এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২০ আগস্ট ২০২০ ২২:৪৬452779
  • ধুর, এত কিছু লিখলাম, উড়ে গেল। এই পেজ রিফ্রেশ হয়ে যাওয়া মহা ঝামেলার। অটো সেভ থাকা উচিত।

  • aranya | 162.115.44.104 | ২০ আগস্ট ২০২০ ২১:১৪452778
  • বিজেপি কিছুটা ডেসপারেট মনে হয়, বাংলায় তেমন কোন নেতা নেই
    সৌরভ হয়ত ২০২৬-এ ভেবে দেখতেও পারে, এখন আইসিসি প্রেসিডেন্ট হওয়াই লক্ষ্য
  • avi | 2409:4061:2d84:bde5:d53c:26fa:38b6:374f | ২০ আগস্ট ২০২০ ২১:১৩452777
  • Sm, নাহ আমি হালকাভাবে নিই নি। তবে আমার চারপাশে এই জিনিস খুব দেখছি। যেটা দেখছি, লোকজন তিন চারবার পরীক্ষা করিয়েছে হয়তো বিভিন্ন সময়ের ব্যবধানে হাই রিস্ক জোনে থাকার কারণে (পেশাগত), কিন্তু কোনো কিছুতেই সিগনিফিক্যান্ট কিছু না মেলায় ইদানিং আর পরীক্ষা করাতে চাইছে না।

  • aranya | 162.115.44.104 | ২০ আগস্ট ২০২০ ২১:০৯452776
  • ক্রোমে লিখচি
  • r2h | 73.106.235.66 | ২০ আগস্ট ২০২০ ২১:০৮452775
  • ওহ সরি, ওটাই লিখেছো। আমার কাজ করলো, কি কান্ড।

  • r2h | 73.106.235.66 | ২০ আগস্ট ২০২০ ২১:০৭452774
  • অ্যা ayA লেখো অরণ্যদা।
  • aranya | 162.115.44.104 | ২০ আগস্ট ২০২০ ২১:০১452773
  • ayA গুরু লেআউটে আগে কাজ করত, এখন করছে না
    অআ হয়ে যাচ্ছে
  • sm | 2402:3a80:a0e:b0cd:0:b:a227:4001 | ২০ আগস্ট ২০২০ ২০:৪২452771
  • অভি,আপনি চিকিৎসক মানুষ। কোভিড কে হালকা ভাবে নেবেন না।
    আমার ব্যক্তিগত মত হলো,যেকোন ব্যক্তির ই খুব মাইনর সিম্পটমস হলেই ;আর টি পি সী আর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেওয়া উচিত।তিন থেকে চার সপ্তাহ পর অ্যান্টিবডি টেস্ট।যদি আই জি জি পজিটিভ আসে,একটু নিরাপদ ভাবতে পারেন।কিন্তু প্রিকশনস জারী রাখুন।
    হইরিস্ক প্রফেশন এর লোকজন বা হাইরিস্ক এরিয়া তে বসবাস কারি লোকজন ,সরাসরি অ্যান্টিবডি টেস্ট করান। এক্ষেত্রেও আই জিজি পজিটিভ হলে,নিজেকে একটু নিরাপদ ভাবুন।কিন্তু সমস্ত প্রিকশনস জারী রাখুন।যতক্ষণ না মার্কেটে কার্যকরী ভ্যাকসিন আসছে। ভাইরাস আপনার বন্ধু মোটেই নয়।
  • avi | 2409:4061:2d84:bde5:d53c:26fa:38b6:374f | ২০ আগস্ট ২০২০ ২০:২৯452770
  • "আমরা সবাই এখন আর করিয়ে আর কী হবে মোডে চলে গেছি" - এইটে আমাদের ক্ষেত্রেও খেটে যাচ্ছে এখন।

  • sm | 2402:3a80:a0e:b0cd:0:b:a227:4001 | ২০ আগস্ট ২০২০ ২০:২৭452769
  • অ্যান্টিবডি টেস্ট নিয়ে আই সি এম আর এর গাইড লাইন টি ঠিক কি?
    জনতা নিজে কিট কিনে,বাড়িতে দেখে নিতে পারবে?
  • সিএস | 2405:201:8803:be5f:f54f:2a69:441:eed0 | ২০ আগস্ট ২০২০ ২০:২৫452768
  • রাকৃমি দিয়ে ayAপীল করা হবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য।
  • aranya | 162.115.44.104 | ২০ আগস্ট ২০২০ ২০:১৩452767
  • রাকৃমি-র বিজেপি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেটের নাম দেবাশিষ চক্রবর্তী
    কোন খবরের লিঙ্ক পেলে দেব

    @সিএস, যোগীর মডেল বঙ্গে - গেরুয়া, রাকৃমি - এসব লোক টানবে + উচ্চ শিক্ষিত - ইন্টালেকচুয়াল অয়াপিল

    অ-এ য-ফলা কি ভাবে দেয়?
  • π | ২০ আগস্ট ২০২০ ২০:০৫452766
  • আন্টিবডি টেসটে কত ফলস পজিটিভ? আকাদা কি কিটের স্পেসিফিকেশন, ভ্যালিডেশন রেজাল্ট সব দেখে বললে?

    রাপিড আন্টিজেন টেস্টে প্রচুর ( ~৫০-৬০%) ফলস নেগেটিভ।
  • aka | 162.44.245.32 | ২০ আগস্ট ২০২০ ১৯:৫২452765
  • মনে রাখবেন অ্যান্টিবডি টেস্ট প্রচূর ফলস পজিটিভ দেয়। নিজেকে সুরক্ষিত রাখুন, অন্যদের সুরক্ষিত রাখতে সাহায্য করুন।
  • PT | 115.187.44.217 | ২০ আগস্ট ২০২০ ১৯:৩৬452764
  • নরম হু?
    "The World Health Organization’s Europe office says it has begun discussions with Russia to try to get more information about the coronavirus vaccine that Russia approved last week before the shot had passed the advanced trials normally required to prove it works.

    Catherine Smallwood, a senior emergency official at WHO Europe, said “this concern that we have around safety and efficacy is not specifically for the Russia vaccine, it’s for all of the vaccines under development.”
    https://www.apnews.com/2bd30973eefa60e1f06ca4eb6568ff98
  • | ২০ আগস্ট ২০২০ ১৯:২৪452763
  • এইরে! সাবধানে থাকো। হঠাৎ করে লোকজনের সিরিয়াস হয়ে যাচ্ছে।

    কি জানি পুণের কথা কাগজে দেখিনি। তবে হতেই পারে, লোকে বিন্দাস মাস্ক পরে সবকিছুই করছে।
  • পা ই | 14.139.221.129 | ২০ আগস্ট ২০২০ ১৯:১৫452762
  • দমদি, খবর পেলাম তোমাদের পুণের তো আরো ভাল খবর । ৫০% এর আন্টিবডি এসে গেছে।

    আমাদের অফিসে অর্ধেক পজিটিভ। যারই টেস্ট হচ্ছে, সিম্পটম থাক কি না থাক , মোটামুটি পজিটিভ বেরচ্ছে। আমরা সব ক্লোজ কন্টাক্ট। আমরা সবাই এখন আর করিয়ে আর কী হবে মোডে চলে গেছি, আমাদের থেকে আর নতুন করে কারুর এক্সপোজারও হবার নেই। এখন মনে হচ্ছে হয়ে গেলে বেঁচে যাই। অন্তত কিছুদিনের জন্য হলেও মুক্তির সার্টিফিকেট। ফিল্ডপত্তরে ঘুরতে পারব।
    আমার কিছু সিম্পটমও এসেছে, মোটামুটি নিশ্চিত হয়েই গেছে। দু হপ্তা বাদে আন্টিজেন আর আন্টিবডি দুটো টেস্টই করিয়ে নেব, নেগেটিভ , পজিটিভ যাই আসে, তাই নিয়ে বেরতে পারব আশা করি।
  • হু হু বাবা | 2a0b:f4c2:2::1 | ২০ আগস্ট ২০২০ ১৪:৩৬452759
  • রাকৃমির ওই সন্নেসির নাম কৃপাকরানন্দ। রাকৃমি থেকে আর বোধয় সন্ন্এসি নিজেও খবর খারিজ করেচেন। এই সবই দিশি খবরের কাগজে বেরিয়েছিল।
    জলধরবাবুরা নেটিব খবরের কাগজ পড়েন না কেবল হোয়্যাটস্যাপ দেখেন তাই জানেন না।

    এগিয়ে থাকা আবাপই যেখানে হিন্দু পরিষদ এর গ্রুপ ম্যানেজ ক্রচে সেখানে আর রাকৃমি নামলেই বা দোষ কি?

  • :|: | 174.254.195.47 | ২০ আগস্ট ২০২০ ১৩:২২452758
  • অমিতবাবু, ১২টা১৩, যতক্ষণ না প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ কিছুই ধরে নেওয়া যায় না। ৩২ বছর আয়ুষ্কালে তিনি আপন প্রতিভা বলেই যা কিছু করেছিলেন, কারণ শেষের দিকে যখন চালুক্যরা ক্ষমতায় তখন আদি শঙ্করের সব কাজই প্রায় শেষ এবং তিনি তখন হিমালয়ের পথে।

    তাছাড়া বোধহয় আপনার চোখ এড়িয়ে গেছে, বিবাবু লিখেছিলেন সব ধর্মগুরুরা রাজানুগ্রহে চলেছিলেন এমন না। যীশুকেই রাজা মেরে ফেলতে চেয়েছিলেন আর আসামের শঙ্করদেবও পলিট্ক্স ছাড়াই তাঁর ধর্ম আন্দোলন এগিয়ে নিয়ে গেছিলেন।

    আর, আদি শঙ্করাচার্যের প্রতিভা? প্রকৃতিতে এমন হয় জানেন! সাধারণ থেকে হঠাৎ একটা অসাধারণে ট্রানসিশান। মানুষের ক্ষেত্রে তো বটেই, এমনকি দেহের বাইরে প্রাণহীন ভাইরাসের ক্ষেত্রেও। দেখুন আমাদের এই এখনকার কোভিড কালটাকে। আরও শ‘খানেক ভাইরাসের আচার্ব্যবহার জানি আমরা কিন্তু হঠাৎ করে এসে এ যেন গোটা বিশ্বকে নাড়িয়ে দিলো। যা দেখি তাই দিয়ে এর বিচার চলে না, কারণ আমাদের দেখা বোঝার বাইরের জগৎটা, জেনে ফেলা জগতের চেয়ে অনেক, অনেক বড়।

    সেই জন্য সকলকে এক ফর্মুলায় ফেল্লে নিজেকেই ঠকতে হবে। তার চেয়েও বেশী, ভুল বলে লোককে ঠকানো হবে, আদতে যেটার বিরোধীতা করার জন্য কীবোর্ডটা টেনে নেওয়া হয়েছিলো।
  • অরিন | 161.65.237.26 | ২০ আগস্ট ২০২০ ১৩:১৯452757
  • রঞ্জনবাবু, আপনার মতন সত্যিকারের একজন বিনয়ী ও খোলামনের মানুষের সঙ্গে গুরুচণ্ডালীর সূত্রে আলাপ হয়ে খুব ভাল লাগল। মনটা ভাল করে দিলেন!

  • রঞ্জন | 122.176.190.61 | ২০ আগস্ট ২০২০ ১২:৪৭452756
  • @সম্বিৎ,

                      কেমন মনে হচ্ছে  প্রাচীন এথেন্সের গণতন্ত্র অমনই ছিল। গণতন্ত্র শুধু প্যাট্রিশিয়ানদের জন্যে , প্লেবিয়ান নয়,  দাসদের প্রশ্নই নেই। আজকের অর্থে এদের গণতন্ত্র ও রিপাব্লিক বলা কঠিন।

    ওল্ডেনবার্গও দেখিয়েছেন পালিয়ে আসা দাসদের সঙ্ঘে জায়গা দেয়া হতনা। প্র্যাক্টিক্যাল লাইফের প্রেসার অনেক কম্প্রোমাইজ করিয়েছিল। 

      @অরিন,

                    আমার পড়ার কথা তুলে লজ্জা দেবেন না। ১৮ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে দুই বুকে টিবি নিয়ে মাথা নুইয়ে বাবার কাছে ভিলাইয়ে ফিরে বিছানায় শুলাম। সারতে দু'বছর লেগেছিল। ছ'বছরের ছোটদের সঙ্গে আবার কলেজে ভর্তি হলাম। ছত্তিসগড়ের গাঁয়ে আজীবন চাকরি করলাম। না ভাল লাইব্রেরির সঙ্গে যোগাযোগ, না বই কেনার পয়সা , না তেমন বন্ধুদের সঙ্গ যাদের সঙ্গে এসব নিয়ে তক্কো করা যায়। ফলে ভারি কমপ্লেক্সে ভুগি।

    এখন রিটায়ারের পর প্রাণপণে পড়ে এতদিনের খিদে মিটিয়ে নিচ্ছি। কোলকাতার অনুষ্টুপ প্রকাশনের কর্ণধারের কথায় " রনে দেকার্তঃ জীবন ও দর্শন" বলে একটি প্রাথমিক স্তরের  চটি বই লিখতে হয়েছিল দু'বছর আগের বইমেলায়। সেসময় হিউম ( টাবুলা রসা ইত্যাদি) এবং লাইবনিজ খানিকটা পড়েছিলাম। তার বেশি কিছুই জানিনে। আমার ব্যক্তিগত পছন্দ পূর্বমীমাংসা স্কুলের কুমারিল ভট্টের নিরীশ্বরবাদ-- যাকে আজকাল কেউ পোঁছে না।

    আপনার পাঠানো লেখাটি ডাউনলোড করে আলাদা ফাইল বানিয়ে পড়ছি।

  • Amit | 203.0.3.2 | ২০ আগস্ট ২০২০ ১২:১৩452755
  • :|: - বাবু, আপনি আমাকে শিক্ষিত ভেবেছেন দেখে যারপরনাই লজ্জিত হলুম. এক্কেবারে নয়, আমি অতি নচ্ছার গোত্রের মানুষ, প্রাণী বলাই ভালো. এখানে আসি জাস্ট ভাট মারতে আর আড্ডা দিতে, সেরকম পড়াশোনা এক্কেবারে ই করিনা, বেশির ভাগ ই হাওয়াতে ভাসিয়ে কেটে পড়ি.

    তবে কথামৃত অনেকটাই পড়েছি, তবে প্রায় 15 বছর আগে দেশে থাকতে, একুনে হার্ড কপি সঙ্গে নেই, পাওয়ার উপায়ও নেই. লেখকের নামটা একটু গুলিয়ে গেছিলো, দ কে ধন্যবাদ আমার ছড়ানোটা ম্যানেজ দেওয়ার জন্যে.

    দ্যাখেন আদি শঙ্করাচার্য সম্মন্ধে আমি যেটুকু পড়েছি বহু আগে, (বইয়ের নাম জিগাবেন না দয়া করে , আবার ছড়িয়ে ফেলবো), তাতে এটুকু মনে হয়েছে, এনার জন্ম -মৃত্যু র সময় নিয়ে বিতর্ক আছে তিন বা চারটি সময়কালে র মধ্যে - সেটা 700 AD থেকে 950 AD র মধ্যে যেকোনো সময় হতে পারে. এই 200-250 বছর সময়কালে তিনি মাত্তর 32-33 বছর বেঁচে ছিলেন. মোটামুটি ওনার সময়টা ধরা হয় ইন্ডিয়াতে হিন্দু ধর্মের রেভিভ্যাল আর বৌদ্ধ ধর্মের ডিক্লাইনে র ট্রানজিশন হিসেবে.

    এবার যদি এই টাইম লাইনের শেষের দিকটা ধরি, ওই সময় ওয়েস্টার্ন ইন্ডিয়াতে চালুক্য রাজত্ব খুবই পাওয়ারফুল ছিল, তারা হিন্দু ছিলেন. এটা বলছিনা যে তারা সরাসরি আদি শংকর কে স্পনসর করেছিলেন কারণ কোথাও সেটা পড়িনি, স্বীকার করছি. কিন্তু একটা কথা আমার মনে হয়েছে, এতো অল্প সময়কালে র মধ্যে একজন ধর্মগুরু অদ্বৈত বাদ প্রচার করলেন, মহাজনী বৌদ্ধদের বিরুদ্ধে প্রচার করলেন , ইন্ডিয়ার চার কর্নার এ চারটি মঠ প্রতিষ্ঠা করলেন যেগুলো আজকেও বেশ পাওয়ারফুল, এতো কিছু কোনো রকম রয়েল স্পনসরশিপ ছাড়া কি সম্ভব সেই যুগের সমাজে ? কোথাও কোনো রেসিস্টেন্স এলোনা ? লোকে সুড়সুড় করে সব ট্রানজিশন মেনে নিলো ?

    ধর্ম আর পলিটিক্স সব সময় জড়াজড়ি করে চলে আর একে অন্যের ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করে. এটা আস্তিক বা নাস্তিক না হলেও চাদ্দিক দেখে বলাই যায়. এনাদের লিডারশিপ কোয়ালিটি বা ডেমাগগি র প্রতিভা নিয়ে আমার কোনো সন্দেহই নেই, শুধু শংকর কেন, সে রামকৃষ্ণ , বিবেকানন্দ , রাজনীশ বা রাসপুটিন যেই হোক গিয়ে- এনাদের সক্কলে একটা বিরাট সংখ্যায় ম্যাংগো লোক বা রাজা গজা অনেককে এনারা নিজেদের পার্সোনালিটি , বক্তব্য , ফিলোসফি বা ম্যাজিক -ইত্যাদি দিয়ে ইনফ্লুয়েন্স করতে নিশ্চয় সক্ষম হয়েছিলেন. কিন্তু সেই সময় হোক বা আজকে, সেকালে রাজা বা আজকের দিনে মালদার ব্যবসায়ী বা পলিটিকাল লিডার ছাড়া মাস ফলোইং তৈরী করা বেশ মুশকিল.
  • সম্বিৎ | ২০ আগস্ট ২০২০ ১১:৫৭452754
  • মহাজনপদ তথা প্রজাতন্ত্রর নিয়ে আলোচনাটা একটু এগোন যাক। রোমিলা থাপার কী বলছেন দেখি।

    আগে যেগুলো জনপদ ছিল সেগুলো পরে ফুলেফেঁপে মহাজনপদ হয়ে গেল। আর আমরা যাকে প্রজাতন্ত্র বলছিলাম, তাকে রোমিলা থাপার গণসঙ্ঘ বা গণরাজ্য বলছেন। মহাজনপদগুলো ফুলেফেঁপে রাজ্যই (স্টেট) হয়ে গেছিল। কথায় গণ থাকলেও, এগুলোকে কোনভাবে ডেমক্র্যাসি বলে যায়না, "given that the power was vested in the small ruling families and they alone participated in governance. The larger numbers of peope who lived in the territory had no rights and were denied access to resources. The term 'republic' was therefore preferred, since it conceded social stratification but was distinct from monarchy."

    এই গণসঙ্ঘগুলোকে শুধু রাজতন্ত্রর কাউন্টার হিসেবেই দেখাচ্ছেন না, ব্রাহ্মণ্যবাদের বিরোধী হিসেবেও দেখাচ্ছেন। আগে পড়েছিলাম বলে মনে পড়ছে না, কিন্তু আজ পড়লাম, খুব ইন্টারেস্টিংলি বুদ্ধিস্ট টেক্সটে বর্ণাশ্রমে শুধু যে ক্ষত্রিয়দের ব্রাহ্মণদের আগে রাখা হয়েছে তাই নয়, গণসঙ্ঘের সমাজ ছিল শুধুমাত্র দুটি ভাগে বিভক্ত - ক্ষত্রিয় রাজকুল আর দাস-কর্মকার। যদিও রাজকুল বলছেন, এটা অনেকগুলো পরিবারের একসঙ্গে শাসন। আর তাদের হাতেই সব ক্ষমতা, সব রিসোর্স।

    তো ষোড়শ জনপদের কে কে গণসঙ্ঘ বা গণরাজ্য ছিল? সেরকম কোন ক্যাননিকাল লিস্ট পাওয়া যায়না, কিন্তু অন্ততঃ এগুলোর মধ্যে অনেকগুলোই (সব যে নয়, সেকথাও বলা নেই) যে এক ক্ল্যানের  একাধিক পরিবার বা একাধিক ক্ল্যানের শাসনে ছিল, সেটা দেখা যাচ্ছে। এই বিভিন্ন পরিবারের শাসনই গণসঙ্ঘ বা গণরাজ্যকে রাজতন্ত্র থেকে আলাদা করছে। বৃজিদের নাকি আটটা গোষ্ঠির (ক্ল্যান) ৭৭০৭ জন রাজা ছিল। মল্লদের ছিল ৫০০ রাজা, চেদীদের আরও বেশি। তো এখানেই দেখা যাচ্ছে তিনটে গণসঙ্ঘ। এছাড়াও শাক্য (বুদ্ধবাবুর বংশ), কল্য আর মল্ল - এরাও গণসঙ্ঘ, কিন্তু শাসন একই গোষ্ঠির মধ্যে আবদ্ধ ছিল। কত হল? পাঁচ। বৃজিদের মতন বৃষ্ণিরা ছিল বহু গোষ্ঠির শাসনের গণসঙ্ঘ। তো এখানে মোট আটটা নাম পাওয়া যাচ্ছে। যদিও শাক্য আর কল্য বুদ্ধিস্ট টেক্সটে মহাজনপদ হিসেবে দেখান নেই, পরবর্তী জৈন টেক্সট বেশি জায়গা কভার করেছিল। (এই প্রসঙ্গে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে নিই - ষোড়শ জনপদের দুটো হচ্ছে মহাভারতের কুরু আর পাঞ্চাল। রোমিলা থাপারের একটা থিসিস হল, মহাভারত আসলে দুটো গোষ্ঠির পালিত জন্তু - cattle - চুরি নিয়ে লড়াই। সেটাই প্রক্ষিপ্ত হতে হতে মহাভারতের অক্ষৌহিনীতে দাঁড়িয়ে গেছে।)

    শেষ পর্যন্ত ইতিহাসের ওঠাপড়ায় রইল শুধু কাশী (প্রথমদিকে খুব শক্তিশালী ছিল), কোশল, মগধ আর বৃজি। এর মধ্যে কাশী, কোশল আর মগধ সম্পূর্ন রাজতন্ত্র। আর বৃজি গণসঙ্ঘ আর রাজতন্ত্রের মাঝামাঝি অলিগার্কি। জনপদগুলো আয়তনে যত বড় হতে লাগল, ততই একদিকে ব্রাহ্মণ্যবাদের দিকে আর অন্যদিকে রাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়তে লাগল। সেই থেকেই রাজতন্ত্র আর ব্রাহ্মণ্যবাদের গলাগলি সম্পর্ক। এই চারজনের সেমিফাইনাল থেকে শেষ পর্যন্ত রইল শুধু মগধ। মগধ এই ইতিহাসে চ্যাম্পিয়ন।

  • অরিন | ২০ আগস্ট ২০২০ ১১:৪৪452753
  • @রঞ্জনবাবু: "বুদ্ধদর্শন কার্ল পপারের ফলসিফায়েবিলিটি মাপদণ্ড মানে। কোন ধর্মীয় দর্শন মানে না।"

    ভারী সুন্দর লিখলেন। 

    কার্ল  পপারের মাপদণ্ড বলতে মনে পড়লো, আপনাকে একটা লেখার কথা বলি, এটা  হয়তো (হয়তো কেন, নিশ্চয়ই ) পড়েছেন, আটলান্টিক ম্যাগাজিনে UC  বার্কলির দর্শনের অধ্যাপিকা  এলিসন গোপনীক বছর পাঁচেক আগে Ipolito   desideri , ডেভিড হিউম , treatise আর বৌদ্ধধর্ম নিয়ে একটা ভারী চমৎকার লেখা লিখেছিলেন ।ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন (আরেকবার),

    https://www.theatlantic.com/magazine/archive/2015/10/how-david-hume-helped-me-solve-my-midlife-crisis/403195/

    তো সেখানে তিনি লিখছেন ,

    "It’s easy to think of the Enlightenment as the exclusive invention of a few iconoclastic European philosophers. But in a broader sense, the spirit of the Enlightenment, the spirit that both Hume and the Buddha articulated, pervades the story I’ve been telling. The drive to convert and conquer the “false and peculiar” in the name of some metaphysical absolute was certainly there, in the West and in the East. It still is. But the characters in this story were even more strongly driven by the simple desire to know, and the simple thirst for experience. They wanted to know what had happened before and what would happen next, what was on the other shore of the ocean, the other side of the mountain, the other face of the religious or philosophical—or even sexual—divide."

    @Atoz , বুদ্ধের মহাপরিনির্বাণ ও শক্করমাধ্বা খাওয়া নিয়ে আপনি একটি লেখা দিয়েছেন, তবে এই নিয়ে নানা মুনির নানা মত । 

    যাকগে ।

  • :|: | 174.254.195.47 | ২০ আগস্ট ২০২০ ১১:২০452752
  • আরে ওটাই তো আমার নাম @ ৯টা ১৭।
    দেখুন, আপনি কথামৃত পড়েন্নি (লেখকের নামটাও জানার প্রয়োজন বোধ করেন্নি) তবু ঝপ করে গালি দেবার গোত্রে ফেলে দিলেন; আদি শঙ্কর সম্পর্কে কিছুই না জেনে ঝপ করে একটা মন্তব্য করে দিলেন। এটা ভাটিয়ালীর পাতা হলেও তথ্যের এইটুকু সততা একজন শিক্ষিত মানুষের কাছে তো করতেই পারি, তাই না?
    ধর্মাচরণ ব্যাপারটা আপনার খারাপ লাগতেই পারে, তাই বলে বানিয়ে বানিয়ে লিখবেন?!
    যাগ্গে, সম্ভব হলে শঙ্কর দিগ্বিজয়টা পড়ে নিতে পারেন। ফ্যাসিনেটিং পারসোনালিটি - আপনার, আমার স্কেলে মাপা যায় না।
  • রঞ্জন | 122.176.190.61 | ২০ আগস্ট ২০২০ ১০:৪৭452751
  • @এতোজ,

       যদ্দূর মনে পড়ছে নমাজের প্রার্থনাটার মানে' ঈশ্বর সর্বশ্রেষ্ঠ, তিনি এক এবং অদ্বিতীয় ও একমাত্র পূজনীয়। মুহম্মদ তাঁর প্রেরিত দূত'। এর সঙ্গে 'ঈশাবাস্যমিদং সর্বং' শ্লোকটির ( সমগ্র চরাচরে ঈশ্বর পরিব্যাপ্ত। যা জগত বলে ভ্রমবশ মনে হয় তাও আসলে ঈশ্বর। তাই এই ধনেরও মালিক তিনিই -আমরা কেউ নই জেনে  আসক্তি ত্যাগ করে নির্লোভ হয়ে ভোগ করা উচিৎ)  সঙ্গে খুব একটা মিল পাচ্ছিনে তো!

    এবার ফিসফিসিয়ে বইটার নাম বলে দিন, লেখকের নাম বলার দরকার নেই।

  • Du | 47.184.29.20 | ২০ আগস্ট ২০২০ ০৯:৫৩452750
  • আমি ভাবতাম পাব্দামাছের ধারটা দিয়ে 'ভাত' বানাবো অনেক পাব্দামাছ পেলে কোনওদিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত