এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুশিক্ষা ও বিদ্যালয় অতীত বর্তমান ও ভবিষ্যত

    rimi
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৮ | ১৭২২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:২৮402441
  • প্রায় ৩০ নম্বরের তফাত - আমার মতে;-)
  • r | 125.18.104.1 | ২৮ নভেম্বর ২০০৮ ১৪:৩৬402442
  • হ্যাঁ, অন্যান্য সাবজেক্টেও প্রচুর তফাৎ ছিল।
  • siki | 219.64.11.35 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৩402443
  • একটা বড় তফাৎ তো ছিলই। মাধ্যমিক পর্যন্ত ইংরেজির কোশ্চেন পেপার বাড়িতে নিয়ে আসা যেত না। ঐ প্রশ্নপত্রেই উত্তর লিখে আসতে হত। দরকার পড়লে এক্সট্রা পাতা আটকে দেওয়া হত।

    ক্লাস ইলেভেন থেকে প্রথম আমরা ইংরেজির প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে পারলাম।
  • r | 125.18.104.1 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:০৮402444
  • তাই? আমাদের সময়ে তো এইরকম ছিল না।
  • siki | 219.64.11.35 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১১402445
  • তোমরা বুড়ো হাবড়া, জেনারেশন ইউ।
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৫402446
  • লার্নিং ইংলিশ তো পড়েছি নাইন-টেনে - এখন মনে পড়ছে না কোশ্চেন পেপার আনতাম কিনা।
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৫402447
  • সিকি একদম ঠিক বলেছে।
  • r | 125.18.104.1 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:১৭402448
  • :-(
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২০402449
  • অরিজিত, মধ্যমিকে মাইকেল পড়তে হত। অমিয় চক্রবর্তির "গাছ' নামে একটা গাছ-সুরিয়াল কবিতা, যার মানে বোঝা যায় না, সিলেবাসে ছিল। আরণ্যক এসবের পরে আর এমন কি?

    তফাৎ তো থাকবেই। তাই বলে কি মাধ্যমিকের বাংলায় টিক মারলে ঝোলা ভর্তি নম্বর পাওয়া যেত?
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৫402452
  • কিন্তু মাধ্যমিকে বাংলার কোনো একটা কবিতা বা গদ্যের অ্যানালিসিস আর উমা-র অ্যানালিসিসে ঢের তফাত। মাধ্যমিকে মাইকেলের সাথে ফ্রয়েড বা পিংক ফ্লয়েডের তুলনার দরকার পড়তো না, উমা-তে পড়তো। ওই যে বল্লুম - ৩০ নম্বরের তফাত:-((

    আর ইংরিজীর দু:খের কথা কইও না - প্রথম ব্যাচ - মোটামুটি সকলের ধারণা ছিলো গুছিয়ে নম্বর পাবে। ইস্কুলে হায়েস্ট উঠেছিলো মনে হয় ৮৪ না কত যেন। জনাপনেরো লেটার পেয়েছিলো:-((
  • pi | 69.251.184.3 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৭402453
  • কিন্তু স্যান এই তর্কটা কি নিয়ে করছে সেটাই আমি ঠিক বুঝলাম না।
    স্কুলের যে যখন এত কেয়ার নিয়ে পড়ানো হয়েছে, স্কুল থেকেই খবরের কাগজ, গল্পের বই পড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে, এনকারেজ করা হয়েছে,আর যাদের বাড়ি থেকেও এগুলি সচেতনভাবে দেখা হয়েছে সে স্কুলের লোকজনের উদাহরণ দিয়ে লার্নিং ইংলিশের বোঝানোর মানেটা কি !

    'ঐ বাবা মা লেখাপড়া জানেন না বা দূরদূরান্তে ইংরাজী বই পাওয়া যায়না' এরকম কেসগুলো নিয়ে স্যান যেমন এখনো কিছু বলেনি বলেছে, তেমনি বাড়ি বা স্কুল যেখানে বিশেষভাবে লার্নিং ইংলিশ পলিসি ও সিলেবাস 'যথাযথ ভাবে অনুসরণ' ও তার বহির্ভূত কেয়ার ও নিয়েছে, সেই ছেলেপুলেরা ঠিকঠাক ইংরাজী শিখতে পারেনি এরকম দাবী এখানে কেউ করেছে বলে তো মনে হয় না।
    কিন্তু সেই দাবীটা না করার মানে তাহলে (খুব ই স্বাভাবিকভাবে) এও নয় যে, লার্নিং ইংলিশ সিস্টেম যেভাবে ইমপ্লিমেণ্টেড হয়েছে তার গলদ, বা 'যথাযথ ভাবে অনুসরণ' করতে যাবার পরিকাঠামোগত অসুবিধা, এমনকি 'যথাযথ ভাবে অনুসরণ' পারার পর ও যে আরো অনেক খামতি থেকে যাচ্ছে সেই নিয়ে বলার
    সুযোগ বা অধিকার আর রইলো না।

    তবে ঐ, যাদের নিয়ে স্যান এখনো বলিসনি, তাদের নিয়ে কি বলবি, জানার আগ্রহ রইলো। যদিও এখনো অব্দি যা বলেছিস, তাতে আমি একটু কনফিউস্‌ড। কারণ একবার দেখলাম তুই বলেছিস, গ্রাম -মফস্বলের কথা তুই বিশেষ জানিসনা, আর তারপর আবার উদাহরণ দিয়েছিস গ্রাম থেকে উঠে আসা কাছের বন্ধুর কেস ধরে ...

    আর হ্যাঁ, একটা ফুট কেটে যাবার লোভ সামলাতে পারলাম না। লিখেছিস দেখলাম, ঐ আমাদের প্রাইমারী ক্লাসে কেমন 'যুক্তি মুখস্থ' করা শেখানো হত।
    উদাহরণ স্বরূপ ঐ মশা-মাছির কোশ্চেনটা দেখে কিন্তু একটু ঘেঁটে গেলাম।
    কোনো রোগ কে ছড়ায়, সেই শূন্যস্থান পূরণের প্রশ্নে মশা ও মাছি লেখার অর্ডার বদলে যাওয়াতে দিদিমণি নাকি শূন্য দিয়েছিলেন, 'যুক্তি মুখস্থ' ঠিকঠাক হয়নি এই যুক্তিতে। যদ্দুর জানি, কোনো রোগ ই কিন্তু মশা , মাছি দুটোর থেকেই হয়না। তার মানে প্রশ্নটা নিশ্চয় ছিলো অমুক ও তমুক রোগ মশা ও মাছি দিয়ে হয় এরকম কিছু নিয়ে। এখানে 'যথাক্রমে' লেখা না থাকলেও যে অর্ডারে রোগের নাম আছে সেই অর্ডারে মশা , মাছি বসাতে হবে, এটা বোধহয় খুব অযৌক্তিক এক্সপেক্টেশান নয় !
    'কলেরা ও ম্যালেরিয়া রোগ মশা ও মাছির দ্বারা ছড়ায়' কথাটা কি খুব 'যুক্তি'যুক্ত শোনাচ্ছে ? :)

    ফুটনোট : ইহা নিতান্ত ই একটি ফুট কাটা ছিলো, এ টই তে নো মোর তক্কো অন থিস :)

  • san | 220.227.64.98 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:২৯402454
  • এবারে কোলকাতায় গিয়ে পুরোন বইটই বাছাই করা হচ্ছিল উইএর আক্রমণের ঠেলায় কিছুকিছু বই বাড়িতে আর রাখা হবেনা বলে । কিছু টেক্সটবইও বেরোল। এখানে এত কাব্যপ্রেমীর সামনে বলতে লজ্জা করে, ওই গাছ-টার মানে আমি এবারেও বুঝতে পারলাম না :-((
  • pi | 69.251.184.3 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩০402455
  • না: অরিজিতদা, মা ও উ মা তে বাংলা ও ইংরাজীর তফাতের তফাতটা আকাশ-পাতাল না হলেও অন্তত আসমান-জমিন বলা চলে ।
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩১402456
  • "গাছ' কবিতাটা মনে পড়ছে না। তোমাদের কি বই পাল্টে গেসলো? তোমাদের "রাজসিংহ ও মাণিকলাল' ছিলো? তাহলে একই বই।
  • siki | 219.64.11.35 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৫402457
  • গাছ কি নাইন টেনে ছিল? পড়েছি তো বটেই! রাজসিংহ আর মাণিকলালও পড়েছি।

    উরিম্মা! এইদিকে গাছ, আর ঐদিকে জীবনানন্দের ১৯৪৬-৪৭। কী বাঁশ!
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৬402458
  • "হাইড্র্যান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল
    অথবা সে হাইড্র্যান্ট গিয়েছিলো ফেটে'

    এইটা ১৯৪৬-৪৭ নয়? এটা তো মনে হচ্ছে উমা-তে ছিলো। ধুর - সব ভুলে গেছি।
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৩৯402459
  • স্যান, গাছ কবিতাটা সুযোগ পেলে এখানে টুকে দেবে? আবার একবার চেষ্টা করে দেখি। :)
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪২402460
  • এইটা জীবুদার অন্য কবিতা। ৪৬-৪৭ নয়।
  • san | 220.227.64.98 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৬402461
  • যথাক্রমে কথাটা মনে হয় ছিলনা, কেননা থাকলে বাবা-মা এত বছর ধরে হাসাহাসি করে আসত না। গপ্পটা তো ওদের থেকেই শোনা। এক হতে পারে , যথাক্রমে কথাটা উহ্য রাখা হয়েছিল। আর বুঝিয়ে দেওয়া হয়নি কেন একটা স্পেসিফিক অর্ডারে লিখতে হবে। বোঝালে হাসার কিছু ছিলনা। বলেছিল বইতে যে অর্ডারে আছে সেই অর্ডারে মুখস্থ করতে হবে তাই করবে, ব্যস :-)

    ১৯৪৬-৪৭ টা আমি কখনো ধৈর্য ধরে পুরোটা পড়ে উঠতে পারিনি :-)))

    আহা, একটি বন্ধুর কথা জানাকে তো গ্রামের কথা জানা বলেনা, তাই আমি তার কথা হাড়ে হাড়ে জানি, কিন্তু গ্রামের কথা না :-)

    না: আমিও বেশি ঝগড়া কচ্ছি। আর না।

  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৬402463
  • বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে অরিজিত এত বলছে, সেখানে গুটিকতক প্রশ্ন ও টিকা ঘুরেফিরে আসত। মনে হয় না কেউ সেইগুলো মুখস্থ করার বদলে থিসিস করার মেজাজে লিখত।

    অজ্জিত যদি থিসিস করার মেজাজে লিখেই থাকে, তাহলে অভিনন্দন ও ধিক্কার। অভিনন্দন এই বিরল কাজটি করেছে বলে। ধিক্কার বাংলা সাহিত্য এই বিরল প্রতিভাকে হারাল বলে।
  • san | 220.227.64.98 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৪৯402464
  • বলছি যে কোলকাতা গিয়ে দেখলাম। নিয়ে এসেছি নাকি? ধুর।
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫১402465
  • আহা যাবে তো আবার। নাহলে ফোনে? বেশি বড় ছিল না মালটা। কিন্তু মনে পড়লেই রাতে ঘুমের মধ্যে কুলকুল করে ঘাম হয়, এমনি জিনিস।
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৪402466
  • কেনে? রামী চণ্ডীদাসের প্লেটনিক লভ নিয়ে ল্যাখো নাই?

    অসিত কুমার বন্দ্যোর একখান বই সিলেবাসে ছিলো - চটি বই। কিন্তু আমার কাছে বিএ-র সিলেবাসের একখান গাম্বাট বই ছিলো - আমি ওইটে পড়তুম। কিন্তু অত কষ্ট করেও ৩০ নম্বরের তফাত রয়েই গেলো:-(
  • sinfaut | 165.170.128.65 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৫402467
  • সবাই সাবধান! অজ্জিতদা আবার কবিতা নিয়ে কিছু শুরু করেছে। এবার হানুদা নামলেই চিত্তির।
  • siki | 219.64.11.35 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৫402468
  • গাছ ছিল এক পাতা। ১৯৪৬-৪৭ তিনপাতা।

    ঘুমাতেছে।
    যদি ডাকো,
    রক্তের ডাকে কল্লোলিত হয়ে উঠে এসে
    বলবে, "আমি হানিফ', "আমি অবনী'

    এই সব।
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৭402469
  • হ্যাঁ, বলতেই পারে, হাইড্রেন্ট থেকে জল খাবার বর্ণনা যে কবিতায় থাকে সে কবিতা যথেষ্ট হাইজেনিক নয়।
  • Arpan | 208.57.131.4 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৮402470
  • ঐটা ৪৬-৪৭-এর। আমি "গাছ' চাইছি।
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ১৫:৫৯402471
  • গাছতলার মোড়ে যেখানে ঋককে বাসে তুলি সেখানে একটা ছোট গাড়ির পার্টসের দোকান আছে। সেই লোকটাকে দেখেছি সকালে দাঁত মেজে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া বৃষ্টির জলে মুখ ধুতে। সে নির্ঘাত ওই হাইড্র্যান্টের কবিতাটা পড়েছিলো।
  • san | 220.227.64.98 | ২৮ নভেম্বর ২০০৮ ১৬:০০402472
  • আমি একটু বিপ্লবী প্রকৃতির ছিলাম। না বুঝতে পারলে লিখবোনা, বাদ দিয়ে দেব, দশ-কুড়ি নম্বর কম উঠবে , এই তো ?তাতে কি হল ? এই যুক্তি অবশ্য কেন জানি দিদি-দের কক্ষনো বুঝিয়ে উঠতে পারিনি। বকাঝকা গার্জেন কল ইত্যাদি। (আমার মাকে ডেকে বলেছিলেন, প্লিজ একটু শাসন করবেন বাড়িতে , আপনারা বড্ড নরম :-))) ।

    এতদ্‌সঙ্কেÄও আমি ইতিহাসে মাধ্যমিকে শুদ্ধু নাইনের সিলেবাস পড়ে পরীক্ষা দিয়েছি, টেনের টা ইচ্ছে হয়নি পড়িনি। বেশি না বাইশ নং বাদ দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তদ্দিনে সব্বাই হাল ছেড়ে দিয়েছিল :-)
  • siki | 219.64.11.35 | ২৮ নভেম্বর ২০০৮ ১৭:১০402474
  • আম্মো দাক্ষিণাত্যটা পুউরো ছেড়ে দিয়েছিলাম। চোল চালুক্য আর বাহমনী দু বছরেও হজম কত্তে পারি নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন