এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৪৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.10 | ২৪ আগস্ট ২০১৮ ১২:০৩715005
  • খ্ড়গপুরে রেলের এলাকায় ঝুপড়ি দেখলে খানিকটা আঁচ করতে পারবেন। প্রথম প্রজন্ম কাজের জন্যে বসে গিয়েছিল। দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের হয়্ত ফিরে যাওয়ার মত ব্যাপার ছিল না। এরা যে এখানেই বসে আছে এমন ভাবার কোন কারণ নেই। ঐ ২০ লক্ষের মধ্যে খ্ড়্গপুরের আসল-নকল দুরকমের বাঙালীই আছে। সেটা রাত্রিবেলা খ্ড়গপুর স্টেশনে গেলে বোঝা যায়।
    এসব নিয়ে খ্ড়গপুর-কেন্দ্রিক কোন তথ্য আমার কাছে নেই। কারো কাছেই আছে বলে আমার মনে হয়্না।

    "বিগত তিন দশকে কয়েক কোটি লোক পব তে আশ্রয় নিয়েছে....
    যাক বাম আমলে কাজের এত সুযোগ ছিল এ রাজ্যে সেটা আপনার কথায় বোঝা গেল। কিন্তু এ কোন কোটি? বাঙালী (বাংলাদেশী সহ) ও অন্যান্য প্রদেশেরও? আমি তো যতদূর জানি উত্তর ভারতের মানুষেরা আরো আগে থেকে বাংলায় আসছেন।

    কিন্তু এরা আসছে বলে বাঙালী বাইরে যাচ্ছে এমন ব্যাপার নাকি আরো নিম্ন পারিশ্রমিকে কাজ করার জন্য দরিদ্রতর রাজ্য থেকে পব-তে লোক ঢুকছে?
    People from Bihar, UP and Jharkhand make up for 70% of the migrant population now, followed by people from Rajasthan, G ..
    http://timesofindia.indiatimes.com/articleshow/42473385.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    তবে পব-র চাকরী, জিডিপি ইত্যাদির ব্যাপারে সব-ই গোলাপী যাদের কাছে তারা লিচ্চয় ভাগাড়ের চিকেন ভাজা খেতে খেতে জাগো বাংলা পড়ে!!
  • Amit | 012312.22.782312.92 | ২৪ আগস্ট ২০১৮ ১২:০৮715006
  • যারা নিজেরা নর্দমায় থাকে তারা অবশ্য সব কিছুতেই নর্দমার গন্ধ পায়। সে কথা থাক। কিন্তু সেন্সাস এ ওভারঅল পপুলেশন বাড়লে সেটা থেকে ki করে প্রমান হয় যে নেট ইনফ্লাক্স পসিটিভ ?

    এটা কেও সেন্সিবিলি বোঝাতে পারবেন ?
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১২:৩২715007
  • পিটি, আবার বোঝায় ভূল!আপনার রিপোর্ট ও ভাষ্য অনুযায়ী পব তে প্রচুর মাইগ্রেশন হয়েছে বা হচ্ছে। ঠিক আছে?
    দুই, এই মাইগ্রেশন মূলত, অপেক্ষাকৃত দরিদ্র স্টেট বা বিমারু থেকে। ঠিক আছে?
    গুড। আমি ও একমত।
    প্রবলেম হলো, ইন্টারপ্রিটেশন নিয়ে।
    ধরাযাক , বিমারু স্টেট থেকে কিছু লোক মাইগ্রেট করবে বা কাজের খাতিরে ভিন রাজ্যে যাবে। তো, তারা পব কে প্রথম ডেস্টিনেশন ভাববে কেন?
    তাদের কাছে তো,দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট,দক্ষিণ ভারতের বাঘা বাঘা ধনী স্টেট এর অপশন রয়েছে। তা, সেগুলো বাঙালিদের জন্য ছেড়ে দিয়ে, নিজেরা একটা গরীব ড্রাই স্টেট ;যেমতি পব ,সেখানে আস্তানা করবে কেন?
    ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।
    --
    বাকি কমরেড দের জন্য কিছু বললাম না, ওনাদের উদ্দেশ্যে কিছু বলা মানেই করপোরেশনের পচা খালের লক গেট তুলে দেওয়া!
  • PT | 340123.110.234523.10 | ২৪ আগস্ট ২০১৮ ১২:৪৫715008
  • বেশী তাত্বিকতা করে খুব একটা লাভ হবেনা। রাজমিস্ত্রীর ডেইলি রেট পব বনাম কেরালা কত সেটা হিসেব করে নিজ সিদ্ধান্তে উপনীত হোন।

    According to a report by the National Buildings Organisation (NBO), a government agency under the Ministry of Housing & Poverty Alleviation, wages of labourers, skilled as well as unskilled, was highest in the cities of Kerala between 2011 and 2013. States of Uttar Pradesh, Madhya Pradesh, Karnataka Punjab, Rajasthan and Odisha are way behind this southern state.

    Between 2011 and 2013, cities in Kerala provided the highest wages to unskilled men at Rs 329 a day. This was much higher than what they would have earned in the northern states.

    Wages of a carpenter was two-and-half times more in Thiruvananthapuram than in Madhya Pradesh's Bhopal.

    ***********Masons earned the highest wages at Rs 750 in Alappuzha when compared to other Class-I cities that have a population of more than a lakh.************

    Unskilled men and women labourers got wages of Rs 650, over two-and-half times higher than the prevailing wages in cities such as Varanasi (UP) and Kota (Rajasthan).
    ...........
    Various reports show that the state has an overwhelming shortage of labour in skilled segments such as masonry, carpentry and workers from eastern, northern and other south states such as Orisha, Bihar, Assam, WEST BENGAL, Uttar Pradesh, Andhra Pradesh and Tamil Nadu are bridging the demand-supply gap.

    https://www.proptiger.com/guide/post/why-kerala-is-a-good-paymaster-to-construction-workers

    এর সঙ্গে তুলনা করুনঃ
    "যে কারখানাকে ঘিরে এই গোলমাল, সেই কারখানার শ্রমিকদের একাংশই জানিয়েছেন যে, ওই নামী সংস্থা দিন প্রতি ৩৫১ টাকা করে দিলেও, ঠিকাদারের হাত ঘুরে শ্রমিকদের হাতে পৌঁছয় সর্বোচ্চ ২৫০ টাকা। কারও কারও ক্ষেত্রে সেটা ২৪০ টাকা বা ২৩০ টাকাতেও দাঁড়ায় বলে অভিযোগ। অর্থাৎ, প্রত্যেক শ্রমিকের মজুরি থেকে কমপক্ষে ১০০ টাকা করে রোজ কেটে নেওয়া হয় বলে তাঁদের দাবি।....... ওই কারখানায় ঠিকা শ্রমিকের সংখ্যাপ্রায় বারোশো। প্রত্যেকের মজুরি থেকে ১০০ টাকা করে কাটলে এক দিনেই ঠিকাদারের হাতে যায় ১ লক্ষ ২০ হাজার টাকা। মাসিক আমদানি ৪০ লক্ষ।"
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১২:৪৬715009
  • যাকগে গোদা বাংলায় বোঝানোর চেষ্টা করছি।পপুলেশন বাড়ে মোট তিন উপায়ে।
    এক, বার্থ রেট বেশি হলে,
    দুই, মৃত্যু হার কমলে।
    তিন, নেট মাইগ্রেশন বাড়লে।
    প্রথমটি যে বেশি বাড়েনি, সেটা পরিসংখ্যান পড়লেই বুঝা যায়। দশ বছরে দশ লাখ মতন বেড়েছে, ০-৬ এজ গ্রুপ।
    দুই আর তিন হলো, ইম্পর্ট্যান্ট ইস্যু।
    মৃত্যুহার অবশ্যই কমেছে। সেটা ভারতের গড় মৃত্যু হার থেকে কম হলে, তদানীন্তন রাজ্য সরকার এর প্রশংসা প্রাপ্য।
    তিন নম্বর কারণ টির জন্য পপুলেশন বৃদ্ধি পাওয়া হলো, সেলফ ইন্ডিকেটিভ।
    এখানে তিন নম্বর কারণটি, সর্বাপেক্ষা জোরালো দেখাচ্ছে।
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১২:৫৪715010
  • পিটি,আপনি যথার্থ ই লিখেছেন। কেরল এর ডেইলি ওয়েজ অত্যন্ত বেশি।
    এর কারণ অধিকাংশ কেরল বাসি, মধ্য প্রাচ্য এর দেশগুলিতে কর্মরত। সংখ্যাটি প্রায় ত্রিশ লাখ মতন।
    অর্থাৎ, যার যেখানে বেশি সুবিধে, বেশি বেতন পাওয়ার সুযোগ, বেশি নিজের স্কিল এর বিস্তার করার সুযোগ আছে, সে,সেখানে মাইগ্রেট করবে।
    আর একটা দিক খেয়াল রাখা উচিত, কলকাতায় ১৫হাজার মাইনে তে, যে স্বাচ্ছন্দ্য আছে, দিল্লিতে বা মুম্বাইতে ২৫হাজার টাকা বেতন পেলেও নেই।
  • amit | 9003412.218.3423.82 | ২৪ আগস্ট ২০১৮ ১৩:১১715011
  • সেন্সিবিলি শব্দটা লিখেছিলাম। যথারীতি সেটা না পড়েই এক বৃদ্ধবিচী চার পায়ে নাপাতে লেগে গেছেন, অবশ্য যার যা কাজ আর কি। নর্দমা ঘাটতে কেও কেও বোরো ভালোবাসেন।

    পব- এর পপুলেশন গ্রোথ এর থেকে আসে পাশে সব কটা রাজ্য, বিহার , UP, ওড়িশা, অসম, সবার পপুলেশন গ্রোথ বেশি। তাহলে এই রাজ্য গুলো থেকে নেট ইনফ্লাক্স হলো কোথা থেকে ? আর এগুলো থেকে না এলে কোথা থেকে এলো ? কোনো জব ডাটা আছে যে জানা যাবে কত গুলো জব create হয়েছে গত ৫-৭ বছরে ? আর যদি আদৌ create হয়, পব এর উনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে না কমেছে , সেই ডাটা আছে ? সেটা কম হলেও বোঝা যাবে যে বাইরে থেকে লোক এসে সেগুলো ফিল করছে ।

    স্ট্যাটিসটিক্স না বুঝে ডাটা নিয়ে চার পায়ে লাফালে তো সবই শেষ পর্যন্ত উঠের পাকস্থলী হয়ে যাবে ।
  • PT | 340123.110.234523.10 | ২৪ আগস্ট ২০১৮ ১৩:১৪715012
  • অর্থাৎ কিনা বাঙালী পব-র কম পয়সায় লাথি মেরে ও তিনোর গুন্ডাদের পয়সা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য অন্যত্র যাচ্ছে। আর সেই শূন্যস্থান পূরণ করার জন্য নিম্নতর দিনমজুরীতে বিশেষতঃ বিমারু রাজ্য থেকে শ্রমিক আসছে। এই সামান্য জিনিসটা বুঝতে এত বাইট খরচা করতে হল কেন কে জানে!!

    আর এটা "যার যেখানে বেশী সুবিধে জাতীয়" ব্যাপার নয়ঃ
    "দেশে প্রতি পাঁচ জন বঙ্গভাষীর মধ্যে এক জন ভিন্ন রাজ্যে কর্মরত। বেঙ্গালুরু-গুরুগ্রামের তথ্যপ্রযুক্তি শিল্পের শীততাপ নিয়ন্ত্রিত পরিসর তাঁহাদের ঠিকানা নহে, তাঁহাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক। .....এক শত দিনের কাজের মজুরির অধিক আয় করিবার স্বপ্ন থাকিলেই রাজ্যছাড়া হইতে হইবে, এমন অবস্থা হইল কী ভাবে?"
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১৩:২৮715013
  • প্রথমেই পিটি কে বলি, বিমারু স্টেট গুলো থেকে যারা মাইগ্রেট করবে, তাদের কাছে তো মহারাষ্ট্র, গুজরাট, দিল্লী, দ ভারতের ধনী রাজ্য গুলোতে মাইগ্রেট করার সুযোগ ছিলই।
    দুই, মহারাষ্ট্র, গুজরাট, বা দিল্লি তে মাইগ্রেট করলে এদের ভাষা ও সংস্কৃতি র দিক থেকেও বেশি পরিবর্তনের সম্মুখীন হতে হতো না।
    তো, তারা এই পোড়া , তিনো বা তদানীন্তন বাম শাসিত পব কে ডেস্টিনেশন করে নিচ্ছে কেন?

    --
    এক নাদানের জবাব দেই। কারণ এর লার্নিং এর ক্ষমতা কম রয়েছে।
    আগের দিন iber এর তথ্য ও মানছিল না। যদিও এটা কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রকের অনুমোদিত সংস্থা।
    এনিওয়ে, পব তে নেট মাইগ্রেশন গত ত্রিশ বছর ধরে হয়েছে না হয়নি?
    যদি হয়ে থাকে, তবে নিশ্চয় বিমারু স্টেট ও বাংলাদেশ থেকে হয়েছে।
    পিটি অলরেডি কিছু তথ্য পরিবেশন করেছেন, যেখানে বিমারু স্টেট থেকে মাইগ্রেশন এর উল্লেখ দেখা যাচ্ছে।
    এরপর কি ই বা বলার থাকতে পারে!
    আর বাকি প্রশ্ন গুলো নেট থেকে খুঁটে খাও। চামচ করে ফিড করাতে অপারগ, সরি।
  • amit | 9003412.218.3423.82 | ২৪ আগস্ট ২০১৮ ১৩:৪৯715014
  • প্রশ্ন গুলো কোন সেনসিবল লোকের জন্য ছিল,। একজন যে কেন আগে বাড়িয়ে চার পায়ে নেচে যাচ্ছেন মগজটা ডাস্টবিন এ রেখে , সেটা আদৌ বোধগম্য হচ্ছে না।

    মূল প্রশ্ন যেটা ছিল, আশে পাশের রাজ্য গুলো থেকে নেট পসিটিভ মাইগ্রেশন এর ডাটা source কি ? যদি তাদের পপুলেশন আরো বেশি হরে বেড়ে থাকে, তাহলে পাব তে নেট মাইগ্রেশন কি ভাবে পসিটিভ হয় ?

    যাতে বোঝা যায় তার জন্য আরো ভালো করে supportive ডাটা র কথাও জিজ্ঞেস করা হলো, তো সেসবের , কোনো ঠিক ঠাক উত্তর নেই। শুধু খেউর । এখন আবার বাংলাদেশী অনুপ্রবেশ তত্ত্ব ও এসে গেছে। সাবাস ।
  • PT | 340123.110.234523.18 | ২৪ আগস্ট ২০১৮ ১৩:৫২715016
  • বিমারু থেকে অন্য রাজ্যে যাওয়ার প্রবণতার কোন তথ্য আমার কাছে নেই। তব এটা পাওয়া গেল। বিহারীরা শুধু পব-তেই বেশী আসছে এমন ধরে নেওয়ার কোন কারণ নেই। পব তাদের পছন্দের তালিকায় ৪ নম্বরে। আমার ধারণা অন্য বিমারু রাজ্যের ক্ষেত্রেও প্রায় একই পরিসংখ্যান পাওয়া যাবে।
    The maximum number of Biharis migrate to Delhi (18.3%), then then to Jharkhand (18.2%), Dadar & Nagar Haveli (15.6%), West Bengal (11.8%) and Haryana (11%).......
    http://timesofindia.indiatimes.com/articleshow/51590085.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • sm | 7845.15.90034.227 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:১০715017
  • একটা রামছাগল কে বোঝানোর ক্ষমতা আমার নেই।
    একটা রাজ্যের পপুলেশন বাড়ছে। কিভাবে বাড়ছে তার হিসাব দিলাম। বার্থ রেট বেশি নয়, ডেথ রেট ও তেমন কমেনি। অর্থাৎ একটাই অপশন পড়ে থাকে, তা হলো ,নেট মাইগ্রেশন।
    নেট মাইগ্রেশন যখন হচ্ছে, কাজের সুযোগ ও নিশ্চয় আছে। এটুকু,না বুঝলে, বুঝতে হবে, মাথায় শিং টাই সাইজে উন্নত হয়েছে খালি, বুদ্ধি শুকিয়ে কাঠ!
    দুই, এখন ও পর্যন্ত কোন অজ মার্কা স্ট্যাট এলো না; যা প্রমাণ করে পব এর জিডিপি কমেছে বা নেট মাইগ্রেশন কমেছে। সেটা দিলে ভালো হতো না কি, লম্বকর্ন?
    তিন, নতুন আবদার হয়েছে, পব তে কত জব তৈরি হয়েছে তার ডেটা দাও। তা, আমি বললুম চামচে করে ফিড করতে পারবো না।
    ব্যাস, সেকি লম্ফ ঝম্ফ, সেকি প্রবল বেগে শিং নাড়া!
    যাক বাবা, দরকার নেই গারোলের প্রশ্নের উত্তর দিয়ে।
  • PT | 340123.110.234523.18 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:১৮715018
  • "নেট মাইগ্রেশন যখন হচ্ছে, কাজের সুযোগ ও নিশ্চয় আছে"
    অতিসাধারণীকরণ। যেখান থেকে আসছে সেখানে অবস্থা হয়্ত এতটাই ভয়াবহ যে যাহোক কিছুর সন্ধানে উদ্বাস্তু হওয়া। গোটা হাওড়া স্টেশনের বাইরের চত্বরটা এইরকমই অবস্থার প্রতিফলন।
  • sm | 7845.15.90034.227 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:৩২715019
  • না, আপনার কথা মানতে পারলাম না। গত দু দশকে বাংলাদেশ থেকেও যতো মাইগ্রেশন পব তে হয়েছে, মূলত, ইকোনমিক মাইগ্রেশন। অর্থাৎ ওখানকার ব্যবসাপাতি, চাষ বাস এর পাট তুলে, এখানে নতুন করে ব্যবসা পাতি বা কর্মজীবন স্টার্ট করবে।
    মোদ্দা কথা হলো, সাতচল্লিশ এর পর যেমন প্রচুর হত দরিদ্র বা অত্যাচারিত , নিগৃহীত জনতার দলে দলে ইনফ্লাকস হয়েছিল;এদের অবস্থা অতটা শোচনীয় নয়। এরা পয়সা কড়ি, সঙ্গে করে নিয়ে আসতে পারছে।
    অসম, ত্রিপুরা থেকেও আগত এমন লোকের সংখ্যা বেশী।
    এরপরে থাকে, বিমারু স্টেট এর জনতা।
    এরা রাজনৈতিক বা ধর্মীয় সন্ত্রাসের শিকার নয়। আই মিন নট লাইক রোহিঙ্গা।
    সুতরাং এরাও কাজের সূত্রেই মূলত পব তে আসে।
    আমার কাছে তো ভারতের বিভিন্ন স্টেটে লোকজন ছড়িয়ে পড়বে, কাজ করবে, সেটাই বড় এচিভমেন্ট।
    কেউ যদি ভাবে, পব এর জনতা খালি পব তেই কাজ করবে, তবে সেটা হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পরিপন্থী।
  • amit | 9003412.218.3423.82 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:৩৪715020
  • গাধা যদি অঙ্ক কষে, তবে হয়তো বিচিবিরিদ্ধের থেকে বেশি নম্বর পেত। যাই হোক যে সেন্সাস ডাটা নিয়ে তিনি চার পায়ে এতক্ষন লাফাচ্ছেন , সেখান থেকেই তুলে দিলুম। মগজটা ডাস্টবিন থেকে তুলে নিয়ে একটু নিজের দেওয়া ডাটা দেখে নিলে হয়তো চোখ খুলবে , অন্যদেরকে খিস্তি করার আগে একটু নিজে ক্লাস- ৫ এর অঙ্ক করতে শিখুন।

    https://www.census2011.co.in/census/state/west+bengal.html
    এই লিংক তা আপনারই দেওয়া তো ? একটু ওপরেই দেখতে পাবেন , চোখ থাকলে।

    পব পপুলেশন
    2001 তে - ৮।০২ - ক্রোর
    2011 - তে ৯.১৩ ক্রোর

    গ্রোথ রেট= (৯।১৩ - ৮।০২)*১০০/ ৮।০২ = ১৩।৮৪ % । পাতি অঙ্ক , তাই না ? এর থেকে নেট মাইগ্রেশন শিবের বাবাও করতে পারে না। তাহলে এবার তার পরের লাইন তা দেখুন

    পব -% অফ টোটাল ইন্ডিয়া পপুলেশন
    2001 তে - ৭.৭৯ %
    2011 তে - ৭।৫৪ %

    আসে পাশে সব কটা রাজ্যে % অফ টোটাল ইন্ডিয়া পপুলেশন বেড়েছে।

    তো এই সেন্সাস ডাটা থেকে বিচি বৃদ্ধ- কি করে আপনি প্রমান করেন যে পব তে নেট মাইগ্রেশন বেড়েছে ? মাথাটা ডাস্টবিন থেকে একটু দয়া করে তুলে ক্লাস- 5 এর অঙ্ক বই খুলে দেখবেন একটু ? সেই জন্যেই আরো সুপ্পৰতিভা ডাটা দিতে বলেছিলুম , কিনতু খিস্তি করাটা ডাটা দেওয়ার থেকে সহজ তাই না ?
  • comrade shibdas ghosh | 456712.100.5623.50 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:৪০715022
  • বৃ বী হলেন এক ও একমাত্র বিজন সরকার। এই গভীর প্রজ্ঞা। এই আমড়াগাছি করে দাপিয়ে মরা, এই হাগো বাংলা চিবিয়ে ইদিক ওদিক নাদা এ সব অতি গুরুত্বপূর্ণ কাজ অন্য কোনো দিদির ভাই করতেই পারবে না।
  • sm | 7845.15.90034.227 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:৪০715021
  • এটা কি ধরনের পাগল রে বাবা!
    আমার 12.46এর পোস্ট টা পড়লেই তো হয়।--))
  • sm | 7845.15.90034.227 | ২৪ আগস্ট ২০১৮ ১৪:৫২715023
  • মাকু গুলোর কি অবস্হা!নিজেদের হাত কামড়াচ্ছে, আর খিস্তি ফোয়ারা ছোটোচ্ছে।
    ব্রাভো!
  • comrade shibdas ghosh | 456712.100.5623.50 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:০১715024
  • মগজে ফুল তালাচাবি দিয়ে রাখো। কাজেই যুক্তি বোঝার ক্ষমতা তোমার নেই। হাগো বাংলা চেবাও বৃ বী।
  • PT | 340123.110.234523.25 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:০৪715025
  • "কেউ যদি ভাবে, পব এর জনতা খালি পব তেই কাজ করবে, তবে সেটা হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পরিপন্থী।"
    ঐ জন্যেই কি বামেরা "জঙ্গী আন্দোলন করে" কল-কারখানা "বন্ধ করে দিয়েছিল" আর অ-বামেরা সিঙ্গুরে কারখানা হতে দিল না? পবর জনতাকে সারা দেশে (ও বিদেশে) ছড়িয়ে দেওয়ার কি অসাধারণ উদ্যোগ!! এই না হলে বাঙালীর বুদ্ধি!!
  • sm | 342323.176.780112.20 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:১১715027
  • আপনি প্রথম কাজ টি উচিত মনে করেন কি? তাহলে দ্বিতীয় টি নিয়ে সংশয়ে আছেন কেন?
    আর প্রথম কাজ টি অর্থাৎ সিটুর আন্দোলন এর সমর্থক না হন,তাহলে এতদিন ধরে বামেদের উমেদারি করেন কেন?
  • sei | 456712.100.5623.50 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:২০715028
  • আবালের মতো যুক্তি আর গোলগোল দাপানো।
  • sm | 342323.176.780112.20 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:৩১715029
  • পিটি র ১.৫২ এর পোস্ট টি গুরুত্বপূর্ণ।
    বিহারের নেট মাইগ্রেশন লিসটে দেখা যাচ্ছে, দিল্লি, ঝাড়খণ্ড,গোয়া, এবং পব।
    দিল্লি, ফাইন।কারন, দিল্লির পার ক‍্য।পিটা জিডিপি বেশি।
    ঝাড়খন্ড পার্শ্ববর্তী রাজ‍্য। এ টুকুই। নয়তো বিহারের চেয়ে পিছিয়ে।
    গোয়া ছোট রাজ‍্য।
    সুতরাং পড়ে থাকে খালি পব!
    নিশ্চয় কাজের সুযোগ ও পরিবেশ আছে।
    নয়তো, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, তামিল নাড়ু,কেরল, এদের নাম লিষ্ট এর ওপরে থাকতো।
  • sei | 456712.100.5623.50 | ২৪ আগস্ট ২০১৮ ১৫:৩২715030
  • যান এবার, পাঁড়েজী ডাকছে।
  • sm | 7845.15.345623.77 | ২৪ আগস্ট ২০১৮ ১৬:২২715031
  • বিরোধী দের ওপর বড় ধাক্কা। সুপ্রীম কোর্ট রায়ে, পঞ্চায়েত এর বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতা সিট গুলো, পূর্ণ বৈধতা পেল।
  • PT | 340123.110.234523.8 | ২৪ আগস্ট ২০১৮ ১৭:০১715032
  • তাতে লজ্জা কিছু কমল না।
  • sm | 7845.15.345623.77 | ২৪ আগস্ট ২০১৮ ১৭:০৬715033
  • কিম আশ্চর্যম!সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেন?
    এখন ও ত্রিশ দিন সময় আছে, ট্রাইব্যুনাল এ যাবার জন্য।--))
  • অমর্ত্য | 78900.84.6767.126 | ২৪ আগস্ট ২০১৮ ১৭:২৬715034
  • সুপ্রীম কোর্ট তো গুজরাট দাঙ্গায় মোদীকে খালাস দিয়েছিল।
  • sm | 7845.15.345623.77 | ২৪ আগস্ট ২০১৮ ১৭:৩০715035
  • সেই জন্যই তো ভাবছি, সুপ্রীম কোর্ট এ যাবার কি দরকার ছিলো!
  • অমর্ত্য | 78900.84.6767.126 | ২৪ আগস্ট ২০১৮ ১৭:৫২715036
  • থিংকিং ইজ নট ইওর ফোর্টে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন