এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • মেরুনা মুর্মুর নামের বানান

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৫ মে ২০২৪ | ১৪০ বার পঠিত
  • "ওরা আমাদের আত্মসম্মানকে জেলে পুরেছে !" কল্পনা সোরেন

    https://www.sahomon.com/uploads/murmu_pix.jpg
     লিখেছেন : উপল মুখোপাধ্যায়
     

    মেরুনা মুর্মুর নামের বানানটা আমি বারবার ভুল লিখেছিলাম। তখন নিউজ এডিটর আমাকে ডেকে পাঠিয়ে বললেন, ‘এই নাও।’
    আমি বললাম, ‘এটা কী দিচ্ছেন স্যার।’ মহিলা রেগে বললেন, ‘স্যার স্যার করছ কেন! বিরক্তকর!’ আমি বুঝেছিলাম অভ্যাস হয়ে গেছে স্যার স্যার করে তাই বলেছিলাম, ‘বুঝেছি।’ উনি রেগে গেলে কী রকম হয় সে লিখতে পারব না কারণ তা আগেই লেখা হয়ে গেছে। তবু এটুকু লেখা নিশ্চয়ই লিখব যে রাগের পর উনি বললেন, ‘এটা একটা সফট ওয়্যার যেখানে নামের বানান ঠিক করা যায়, এমনকি ট্রাইবালদেরও।’
    — এমনকি?
    — ট্রাইবালদেরও।
    আমি বললাম, ‘ট্রাইবাল কেন বলছেন ম্যাডাম? উনি তো সাঁওতাল।’ তখন উনি বলেছিলেন, ‘ওই হল।’
    অবশ্য সাঁওতালদের নামের বানান খুব একটা লিখতে হয় না। তাই আমার ভুলের সংখ্যাও কমে আসে। শুধু কি মেরুনা মুর্মুর নামের বানান আমি ভুল লিখেছি? এমন কি কখনও হয় নি যে অন্য নামের বানান লিখতেও আমার ভুল হয়েছে? নাকি সে সব বানান এমনি এমনি ঠিক হয়ে গেছে নিউজ এডিটরের নজরে পড়ার আগেই? শুধু সাঁওতাল ও অন্য আদিবাসীদের বানানেই যত গণ্ডগোল? ওই জন্যই এই সফট ওয়্যার দিলেন আমাদের ম্যাডাম, নিউজ এডিটর।
    এই ভাবে নানান বানান লিখতে হয় বলে চাকরি থাকে, এমন কী লকডাউনের সময়ও তা থেকে যায়, সে হেতু অজস্র বানান আমাকে লিখতে হয়। লক্ষ লক্ষ বানান আমি লিখেই চলি। তার মধ্যে লক্ষ লক্ষ নামের বানানও থাকে। তবে ওই সফটওয়্যারটা কোন দিন আর ব্যবহার করতে হয় নি কারণ সাঁওতাল বা অন্য আদিবাসীদের নাম লেখার মতো লোকজন খুবই কম। সাঁওতাল এলাকায় আমি প্রায়ই যাই সেখানে অন্য আদিবাসীরা থাকলেও তাদের তফাৎ করার দরকার আছে কি? ওসব জিনিষ নিয়ে বেশি ভাবতে যাবার জন্য তো আমি আদিবাসী অঞ্চলে যাচ্ছি না। এই ভাবে অনেক দিন কেটে যাবার পর গল্প যখন আগের মতোই আকার ও প্রকার ধারণ করতে চলেছে, আমি ওই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলাম- যতই হোক ম্যাডাম অত যত্ন করে দিয়েছিলেন। ব্যবহার করতে গিয়ে দেখি সেখান দিয়ে অজস্র ফুল গাছ, ফল গাছ ও লতাপাতার ছবি বের হয়ে আসছে। আদিবাসী বলতে প্রথমে আমরা বুঝি জঙ্গলের কথা। সেখানে ফুল গাছ, ফল গাছ, নানা লতাপাতা, ঝোপঝাড়, নানান প্রজাতির বেত, বাঁশ, ফার্ন পাওয়া যায়। তাই দেখা দরকার ওই সফটওয়্যারটার মধ্যে শুধু ফুল গাছ, ফল গাছ ও লতাপাতা ছাড়াওঝোপঝাড় আর বাঁশ, বেত, ফার্ন বের হচ্ছে কিনা। ভালো করে দেখতে দেখা গেল - হ্যাঁ , জঙ্গলের সব কিছুই ওই সফট ওয়্যার থেকে বেরচ্ছে। মায় সব রকমের স্তন্যপায়ী, সাপ, পোকামাকড়, মাছ এই সব ধরণের প্রাণীরও। এমনকি বন দপ্তর কবে গাছ কাটার লাইসেন্স দেবে, শ মিলের লাইসেন্স কবে রিনিউ করবে, কত নতুন গাছ পোঁতা হয়েছে সব আছে— শুধু বানান ছাড়া। বানান কি জঙ্গলে পাওয়া যায় না? মেরুনা মুর্মু বা অন্য আদিবাসী সাঁওতালের সঙ্গে কি শুধু জঙ্গলের সম্পর্ক আছে বানানের কোন সম্পর্কই নেই?
    এই সব ভাবতে ভাবতে সফটওয়্যার দিনকে রাতের দিকে টেনে নিতে থাকে, রাত আবার দিনের জন্য অপেক্ষা করে করে কম্পিউটার গেম খেলতে থাকে। সেই গেমের ভেতর লোক মারামারি হয়। কেউ কাউকে না চেনার জন্য মেরে ফেলতে থাকে অথবা চেনা লোক বলে আরো মারতে বাধ্য হয়। মাঝে মাঝে সফটওয়্যারে ফুটবল খেলাও আসে অন্য খেলার মতোই। তবে বানান ছাড়া আর সব কিছু দেখানোটা বেশি দিন সহ্য করতে পারিনি। আবার ম্যাডামের কাছে গিয়ে বললাম, ‘স্যার।’ উনি আর না রেগে আমার দিকে আলতো করে দেখে সিগারেটে একটা টান দিলেন তারপর বললেন, ‘বসো। এসিটা চালিয়ে দেব?’ আমি বললাম, ‘এসি না চালিয়ে বসেছিলেন কি করে।’ উনি বললেন, ‘সিগারেট খাচ্ছিলাম।’ ওনাকে বললাম, ‘ম্যাডাম একটা সমস্যা হয়ে গেছে।’
    — কী?
    — সফটওয়্যারটা ম্যাডাম।
    — সফটওয়্যার?
    — হ্যাঁ ম্যাডাম।
    — কোন সফটওয়্যার?
    — সেই যে আপনি দিয়েছিলেন না।
    — দিয়েছিলাম ? কবে ?
    — অনেক দিন আগে। বানান ঠিক করার কথা- মেরুনা মুর্মুর নামের বানানটা ভুল করেছিলাম। ঠিক করার জন্য দিলেন।
    — ও হ্যাঁ হ্যাঁ ওটাতো বেশ ভালো একটা প্রোডাক্ট এমনকি ট্রাইবালদের নামও ঠিকঠাক বানানে বেরচ্ছিল।
    — এখন ওসব বেরচ্ছেনা।
    — তবে কী বেরচ্ছে?
    — ফুল, ফল, লতাপাতা ,বাঁশ, বেত,ফার্ন, বন দপ্তরের স্ট্যাটেসটিক্স, বন্য প্রাণীর নাম— ছবি।
    — এসব কী?
    — এসবই বেরচ্ছে ম্যাডাম। হয় ছবি বেরচ্ছ নয় লাইন ড্রয়িং। নানান স্ট্যাটেসটিক্স।
    — এতো জঙ্গলের বর্ণনা দিলে। যাবে নাকি একটা স্টোরি করতে চিলাপাতা? “রাভাদের জঙ্গল সংরক্ষণের প্রবণতা”— ভালো স্টোরি হবে না?
    আমি বললাম, ‘কিন্তু সফট ওয়্যারটার কী হবে?’ উনি সিগারেটটা এ্যাশট্রেতে গুঁজতে গুঁজতে বললেন, ‘সেটা মেরুনা মুর্মুকেই জিঞ্জেস কর।’
    আমি বেশ ঝামেলায় পড়লাম, বুঝতেই পারছি। একে সফটওয়্যারটা উল্টোপাল্টা দেখিয়ে চলেছে তার উপর মেরুনা মুর্মুর নামের বানানটা নিজে নিজে লিখতে গেলে আবার যদি ভুল করি? ভয়ে ভয়ে মেরুনা মুর্মুকে ফোন করলাম, ‘ম্যাডাম দয়া করে আপনার নামের বানানটা যদি একটু বলেন।’ মেরুনা মুর্মু কোন উত্তর করলেন না। ও পাশ থেকে কোন শব্দ আসছে না দেখে আমি আবার বললাম,“ ম্যাডাম ম্যাডাম মেরুনা মুর্মু। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। মেরুনা মুর্মু মুর্মু মুর্মু মুর্মু মুর্মু। মেরুনা মেরুনা মুর্মু মুর্মু ম্যাডাম ম্যাডাম। মেরুনা।” এই ভাবে সময় কেটে গেল। ফোন কাটতে গিয়ে দেখি কাটছে না। সে না কাটুক নামের বানানটা কিন্তু এক রকম মুখস্থই হয়ে গেছে।

    সহমন ওয়েবজিনে ইতিমধ্যে প্রকাশিত
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৫ মে ২০২৪ | ১৪০ বার পঠিত
  • আরও পড়ুন
    কবিতা  - Suvankar Gain
    আরও পড়ুন
    ইঁদুর  - Anirban M
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন