এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অন্য যৌনতা

  • হাসতে লেডিস! হার্টে যদিও সাচ্চা

    ঋতেন মিত্র লেখকের গ্রাহক হোন
    অন্য যৌনতা | ২৪ মার্চ ২০১০ | ১০২৬ বার পঠিত
  • খিল্লির খতিয়ান

    ঋতুপর্ণ, মীর এর শো নিয়ে কূটকচা৯ হয়েছে প্রচুর। এফিমিনেট গে, বা ট্রান্সেক্সুয়ালরা পপুলার কালচারে আসেন মূলত কমেডি-র উপাদান হয়ে। কেউ বলছেন, অন্য যৌনতা অস্বীকার করার মানসিকতা থেকেই এই খিল্লি। আবার খিল্লির ওকালতি করে কেউ বলছেন, এই খিল্লি নির্দোষ, অন্য যৌনতার মানুষকে সমাজে অন্তর্ভুক্ত করার একটা প্রসেস মাত্র।

    রইল এরকমই দু'জনের মতামত। আপনার কী মত?
    লিখে পাঠাতে পারেন [email protected]

    mask

    কঠিন সময়।
    ধনঞ্জয়ের ফাঁসি হোক বা কমেডি শোয়ের হাসি - নির্মল মজার দিন খতম। সহজ ব্যাপার সহজ ভঙ্গীতে নিতে গেলেই কেলোর কীর্তি। কোথায় সেই বিগত প্রজন্মের বৈঠকখানা কাঁপানো অট্ট - অবাধ, উদ্দাম, ডিসক্লেমার-হীন! বিয়েবাড়ির রসগোল্লা কম্পিটিশন এর সাথে সাথে প্রাণ খোলা হাসির গরিমা টুকুও এখন পারিবারিক মিথের লিস্ট-ভুক্ত। রসের পিচকিরি তে পলিটিকাল কারেক্টনেসের কন্ডোম পরে ঘুরে বেড়াও, নাতো মানবাধিকার রক্ষী বুলাদিরা গ্যাঁক করে কামড়াল বলে। কিন্তু দিদি, আমরা যে শুধু হাসতে চেয়েছিলাম।

    ঠিক যেমন বুশের স্মাগ হাসি, বিমানের টাকে হাসি। যেমন মমতার ইংলিশে, মাড়োয়ারির বাংলায়, শারুখের তোতলামিতে আর মুনমুনের নখরায়। পেছন থেকে চেয়ার উল্টে দিয়ে হি হি, বন্ধুর ঘুমে ঠাণ্ডা জল ঢেলে হো হো, উল্টোজামা আর খোলা জিপ দেখে খ্যাঁকখ্যাক। হাসি। জগতের খোরাক-যজ্ঞে লাগাক ছুট হাসির ঘোড়া, হাসির ঝর্ণা এইভাবেই ধুইয়ে দিক ডিনার টাইমে পুঞ্জীভূত পারিবারিক সম্পর্কের মেঘ, অমনি কিনা লাগাম টানে নেকুর দল! আর তাদের স্বঘোষিত প্রতিনিধি। আর তার আঁতেল চ্যালা-চামুণ্ডা। আর তাদের বাণী। নেকু? আরে ঐ লেডিজ। মানে, ঋতুপর্ণ টাইপ। ভালো সিনেমা-টিনেমা করে ঠিক আছে, কিন্তু আগে বল ও ছেলে না মেয়ে। ছেলে হলে এত নখরার কি আছে রা? সিম্পলি অসহ্য। পাতি কথা-- পোষায় না। আবার বলবি, "আরে ও তো ওরকম ই। ইচ্ছে করে করছে নাকি?' প্রচুর এরকম স্যাম্পল দেখেছি বস, ছোটবেলা থেকে। আমাদের মত ডেলি বাপের কাছ থেকে দু ঘা খেয়ে, কাদা জলে ফুটবল পিটিয়ে বড় হলে এরকমটি হত? "আরে না না, কী মুশকিল, এটা বায়োলজিকাল তো'। ধুত্তেরি। বায়োলজি-ফজি ঠিক আছে, এমন কাউকে দেখা তো, হাম হলে নাচতে নাচতে পাড়া শুদ্ধু লোককে গোটা
    দেখিয়ে বেড়াচ্ছে। আমার প্রবলেম টা হল ঐ বাড়াবাড়িতে। যাই বল, আর তাই বল,-- ও কিন্তু একটু বেশীই করে। এসব গয়না ফয়্‌না পরার কী দরকার বাবা? ওটাও ইচ্ছে করে পরছে না? এই অদ্ভুতুড়ে বাতিকগুলো ওর জিনে কোডেড? আমি যদি বলি না, ইচ্ছে করে করে। প্রমাণ? ওটা তুই আগে দে। হাইপোথিসিস টেÏÙটং এর মূল ফান্ডা হল নাল কে রিজেক্ট করতে হবে। আমি নাল বলে দিয়েছি, এবার তোর দায়। ভগবান আছে এটা প্রমাণ করার দায় কারুর নেই, ভগবান নেই এটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে, আস্তিকতা বহাল তবিয়তে, বুঝলি? দার্শনিক গলি দিয়ে কাট মারছি বলছিস? আরে পালাচ্ছি কোথায়? তর্ক টাই তো করলাম না। এতক্ষণ তো তাতাচ্ছিলাম, তুই কী বলিস দেখতে। আগে বল, এত যে ঘোষ
    কোম্পানিতে মীর কে ডেকে এনে চিল্লামিল্লি করল, কেস টা কোথায় বাওয়া? পি সি সরকার, অঞ্জন দত্ত কে নিয়ে খোরাক হতে পারে, ওদিকে ঋতু বাবু সবাইকে তুই তোকারি করে বেড়াবে, পান, মিমিক্রি কে নিচুমানের শিল্প বলে হ্যাটা দেবে, কিন্তু পাল্টা হ্যাটা সহ্য করার ক্ষমতা ওনার নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঐ হাত নাড়া, মেয়েলিপনা, নেকু ভাবে কথা বলার সময় হাসির রোল বেশী ওঠে। মানছি। অন্য মিমিক্রিগুলোর চেয়ে ওগুলোই বেশী কাটে। কাটছে তো কাটছে। এত সিরিয়াসলি কিঁউ লেতে হো ইয়ার? দুনিয়াতে কত কষ্ট আছে বলতো, কত মানুষ না
    খেতে পেয়ে মরছে, গুলি গোলায় মরছে, এত সমস্যা থাকতে আমরা কিনা খান কতক ফ্রিক দের নিয়ে তর্ক করে মরছি। কোন মানে আছে? আরে না না কথা ঘোরাচ্ছি কোথায়। রিলিজিয়াস মাইনরিটি নিয়ে কথা বললে পলিটিকাল মাইনরিটি নিয়ে কথা বললে, সেক্সুয়াল মাইনরিটি নিয়ে বললে বাধা কোথায়? বাধা ফাধা কিসুই নেই, তবে এগুলো কী? ঠিক সমস্যা কী? তুই ই বল।

    দেখ আমাকে যা ভাবছিস আমি কিন্তু তা না। আমি কিন্তু ভাল। আমার সমাজ-চেতনার বিস্তৃত পরিসরে উঁকি মারলে অবশ্যই দেখবি ভিয়েতনাম ,ইরাক, গুজরাত, কিউবা একটু একটু করে জায়গা নিয়ে রয়েছে। এরা কোত্থেকে এল আমি জানি না, হয়তো পারিবারিক সূত্রে, হয়তো কলেজের জেনারাল প্রগতির আবহাওয়াই, হয়তো বা পড়াশোনা। কিন্তু এই পরিণত বয়সে তুমি শালা নেকুদের ধরে এনে আমার "সংবেদন্‌শীলতা ১০১এ'র অলরেডি গাম্বাট সিলেবাসে একটা আস্ত নতুন চ্যাপ্টার অ্যাড করে দেবে, এ চালাকি চলবে নি। আরে মানবিকতা কি ইজের নাকি যখন খুশী যত
    খুশী যেদিকে চাই স্ট্রেচ করা যায়? এরকম করতে করতে একদিন পশু-মানব মৈত্রীর খাতিরে কচি পাঁঠাও ত্যাগ করতে হবে। তোদের মত যারা সরল হাসির জিনিস কে নিয়ে জলঘোলা করতে পারে, তাদের মনেই খুঁত। বিলক্ষণ জানি। আর জানি -- ক্লীবে প্রেম করে যে জন, সে জন মারিছে হিউমার । আবার বলি, আমরা কিন্তু শুধুই হাসতে চেয়েছিলাম। আমার হার্ট ঠিক জায়গাতেই আছে, তাতে কেউ হার্ট হলে আমার দোষ না। দুনিয়া টা জানবি কন্সার্ভেশান ওফ খিল্লি প্রিন্সিপলে চলছে। খিল্লি লস্ট = খিল্লি গেইনড। সহজ নিয়ম। সহজ মানুষের জন্য। যাদের কাঁদতে ব্ল্যাক লাগে, মারতে মাছি লাগে, হাঁটতে বাটা লাগে - আর হাসতে, লেডিস।
    হার্টে যদিও সাচ্চা।

    অলঙ্করণ: সায়ন কর ভৌমিক

    ২৩ মার্চ, ২০১০
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অন্য যৌনতা | ২৪ মার্চ ২০১০ | ১০২৬ বার পঠিত
  • আরও পড়ুন
    খুশি - Suvasri Roy
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রতিভা সরকার | 233.191.24.38 (*) | ৩১ মে ২০১৬ ০৯:৩৭89260
  • বটেই তো। আমরা তো শুধু হাসতেই চেয়েছিলাম ! এই চাওয়াটার পেছনে যে কত চ্যাটচেটে হিংসে, জন্মজন্মান্তরের রপ্ত করা কর্তৃত্ববাদ, আর হামবড়াই তার একটা খতিয়ান এই লেখাটা। ঋতুপর্ণ এখানে গৌণ, বড়জোর একটা কেস স্টাডি। এখানে থাপ্পড়টা যেখানে পড়বার কথা ঠিক সেখানেই পড়ে।এবং সজোরে।
    সত্যি, হার্ট যত সাচ্চা, তার হাসতে ততো লেডিস।!
  • b | 135.20.82.164 (*) | ০১ জুন ২০১৬ ০৩:২৯89261
  • বড্ড চন্দ্রিল চন্দ্রিল গন্দ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন