এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.91.253.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১৩71207
  • শুধু জে ইউ'র লোকেরা না বাইরের লোকেরাও বারবার সমালোচনা করছে তো। এই তো কালকেই আমি যথেষ্ট নেগেটিভ কথা লিখেছি উত্তরে পাই বোঝাবার চেষ্টা করেছে।
    আমি বুঝি যে সবারই নিজস্ব রাজনীতি আছে, সে আমার পছন্দ হোক বা নাহোক। হোককলরবের নানা সেক্টের মধ্যেও তা আছে আর সেসব খুব সরলরৈখিক নয়। সেটা নিয়ে সমালোচনা করা আর দাগিয়ে যাওয়া এক না।
  • Tim | 188.91.253.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১৪71208
  • আমার পোস্ট অর্পনের পোস্টের উত্তরে
  • hu | 188.91.253.190 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:১৬71209
  • আমি আপনার সম্পর্কে কি ভাববো সেটা তো আমিই ঠিক করব - তাই না? তবে আপনার খারাপ লাগার জন্য দুঃখিত। যদিও তাতে আমার মনোভাব বদলায় না। আর "ট্রিক" কথাটা আমারও পছন্দ হল না। আমি আন্তরিক ভাবেই বলেছিলাম। হয়তো কোনদিন বুঝবেন।
  • Arpan | 192.156.65.117 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:২০71210
  • টিম, "বাইরের লোক" দাম্ভিক হিসেবে অভিযুক্ত হয়নি। কাজেই তাদের সম্পর্কে লিখিনি কিছু।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:২২71211
  • "সে-র কথাগুলো অনেকক্ষণ ধরেই অত্যন্ত আপত্তিজনক লাগছে স্পষ্টই জানিয়ে গেলাম। আপনাকে বেছে বেছে লোকে কেন আক্রমণ করতে যাবে? সবাই ভুল আর আপনি ঠিক এটা ভাবার আগে ঠাণ্ডা মাথায় পুরো পরিস্থিতিটা ভেবে দেখুন। কেউ উপকার করলে জীবনে কোনদিন তার সমালোচনা করা যাবে না এমন দাবী কেউ করেনি। কিন্তু একটু ভদ্রতার আশা তো করা যেতেই পারে।" এই পুরোটাই অত্যন্ত আপত্তিজনক লেগেছে। এটাও জানিয়ে দিলাম।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৩৩71212
  • যে মেয়েটিকে কেন্দ্র করে এত কলরব, তার কী হলো সেই নিয়েই আজকের আলোচনার সূত্রপাত। তা সেই প্রশ্ন উঠতেই বোঝা গেল ঠিক প্রশ্ন করা হয় নি।
    মেয়েটি তো জাস্ট অছিলা মাত্র।
    কলরবের আন্দোলনে মেয়েটির স্থান কোথায়, গুরুত্ব কতটুকু - এই সারসত্যটা এখন আর অজানা নেই।
    সেই জন্যেই তো এত রাগ। এত ব্যক্তিগত আক্রমন হলো আমার ওপরে।
    যাদপ্পুরের লোকেদের প্রচুর দাম্ভিক আচরণ দেখেছি। অবিশ্যি তাঁরা নিজেরা কেমনে দেখিবেন? আয়না তো নাই। তাই পোলিটিক্যালি কারেক্ট কথাও বলতে পারলাম না। অহংকার প্রচুর দেখেছি, এখানে, বাইরে।
    এখানে বেশ কয়েকবার এরকম ব্যক্তির দ্বারা অপমানিত হয়েছি ( এই সুযোগে আরেকবার ভিক্টিম, কি কাঁদুনি, কি অভদ্র, বাছা বাছা শব্দ ব্যবহার করুন), কেউ তখন সেই অভদ্রতা দেখতে পায় নি। পাবার কথাও নয়। সবই রিলেটিভ। সেসব সময়ে কিন্তু পোলিটিক্যাল কারেক্টনেস থাকে না, যখন যাদপ্পুরের এক্স ছাত্র গায়ে পড়ে এসে আমায় অপমান করে যায়। উল্টে আমিই দোষী বনে যাই। কারণ তারা হচ্ছে কলরবের লোক। যারা মজা দেখতে এখানে আছে, তাদেরও সাবাশী। এই না হলে কলরব? এই না হলে যাদপ্পুরের দাম্ভিকতা?
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪০71213
  • গুরুচণ্ডালীর পাতায় পাতায় বাল, বিচি, ঝাঁট, সু বা, এইসব শব্দ আ্ক্‌ছার ব্যবহার হয়। আত্মরতি তো এইখানেই শেখা।
    সেসব শব্দ যারা ব্যবহার করে, তাদের আগে বলা হোক। কে ভদ্র কে অভ্দ্র ওসব তারপরে ঠিক হোক।
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪২71214
  • ফুলটু মস্তি চলছে। :))
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪৪71216
  • কত আর হবে ?
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪৪71215
  • ফাইনালি এই ইউনির ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টা জানতে পারলে ভালো হোতো।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪৭71217
  • প্রথম একশোর মধ্যে হয়ত নয়, কিন্তু দুশো কি তিনশোর মধ্যে হবে নিশ্চয়। হবে না?
  • a x | 138.249.1.202 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৪৮71218
  • "Re: হোক আপডেট-কোলকাতা থেকে
    Comment from বোম্বাগড়ের রানি on 23 March 2015 08:26:21 IST 131.241.208.125 (*) #
    "একজন অভিযোগ এনেছেন, এবং অভিযোগের নিরীখে সেটি গুরুতর। তাই কিন্তু অভিযোগ মানেই অপরাধী হয়ে যায় না কেউ। প্রত্যক্ষদর্শীদের বয়ান কী? ওখানে তো আরও অনেকেই উপস্থিত ছিল। সবার সামনে এরকম ঘটল কী করে? উপস্থিত অনান্যরা কেউই কেন অভিযোগকারিনীর হইয়ে কথা বলছেন না? সেই বিষয় কী ভাবার প্রয়োজন নেই? "

    এই একই কথা অন্য দিক থেকে আগের মেয়েটির ক্ষেত্রে শুনেছিলাম। কেন বাথরুম করতে ঝোপে যেতে হল? এত বড় যদুপুর, কোথাও কি বাথরুম ছিলনা? কয়েকটা ছেলে এসে টেনে নিয়ে যেতে পারে ভর সন্ধ্যেবেলা? এত লোক তখন ওখানে কেউ দেখলনা? কিছু একটা গন্ডগোল আছে নিশ্চয়ই।

    শুধু পক্ষ বদলে যায় এই কথাগুলোর।

    আর বৃহত্তর স্বার্থে এইসব ছোটখাটো জিনিস মেনে ও মানিয়ে নেওয়ার চাপের ট্র্যাডিশনও চলছে।
  • sm | 53.251.91.2 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫১71219
  • Rankings

    While most Indian engineering colleges barring IITs emphasize on undergraduate teaching, Jadavpur University is primarily recognized on research, after IITs it has been ranked sixth in research output in India for its engineering faculty.[12] Some other rankings are:

    Ranked sixth in India for nos.of research papers only by IAS,2009[12][13]
    Faculty of Engineering and Technology ranked 10th in India, 2009 (Mint C-Fore)[14]
    Faculty of Engineering and Technology ranked 12th in India, 2009 (Outlook)[15]
    Faculty of Arts ranked 2nd in India (India Today 2008)
    Faculty of Engineering and Technology ranked 11th in India (India Today 2007)[16]
    Faculty of Engineering and Technology ranked 10th in India (Career360 2011)[17]
    Department of Computer Science & Engineering ranked in world top 101-150th[18]
    Ranked 10th in India by URAP,2014.[19]

    Global Rankings
    ARWU[20] Computer Science 101-150
    Asian Rankings
    Times Higher Education Overall 76
    BRICS and Emerging Economies Ranking
    Times Higher Education Overall 47
    World Ranking
    URAP Overall 757
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৩71221
  • ৭৫৭ ? বাহ! তাই এত গর্ব।
  • sm | 53.251.91.2 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৩71220
  • সাড়ে সাতশোর উপরে !খালি আন্দোলন করলে এই ই হবে।এখনো সময় আছে; হোক পড়াশোনা।
  • pi | 192.66.1.81 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৪71222
  • লিখবোনা ভেবেছিলাম। কিন্তু এইভাবে বক্তব্য বিকৃত করা হচ্ছে দেখে বলতে বাধ্য হচ্ছি। আমি উপকার করি না করি ( করেছি এমন কোন দাবিও করিনি, যদিও যা যা লিখেছেন তার বাইরেও অনেক কথাই হয়েছে, সে আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কী কথা তা এখানে ইম্যাটিরিয়াল), আপনি আমার একশোবার সমালোচনা করতে পারেন। কিন্তু এত জাস্ট তর্ক , মতানৈক্য নয় ! আপনি পুরো আমার সম্বন্ধেই জাজমেন্টাল ! আমি স্তম্ভিত হয়েছি এটা দেখে, যাঁর আমার সম্বন্ধে এত্ত এত্ত খার, আমি কত্ত খারাপ তিনি জানেন, যাদবপুরের লোকমাত্রই কত খারাপ হয় তিনি জানেন, তিনি কিছু মাস আগে আমার সাথে ওধরণের ব্যবহার করেছিলেন! মানে মনে এত কিছু পুষে রেখেও এধরণের ব্যবহার করা যায় ! ভার্চুয়াল আর রিয়েলের মধ্যে এত্ত ফারাক হলে আমার অসুবিধে হয়, আর হ্যাঁ, সেটাকে আবার আমার মুখোশ মনে হয়েছে। রিয়েল লাইফের কথা এখানে না আনাই শ্রেয় জেনেও লিখেছি, বা লিখে ফেলেছি, ঐ অবাক হওয়া আর খারাপ লাগা মিশে।

    অন্য কে যাদবপুর বা এক্স যাদবপুর আপনার সাথে কবে কী ব্যবহার করেছে আমি জানিনা, আমি জানতে চাইওনা, খালি জানতে চাই, তার বা তাদের ব্যবহারের দায় আমাকে বা গোটা যাদবপুরকে কেন নিতে হবে ? আর আপনার সাথে কী খারাপ ব্যবহার করেছি, তাও আমি জানিনা, যে কথাগুলো আমার মুখে বসিয়েছেন সেগুলোও আমি বলিনি। এসব যাদবপুরের অভ্যন্তরের ব্যাপার, বাইরের লোক তানিয়ে মাথা ঘামাবেন না, এ মন্তব্য এখানে অন্য লোকজন করেছেন, আমি করিনি, যাদবপুর অন্যদের থেকে কোথায় কেন শ্রেষ্ঠ সেধরণের কোন লাইনেও আমি কোনদিন মন্তব্য করিনি। ইন ফ্যাক্ট গতকালই গ্রুপে এধরণের মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছি আর সেটা সর্বসমক্ষেই।

    রইলো বাকি, এই হোককলরব নিয়ে মেয়েটির ব্যাপারে আমাকে বারবার প্রশ্ন করা, আর অমার উত্তর দেখে আমার চরিত্র, অভিসন্ধি বুঝে যাওয়া। দেখুন, খুব স্পষ্টাস্পষ্টিই এই হোককলরব আন্দোলনকে আমি সমর্থন করছি, আমার মত করে আমার সামর্থ্য , সাধ্য , ক্ষমতা অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলনএর কথা যখন যেমন জানানোর কথা মনে হয়েছে জানিয়েছি। লোকজনের প্রশ্নের উত্তর আমি যেমন যা জানি বা জানাতে পারি, জানিয়েছি।
    সেটা মূল ঘটনার সঠিক বিচারের দাবি থেকে শুরু করে পুলিশি অত্যাচার, কর্তৃপক্ষের আচরণ নিয়ে আপত্তি সব কিছু মিলিয়েই। এবার এর পিছনে আপনারা আমার হোককলরব করে চাগ্রি বাগানো কি অন্যকিছু ব্যক্তিগত স্বার্থসিদ্ধি খুঁজে পেতে পারেন, রাজনৈতিক দুরভিসন্ধি বের করতে পারেন, আমার চূড়ান্ত দম্ভের আস্ফালন করার মাধ্যম হিসেবে ভাবতে ও যাদবপুরকে সুপিরিয়র দেখানোর উপায় দেখতে পারেন, নিজেনে বিশ্বসুন্দরী দেখানোর প্লাটফর্ম ভাবতে পারেন, এই ভাবাগুলোতে আমার কোন হাত নেই। শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন। অপনার প্রতি আমার কোন ব্যক্তিগত খার নেই।
  • - | 109.133.152.163 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৫71223
  • আরও হাজার নাবলে পলাশীর যুদ্ধু থেকে ঘুরে দাঁড়ানো যাবে ঃ-)
  • a x | 138.249.1.202 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৭71224
  • বেফালতু এই পুরো জিনিসটাকে যাদবপুরের কি র‌্যাংকিং তাতে এনে কি লাভ হচ্ছে ঠিক বুঝছিনা।
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০১:৫৮71225
  • মেয়েটির কি হলো আবার সুন্দর করে এড়িয়ে যাওয়া হলো।
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:০০71226
  • মেয়েটির কি হলো সেটা জিগ্যেস করতে গিয়েই তো এত কিছু।
    র‌্যাঙ্কিংটা জানা দরকার ছিলো।
  • pi | 192.66.1.81 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:০৫71227
  • মেয়েটির অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী দুজন ছাত্র মাস দেড়েক হাজতে ছিল। তারপর তারা কেন জামিন পেয়েছে, এটার দায় নিশ্চয় আমার নয়। আমি যা জানি, সেটা আগেও জানিয়েছি, আই সি সি ঠিকঠাক ভাবে গঠনের দাবি এই ঘটনার সুবিচারের জন্যই উঠেছিল, আর সেটা নিয়ে আন্দোলনও চলছে।

    আর অয়নবাবু, অনেকদিন ধরে তো এই জাতীয় কথাগুলো আমাকে লিখে যাচ্ছেন। আমাকে একটু জানাবেন কি, মেয়েটির প্রসংগে কিছু করলে বা না করলে আমার ঠিক কী ধরণের লাভ বা ক্ষতি হয় ? বাকিদের কাছেও জানতে চাইছি, ঠিক কোন উদ্দেশ্য নিয়ে এগুলো করছি বলে মনে হয় যে দিবারাত্র এখানে কাঠগড়ায় দাঁড়াতে হবে ? সিঙ্গুরে চাষীদের সর্বনাশ তো করেছি জানি ক্ষমতার কাছাকাছি গিয়ে গুরুর স্বার্থসিদ্ধি করবো বলে। এখানে তো আবার ক্ষমতা, মমতা সংক্রান্ত ইক্যুয়েশন বদলএ গেল, শুনলাম রাজ্যে ক্ষমতা বদলাতে চেয়েছি বলে। কোনটা কী মনে করেন, একটু ঠিক করে জানাবেন।
  • T | 24.139.128.15 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:০৯71228
  • যাদবপুরের র‍্যাঙ্কিং বদলাবার জন্য মনে হয়। ;)
  • pi | 192.66.1.81 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১০71229
  • ঃ)
  • a | 213.219.201.58 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৪71230
  • সঠিকভাবে আপনাকে উদ্দেশ্য করে লিখি না, আপনি হোক্কলরবের হয়ে উত্তর দেন, এই আর কি। (যেটা বলার সেটা সরাসরিই বলি)।

    "সিঙ্গুরে চাষীদের সর্বনাশ তো করেছি জানি ক্ষমতার কাছাকাছি গিয়ে গুরুর স্বার্থসিদ্ধি করবো বলে। এখানে তো আবার ক্ষমতা, মমতা সংক্রান্ত ইক্যুয়েশন বদলএ গেল, শুনলাম রাজ্যে ক্ষমতা বদলাতে চেয়েছি বলে। কোনটা কী মনে করেন, একটু ঠিক করে জানাবেন।"

    এইটা আমি কোথায় লিখেছি জানাবেন আগে।

    শেষতঃ, আপনাকে সর্বক্ষণ কাঠগড়ায় দাড় করিয়ে আমার "ব্যক্তিগত" কি লাভ হয় সেটাও জানাবেন
  • cm | 127.247.115.249 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৫71231
  • আরে মশাই আপনি এসবের উত্তর দিতে যান কেন? আন্দোলন সফল হোক ব্যর্থ হোক আমি বুঝছি যে আপনি শুধু ক্লিক নয় তার বাইরেও খাটছেন, খামোকা এখানে লিখে শক্তি ক্ষয় করেন কেন? একবার যা বলার বলে ছেড়ে দিন। নইলে তো বাজে কাজে এনার্জি ড্রেইন আউট করে যাবে। তাত্ত্বিক নেতারা ও তাত্ত্বিক বিরোধীপক্ষ এখানে লড়ুক।
  • a | 213.219.201.58 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৬71232
  • মানে আমি আপনার কাছ থেকে কোন ফেভার/পরামর্শ ইত্যাদি চেয়েছি/পেয়েছি কি না তথা কোনদিন ব্যাক্তিগত স্তরে যোগাযোগ করেছি কি না, সেটাও চাইলে বলে দিতে পারেন ঃ)
  • দম্ভ বিষয়ক | 93.180.243.109 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৭71233
  • হুঁ, উনি লোককে দাম্ভিক বললে সেটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট, আর ওনারটা ভিক্টিম সাজা বললে সেটা হল চরম অপমান। বাবার বিয়ে আর কী!
  • সে | 188.83.87.102 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৮71235
  • কার বাবার? আপনার?
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:১৮71234
  • রিসেন্ট molestation কেস টার কি খবর? শুনলাম নিজেদের মধ্যে ঝামেলা চলছে? :))
  • a | 192.69.200.193 (*) | ২৩ মার্চ ২০১৫ ০২:২০71236
  • নেমন্তন্ন পাব না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন