টা নিয়ে কেস খেয়ে গেলাম। ভগবানের মার একেই বলে!

  • Nina | 76.124.208.223 | ০৩ মার্চ ২০১০ ০৬:২৩445856
  • যেখনে কাতাকুতু আছে সেখানে হাসি তো পাবেই!আমার পায়!
    ব্রহ্মার ছবি তো অনেক জায়গায় দেখেছি বেশ দাড়ি গোঁফে ভর্তি মুখ!
  • Kaatakutu | 69.137.86.240 | ০৩ মার্চ ২০১০ ০৬:৫৬445857
  • রাখে ব্রহ্মা তো মারে কে?!
  • Arijit | 61.95.144.122 | ০৩ মার্চ ২০১০ ১৪:৪৯445858
  • ডাবের জল/হুইস্কি এই গপ্পোটা মুজতবার লেখায় পড়েছি। সেখেনে এক পাদ্রীসায়েবের কথা ছিলো।

    প্র: টি?
    উ: নো টি।
    প্র: কফি?
    উ: নো কফি।
    ...
    প্র: হুইক্সি উইথ সোডা?
    উ: নো সোডা।
  • Lama | 203.99.212.54 | ০৩ মার্চ ২০১০ ১৭:৫২445859
  • ডাবের জল আর হুইস্কির গল্পটা অনেকে অনেকরকম ভাবে লিখেছেন।

    যেমন পরশুরাম, সেই গল্পে পাদ্রীসাহেবের বদলে গুরুদেব,আর ইংরেজীর বদলে বাংলা সধুভাষা:

    যেমন,
    গুরুদেব: না, সোডা নহে।
  • Kaatakutu | 69.137.86.240 | ০৩ মার্চ ২০১০ ১৮:১৫445861
  • এটা খুবই প্রচলিত জোক, ঘটনার প্রবাহে জোকটা মানানসই ছিলো তাই সুজোগ বুঝে ঠুসে দিয়েছিলাম! লে হালুয়াতে এমনি কচি কচি কিছু ঘটনা জোড়া আছে। ফাজলামী করে একটা অনুরোধ পাঠতে চেয়েছি পাঠকদের কাছে। আশাকরি এই পুনরাবৃত্তি অনুরোধটা, জোকটার মতই মার্জনীয়।
  • Arijit | 61.95.144.122 | ০৩ মার্চ ২০১০ ১৯:৪৫445862
  • ধুর মাইরি এত কিছু ভেবে বসলে চলে না। সেসব ভেবে লিখিওনি।
  • ranjan roy | 122.168.219.211 | ০৩ মার্চ ২০১০ ২২:৩৬445863
  • লেখাটা দারুণ। এরকম বেশ ক"টা নামান না!
    খালি নিজের নামটা বদলে কাতুকুতু করলে হয় না? প্রত্যেক বার হোঁচট খাচ্ছি।
  • Lama | 117.194.236.136 | ০৩ মার্চ ২০১০ ২২:৪০445864
  • একঘর লেখা, প্রচলিত জোক ব্যবহারের ফলে কিছুমাত্র রসভঙ্গ হয় নি। এরকম লেখা আরো চাই। (পরশুরামের গল্পটা মনে পড়ে গেল বলে উল্লেখ করলাম শুধু।)
  • Lama | 117.194.236.136 | ০৩ মার্চ ২০১০ ২২:৪৪445865
  • হিমানীশ গোস্বামীর "জীবরাম' বলে একটা গল্পে পড়েছিলাম- জীবরামের কাকা সেনাবাহিনীতে কাজ করেন, লে-তে পোস্টেড। তিনি ছুটিতে বাড়ি গেলে স্থানীয় একরকম সুজির তৈরি মিষ্টি বাড়ির লোকদের জন্য নিয়ে যান।

    সেই মিষ্টির নাম ছিল "লে হালুয়া'।
  • vikram | 193.120.76.238 | ০৩ মার্চ ২০১০ ২৩:৩৩445866
  • আমি লে তে লে হালুয়া খেয়েছি, ছবি তুলেছি।

    তাছাড়া কিছু মনাস্টরিতে লামা(দে)র হাগুর ছবি তুলেছি।

    একটি হাগুর চূড়ার ছবি তুললাম, প্রায় তিন মিটার উঁচু। বাতাসের সাথে রিয়াকশানে অল্প ক্ষয়ে গেছে, কিন্তু বেড়ে বেড়ে গর্তের মুখে উঠে এসেছে। তিন মিটার বলছি, কারন গু এর বেস টা একতলায়, গর্তের মুখ দু তলায়।
  • ranjan roy | 122.168.219.211 | ০৩ মার্চ ২০১০ ২৩:৪০445867
  • বিক্রম,
    এট ব্রজদার গুল্প, নাকি ঘনাদার গল্প?
  • vikram | 193.120.76.238 | ০৪ মার্চ ২০১০ ০০:০০445868
  • এই মুহূর্তে বাঁ হাতে ফোনের মধ্যে সব কটা ছবি। তিনটি মহাদেশের লোক সাক্ষী আছে।
  • ranjan roy | 122.168.219.211 | ০৪ মার্চ ২০১০ ০০:১১445869
  • সাবাশ! আমার সন্দেহবাক্য প্রত্যাহার করে নিলাম।
  • . | 115.117.242.254 | ০৪ মার্চ ২০১০ ০০:১২445870
  • হ্যা:! তুই তুলেছিস। আমি করেছি। তলায় এত গভীর খাদ যে পাথরে পড়ার থপ্‌থপ্‌ শব্দও ফিরে আসছে না। তবে লে নয়, দার্জিলিঙে।
  • Lama | 117.194.236.136 | ০৪ মার্চ ২০১০ ০০:৩৮445872
  • শিলঙের অনেক বাড়িতে টয়লেটগুলোর নিচে মেঝে বলে কিছু থাকে না। দুটো কাঠের পা-দানীর মাঝখানে একটা টিনের পাত্র বসানো। শীতকালে কাঠের পাদানীর তলা দিয়ে পশ্চাদ্দেশে ঠান্ডা হাওয়ার সে কি ঝটকা!!!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন