এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশিক্ষা ও বিদ্যালয় অতীত বর্তমান ও ভবিষ্যত

    rimi
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ১৭২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:২১402342
  • আরে ওই মূল উপায় বলেই তো আপত্তি।
  • r | 125.18.104.1 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৩১402343
  • নিজেরা যখন সেই মূল উপায়ের সুযোগসুবিধা নিয়েই ফেলেছ, অতএব যারা চায় তাদের সবাইকেই সেই সুবিধাটা নিতে দাও।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৩৪402344
  • নিতে তো বাধা নেই। প্রশ্নটা কি হওয়া উচিত - আইডিয়ালি - তাই নিয়ে।
  • r | 125.18.104.1 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৩৮402345
  • গ্রামে গ্রামে গিয়ে একদম বাচ্চা ছেলেমেয়েদের ইংরিজি শেখাও।
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৪৩402346
  • ও, টাকা এনে আর রেঁধেবেড়ে দিলেই বাবামায়ের কর্তব্য শেষ। বাকি সব সরকারের দায়। বা:।

    সন্তানের শিক্ষার দিকে সুনজর দিলে ভাল, কিন্তু না দিলে দোষণীয় কিছু নেই। বা: বা:।

    গুরুতে এসে কতকিই না শেখা যায়।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৫:৫৪402347
  • এটা সেই সেই সেই স্পেশ্যাল কয়েকজনের মতন কথা হয়ে গেলো না? বড় ইউনিতে পড়াবে কেন, গ্রামের স্কুলে পড়াও, বা এত বাতেলা দিচ্চ গ্রামে গিয়ে ডাক্তারি করো ইত্যাদি...
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:০১402349
  • ভাল কথা, আমাদের সহকর্মীরা, যাদের ভুল ইংরিজিতে ইমেইল নিয়ে এত কথা শুরু হয়েছিল, তার মধ্যে অবাঙালি প্রচুর। তারা তো ঠিক লার্নিং ইংলিশ পড়ে বড় হয়নি। তা তাদের এই অবস্থা কেন? মানে সবাই যখন একমত যে শুদ্ধুমাত্র লার্নিং ইংলিশ এসে বাংলার ছেলেপুলেকে অসহায় করে দিয়ে গেল,তাহলে ধরে নেওয়া যেতে পারে যেখানে লার্নিং ইংলিশ নেই এবং ইংরিজি ক্লাস ওয়ান থেকে পড়ানো হয়, তারা প্রত্যেকে ভালো ইংরিজি জানবে। তো তারা এত গাদাগাদা ভুল ইংরিজি লেখে কেন ????
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:০১402348
  • একেবারেই নয়। তুমি গিয়ে পড়াও- একটা কথার কথা। মোদ্দা ব্যাপার হল, সরকার হোক বা এন জি ও হোক বা তুমি আমি হই, সবাই ক্লাস ওয়ান বনাম ক্লাস সিক্স নিয়ে বাজে সময় নষ্ট না করে গ্রামের বাচ্চাগুলোকে যদি শহরের বাচ্চাদের মত একদম ছোটোবেলা থেকে আলাদা করে ইংরিজি শেখায়/ শেখাই, আখেরে লাভ হবে।
  • sinfaut | 165.170.128.65 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:০৩402352
  • হামার কমুইনিকেসান খারাপ না আছে।
  • shrabani | 124.30.233.102 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:০৩402350
  • আচ্ছা এই ছোট ক্লাস থেকে ইংরেজীটা কবে থেকে উঠে গিয়েছিল পশ্চিমবঙ্গে?
  • sinfaut | 165.170.128.65 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:০৭402353
  • আন্টে নেনু কমুইনিকিয়েপুন্দি মাঞ্চিকুড়ু দানিকি।
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১০402355
  • অজ্জিতের কয়েকজন বিশেষ লোক নিয়ে পুরোনো ব্যথা প্রসঙ্গে: ;-)

    কথা আর কাজের সামঞ্জস্য নিয়ে অন্যদের সমালোচনা করা আমি পছন্দ করি না, কারন আমাদের একটি লোকেরও বেশির ভাগ কথা ও কাজের সামঞ্জস্য নেই। নিজের যদি নেই, অন্যকে না থাকার জন্য সমালোচনা করি কি করে? কিন্তু এই সামঞ্জস্যহীনতা সম্পর্কে যদি সচেতনতা না থাকে, বা সচেতন হলেও সেটাকে ক্রমাগত আড়াল করা হয়, সেটা সমালোচনার যোগ্য বলে মনে করি। এটা তোমাকে বলছি না, বাঙালী এলিট বুদ্ধিজীবী সম্প্রদায়ের বেশির ভাগ সদস্য সম্পর্কেই এটা প্রযোজ্য।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১০402354
  • ক্লাস ওয়ান না সিক্স আর লার্নিং ইংলিশ না র‌্যাডিয়ান্ট ওয়ে - এগুলো আমার টেকনিক্যাল প্রশ্ন। আমি একটার লজিক বুঝি - কিন্তু লজিক থাকলেও কাজের কাজ হয়নি প্ল্যানিং-এর অভাবে, অন্যটার পিছনে লজিক খুঁজছি। এখনও পাইনি।

    একটা কথা গুরুত্বপূর্ন - আর রঙ্গনই একবার বলেছিলো - প:বঙ্গের বাইরে প্রায় সমস্ত রাজ্যে সরকারি স্কুলে ইংরিজী হয় থ্রী নয় সিক্স - এরকম কোন স্টেজেই পড়ানো হয়। সেখানে কেউ চেঁচায় না কারণ সেসব স্কুলে মধ্য বা উচ্চ-মধ্য বা উচ্চবিত্তেরা পড়েই না। এটা প:বঙ্গে নয় - এখানে অনেক সরকারি স্কুলে মধ্য বা উচ্চ-মধ্যবিত্ত (সম্ভবত) পরিবারের ছেলেমেয়েরা পড়ে। আর হইচইটা বেশি তাদের মধ্যেই।
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১২402356
  • এখনও সেটাই বলি। পশ্চিমবঙ্গটাকে অন্যান্য রাজ্যের মত না করে যাতে সর্বস্তরেই ভালো করে ইংরিজি শেখানো হয় সেই চেষ্টাই থাকা উচিত।
  • Blank | 203.99.212.224 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১৪402357
  • ফার্স্ট জেনেরেশান বাচ্ছাদের ইংরাজি পড়ানো বেশ শক্ত। বিশেষত ছোট দের একদম। একটু বড় হলে তাও সুবিধে হয়। ছোটদের আজ যা শেখানো হয়, পরের সপ্তাহে একদম ভুলে যায়। অ্যালফাবেট মুখস্থ করানোটাই বেশ চাপের। ওর চেয়ে অঙ্ক শেখানো অনেক সহজ।
    (যে শেখাচ্ছিল সেও ভাল শিক্ষক নয় মোটেই)
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১৫402358
  • শ্রাবণীর জন্যে - টাইমফ্রেমটা মোটামুটি এরকম -

    ১৯৮৩ - জয়েন্ট এ¾ট্রান্স থেকে ইংরিজী উঠে যায়।
    ১৯৮৭/৮৮ - লার্নিং ইংলিশ কম্পালসরি হয় - ফলে আমাদের স্কুলেও ক্লাস নাইন-টেনে আমরা ওই বই পড়েছি।

    সিক্স থেকে ইংরিজী চালু হয়েছিলো ওই ৮৭-তে যারা ক্লাস নাইন, তারা যখন সিক্সে পড়ে তখন - মানে ৮৪ নাগাদ। ভুল বললে কেউ শুধরে দিও।

    তবে ৮৭-তে লার্নিং ইংলিশ কম্পালসরি হয় সিওর - কারণ আমরা ওই সিলেবাসের প্রথম ব্যাচ।
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:১৭402359
  • আমরা মনে হয় লাস্ট ব্যাচ যারা লার্নিং ইংলিশের আওতার বাইরে। নাকি আমাদের পরের ব্যাচ?
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২০402360
  • কিন্তু প: বঙ্গের বাইরের মধ্যবিত্তের ছেলেপুলে এত এত ভুল ইংরিজি লেখে কেন সেইটার উত্তর শুনতে চাই। (সরকারি স্কুলে যখন তারা পড়েইনি।) ইংরিজি বাজে শেখার পিছনে কি কি কারণ থাকতে পারে? লার্নিং ইংলিশ ছাড়া আরো কোন কারণ থাকাও কি সম্ভব তাহলে?
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২২402363
  • লার্নিং ইংলিশ এবং বামফ্রন্ট সরকারের অপদার্থতা ছাড়া ;-)
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২২402361
  • ৮৯-এর মাধ্যমিক হল লার্নিং ইংলিশের প্রথম ব্যাচ।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২৪402364
  • অন্য কারণ থেকে থাকলেও বলতে নেই;-)
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:২৯402365
  • বিজিনেস কমিউনিকেশনে ভুলভাল ইংরিজি বহু লোক লেখে, ছোটোবেলা থেকে ইংরিজি পড়েও লেখে। আমার এক ইজিপশিয়ান বস চিরকাল মেলে এনশিওরকে ইনশিওর লিখে গেলেন। সাহেবরা মনে হয় না কোনোদিন ভুল ধরে দিয়েছে। আর এক কন্নড় বস কোয়ালিটি টাইমকে লিখলেন কোয়ালিটেটিভ টাইম। অ্যাপ্রেইজালে এর জন্য কমিউনিকেশন স্কিলে তাদের কোনো নম্বর কাটা যায় নি।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৩৩402366
  • আস্পর্ধা দেখেছ? প:বঙ্গের তিন জেনারেশনকে তো গোল্লায় পাঠিয়েইছে, আবার ইজিপশিয়ান আর কন্নড় লোকজনকেও ছাড়েনি!!!
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৩৭402367
  • বা: চমৎকার। এখন জয়েন্ট এ¾ট্রান্স থেকেও ইংরেজি তুলে দেওয়া হয়েছে! সরকার মহান।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৪০402368
  • খাইসে - এটা তো বহুদিনের পুরনো খবর, এবং এই নিয়ে আবাপ-ও কমপ্লেন করে না। আইআইটি জয়েন্টেও ইংরিজী নেই। কি অন্যায় - বামফ্রন্টের - আইআইটি জয়েন্টটাকেও গোল্লায় পাঠিয়েছে!!!
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৪১402369
  • বামফ্রন্ট যেটা খুব এফেক্টিভলি করেছে তা হল:
    ১) ইংরিজি শেখার ক্রেজটা বাড়িয়ে দিয়েছে যার ফলে প্রাইভেট প্রাইমারি স্কুলের বিজনেসটা রম্‌রমিয়ে বেড়েছে।
    ২) বাংলা মাধ্যম স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে।
    ৩) নেতৃস্থানীয়দের, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, পুত্রকন্যাদের ইংরাজিশিক্ষায় কখনও ঘাটতি পড়ে নাই।
  • Blank | 203.99.212.224 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৪২402370
  • জয়েন্ট এ¾ট্রান্সে ইংরাজি থাকবেই বা কেন? :-o
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৪৫402371
  • আসলে এই লার্নিং ইংলিশ নিয়ে চেল্লানোর একটা অন্য দিক আছে। এমন ভাবার কোন কারণ নেই যে শুদ্ধু ইংরিজি শিক্ষার বেলায় রাজ্যে নৈরাজ্য, আর অংক টংকের বেলায় আদর্শ পরিকাঠামো সব রাজ্য গ্রাম শহর জুড়ে ছড়ানো রয়েছে। অংক মুখস্ত করানো হয় বহু স্কুলে ইত্যাদি। অথচ কাউকে বলতে শোনা যায়না আমি আইআইটিতে পেলাম না কেননা আমার ইস্কুলে অংক ভালো পড়ায়নি । কেননা 'করে খাওয়ার জন্য' অংকের গুরুত্ব সক্কল বাবা-মা জানেন, (হ্যাঁ জীবনযুদ্ধে ব্যস্ত ও ক্ষতবিক্ষতরাও) ও বোঝেন, ফলে হয় টিউটর , এমনি না হলে ধারধোর করে, সামর্থ্যে একেবারেই না থাকলে পাড়ার কাকুজেঠুদাদাদিদিকে ধরে উৎরে যাওয়ানোর ব্যবস্থা করা হয়। স্কুলে যা হচ্ছে হোক কিন্তু নিজেদের তরফ থেকে যতদূর পারা যায় কেউ ত্রুটি রাখেন না , অন্ততপক্ষে ছেলে সন্তানের জন্য। এইবার সমস্যা হল বাংলা ইংরিজি নিয়ে পাশ ফেলের বেশি কেউ অত মাথা ঘামাতনা এককালে । ইংরিজিটা কতটা জরুরি হয়ে উঠবে 'করে খেতে' - একটা সময়ের আগে অব্দি বেশিরভাগ বাবামাই প্রেডিক্ট করে উঠতে পারেননি ফলে লার্নিং ইংলিশ নিয়েও দিব্যি গয়ংগচ্ছ চলেছে। শেষে যখন দেখা যাচ্ছে মাথায় বাজ পড়েছে তখন নতুন জেনারেশনের বাবামা হুড়মুড়িয়ে ব্যাঙের ছাতার মত গজানো ইংলিশ মিডিয়ামে ছুটলেন, আর পুরনোরা , যাদের আর চারা নেই ,আর কি করবেন যত দোষ নন্দ ঘোষ টাইপের কথা বলতে শুরু করলেন। নিজেরা ছেলেপুলের কেরিয়ারের জন্য ইংরিজির গুরুত্ব বুঝতে পারেননি একথা তো আর বড় মুখ করে বলা যায়না !!!!
  • siki | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৫৪402374
  • মধ্যশিক্ষা আর উচ্চমধ্যশিক্ষা পর্ষদের অংকের সিলেবাস একেবারেই সাবস্ট্যান্ডার্ড নয়। অংক অনেক ইশকুলে ভালোভাবে শেখানো হয় না ঠিকই কিন্তু অংক ভালো না শিখেও একজন মানুষের জীবন থেমে থাকে না। সে দিব্যি অন্য কোনও স্ট্রীমে গিয়ে জীবনধারণ করে নেয়।

    কিন্তু ইংরেজিটি না জানলে বড় ব্যথা। যে কোনও স্ট্রীমেই যাও। ইংরেজির সাথে অংকের তুলনা করা বোধ হয় ঠিক নয়।

    অন্যান্য রাজ্যে, যেমন বিহার, ইউ পি, এদের ইংরেজি আরো আরো বেশি ভয়ংকর। এদেরও স্কুলে ইংরেজি তো শেখানো হয়ই নি ভালো করে, যদিও কারিকুলামে ছিল, বাড়িতেও হয় নি কারণ এই বেল্টের বেশির ভাগ জনতারই আগের প্রজন্মের ঠিকমত শিক্ষা জোটে নি।

    কিন্তু হিন্দি তো এরা জানে! স্রেফ তাই দিয়ে চরে খাচ্ছে, আর পরে ঠেকায় পড়লে ইংরেজি প্রয়োজনমত শিখে নিয়ে কাজ চালিয়ে নিচ্ছে।

    বাঙালির বাচ্চাদের হিন্দি পর্যন্ত শেখানো হয় নি অদ্ভূত কিছু ধারণার বশবর্তী হয়ে। ইংরেজিটাও কনফি গড়ার মত করে শেখানো হয় নি। বাঙালির বাচ্চা তাই মার খায়।

    তামিলরা হিন্দিকে মনেপ্রাণে ঘেন্না করে, কিন্তু ওদের কারিকুলামে হিন্দি আছে। আর তার সাথে ইংরেজিটা ওরা যত্ন নিয়ে শেখে, শেখায়। উচ্চারণের প্রবলেম থাকে, কিন্তু গ্রামারের প্রবলেম খুব কম থাকে ওদের। উচ্চারণ নিয়ে প্রবলেম কোন জাতের নেই? ভারতীয় তো ছেড়ে দাও, আমেরিকান আর অস্ট্রেলিয়ানদেরও উচ্চারণ নিয়ে অনেক গল্প আছে।
  • r | 198.96.180.245 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৫৪402372
  • এ সব মনে হয় নতুন যুগের কথা। আমাদের আমলে কিন্তু ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরিজি কোচিং ক্লাসে পড়তে যেত, বা ইংরিজির জন্য প্রাইভেট টিউটর রাখত। আমার নিজের পরিবারে কয়েকজন ইংরিজি শিক্ষকদের অভিজ্ঞতা থেকেই জানি। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন