এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ১৫ জুন ২০২০ ০০:৪০447696
  • জাম্বুবানের জন্মদিনকে বলা হবে "জাম্বু দিবস", কারণ উনিই " আজকে মন্ত্রী জাম্বুবানের বুদ্ধি কেন খুলছে না?/ সঙ্কটকালে চটপট কেন যুক্তির কথা বলছে না?" শুনে চটপট নানা যুক্তি বুদ্ধি বাতলে দিয়ে সংকট তরিয়ে দেন। নইলে আর দেখতে হত না। লঙ্কাও জয় হত না, রাম আর সীতাও ফিরতেন না, বানরদের তো কথাই নেই। ঃ-)
  • অর্জুন | 223.223.144.64 | ১৫ জুন ২০২০ ০০:৩৬447695
  • @আতোজ, আপনি যেসব ঐতিহাসিক চরিত্রদের নাম বললেন, তাঁদের জন্ম দিবস খুঁজে বের করে এক একজনের জন্মদিন যদি তাঁদের জীবনের কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে এক একটি দিবস ঘোষণা করা যায় তাহলে কার ভাগে কি ফেলবেন ?

    যেমন ধরো নেহেরুর জন্মদিন শিশু দিবস, রাধাকৃষ্ণানের জন্মদিন শিক্ষক দিবস, সেই রকম। 

  • r2h | 2405:201:8805:37c0:fd62:f19e:d413:bb00 | ১৫ জুন ২০২০ ০০:৩০447694
  • জর্জ ফ্লয়েড আর কোরপান শাহের মধ্যে অবশ্য তুলনা/ প্যারালাল চলে না।
  • r2h | 2405:201:8805:37c0:fd62:f19e:d413:bb00 | ১৫ জুন ২০২০ ০০:২৮447693
  • এলেবেলে, আপনার কথাগুলো পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা ভালো না লাগার।

    কিন্তু অস্বীকার করার উপায় খুব একটা নেই। আমাদের আবেগ প্রতিবাদ ইত্যাদি মিডিয়ানির্দিষ্টই।
    আয়লান কুর্দির ছবি এখনো মনে পড়ে; কিন্তু এই লকডাউনের বাজারেও তো কত কী হয়ে চলেছে। দিল্লিতে নির্ভয়ার জন্যে সারা দেশ উত্তাল হলো, হওয়ারই ছিল, হওয়াই উচিত। কিন্তু কামদুনির অপরাধীদের কী হলো আমরা জানিই না। জর্জ ফ্লয়েডের নাম সারা পৃথিবী জেনেছে, কোরপান শাহের নাম আমরাই ভুলতে চলেছি।

    তবে, তবুও, যে ঘটনা সবচেয়ে সাম্প্রতিক, যার সম্পর্কে আমরা সবচে বেশি জানি, তার খবর আমাদের বেশি উদ্বেল করবে, এটাও স্বাভাবিকই।
  • অর্জুন | 223.223.144.64 | ১৫ জুন ২০২০ ০০:২২447692
  • 'কাই পো চে' তে উগ্র হিন্দুত্ববাদীদের দিকটাই তুলে ধরা হয়েছিল। তিন বন্ধুর গল্প। তিন জনেই ক্রিকেট পাগল এবং ক্রিকেট নিয়ে জীবনে কিছু করতে চায় !  শেষমেশ একটা স্পোর্টস একাডেমী খুলে ফেলে তিন জন। গুজরাতে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীত্বের সময় ধীরে ধীরে যে ধর্মীয় উন্মাদনা বাড়তে থাকে, মুসলমান সম্প্রদায়ের সামাজিক অবস্থা সঙ্গিন হয়ে পড়ে  সেটা খুব স্পষ্ট  দেখানো হয়েছিল। কিন্তু এই তিন বন্ধুর একজন আসতে আসতে তার প্রভাবশালী বিজেপি (দলের কথা উল্লেখ করা হয়নি) নেতা  মামার কবলে পড়তে থাকে এবং গোধরার সেই ট্রেনে বাবা, মা'কে হারিয়ে এক উগ্র হিন্দুত্ববাদী  নেতায় পরিণত হয়। এদিকে সুশান্ত একটি মুসলমান ছেলের ক্রিকেটে  ট্যালেন্ট দেখে তাকে বিনা পয়সায় গ্রুম করে তোলে । 

    গুজরাতের ভূমিকম্পও দেখানো হয়েছিল। 'কাই পো চে' ২০০০ পরবর্তী ভারতের একটা বাস্তব সম্মত গল্পয়ালা  ছবি। 

    চেতন ভগতের বইয়ের অবলম্বনে সেটা জানতাম না।  

    চেতন ভগতের দুটি  বই পড়েছিলাম বহু আগে। 

  • ইতি সনাতন | 185.51.76.146 | ১৫ জুন ২০২০ ০০:১৮447691
  • এইযে Atoz স্যার 

    এখানে সব পাবেন 

    অনলাইন জন্মনিবন্ধন যাচাই

    জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত  ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে।  পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল  হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে। প্রথম জন্ম নিবন্ধনের অধিকার জাতিসংঘের শিশু সনদে (Convention on  the Rights of the Child - CRC)  স্পষ্ট উল্লেখ আছে। জন্ম নিবন্ধনের মধ্যদিয়ে একটি শিশু একটি ‘নাম’ লাভ করে যা সারাজীবন তাকে একটি পরিচিতি দেয়। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্বও লাভ করে।

    জন্মসনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে সরকার নতুন করে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনটি ৩ জুলাই. ২০০৬ থেকে কার্যকর করা হয়েছে।

    জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্মনিবন্ধন প্রক্রিয়া শেষে জন্মনিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট দেবেন। সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক জন্মনিবন্ধন কৌশল প্রণয়ন করেছে যা চলতি ২০১০ সালের শেষ নাগাদ চূড়ান্ত হয়ে যাবে।

    একজন ব্যক্তির জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা সহজেই যাচাই করা যায়। অনলাইনে জন্ম নিবন্ধন করা থাকলে এই লিংকে ক্লিক করে (জন্ম তথ্য যাচাই) ব্যক্তির ব্যপন নম্বর ও জন্ম তারিখ প্রদান করে জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে (যাচাই করতে ক্লিক করুন )।

  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২৩:৫৯447690
  • আচ্ছা, আকবরের জন্মদিন কবে? হুমায়ুনেরই বা কবে? শের শাহ? তাঁরই বা কবে?
    সংগ্রাম সিংহ? পৃথ্বীরাজ? রাণা প্রতাপ? প্রতাপাদিত্য? এঁরাই বা কবে জন্মান? কোন তারিখে?
    গান্ধারী? সীতা? দ্রৌপদী? কুন্তী? নূরজাহান? মমতাজ? জাহানার?
  • সনাতন মন্ডল | 185.51.76.140 | ১৪ জুন ২০২০ ২৩:৫০447689
  • চে র  জন্মদিন 

    ট্রাম্প এর জন্মদিন 

    সুব্রত মুখার্জী র জন্মদিন 

    সুশান্ত এর চলে যাওয়া 

    আজকের দিনটা কেন জানিনা মনে থাকবে , 

  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২৩:৪৩447688
  • আর মিডিয়ার উন্মাদ আনন্দ দেখে মনে হয় কারুর সর্বনাশ, কারুর পৌষমাস। লাগাতার এরা প্রফিট করে যাচ্ছে, সে করোনাই হোক, আমফানই হোক, শয়ে শয়ে মাইল পথ হাঁটতে থাকা অসহায় মানুষই হোক, পঙ্গপালই হোক, হাতিই হোক---একটা কিছু হলেই হল। এরা সেটাকে আখের মতন নিংড়ে প্রফিট নেবেই।
  • এলেবেলে | 202.142.71.165 | ১৪ জুন ২০২০ ২৩:৪০447687
  • ঠিক দুটো কথা।

    এক) আজ থেকে বেশ কয়েকদিন মানুষ সর্বত্র মানসিক রোগ যে একটা রোগ, সেটাকে একধারসে অ্যাড্রেস করা শুরু করবে। হপ্তাখানেক বাদে ফের ছিটিয়াল, তারকাটা, পাগল ইত্যাদি মোডে ফিরে যাবে।

    দুই) মানসিক অবসাদে মৃত্যু প্রায় রোজই এদেশে ঘটে। লকডাউনজনিত মানসিক অবসাদে মৃত্যুসংখ্যাও কম নয়। তবুও সব ছাপিয়ে জনৈক সুশান্ত সিং রাজপুত আমাদের প্রচুর সমবেদনা ও গুরুত্ব আদায় করে নেবেন এই কয়েকটা দিন।

    ফেসবুক-হোয়াটসঅ্যাপের দুনিয়ায় আমরা কেবল মুহূর্ত নিয়ে বাঁচি। তাকে ঘিরেই আমাদের দৈনন্দিন যাপন।

  • r2h | 2405:201:8805:37c0:fd62:f19e:d413:bb00 | ১৪ জুন ২০২০ ২৩:২৪447686
  • দু-দি, হ্যাঁ, দেখে ফেলবো কেদারনাথ।

    "আর সবথেকে বিরক্তিকর হল যার মানসিক সমস্যা আছে আশেপাশের সবাই মিলে তাকে নিজের বিলিভ সিস্টেম থেকে দেওয়া উপদেশ। আমি তো পারছি, আমার তো হয় না..." - আকাদা, হ্যাঁ। এইসব মতামত দেখে খুব বিরক্ত লাগছে। আরে ভাই, মরে গেছে একটা লোক, সে তুমি কী করছো দেখার বা তোমার অ্যাপ্রুভালের অপেক্ষায় (একটা পোস্ট দেখলাম - আমি আত্মহত্যা সমর্থন করি না) বসে নেই, সে একটা ইউনিক মানুষ, তার ইউনিক সমস্যা।

    আর শেয়ার। ফেসবুকে ছেলেটির মৃতদেহের ছবি শেয়ার হচ্ছে, এমনকী টিভিতেও খবরে দেখালো, মুখ ব্লার করে। বীভৎস রুচি মানুষের।
  • হুঁকো | 51.77.147.50 | ১৪ জুন ২০২০ ২৩:২০447685
  • আকার সাথে একমত। ডিসির কমেন্ট বাজে লাগল।

  • aka | 2600:1005:b145:a92a:8d36:d68a:a0cd:8059 | ১৪ জুন ২০২০ ২৩:১৫447684
  • আর সবথেকে বিরক্তিকর হল যার মানসিক সমস্যা আছে আশেপাশের সবাই মিলে তাকে নিজের বিলিভ সিস্টেম থেকে দেওয়া উপদেশ। আমি তো পারছি, আমার তো হয় না, কেন অত ভাবছ? আরে তুমি ঠিক পারবে, ইত্যাদি।

    অথচ উচিত ধৈর্য্য সহকারে তার কথা শোনা। সবটা না বুঝলেও এটা বোঝা যে হয়ত রোজ সকালে বিছানা ছাড়তে তার খুব অসুবিধা হচ্ছে, হয়ত কোন গ্রহণযোগ্য কারণ নেই। যে বলছে সমস্যা হচ্ছে তার সত্যিই সমস্যা হচ্ছে, সেইটুকু রেকগনাইজ করা আর যদি সত্যি এক্সপার্ট না হন তাহলে শুধুই শুনুন, সহমর্মী হওয়ার চেষ্টা করুন, সলভ করার নয়। সেটা হয়ত রোগীও চায় না। হয়ত কোন হর্মোন ইমব্যালেন্সের জন্য হচ্ছে, হয়ত অন্য কোন কারণ।
  • dc | 103.195.203.92 | ১৪ জুন ২০২০ ২৩:১৩447683
  • আমি সুশান্ত সিং এর সিনেমা দেখিনি। তবে ইন জেনারাল মনে হয় লিভ অ্যান্ড লেট ডাই। এবার একটা গেম খেলি গিয়ে।
  • Du | 47.184.21.53 | ১৪ জুন ২০২০ ২৩:১১447682
  • কেদারনাথ দেখো হুতো। খুব খারাপ লাগছে, খুবই চেনা মানুষ মনে হয় এতো দেখেছি।
  • aka | 2600:1005:b145:a92a:8d36:d68a:a0cd:8059 | ১৪ জুন ২০২০ ২৩:০৯447681
  • মানসিক রোগ নিয়ে সঅচেতনতা বাড়া উচিত। অন্য অনেক কিছুর মতন এত ভুলভাল ধারণা মনের মধ্যে যে কি থেকে কি হইল লোকে বোঝেও না। একজন কে লিখেছে দেখলাম যে মানসিক অবসাদ হলে কদিন গিয়ে অ্যাসাইলামে থেকে এসো, কিন্তু প্রাণ নেবার কি দরকার? মানসিক রোগের কথা হলেই সোজা পাগলা গারদ।

    মানে জ্বর হলেও অপারেশন, ক্যান্সার হলেও অপারেশন।

    কাউন্সিলিঙ্গের নামে যা চলে তাহল যে কাউন্সিলর তার বিলিভ সিস্টেম থেকে উঠে আসা কিছু কি করণীয় কি নয় তার লিস্টি, যার অনেককিছু জাজমেন্টাল। সবাই এমন তানয় কিন্তু আমার চোখে তাই বেশি।

    এক বিঝ্যাত অন্কোলজিস্টকে এক প্রিয়জন সম্বন্ধে বলেছিলাম যে ওনার কাউন্সিলিঙ্গ দরকার, আপনি কি কাউকে রেফার করতে পারেন? বললেন আমিই করব। ওনার কাউন্সিলিঙ্গ ছিল চার বছর তো হল, আর কদ্দিন এক্সপেক্ট করেন? ঠিক এইরকম ভাষায়।

    যাইহোক, মানসিক রোগ সম্বন্ধে আরও তথ্য দরকার। আর সঠিক সময়ে ইন্টারভেনশন দরকার।
  • r2h | 2405:201:8805:37c0:fd62:f19e:d413:bb00 | ১৪ জুন ২০২০ ২২:৫৩447680
  • কাই পো চে, আমারও এই সিনেমার কথা মনে হচ্ছিল, এঁর প্রথম সিনেমা (তাই তো?), এই সিনেমাটা দেখেছি।

    চেতন ভগতের লেখা বইটাও পড়েছি, বইটাতে গুজরাট দাঙ্গার ব্যাপার যেমন খোলাখুলি কোনরকম অজুহাত ছাড়া, হিন্দুত্ববাদীদের ভূমিকা লেখা হয়েছে, এবং তাতে চাড্ডিরা কোন আপত্তি করেনি, তাতে খুব অবাক হয়েছিলাম - কারন একে তো চেতন ভগত নামকরা সরকারপন্থী (বইটা যদিও ফর্মাল মোদীযুগের আগের), এবং চেতন ভগতের পাঠকও বিপুলসংখ্যক শুনেছি।
    সিনেমাতে অবশ্য অত সরাসরি দেখায়নি।

    কেদারনাথেরও ভালো রিভিউ পড়েছি, দেখা হয়নি।

    কার মনে যে কী বিষন্নতার কীট ঢুকে যায়, মাত্র চৌত্রিশ বছর বয়স, সফলতা সুখ অর্থ খ্যাতি সাবই ছিল, তবু - ভাবা যায় না।
  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২২:৪২447679
  • থ্যাংকু অর্জুন। অবশ্যই দেখবো।
  • অর্জুন | 223.223.144.64 | ১৪ জুন ২০২০ ২২:৪১447678
  • @আতোজ, এই সিনেমাটা দেখুন। আশাকরি সুশান্ত সিং রাজপুতের ছবি দেখেছেন এতক্ষণে । অভিনেতাকে চিনতে অসুবিধে হবেনা। 

  • sm | 42.110.165.23 | ১৪ জুন ২০২০ ২২:১০447677
  • এসব দেখলে ডিপ্রেশন পাইলে যাবে।স্মিতা পাতিল আসার পর একমিনিট।অনবদ্য।সব কিছু অসাধারণ!
  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২২:০১447676
  • ডিডিকে টইতে দেখ খুব ভালো লেগেছিল। ডিডি, আপনি ভাটিয়ালিতে আসুন। এখানে আমাদের স্পিরিট লো হয়ে গ্যাছে, আপনি এলে আবার হাই হবে। আসুন, আসুন। ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২১:৫৪447675
  • ধন্যবাদ হুঁকো।
    বুঝলাম, হিন্দি সিনেমার খ্যাতিমান অভিনেতা ছিলেন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে যান।
    সিনেমার লাইন যে কী ভীষণ জায়গা ...
  • হুঁকো | 51.77.147.50 | ১৪ জুন ২০২০ ২১:৪৯447674
  • ইনি হিন্দি সিনেমার অভিনেতা। এআইট্রিপলিতে সাত র‍্যাংক করেছিলেন। এঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় জগতে যান। ব্যোমকেশ বক্সি ও মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

  • Atoz | 151.141.85.8 | ১৪ জুন ২০২০ ২১:৪২447673
  • কে এই ভদ্রলোক? মানে এই সুশান্ত সিং রাজপুত কে? এত লোকে যখন আলোচনা করছেন, নির্ঘাৎ নামকরা লোক। কে ইনি?
  • sm | 42.110.165.23 | ১৪ জুন ২০২০ ২১:৩৭447672
  • কিন্তু হানু কে আমার দুইখান কোশ্ন আছে।সুশান্ত সিং এর মা ছোট বেলায় মরে গেলো।সেটা কি রাষ্ট্রের দোষ?

    দুই, পয়সা কড়ি ভালোই করেছিল।ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।সম্ভবত একাকীত্বের বেদনায়  ভুগছিল।কিন্তু রাষ্ট্র কি করবে?

    বড় অল্প বয়সে চলে গেলো , বেচারা!

    খুউব খারাপ লাগে।

  • পদ্য | 2a02:7aa0:1201::7048:4568 | ১৪ জুন ২০২০ ২১:৩১447671
  • লিবেড়াল দেখে মনে পড়ল। পান্তুয়া সনাতনের পদ্যটা কোথায় গেল? ঐযে মাকড়সা অমিত শা মিল দেওয়া লাইনদুটো? বেশ হয়েছিল।

  • r2h | 2405:201:8805:37c0:e0e1:31a4:8727:11ab | ১৪ জুন ২০২০ ২০:৫৫447670
  • এই অ্যাডগুলি ডায়নামিক, ইউজার স্পেসিফিক, সাধারনত ব্রাউজিং প্যাটার্ন ডিটেক্ট করে দেখায়।

    তবে অনেক সময় ভুলভালও দেখায়। যেমন আমার ফোন থেকে গুরু করলে আমাকে বেশিরভাগ সময় মাটি কাটার যন্ত্রের অ্যাড দেখায়, কিন্তু মাটি কাটা সংক্রান্ত সার্চ আমি করি না। এই ল্যাপটটা থেকে বেশি আসে ফেসবুকের অ্যাড। আবার অফিসের ল্যাপটপে আসে জিরার অ্যাড।
  • অর্জুন | 223.223.144.64 | ১৪ জুন ২০২০ ১৯:৪৩447669
  • গুরুতে এড আসছে Your astrology prediction. Plan for a better future today. Get free vedic horoscope to know what's in your future . 

  • র২হ | 49.37.12.111 | ১৪ জুন ২০২০ ১৯:৩৩447668
  • কোথা হইতে কী হইয়া গেল?

  • | ১৪ জুন ২০২০ ১৯:২৭447667
  • ধ্যাত্তেরি নিকুচি করেছে!!
    অভি কোন ব্যক্তিবিশেষের সাপেক্ষে কিছু লিখছিল না আর সেরকম কিছু লিখতে বা পোস্ট মর্টেম করতে বলিও নি।
    এখানে লেখাই ভুল হয়েছে দেখছি। অভি যেন ফেসবুকেই কন্টিনিউ করে, পড়ে নেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত