এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.6.243 (*) | ২২ মার্চ ২০১৫ ০৬:৫৯71105
  • করে বলেই জানি।
  • Tim | 188.91.253.190 (*) | ২২ মার্চ ২০১৫ ০৭:০১71056
  • তাতিনকে ক দিলাম। আরো অনেকের পোস্টের সাথেই একমত, চর্বিতচর্বণ হবে বলে আর লিখলাম না তাই।
    তবে একটা কথা বলা দরকার। হোক কলরব চলাকালীন ভিসির অযোগ্যতার যা সব ছবি ফুটে উঠেছে, সঙ্গে প্রশাসনের অপদার্থতার যা বাহার, সেই সূত্রেই অনেক তথাকথিত "বহিরাগত" এই আন্দোলনকে সমর্থন করেছিলো। আমি নিজেই একটা সময় খুবই বিরক্ত হয়ে ভিসি হঠাও স্লোগানে সাবস্ক্রাইব করেছি, এবং মনে করি ঠিকই করেছিলাম। কিন্তু সি সঙ্গে এও দেখতে পাই যে আমাদের ক্ষোভ খুবই সুন্দরভাবে চ্যানেলাইজ্ড করে রাজনীতি চলেছে নিজের পথেই। জে ইউ তে এই রাজনৈতিক কাঁইকিচিরে কলরব এমন কেওটিক হয়েছে যে কি হচ্ছে জানা অসম্ভব। এইসব ভেবে আজকাল হতাশই লাগে, যখন দেখি কার পতাকাতলে একটি বক্তব্য ব্যবহার হচ্ছে সেটা ডিসাইড করার অধিকারও অরাজনৈতিক জনতার নেই।
  • ranjan roy | 229.64.64.119 (*) | ২২ মার্চ ২০১৫ ০৭:২৬71057
  • "এই সময়"এর রিপোর্টে যা পেলামঃ
    ১) ফেস্টে ঢোকার সময় কলাবিভাগের ছাত্রীটির ব্যাগ আয়োজক (ফেটসু)ছেলেরা সার্চ করতে চায়। আইডেন্টিটি ইত্যাদি। ব্যাগে কিছু ব্যক্তিগত জিনিস থাকায় মেয়েটি ব্যাগ খুলতে অস্বীকার করে।
    তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায়।
    অভিযোগ মেয়েটিকে ফেটসুর নেতারা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
    -- এটাকে অভিযোগকারিণী টেকনিক্যালি শ্লীলতাহানি বলছেন।
    ২) অভিযোগকারিণী বাম নকুঘেঁষা ইউনিয়ন আইসার হয়ে চেয়ারপার্সনের জন্যে দাঁড়িয়েছিলেন। উনি নিজেও একজন হোক কলরবের পুরোধা।
    ৩) ফেটসুর নেতারাও হোক কলরবের পুরোধা।
    তারা পালটা বলছেঃ
    মেয়েটির ব্যাগ মেয়ে ভলান্টিয়াররাই খোলার দাবি করেছিল। ধাক্কাধাক্কি ওদের সঙ্গেই হয়। ছেলেরা কেউ গায়ে হাত দেয় নি। মেয়েটি বাড়িয়ে বলছেন।

    ফলং? আইসা ও অন্যান্য কলরবীদের মধ্যে মতভেদ সারফেসে উঠে এসেছে।

    আগে যা হয়েছিলঃ
    ১) মেয়েটির অভিযোগ ছিল শ্লীলতাহানির।
    ২) হোক কলরবের কথা ছিল যে মমতা সরকার বে-আইনি ভাবে রেজোলুশন পাশ করে আইসিসি থেকে ছাত্র প্রতিনিধিদের বের করে দিয়েছে। আগে পুরনো নিয়ম (UGC Rules) অনুযায়ী ছাত্র প্রতিনিধিদেরও তদন্ত কমিটিতে নিতে হবে।
    ৩) শিক্ষা মন্ত্রীর গড়া সুরঞ্জন দাস কমিটির রিপোর্ট সরকার ধামাচাপা দিয়ে রেখেছে, প্রকাশ করেনি। যতদূর শোনা যাচ্ছে তাতে ধরি মাছ না ছুঁই পানি গোছের কথাবার্তা। অর্থাৎ, ঘটনা কিছু একটা ঘটেছিল তা স্বীকার করা হয়েছে। কিন্তু তাতে দোশীদের বা কার দায়িত্ব তা পিন পয়েন্ট করা হয় নি। সেই রিপোর্ট নিয়েও ইসি কোন আলোচনা করেনি।
  • sm | 53.251.91.30 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:০১71058
  • কাহিনী শেষ? প্রশ্ন শুরু। তারপর কি হলো? আন্দোলনের কি হলো? ধামা চাপা রিপোর্ট বের করতে আন্দোলন কারীদের চাপ কি রকম? বিদেশে কর্মরত সহানুভূতিশীল জনগণই বা কি বলছে বা করছে?
  • potke | 126.202.20.77 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:১০71059
  • যাই হক, মেয়েটি কবে সুবিচার পাবে আর দোষীরা কবে শাস্তি পাবে সেটা জানতে পারলে ভালো লাগত। তা আপনারা যখন জানেন না কাটিয়ে দেন।

    আচ্ছা, এটা কি জানেন কারা করেছিল?
  • potke | 126.202.20.77 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:১১71060
  • প্রশ্নের উত্তরে আবার থিসিস লিখতে বসবেন না প্লিস।
  • Arpan | 125.118.175.62 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:৪২71061
  • পোটকের প্রশ্নটা আমারো। অক্ষদারটাও।
  • potke | 126.202.20.77 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:৫১71062
  • s র জুটা-পয়েন্ট নোটেড, জুটার কারা কারা পিছনে ছিল সেটাও মনে হয় অজানা নয় ঃ)

    এর সাথে ভিসির কমপিটেন্সের কোনো সম্পর্ক নাই।
  • a | 213.219.201.58 (*) | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৫71106
  • এ হে আপনার সাথে তর্ক করার বাসনা আমারো নেই। তব্লে আপনাকে তো অনেকদিক সামলাতে হয়, তাই পড়তে ভুল হয় হামেশা। মন দিয়ে দেখবেন জোকা নিয়ে আমার কোন বক্তব্যই নেই
  • Sayantani | 126.203.177.190 (*) | ২২ মার্চ ২০১৫ ০৯:৩৪71107
  • যতদুর জানি এখনো univ এ আছে। তবে খুব রেগুলার বোধয় আগেও ক্লাস করত না! আর pi ওই কি তুমি নন্দিনী কে বোধয় ঈভ teasing বলা যায়, যেমন বলিউড এ এখনো দেখায়, tollywood এও!
  • a | 213.219.201.58 (*) | ২২ মার্চ ২০১৫ ১০:৪৬71063
  • "শিক্ষা মন্ত্রীর গড়া সুরঞ্জন দাস কমিটির রিপোর্ট সরকার ধামাচাপা দিয়ে রেখেছে, প্রকাশ করেনি।" রিপোর্ট কি সরকারের কাছে যায় নাকি? যদি যায়, সেটা কেন "সরকারি নজরদারী" নয়? সেটা কেন কলরবীরা মেনে নিল? যদি না যায়, তাহলে কেন কর্ত্রিপক্ষের কাছে অবিলম্বে রিপোর্ট প্রকাশের দাবি জানানো হচ্ছে না?
  • pi | 24.139.221.129 (*) | ২২ মার্চ ২০১৫ ১১:২৬71064
  • এই ঘটনাটা নিয়ে যেটুকু যা শুনেছি ( শুনেছি তে নজরটান রইলো), মেয়েটিকে মেয়েরাই চেক করেছিল। কর্তৃপক্ষের নির্দেশ ছিল, ব্যাগে ড্রাগ আছে কিনা চেক করতে হবে, আর সেটার দায়িত্ব ছাত্রদের দেওয়া হয়। ও ব্যাগ দেখাতে অস্বীকার করার পর এদের মধ্যে ঝামেলা শুরু হয়। মারামারির পর্যায়েও যায়। তখন কয়েকটি ছেলে এসে ছাড়াতে যায় আর তাতে ঐ মেয়েটির গায়েও হাত পড়ে। মেয়েটি থানায় শ্লীলতাহানি মানে, সেক্সুয়াল অ্যাসল্টের অভিযোগ করেছে কিন্তু অন্য যেখানে, মানে মিডিয়ায় যা বলেছে, সেখানে ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলেছে।
  • h | 127.248.139.175 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:০০71065
  • দ্য এক্স ভিসি শুড বি হ্যাভিং দ্য লাফ অফ হিস লাইফ ঃ-)))) ছেলেমেয়েরা নিজেরাই এই লেভেলের মুর্গী হলে আর কি করা যাবে।

    আন্দোলন টা যেখানে সার্ভেলেন্স বিরুদ্ধেও ছিল, সেখানে ছেলে মেয়েরা নিজেরা তাদের ই বন্ধু বান্ধব দের ব্যাগ চেক করবে কেন এটা পরিষ্কার না। এই নির্দেশ টাই বোগাস, প্লাস এটা মেনে নেওয়া মুর্খামি। যাদবপুরের এই সব ফেস্ট অর্গানাইজার রা অভূতপূর্ব ছাগলামি করেছেন। মাইরি কোনো মানে আছে, হিউজ এমব্যারাসমেন্ট।
  • h | 127.248.139.175 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:০৯71066
  • বাই দ্য ওয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবার কোনো দর্কার আগের ঘটনাতেও ছিল না, এই ঘটনাতেও নেই। তবে এইবার একটু ফেস্ট অর্গানাইজার রা পদত্যাগ টা করলে পারেন।
  • h | 127.248.139.175 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:১৪71067
  • মারামারি আর শ্লীলতাহানি র অবশ্যই পার্থক্য রয়েছে, তো সেটা বিচার ও সিসিটিভি সাপেক্ষ। কিন্তু এটা শুধুই মারামারি প্রাইমা ফেসি দাবী করলে, সেপ্টেম্বরের পুলিশ এর রাতের ভূমিকায় যে বিভাগীয় তদন্তের দাবী ছিল, রাজ সিং ইত্যাদি, মেয়েদের উপরে যে টার্গেটেড অত্যাচারের দাবী ছিল সেটা গিলতে হয়। একেবারেই সেম সাইড গোল হয়েছে, এখন সমবেত ঢোঁক গেলুনি অথবা অতি বুদ্ধি প্রদর্শন পূর্বক আরেকটি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন সুচনা।
  • কল্লোল | 125.242.186.15 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:১৮71068
  • এটাই হবার ছিলো। হোককলরব তাদের "জয়"এর কিছু আগে থেকেই ক্ষমতার কেন্দ্র হয়ে গেছে।

    আমার ধারনা গুরুচন্ড৯দেরও এটা নিয়ে ভাবার সময় হয়েছে।
    আমরা, ঘোষনা অনুযায়ী অক্ষম তো নইই, একেবারে ক্ষমতাহীণও আর নই বোধহয়।
    আমি ভুল প্রমাণিত হতে চাই।
  • h | 127.248.139.175 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:২২71069
  • আবার গুরুচন্ডা৯ এর মধ্যে কোদ্দিয়ে এল গুচ র পত্রিকার কেউ ই তো যাদবপুরের কর্তৃপক্ষ, পুলিশ, ছাত্র ছাত্রী কোনোটাই না বলে মনে হয়, কি চাপ।
  • pi | 24.139.221.129 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:২৫71071
  • কল্লোলদার পোস্টটা বুঝলাম না।
  • h | 127.248.139.175 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:২৫71070
  • এই কল্লোল দা র মাইরি বুদ্ধবাবু দশা প্রাপ্তি হয়েছে দাড়ি পাকার পর থেকে। কেবল ভুল প্রমাণিত হতে চাইছে, কিন্তু সেটা তো অনেক আগেই হয়ে গেছে ;-)) নো চাপ কল্লোল দা, জাস্ট জোকিং;-)
  • pi | 24.139.221.129 (*) | ২২ মার্চ ২০১৫ ১২:২৯71072
  • হোক কলরবের লোকজনের একটা পোস্ট।

    'কেন্দ্রীয় সরকারের মনে হয়েছিলো জোকা মেডিক্যাল কলেজটা তুলে দেওয়া হবে । সেখানে যদিও দুবছর আগে থেকেই ভর্তি প্রক্রিয়া চলেছে । ছাত্র ছাত্রী সংখ্যা ২০০ । তারা রীতিমতো জয়েন্ট পরীক্ষা দিয়ে পড়বার সুযোগ পেয়েছিল ।
    প্রতিবাদ হয়েছে কলকাতা থেকে দিল্লীর রাস্তায় । সারা দেশের ESI কলেজ গুলো প্রতিবাদ করেছিলো । প্রতিবাদে গর্জে উঠেছিল কলকাতার অন্য কলেজ গুলোও । কোর্টে জনস্বার্থ মামলা হয় । সাঁড়াশি চাপে সরকার পিছু হটেছে । তারা ঘোষণা করেছে কলেজ থাকবে আগের মতোই । পরের বছরও ছাত্র ভর্তি নেওয়া হবে ।
    সংগ্রামী অভিনন্দন'

    যারা এই হোক কলরবের সব লোকজনের এতে অংশগ্রহণের পিছনে রাজনৈতিক স্বার্থসিদ্ধি বা ব্যক্তিগত কোন লাভ বা কোনকিছুকে ধামাচাপা দেবার প্রচেষ্টা - এইসব দেখেন, তাঁদের কাছে জিজ্ঞাস্য ছিল, এই জোকা নিয়ে আন্দোলন, এসবের অংশ নিয়ে এসবের মধ্যে কোন উদ্দেশ্য সিদ্ধ হল? আর না হয়ে থাকলে এসবে অংশ নেওয়ার মানেই বা কী ছিল ?
  • a | 213.219.201.58 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০১71198
  • সে এর বক্তব্যে আমার বক্তব্য নাই, কিন্তু পার্সোনাল আর অপ্রাসঙ্গিক কথা উনি টেনে আনেননি মনে হয়।
    (আরেকজন a, অন্য নিক নিলে হয় না? অলরেডি আপনার জন্যে আমি একবার খিস্তি খেয়েছি ঃ))
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০১71197
  • ভদ্রতার আশা শুধু আমার থেকে? অন্যদিক থেকে নয় কেন?
    আপত্তিকর লাগছে?
    জানি তো। কেন লাগছে? সোজাসুজি বলেছি বলে?
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০২71199
  • মেইল গুলো কপি পেস্ট হবে না ? :))
  • T | 24.139.128.15 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০৩71200
  • সিরিয়াসলি, এই কাঁদুনিটা অত্যন্ত হাস্যকর লাগছে। পুরো ভুলভাল। ধুর।
  • Arpan | 125.118.26.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০৭71202
  • সে-র মাথা গরম আছে। (হয়ত) সঙ্গত কারণেই।

    একটা কথা মাথা ঠাণ্ডা হলে ভেবে দেখতে অনুরোধ করছি। যদুপুরের সবাই দাম্ভিক না বা রূঢ় ব্যবহার করে না। ইন ফ্যাক্ট কোন জায়গা নিয়েই এক্সট্রিম কোন (ভালো/খারাপ) জেনেরালাইজেশন করা উচিত না।

    এই টইতে নিশ্চয় খেয়াল করেছেন যদুপুরের কোন কোন প্রাক্তনী আন্দোলনের গন্তব্য ও ভূমিকা নিয়ে নিয়মিত প্রশ্ন করেছেন। এইটুকুই বলার ছিল।
  • hu | 188.91.253.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০৭71201
  • অন্যদিক থেকে ভদ্রতালঙ্ঘন চোখে পড়েনি। অবশ্য সবার মাপকাঠি সমান নয়।
    আপনি অত্যন্ত গুণী মানুষ। আপনাকে এভাবে বলতে খারাপ লাগে। তবে সবাই আপনাকে আক্রমণ করেছে, লোকে দাঁড়িয়ে মজা দেখেছে - এই কথাগুলো আপনি আগেও বলেছেন লক্ষ্য করেছি। এগুলো একেবারেই সত্যি নয়।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:০৮71203
  • এইত্তো! বলতে না বলতেই "কাঁদুনি" ও হয়ে গেল।
    "ভিক্টিম" ও হয়ে গেছে আগে।
    একদম সব আগের ছকেই চলছে।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১০71205
  • "অন্যদিক থেকে ভদ্রতালঙ্ঘন চোখে পড়েনি। " সেটা আমার দিক থেকে হয়েছে, তাইত? জানতাম, এইরকমই হবে।
    "আপনি অত্যন্ত গুণী মানুষ।"- এই ধরণের মন্তব্য আমি পছন্দ করলাম না। এই ট্রিকটা জানি। আগেও দেখেছি। আমি গুণী কি গুণী নই, সেটা আপনাকে ভাবতে হবে না। রিকোয়েস্ট।
  • cm | 116.208.188.8 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১০71204
  • কলরবীরা বিনে লেভিতে একদম অপিশিয়াল মত দেবেননা। ফেলো কড়ি মাখো তেল।
  • cm | 116.208.188.8 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১২71206
  • সরি ওটা ফেলো লেভি মাখো তেল হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন