এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বাঙ্‌লায় কল্পবিজ্ঞান এর বই

    Arya
    বইপত্তর | ১৯ এপ্রিল ২০১০ | ৫১৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | 203.99.212.54 | ২০ এপ্রিল ২০১০ ০০:৫২449900
  • "আকাশ দস্যু'র সিক্যুয়েল? কোনটা?
  • Arya | 203.91.201.56 | ২০ এপ্রিল ২০১০ ০৯:২৮449901
  • কেন ভাই Blank, প্রফেসর শঙ্কু কল্পবিজ্ঞান নয় কেন?
  • Arijit | 61.95.144.122 | ২০ এপ্রিল ২০১০ ১১:২১449902
  • আকাশ দস্যুর সিক্যুয়েলটা পুরোটা মনে নেই - তবে যদ্দুর মনে পড়ছে ওই ঝিলম সেই স্পেশ্যাল স্যুটটা পরে শুক্রগ্রহের মানুষদের কলোনীতে নামবে (এই অবধি তো আকাশ দস্যুতে আছে) - কিন্তু ফিরে আসার পরে ঝিলমের মধ্যে আস্তে আস্তে কিছু চেঞ্জ আসতে শুরু করবে - পোশাকটার রিয়্যাকশন। শেষে ঝিলম মনে হয় এনার্জী হয়ে যাবে বা ওই রকম কিছু একটা ব্যাপার হবে।
  • nisha | 203.91.201.55 | ২০ এপ্রিল ২০১০ ১১:৪৬449903
  • বই এর নাম মনে পড়েনা,তবে লেখক ছিলো অনেক :
    ১। অদ্রীশ বর্ধন
    ২। অনীশ দেব
    ৩। এনাক্ষী চট্টোপাধ্যায়
    ৪। কিন্নর রায়
    ৫। Abhijnan রায়চৌধুরী
  • Blank | 170.153.65.102 | ২০ এপ্রিল ২০১০ ১৯:২৯449904
  • প্রফেসর শঙ্কু তে কল্পনা আছে, বিজ্ঞান নেই। বটিকা ইন্ডিকা বড়ি আছে, তার সম্ভাব্য অ্যানালিসিস নেই। রোবু আছে, কিন্তু রোবুর AI নিয়ে বিশেষ বক্তব্য নেই।
    সেখানে আসিমভ রোবটিক্সের বেসিক রুল দিচ্ছেন তাঁর বইতে, ক্রিস্টনের বইতে থাকছে অ্যালগরিদম (অবশ্যই জালি, কিন্তু লজিকাল ডিডাকশান বোঝানোর চেষ্টা তাতে), থাকছে ব্যাঙের জিনের সাথে ডাইনোর জিনের ওভারল্যাপিং প্রসেস etc
    এখানেই কল্পনা আর বিজ্ঞান মিশে যায়, সোনাপত্তির পাতায় কি কি আছে, আর কি ভাবে সেগুলো যেকোনো রোগ সারাতে পারে তার একটা লজিকাল ডিটেলস থাকলে সেটা কল্প বিজ্ঞান হয়ে উঠতে পারতো। কিন্তু সেটা হয়ে ওঠে নি প্রোফেসর শঙ্কু তে।
  • PM | 113.21.65.67 | ২০ এপ্রিল ২০১০ ২৩:৪৮449905
  • আমার-ও কল্পবিঙগানের কোথ বলে্‌ত গিয়ে প্রথমেই অদ্রিশ বর্ধন-এর কথা মনে পড়ে। মানে প্রফ. নাট বলটু চক্র-র কথা। দারুন চরিত্র। কেউ কি " সময় গাড়ি" পরেছে। ছোটবেলয় দারুন লেগেছিলো। এত কিন্তু এইচ. জি. ওএল্‌স এর "time machine"এর অনুবদ নয়।

    অদ্রিশ বর্ধন এর অনুবাদে এইচ. জি. ওএল্‌স , কোনান ডয়েল এর পড়ার experience ও দারুন। উনি বাঙ্‌লায় প্রথম কল্পবিঙগানের মাসিক পত্রিকা Fantastic চালু করেন।

    তাবে এখন বাংলাদেশের জাফর ইকবালের কোনো তুলোনা নেই। অদ্ভুত সুন্দর গল্প বলার ভঙ্গি। এই বয়স-এও গোগ্রাসে গিলি। থীম international মানের। বিস্বস হয় না কোনো বাঙ্গালি লিখছে।
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ০৯:০১449906
  • Blank, আইজ্যাক আসিমভ অসাধারণ লেখ্‌ক কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এখানে খালি বাংলা লেখ্‌ক, লেখিকা দের নিয়েই আলোচ্‌না করব, এইরকম স্থির হয়েছিল। আর কল্পবিজ্ঞান নিয়ে লিখতে গেলে কিছু rule মানতে হবে এইরকম কথা কোথাও আছে নাকি? এটা মনে হয় Blank এর নিজস্ব মতামত।
    আমার মনে হয় সেক্ষেত্রে, প্রোফেসর শঙ্কু আসতেই পারেন। জনগ্‌ণ কি বলেন?

    PM, এক্‌দম আমার মনের কথাটি লিখেছেন, জাফর ইকবাল সত্যিই অসাধারণ।
  • paatiraam | 125.20.14.39 | ২১ এপ্রিল ২০১০ ১১:০৯449907
  • পিএম, কল্প-বিজ্ঞানের প্রথম বাংলা পত্রিকা "আশ্চর্য" ,সম্ভবত: একই টিকানা থেকে পরে প্রকাশিত হয় "ফ্যান্টাস্টিক", অদৃশ বর্ধনের সম্পাদনায়।
  • Blank | 203.99.212.53 | ২১ এপ্রিল ২০১০ ১১:৩০449908
  • নিশ্চয় নিয়ম মানতে হয়। গল্পের কোনো ক্যারেকটার বা প্রোটাগনিস্ট একজন বিজ্ঞানী হলেই তাকে কল্প বিজ্ঞান বলা যায় না। তাহলে গুপী বাঘাও কল্প বিজ্ঞান।
    বাংলী লেখকদের মধ্যে একমাত্র জাফর ইকবালের লেখা কল্প বিজ্ঞানের genre তে পরে।
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১২:৩০449910
  • এইখানে একটু বলার আছে। শঙ্কু কাহিনীতে একটামাত্র character বিজ্ঞানী নন। প্রচুর বিজ্ঞানী আছেন, বিজ্ঞান বিষয়ক আলোচনা আছে। হয়তো সত্যজিত রায় জাফর ইকবাল এর মতো অত স্পেসিফিক নন, কিন্তু তাতে গুপী গায়েন-বাঘা বায়েন আর শঙ্কু কে এক ক্যাটেগরি তে মোটেই ফেলা যায় না।
  • Blank | 170.153.65.102 | ২১ এপ্রিল ২০১০ ১২:৩৯449911
  • বিজ্ঞান নিয়ে কিস্যু আলোচনা নাই।
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৩:০৮449912
  • মানতে পারলাম না।
  • Blank | 170.153.65.102 | ২১ এপ্রিল ২০১০ ১৩:১২449913
  • না পড়লে মানবেন কি করে !!
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৩:১৮449914
  • দুটো ই পড়েছি, তাই বলছি, না পড়ে বলছি না।
  • kanti | 125.20.14.68 | ২১ এপ্রিল ২০১০ ১৩:৩৫449915
  • বিজ্ঞান নিয়ে আলোচনার জায়গা কিন্তু কল্পবিজ্ঞানের গল্প নয়।এখানে কল্প কথাটায় নজর দেবেন।
    বিজ্ঞান-ভিত্তিক কল্পনা যে গল্পের ঘটনাক্রমের মধ্যে রয়েছে তাই কল্প-বিজ্ঞানের গল্প ।কাকাবাবুর গল্পে এসব কিস্‌সু নাই। কিন্তু
    কখন ক্‌খন শংকুর গল্পে আছে।আজগুবি কল্পনা বাএয়াডভেন্‌চারের গল্প কল্পবিজ্ঞান নয়।
  • kanti | 125.20.14.68 | ২১ এপ্রিল ২০১০ ১৩:৩৮449916
  • ঘনাদার বেশ কিছু গল্পকে কল্পবিজ্ঞানের গল্প বলা যায়।
  • Lama | 203.99.212.54 | ২১ এপ্রিল ২০১০ ১৩:৫৪449917
  • সুনীল গঙ্গোর কিছু কিছু তথাকথিত কল্পবিজ্ঞানের গল্প আছে (যেমন, "নীল মানুষ' সিরিজ)- বেশ ঢপের। রনজয় বলে একজনকে ভিনগ্রহীরা ধরে নিয়ে গিয়েছিল। তার পর তার শরীর বিশাল হয়ে যায় আর গায়ের রঙ হয়ে যায় নীল।

    অরিজিতের বলা "আকাশদস্যু'র সিক্যুয়েলটাও বেশ আজগুবি। তবে প্রথম পর্বটা (আকাশ দস্যু) ভালই লেগেছিল। তার একটি চরিত্র নীলাঞ্জনা (নী) কবিতা লিখেছিল "চাঁদের ওপাশে রাঙামাসীমার মস্ত বাগানবাড়ি, নীল খরগোশ ঘাস ভেবে খায় মেসোমশাইএর দাড়ি।'

    আর প্রফেসর শঙ্কু কল্পবিজ্ঞান নয় সেটা সব ক্ষেত্রে ঠিক নয়। উদাহরণ: মাধ্যাকর্ষণবিরোধী ধাতু "শ্যাঙ্কোভাইট' দিয়ে তৈরী আকাশযান "শ্যাঙ্কোপ্লেন"- যথেষ্ট টেকনিক্যাল খুঁটিনাটি রয়েছে। কিছু ধোঁয়াটে/অযৌক্তিক জায়গা তো থাকবেই। সেই জন্যই তো সেটা "কল্প।'
  • Kartuj | 125.20.3.146 | ২১ এপ্রিল ২০১০ ১৪:০০449918
  • শঙ্কুর গল্প যদি science fictionই না হয়, তা হলে রায়মশায় ওতে science বস্তুটির অবতারণাই বা করলেন কেন? উনি নিশ্চই science fiction হিসেবেই লিখেছিলেন। শুধু কল্পনার জন্যে science ছাড়াও পৃথিবীতে আরো অনেক কিছু ছিল। এরকম কোথাও কোনো Rule নেই যে ওতে গাঁজাখুড়ি কিছু formula ঢোকাতেই হবে proof হিসেবে। তাহলে বটিকা ইন্ডিকা বা মিরাকিউরল হবে কেন। অন্য কিছু হত।
  • kb | 203.110.243.22 | ২১ এপ্রিল ২০১০ ১৪:০১449919
  • শঙ্কু ও ইউ. এফ.. তো কল্পবিজ্ঞানের গল্প।

  • Ar ya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৪:১২449921
  • ধন্যবাদ, সবাইকে, শঙ্কু কে কল্পবিজ্ঞান বলার জন্য।
  • nyara | 203.110.238.16 | ২১ এপ্রিল ২০১০ ১৪:১৩449922
  • কিশোর জ্ঞান-বিজ্ঞান বলে একটা পত্রিকা বেরোত। বোধহয় সমরজিৎ কর বা ঐধরণের কারুর সম্পাদনায়। তাতে সত্যজিৎ রায়ের একটা ইন্টারভিউ বেরিয়েছিল, "শঙ্কু এখন সিরিয়াস' - এই শিরোনামে। তাতে ওনারা বলেছিলেন যে শঙ্কুর গল্প ঠিক সায়েন্স ফিকশন নয়, ওগুলো 'সায়েন্স ফ্যান্টাসি'।

    পাশকথা - ঐ সংখ্যাতেই সত্যজিতের সেই লিমেরিক লিখেছিলেন:

    রামফাঁকিবাজ চাকর জোটে সাধনবাবুর ভাগ্যে
    বাবু বলেন, "রোবট রাখি, চাকরগুলো যাকগে"।
    রোবট হল কাজে বহাল
    তার ফলে আজ বাবুর কী হাল!
    রোবট বলে,"কই রে ব্যাটা?", বাবু বলেন, "আজ্ঞে'।
  • Kartuj | 125.20.3.146 | ২১ এপ্রিল ২০১০ ১৪:২৮449923
  • কে অনুকূল নাকি? সে তো এমনিতে ভালই ছিল। পরে কেমন হয়ে গেছিল তা অবশ্য জানা যায় না। আবার সেই সময় নাকি অন্য অনেকের বাড়িতেও রোবট চাকর বহাল হয়েছিল। তাদের কেউও হতে পারে। আচ্ছা অনুকূলের মালিকের কি যেন নাম?
  • de | 203.197.30.2 | ২১ এপ্রিল ২০১০ ১৪:৩৬449924
  • ঐ কিশোর জ্ঞান-বিজ্ঞানেই কার একটা রোবট ক্ষেপে গিয়ে তাকে মেরে ফেলেছিলো -- গল্পটার নাম মনে পড়ছে না!

    কল্পবিজ্ঞানের কোন হার্ডকোর ডেফিনিশান আছে?

    জুলে ভার্ণের গল্প কোন ক্যাটিগরিতে পড়বে?

    সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসীর তফাত কি?

    ( দুটোই কল্পনা হলেও, একটাতে লজিক কিছুটা হলেও আছে, অন্যটায় গোরুকে গাছে চড়ানো যেতে পারে! এছাড়া আর কোন বেসিক তফাত? )

    কত কোচ্চেন পেটের মদ্যে গজগজ কচ্চে!
  • Lama | 203.99.212.54 | ২১ এপ্রিল ২০১০ ১৪:৫৪449925
  • "শঙ্কু এখন সিরিয়াস' কিশোর জ্ঞান বিজ্ঞানের যে সংখ্যায় বেরিয়েছিল সেটা বোধ হয় এখনো আমার কাছে আছে, খুঁজে দেখতে হবে (সম্ভবত: ১৯৮২ পূজো সংখ্যা)। ওতে একটা তালিকা ছিল, শঙ্কুর আবিষ্কারগুলোর।
  • Lama | 203.99.212.54 | ২১ এপ্রিল ২০১০ ১৪:৫৬449926
  • রোবট ক্ষেপে গিয়ে লোক মেরে ফেলা? ও রকম তো হয়েই থাকে (কল্পবিজ্ঞানের গল্পে)
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৫:০৩449927
  • বেস্ট আবিষ্কার অ্যানাইহিলিন।
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৫:০৯449928
  • আরো আছে - লুমিনিম্যাক্স, অরনিথন, শ্যাঙ্কোপ্লেন, বটিকা ইন্ডিকা, কার্বোথিন, ক্যামেরাপিড, রিমেমব্রেন ----জনগণ সাহায্য প্রার্থনীয়।
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৫:১০449930
  • মিরাকিউরল
  • Kartuj | 125.20.3.146 | ২১ এপ্রিল ২০১০ ১৫:১০449929
  • আচ্ছা অ্যানাইহিলিনের সাথে পাতালঘরের ভিকের পিস্তলের মত অস্ত্রটার মিল আছে না?
  • Arya | 203.91.201.56 | ২১ এপ্রিল ২০১০ ১৫:১২449932
  • অ্যানাইহিলিন দেখতে সাধারণ কলমের মতো, পিস্তলের মতো নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন