এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সো | ১০ জুন ২০২০ ১২:৩৯447419
  • এয়ারলাইন্স গুলোর সাইটে টিকিট সার্চ এর সময় স্টেট ওয়াইজ রুলস দেওয়া আছে, সব স্টেট এক রুল এ চলছে না, ওখানেই দেখে নিন
  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১২:৩৬447418
  • ডোমেস্টিক বিমানযাত্রার নিয়মকানুন বিস্তারিত জানতে পারলে খুবই উপকার হতো সত্যি, প্রচুর কনফিউশন।

    আমি কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে চাই, এইবার গেলে কি আমাকে ইন্স্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়ার সম্ভবনা আছে? তারপর ইমিডিয়েট অন্য দেশে যেতে চাই - টিকিট কাটার সাইটে পয়লা জুলাই থেকে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু সরকার তো কিছু বলেনি যদ্দূর জানি।

    এক আত্মীয় কলকাতা থেকে আগরতলা যেতে চান, পৌঁছে বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন থাকতে পারবেন তো? নাকি আবার ইন্স্টিটিউশনাল?

    এগুলো তো বোধয় রাজ্যে রাজ্যে আলাদা। ইংরেজীতে একটা পেজ বানিয়ে রেখে দিলে লোকজন ঝাঁপিয়ে পড়বে। কন্সোলিডেটেড তথ্য পাচ্ছি না কোথাও।
  • সো | ১০ জুন ২০২০ ১২:৩৪447417
  • শুরুতে একটা খুশির খবর, তারপর বলবো এই পোষ্টের উদ্দেশ্য ..

    মনে পরে আপনাদের সেই Danish Iqubal এর গল্প, সেই কালিন্দি কুঞ্জ এর পাশের বস্তি অঞ্চলে আপনাদের থেকে কালেকশন করা টাকার কিছুটা পাঠিয়েছিলাম, তাতে প্যাকেট খুব বেশি হয়নি কিন্তু ও নিজে বলা যায় আমার উস্কানি তে উদ্যোগ বন্ধ করেনি, নিজের উদ্দ্যোগ এ কয়েকশো প্যাকেট বিলি করেছিল।
    আমার দানিস ভাই কে পুরষ্কৃত করলো জামিয়ার রহনুমা ফাউন্ডেশন, গর্ব হচ্ছে ভাইটার প্রতি।

    এবার আসি পোস্টের মূল বক্তব্য নিয়ে।

    পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ আমি জানি, একে কোভিড বাড়ছে তার উপর আমফাম, কিন্তু দিল্লির অবস্থা মারাত্মক, হাজার হাজার করে বেড়ে যাচ্ছে প্রতি 2দিন এ, হরিয়ানা আর ইউপি বর্ডার সিল করা হয়েছে।
    আপনাদের যদি মনে হয় লক ডাউন উঠে এসেছে সব কিছু আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে, খুব ভুল ভাবছেন, আমার উদাহরণ বাদ দিলাম কিন্তু মানুষের হাতে আর একদম পয়সা নেই, এদিকে সরকারের রান্নাঘর গুলিও সব বন্ধ হয়ে গেছে, একটা অদ্ভুত বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছে।
    আপনাদের মনে হবে বাড়িয়ে বলছি কিন্তু বিশ্বাস করুন লক ডাউন এর সময় তাও বা যারা খেতে পাচ্ছিল এখন তাদের অবস্থা আশঙ্কাজনক।

    আপনাদের কি মনে হয় সবাই চাকুরিজীবী সরকারি বা বেসরকারি?
    ব্যাটারি রিক্সা, অটো, দিল্লি তে শহরের মধ্যেই একটা পরিবহন আছে, আমরা বলি গ্রামীন সেবা আসলে একটা বড় অটো যাতে প্রায় 12 জন লোক ঢুকিয়ে নিয়ে যায়, ভাড়া যেখানেই যাও 5 টাকা, সেই পরিবহন আর তাকে ব্যবহার করে বেঁচে থাকা মানুষ, মল বা মেট্রো স্টেশন এর বাইরে রাস্তায় দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করা মানুষ, গরমে রাস্তায় রাস্তায় প্রতি দুহাত অন্তর জলজিরা আর সিকন্জি বিক্রি করা মানুষ, মেট্রো বা রাস্তার পাশের লক্ষ লক্ষ খাবারের ঠেলাগাড়ি, বিল্ডিং মেটেরিয়াল সাথে যুক্ত মানুষ, এরা মূলত ভিনরাজ্যের।

    আমি যাদের কথা বললাম তা হিমশৈল এর 5% মোট সংখ্যা কোটি ছুঁলেও ছুঁতে পারে, এদের জীবন কবে ঠিক হবে জানা নেই।

    আমাদের Dwarka সেক্টর 23 এর পিছনে কয়েকটা গ্রাম আছে, তাদের চাষের জমি এখন দিল্লি সরকারের, একটা বাইপাস আছে যাতে Dwarka র ভিতর দিয়ে সিগন্যাল এর জ্যাম বাঁচিয়ে চলা যায়, সেই রাস্তার পাশে ভোর 4টে থেকে বেলা 11টা অব্দি, আবার বিকালে 5টার পর থেকেই বেশ কিছু দেহাতী যুবতী, মহিলা দাঁড়িয়ে বা বসে থাকছেন, একটি লোকাল ভ্যান চালকের সাথে গিয়ে কথা বললাম কয়েকজন মহিলার সাথে। ফটো তুলতে পারিনি কারণ তাদের আপত্তি ছিল।

    আমি: আপনারা তো পিছনের গ্রাম গুলোয় থাকেন আর এখানে তো কখনো আসতে বা বসতে দেখিনি, কি সমস্যা হচ্ছে আপনাদের?

    প্রথম মহিলা: পয়সা নেই, বর আখ কাটতে গেছিল হিস্সর এ, ফেরেনি, পয়সাও পাঠায় নি, 5টা বাচ্চা, খাওয়াবো কি ?

    দ্বিতীয় মহিলা: প্রথমে লজ্জা পেতাম কিন্তু এখন গ্রামের প্রায় সব মেয়েরাই বসছে এখানে বা গল্ফ কোর্স রোডের পাশে বা যেখানে কাস্টমার পাচ্ছে আর পুলিশ কম।

    তৃতীয় মহিলা: আমার বাচ্চাটা 3 বছরের, খুব শরীর খারাপ হাঁপানী, যা টাকা পাচ্ছি যেদিন পাচ্ছি সেদিন চুলা জ্বলছে বাকি ভগবান ভরসা।

    আমি: কাস্টমার কারা ?

    চতুর্থ মহিলা: মূলত ট্রাক্টার চালক, লরি চালক, আর Dwarka এবং নজফগর এর বড় বড় এপার্টমেন্ট গুলো থেকে গাড়ি নিয়ে আসা কিছু যুবক আর বয়স্ক পুরুষ, তবে এরা খুব জ্বালায়, ফটো তুলতে চায়, গায়ে মদ ঢেলে ভিজিয়ে দেয়, আর 500 বলে 200 টাকা দেয় নয়তো খিস্তি দেয়।

    আমি: আপনারা কি পাচ্ছেন এখানে বসে ?

    তৃতীয় মহিলা: ওই পিছনের জঙ্গলে নিয়ে যায়, কেউ 30 টাকা দেয় কেউ 100। কি করবো কেউ কেউ মারে খুব আর টাকাও দেয় না।

    আমি : পুলিশ ?

    দ্বিতীয় মহিলা: পুলিশ ধরার আগে দৌড়ে জঙ্গলে ঢুকে যাই, ধরতে পারলে সব টাকা কেড়ে নেয়, বলে থানায় চল, থানায় গেলে দুদিন তিনদিন আটকে রাখে
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8802:c7b5:a0e0:d978:ef52:f4a9 | ১০ জুন ২০২০ ১২:১৮447416
  • সিটি এবার বলবে ঐতিহাসিক ঠিক#১ :-)))))
  • S | 2405:8100:8000:5ca1::7cb:a630 | ১০ জুন ২০২০ ১২:০৭447415
  • পড়লাম। আপনার কথার সঙ্গে সহমত। বিশেষ করে সময়টা এতটাই কঠিন যে অ্যালাই তৈরী না করলে ট্রাম্প মোদিরা ক্ষমতায় থেকে যাবে আর তান্ডব করবে। হ্যাঁ পড়াশুনা না করে লেখালেখি করলে এক্সপার্টদের একটা বিরক্তি আসে বটে। কিন্তু গনতন্ত্রের নাগরিকদের সব বিষয়ই জানতে বুঝতে হয় - পড়াশুনা না করেই সেসব বুঝতে হয় - আর ব্যালট বাক্সে সেই নিয়ে মতামতও দিতে হয়। নইলে তো টেকনোক্রাসি চালাতে হয়।
  • বোধিসত্ত্ব | 2405:201:8802:c7b5:a0e0:d978:ef52:f4a9 | ১০ জুন ২০২০ ১১:৫৯447414
  • বড় এস , আলাই বাড়ানোর কথা, অনামিকার টই য়ে লিখেছি, তোমার কথার 'উত্তর' না, আমার তোমার সঙ্গে মতবিরোধ বেশি নেই, হয়ত আরেকবার পড়লে হবে:---))))
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১১:৫৮447413
  • উফ,আমাকেই আগের তিনটে পোস্টের উত্তর দিতে হবে।

    রিলিজ অপারেশন করে নিন।পিনস এন্ড নিডল কমে যাবে।

    পিটি,চার হাজার একর জমি অধিগ্রহণ বাতিল করে পরিবর্তন এর সরকার ভুল করেছে।কারণ, বাঁধ তৈরি হতো জনস্বার্থে।কোন প্রাইভেট কোম্পানির জন্য জমি অধিগ্রহণ নয়।

    a, আপনার আধার কার্ডের ঠিকানা টি পার্মানেন্ট এড্রেস ধরা হবে।এখন বোধ হয়,চাইছে।আগে তো চাই তো না।

  • a | 203.63.58.50 | ১০ জুন ২০২০ ১১:৪৪447412
  • ভারতে ডোমেস্টিক ট্রাঅভেল করতে গেলে কি পার্মানেন্ট ঠিকানা র প্রুফ দিতে হবে? মানে কলকাতা থেকে দিল্লি যেতে হলে কি দিল্লিতে পার্মানেন্ট ঠিকানা দিতে হবে?
  • PT | 203.110.242.22 | ১০ জুন ২০২০ ১০:০৮447411
  • মানুষ কেন ভাসছে!?? জমি অধিগ্রহণের বিরোধী বিপ্লবীরা দু-চার কথা বলবেন নাকি? গত এক দশকে প্রধানত জমি অধিগ্রণ না হওয়ার কারণে বাঁধ নিয়ে কিস্যু কাজ হয়নি।
    আর যারা ৫০০০ কোটি টাকার অনুমোদন নিয়ে খিল্লি করেছিল তাদের জন্যঃ
    "২০০৯ সালের মে মাসে আয়লার পরও কেন্দ্রীয় প্রতিনিধিদল এলাকা ঘুরে দেখেছিল। তখনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে ৫০৩২ কোটি টাকা ব্যয়ে মোট ৭০০ কিমি কংক্রিট বাঁধ গড়ার প্রস্তাব দেয় তৎকালীন বাম সরকার। ওই বছরই কেন্দ্রের ইউপিএ সরকার প্রাথমিক ভাবে ১২০০ কোটি আর্থিক অনুমোদন দেয়। কথা ছিল, ৫-৬ বছরে প্রকল্প পূর্ণতা পাবে। বাঁধের জন্য অধিগ্রহণের প্রয়োজন ছিল প্রায় ৪০০০ একর জমিও। কিন্তু অভিযোগ, ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আগে জমি অধিগ্রহণ হয় মাত্র ২৭ একর।.......২০১২ সাল থেকে ফের আয়লা বাঁধ তৈরির প্রকল্পে গতি বাড়ে। সিঙ্গুর পরবর্তী জটিলতা কাটিয়ে রাজ্যের পরিবর্তিত মনোভাব ও নীতি মাথায় রেখেই জমি অধিগ্রহণের কাজ হয়। মেলে প্রায় ২৪০০ একর।"
  • একেবারে_যে_কেউ | 37.111.231.219 | ১০ জুন ২০২০ ০৪:০৪447410
  • কারপাল টানেলের পিন্স অ্যান্ড নিডলস আর সহ্য হয় না

    এটা আগে হয়নি, আগে ঝিঁঝিঁ ভোঁতা সব হয়েছে এটা বাদে :(

  • অর্জুন | 223.223.146.30 | ১০ জুন ২০২০ ০২:২৮447409
  •  এয়ারটেলে একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে । প্রিপেড প্যাক এক্সপায়ার করার অন্তত পনেরো দিন আগে থেকে রোজ রিচার্জ করার জন্যে রিমাইন্ডার কল আর এস এম এস আসতে থাকে ! 

    জানিনা এটা অন্যদের ক্ষেত্রেও হচ্ছে কিনা ! 

  • দুর্নিবার বোস | 185.123.101.143 | ১০ জুন ২০২০ ০০:১৭447408
  • অমিত শাহর ভার্চুয়াল সভার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন বাম নেতা-কর্মীরা। স্লোগান ছিল, ভাষণ নয়, রেশন চাই। তাদের অভিযোগ, করোনা এবং আমফানের চরম দুর্দশার মধ্যে শাহ ভোট চাইতে এসেছেন। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেছেন, শাহ সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু বাস্তবে তিনি সিএএ ও এনআরসি-র নামে বাঙালিকে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চলেছেন। বিভিন্ন কেন্দ্রীয় যোজনার টাকা নয়ছয় করার জন্য কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি গণতন্ত্রকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে, মমতা পাঠিয়েছেন আইসিইউতে। বিপর্যস্ত গরিবদের দেখভালের বদলে মোদি সরকার ব্যবসায়ীদের স্বার্থই দেখছে। যখন কয়েকশো সংক্রমণ ছিল তখন লকডাউন করা এবং যখন ২ লাখ মানুষ আক্রান্ত তখন লকডাউন তোলার কী যুক্তি বোঝা মুশকিল। এদিন আসানসোলেও বিক্ষোভ দেখান সিপিএমের কর্মীরা।

  • | ০৯ জুন ২০২০ ২৩:৫৯447407
  • এদিকেরটা জানি। মুম্বাই পোর্ট অব ডিসেমবার্কেশান বলে মুম্বাইতেই রেখে দিচ্ছে। ১৪ দিন পরে যথা ইচ্ছা তথা যাও। তবে মুম্বাই থেকে পুণে বা নাগপুরে ফ্লাইটে যাবার যাত্রী কমই থাকে, কাজেই গাড়ি বা বাসে আসতে না দিয়ে ভালই করছে মনে হয়।
  • .. | 122.180.175.42 | ০৯ জুন ২০২০ ২৩:৪২447406
  • এখন বিদেশ থেকে যারা আসছেন যারা, ভায়া দিল্লী কলকাতার আসার জন্য, কোয়ারান্টাইন কোথায় হতে হচ্ছে? কলকাতায় না দিল্লীতে?

    কেউ জানলে বলবেন।
  • এলেবেলে | 202.142.71.170 | ০৯ জুন ২০২০ ২২:৫৩447405
  • আহা অর্জুন, বুঝেই সামান্য ঠ্যাং টেনেছি। এই করোনার বাজারে ফিজিক্যাল ডিসট্যান্সের ফতোয়া মানিনিকো।

  • avi | 2409:4061:9c:e499:7f76:cebd:e08e:47d | ০৯ জুন ২০২০ ২২:০৩447404
  • হক কথা। এখন এক্সপ্লোরার মানে স্পেস লেভেলে ভাবতে হয়। নইলে স্রেফ বেড়ানো, আরামে আয়েশে বা কষ্ট করে - এটুকুই যা তফাৎ।

  • অর্জুন | 113.21.71.230 | ০৯ জুন ২০২০ ২১:৪৫447403
  • অনেক বছর আগে কেনা Travel in dangerous places (Mammoth book series) নামে একটি বই কিনেছিলাম। কিছুটা পড়ে আর পড়া হয়নি। সারা পৃথিবীর গত তিন শতকের সব দুর্গম অভিযানের কাহিনীর excerpts । এবার পুরোটা পড়লাম । 

    ওসব দুর্গম জায়গা গুলোয় না গেলে সিরিয়াসলি জীবন ব্যর্থ । 

    তবে Wilfred Thesiger র মতে 'Now, with virtually the whole surface of the world surveyed and mapped, journeys in this sense, however arduous, can no longer be described as exploration.' 

  • অর্জুন | 113.21.71.230 | ০৯ জুন ২০২০ ২১:৩৫447402
  • @এলেবেলে  কত কিছুই ভাবেন ! ইট = টোকেন সিস্টেম । আপনি তো সবাইকে নেওয়ার জন্যে আহ্বান করলেন । তাই আগের থেকে অ্যাপ্লিকেশন দিয়ে রাখলাম । 

  • | ০৯ জুন ২০২০ ২০:০৩447401
  • নিন মিলিয়ে নিন

  • b | 14.139.196.11 | ০৯ জুন ২০২০ ১৮:৫৫447399
  • ttps://
  • এলেবেলে | 202.142.96.65 | ০৯ জুন ২০২০ ১৫:৫৩447398
  • ভারতে একটা নয়, তিনটে মরু অঞ্চল আছে। একটা রাজপুতানার মরু, একটা কচ্ছের মরু এবং তৃতীয়টি লাদাখের মরু। প্রথম ও দ্বিতীয় অঞ্চলটি চষে ফেললেও তৃতীয়টিতে যাওয়া হয়নি এখনও। পরিবারের বাকিদের উচ্চতাজনিত শারীরিক সমস্যার কারণে।

  • এলেবেলে | 202.142.96.65 | ০৯ জুন ২০২০ ১৫:৪৭447397
  • আচ্ছা, সেদিন অর্জুন ইট পেতে রাখার কথা বলেছিলেন। ইট কেন? উবু হয়ে বসে থাকলে ইয়েতে ব্যথা হবে তো। আপনি বরং স্বভাবসুলভ আভিজাত্য বজায় রেখে আরাম কেদারাতেই বসে থাকুন। কী বিষয় নিয়ে কাজ করতে চাইছেন সেটা জানাবেন, সেটা নিয়ে আমার কাজ হয়ে গিয়ে থাকলে প্রতিশ্রুতি অনুযায়ী সবই পাবেন। কিন্তু লেখার শব্দসীমা অন্তত দশ থেকে কুড়ি হাজার হওয়া বাঞ্ছনীয়।

  • অর্জুন | 113.21.66.220 | ০৯ জুন ২০২০ ১৫:৪৬447396
  • তবে চোর, চামচা ছাড়াও ঐ রাজ্যে আরো অনেক কিছু আছে। ভারতের একমাত্র মরু অঞ্চল। 

  • অর্জুন | 113.21.66.220 | ০৯ জুন ২০২০ ১৫:৪৫447395
  • @এলেবেলে, (রাজ) পুতানা ও স্থানেরদের চোর, চামচাদের নিয়ে একটি বইয়ের রিভিউতে এই কথাগুলো লিখেছিলাম দু বছর আগে । 

    আপনি 'লাইক' মেরেছিলেন। 

    ঔপনিবেশিক সময়ে ও স্বাধীন ভারতবর্ষে রাজা রানীদের প্রাসঙ্গিকতা ও অবস্থান বরাবরই খুব পরিষ্কার ছিলনা। কিছুদিন আগে গায়ত্রী দেবীর জন্মদিনে একটা পোস্ট দিতে গিয়ে মন এল এই প্রসঙ্গ। ব্রিটিশ প্রভুদের বশ্যতা তারাই প্রথম স্বীকার করে। রাজা, রানী মানে যারা রাজ্য শাসন করে, তারাই অন্যের কড়া শাসনে। নিজেদের রাজ্য, প্রাসাদ, ধনদৌলত ও উপাধি রক্ষার্থে তারা হয়ে গেলেন ঔপনিবেশিক কর্তাদের দেশীয় এজেন্ট। একেবারেই কাঠপুতলি। ১৮৫৭ য় মহাবিদ্রোহেই দেখুন ঝাঁসির রানী, ওয়াজেদ আলী শাহ, তাঁতিয়া টোপি, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফার আর সামান্য কয়েকজন রাজন্যবর্গ ক্ষণিকের জন্যে একত্রিত হয়েছিলেন। দেশের অধিকাংশ রাজন্যবর্গ একসঙ্গে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গেলে ইতিহাস অন্য রকম হতে পারত! নিজেদের টাইটেল,রাজ্য, প্রাসাদ, বিলাস বহুল জীবনের স্বার্থে এই বশ্যতা স্বীকার করেছিল তারা। ভাবুন যে শিবাজী আওরঙ্গজেবের রাতের ঘুম কেড়ে নেয়, তার বংশধরেরা মুখে কুলুপ এঁটে ব্রিটিশ সাম্রাজ্যে আরামে জীবন কাটাল। ব্রিটিশদের প্রয়োজন ছিল এমন এক শ্রেণীর মানুষদের যারা তাদের স্থায়িত্বে ও অস্তিত্ব রক্ষায় সাহায্য করবে। এই রাজন্যবর্গদের মত যথোপযুক্ত আর কে ছিল? তারাও অক্ষরে অক্ষরে তা প্রমাণ করেছিল।

    নীরদ চৌধুরী একটি মোক্ষম কথা বলেছিলেন, যে রাজন্যবর্গ ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থায়িত্বে সহযোগিতা করে গেল, তারাই স্বাধীনতার মধ্যরাতে কংগ্রেসিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দিব্যি জায়গা করে নিল। প্রিভি পার্স বাতিল হলেও তাতে তাদের খুব অসুবিধে হল কি কিছু? উপাধি ইত্যাদি ব্যবহার আইনত বন্ধ হয়, কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় কিন্তু প্রাসাদ, ইত্যাদি তাদের দখলেই থাকে, যা তারা পরবর্তীকালে বিলাসবহুল হোটেলে রুপান্তরিত করে।

    কংগ্রেসি সরকার বাহ্যিক ভাবে এই রাজন্যবর্গের বিরোধিতা করলেও, রাজাগোপালাচারীর মত ব্যক্তি ‘স্বতন্ত্র’ পার্টি তৈরি করলে, সেই শিবিরে যোগ দেন প্রায় অধিকাংশ রাজন্যবর্গ। রাজাগোপালাচারীর এই শিবির খুব বেশীদিন স্থায়ী হয়নি। তখন বেশ কয়েকজন সেই কংগ্রেস শিবিরেই যোগ দেন। ততদিনে দুই পক্ষের মিলমিশ ও সমঝোতা হয়ে গেছে। অর্ধ শতাব্দীর ওপরে যারা কংগ্রেসিদের সঙ্গে সংগ্রাম করলেন, অচিরে তারা কংগ্রেসের থেকে অনেক দূরে চলে গিয়ে, এই রাজন্যবর্গেরা বরং হয়ে উঠলেন তাদের খুব কাছের। লুটিয়ানস দিল্লীর এলিটবর্গ এরাই। কংগ্রেসের অন্যতম নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

    হিন্দু ধর্মে রাজদর্শন ‘দেবদর্শন’ বলে স্বীয় রাজ্যে তারা অকারণে প্রজাদের কৃপাভাজন হলেও আসলে তারা প্রজাদের সীমাহীন ভাবে ঠকিয়ে তাদের পায়ের তলায় রেখে দিয়েছিল। কিছু লোকদেখাননো স্কুল, কলেজ প্রতিষ্ঠা করলেও, তারা তাদের রাজ্যের সমস্ত অর্থ ও প্রতিপত্তি শোষণ করে নিজেদের সুবিদার্থে ব্যয় করেছেন। প্রিন্সলি রাজ্যগুলোয় এখনো গেলে চোখে পড়ে দারিদ্র-অশিক্ষা- অস্বাস্থ্য- অপুষ্টি এবং তাদের অর্থনীতিতে শোষণের ছাপ সুস্পষ্ট।

    মান সিং ২য় এক সময়ে ইংরেজের হুকুমে মহাত্মা গান্ধীকে গ্রেফতার করেন, স্বাধীন ভারতে তিনি জয়পুরের ‘রাজ প্রমুখ’ নিযুক্ত হন, যা ছিল মহারাজাই সমতুল্য।

    প্রিভি পার্স আসতে আসতে লেগে গেল ১৯৭১ সাল এবং ততদিন ‘they remained entitled to their titles, privy purses and other privileges until the adoption of the 26th amendment to the Constitution of India on 28 December 1971.’

    আখের ততদিনে অনেকটাই গোছানো হয়ে গেছে।

    স্বাধীন দেশে তাদের জনপ্রিয়তা যে এতটুকু কমেনি তা টের পাওয়া যায় জয়পুরের মহারানীর ১৯৬২ র ইলেকশনে বিপুল ভোটে জয়ী হবার ঘটনা থেকে। গিনিস বুক বলছে সারা পৃথিবীতে এত ভোটে এর আগে আর কেউ জেতেনি। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঈর্ষার কারণ হয়েছিল এই জয়! গোয়ালিওরের রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়াও সক্রিয় রাজনীতিতে ছিলেন আমৃত্যু এবং অত্যন্ত সফল ভাবে।

    '৭৫ এ জরুরী অবস্থার সময় ইন্দিরা গান্ধী জয়পুর ও গোয়ালিওরের দুই মহারাণীকে তিহার জেলে পুড়লেও, ইংল্যান্ড থেকে খোদ মাউন্টব্যাটনের মধ্যস্থতায় মুক্তি পায় গায়ত্রী দেবী।

    কংগ্রেসের ’নেহেরু- ইন্দিরা- রাজীব- সোনিয়া- রাহুল’ ডিনেস্টি মডেল তো পরিষ্কার যে ফিউডেল সিস্টেমের বাইরে এক পা’ও তারা সাত দশকে এগোতে পারেনি। বরং এই ফিউডল মডেল এরই জয়।

    নেহেরুর কাঙ্ক্ষিত ‘সোস্যালিজম’ তিনি নিজেই প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন। লোকসভায় ৩৫% সদস্যের রাজনৈতিক অস্তিত্ব উত্তরাধিকার সূত্রে।

    এই রাজন্যবর্গদের বিষয়ে বিভিন্ন কফি টেবিল বই বের হচ্ছে। পাতার পর পাতা চকমকি সব রাজপরিবারের বিভিন্ন সদস্যদের মাথা থেকে পা অবদি মনিমুক্ত খচিত গহনা পরা ছবি। এই ছবিগুলো থেকে ইন্ডিয়ার অতীত সম্পর্কে যে ধারণা জন্মায় তা পুরোটাই কিন্তু ভ্রান্ত। ঔপনিবেশিক শাসকদের ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল ধনসম্পদ লোটা। সেই লুঠ করতে সাহায্য করেছে যেহেতু এই রাজন্যবর্গ তাই পরবর্তী সময়ের দেশের অর্থনীতি ভয়াবক দীনতার জন্যে দায়ী তো এরাই!

    আদপে দেশের উনিশ ও বিশ শতকের ইতিহাসে এদের ভূমিকার কোনো গুরুত্ব কি আছে?

  • অর্জুন | 113.21.66.220 | ০৯ জুন ২০২০ ১৫:৪২447394
  • কার্টুন গুলো চমৎকার । 

  • S | 2405:8100:8000:5ca1::75c:f780 | ০৯ জুন ২০২০ ১৩:৩৪447391
  • বোধি দা, আপনার বক্তব্যটা পড়েছি। মোটামুটি বুঝেছি। এখানেই লিখছি।

    হ্যাঁ এইমুহুর্তে সারাদুনিয়াতে বিএলেমের প্রতি সমর্থন বাড়ানো প্রয়োজন। "এইমুহুর্তে" বলছি বটে, কিন্তু আসলে we are about 400 years late। অল লাইভস ম্যাটার টাইপের ভুলভাল কাউন্টার বা ট্রাম্পের হঠাত অ্যান্টিফার পিছনে হাত ধুয়ে পড়া দেখেই বোঝা যায় যে এটাকে আন্ডার দ্য কার্পেট ঢুকিয়ে দেওয়ার চেস্টা চলছে এবং চলবে। এবারে যে কেউই বিএমেলের প্রতি সমর্থন দেখালে দে আর ভেরি ওয়েলকাম।

    কিন্তু সমস্যাটা অন্যত্র। বাকী জায়্গায় যেসব ইনজাস্টিস হচ্ছে তার কি হবে? এই সমর্থকদের মধ্যেই যে অনেকে সেইসব ইনজাস্টিসের বেনিফিশিয়ারি। ডঃ কিং বলেছিলেন "Injustice anywhere is a threat to justice everywhere"। কিন্তু সে আর এখন কি করা যাবে। চূড়ান্ত জাতপাতে বিশ্বাসি লোক যদি বিএলেমের প্রোটেস্ট মিছিলে হাঁটে, তাকে তো আর বলা যায় না যে আপনি আসুন। বরন্চ তাকে বসিয়ে বোঝানো হোক, কমিউনিকেশানের এর থেকে বেটার চ্যানেল আর পাওয়া যাবেনা।

    রাহুল দুবে হিরো হয়ে যাওয়ার পর আর হাসান মিনহাজের প্যাট্রিয়ট অ্যাক্টের এপিসোডের পর অনেক ভারতীয়দের মধ্যেই সেনসিটিভিটি বেড়েছে। সেটা এক্সপ্লয়েট করতে পারলে ভালো হয়।

    আমি একটা বক্তব্য রেখেছি এখানে বার বার করে যে ভারতীয়রাও নিরাপদ নয়। আমরাও কমবেশি টার্গেটে আছি। এবং সেই কারণেই আমাদেরও উচিত এই আন্দোলনকে সমর্থন করা। কিন্তু এটা কেউ কাউন্টার করতেই পারেন যে ইন্ডিয়ানরা নিজেরাও সেফ নয় বলেই শুধু বিএলএমকে সাপোর্ট জানাবে? শুধুমাত্র লিবারল থট প্রসেস, আন্ডারস্ট্যান্ডিং অব হিস্টরিকাল ইনজাস্টিস, ইভিল অব রেসিজম জেনেই প্রতিবাদ করবে না? এখন সেসব ন্যাচারালি হলে তো আর এত আলোচনাই করতে হতনা। যদি নিজেদের প্রয়োজনেও অন্তত মানুষের সঙ্গে হাঁটে বা থাকে, তাহলেও অনেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত