এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কেসি | 198.71.223.180 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৫:৫২71262
  • হে মহামান্য 23:12 র রেফারি, আমি আমার অভিযোগ পাইকে করি নাই। এটুকু মিস করলে কি হবা?
  • anirban | 208.128.205.191 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:০০71263
  • আপনি তাহলে কোথায় পাই আগ বাড়িয়ে যা পারেন করে নিন লিখেছে - পেস্ট করে দিন এখানে।
  • কেসি | 198.71.223.180 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:০৫71264
  • কেন বলুনতো? আমার পোস্টের উদ্দিষ্ট ব্যক্তি তো আপনি নন। ঈশেন।

    এটা ঈশেন নয় তো? মোবাইলে আবার নাম দেখতে পাচ্ছিনা।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:০৭71265
  • কেসিকে।

    আগেই লিখেছি, এটা হোক্কলরবের অফিশিয়াল কিছু নয়। ফেসবুকের এক গাদা পেজের ক্ষেত্রেও কথাটা সত্যি (আমার জানার মধ্যে)। এর কারণ আন্দোলনের চরিত্রে। মূল সিদ্ধান্তগুলো নেওয়া হত যাদবপুরের জিবিতে, কোনো সেন্ট্রাল বডি কখনও ছিলনা, হয়ওনি, এখনও নেই। ফলে অফিশিয়াল মুখপত্র হবার কোনো প্রশ্নই নেই।

    সিপিয়েম বা তৃণমূলের নামে কেউ কিছু খুললে সেটা নাম ভাঁড়ানো হতে পারত। হোক্কলরব যেহেতু কোনো সংগঠন নয়, কাজেই সে প্রশ্নটা আসেনা। তবুও এই নিয়ে কোনো ভুল বোঝাবুঝি থাকলে দুঃখিত। এটা ফর্মাল কথা নয়, সত্যিই দুঃখিত, কারণ এই ব্লগ খোলার সময় আমিও একরকম করে ইনভলভড ছিলাম। পরবর্তীতে ব্যাপারটা মাথায় রাখব।

    তবে এটাও মনে রাখা দরকার, যে, সক পাপেটিং একটা সিরিয়াস অভিযোগ। নির্দিষ্টভাবে তার উত্তর দেওয়া হয়েছে বলেই মনে হয়েছে। হ্যাঁ, "আপনি নির্দ্বিধায় অভিযোগ করতে পারেন" বললে একটু সুদিং উত্তর হত নিঃসন্দেহে। কিন্তু তাতে তো কনটেন্টটা বদলাতনা।
  • কেসি | 198.71.223.180 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:১৫71266
  • ঈশেন, পয়েন্ট টেকেন। আমি থামলাম।
    আইওএস আপডেট করার পর আবার নাম দেখতে পাচ্ছিনা। সকালে পারছিলাম।
  • শ্রী সদা | 114.129.192.49 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:৩৮71114
  • http://www.anandabazar.com/calcutta/student-molested-again-in-jadavpur-university-1.126267
    "কিন্তু অনুষ্ঠানে ঢোকার সময় ব্যাগ তল্লাসিতে আপত্তি করলেন কেন? ওই পড়ুয়ার জবাব, “ছাত্রছাত্রীরা যে কোনও ধরনের নজরদারির বিরুদ্ধে। ‘হোক কলরব’ আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারগুলিতে পুলিশ পিকেটিংয়ের বিরোধিতা করেছিলাম। ব্যাগ দেখে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া এক ধরনের নজরদারিই। তাই আমি এতে আপত্তি জানাই।”"
    ~ কিসু বলার নেই ঃ)
  • She | 126.203.211.34 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:৩৯71267
  • এই দুটো একটু দেব রইলো:
  • d | 144.159.168.72 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:৪০71115
  • সত্যিই কিসু বলার নেই।
  • She | 126.203.211.34 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:৪০71268
  • পরের পার্ট :
  • anirban | 141.243.223.165 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৬:৪১71269
  • কিন্তু খোলাপাতায় আপনি একজনকে দাম্ভিক ও অসভ্য বললেন কিসের ভিত্তিতে সেটা জানতে চাইছি। পাই কোথায় দাম্ভিকতা ও অসভ্যতা করল সেটা দেখান।
  • Ishan | 202.43.65.245 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:০১71270
  • হ্যাঁ, অসভ্য, দাম্ভিক (এবং বাবার বিয়ে) কথাগুলো তুলে নিলে ভালো লাগত।
  • h | 213.132.214.155 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:০৬71116
  • আল্টিমেটলি ব্যাপারটা মনে হচ্ছে সেই চিরাচরিত যাদবপুরীয় ইঞ্জীনীয়ারিং বনাম আর্ট্স এসে দাঁড়িয়েছে। মানে খাজাস্য খাজা কেস। এর পরেই অটুট ছাত্র ঐক্যের স্বার্থে একটা আন্দোলন হবে কেউ একটা অ্যারেস্ট হলে ঃ-))) যাদবপুরে এত যে বুদ্ধিমান ছেলে মেয়েরা পড়াশুনো করে, এ তো লং জাম্প না দাও যদি ঢ্যাঙা হয়ে লাভ কি হল টাইপ কেস ঃ-)) ধুস। এত ভালো আন্দোলন করার পরে এই ভাবে কেউ সেম সাইড দেয়? মধ্যে খান থেকে কাকে শ্লীলতাহানী বলে এই আলোচনা ছাড়া চর্বিত চর্বন এর জন্য আর কিসু থাকবে না। আর শ্লা ভিসি মস্তি পাবে বাড়িতে বসে।
  • kc | 198.71.223.180 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:১৬71271
  • আমার দিক থেকে তুলে নেওয়ার প্রশ্নই নেই। পাই আমাকে কখনই কেসিবাবু সম্বোধন করে কথা বলেনা। কেশিদাই বলে থাকে জেনেরালি। সেই পাই যখন যা ইচ্ছে করতে পারেন কেসিবাবু, বলে, তখন আমার কাছে সেটা দাম্ভিকতাই।
    অসভ্য কথাটা আমি তুলে নিচ্ছি, এবং সরি চেয়ে নিচ্ছি।
  • মোহর | 113.21.126.80 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:১৮71272
  • তাহলে ব্যাপার টা কী দাঁড়ালো? হোককলরব একটি সুবিধাবাদী চক্কর এবং পাইদিদি তার ইষ্টিকুটুম? :)
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:২৭71118
  • সেই মেয়েটি কি এখন ক্লাস করছে? পরীক্ষা দিচ্ছে?
    এ প্রশ্নের উত্তর কেও দেয় না। কেন দেয় না? এটা এই কলরবের এজেণ্ডায় নেই?
  • বোম্বাগড়ের পাত্র | 75.49.14.148 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:২৭71117
  • কলরবিদের আড়াল করতে ইতিমধ্যেই এতোরকম থিওরির আমদানি হচ্ছে যে আশংকা জাগছে নিরপেক্ষ তদন্ত হতে দেওয়া হবে নাকি আগের অনেক তদন্তের মতো কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া হবে।

    একজন বললেন কলরবীদের আভ্যন্তরীণ ক্ষমতার আকচা আকচি নিয়ে মাথা না ঘামালেও চলবে। বা বেশ। নিজেরা নিজেদের মধ্যে যৌন নিগ্রহ করুক আমাদের মাথা না ঘামালেও চলবে। মেয়েটিও কলরবি আর ছেলেরাও কলরবি তাই ছেলেদের তো অধিকার আছেই নিজের দলের মেয়েদের সাথে যেমন ইচ্ছে ব্যবহার করার। আর তার পর একটা সংগ্রামি অভিনন্দন ছুঁড়ে দিলেই সব মিটে গেল কমরেড।

    আরেকজন বললেন বচসা থেকে হাতাহাতি , কোন মেয়েও যদি ঐ মেয়েটিকে মৃদু ধাক্কাও মেরে থাকে তো.. তো যৌন হেনস্থা ? আর মা মেয়েকে চড় থাপ্পড় ধাক্কা মারলে যৌন হেনস্থা হয়না শারীরিক নিগ্রহ হয়। ভালো থিওরি। সুন্দর গুলিয়ে দেওয়া গেছে। মেয়ের মা চড় মারেনি নিগ্রহ করেছে একটি ছেলে আর মেয়েটি কমপ্লেন করেছে যৌন হেনস্থার তবে কলরবি ছেলে তো তাই যৌন হেনস্থা বলা যাবে না।

    তবে রফা একটা হয়ে যাবে মেয়েটিও ঢোঁক গিলে বলবে না আমি ভুল বলেছিলাম ওটা স্রেফ বচসা থেকে হাতাহাতি আর আমারি দোষ ব্যাগ চেক করতে বাধা দিয়েছি তাতে আমার গায়ে হাত দিয়েছে তো কি আর এমন।

    #হোক কলরব!
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:৩৩71273
  • "Comment from শ্রী সদা on 23 March 2015 20:40:24 IST 126.75.64.123 (*) #
    সে এর মন্তব্য খুব ফালতু এবং কুরুচিকর লাগলো।"

    কেন? আমারোতো আপনার এই পোস্টটা শুধু ফালতু ও কুরুচিকরই নয়, উদ্দেশ্যপ্রণোদিতও লাগলো।
  • a | 213.219.201.58 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:৫০71119
  • প্রত্যক্ষদর্শীদের বয়ান কী? ওখানে তো আরও অনেকেই উপস্থিত ছিল। সবার সামনে এরকম ঘটল কী করে? উপস্থিত অনান্যরা কেউই কেন অভিযোগকারিনীর হইয়ে কথা বলছেন না? সেই বিষয় কী ভাবার প্রয়োজন নেই?
    -------------
    নাহ প্রয়োজন নেই। আপনার বন্ধু ফেসে গেছে বুঝি?
  • h | 213.99.211.18 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:৫৪71120
  • আগের ঘটনা র ছাত্রী র স্ট্যাটাস... এই প্রশ্নের উত্তর আগেই আছে এই টই তে। আর পাকা উত্তর পেতে যাদব্পুর বিশ্ববিদ্যলয়ের নামে আর টি আই হল বেস্ট ;-)
  • pi | 174.100.105.213 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৭:৫৯71121
  • ক্লাস করছে কিনা তার উত্তরটা উপরে দু'জন দিয়েছে।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:০৩71122
  • হ্যাঁ, এখন দায়সারা সেই উত্তরটা দেখলাম। উত্তরটাও অনেক কিছুই বলে দিলো। তবে প্রশ্নটা আগে একাধিকবার করা হয়েছে, উত্তর আসেনি। কেন আসেনি, সেটাও বোঝা যাচ্ছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য যদি রাজ্যের প্রশাসন পাল্টানো হয়ে থাকে, তবে ফ্যাক করে হেসে দেবো। ভিসি তাড়ানো অবধি তবু ঠিক আছে। (তাও তার ক্রেডিট নেবার আগে একটু ভাবা দরকার)।
    ইন জেনেরাল এই একই ফর্মুলায় ফেলে সব কিছু সলভ করা যাবে বলে কি মনে হয়? আয়না লাগবে।
  • কেসি | 47.38.41.128 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:১১71123
  • আচ্ছা এটাতো হোককলরবের আপিসিয়াল ব্লগ। আপিসিয়ালভাবে উত্তর দেওয়ার এখন কেউ নাই? উত্তরগুলো হোককলরব কী নিজে একবারও দিতে পারেনা?
  • a | 30.139.67.50 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:১৩71124
  • প্রশ্ন টা বড়ই কঠিন ।
  • শ্রী সদা | 114.129.192.49 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:১৮71125
  • দিস ইজ দ্য টাইম ফর অকলরবী রোবটস টু সিট অন দ্য ওয়াল অ্যান্ড ইট বাদামভাজা।
  • h | 213.99.211.18 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:২০71127
  • এটা কি ছেলেমেয়েদের নিজেদের ব্লগ, আমি সরি বুঝি ই নি, তাহলে আসতাম ন। কারণ এটা তাইলে ওদের বক্তব্যের প্রকাশের একটা জায়গা হওয়া উচিত।
  • একক | 24.96.80.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:২০71126
  • উত্তর আসে তো । একটা করে অপিসিয়াল টেম্পলেট । তারিখ ও দু-একটি বাক্য পাল্টে জানানো মেয়েটির জন্যে আন্দোলন জারি আছে ।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:২১71128
  • যে চুড়ান্ত অহমিকা থেকে এগুলো হয়, সেখানে অফিশিয়ালি উত্তর আশা করাই ভুল। বাদামভাজা খেতে হলেও এখানে খাবো না। বহুদিন পরে এসে টুকি মেরে গেলাম। এই একই আত্মরতি চলছে এখানে।
  • অভিজিতের জন্য | 81.246.124.198 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:২৭71129
  • এটা হোককলরবের অফিসিয়াল ব্লগ কে বললো?
  • h | 213.132.214.155 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩০71130
  • অহমিকাও হতে পারে আবার আদৌ আপিশ নেই তাও হতে পারে...
  • কেসি | 47.38.41.128 (*) | ২৩ মার্চ ২০১৫ ০৮:৩১71131
  • হুই উপরে দেখুন, নীল রঙে হোককলরব লেখা আছে যে? আর যদি তা না হয়, তাইলে কতৃপক্ষ এতদিন ধরে এটা চলতে দিচ্ছেন কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন