এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০৫৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ১১ জুন ২০১৬ ০৩:০০700569
  • আইবি লোনগুলো কিনে নিতো। এছাড়া কমার্শিয়ালগুলোর আইবি ব্র্যান্চ রাও করতে পারে।
  • দ্রি | 87.247.181.165 | ১১ জুন ২০১৬ ০৩:০৩700570
  • গ্লাস-স্টীগালের রিপিল কি এই বিহেভিয়ারগুলো অ্যাগ্রেভেট করতে পারে না?
  • S | 108.127.180.11 | ১১ জুন ২০১৬ ০৩:০৪700571
  • পরে লিখবো।
  • S | 108.127.180.11 | ১১ জুন ২০১৬ ০৬:০৫700572
  • সিকিউরিটাইজেশন আগেও ছিলো, এখনো আছে, পরেও থাকবে। বাড়ির লোন, গাড়ির লোন, স্টুডেন্ট লোন সব সিকিউরিটাইজ হয়ে যায়। সিকিউরিটাইজেশন না থাকলে এতো এতো লোন দেওয়া যাবেনা। এটা ক্যাপিটাল ওঠানোর আরেকটা উপায়। ইন্ডিয়াতেও ভুড়ি ভুড়ি সিকিউরিটাইজেশন হয়।

    আর পিওর প্লে ইনভেস্টমেন্ট ব্যান্কগুলোর ক্ষেত্রে (জিএস, মেরিল, লিম্যান ইত্যাদি) গ্লাস স্টিগাল অ্যাক্টের তেমন কোনো ইম্প্যাক্ট থাকার কথা নয়। সিটি, জেপি মর্গ্যান, বোফার ক্ষেত্রে আছে।

    পরে আরো লিখবো।
  • দ্রি | 227.115.10.132 | ১১ জুন ২০১৬ ২৩:১৩700573
  • সে তো লোনও, আগেও ছিল, এখনও আছে,পরেও থাকবে।

    সেটা কথা নয়। কথা হল, কত লোন, কি কোয়ালিটির লোন, লোন আর ইকুইটির প্রোপোর্শান ইত্যাদি।

    আগে সিকিওরিটাইজেশান কত পরিমাণ ছিল, ধরুন নাইন্টিজে। কোন স্ট্যাট আছে?

    দেখুন, ক্রাইসিসের আগে লোন, সিকিওরিটাইজেশান, এবং তৎসংক্রান্ত বেটিং (ডেরিভেটিভ) এর একটা হিড়িক পড়েছিল। খুব কোয়েশ্চেনেব্‌ল ইকুইটির ওপর ভিত্তি করে বিরাট ডেট বাব্‌ল হয়েছিল - ম্যক্রো লেভেলে। মাইক্রো লেভেলে, গ্লাস স্টীগালের রিপিল ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারকে কোন ভাবে অ্যাফেক্ট করেছিল কিনা সেটাই প্রশ্ন।

    রিসেন্টলি গোল্ডম্যান স্যাক্সও কমার্শিয়াল ব্যাঙ্ক হওয়ার অনুমতি পেয়েছে না? ২০০৯এ অবশ্য ছিল না।
  • S | 108.127.180.11 | ১১ জুন ২০১৬ ২৩:৪৮700574
  • না এগুলোর সাথে গ্লাস স্টিগালের কোনো সম্পর্ক নেই। সিকিউরিটাইজড বন্ডগুলো সব ভালো রেটিঙ্গ পাচ্ছিলো বলে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছিলো (আমার মনে হয় অন্য একটা কারণও আছে)। আর এই কারণে লেন্ডিঙ্গ ইন্স্টিটুশনের পক্ষে অনেক বেশি লোন দেওয়া সম্ভব হচ্ছিলো। কারণ সাব প্রাইম তাই মার্জিন ভালো আর অন্যদিকে সব লোন অফ বুক করে দেওয়া যাচ্ছিলো - ফলে লোন দেওয়ার হিড়িক পড়ে যায়। মানে যত লোনই দিই না কেন আর যাকেই দিই না কেন লেন্ডার তো সব রিস্ক সরিয়ে দিচ্ছিলো - ফলে খারাপ লোন দেওয়ার কোনো নেগেটিভ ইন্সেন্টিভ নেই।

    আর গোল্ডম্যান কমার্শিয়াল ব্যান্ক হবে শুনেছিলাম, হয়েছে কিনা জানিনা। কিন্তু সেটা, আপনি যেমন বললেন, ক্রাইসিসের পরে - ফলে ক্রাইসিসের কারণ নয়।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০০:৩৬700575
  • বাংলা গপ্পো হল --
    বেসিক্যালি, ২০০৮ এর ক্রাইসিস-এর জন্যে দোষ দেওয়া হয় শ্যাডো ব্যাংকিং সিস্টেম-কে। উদাহারণ - বেয়ার স্টার্ন্স, লেম্যান ব্রাদার্স, এআইজি... কিন্তু এরা কারা, শ্যাডো ব্যাংকিং, মানে কী?
    উইকি বলছে -

    Shadow Banking System

    The shadow banking system is a term for the collection of non-bank financial intermediaries that provide services similar to traditional commercial banks but outside normal financial regulations
    ...
    Examples of important components of the shadow banking system include securitization vehicles, asset-backed commercial paper [ABCP] conduits, money market funds, markets for repurchase agreements, investment banks, and mortgage companies.
    ...
    Shadow banking has grown in importance to rival traditional depository banking, and was a primary factor in the subprime mortgage crisis of 2007-2008 and the global recession that followed.

    এবার এরা, মানে এই শ্যাডো ব্যাংক্গুলো ফান্ডিং পেল কোথা থেকে ?

    ...The so-called shadow banking system — from Bear Stearns to Lehman Brothers to AIG and others like Washington Mutual and Countrywide — was funded directly or indirectly by megabanks like JPMorgan Chase, Bank of America and Citigroup (which often also created the demand for their subprime “products”).

    এই যে, রেগুলার রেগুলার কমার্শিয়াল ব্যাংক শ্যাডো ব্যাংকে টাকা লাগাতে পারল - এটা সম্ভব হয়েছিল গ্লাস-স্টিগাল অ্যাক্ট তুলে নেওয়ার ফলে।

    তো এই হচ্ছে বাংলা গপ্পো।

    কিন্তু, অবশ্যই কেউই গ্লাস-স্টিগাল রিপিল-কে একমাত্র কারণ হিসেবে দাগিয়ে দেয় নি।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০১:০৬700576
  • ধুর। এইসব আইবি রয়েছে অনন্তকাল থেকে।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:০৯700577
  • অবশ্যই। কিন্তু, ব্যাপারটা আইবি গুলোর অস্তিত্ব নিয়ে নয়। চ্যানেলিং ব্যাংকিং মানি ইনটু শেডি ইনভেস্টমেন্ট অফ্‌ আইবি --- সেইটা।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০১:১২700580
  • "শেডি ইনভেস্টমেন্ট অফ্‌ আইবি" মানে? অইকিউরিটাইজেশনও হচ্ছে যবে থেকে স্প্রেড শীট বানানো হয়েছে তবে থেকেই।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০১:১২700579
  • আর সিকিউরিটাইজেশন ইনভেস্টরদের ব্যন্ক লোন মার্কেটে ইনভেস্ট করার সুযোগ দেয়। এই অবধি।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:১৮700581
  • ইয়েস্‌, সিডিও=শেডি

    After 1998 "multi-sector" CDOs were developed by Prudential Securities, but CDOs remained fairly obscure until after 2000. In 2002 and 2003 CDOs had a setback when rating agencies "were forced to downgrade hundreds" of the securities, but sales of CDOs grew—from $69 billion in 2000 to around $500 billion in 2006.

    From 2004 through 2007, $1.4 trillion worth of CDOs were issued.

    https://en.wikipedia.org/wiki/Collateralized_debt_obligation

    দ্য মেইন জালি, দ্য মেইন কালপ্রিট।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০১:২২700582
  • সিডিও জালি নয় - কমপ্লেক্স। আমি কিছু বুঝিনা মানেই সেইটা জালি এমন বলার কোনো কারণ তো দেখিনা। কোরিলেশনের ক্যালকুলেশন ঠিকঠাক করতে পারলে কোনো প্রবলেম নেই।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:২৬700583
  • আহা, আমি জালি বলি নি, বলেছেন ক্রুগম্যান থেকে স্টিলগিজ --- ... ।
    (২০০৮ এ ট্রাফিক জ্যামে গাড়ি আটকালে), এনপিআর থেকে যে কোনো রেডিও স্টেশনে নানা পন্ডিত নানাভাবে উহাকে জালি স্যাবাস্ত করেন।
    আমি তো পাতি শ্রোতা মাত্র। কেহ যদি দায়ী হন, তো মিডিয়া, রেডিও/টিভি এবং পন্ডিত।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:২৮700584
  • *স্টিগলিজ
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০১:৪২700585
  • কি বলবো বলুন। এতো সব পন্ডিত লোকেদের নাম বললে তো আর তক্ক করা যায়্না। আর ২০০৮ এর পরে সবাই নিজের মত পোস্ট ফ্যাক্টো কনক্লুশন দিয়েছে। এতো ক্ষেমতা থাকলে বলুক না এই মুহুর্তে কি প্রবলেম আছে আর কবে প্রবলেম হবে। এই নিয়েও গন্ডগোল আছে। যেকোনো সময়েই দুপক্ষ থাকে - এক্দল বলে কোনো সমস্যা নেই, আরেকদ্ল বলে আছে (কয়েকদিন আগেও যেমন অনেকে ২০১৬র ডুমের কথা বলছিলো)। এদের পলিটিকাল অ্যাফিলিয়েশন একটু খেয়াল রাখবেন। লেগে গেলে দাবী করে আমার অ্যানালিসিস ঠিক ছিলো ইত্যাদি। তাই এইসব পান্ডিতদের কথা ছাড়ুন।

    প্রপার্টি প্রাইস কমলো কেন? তার আগে ওরকম ভাবে বাড়লো কেন? শুধু মাত্র কম ইন্টারেস্ট রেটের জন্য আর সাবপ্রাইম লোনের জন্য? প্রাইম প্রপর্টি প্রাইসও তো বেড়েছিলো মারাত্মক - কেন? সেগুলো তো সাব প্রাইমরা কেনে নি।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:৫১700586
  • S,
    এ ব্যাপারে একদম একমত। তখন মানে মিডিয়ায় কান পাতা দায়। টাইম ম্যাগাজিন কভার স্টোরি করছে - হোয়াট হ্যাপেন্‌ড্‌! হোয়াই! --- টিভি/রেডিও/ইন্টারনেট সর্বত্র পন্ডিতে গিজগিজ করত্যাসে - পোস্ট ইভেন্ট অ্যানিলিসিস।

    আর, আমি পাতি বিজনেস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাগ্রি করি। ১৯৯৮-২০০০ এই দু বছর খুব লাফাতে লাফাতে স্টক কেনাবেচা করেছিলুম কিছু, ঐ যেমন আনাড়িরা করে আর কি। একটি কারণে আমাকে এইসব কেনাবেচা বন্ধ করে দিতে হয়। তাতে অবশ্য খারাপ কিছু হয় নাই।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০১:৫৯700587
  • "প্রপার্টি প্রাইস কমলো কেন? তার আগে ওরকম ভাবে বাড়লো কেন?"

    প্রপার্টি প্রাইস কি কমেছিল? মানে ২০০৭ এর আগে? কবে? আমি তো তেমন কিছু অন্তত ক্যালিফোর্নিয়ায় দেখি নি। তুমি কি পোস্ট ২০০৮ এর কথা বলছ।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০২:০৬700588
  • প্রপার্টি প্রাইস কমার পরেই/ফলেই সাব প্রাইম লোনে ডিফল্ট বাড়ে। তার পরেই সব ডমিনো এফেক্ট।
  • aka | 34.96.82.109 | ১২ জুন ২০১৬ ০২:০৭700590
  • এতো গোলের কি আছে বুঝি নাই।

    ধরুন ক নামের ব্যান্ক আছে সে অ নামক লোককে বাড়ির লোন দিল। ধরা যাক ৭০০ হাজার ডলারের।

    এবারে ক নামক ব্যান্কটি খ নামক ইনভেস্টমেন্ট ফার্মের সাথে একটা ইন্সিওরেন্স টাইপ কিনল যাতে কিনা অ বাবু যদি ফেল করে তাতেও ক ব্যান্কের কোন ক্ষতি নেই, খ তখন সেই টাকা ক কে দিয়ে দেবে।

    এবারে ক নামক ব্যান্কের যেহেতু লস হবার কোনই সম্ভবনা নেই তাই ব্যান্ক চাইবে যেকোন রকম ভাবে সেল করতে। এইটা রিয়েল লাইফ উদাহরণ। একটি লোকের আয় ছিল ৭০ হাজার ডলার বছরে। তার মর্ট্গেজ ছিল ৭০০ হাজারের। তার ওপরে ছিল তার অ্যালিমনি ইত্যাদি। সে লোন পেয়েছিল কারণ ঐ ব্যান্কের কোন ক্ষতি নেই। এই জন্যই হাউসিঙ্গ মার্কেট ক্র্যাশ করেছিল। রিসেশনও এসেছিল। ঐ অ্যাক্টো থাকলে এটা হত না।
  • aka | 34.96.82.109 | ১২ জুন ২০১৬ ০২:১২700591
  • উল্টোটা।

    এই রকম ডিফল্টার বাড়ার ফলে প্রপার্টি প্রাইস কমতে থাকে। কারণ লোকে ডিফেন্সিভ হয়ে পড়ে, কম বাড়ি কেনা-বেচা হয়, দাম কমে।

    তৈরী হয় টক্সিক অ্যাসেট- যা বাড়ির দাম তখন বাজারে তার থেকে বেশি তার মর্টগেজ। আর ডমিনো এফেক্ট।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০২:১৯700592
  • না, না। ডিফল্ট বাড়ে কেন? দাম কমেছে বলে নয়। ঠিক উল্টো, ডিফল্ট বেড়েছিল বলে দাম হু হু করে কমতে থাকে, ইনভেন্টরি বাড়তে থাকে।

    ডিফল্ট বেড়েছিল কারণ লোনগুলি ছিল বাজে লোন, টক্সিক ইন্ভেস্টমেন্ট। আকা ওপরে যে উদাহারণ দিল সে তো তবু ভাল, বছরে ৭০ হাজার। বছরে ৩০ হাজার-ও ইনকামের লোকও লোন পেয়েছে প্রচুর টাকার। চাকরি নেই এমন লোকও লোন পেয়েছে বলে শোনা যায়। শুধু তাই নয় সেই সব লোনের আবার সিডিও সিকিওরিটি বিক্রি হয়েছে হাই লেভেলে। এখন সেই সব মর্ট্গেজের পেমেন্ট গুলো ডিফল্ট করতই, ইট ওয়াজ আ বম্ব ওয়েটিং টু বার্স্ট, ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ টাইম।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০২:৪৬700593
  • আকাদা সিডিও এবিএস সিডিএস সব গুলিয়ে ফেলেছেন। পরে সময় করে লিখতে হবে দেখছি। আমি ভেবেছিলাম এখানে আপনারা ব্যাপারটা জানেন।

    আর প্রপার্টি প্রাইস কমে গেলে কেন ডিফল্ট বাড়ে এইটা বোঝাতে হচ্ছে দেখেও অবাক হচ্ছি। মনে করুন আপনি একটা বাড়ি কিনলেন ১০০ টাকায় - ৮০ টাকা লোন আর ২০ টাকা আপনার নিজের। এইবারে প্রাইস কমে গিয়ে হলো ৬০ টাকা। আপনি লোন ফেরত দেবেন না। কারণ এখন ৬০ টাকার জিনিসে আপনার লোন ৮০ টাকা।

    প্রপার্টি প্রাইস পড়তে শুরু করে ২০০৬ থেকে।
  • aka | 34.96.82.109 | ১২ জুন ২০১৬ ০২:৪৮700594
  • গুলবো কেন? এগুলো খায়্না গায় মাখে তাই জানি না, গুলনোর প্রশ্নই নেই। সে নয় লিখো সময় করে। কিন্তু হাউসিঙ্গ মার্কেট ক্র্যাশ ও রিসেশন নিয়ে সম্পর্কে অসঙ্গতি কোথায় সেটাও বলো।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০২:৪৯700595
  • লিখবো। একটু সময় দেন।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০৩:২৬700596
  • এস যেটা বলেছে সেটা ইনভেস্টমেন্ট রিয়েল স্টেট প্রপার্টি-র জন্যে। রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে এমন কি করে হবে, তাহলে বাড়ির দাম পড়ে একেবারে তলিয়ে গেল, তখন সবাই বাড়ি বেচে দিয়ে চলে যাবে - তাহলে থাকবে কোথায়? লোন-টু-ভ্যালু রেশিও পড়ে গেলেই লোকে ডিফল্ট করে না। লোকে ডিফল্ট করে যখন মান্থলি মর্টগেজ পেমেন্ট দিতে পারে না। ভেরি ভেরি বেসিক।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০৩:৫২700597
  • ব্যাক টু বাংলা গপ্পো।

    ১) বাড়ির দাম বাড়ল কেন?

    কারণ, লোন খুব সহজলভ্য। লোন ফেরত দেবার ক্ষমতা থাকুক বা না থাকুক লোন পাওয়া খুব সহজ। এতে করে হল কি, সকলেই বাড়ি কিনতে আরম্ভ করল। এদিকে এত বাড়ি তো নেই, সাপ্লাই কম ডিমান্ড বেশি, দাম বাড়তে আরম্ভ করল।

    ২) কিন্তু ব্যাংক এরকম লোন দিল কেন?

    কারণ, লোন ইন্সিওর করা আছে। যদি গ্রাহক পেমেন্ট ফেইল করে, ব্যাংকের কোনো ক্ষতি নাই, ইনসিওরেন্স কোম্পানি লোনের টাকা দিয়ে দেবে, তার জন্য ব্যাংক ইন্সিওরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দিচ্ছে।

    ৩) কিন্তু, ইনসিওরেন্স কোম্পানিই এরকম লোন কভার করল কেন? এ তো জানা কথা যে গ্রাহক ডিফল্ট করবে, তখন ইনসিওরেন্স কোম্পানির গচ্চা যাবে।

    এই জায়গাটায় হল ঘাপলা। ধরা যাক, ব্যাংক আর ইন্সিওরেন্স কোম্পানি দুটিরই মালিক একজন বা এদের পিছনে আছে এক বড় ব্যাংক। তখন কিন্তু ব্যাপারটা, ইয়ে মানে...।

    ৪) কিন্তু, এমন কি করে হল - যে, ব্যাংক আর ইন্সিওরেন্স কোম্পানি একই?

    এইখানে কবি বলেছেন - আইন, সরকারি আইন, ১৯৩০ সাল থেকে আইন করে এইগুলি বন্ধ করা ছিল। ১৯৯৯-এ শিথিল হয় এই আইন।

    এবার, এই বাংলা গপ্পো কে বুঝিয়ে বলুক S ।
  • S | 108.127.180.11 | ১২ জুন ২০১৬ ০৩:৫৩700598
  • ভাড়া বাড়িতে থাকবে। বা কম ভ্যালুর বাড়িতে চলে যাবে - কম লোন শোধ করবে। ব্যান্ক নিজেই ব্যবস্থা করে দেবে। লোন-টু-ভ্যালু রেশিও পড়ে গেলেই লোকে ডিফল্ট করে - একেবারে স্ট্যাটিস্টিকাল রিয়েলিটি। সেজন্যে লোনের প্রথমদিকে ডিফল্ট করার সম্বাবনা বেশি থাকে। কাউকে শুনবেন না ৮ বছর লোন শোধ দেওয়ার পরে ডিফল্ট করেছে। আর মান্থলি মর্টগেজ পেমেন্ট দিতে পারে নি কেন?

    আর কোনো এমবিএসের AAA ট্রান্চ ডিফল্ট করেনি, করেছিলো সিডিওগুলো। পরে বুঝিয়ে লিখবো।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০৩:৫৭700599
  • নোপ।
    আমার নিজের বাড়ি তিন বছর আন্ডার ভ্যালু ছিল। আমি ডিফল্ট করি নি, কারণ মান্থলি মর্টগেজ দিতে পারছিলাম। এমন লক্ষ লক্ষ লোক ডিফল্ট করে নি, অথচ তাদের বাড়ির দাম হু হু করে পড়ে গেছে।
    আবার অনেক লোক বাড়ির দাম বেড়ে গেলেও, ডিফল্ট করেছে, কারণ মাথলি পেমেন্ট দিতে পারে নি। ২০০০-এর ডট কম ক্র্যাশের পর যেমন হয়েছিল।
  • lcm | 83.162.22.190 | ১২ জুন ২০১৬ ০৩:৫৮700601
  • "লোন-টু-ভ্যালু রেশিও পড়ে গেলেই লোকে ডিফল্ট করে - একেবারে স্ট্যাটিস্টিকাল রিয়েলিটি। "

    এক্কেবারে নায়িভ কমেন্ট।

    তাহলে তো ২০০৮-২০১১ কোটি কোটি লোক ডিফল্ট করে দিত। ইন ফ্যাক্ট, কেউউ বাড়িতে থকত না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন