এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৩:১৫452689
  • জলহস্তীর কথায় মনে পড়ল, এতকাল ভেবে এসেছি এরা জলে গা ডুবিয়ে মাথা উপরে তুলে থাকে। জলহস্তী গৌরবে বলা হয়। আসলে জাস্ট এই গন্ডার, হাতী ইত্যাদি অন্য প্রাণীর মতই। কিন্তু অমা, একটা ভিডোতে দেখি জলের একেবারে ভেতরে মা জলহস্তী, তার পিঠের উপরে ছানা জলহস্তী লাফাচ্ছে, আর্কিমিডিসের সূত্র কাজ করছে, স্লো মোশনে মায়ের পিঠে এসে পড়ছে, জলের ভেতরে কিনা! নির্বিকার মা। কী সর্বনাশ, এরা শ্বাস নেয় কী করে? তাড়াতাড়ি গুগ্লিয়ে দেখলাম, এরা জলের ভিতরে শ্বাস বন্ধ করে থাকে মিনিট পাঁচেকের মতন থাকতে পারে। এরা জলের ভিতরে ঘুমায়ও, ঘুমের মধ্যে উঠে উঠে শ্বাস নিয়ে নেয়। কী বিচিত্র দুনিয়া!
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৩:১৪452688
  •  "মাছ খেতে ইচ্ছা আছে, অথচ গুরুর বারণ। তাই ভেজ মাছ খাব, এটা গোঁড়ামি ছাড়া কিছুই নয়।"

    এক্ষেত্রে (বৌদ্ধ সংঘের ক্ষেত্রে), গুরু বলে  কেউ নেই কিন্তু খেয়াল রাখবেন। যাঁরা মাছ খাচ্ছেন না,তাঁরা স্বেচ্ছায় ত্যাগ করেছেন, কেউ জোর জবরদস্তি করে নি  । কাজেই গোঁড়ামির প্রশ্ন টি  ওঠার কোন সঙ্গত কারণ নেই  ।  

  • একক | ২০ আগস্ট ২০২০ ০৩:১১452687
  • এসব মাছ মাংস খাওয়া বারণ এসব হাবিজাবি কোথায় আচে ? লম্বা সময় পর্যাক্টাইসিং বুদ্ধিস্ট দের সঙ্গে কাটিয়ে এলুম, হুলিয়ে গরু শুওর খেয়ে |
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৩:০৮452686
  • এটাও তাই। অনেকের সঙ্গে প্রেম করার ইচ্ছে, কিন্তু আইনে বারণ। মেরে ধরে বৃন্দাবন দেখিয়ে দেবে। তাই ভয়ে প্রেম করছেন না। মোটেই ভন্ডামি না। নিতান্তই ভয়।
  • ভন্ডামি | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০৩:০৩452685
  • আচ্ছা, আমার তো কত মেয়ের সাথে প্রেম করার ইচ্ছে, কিন্তু সে ব্যাপারে কিছুই করছি না! আমি কি ভন্ড?

    ডিঃ থট এক্সপেরিমেন্টের কোশ্চেন কেউ নিশ্চয়ই সিরিয়াস্লি নেবেন না!
  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০২:৫৫452684
  • নাঃ, আপত্তি আর কি ? দুদিন পরে সারা দেশই তো ভেজ হয়ে যাবে। তবে কিনা মাছ খেতে ইচ্ছা আছে, অথচ গুরুর বারণ। তাই ভেজ মাছ খাব, এটা গোঁড়ামি ছাড়া কিছুই নয়। এসব ভন্ডামির একদম উপযুক্ত ওষুধ হচ্ছে জর্জ কার্লিন।

  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০২:৫০452683
  • "কিন্তু মাছ না ধরলে নৌকো চলতে পারবে না"

    দারুন কনসেপ্ট ! 

  • lcm | 2600:1700:4540:5210:35d8:fa9:7ec0:1dcb | ২০ আগস্ট ২০২০ ০২:৪৮452682
  • গুরু কয়েচিলেন - প্রাণী হত্যা সাপোর্ট করবে একমাত্র তখনই যদি তাকে খাদ্য হিসেবে ব্যবহার করো, কারণ আমরা তো প্রাকৃতিক নিয়মেই ওমনিভোরাস প্রাণী।

    তো, সেই থেকে কোনো মানুষের জলহস্তী হত্যা সাপোর্ট করি না, একমাত্র বিরিঞ্চিবাবা ছাড়া।
  • প্রেমের সঙ্গে, মৈত্রীর সঙ্গে, ভালোবাসার সঙ্গে খান | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০২:৪২452681
  • এই তো নির্বান হয়েই গেছে!
    যা পারেন করুন, সবই করুন। কেবল মাথা যেন না টাল খায়। তাহলেই দুঃখ। এখন আপনার মাথা কি করে টাল খাবে না - সে আপনার থেকে ভাল আর কে বুঝবে?
    মনে হয় একেই সমতা বলে - তবে কিনা সে সব গুরুগম্ভীর ভাষা।
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০২:৩২452680
  • খেতে তো হবেই, যদি লোভ নাও থাকে, জাস্ট বাঁচার জন্যই। এদিকে প্রাণীগুলো দৌড়ে বেড়ায় সাঁতরে বেড়ায় উড়ে বেড়ায় , এদের জালে ধরে তীর মেরে বা অন্য উপায়ে শিকার করে খেতে হয়। এ এক চিরন্তন ডিলেমা। খুবই গিল্টের ব্যাপার যদি সর্বপ্রাণীর সঙ্গে মৈত্রীর একটা নীতি নেওয়া হয়, তাহলে গিল্ট অনেক বেড়ে যায়।
    এই থেকেই সম্ভবতঃ একটা মাঝামাঝি রফায় আসা হয়েছে যে শাকপাতা ফল মূল শস্য ---এইসব জিনিস খেলে অসুবিধা কম হয় মৈত্রী বজায় রাখতে। কারণ শাকপাতা তুললেও গাছ মরে না, আস্তে আস্তে নতুন পাতা গজায়। মূলের কিছু অংশ কেটে নিলেও গাছ মরে না। আর ধান গম ইত্যাদি তো নিজে থেকেই মরে যায় বীজ রেখে দিয়ে। সেই থেকে পরের বছর নতুন গাছ হয়। উদ্বৃত্তগুলো অনায়াসে খাওয়া যায়।
    তাই নিরামিষে রফা।
    (কিন্তু মাছ না ধরলে নৌকো চলতে পারবে না, মাছও ধরুন। প্রাণী বেড়ে গেলে ঘাস কমে যাবে, বিস্তর ঝামেলা, প্রাণীও খান। ঃ-) )
    যা পারেন সব খান। প্রেমের সঙ্গে, মৈত্রীর সঙ্গে, ভালোবাসার সঙ্গে খান। আমার পরাণ যাহা চায় তুমি তাই গো গাইতে গাইতে খান। ঃ-)
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০২:২৩452679
  • "বুদ্ধ ফুদ্ধের বাণীতে ঋদ্ধ হবার পরেও ভেতরে ভেতরে মাছ মাংস খাবার আছে শতগুণ।"

    তাতে অসুবিধে কিসের ?

    কেউ কোথাও বলেছে নাকি যে কেউ যদি মাছ মাংস না খান, তাঁর মাছ মাংসর স্বাদ গ্রহণ অবধি চলবে না? মানুষ ই তো রান্না করা নানা রকম করে বানায়, কেউ যদি তাদের লিমিটেশানের মধ্যে নতুন খাবার তৈরী করে আপনার আপত্তি তা ঠিক কোথায়?

  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০২:২১452678
  • সেই যে এক চার্চে ফাদার বলতেন, "তোমরা ভালো হবে, কারুর কিছু চুরি করবে না, কারুর কাছে কিছু চাইবে না, ভগবানের দয়ায় খেটে খাবে।" শুনে অনাথ আশ্রমের গুন্ডা কিছু ছেলে নিজেরা নিজেরা বলাবলি করে, "অত পোষায় না। খেটেই যদি খাবো, তাহলে ভগবানের দয়া আবার কীসের?" তারা একদিন সুযোগ বুঝে লম্বা দিল।
    ঃ-)
  • এম্পেরিক্যাল সায়েন্টিস্ট | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০২:২০452677
  • তবে এই এম্পেরিক্যাল সায়েন্টিস্ট টার্মটা ভারি পছন্দ হয়েছে। ধর্মের যা হয় হোক, বুদ্ধ যে এম্পেরিক্যাল সায়েন্টিস্ট ছিল - এইটে মানতেই হচ্ছে।

    যদি না মানেন তো বুঝব আপনারা সাইন্স মানেন না!

    বুদ্ধবাদ (কেবল মন ম্যানেজমেন্টের কথাটুকু হচ্ছে) সত্য কারণ উহা বিগ্গ্যান!

    যতই টার্মটা ভাবছি, চিন্তার নতুন দিগন্ত খুলে যাচ্ছে!
    হয়্ত ঐ এম্পিরিকাল সায়েন্সটা ছিল বলে ভারত থেকে উত্খাত হবার পরেও য়্যাদিন টিকে গেছে, আর এখন আরো তেজ পাচ্ছে!

    এই নিয়ে একটা পেপার লিখব। নাম হবে বুদ্ধবাদ ও ধুস্তুরী মায়া!
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০২:১২452676
  • আচ্ছা, এই যে মহাজনপদ ব্যব্স্থা---তার আগে কী ছিল? গাঁয়ে গাঁয়ে গাঁওবুড়া সিস্টেম? আর নগরে নগরে রাজা টাজা মন্ত্রী সান্ত্রী?
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০২:০৯452675
  • ওদিকে কালিদাসকে নিয়ে লেখা এক উপন্যাসে অথর বৌদ্ধদের ঝেড়ে ঝেড়ে একশা করেছেন। ক্ষপণক না কে একজন ছিল, সেই লোক তো বেতালভট্ট ফট্টকে নিয়ে নাকি রাজাকে শ্মশানে ফশানে ঘুরিয়ে একশা কান্ড।ক্ষপণক বৌদ্ধ, তারা নাকি অস্ত্র শস্ত্র নিয়ে বিশাল টেররিস্ট বাহিনি বানিয়ে তৈরী হচ্ছিল আসমুদ্রহিমাচল মহাযান প্রতিষ্ঠার জন্য। সময়মতন সান্ত্রীসেপাইরা এদের ধরে ফেল্লো। ঃ-)
  • লোভ | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০২:০৩452674
  • কি মুশকিল মাইরি!
    একবার বলেন সায়েন্টিষ্ট হলে ধম্মো করা যাবে না, শুধু কমুনিষ্টি করতে হবে, একবার বলেন, রিদ্ধ হলে মাল খাবে না! এতো সব কর্তে হলে তো গুরু করাই ছেড়ে দিতে হবে! সে কি ভালো হবে?
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০১:৫৯452673
  • আরে শীর্ষেন্দুবাবুর এক চরিত্র তো সেই ছানার ভিতর সেদ্ধ মুসুড্ডালের পুর দিয়ে তৈরী নিরামিষ ডিমের ডালনা দেখে রেগে চটে ক্ষেপে ব্যোম। বলে, "আরে আমিষের মতন দেখতে নিরামিষ খাবো আমি কোন দুঃখে? এ য্যানো ইয়ের সঙ্গে ইয়ে করা, ফুত্তিও পেলাম না, ছানাপোনাও হল না, মাঝখান থেকে মনের পাপ মনেই রয়ে গেল। ছি ছি, এইসব খাবার আমায় দেবেন্না।"
    ঃ-)
  • S | 2405:8100:8000:5ca1::b3:459a | ২০ আগস্ট ২০২০ ০১:৫৮452672
  • সবেতেই বাঙালীর ফেভারিট ঠাকুর রবিঠাকুর উপস্থিত।
  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০১:৪৯452671
  • *লোভ

  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০১:৪৯452670
  • তারপর নিরামিষ খাবার কত ভাল তাই নিয়ে দু কলি হল। এদিকে নিরামিষ খাবার বানায় আমিষের কপি করে। অর্থাৎ বুদ্ধ ফুদ্ধের বাণীতে ঋদ্ধ হবার পরেও ভেতরে ভেতরে মাছ মাংস খাবার আছে শতগুণ। অগত্যা মাছের মত ভেজ মাছ, ডিমের মত ভেজ ডিম। ভেগানদের জ্বালায় যেকোন খাবারে ভেজ শব্দটা থাকলেই গা গুলোয়।

  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০১:৩৮452669
  • প্রথমে তো ধর্ম টর্ম রাজাগজা স্পনসরশিপ এইসব ছিল। তারপরে খাবারদাবার, সোম যাগ যজ্ঞ, নাচগান ইত্যাদি---- তারপরে কী হল? ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০১:৩৭452668
  • কেউ সামারি দিন প্লীজ।
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০১:৩৬452667
  • লাখে লাখে পোস্ট পড়েছে!!!!!!!
    ঃ-)
  • সিএস | 2405:201:8803:be5f:49f2:c357:5fd5:c2e8 | ২০ আগস্ট ২০২০ ০১:০৭452666
  • অন্য মতটা হল, মানুষ বস্তুত হা*মি, অসহায় খুব একটা নয়, দশজন একজোট হলেই সঙ্ঘ থেকে ফেসবুক, সর্বত্র হেগে রেখে দেবে। বুদ্ধ থেকে জুকারবার্গ, সবাই এটা জানে, তাও সঙ্ঘ থেকে ভার্চুয়াল কমিউনিটি এসব বানিয়ে আর নিয়মনীতি তৈরী করে ঠেকনা দেওয়ার চেষ্টা করেছে। রবিবাবুও জানতেন, তাও যুগে যুগে দূত এসব বলে ভদ্র ভাষায় লিখে গেছেন যে মানুষে ভাল ভাল কথা শোনেনি।
  • এম্পেরিক্যাল সায়েন্টিস্ট | 151.197.225.87 | ২০ আগস্ট ২০২০ ০১:০৭452665
  • ধম্মোগুরু বলে এম্পিরিকাল সায়েন্টিস্ট হতে সমস্য্য কি? সায়েন্টিস্ট হলে রাজনৈতিক নেতা হতে পার্বে না? পার্বে না হতে ...
  • এলেবেলে | 202.142.71.197 | ২০ আগস্ট ২০২০ ০১:০৬452664
  • মনু যদি নারীকে বেদপাঠের অধিকার থেকে বঞ্চিত করে তবে হঠী বিদ্যালঙ্কারের আবির্ভাব কীভাবে হয় রঞ্জনবাবু?

    আড়াই হাজার বছর আগে বৌদ্ধধর্মের বিকাশ হচ্ছে প্রতিবাদী আন্দোলনের একটা হালকাপুলকা ধারা হিসেবে। তাহলে প্রতিবাদের আঙিনা থেকে নারীরা বাদ। শুধু শ্রমণ হওয়াতেই তাঁদের সার্থকতা?

  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০০:৫৪452663
  • ওফ, রঞ্জনদা ঠিক কমিউনিজম এনে ঢুকিয়েছেন। দেখুন কমিউনিস্টরা যত খুনোখুনি করেছে, তার দায় কমিউনিজমেরই। কমিউনিজমের থিয়োরিতেই গন্ডগোল আছে, নইলে বারবার ডিক্টেটর তৈরি হত না। সেরকমই ধর্মের নামে খুনোখুনি করলে ধর্মের দায় অবশ্যই থাকে। এবার ধর্ম আর ধর্মান্ধতা এক জিনিস নয় বলে আপনি তক্কো করতে পারেন। কিন্তু আমি আরো এক ধাপ পিছনে তক্কো করেছি। বুদ্ধর একটা প্রায় এম্পেরিক্যাল সায়েন্টিস্ট গোছের স্ট্যাটাস তৈরি হয়েছে। অথচ লোকটা স্রেফ আরেকটি ধর্মগুরু। বুদ্ধ নিজেই বলে গেছেন ওনার কথা শেষকথা নয় আর হজরত বলে গেছেন উনিই শেষকথা, এসবের আদৌ কোন অর্থ নেই। বুদ্ধকে সর্বত্র ভগবান হিসেবেই পুজো করে এবং বুদ্ধের মত অত বিরাট বিরাট মূর্তি যীশু ছাড়া অন্য কারোর বোধায় নেই। আর বাকী রইল রবীন্দ্রনাথের পদ্য। এত বাজে পদ্য জাস্ট ভাবা যায় না। আম্বানি আদানিরা হাত উল্টে দিল, ভিক্ষুণীকে বার খাইয়ে সমাজসেবায় নামানো হল। বুদ্ধ গ্যাঁট হয়ে বসে বসে দেখলেন। আর এই পড়ে বুদ্ধকে বাহবা দিতে হবে। আরে বলেছি তো আগেই, পকেটে পয়সা থাকলে জগতটা মায়া ভাবতে দিব্যি লাগে। পয়সা না থাকলেই বুদ্ধ হাওয়া। সব ধর্মই আসলে গাঁজা। বুদ্ধের দর্শন হচ্ছে মানুষকে অর্গানাইজ হতে না দেওয়া। এটা বললেই আবার কমিউনিজম ভাববেন না দয়া করে, যেকোন আন্দোলনেই লোক জড়ো করাটা প্রথম ধাপ।

  • S | 2405:8100:8000:5ca1::32:caca | ২০ আগস্ট ২০২০ ০০:৪৩452662
  • আমেরিকায় পেয়েছে ঠিক ১০০ বছর আগে। গতকাল সেন্টিনেরি ছিল।
  • রঞ্জন | 182.69.51.147 | ২০ আগস্ট ২০২০ ০০:৪০452661
  • @এলেবেলে।

                মরেচে! আড়াইহাজার বছর আগে বৌদ্ধসঙ্ঘে নারীদের স্থান! আজকের হিসেবে যথেষ্ট নয়। আরে আমেরিকা ইংল্যান্ড কানাডায় মেয়েরা ভোটাধিকার পেল কবে যেন?

    কিন্তু যদি অন্য ধর্মের সঙ্গে তুলনা করেন--ধরুন ব্রাহ্মণ্যধর্মের-- তাহলে বোলব বেটার। মনুর হিসেবে নারীর বেদপাঠে অধিকার নেই, কারণ কোন নারীর পৈতে হয়না ,সে দ্বিজ নয়। কিন্তু বৌদ্ধ সংঘে নারী ও পুরুষ শ্রমণকে আলাদা থাকতে হত অবাধ মেলামেশা নিষিদ্ধ ছিল, তবু  শাস্ত্রচর্চায় নারী ও পুরুষ শ্রমণের অধিকারে খুব তফাৎ ছিল বলে জানিনে। আমার ভুল হতে পারে। এবার আপনি শুধরে দিন ।

        আর 'ভালো' মন্দ' এই উপাধি গুলো আপেক্ষিক। আমি শুধু কি ছিল তাতে আগ্রহী।

  • নারীর স্থান | 151.197.225.87 | ২০ আগস্ট ২০২০ ০০:৩২452660
  • একটা যুক্তি বুদ্ধ দিয়েছিলেন - সুরক্ষা
    বনে বাদাড়ে নারীর সুরক্ষা, নারীশরীরের প্রয়োজনীয় যত্ন - এসব খুবই শক্ত।
    শেষ পর্যন্ত মেনেছিলেন সম্ভবত, যুক্তির মুখে পরে।
    তবে ছেলে-মেয়েদের আলাদা থাকার বিষয়ে কোন কম্প্রোমাইজ নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত