এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭১৫৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.96.82.109 | ২৮ মে ২০১৬ ০৭:৪৪700403
  • ছেলে বলেছে সে নাকি বার্ণির পক্ষে। হিলারী নাকি আজ এককথা, কাল অন্য কথা বলে। যেমন নাকি এলজিবিটি রাইটস নিয়ে। আর ট্রাম্প তো রেসিস্ট। তারপরে বলল যে ওবামা অনেকদিন ধরে সুপ্রীম কোর্টের জাজকে নমিনেট করতে চাইছে কিন্তু কঙ্গ্রেস চায় না বলে পারছে না। সো এনিওয়ে প্রেসিডেন্ট অ্যালোন ডাজ নট হ্যাভ কমপ্লিট পাওয়ার। বেশিটাই কঙ্গ্রেসের হাতে। কিন্তু বেসিক কোয়ালিটি একজন প্রেসিডেন্টের কাছে দাবী করা উচিত তাহল হনেস্টি।

    এখন কি একটা মিউজিক চালিয়েছে। মাথা ঝিমঝিম করছে, হেবি মেটাল ক্রমে আসিতেছে।
  • dc | 120.227.240.249 | ২৮ মে ২০১৬ ১৩:৩৬700404
  • ট্রাম্প-স্যান্ডার্স ডিবেট বোধায় হলোনা। ইন ফ্যাক্ট এই ডিবেটটা হলে ট্রাম্প বড়ো স্ট্র্যাটেজিক ভুল করতো।
  • lcm | 83.162.22.190 | ২৮ মে ২০১৬ ১৩:৪৯700405
  • কয়েছেন -
    "Based on the fact that the Democratic nominating process is totally rigged and Crooked Hillary Clinton and (Debbie) Wasserman-Schultz will not allow Bernie Sanders to win, and now that I am the presumptive Republican nominee, it seems inappropriate that I would debate the second-place finisher," Trump said in a statement.
  • Du | 106.226.6.124 | ২৮ মে ২০১৬ ২০:৫৮700406
  • আকা - সেম।
  • বিপ | 80.192.196.155 | ২৯ মে ২০১৬ ১০:৩৭700407
  • ট্রাম্পের ক্যাম্পেইন মানি ফুরিয়ে গেছে। তবে ও যা লোক, ওর ক্যাম্পেনে টাকা ঢালার লোকের অভাব হবে না।

    তবে ট্রাম্পকে এখনো কেউ এটাক করে নি সেই ভাবে। কারন এই শালা বার্নির জ্বালায় এখনো হিলারী ট্রাম্পকে ঝাড়া শুরু করতে পারে নি। তবে এটা ১০০% গ্যারান্টি দিচ্ছি-হিলারী একজন বিখ্যাত উকিল। বার্নি মোটেও কোন বিতর্কে হিলারীর সাথে সুবিধা করতে পারে নি। নিউ ইউয়ার্কের বিতর্কে হিলারী বার্নিকে জাস্ট উড়িয়ে দিয়েছিল। ট্রাম্প যদি হিলারীর সামনে পরে, শ্রেফ উড়ে যাবে।

    ৩০+ মেয়েদের মধ্যে হিলারীর জনপ্রিয়তা বেশ বেশী। এটা এখন হারে হারে দেখছি। ভাল ও লাগছে। এরা সবাই চাইছে আমেরিকাতে একবার মহিলা প্রেসিডেন্ট আসুক।

    বার্নির সমর্থকদের আমেরিকাতে কেউ পচ্ছন্দ করছে না। ওরা যা করছে তা গণতন্ত্রের জন্য বেমানান। বার্নি ইজ ফিনিশড। ক্যালিফোর্নিয়াতে হিলারী এগিয়ে ১৮ পয়েন্টে, নিউজার্সিতে ১৫। ওউ দুটোতে বার্নিকে অন্তত ৩০ পয়েন্টে জিততে হবে জাস্ট ড্র করার জন্য।
  • dc | 132.174.126.82 | ০৭ জুন ২০১৬ ০৯:২৫700408
  • হিলারি ক্লিন্টন কি ডেমোক্র্যাটিক নমিনেশান পেয়ে গেলেন? এবার তাহলে প্রেসিডেনশিয়াল কনটেস্ট শুরু হলো। অ্যামেরিকার নির্বাচন কি দীর্ঘ সময় ধরে চলে রে বাবা!
  • ঈশান | ০৭ জুন ২০১৬ ২০:৪৭700409
  • আরে আজই তো মহারণ। ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি সহ পাঁচটা স্টেটে।

    সিএনেন অবশ্য সুপার ডেলিগেট যোগ করে হিলারির নমিনেশন নিশ্চিত জানিয়ে দিয়েছে... তবুও দেখা যাক।
  • ঈশান | ০৭ জুন ২০১৬ ২১:২৫700410
  • করবিনের খবরটাও এখানেই দিয়েছিলাম। কাজেই অপ্রাসঙ্গিক হবেনা। ফ্রান্সে শ্রমিক ধর্মঘট চলছে। সরকার কড়া বয়স্থা নেবে বলেও ভাঙতে পারেনি, বরং বাড়ছে। ব্রাসেলসে ৬০০০০ লোকের মিছিল হয়েছে শুনছি।

    বার্নি শুধু আমেরিকান ফেনোমেনন নন।
  • dc | 132.174.99.83 | ০৭ জুন ২০১৬ ২১:৫৪700411
  • ফক্সনিউসে বলছে ওবামাও এবার হিলারিকে এনডর্স করতে চলেছে। কিন্তু জেনারাল ইলেকশানে কি হিলারি ট্রাম্পকে হারাতে পারবে? আমার তো মনে হয় এবার ট্রাম্পই জিতবে। দেখা যাক।
  • bhagidaar | 106.2.247.250 | ০৭ জুন ২০১৬ ২১:৫৬700413
  • ট্রাম্প জিতবেনা
  • dc | 132.174.99.83 | ০৭ জুন ২০১৬ ২২:০৭700414
  • ট্রাম্পের ফর-এ মোমেন্টাম আছে। অবশ্য ক্লিন্টনদের ভোট মেশিনারিও পোড় খাওয়া। ক্লোজ কনটেস্ট হবে মনে হয়।
  • সে | 198.155.168.109 | ০৭ জুন ২০১৬ ২২:৩৩700415
  • হিলারির অফিশিয়ালি ক্যান্ডিডেট হয়ে গেল।
  • সে | 198.155.168.109 | ০৭ জুন ২০১৬ ২২:৩৪700416
  • বাজে টাইপো।
    মোটকথা হিলারি এখন ট্রাম্পের বিরুদ্ধে লড়বে। বার্নি আউট হয়ে গেল।
  • ঈশান | ০৭ জুন ২০১৬ ২২:৪২700417
  • ই কি রে ভাই। প্রাইমারি এখনও চলছে। দাঁড়ান, অন্তত আজকের দিনটা যাক। তারপর ইন আউট দেখা যাবে।
  • aka | 34.96.82.109 | ০৭ জুন ২০১৬ ২২:৪৭700418
  • ঐতিহাসিক ভোট। আম্রিগা তার প্রথম মহিলা প্রেসিডেন্ট পাবে তাও সে জিতবে রেকর্ড সংখ্যক ভোটে। ইতি - অমৃতলাল।
  • ঈশান | ০৭ জুন ২০১৬ ২২:৫২700419
  • বেসিকালি দুটো নিউজ চ্যানেল, ইলেকশনের আগেই, গতকাল, ঘোষণা করে দিয়েছে, হিলারি জিতে গেছে। সিএনেন আর এমএসএনবিসি। দুটোই হিলারি ক্যাম্পের। সুপার ডেলিগেটদের সংখ্যা যোগ করে বলেছে, যদিও সুপার ডেলিগেটরা কনহেনশনের আগে কাউকেই ভোট দেননি। দেবার চান্সও নেই। দুটো চ্যানেলই হিলারি পন্থী। ক্যাম্পেনে পয়সাও দিয়েছে। বেসিক্সলি এগুলো ইলেকশন স্ট্র্যাটেজি।

    দ্যাখেন একবার। এই হল ডিক্লারেশন। এটা এস্টিমেশন। কিন্তু "আমাদের এস্টিমেট" কথাটা কোথাওই বলা নেই। https://twitter.com/AP_Politics/status/739977292076683264

    হিলারিও প্রচন্ড খুশি। https://twitter.com/HillaryClinton/status/739983730002022400 এপি যখন বলে দিয়েছে, জিতেই গেছি। :-) এই সিস্টেম যদি রিগড না হয় তো রিগড কারে কয়?
  • pi | 24.139.209.3 | ০৭ জুন ২০১৬ ২৩:০০700420
  • আমাদের পাঁচটা রাজ্যে তাদের বিধানসভা নির্বাচনের জন্য ভোট হলেও এক্সিট পোলের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়না, অন্যদের উপর কোন প্রভাব পড়তে পারে ভেবে, এদিকে এখানে দেশের নির্বাচনে এক স্টেটের রেজাল্ট অন্যের আগে বেরিয়ে যাচ্ছে ! মাঝখানে আরো কত জলও বয়ে যাচ্ছে। শেষ ফেজকে প্রভাবিত করার তো পুরো হদ্দমুদ্দ ! আবার শুধু অন্যদের রেজাল্টই না, ফাইনাল রেজাল্ট কী, সেটাও নির্বাচন শেষ হবার আগেই চলে আসছে!

    এতো পুরো সিস্টেমই ফ্লড। রিগিং শাকের আঁটি।
  • সে | 198.155.168.109 | ০৭ জুন ২০১৬ ২৩:২৮700421
  • ক্যালিফোর্নিয়াতে যদি বার্নি জেতে তবে..., কিন্তু তা দুরাশামাত্র।
    বার্নি জিতনক, ক্যান্ডিডেট হোন, এসবই তো চাই। কিন্তু তা তো হচ্ছে না। ভাগ্যে নাচছে হিলারি ভার্সেস ট্রাম্প। এবং নবেম্বরে ট্রাম্প নামক রেসিস্ট লোকটি আম্রিগার প্রেসিডেন্ট নির্বাচিত হবে গণভোটে।
  • Arpan | 24.195.228.184 | ০৭ জুন ২০১৬ ২৩:৩৩700422
  • ট্রাম্প জিতবে না বলেই মনে হয়।
  • nabanita | 162.79.255.200 | ০৮ জুন ২০১৬ ০০:১৪700424
  • হিলারি ট্রাম্পের চাইতে অনেক ভাল ক্যান্ডিডেট। গতকাল একটা রিপোর্ট বলেছে হিলারি নাকি জিতেই গেছেন ডেমোক্রাটিক নমিনেশান - এটা বার্নি সাপোর্টারদের ভোট না দেওয়ানোর জন্যে ডার্টি পলিটিক্স। ক্যালিফোর্নিয়াতে মিডিয়া বলছে হিলারি বার্নির হাড্ডাহাড্ডি লড়াই, জমায়েত বলছে বার্নি অনেকটাই এগিয়ে বিশেষ করে কম বয়সী ভোটারদের মধ্যে। দেখা যাক এই প্রচারের পরে কি হয়।
    হিলারি আদ্যোপান্ত পলিটিশিয়ান - ভাল নেত্রী, ব্যালান্সেড। তবে মোটামুটি ভাল সরকার ছাড়া হিলারির কাছে কিছু আশা করি না। বার্নি স্বপ্নের ফেরিওয়ালা যিনি সাধারণ মানুষের হয়ে বলতে ভয় পান না - প্রেসিডেন্ট হলে এদেশকে এক ধাক্কায় বদলে দিতে পারেন ভালোর দিকে। ট্রাম্প নাইটমেয়ার - ঘৃণা, খামখেয়ালীপনা, দেশের সংবিধানের প্রতি অশ্রদ্ধা কী নেই। আশা করি এদেশের মানুষ ট্রাম্পকে ভোট দিয়ে নিজের নাক কাটবেন না।
  • lcm | 179.229.10.212 | ০৮ জুন ২০১৬ ০০:৩৬700425
  • পাই,
    এটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন নয়। এটা হল, কোন পার্টি থেকে কে ক্যান্ডিডেট হবে তার জন্যে পার্টির সমর্থকদের মধ্যে আভ্যন্তরীন নির্বাচন। এবং, প্রত্যেক পার্টির নিজেদের নিয়ম আছে ( ককাস, ডেলিগেট, সুপার ডেলিহ্গেট, টেক-ইট-অল স্টেট ....)। আবার অনেক পার্টির এসব নেই।
    মানে ধরো, বিজেপির ক্যান্ডিডেট মোদি হবে বা আদবানি - তার জন্য সারা দেশের বিজেপি সমর্থকদের মধ্যে রাজ্য ধরে ধরে ভোটাভুটি - এই জিনিসটাই অনেক সিস্টেমে নেই। যেটা এখন চলছে।

    প্রেসিডেন্সিয়াল ইলেক্শন নভেম্বরে। তখন জনগণ ভোট দেবে।
  • সে | 198.155.168.109 | ০৮ জুন ২০১৬ ০০:৩৯700426
  • এইমাত্র টিভিতে দেখালো হিলারি জিতে গেছে। যত ডেলিগেট দরকার তার চেয়ে একটা বেশি। এটা কীকরে সম্ভব?
  • lcm | 179.229.10.212 | ০৮ জুন ২০১৬ ০০:৪১700427
  • নবনীতা ঠিক ধরেছে, মেইনস্ট্রিম মিডিয়া ক্লিন্টন-দের ফেভারে।

    ডিসি/সে,
    ট্রাম্পের মুশকিল হল ঐটা, এখন ৭০% এর মতন সাদা, এর মধ্যে নন-হিসপানিক সাদা ৬২%। এই সাদাদের মধ্যে ধরো অর্ধেক যদি রিপাবলিকান হয়, তাহলে ধরো ৩০-৩৫%। কালো, হিসপানিক, এশিয়ান-দের মধ্যে ট্রাম্পের ভোটার কম। মানে, অখনও অবধি। নভেম্বর এখনও দেরি আছে। আসল প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন তো এখনও শুরু হয় নি। প্রাইমারি শেষ হোক।
  • ঈশান | ০৮ জুন ২০১৬ ০০:৫৭700428
  • যে ডেলিগেটরা নির্বাচিত হয়েছে, তাদের সংখ্যানুযায়ী হিলারি জেতেননি। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টিতে একটা নিয়ম আছে, নির্বাচিত ডেলিগেট ছাড়াও, কিছু ই পদাধিকারী কনভেনধনে ডেলিগেট হিসেবে যাবেন, এবং ভোট দেবেন। এঁদের আনুগত্য কনভেনশনের আগে ঘোষণা করার প্রয়োজন থাকেনা। তবুও অনেকে পক্ষ নেন। সেটাও পাথরে লেখা কিছু না। বদল হতেই পারে। এঁদের কয় সুপার ডেলিগেট।

    এবার নিউজ চ্যানেলরা এই সুপার ডেলিগেটরা কোনদিকে তার একটা হিসেব করে। কেউ কোথাও পক্ষ নিয়েছেন, কেউ এনডোর্স করেছেন, ইত্যাদি, এইভাবে সংখ্যা যোগ করা হয়। সেটাও পথরে লেখা কিছু না, বদলাতেই পারে। আবার মুখে যা বললেন, ব্যালটে উল্টো কাজও করতে পারেন এরা, সম্পূর্ণ আইনসিদ্ধভাবেই। ফলে কতজন সুপার ডেলিগেট কার পক্ষে, সেটা একটা এস্টিমেশন। সব চ্যানেলের আলাদা আলাদা হয়।

    এখন নিউজ চ্যানেল গুলো নির্বাচিত ডেলিগেট আর সম্ভাব্য সুপার ডেলিগেট যোগ করে দেখাচ্ছে, হিলারি জিতে গেছেন। তাও আবার মোটে একটি ভোটে। সেটা এদের এস্টিমেশন। সে এস্টিমেট এরা করতেই পারে, যে খুশি করতে পারে। কিন্তু "জিতে গেছে" ডিক্লেয়ার করাটা অনৈতিক। "আমরা এস্টিমেট করছি" এটা যোগ করা উচিত অন্তত।
  • সে | 198.155.168.109 | ০৮ জুন ২০১৬ ০১:০০700429
  • পল রায়ন লোকটার কথা শুনলে পিত্তি জ্বলে যায়। বলে কিনা, ট্রাম্প রেসিস্ট কমেন্ট করেছে (টেক্সটবুক কেস) তবু আমি তাকেই সাপোর্ট করব।
    এরা রাত্রে ঘুমোয় কীকরে?
  • kd | 212.142.106.218 | ০৮ জুন ২০১৬ ০২:১৪700430
  • সে, আমার কিন্তু রাতে-দিনে কখনই ঘুমোতে অসুবিধে হয় না (সত্যি সত্যি ঘুমোই তো)। ঃ)
  • সে | 198.155.168.109 | ০৮ জুন ২০১৬ ০২:৪৪700431
  • ধ্যাৎ, আপনি তো সাচ্চা কনজারভেটিব রিপাবলিকান।
  • dc | 132.164.210.53 | ০৮ জুন ২০১৬ ০৬:১৪700432
  • ট্রাম্পের ফরে কিন্তু সত্যি মোমেন্টাম আছে। সিএনএনএ এখন ট্রাম্পের মার্জিন দেখাচ্ছে ৮৩% (৩% ইন)। এরকমই মোমেন্টাম ২০১১তেও মোদির ফরে দেখেছিলাম। জেনারাল ইলেকশানে হিলারি ট্রাম্পকে হারাতে পারবে কিনা সে নিয়ে ডাউট আছে, অন্তত খুব ক্লোজ ইলেকশান হবে বলেই মনে হচ্ছে।
  • dc | 132.164.210.53 | ০৮ জুন ২০১৬ ০৬:১৬700433
  • ৬% ইন, এখনো ট্রাম্প ৮৩%। হি-উ-উ-জ। হি-উ-জ।
  • ঈশান | ০৮ জুন ২০১৬ ০৬:২৩700435
  • আরে আর তো কোনো ক্যান্ডিডেটই নেই। সবাই সরে গেছে। ১০০% পাবার কথা। তার জায়গায় ৮৩%। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন