এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৭৫৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 117.206.249.8 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:১৩665951
  • ওহ, করাপশন একটা ইন্টারেষ্টিং ব্যাপার। এবং উচ্চবর্ণের লোকেদের perception ।
    আশীষ নন্দী বলেছিলেন, আমার বন্ধুর ছেলেকে হার্ভার্ডের রেকো লিখে দিলাম, আমার বন্ধু আমার ছেলেকে princeton এর রেকো লিখে দিল, সেটা হয়ে গেল মেরিট, আর কেউ সিনেমার টিকেট ব্ল্যাক করছে ৫ টাকায়, সেটা হয়ে গেল করাপশন।
    প্রিভিলেজ এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, করাপশন কে institutionalize করে ফেলেছে। আপনি যে বাড়তি সুবিধে গুলো পেয়ে নেতা হন, পলিটবুর তে পৌন্চন, বড় বড় educational ইন্স্তুতীয়ন এ পোদ্দারি করেন, আর "ওরা" পায়না, সেই বাড়তি সুবিধাগুলোও এক ধরনের করাপশন, ইন্স্তুতীয়নালিজেদ করাপশন।
    রাজনৈতিক করাপশনও নিম্নবর্ণের মনোপলি নই বাই টি ওয়ে। রাজীব গান্ধীর ধমনীতে তো রাজরক্ত।
  • cm | 127.247.98.133 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫665953
  • অসাম্য মানেই তাহলে করাপশন।
  • de | 24.139.119.172 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫665952
  • সুজেটের কথা মনে পড়ছে -

    আজকের দিনটা যদি দেখে যেতে পারতেন!
  • ap | 15.2.65.224 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:২০665954
  • আরে রাম রাম। এত্তোবড়ো বিপ্লবী পার্টি, গরীবের মসিহা, তাতে নাহয় উঁচু পদে উঁচু জাতের লোকেরা ভিড় জমিয়েছে। তার জন্য এতো সমালোচনা? আরে বিপ্লব এসে গেলে তো সব মানুষ সমান হয়ে যাবে, তাহলে চিন্তা কিসের? বিপ্লবের গাজর তো ঐ ঝুলছে!
  • ap | 15.2.65.224 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:২২665955
  • নানা বিপ্লবী পার্টিতে কোন অসাম্য নেইকো।
  • lcm | 118.91.116.131 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৫665956
  • তামিলনাড়ু-তে খুব রং বদল হত, প্রতি পাঁচ বছর অন্তর, জয়া-করুনা, মূলতঃ সরকারি বাসে।
  • PT | 213.110.246.22 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৪:০৮665957
  • SC
    আলোচনাটাকে ব্যক্তিগত স্তরে নামিয়ে এনে কোন লাভ নেই। সমস্যা হচ্ছে আপনি বা আমি কেউই জানিনা যে নিম্নবর্গের মানুষেরা কিভাবে তাঁদের "ওপরে ওঠা" নির্ধারণ করেন। এবং আরেকটি মহাভারত লেখার পরেও আপনেও কোন দিশা দেখালেন না। আর আপনাকে মনে করিয়ে দিই যে আমি কোন দলের সদস্য নই। আর আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে এমন কোন কথা নেই। বিশেষতঃ যাঁরা ট্রোলিং করছেন তাঁদের কাছে আলোচনাযোগ্য কোন তথ্য নেই।

    রাজনীতির কথা ধরলে, সদ্য ঘটা তৃনমূলের উত্থান নিয়ে আলোচনা করতে পারেন। মমতা ব্যানার্জী উচ্চবর্গের না নিম্নবর্গের, এই আলোচনাটা এখানে অপ্রাসঙ্গিক। তিনি তাঁর নিজের দল কং ও সরকারী বাম দলের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি দল গঠন করে রাজত্ব চালাচ্ছেন। কং-এ নিম্নবর্গের কে আছেন (ছিলেন) আমার জানা নেই কিন্তু মমতা নিশ্চয় নিম্নবর্গের কাউকে বাধা দিয়ে ওপরে ওঠেন নি। কিন্তু কোন নিম্নবর্গের কং নেতাকে কেন বেড়িয়ে এসে তিনো গঠন করলেন না?

    অন্যদিকে "The founding members of the party were M.N. Roy, Evelyn Trent Roy (Roy's wife), Abani Mukherji, Rosa Fitingof (Abani's wife), Mohammad Ali (Ahmed Hasan), Mohammad Shafiq Siddiqui, Rafiq Ahmed of Bhopal and M.P.B.T. Aacharya, and Sultan Ahmed Khan Tarin of North-West Frontier Province. ........ Small communist groups were formed in Bengal (led by Muzaffar Ahmed), Bombay (led by S.A. Dange), Madras (led by Singaravelu Chettiar), United Provinces (led by Shaukat Usmani) and Punjab and Sindh(led by Ghulam Hussain). However, only Usmani became a CPI party member.
    সেই ২০-র দশকে যখন জাতপাতের ক্ষমতা আরো প্রবল, সেই সময়ের এই তালিকায় দেখে নিন কতগুলো মুসলিম নাম আছে। ডাঙ্গে , চেট্টিয়ারের কি জাত আমার জানা নেই। কিন্তু এঁদের কেউ নেমন্তন্ন করে ডেকে আনেনি বা জাত-ধম্মের কারণে বাধাও দেয়নি। রাষ্ট্র বাধা দিয়েছে তাঁদের রাজনৈতিক-বিশ্বাসের কারণে।

    এমন হতেই পারে যে উচ্চবর্ণের যারা ব্যক্তিগত ভাবে প্রবল বাম বিরোধী তারা হয়্ত দু-একটা ব্রাউনি পয়েন্টের জন্য এই ইস্যুটাকে খুঁচিয়ে যাচ্ছে। আমি একদম নিম্নবর্গের কোন মানুষের (দের) সম্পর্কে জানতে চাই যাঁর অপরিসীম সম্ভাব্না সত্বে বামুন-কায়েতরা মিলে তাঁকে নেতৃত্বে আসতে দেয় নি শুধু জাতের কারণে। অথবা দোপদি মেঝেনের কথা বা "উলগুলানের শেষ নাই" এসব জানার জন্য কেন আমাদের এক্জন মহাশ্বেতা ভট্টাচার্যের জন্য অপেক্ষা করতে হয়েছিল?

    আর আমি নীতিশ, লালু, কালাম, মায়াবতী এবং বিজেপির মুসলিম নেতাদের সকলকেই "উচ্চবর্ণ"-এর মনে করি। তাঁরা নিজেদের স্বার্থে এই প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থাটিকে টিকিয়ে রাখার জন্যে "মনুবাদী"-দের সব নিয়ম কানুন মেনে চলবেন। এটা খানিকটা সাহেব লুটে-পুটে চলে যাওয়ার পরে দেশীয় নেতাদের লুটে-পুটে খাওয়ার মত ব্যাপার।
  • sm | 233.223.159.253 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:০৮665958
  • যা উঠেছিলেন সেই পর্য্যন্তই, ব্ল্যাকমেইলিং করে সুবিধে পাবেননা।
    ---
    cm , আপনি যদি রেজ্জাকের সম্মন্ধে এমন চোখা বিশেষণ ব্যবহার করে থাকেন, তাহলে কেন করছেন বুঝিয়ে দিন।
    --
    এই বাজারে উনি মুসলিম কার্ড খেলে দলে উঠতে চেয়েছিলেন। সেটি হওয়ার নয়।
    ---
    এখানে আপনি কোন দলের কথা বলছেন?
    আট ভাট, না বকে সোজা কোথায় উত্তর দিলে ভালো হয় ।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:২২665959
  • আদালত ডেকেছে, যেতে হবেই, এর সাথে সংসদ বন্ধ রাখার কি সম্পর্ক।
    ---
    টোটাল খোরাক! পার্লামেন্টে উঠে পলিটিক্যাল ভেন্দেটার এগেনস্টে বলাই যায়।আর সংসদ অচল তো বছরে বহুদিন হয়। এটাই ভারতের সংসদের দস্তুর।
    --
    তিনুরা এমন ফেঁসেছে কোরাপশনে যে যেখানে পারছে সেখানে গিয়ে হাতজোড় করছে সাহায্য "দেওয়ার" জন্য :)
    ---
    আমার তো মনে হয় দুবেলা সোনিয়ার কাছে হাতজোড় করে দাড়িয়ে আছে বামেরা। যদি জোট করে, যদি জোট করে।
    ওদিকে মমতা- মুকুল কাছা কাছি এসে গেল,কেজ্রীয়াল পাশে দাড়িয়ে ছবি তুলছে; এতেই তো অর্ধেক কাজ হয়ে গেল।
    কেজ্রী, সীতারাম বাবুর পাশে দাঁড়ালে না হয় বোঝা যেত এই মুহুর্তে ভারতের সবচেয়ে সৎ ও পরিচ্ছন্ন নেতা, বামেদের পাশে আছে। তা, তিনি তো দিদির পাশে ছিলেন সর্বদা।সমঝদার কি ইশারা ই কাফি।
    আর বামেরা তিনো দের করাপশন এর এগেনস্টে আরো ভালো করে কোর্টে কেস করুক না কেন? আরো ভালো করে ফাঁসিয়ে দিক। কেউ বারণ করেছে কি? খালি খালি নরেন বাবুর মুখাপেক্ষী হয়ে থাকা কি মানায়?
  • cb | 127.223.217.112 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৯665961
  • ওরে বাবা রে, খোরাক কোথায় গেছে রে। পি এম দার নীতি নিতে হবে দেখছি। খ্যাক খ্যাক

    চোরের সমর্থনে খোরাকি
    মানুষ না ঘোড়া কি?
  • . | 15.2.65.224 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:২৩665962
  • হায় রে, একটা পার্টির নেতৃত্বে উচ্চশ্রেনীর প্রতিনিধিদের সংখ্যা অস্বাভাবিক বেশী, সেই তথ্য ঢাকার জন্য শেষে ট্রোলিং আর ব্রাউনি পয়েন্ট নামের শাক দরকার পড়ল!
  • robu | 122.79.39.87 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৮665963
  • ট্রোলারদের চিনতে শিখুন।
  • de | 69.185.236.53 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৩665964
  • আশ্চর্য্য তো - তিনোতেও তো সবই উচ্চবন্নো - তারাই তো শুনি আজকাল আসল কমুনিস্টি - চপ্পল ছাপ ছবি আর নীল সাদা সই দেখিয়া লইবেন!

    উচ্চবর্ণের প্রাধান্য ভারতীয় সমস্ত রাজনৈতিক দলে (দলিত স্পেসিফিক দলগুলো বাদ্দিয়ে) আছে - কথায় কথায় বামদল না টানলে যেন ভাত হজম হয় না!
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৮:২৩665965
  • এই "." কি সেই বিবেক যিনি RR (এবং পিটি) -র তক্কাতক্কিকে "হ্যাজমার্কা আলোচনা" (15 Oct 2015 -- 11:14 AM) আখ্যা দেওয়ার পর থেকে RR লেখা বন্ধ করেছেন? এখন "."-ই তো সব সারাক্ষন সেই হ্যাজে অংশ নিচ্ছেন।
    RR ফিরে আসুন। এসব পাবলিকের কথায় কান দেন কেন?
  • . | 15.2.65.224 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৮:৪০665966
  • আমি কাউকে কোথাও লিখতেও বারন করিনি আর কোন তক্কাতক্কিকে "হ্যাজমার্কা আলোচনা" আখ্যাও দিইনি। "এসব পাবলিক" এর নামে বাজে অপবাদ দিতেই পারেন অবশ্য, তাতে তর্কে জিততে সুবিধে।

    বামদল কিনা মার্ক্সবাদী দল আর বিপ্লবী দল, আর বাম দলেদের মতে বাকি দলগুলো কিনা খারাপ দল, তাই বামদলএর পাতি মনুবাদী দলের মতো আচরন দেখলে ভাত হজম হতে অসুবিধে হয় বৈকি।
  • robu | 122.79.39.87 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৩665967
  • রুটি খান।
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৯665968
  • তাহলে দুজন "." আছেন। আমি সেই হ্যাজমার্কা "."-কে "পাবলিক" আখ্যা দিয়েছি।

    বেশ আপনি তো অনেক লিখলেন। এবার তাত্বিক ভাবেই জানান যে নিম্নবর্গের মানুষকে কিভাবে বাম দলের পলিটব্যুরো-র সদস্য বা দলের নেতা "বানিয়ে" দেওয়া যেতে পারে।
  • কৌশিক | 74.62.219.52 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৮:৫৯665969
  • মতের অমিল হলে যিনি "এসব পাবলিকের" মতো অপমানজনক বিশেষন ব্যবহার করেন তিনি আবার ভাষা সন্ত্রাস নিয়েও অহরহ পোস্ট করেন। অসাধারন।
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:১৬665970
  • "হ্যাজমার্কা আলোচনা" আপনার পছন্দের বিশেষণ? সন-তারিখ দেওয়া আছে-পড়ে নিন।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:১৮665972
  • cb , আপনি চালিয়ে যান।
    ছেলে বেলায় এক্কা দোক্কা খেলার সময় হেরে যাবার উপক্রম হলে,এরকম চোট্টা চোট্টা বলে কেউ কেউ পাইলে যেত।
    তিনোমুল চোট্টা, চোট্টা বলার সময় ঐরকম চপলতা মনে পড়ে যাচ্ছে।
    দিদি চালিয়ে খেলে যাচ্ছে আর বামেরা চোট্টা চোট্টা বলে চেঁচিয়েই চলেছে।
    ভাবছে, লরেন বাবু এক্কেবারে সব্সুদ্ধু ধরে বকে দেবে।
  • কৌশিক | 74.62.219.73 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:২৪665973
  • "হ্যাজমার্কা আলোচনা" যেমন কুরুচিকর "এসব পাবলিকের" তেমনি কুরুচিকর। ভাষা সন্ত্রাসে আপনি আর . দেখছি একই পর্যায়ের। চালিয়ে যান।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:২৬665975
  • একটা বামপন্থী আর একটা দক্ষিন পন্থী ভাষা সন্ত্রাস।
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:২৬665974
  • এক সদ্য প্রাক্তন মন্ত্রী জেলে, রাজ্য সভার সাংসদ জেলে, এক সাধারণ সম্পাদক নিয়তই বাড়ি-সিবিআই করছে-তারও নিয়তি জেলে কিনা কে জানে, এক ফুটবল ক্লাবের নেতা চোরেদের সঙ্গ এড়ানোর জন্য দলত্যাগ করল আর আরেকজন অভিনেতা সাংসদ লজ্জায় রাজ্যসভায় জাওয়া বন্ধ করেছে।
    "খেলে যাচ্ছে" সে ব্যাপারে সন্দেহ নেই। শুধু খেলাটা হচ্ছে পাবলিক ঠকানোর টাকায় আর সেই টাকা হারানোর শোকে শ-খানেক লোক আত্মহত্যা করেছে-এই যা!!
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:২৯665976
  • এইতো আরো একজন নিরপেক্ষ বিবেক চলে এসেছেন। যাঁকে মনে করিয়ে দিতে হল যে "হ্যাজমার্কা আলোচনা"-র পরে "এইসব পাবলিক" শব্দের উচ্চারণ হয়েছে।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৬665977
  • লালুর নামে তো স্ক্যামের অভিযোগ প্রমানিত।তা, লালুর হাত ধরতে বামেরা এতো কর জপতে থাকে কেন? জয় ললিতার সঙ্গেও তো জোট বাঁধার জন্য যথেষ্ট অনুনয় বিনয় চালিয়ে গেছে।
    এখানে( পব তে) তো কারোর অভিযোগ এখনো প্রমানিত হয় নি।
    রাজনীতির প্রথম পাঠ না নিয়ে চেঁচালে সেম সাইড হয়।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৯665979
  • এত ঠকানোর পর ও দিদি চালিয়ে খেলে যাচ্ছে।
    হিংসে করতে নেই। ওতে বায়ু বৃদ্ধি হয়। উদুরি হতে পারে।
  • cb | 127.194.42.32 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৯665978
  • sm আমি তো চালিয়ে যাচ্ছি, আপনি একটা কাজ করুন বরং। আপনি ফ্ল্যাটবাড়ি থেকে নেমে অ্যাম্বাসাডার গাড়ি চড়ে মহিলা ধূমপায়ী মুখ্যমন্ত্রীর কথা ভাবতে ভাবতে ঝানু রাজনীতিকদের কাছে গিয়ে চুরি আর সোজাপথে থাকার ডিফারেন্সটা বুঝে আসুন আর আমাদের ও বুঝিয়ে দিন।

    কোর্টে কেস!!! আব্দুল মান্নান আর বিকাশ ভটচাজের নাম শুনেছেন? মাইরি এরকম যুক্তি শুনলে বালখিল্য বললেও মনে হয় খিল্য টা এক্সট্রা পড়ে গেল!!!!
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৩665980
  • যাচ্চলে!
    সাম্প্রতিকতম ছবিতে তো দেখা যাচ্ছে যে পাটনায় লালুর হাত মমতা ধরলেন আর কেজরিওয়াল গলাগলি করলেন। আবার সেই মমতা-কেজ্রি পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। এসব তো ঐ "খেলে যাচ্ছে"-রই অংশ নাকি?
    সেম সাইড গোলের ডেপিনিশন তো বদলাতে হবে মনে হচ্ছে।
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৫665981
  • cb ,কোর্ট কেস তো শুনেছি। কয়েক মাস ধরে তদন্ত চলছে তাও তো দেখছি। তো , কি করব নাচবো?
    কিন্তু এত আপনার রাগের কারণ টা ঠিক বুঝলাম না তো। যুক্তি হারিয়ে গেছে?
  • sm | 53.251.90.197 | ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৫০665984
  • আরে দাদা, এর আগে বামেরা লালু হাত ধরে পোচ্চুর ছবি তুলেছে। জয়ার হাত ধরতে গেছিল। কেটে গেছে বা কাটিয়ে দিয়েছে। মুলায়েম, মায়াবতী তো প্রাণ আর মনের সাথী। লিংক দেবো?
    সারক্ষণ ধরে এ চোর ও চোর বলে, এদের হাত ধরার সময় সব আত্ম বিস্মৃত হয়ে যায় নাকি?
    পাগলের কারখানা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন