এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • গিটার শিক্ষা

    Sourav
    গান | ১৭ মে ২০১০ | ৫৯১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.177.129.53 | ২৪ মে ২০১০ ২৩:৫৫447172
  • হ্যাঁ হ্যাঁ, ক্লাসিকাল গিটার কঠিনই হবে। আমি যার কথা বললাম, সে লিড এবং রিদম বাজায়। ক্লাসিকাল নয়।

    তবে লিড, এবং বেসের ফিঙ্গারিংও বেশ কঠিন।
  • pi | 128.231.22.89 | ২৪ মে ২০১০ ২৩:৫৫447171
  • ও: , এই জন্য! :)
  • Ishan | 122.177.129.53 | ২৪ মে ২০১০ ২৩:৫৭447173
  • তবে ন্যাড়াদা, একলব্য যা তীর মেরেছেন, তার পরে প্রতিভা থাকলে কি হবে কিছুই বলা যায়না। একথা কি সইত্য, যে আলাউদ্দিন হাপ বাজনা নিজে নিজেই শিখেছিলেন?
  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১০ ২৩:৫৯447174
  • সৌরভ আমার Date:24 May 2010 -- 09:51 PM
    পোস্টটি দেখুন এবং কি বুইলেন জানান? ;)

    বলেইছি ফাণ্ডার প্রশ্ন করুন বা তক্কো করার পরিস্থিতি তৈরি করুন, আমরা তক্কো করতে হেব্বি ভালবাসি। :B

    হ্যাঁ প্রতিভা থাকলে সবই সম্ভব আর প্রতিভা না থাকলে জ্যান্ত গোটা তিনেক টীচার দিয়েও ঐ পিড়িং পিড়িং ই হবে। নেটটা কস্ট এফেক্টিভ।
  • nyara | 122.172.166.28 | ২৫ মে ২০১০ ০০:০১447175
  • না, ওনারা আলোচনার বাইরে। জেনেরাল কেস নিয়ে আলোচনায় মৈজুদ্দীন আনা যাবে না।
  • Blank | 59.93.240.45 | ২৫ মে ২০১০ ০০:০১447176
  • আরে প্রতিভা থাকলে তো যা খুশি হয়। কিন্তু প্রতিভা আছে আর নেই, এই দুটোর মাঝা মাঝি কোটিস কোটিস মানুষ। তাদের নিয়েই তো তক্ক :)
  • Blank | 59.93.240.45 | ২৫ মে ২০১০ ০০:০৫447177
  • আমি ঠিক জানি না। আলাউদ্দিন উজির খাঁর কাছে শেষ অব্দি শিখেছিলেন না?
  • pi | 128.231.22.89 | ২৫ মে ২০১০ ০০:০৮447178
  • বারে, তক্কো তো প্রথম শুরু হল, নিজে শিখে মেনুহিন হওয়া নিয়ে। আকাদা যা বল্লো, আমিও তাই বলেছিলুম, কিছু কিছু এক্স ফ্যাক্টর না থাকলে সেরম গুরু ধরেও মেনুহিন হওয়া যাবে না।
    অজ্জিতদা তো আমাকে তক্কের খাতিরে কাউণ্টার আর্গুমেণ্ট দিচ্ছি বলে দিল! :(
  • aka | 168.26.215.13 | ২৫ মে ২০১০ ০০:১০447179
  • বললেই হল? আমার দলেও কোটি কোটি জনতা, শুধু তারা স্বীকার করে না, আর আমি করি। অ্যাটিটিউডের প্রশ্ন, প্রতিভার নয়, কমরেড। খুব প্রতিভা, অল্প প্রতিভা, খাটুয়া, তারপরেই জনসমুদ্র। হাইলি স্কিউড গ্রাফ।
  • Blank | 59.93.240.45 | ২৫ মে ২০১০ ০০:১১447181
  • আরে নেটে শেখা মানে আগেই মেনুহিন দুধ কেটে ছানা হয়ে গেলো
  • Du | 65.124.26.7 | ২৫ মে ২০১০ ০০:১৯447182
  • কোনও ইনস্ট্রুমেন্ট ক্লাসিক্যাল, টীচারের কাছে কতদিন শেখা উচিত - ফার্দার নিজে শিখতে পারার মতো তৈরী হওয়ার জন্য?
  • Pintu | 217.162.209.233 | ২৫ মে ২০১০ ০৩:৪০447183
  • বেচারা সৌরভ।
  • Sourav | 117.194.193.211 | ২৫ মে ২০১০ ০৭:৫৪447184
  • সত্যিই, এখনো কি ভাবে শেখা উচিত সে বিষয়েই একমত হওয়া হলো না | যাই হোক প্রথম প্রশ্ন, একদম শুরুতে chordchange প্রাকটিস করতে হলে হাতের স্পীড বাড়াবো কি করে? Detail এ যদি কেউ লেখেন ভালো হয় | তর্ক করার মত প্রশ্ন নয়, তবে ইচ্ছে থাকলে সব প্রশ্নই তর্কের হয় |
  • Pintu | 217.162.209.233 | ২৫ মে ২০১০ ১০:১৬447185
  • এ ভাবে হয় না সৌরভ। কোনো teacher দেখুন। বুঝতে সুবিধে হবে। দিনে ১-২ ঘন্ট practice করুন। অনেক সহহে, তাড়াতাড়ি শিখে্‌বন।
  • Arijit | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১১:১৩447186
  • এই আলাউদ্দিন নিয়ে একবার টিসিএসে উদুম তক্কো করেছিলুম - সিএমএম গোষ্ঠীর সঙ্গে। তারা একখান ট্রেনিং করাচ্ছিলো যে ট্যালেন্ট হল মিথ। যে কোনো লোককে ঠিকঠাক পরিবেশে ফেললে তারা সবই করতে পারবে - প্রসেস ঠিক রাখলে। মানে আমাকে তেন্ডুলকরের পরিবেশে ফেললে আম্মো তেন্ডুলকর হতে পারবো, বা আলাউদ্দিন খাঁয়ের পরিবেশে ফেল্লে আম্মো আলাউদ্দিনের মতন চোদ্দখানা বাজনা বাজাতে পারবো। তখনও মানিনি, এখনও মানিনা।

    পাই-কে - যাদের কান খুব পাকা তারা গান শুনে তুলে নিতে পারে - যেমন হারমোনিয়ামে তোলে। কিন্তু বেহালার শাস্ত্রটা একটু আলাদা। সুর হয়তো বাজিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা ভালো হতে গেলে যে বাজাচ্ছে তাকে রীতিমত এক্সপার্ট হতে হবে। আমি সেরকম জায়গায় পৌঁছইনি, তাই নোটেশন খুঁজি। দ্বিতীয়ত:, স্টাফে অনেক ডিটেইলিং করা যায় যেটা স্বরলিপিতে করা যায় না - এটাও একটা কারণ - যদিও স্বরলিপি পড়া অনেক সোজা।
  • Arijit | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১১:৪৮447187
  • আমি শখ করে একটা acoustic গীটার কিনেছিলুম - সঙ্গে একখান বই ছিলো, একটা ভিডিও ক্যাসেট ছিলো। নেট ঘেঁটে কর্ডের চার্ট বের করে টুংটাং করাও শুরু করেছিলুম - কিন্তু এগোয়নি একদমই। সে গীটার এখন উইয়ে খাচ্ছে।

    স্ট্রিংগুলো বাজানো খুব সোজা বলে মনে হয়নি। প্রথম দুটো তার মনে হয় ওপর থেকে নীচে স্ট্রামিং হয়, আর নীচের গুলো নীচ থেকে ওপরে। ঠিক সিওর নই - যারা বাজায় তারা বলতে পারবে। কোথাও দেখেছিলাম বলে মনে হচ্ছে। আর খুব কনফিউজিং লেগেছিলো কর্ডগুলো - কোনো একটা জায়গায় চেপে তো নয়, দুই-তিন-কখনো চারটে তারে চেপে ধরে বাজানো - এটাই বুঝতে পারিনি।
  • . | 198.96.180.245 | ২৫ মে ২০১০ ১২:০৪447188
  • বেহালা নোটেশন ছাড়া বাজানো যাবে না কেন? নোটেশন থাকলে বাজাতে সুবিধে হয়। গানের মতই। গান শুনে শুনে গলায় তোলা যায়। কিন্তু স্বরবিতান থাকলে নির্ভুল হচ্ছে কিনা বোঝা যায়।
  • . | 198.96.180.245 | ২৫ মে ২০১০ ১২:০৮447189
  • কন্যা যে গান গাইতে শেখে সেটা নিজে নিজেই বেহালাতে তুলে নেয়। কিন্তু সেটার সব নোট ঠিকঠাক লাগছে কিনা ইত্যাদি জানতে গেলে নোটেশন দেখে নিলে সুবিধে হয়। ওয়েস্টার্নের ক্ষেত্রে। তবে রবীন্দ্রসঙ্গীতের স্টাফ নোটেশনের আমার খুব একটা ভরসা নেই। আর রবীন্দ্রসঙ্গীতের ডায়নামিক্সের ব্যাপারটা সাধারণত: স্টাফ নোটেশনে থাকে না। ওটার জন্য নিজের বোধবুদ্ধির উপর ভরসা করাই ভালো।
  • Arijit | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১২:২১447190
  • কয়েকটা ব্যাপার আছে - যেমন ওপেন স্ট্রিং বাজাবে, নাকি ফোর্থ ফিঙ্গার দেবে। বা ফার্স্ট পোজিশনে বাজাবে, নাকি আগের স্ট্রিঙে থার্ড পোজিশনে। এগুলো ওই শুনে শুনে তোলার সময় ডিসাইড করা খুব কঠিন। এগুলো প্রপার নোটেশনে দেওয়া থাকে।

    এর পিছনে সম্ভবত: কিছু নির্দিষ্ট কারণ আছে - কেন একটা পার্টিকুলার নোট ফার্স্ট পোজিশনে না বাজিয়ে থার্ড পোজিশনে বাজানো উচিত - যেমন ধরো "জাগরণে যায় বিভাবরী' - ডি মেজর স্কেলে ফার্স্ট পোজিশনে না বাজিয়ে কিছু কিছু জায়গায় থার্ড পোজিশনে বাজালে শুনতে ভালো লাগে।
  • Arijit | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১২:৩১447192
  • এটা গীটারেও থাকার কথা। কোনো একটা স্ট্রিং-এ পর পর নোটগুলো বাজালে কোনো একটা পোজিশনে পরের স্ট্রিং-এর ওপেন নোটটা আসার কথা। তখনই এই কোন নোটটা কখন কোন পোজিশনে বাজাবে সেই প্রশ্নটা উঠবে। এগুলোই সেই ডিটেইলিং যেগুলো নেটে থাকবে না।
  • Arijit | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১৬:১৬447193
  • আচ্ছা - হাওয়াইয়ান গীটার জিনিসটা কি উঠে গেছে? এখন কাউকে বাজাতেও শুনিনা, কেউ এটার কথা বলেও না।
  • Samik | 121.242.177.19 | ২৫ মে ২০১০ ১৭:২৯447194
  • হাওয়াইয়ানের তো তেমন কোনও অ্যাপীল নেই। ডিডি সেভেন ছাড়া আর কোথাও হাওয়াইয়ান বাজে না।
  • @ | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১৮:২১447195
  • কেন নেই? ল্যাটিনো হাঙ্কগুলো বাজায় না বলে?
  • @ | 61.95.144.122 | ২৫ মে ২০১০ ১৮:২৯447196
  • শমীক একটা ইন্টারেস্টিং প্রবলেম দিলো - ডান-হাতি আর বাঁহাতি গীটার। গীটার যদি সিমেট্রিক চেহারার হয় তাইলে তারগুলো উল্টো করে বাঁধলেই তো যে বাঁহাতি সে বাজাতে পারবে, তাই তো? ওই নতুন গীটারগুলোর মতন খাঁজকাটা হলে এই ফান্ডায় হবে না।
  • sda | 117.194.202.201 | ২৫ মে ২০১০ ২০:১৯447197
  • পিঙ্ক ফ্লয়েডের one of these days এ ডেভিড গিলমোর এর সেই হাওয়াইয়ান গীটার বাজানো, জাস্ট ভোলা যায় না।
  • Arijit | 61.95.144.122 | ২৭ মে ২০১০ ১০:৩৪447198
  • গীটার শেখা কি শেষ?
  • Samik | 122.162.75.153 | ২৭ জুন ২০১০ ১২:২০447199
  • আজ থেকে শুরু করলাম।
  • Bhuto | 203.91.193.7 | ০২ আগস্ট ২০১০ ১২:৪১447200
  • ছি: ছি: ছি: আমি কিনা গুরু পড়ছি না আর এমন অমূল্য একটা টই শুরু হয়েছে এখানে।

    সৌরভ , আমি শেখাবো গিটার। যা জানি আজই শুরু করছি, প্রথম থেকে।
  • Bhuto | 203.91.193.7 | ০২ আগস্ট ২০১০ ১৪:৪৮447201
  • স্টেপ ১ :

    গিটারের অংশগুলোর নাম বলি।

    ১) Body - সবচেয়ে বড় যে অংশটি , ফাঁপা , সেটি হল বডি।
    ২) neck - তারগুলো যে তুলনামূলকভাবে সরু কাঠের অংশটির ওপর দিয়ে গেছে বডি থেকে বেরিয়ে। যার ওপর দাগ কাটা আছে।
    ৩) Bridge -টার বডিতে যেখানে আটকানো সেখানে একটী উঁচু অংশ আছে (না দেখিয়ে বলা একটু মুশকিল) ।
    ৪) Sound hole - বডিতে যে গোল বা ইংরাজী "f" এর মতো কাটা থাকে তাকে বলে সাউন্ড হোল।
    ৫) Nut - neck এর ওপর দিয়ে তার গিয়ে যেখানে গিয়ে neck কে আবার স্পর্শ করছে বা neck এর ওপরের দাগগুলোর লাস্ট দাগটি (বডির দিকে নয়) হলো নাট।
    ৬) Headstock - নাট এর ওপরের অংশ যেখানে , ৬ টি key আছে সেটি পুরোটা।
    ৭) Tuning keys - headstock এ লাগানো ৬টি key যেখানে তারগুলো গিয়ে যুক্ত হয় সেটি।
    ৮) Truss rod - neck কে support বা adjust করতে ব্যবহার হয়। এটি পুরো neck এর মধ্যে দিয়ে গেছে আর headstock এর নাট এর ঠিক পিছনে।
    ৯) String - ৬ টি নাইলন\স্টীল\ব্রোঞ্জ তার বডি থেকে headstock পর্য্যন্ত।
    ১০) Fretboard - পুরো neck এর দাগ দাগ করা অংশটি।
    ১১) Fret - neck এর ওপর ধাতব পাত দিয়ে যে দাগ দাগ করা থাকে তার প্রত্যেকটার মাঝে অংশ।

    প্রত্যেকটি অংশ দেখে মিলিয়ে নেবেন।
    ইলেক্ট্রিক গিটারের আরো অনেক পার্টস থাকে, এবং রকম ফের অনুযায়ী acoustic গিটারেরও।
  • Bhuto | 203.91.193.7 | ০২ আগস্ট ২০১০ ১৪:৫০447203
  • ৩) নং পয়েন্টে
    **তার বডিতে যেখানে আটকানো
    ৮)
    **নাট এর ঠিক পেছনে অ্যাডজাস্ট করার স্ক্রু থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন