এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬১৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.172 | ০৯ জুন ২০১০ ১০:৪১447976
  • তাঙ্কিÄকভাবে অজ্জিত ঠিক। কিন্তু তঙ্কÄটা নিজেই কেমন কনজার্ভেটিভ নয়?
  • santanu | 82.112.6.2 | ০৯ জুন ২০১০ ১০:৪২447978
  • আমিও ভাবছিলাম, আলিমুদ্দিনের সামনে নাচলে অসুবিধা কোথায়, হাওয়াটা বুঝছিলাম না বলে মুখ খুলিনি।

    আজাদ হল GC পেলে আমরা তো তাশাপার্টি ভাড়া করে VP বার করতাম আর অন্য হলের সামনে গিয়ে নাচন কোদন করতাম (অন্য হল ও GC পেলে করত) - সে সব কি এখন বন্ধ হয়ে গেছে? দিপু, রোকেয়া বলতে পারবে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১০:৪২447977
  • হতে পারে। স্পোর্টিং স্পিরিট নিয়ে আমার ধারণা তাতে বদলাবে না।
  • dipu | 61.12.12.83 | ০৯ জুন ২০১০ ১০:৪৮447979
  • হোতো তো। নাচানাচি।
  • rokeyaa | 203.110.246.230 | ০৯ জুন ২০১০ ১০:৫২447980
  • তাসাপার্টি আসে না, তবে বাকিটা আছে :)
    কিন্তুক অজ্জিতদার এই কথাটা ঠিক, নাচের ভঙ্গিমায় (এবং তার সাথে যে গান চলে), কখনো কখনো বেশ ইয়েমতন।
  • Samik | 122.162.75.172 | ০৯ জুন ২০১০ ১১:০৪447981
  • তা হলে নিম্নলিখিত আওয়াজগুলিকে অ-সাংবিধানিক ঘোষণা করা হোক, ডেকোরাম অনুযায়ী :

    দ্যাখ ক্যামন লাগে
    কেমন দিলুম?
    দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি।

    এর পর যদি কোনও লরির পেছনে এইসব কথাবার্তা লিখে সেই লরি শহরের রাস্তায় নামে, তৎক্ষণাৎ লরিচালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে, আর বাইচান্স যদি সেই লরি আলিমুদ্দিন কিম্বা হরিশ চাটুজ্জে স্ট্রিট দিয়ে যায়, তা হলে অবশ্যই তিনমাসের জেল আর সাতদিনের ফাঁসী।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১১:০৯447982
  • কোথাও একটা সুক্ষ্ম সুতো আছে। সেটা চিনতে হয়। স্পোর্টিং/আন্‌স্পোর্টিং-এর তফাত করার জন্য।
  • dukhe | 122.160.114.85 | ০৯ জুন ২০১০ ১১:১৭447983
  • "মোহনবাগান জিতলে ইস্টবেঙ্গল টেন্টের সামনে নাচা বা ব্যান্ড পেটানো (বা উল্টোটা)"
    - উল্টোটা হবে কোথথেকে ? ইস্টবেঙ্গল আবার জেতে নাকি ? ছো:!
  • Arpan | 204.138.240.254 | ০৯ জুন ২০১০ ১১:৪১447984
  • রোকেয়া বাচ্চা ছেলে বলে ইয়েমতন লিখে কাটিয়ে দিল। বড়দের সামনে লজ্জা পায়। :)

    কিন্তু এই সংস্কৃতি কমরেড অজ্জিত দেশত্যাগের পূর্বে দেখেন নাই? : o
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১১:৫৩447986
  • হারা টিমের ঘরের সামনে নাচা - দেখেছি। আনস্পোর্টিং লেগেছে। তবে এখন যে নাচ দেখি সেটা মাইরি আগে দেখিনি। এটা টুইস্ট নয় (যে যেন লিখলো টুইস্ট) - সে তো সৌমিত্র চাটুজ্জে "জীবনে কি পাবো না'-র সাথে নেচেছিলো, ও জিনিস আগেও দেখেছি। এখন নাচটা কেমন একটা যেন। পারলে কখনো ভিডিও তুলে দেখাবো।
  • Samik | 121.242.177.19 | ০৯ জুন ২০১০ ১৩:৩১447987
  • ধুর, টুইস্ট নাচ বহুকাল আগে অবসোলিট হয়ে গেছে। টুইস্ট আজকাল কেউ নাচে নাকি?

    পাতি জিতেছে, এই প্রথমবার এত বড় সাফল্যের সঙ্গে জয়, হেরো পার্টির অফিসের সামনে নেচেছে। সে মুনওয়াক করেই নাচুক বা ধুনুচি নাচ, আমার মন্দ লাগে নি। তা ছাড়া বল্লামই তো, ক্যামেরার সামনে কিছুক্ষণেয়্র জন্য নেচেছে, ক্যামেরা সেই শটটুকুই ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে। সারাদিন ধরে নাচার মত গ্যাদারিং আমি দেখি নি, অন্তত টিভিতে যা দেখলাম। জাস্ট একটা পাসিং ক্রাউড ছিল।

    সত্যি বলতে কি, আমিও ... না:, থাক, বলব না।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১৩:৩৪447988
  • মিসিং দ্য পয়েন্ট। মানে আমার পয়েন্টটা।
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১৩:৫০447989
  • তবে এখানে একটা ফ্যালাসিও আছে।

    জুপিটারের সুইমিং পুলের বর্ডারের পাশের লেনে সাঁতার কেটে আনফিসিয়াল রেসটাতে কোনি অমিয়াকে হারিয়ে দেওয়ার পর ক্ষিতীশ যখন লাফায় আর চেঁচায় "কোথায় হরিচরণ? ওরে মুখখানা একবার দেখা। অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরী করা যায় রে পাঁঠা' তখন সেটাকে আনস্পোর্টিং মনে হয় না। কারণটা সম্ভবত: এই যে সেখানে কোনি আর ক্ষিতীশ একটা ফাইটিং স্পিরিটকে রিপ্রেজেন্ট করে যেটাকে বহুবার হরিচরণ এট অল খিল্লি করেছে, আটকানোর চেষ্টা করেছে।

    কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলায় কেউ জিতলে যদি অন্য ক্লাবের টেন্টের সামনে গিয়ে লাফালাফি করে (সে যত মিনিটের জন্যেই হোক না কেন) সেটাকে আনস্পোর্টিং মনে হয়। কলেজে হোস্টেল-হলের খেলাতেও একই মনে হত। সিমিলারলি সিপিএম-তৃণমূলের রেসে। এসপ্ল্যানেডে মমতার কোন এক সমাবেশের পাশ দিয়ে সিপিএমের মিছিল থেকে আওয়াজ দিয়েছিলো কেউ কেউ - "মমতা দেখে যা, জ্যোতিবাবুর ক্ষমতা' (যদিও এটা তার কিছুদিন আগের কিছু কমেন্টের জবাব ছিলো বলে জানি) - সেটাকেও আনস্পোর্টিং মনে হয়েছিলো, এই নিয়ে বেশ হইচইও হয়েছিলো পার্টির মধ্যে - এখনও মনে আছে।
  • t | 203.101.108.73 | ০৯ জুন ২০১০ ১৬:৩১447990
  • আরে না, আসল ছড়াটা ছিল "আয় দেখে যা মমতা, সিপিএম-এর ক্ষমতা"। মমতা-র দল (বা দিদি নিজেই) তার উত্তর-ও বনিয়েছিল "সিপিএম-এর ক্ষমতা, কেড়ে নেবে জনতা"!
  • .... | 61.12.12.83 | ০৯ জুন ২০১০ ১৬:৩৩447991
  • চোখ গেছে। "ফ্যালাসি ও' লিখলেই পারে!
  • Arijit | 61.95.144.122 | ০৯ জুন ২০১০ ১৬:৩৯447992
  • এ-কার তো দিই নি। খালি কু। কাজকম্মো হবে কি করে;-)
  • Ishan | 122.163.79.147 | ০৯ জুন ২০১০ ২২:৩০447993
  • কসুর প্রসঙ্গ এলই যখন। একটা কোচ্চেন ছিল। ইলেকশনের আগে কত্তো হট্টগোল হল, যে, কসুর এগেন্সটে নাকি ফৌজদারি কেস চলছে। ধরা পড়লেই সাংসদ পোস্ট খারিজ। সে নিয়ে ইপিয়েমের কত্তো হইচই। এই পাতায়ও কি ঝঞ্ঝাট। কিন্তু ইলেকশন হতেই তো সব শেষ। আর কিছু শোনা গেলনা।

    তা, কোচ্চেনটা হল এই, যে, সিপিয়েমের এই কাদালেপার প্রচেষ্টাটিকে কি আমরা ঢপবাজি বলতে পারি?
  • ranjan roy | 122.168.170.215 | ১০ জুন ২০১০ ১২:৪২447994
  • ম্মু-ম্মু!
    মমতা রেলমন্ত্রী হয়েছেন মাত্র ক'দিন, এর মধ্যেই ""সেরা "" খেতাবটি দিয়ে দিলেন! আর দিদিকে বলুন না-- আগামী চারবছর রেলমন্ত্রী থাকতে! সাহস করে বলেই দেখুন না!
    আর একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কাজ করতে দেবে না, বিরোধীরা? না:, বিরোধীদের শক্তিকে বড্ড বাড়িয়ে দেখছেন।
  • Sags | 114.143.7.146 | ১০ জুন ২০১০ ১৬:১৩447995
  • বাপরে বাপ এই নিয়ে ন'টা সুতো। এই তক্কো/আড্ডা থেকে আমি-ই বা বাদ পড়ি কেনো।
    ১) সিপিএম এর হাল বিগরেছে - এটা আমরা সবাই বুঝেছি। কেউ কেউ খুশি, কেউ বা নট সো খুশি, কেউ আবার সন্ত্রস্ত।
    ২) কেন ছিপিএম হারলো। এখন অনেকেই বেনোজলের , ধান্দাবাজদের গল্প দিচ্ছেন। তারা আগে কেন ঘুমাছিলেন? এইসব যন্তর পিস তো একদিনে ঢোকেনি। পাড়ার যারা লিডার তাদেরকে দেখে সামান্ত্র প্রভু মনে হয়। বিমান বাবুর এতো ঘ্যাম কেনো? অনিল বাবুর বিকল্প নেই কেনো? পার্টি আপিসের দিকে তাকিয়ে পেরনাম না করলে তোমার হাল খারাপ হয়ে যাবে। চাকরি পাওয়ার কথা ভুলে যাও। কি গান শুনবো, কি করে নাচবো, কি সিনেমা দেখব সেটা পার্টি বলবে কেনো? গ্রামের কথা ছেরেই দিলাম।
    ৩) সিপিএম অনেক কাজ-ও করেছে। ভুমি সনস্কার, বিকেন্দ্রীকরন, ল-এন-অর্ডার, ইত্যাদি। তবে এর অনেক গুলো পুরনো এবঙ্গ ভেঙ্গে পড়েছে। আবার অনেক কাজ করেনি। IT আনতে পারেনি, শিল্প বন্ধ হয়ে গেছে, চাকরি নেই। মুম্বাই-তে বিকম পাস করে লোকে ২৫০০০ এর চাকরি পায়, কলকাতাএ ঐ টাকার দোকান দেয়।
    ৪) সাম্রাজ্যবাদ, আমেরিকা, সিআইএ, পুন্‌জীবাদ, কেন্দ্র সরকার দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে - কাজ করেনি, কাজের ইচ্ছে নষ্ট করেছে। হকার, বস্তি বসিয়েছে, বাঙ্গলাদেশ থেকে লোক এনেছে। ধর্ম নিয়ে, গরিবি নিয়ে ভোট করেছে। আবার এটাও সত্যি যে বু ভ-এর কাছে তিরিশ কোটি টাকা আছে, এটা ভাবতে পারিনা (হাসি পায়), যেটা বাকি ভারতের যেকোনো মু: মন্ত্রির না হলেই অবাক হব
    ৫) অন্যদিকে তিনোমুলের দিকে তাকান - জেতার আগেই, মস্নদে বসার আগেই মারামারি, পেটাপেটি। সিপিএম করার মানেই ক্রিমিনাল। মাও থেকে শুরু করে ভাজপা সকলের সাথেই দোস্তি। নিতির কোনো-ই ঠিক নেই। তবু ভোট পাচ্ছে - যারা সিপিএম কে দিতো তাদের থেকেই।
    ৬) সিঙ্গুর-এ কারখানা হবে না। কেন? চাষীদের ক্ষতি। কত ক্ষতি। কেউ valuation করেছে? চাষের জমি ছারা কোথায় হবে শিল্প? কোনো জবাব নেই। সিঙ্গুরের চাষীদের এখন কি হবে? নাকি মোটোরসাইকেলের বিক্রি কমে যাবে বলে বাজাজ, হিরো দের জন্যে ন্যানো হতে পারবে না? তবে কে করবে বাঙ্গলার শিল্পায়ান?
    ৭) অন্যদিকে মমতা দেবি যেসকল বাক্যবান ছারেন তাতে হাসি, কান্না, ভয় সবি পায়। কাজকর্মের কথা আর বলাম না। তবুও তিনি লোকেদের মাঝে আছেন, সিপিএম এর একমাত্র বিরোধী হিসেবে, বহুদিন ধরে। একজন সিপিএম নেত্রী বলেছিলেন যে মমতার মতন নেত্রী নাকি শুধু কমুনিস্ট পার্টীতেই হয়। অন্যদিকে কিছু কাজ তো তিনি করেইছেন। রেল মন্ত্রী হিসেবে।

    আরো অনেক কিছুই বলা যায়। আমার মনে হয় either ১) মানুষ ভুল করেছে সিপিএম কে এতোদিন রেখে, এবঙ্গ এখন তিনোমুল-কে জিতিয়ে। অথবা, ২) সিপিএম এর যাওয়ার সময় এসেছে; নতুন মানব মুখি নিতি, যা দেখলে বিশ বছর আগের সিপিএম-কে মনে পরে তার সময় আবার এসেছে।

    হয়ত বাঙ্গলার মানুষ জোতি বাবুর রাজত্যকে মিস করছে খুউব।
  • o d | 61.12.12.83 | ১০ জুন ২০১০ ১৬:৪৭447997
  • হ্যালো......টেস্টিং.....হ্যালো .....
  • a x | 143.111.22.23 | ১০ জুন ২০১০ ২২:৩৯447998
  • যারা এতদিন ধরে পকাবু কিম্বা মানুষকে টুপি পরিয়ে তৃণমূলের জেতার গল্প করে এসেছেন, কিম্বা কেন আবার সিপিএম নয় ইত্যাদি বলতে গিয়ে যারা সিপিএম চায়না তাদের ধান্দাবাজির প্রতি নি:সন্দেহ হয়েছেন, তাদেরকে তাদেরই একজনের লেখা উপহার দিলাম।

    http://www.pragoti.org/node/3987

    এবং এখানে অনিকেত আলামের কমেন্ট -

    Anyway. Some decades back it used to be said that even if a lamp post is put up for elections on a CPI(M) ticket it would win, such was the confidence of the people in the party. Today its the other way around, even a lamp post would defeat the CPI(M). The point is not that Mamata is winning; the point is that the people of West Bengal, who have seen Mamata Banerjee from up close for so long, are so angry with the CPI(M) that they are even willing to let her be in power if that is what it takes to get the CPI(M) out.

    হনেস্টলি, দেখে ভালো লাগছে যে পার্টির মধ্যে, বাইরে এই নিয়ে নিজেরা আলোচনা, তর্ক, ঝগড়া করছেন। পার্টির ভেতরে তার মানে অনেক ইনটেন্স ডিবেট চলছে, আশা রাখি।
  • aka | 168.26.215.13 | ১০ জুন ২০১০ ২২:৪৭447999
  • এই কথাটাই কবে থেকে বলে আইছি, কেউ শোনে না। নামী দামী ও ভারী কাগজ কিম্বা ওয়েবজিনে না বেরলে কেউ লিং ও দেয় না। :((

    অনামিকার প্রবন্ধটাও সাথে সাথে পড়ে নেবেন।
  • SC | 128.2.55.50 | ১০ জুন ২০১০ ২২:৫৮448000
  • প্রগতির লেখাটা পড়ে বেশ ভালো লাগলো।
    অনিকেত আলমের কয়েকটা কমেন্ট পড়লাম, খুব পরিস্কার কথা বলেন ভদ্রলোক।
    সমস্যা হচ্ছে, যে সিপিএমের মধ্যে এধরণের একটা ডিবেট অনেকেই খুব একটা পছন্দ করেন না। ওখানেও দেখলাম প্রগতি কেন এটা ছাপিয়েছে জাতীয় দু একটা কমেন্ট।
    আশা করব প্রগতিতে শতপুস্পের বিকাশ ঘটবে, এবং তাতে দলের কিছু উন্নতি হবে।
  • Ishan | 122.163.79.86 | ১০ জুন ২০১০ ২৩:৫১448001
  • জনৈক শৈবালের একটি কমেন্ট দেখলাম লেখাটার নিচে। তিনি কি আমাদের এসবি? :)
  • Ishan | 122.163.79.86 | ১০ জুন ২০১০ ২৩:৫৬448002
  • যদি তিনিই হন, একটু জানাবেন প্লিজ? আমার খানকতক কোচ্চেন ছিল আর কি।
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ০৯:৩১448003
  • অনিকেতকে "রেনিগেড' হিসেবেও দেখে অনেকে;-)
  • a x | 99.50.245.93 | ১১ জুন ২০১০ ১০:২১448004
  • আর "মৈনাক" কে? ;-)
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১০:৩৫448005
  • চিনি না। মাত্র কয়েকজনকেই চিনি। তবে এটা ফ্যাক্ট যে লেট নাইন্টিজ থেকে শিল্পনীতি নিয়ে একটা ডিবেট ছিলো - এদ্দিনে সেটা জোরালো হচ্ছে।
  • ranjan roy | 122.168.170.215 | ১১ জুন ২০১০ ১১:৪৬448006
  • অরিজিৎ বোধ্‌হয় হয় ওই এক কথা শুনে শুনে বোর হচ্ছে, তবু না বলে পারছি না। অশোক মিত্রের "" তুমি আর নেই সেই তুমি'' প্রবন্ধটিতে যে আশংকা ছিল, তা সত্যি হল। মানুষ বীতশ্রদ্ধ হয়ে ল্যাম্পপোস্টকে ভোট দিচ্ছে।
    আর যাঁরা বেনোজল বের করতে চান তাঁদের কাছে করবদ্ধ নিবেদন--- ১)আলিমুদ্দিন থেকে শিশির বাজোরিয়া নামক ফড়েটিকে বের করুন। ও যেন আগামী নির্বাচনী প্রচারেও না যায়। এবং বড় নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট যেন ওর মাধ্যমে নিয়ন্ত্রিত না হয়।
    ২) DYF আবার জি-টিভির প্লে-উইন জুয়ো খেলানোর বিরুদ্ধে স্থগিত আন্দোলন আবার শুরু করুক। এতে চাপ আছে। তাহলে ২৪ঘন্টা ও আরও এক দুটো চ্যানেলে পার্টির স্টেক ছাড়তে হবে। হোকগে। খালি মিডিয়ায় দখল নিলে ইলেকশান জেতা যাবে না। কিন্তু সুচেতনাদি কি রাজী হবেন?
    ৩) কমিউনিস্ট পার্টির অফিস আবার তার খেটে-খাওয়া মানুষের পার্টির লুক ফিরিয়ে আনুক, কর্পোরেট অফিসের লুক ছাড়ুক। এসি নইলে কমরেডদের চলবে না?
  • Arijit | 61.95.144.122 | ১১ জুন ২০১০ ১১:৫২448008
  • delusion থেকে বেরনো কি অতই সোজা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন