এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 2600:1005:b16b:dec6:e8dd:ecf:2022:e328 | ২০ আগস্ট ২০২০ ০৬:৫৯452719
  • না না আর এক্টু ধৈর্য্য ধরুন।
  • a | 27.33.203.172 | ২০ আগস্ট ২০২০ ০৬:৫০452718
  • ভাবছি বুদ্ধিস্ট হয়ে যাব
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৫:৫৯452717
  • সুপারপোজিশন অব অল দীজ অ্যান্ড মেনি আদার্স। আল্টিমেটলি "আদার ব্যাপারীদের জাহাজের খবর বিষয়ে আলোচনা"
    ঃ-)
  • আলুচানা | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০৫:৫৫452716
  • এই আলোচনাটা ঠিক কোন বিষয়ের চলছে - কম্প্যারেটিভ রিলিজিয়ান, ইনটার্ন্যাশানাল রিলেশানশিপ না পলিটিকাল সায়েন্স?
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৫:২৪452715
  • এইবারে পেয়েছি। রাজারা যুদ্ধ কী করে পরিচালনা করতেন, তার উত্তর। ঃ-)
    সম্ভবতঃ এইরকমঃ
    "নির্বিকার হয়ে যুদ্ধ করুন, দুঃখে অনুদ্বিঘ্ন ও সুখে বিগতস্পৃত হয়ে। মেরে ধরে সব নিকেশ করে দিন। নিজেরাও অনেক নিকেশ হয়ে যাবেন। যারা বাকী থাকবেন, তাঁরা সব সাফসুতরো করুন, সব রক্তের দাগ ধুয়ে মুছে ফেলুন। তারপরে গভীর শান্তির ও সৌহার্দ্রের সঙ্গে সুখেশান্তিতে বসবাস করুন ও চক্র মুক্তির সাধনা করে চলুন।"
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৫:১৫452714
  • "যে থেরবাদীরা রক্তগঙ্গা বইয়েচে তারা বুদ্ধিস্ট নয় এসব , চিন্তা করে দেখবেন ,এসব আব্রাহামিক আত্মপ্রবঞ্চনা"

    শুধু আত্মপ্রবঞ্চনাই নয়, এ কথাটার বস্তুত  কোনো মানেই হয়  না । বৌদ্ধধর্ম মানলে রক্তগঙ্গা বয়ান নিষেধ, তার মানে এই নয়  যে কোন  বৌদ্ধ যদি   রক্তগঙ্গা বইয়ে থাকে  সে  বৌদ্ধ নয় । আবার  এও  নয় যে এই  কাজ করতে তাকে বৌদ্ধধর্ম প্রশ্রয় দিয়েছে।  

  • একক | ২০ আগস্ট ২০২০ ০৫:০৩452713
  • আর , "গুড মুসলিম ব্যাড মুসলিম " টাইপ লজিক থেকে দূরে দূরে থাকা ভালো | যে থেরবাদীরা রক্তগঙ্গা বইয়েচে তারা বুদ্ধিস্ট নয় এসব , চিন্তা করে দেখবেন ,এসব আব্রাহামিক আত্মপ্রবঞ্চনা | ইটস আ ডিফারেন্ট মডেল জেখানে "গার্বেজ কালেকশন " সিস্টেমটা এর নিজের মতো করে | ব্যাস | আব্রাহামিক মরালিটি থেকে না বেরোলে বুদ্ধিজমের "সা চাতুরী " কে ধরা মুশকিল , জাস্টিফাই করে কালক্ষয় হবে |
  • একক | ২০ আগস্ট ২০২০ ০৪:৫৮452712
  • যায় | নিষ্ঠুরতাকে প্রশ্রয় না দিলেই যায় | ওই দেখুন মোনাস্ট্রিতে বুদ্ধের পাশে কে বসে? খুনখার যোদ্ধা !! তাকে ব্যাড বুদ্ধিস্ট বলে দেবে এক কথায় এরকম কোন বুদ্ধিস্ট স্কুল আছে ? তাহলে কি গুয়ের এপিঠ - ওপিঠ ? না :))

    থংকা চিত্র দেখুন টাইমলাইন ধরে ধরে , বুঝবেন : যে বাঘ রক্তমুখ নিয়ে আক্রমণে উদ্যত , সেই বাঘ সাম্ৰাজ্য স্টেবল কন্ডিশনে এসে যাওয়ার পর, স্থিতধী শান্ত রক্ষক স্বরূপ | বিষটা নিয়ে নিয়েছে ব্যাটা | যুগের পর যুগ খুন কা বদলা খুন হয়ে ছড়ায় নি | প্রায়োগিক হিংসার পরিমণ্ডল চিরস্থায়ী হয়ে নেই |

    শান্তিসেনা নাবিয়ে সাফ করে তারপর ইউনিসেফের শিশু বিদ্যালয় :)) :) থট মডেল টা আলাদা | এবং অনেক আধুনিক |
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৪:৫৫452711
  • অনেকদিন ধরেই এটা জিজ্ঞেস করবো ভাবি। এখানে অনেকেই হয়তো এই ব্যাপারে বলতে পারবেন।
    আচ্ছা,
    "ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ
    তেন ত্যক্তেন ভুঞ্জীথাঃ মা গৃধঃ কস্যসিদ্ধনং"

    ঈশোপনিষদের এই শ্লোকটার সঙ্গে মুসলমানদের নমাজের সঙ্গে উচ্চারিত দোয়ার নাকি মিল আছে? দোয়াটা কী? মূল ভাষায় ও ইংরেজী অনুবাদে কেউ দিতে পারেন?
    আগাম ধন্যবাদ।
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৪:৫৩452710
  • ঠিক  আছে,"ঠিক মতো মানলে " কথাটা বাদ  দিন ।

    বৌদ্ধধর্মে নিষেধ ।

    এবার চলবে? 

    রাষ্ট্রক্ষমতা   দেশের মানুষকে  খুন জখম  না করেই "চালাতে হয়" । 

  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০৪:৪৮452709
  • ঠিক মতো মানলে? অর্থাৎ মারলে বোঝা যাবে "ঠিক মতো " মানে নি! যাকগে, এসব গোল গোল যুক্তি দিতে থাকুন। এইসব যুক্তি দেবার ব্যাপারে ভক্তদের মধ্যে একটা বেশ সর্বধর্মসমন্বয় দেখা যায়। কাটি। :-)

  • প্রাণে মারা তো দূরস্থান | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০৪:৪৬452708
  • রাষ্ট্রক্ষমতা কি ওভাবে চালানো যায়?
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৪:৩৮452707
  • "আমার শুনে মনে হল একজন বুদ্ধিস্টের কাছে লোক লাগিয়ে মারাটা একজন নন-বুদ্ধিস্টের তুলনায় সহজ। তার ধর্ম তাকে সাহায্য করবে।"

    আজ্ঞে না, ঠিক মতো মানলে  ধর্ম তাকে ব্লক করবে কারণ বৌদ্ধধর্মে  কাউকে কোনোভাবে আঘাত করাই  নিষেধ , প্রাণে মারা তো দূরস্থান ।  বোধসত্ত্বের পাঁচটি শপথের মধ্যে  ঐটেই প্রথম শপথ, কাউকে আঘাত করা চলবে না, কায়মনোবাক্যে । অষ্টাঙ্গমার্গের তৃতীয় মার্গটিও ওই একই কথা বলে, সম্মা বাক (সম্যক বাগ্বিধি)  , অপ্রয়োজনীয় কটু কথা, লোকের পেছনে কথা বলা, এ সব "চলিবে নাই" , :-)

    কাজেই আপনার আগের কোন একটা পোস্টে লিখেছিলেন বৌদ্ধ রাষ্ট্রনেতা মশা না মারুন নিউক্লিয়ার বোম্ব চালাবেন, সে সব ও হবে না, অন্তত ধর্মের বাধা আছে । 

  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০৪:২৭452706
  • নাঃ। আমার শুনে মনে হল একজন বুদ্ধিস্টের কাছে লোক লাগিয়ে মারাটা একজন নন-বুদ্ধিস্টের তুলনায় সহজ। তার ধর্ম তাকে সাহায্য করবে। অন্য যেকোন ধর্মের মতই।

  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৪:১৪452705
  • ব্যক্তিগতভাবে এটা আমারও মনে হয়। আমার খাওয়া, আমার পরা, আমার সাজগোজ, নাচগান, গয়নাপাতি, বাগান, ঘোরাঘুরি ইত্যাদি প্রভৃতি যতক্ষণ না অন্য কারুর প্র‌্যাকটিকালি ক্ষতিসাধন করছে, ততক্ষণ আমার স্বাধীনতা অটুট। এখন আমার সন্ধ্যেবেলা অ্যাম্প্লিফায়ার লাগিয়ে গানচর্চা যদি পাশের কারুর ক্ষতি করে, সে যদি বলে তার পড়াশোনায় ডিস্টার্বেন্স হচ্ছে, তাহলে স্বাধীনতা নেই আর। অ্যাপ্লিফায়ার অফ করে দিতে হবে, বা সাউন্ডপ্রুফ ঘরে গানচর্চা করতে হবে।
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৪:০৭452704
  • "তাঁর ব্যক্তিগত বিশ্বাসের বা স্বাধীনতার  একটা জায়গা থাকবে না? " বোঝা গেছে!"

    সে লোকটির ব্যক্তিগত বিশ্বাস হয়তো র্যাশনাল নয়, তাহলেও এইটেই  তাঁর বিশ্বাস, সেই জায়গা থেকে তিনি কোনো খাবার খাবেন বা খাবেন না, কোনো আচরণ করবেন বা করবেন না ঠিক করেছেন। এইটুকু ছাড়পত্র তো মানুষকে দিতেই হবে । 

  • একক | 103.124.165.183 | ২০ আগস্ট ২০২০ ০৪:০৫452703
  • তবে আমার পড়াশোনা সীমিত।  বুদ্ধিজম যতটুকু জেনেছি সেটা প্র‍্যাক্টিসনার দের থেকে শুনে, লামাদের সংগে কথা বলে। 

    এসব ভালো - মন্দ - পাপ - পুন্য এসব নিয়ে দে আর লিস্ট বদারড।  পসচিমীরা বুদ্ধিজমের কন্সেপ্ট এ সাদা - কালো গুড কারমা - ব্যাড কারমা এসবকে জনপ্রিয় করেচে।  আমি পারোর এক লামাকে জিগানোয় বলেছিলেন হো হো হেসে ঃ কার্মা ইজ ব্যাড!   রান রান, এর থেকে বেরতে হবে,  এর আবার গুড ব্যাড কী!!      আমি এভাবেই জানি।        

  • একক | 103.124.165.183 | ২০ আগস্ট ২০২০ ০৩:৫৭452702
  • না,  অন্যে মানে যে কাটচে তার মরাল ইন্টিগ্রিটি তার কাছে।  কোন অসুবিধা নেই। 

     আর ওই " এক্সট্রাপলেশনের " ধারনা টাই এব্রাহামিক মরালিটি ত ঃঃ)))) ওইরকম এক্সট্রাপলেসন করেই ভীগান রা কেঁদে বেড়ায় লোকে কেন বিলাইদের পুষচে এদিকে কুঁকড়োদের ধরে খাচ্চে ঃঃ))) 

     ওইটা প্রাগম্যাটিক মডেলের চোখে মীনিংলেস। কারন সবার ঝুঁটি " একটা জায়গায়" বাঁধা নেই,  কাজেই সব ফাইল একি আপিসের টেবিলে গিয়ে ওঠে এমন ও নয়।  আপ্নি যদি আমার ম্রিত্যু চান ত লোক লাগিয়ে কেন,  নিজেও মারতে পারেন,  শুধু সেই ম্রিত্যুর থেকে যে হিংসার বাইপ্রোডাক্ট তইরি হচ্চে তা যেন কাওকে স্পর্শ না করে। 

    ম্রিত্যু হিংসা নয়।  ম্রিত্যু একটা ঘটনা মাত্র।  ম্রিত্যুর বাইপ্রোডাক্ট হল হিংসার পরিবেশ, সেই বিষকে  ধারণ  করে নেওয়ার খমতা যদি থাকে ত মারুন।           

  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০৩:৪৫452701
  • একক, যে ছাগল কাটবে, তার অ্যাটাচমেন্টের কি হবে? অন্য কেউ বধ করলে অসুবিধে নেই? অর্থাৎ এক্সট্রাপোলেট করলে একজন বৌদ্ধ রাষ্ট্রনেতা নিজে হাতে একটা মশাও মারবে না কিন্তু নিউক্লিয়ার ওয়েপন প্রয়োগের আদেশ দিতেই পারে। এতে তার অহিংস নীতি কোথাও ভায়োলেট হচ্ছে না, তাই না?

    অরিন,  "কোন হিন্দু যদি গোমাংস না খেতে চান, খাবেন না, তিনি যদি বলেন যে "আমি হিন্দু তাই  খাচ্ছি না", এর মধ্যে গোঁড়ামির  কি হলো? তাঁর ব্যক্তিগত বিশ্বাসের বা স্বাধীনতার  একটা জায়গা থাকবে না? " বোঝা গেছে!

  • lcm | 2600:1700:4540:5210:35d8:fa9:7ec0:1dcb | ২০ আগস্ট ২০২০ ০৩:৪৩452700
  • হিন্দুরা যে গরুর মাংস খায় না, সেটা যতটা না ধার্মিক কারণে, তার থেকে বেশি সামাজিক এবং অন্যান্য কারণে। গরু হিন্দুদের পরিবারে গৃহপালিত প্রাণীর মতন, যেমন, বাড়ির পোষা কুকুর বা বেড়াল - তাদের হত্যা করে খেতে মন চায় না। তাছাড়া গরুর ব্যবহারিক উপকারিতা খুবই বেশি - চাষের কাজে (হাল) লাগে, পরিবহনে (গোরুর গাড়ি)। মোটামুটি একই কারণে, পশ্চিমের লোকে ঘোড়ার মাংস খেত না।
  • এহ | 103.124.165.183 | ২০ আগস্ট ২০২০ ০৩:৩৯452699
  • এহ,  এখেনে আবার কেও ভীগান থাগলে পেছন ফুলে সাঁতরাগাছির ওল হবে ঃঃ(( 

  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৩:৩৮452698
  • "কার ক্ষেত্রে কতটা প্রায়োগিক সেটাও সে নিজের মতো করে ঠিক করবে | যে ছাগল খায় তাকে গিয়ে : ছাগল যদি খাও তো কুকুর টাকেও খাও না কেন বলা গান্ডুমি , কারণ ওরকম কোনো চূড়ান্ত আব্রাহামিক মোরাল ইন্টিগ্রিটির দায় কারো নেই , পাপ -পুন্যকাতর জনতা ছাড়া , আমার এটাচমেন্ট যে লেভেলে গিয়ে করাপ্টেড হয় সেটাই আমার সীমা . ব্যাস | কাজেই আমি সেই প্রায়োগিক নিষ্ঠুরতা থেকে দূরে থাকবো | কসাইখানা এলেও করবো না দরকার বুঝলে | এবং মাংস ও এনে খাব উদরপূর্তির জন্যে | "

    দারুন লিখেছেন । 

  • একক | ২০ আগস্ট ২০২০ ০৩:৩২452697
  • যেটুকু দেখেছি ; ওরা নিষ্ঠুরতার প্রায়োগিক সংস্কৃতিকে যতটা সম্ভব দূরে রাখতে চায় | এর মানে মাছ -মাংস খাওয়া বারণ নয় | যে কারণে আমি চাইনা খোলাখুলি মুরগি ছাগল কাটা হোক সেই কারণে | এবার দেখবেন কিছু গান্ডু ভিগান আছে যারা যুক্তি দেয় খেতে পারলে দেখতে কী দোষ ?

    এদের বোঝানো মুশকিল, ব্যাপারটা আদৌ দোষ গুণের ই নয় | কাওকে মারা কোনো পাপ ফাপ বলেও নয় | ওরা
    নিজেরাই ভেতরে ভেতরে পাপ -পুণ্যে বিশ্বাসী বলে সেই এঙ্গেলে গিয়ে মোরাল ইন্টিগ্রিটি খোঁজে | ব্যাপারটা আসলে প্রায়োগিক সংস্কৃতির ,যে আমার জাগতিক এটাচমেন্টের জয়গাগুলোতে প্রকাশ্যে হত্যা প্র্যাকটিস চললে আস্তে আস্তে এটাচমেন্ট কেটে গিয়ে সমাজে ব্যালান্স নষ্ট হবে , অপরাধ বাড়বে , কম বয়েসীদের ওপর প্রভাব তো আছেই |

    কার ক্ষেত্রে কতটা প্রায়োগিক সেটাও সে নিজের মতো করে ঠিক করবে | যে ছাগল খায় তাকে গিয়ে : ছাগল যদি খাও তো কুকুর টাকেও খাও না কেন বলা গান্ডুমি , কারণ ওরকম কোনো চূড়ান্ত আব্রাহামিক মোরাল ইন্টিগ্রিটির দায় কারো নেই , পাপ -পুন্যকাতর জনতা ছাড়া , আমার এটাচমেন্ট যে লেভেলে গিয়ে করাপ্টেড হয় সেটাই আমার সীমা . ব্যাস | কাজেই আমি সেই প্রায়োগিক নিষ্ঠুরতা থেকে দূরে থাকবো | কসাইখানা এলেও করবো না দরকার বুঝলে | এবং মাংস ও এনে খাব উদরপূর্তির জন্যে | খুবই প্র্যাগম্যাটিক আধুনিক চিন্তা বলে মনে হয়েছে আমার এটা | পাপ -পুন্য -স্বর্গ-মর্ত্য বাদীরা ছাড়া কেও এটাকে "ভণ্ডামি " ভেবে আত্মতুষ্টি পাবে না | একচুয়ালি পরকালবাদীদের মেকি মোরাল ইন্টিগ্রিটির ধারণাকে নস্যাৎ করাই উদ্দেশ্য এবং সেদিক দিয়ে বেশ সফল |
  • অরিন | ২০ আগস্ট ২০২০ ০৩:৩২452696
  • "সেটাকে নাকি গোঁড়ামি বলা যাবে না!"

    যাক  আপনি যে হাসেন জেনে ভালো লাগলো, সারাক্ষন যে রেটে বুদ্ধ ওর বৌদ্ধধর্মের ওপর চোটে আছেন। 

     না,কোন হিন্দু যদি গোমাংস না খেতে চান, খাবেন না, তিনি যদি বলেন যে "আমি হিন্দু তাই  খাচ্ছি না", এর মধ্যে গোঁড়ামির  কি হলো? তাঁর ব্যক্তিগত বিশ্বাসের বা স্বাধীনতার  একটা জায়গা থাকবে না? 

  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৩:৩০452695
  • এই গরুর মাংস শুয়োরের মাংস খাওয়া বা না খাওয়া--এইসব যতদিন যার যার মতন ছিল, বেশ ছিল। যেই না উদ্দেশ্যমূলক ঢাক পেটানো আর পারস্পরিক গালাগাল শুরু হল, অমনি লাগ লাগ নারদ নারদ শুরু হয়ে গেল।
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৩:২৬452694
  • ইচ্ছে করলেও অনেক কাজ আমরা করিনা। হয় পারি না,করার সামর্থ্য নেই, নাহয় বৃহত্তর স্বার্থে(সমাজ, আইন হ্যানো ত্যানো বহুকিছু কারণ থাকতে পারে) নিজেদের দমন করি। সবই পরিস্থিতি নির্ভর। ভন্ডামির কোনো প্রশ্ন তো নেই।
    হ্যাঁ, এটা নিয়ে উদ্দেশ্যমূলক ঢাক পেটানো হতে থাকলে, তবে প্রশ্ন উঠবে।
  • ইয়ে | 194.28.84.109 | ২০ আগস্ট ২০২০ ০৩:২৪452693
  • হাসালেন মশাই! হিন্দুরাও স্বেচ্ছায় গোরুর মাংস খায় না। এগজ্যাক্টলি কোথায় কে নিষেধ করেছে বেশিরভাগই হিন্দুই তার খোঁজ রাখে না। কিন্তু খায় না। সেটাকে নাকি গোঁড়ামি বলা যাবে না!

  • ভয় | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০৩:২০452692
  • মেনে নিলাম - ভয়।

    তো, ধরুন মাথা টাল খেয়ে যাবে এই ভয়ে কিছু কাজ না করলে (এই যেমন ফিস ফ্রাই খাওয়া) ভন্ড হই ক্যামনে?
  • Atoz | 151.141.85.8 | ২০ আগস্ট ২০২০ ০৩:১৭452691
  • আরে সেই যে কোনো একজন যদি অ্যাঞ্জেলিনা জোলি হয়, তাহলে জোলিকেও তো প্রেমে পড়তে হবে আপনার! নইলে মেরে বৃন্দাবন দেখিয়ে দেবে।
  • বৃন্দাবন | 165.225.8.85 | ২০ আগস্ট ২০২০ ০৩:১৫452690
  • আচ্ছা, কোশ্চেনটা রিফর্ম্যাট করি।
    অনেকের সাথে একসঙ্গে নয়, যে কোন একজনের সাথে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত