এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৬৬৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.99.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৩666085
  • কোন নীতিকে প্রশ্ন করছেন, গণতান্ত্রিক নির্বাচনের নীতিকে?
  • কৌশিক | 208.7.62.204 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৫666086
  • The 21st party Congress of CPI(M) demands that reservation for SCs and STs be extended to the private sector through appropriate legislation and that allocations for Scheduled Caste Special Component Plan (SCSCP) and Tribal Sub Plan (TSP) be made mandatory through an appropriate law.

    কি করে জানা গেল যে এই সব কোম্পানিতে যারা কাজ করেন তারা শুধু মাত্র পিতৃদেবের পদবীর কারণে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব করেন? পার্টি কংগ্রেস কেন রিসার্ভেশনের দাবী করছে?
  • cm | 127.247.99.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৬666087
  • আর আপনার লড়াইতো মনুবাদের বিরুদ্ধে নয় তাই না? তাহলে সকল মনুবাদী পার্টির বিরুদ্ধেই কথা বলতেন। তাই খামোকা মনুবাদ আনার দরকার কি? সরাসরি বললেই হয়।
  • কৌশিক | 208.7.62.204 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৭666088
  • যে নীতি অনুসরন করে একটা পার্টির নেতৃত্বে বেশীর ভাগ উচ্চবর্ণের প্রতিনিধিরা চলে আসেন সেই নীতিকে প্রশ্ন করছি।
  • cm | 127.247.99.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৮666089
  • ইটিকি বালিকার নতুন নাম? ছ্যা ছ্যা বড্ড ভুল হয়ে গেছে।
  • কৌশিক | 208.7.62.204 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৯666090
  • সকল মনুবাদী পার্টির বিরুদ্ধে কথা বলিনা কি করে বুঝলেন?

    বিজেপিঃ আপনার লড়াইতো মনুবাদের বিরুদ্ধে নয় তাই না? তাহলে সকল মনুবাদী পার্টির বিরুদ্ধেই কথা বলতেন। তাই খামোকা মনুবাদ আনার দরকার কি? সরাসরি বললেই হয়।

    সিপিয়েমঃ আপনার লড়াইতো মনুবাদের বিরুদ্ধে নয় তাই না? তাহলে সকল মনুবাদী পার্টির বিরুদ্ধেই কথা বলতেন। তাই খামোকা মনুবাদ আনার দরকার কি? সরাসরি বললেই হয়।

    কংগ্রেসঃ আপনার লড়াইতো মনুবাদের বিরুদ্ধে নয় তাই না? তাহলে সকল মনুবাদী পার্টির বিরুদ্ধেই কথা বলতেন। তাই খামোকা মনুবাদ আনার দরকার কি? সরাসরি বললেই হয়।
  • কৌশিক | 208.7.62.204 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:০২666091
  • হুঁ ভাগ্যিস বুঝলেন ইটি কার কি নতুন নাম। সফলভাবে সমস্যাটা ট্রিভিয়ালাইজ করে দেওয়া গেল।
  • PT | 213.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:১৭666092
  • "private sector" আর রাজনৈতিক দলের মধ্যে মিশিয়ে ফেললে তক্কটা-মানে যাকে বলে ইসের মত হয়ে যায়।
    রাজনৈতিক দল কোন জাতের প্রতিনিধিত্ব করেনা তাই তারা এমন আইন তৈরির কথা বলে যাতে সকল জাত-ধম্মের, বিশেষতঃ পিছিয়ে থাকা মানুষেরা সমাজের লেখাপড়া কর্মক্ষেত্র ইত্যাদি জায়গায় সমান সুযোগ পায়। "private sector" মুলতঃ লাভের জন্যে বেওসা করে-তাদের কোন সামাজিক দায় নেই। সেই জন্যে তাদের বাধ্য করার জন্য আইন তৈরি করা প্রয়োজন। সেই হিসেবে পার্টি কংগ্রেসে অস্ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    Shocker: Muslim youth denied job by company that says it hires only 'non-Muslim candidates'
    খবরটা খুঁজে পড়ে নেবেন।
    এর পরে কেউ বলতেই পারে যে যারা মাছ খায় তাদের চাকরী দেওয়া যাবে না। in fact কিছুদিন আগে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের কাছে একটি মাড়োয়ারি কোম্পানি ভিসিট করেছি যাদের ক্যান্টিনে আমিষ ভোজন নিষিদ্ধ!!
  • কৌশিক | 188.162.193.233 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:৩০666093
  • যে দল রিসার্ভেশনের দাবী তোলে সেই দল আগে নিজেদের নেতৃত্বের দিকে নজর দেবে এটাই এক্সপেক্টেড। নিজেদের নেতৃত্বে উচ্চবর্ণের লোকেরা দল ভারী করে অন্যদের বেলা রিসার্ভেশনের দাবী তুললাম, তাতে লোকে বলবে আপনি আচরি...ইত্যাদি।
  • PT | 213.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:৪০666095
  • রাজনৈতিক দলে রিজার্ভেশন নাই যে! এই ব্যাপারটা না বুঝতে পারলে তক্ক করাটাই বৃথা!!
  • pi | 24.139.209.3 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:৪১666096
  • যেখানে পার্টি থেকেই এটাকে সমস্যা বলে স্বীকার করে নেওয়া হয়েছে, সেখানে কী আজাইরা প্যাসাল রে বাবা !
  • যাক! | 132.177.250.201 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:৪২666097
  • এতদিনে তক্কোটা ইকুয়াল লেভেলে হচ্ছে। বাদামভাজা কিনে ফেলা যাক।
  • কৌশিক | 188.162.193.233 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২০:৪৮666098
  • হে হে, এটাই দেখছিলাম। পার্টি নিজে এটা সমস্যা বলে স্বীকার করে নিয়েছে। আর তার পরেও এই পাতায় কয়েকজন তথাকথিত পার্টি সাপোর্টার কিভাবে এঁড়ে তক্কো চালিয়ে যায়, পার্টির বিপরীতে গিয়ে। কি অবস্থা।

    বাদামভাজা কিনবেন না দাদা, দরকার ফুরিয়েছে।
  • PT | 213.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২১:০৩666099
  • পদবীটা মুছে শুধু নাম লিখলেও এঁরা সম্ভব্তঃ উচ্চবর্ণের প্রতিনিধি বলেই গণ্য হবেন আর না হলেও অন্ততঃ হিন্দুদের প্রতিনিধি বলে তো দেগে দেওয়া যাবেই। আর কিছু না হলেও নামগুলো ব্যাটাছেলের অতএব এরা শুধু পুরুষের প্রতিনিধিত্ব করে সেটাও বলা যাবে। কুযুক্তির তো অভাব নাই!!

    এটা একটা সমস্যা কিন্তু তার জন্য তো রিজার্ভেশন দিয়ে সমস্যাটা মেটানো যাবে না। কাজেই প্রাইভেট কোম্পানীর উদাহরণ টানাটা একেবারেই অর্থহীন। আর ঐ "এনারা উচ্চবর্ণের প্রতিনিধি" কেননা এঁদের নামের শেষে পিতৃদত্ত পদবীটি আছে এই aasumption টাও এক্কেবারে অর্থহীন।
  • আহাঃ | 195.45.13.152 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২১:০৪666100
  • চামচে মুখুজ্জের শেষপর্যন্ত পালাতে হল। সারাদিন পিটির ল্যাওড়া চোষাই কাজ। মাঝে মধ্যে আবার নাম বদলে এসে বলে 'পিটিদা আপনার লেখা খুব ভালো লাগে আপনি লিখবেন'। ভাবে লোকে দেখে ভাববে অন্য অনেকেও বলছে।
    সালা কি লেভেলের গান্ডু এসেছে ঘিলু চোদাতে।

    কাগজে বিজ্ঞাপন দিয়ে লোধ বা কয়াল বা পোদ থেকে দাস, রায় বড়জোর চৌধুরী হয়। ভট্টচার্য্য, সান্যাল, মুখার্জী, ব্যানার্জী কতজন দলে দলে হয় শুনি? দেখি খবরের কাগজের পাতার দুচার দিনের ছবি যেখানেঅধিকাংশ উচ্চবর্ণের ব্রহ্মণ বা বৈদ্য পদবী নিয়েছে?
  • pi | 24.139.209.3 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২১:১৫666101
  • গালগুলো না দিয়ে কথা বলা যেত না ?
  • cm | 127.247.99.18 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২১:২৮666102
  • বাঃ, খাসা। ভট্টাচার্য্য, সান্যাল, ব্যানার্জি যেমন দলে দলে হয়না, তেমনি দলে দলে রাজ্য কমিটির সদস্য ও হয়না। দুঃখ করবেননা, সবার ঘিলু থাকেনা।
  • নাহ | 195.45.13.152 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২১:৪০666103
  • চামচে মুখুজ্জের ঘিলু পিটির ল্যাওড়ায় ঢুকে আছে তার জন্য আমি দুঃখ করে কী করব। তাহলে কাগজের বিজ্ঞাপনের পাতায় গন্ডায় গন্ডায় ব্রাহ্মণ বৈদ্য উচ্চশ্রেণীর পদবীতে বদলের খবর পাওয়া যায় না??
    ঘিলু চুদিয়ে এই বেরোল, ঘিলু চোদানোর কি স্যাম্পেল গো! যা বকে সব ভুল।
    এবার রাজ্য কমিটিতে কজন লোধ পোদ কয়াল বা অন্য নিম্নশ্রেণীর প্রতিনিধি আছে নামগুলো শুনি?
  • kc | 198.70.33.9 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২২:০১666104
  • যাচ্চলে, কাউকে গালি দিতে হলে নিজের আইপি লুকিয়ে, পশ্চাতদেশে আঙুল থুরি আইপি লুকিয়ে গালি দিতে হয় বুঝি? একটা মিনিমাম সৎ সাহস নেই। অবশ্যি সাহসের অভাব হলেই এইসব মেঘনাদেরা উদয় হন। অফ যান, অফ যান।
  • s | 77.59.61.153 | ১৩ ডিসেম্বর ২০১৫ ২৩:০৮666106
  • নিয়মিত না লিখলেও এই টইটা বোধহয় অনেকেই ফলো করে। আমিও তাই করি।
    তাই ব্যক্তিগত আক্রমনগুলো চোখে লাগে (দু পক্ষেই)।
  • ranjan roy | 24.99.230.69 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০০:০৮666107
  • নতুন খিস্তি শেখা বাচ্চাদের মত রাস্তার গালাগালগুলো না দিয়ে রাজনৈতিক তর্ক/বাদ/বিতন্ডা করা যায় না? না গেলে বক্তার অক্ষমতা বলেই ধরে নেব।
    খুব চোখে লাগছে। প্লীজ, এসব বন্ধ করুন।
  • SC | 117.206.249.8 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০২:৪৫666108
  • cm এর পদবি পাল্টানোর যুক্তিটা সম্পূর্ণ bizarre ।
    কোনো উচ্চবর্ণের নেতা পদবি পাল্টে উচ্চবর্ণ হয়েছে, একটা নাম পাওয়া যাবে?
    কোন নিম্নবর্ণের নেতা পদবি পাল্টে নিম্নবর্ণ হয়েছে, নাম পাওয়া যাবে?
    নাম না পাওয়া গেলে hypothetical তর্ক হয়ে যায়।
    ওই hypothetical তর্কের উপরে দাঁড়িয়ে, যেটা ফ্যাক্ট সেটাকে অস্বীকার করা যায় না।

    আর অবশ্যই, পদবি দেখেই নির্ণয় হবে। ঠিক যেমন পদবি দেখে একদিন ওদের জল খেতে দেওয়া না, ছায়া মাড়ানো হত না,
    এখন আবার উল্টে ফাঁদে পড়ে, পদবি দিয়ে কি প্রমান হয়? বা:, বেশ মজার খেলা তো। মানে উচ্চবর্ণের ক্ষেত্রে,
    heads I win , tails you lose ।

    উচ্চবর্ণ, পুরুষ, এগুলো কুযুক্তি নয়, এগুলো ফ্যাক্ট। সমাজে নিম্নবর্ণ, মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে
    discriminate করা হয়েছে, এটা কুযুক্তি নয়, এটা ফ্যাক্ট। এটাকে কুযুক্তি মনে হলে আর কিছু বলার নেই।

    আমার সবচেয়ে অবাক লাগছে দেখে যে নেতারা নিজেরা যখন বলছেন, এটা চিন্তার বিষয়, তখন অদ্ভূত সমস্ত যুক্তির অবতারণা
    করে সমর্থকেরা একটা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা কে দেফেন্দ করছেন।
  • aranya | 83.197.98.233 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৫:৫০666109
  • একটা রাজনৈতিক দলের কাছে, এই কনটেক্সটে, আমি চাইব যেন আদিবাসী, দলিত, তথাকথিত নিম্নবর্ণের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু মানুষদের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করে। তার সাথে সামাজিক পরিবর্তন (গ্রহণযোগ্যতা)-ও যেন আনার চেষ্টা করে।
    যে দল তা করতে পারবে, সেই দলের মাথায় ব্রাম্ভন, শূদ্র, হিন্দু, মুসলিম কে আছে তা দেখতে যাব না। মানুষের বদলে রোবট থাকলেও চলবে।
    একটা রাজনৈতিক দলের নেতৃত্বে কত % দলিত বা সংখ্যালঘু তা এই কারণেই দেখা হয় যে একটা প্রত্যাশা থাকে যে বেশি সংখ্যায় পিছড়ে বর্গ বা সংখ্যালঘু ব্যক্তি দলের সিদ্ধান্ত তৈরীর জায়গায় থাকলে সেই বর্গ বা ধর্মের লোকদের উন্নতির জন্য চেষ্টা করবে।
    এখনও অব্দি যা দেখা যাচ্ছে, এই প্রত্যাশাটি সম্পূর্ণ ভুল। কোন আদিবাসী দলের নেতৃত্ব আদিবাসী দের উন্নতির জন্য কাজ করছে না। সিদ্দিকুল্লার দল মুসলিম্দের উন্নতির জন্য কাজ করছে না। চালচুলো হীন , নন-এলিট পরিবার থেকে আসা পঃ বঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার চালচুলো হীন গরিব মানুষদের জন্য কিছু করছেন না। এই সব দলের নেতৃত্ব-ই নিজেদের স্বার্থসাধনে ব্যস্ত।
    এই অব্স্থায় একটা রাজনৈতিক দলের নেতৃত্বে ১০০% নিম্নবর্ণ বা সংখ্যালঘু জন থাকলেও ফায়দা কি? বরং শুভবুদ্ধিসম্পন্ন এবং কাজের লোক থাকা দরকার। সে লোক কোন বর্ণের, কোন ধর্মের - তাতে কি যায় আসে?
  • কল্লোল | 111.63.64.157 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৫:৫১666110
  • গালাগালি বন্ধ হোক।
    একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া ভালো। এপাতায় পিটির সাথে আমার সবচেয়ে বেশী তক্কো/ঝগড়া যাই বলুন হয়েছে/হয়। তাতে কখনই পিটি আমাকে বা আমি পিটীকে খিস্তি করিনি। শুধু তাইই নয়। পিটি সপুত্র ব্যাঙ্গালোরে আমার বাসায় এসে প্রচুর আড্ডা ও গান করে গেছে। সম্প্রতি মাচার গানের টইয়ের একটা সুত্র ধরে আমার যে উপকারটি পিটি করেছে, তার জন্য সারাজীবন কৃতজ্ঞ থাকবো।
    কিন্তু তক্কো চলবে।

    হ্যাঁ। পিটি ও সিএম।
    অর্থাৎ ধরে নেওয়া হলো পদবী দেখে জাত বোঝা যায় না। ধরে নিচ্ছি যতো উচ্চবর্ণের পদবীওয়ালা নেতা সিপিএম ও অন্যান্য দলে আছে এরা সকলেই পদবী পাল্টেছেন বা এদের বাবা-ঠাকুর্দা-বাবার ঠাকুর্দা পদবী পাল্টেছেন। এরা সেটা শুধরে নিলেই তো পারেন। অন্ততঃ বাম দলের নেতারা, যারা মনে করেন যে নেতৃত্বে নিম্নবর্ণের প্রতিনিধিত্ব অথেষ্ট নয়।

    আর পিটি একদম সঠিক কথা বলে ফেলেছে Date:13 Dec 2015 -- 09:03 PM পোস্টে -
    "পদবীটা মুছে শুধু নাম লিখলেও এঁরা সম্ভব্তঃ উচ্চবর্ণের প্রতিনিধি বলেই গণ্য হবেন আর না হলেও অন্ততঃ হিন্দুদের প্রতিনিধি বলে তো দেগে দেওয়া যাবেই। আর কিছু না হলেও নামগুলো ব্যাটাছেলের অতএব এরা শুধু পুরুষের প্রতিনিধিত্ব করে সেটাও বলা যাবে।"

    হ্যাঁ ঠিক তাইই। এটা কুযুক্তি নয় - ঘটনা।
  • aranya | 83.197.98.233 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৫:৫৭666111
  • আমার মনে হয় না কেউ কোন বিশেষ ধর্ম, বর্ণ বা বর্গে জন্মানো মানে সেই ধর্ম/বর্ণ/বর্গের প্রতিনিধিত্ব করছে। জন্মের ওপর কারও হাত নেই। কিন্তু তার চিন্তাধারা, আচরণ, কাজকর্ম -এ সবই দেখায় তার আসল রূপ
  • কৌশিক | 188.162.193.233 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৬:৪৫666112
  • তাহলে আমরা রিসার্ভেশন রিসার্ভেশন করে এতো আন্দোলন করি কেন? কেউই তো ধর্ম/বর্ণ/বর্গের প্রতিনিধিত্ব করছে না আর জন্মের ওপর তো সত্যিই কারও হাত নেই। তাহলে কেন রিসার্ভেশন?
  • aranya | 154.160.130.93 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৬:৫৪666113
  • রিসার্ভেশন সরকার করে, পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক ভাবে এগোতে পারে। তাতে সত্যিই তারা কতটা এগোতে পারছে, সেটা অন্য প্রসঙ্গ।
    সরকারে পলিসি মেকার-দের মধ্যে কার কি বর্ণ/ধর্ম /বর্গ তার ওপর ডিপেন্ড করে কিন্তু পলিসি তৈরী হচ্ছে না।
  • Atoz | 161.141.84.176 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৭:০৫666114
  • সুনীল গঙ্গোপাধ্যায়
    শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    শক্তি চট্টোপাধ্যায়
    সুকান্ত গঙ্গোপাধ্যায়
    তপন রায়চৌধুরী
    তপন বন্দ্যোপাধ্যায়
    নবারুণ ভট্টাচার্য
    তমাল বন্দ্যোপাধ্যায়
    সৌরভ মুখোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    সীজার বাগচি
    কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
    স্মরণজিৎ চক্রবর্তী....

    আগে অনেক আগেও,

    তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    মাণিক বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ইত্যাদি

    ঃ-) ঃ-) ঃ-)

    আর, গান আর সিনেমার জগতের নামগুলো আর কেউ দিন প্লীজ। ঃ-)
  • Du | 106.226.144.41 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৭:০৮666115
  • ব্যক্তিগত হোক বা না এটা গেস করতেই পারি যারা উদাহরন দিয়ে 'উচ্চ'বর্ণ বলছে তারা নিজেরা 'নিম্ন' বর্ন নন। নইলে তফসিলি বলতে পারেন, আন্ডার্প্রিভিলেজড বলতে পারতেন, কিন্তু উচ্চ নিম্ন? বিশ্বাস না করলে এটা বলা যায় না। কতবড় অপমান এই কথাগুলোর মধ্যে আছে সেটা নিজেরা 'নিম্ন' না হলে ফীল করা যায় না। অসংবিধানিক, সর্বৈব মিথ্যা এইসব তো ছেড়েই দিলাম।
  • aranya | 154.160.130.93 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৭:১৬666118
  • 'তথাকথিত' উচ্চ বা নিম্ন বর্ণ, এটা ইমপ্লায়েড বলে মনে হয়, আলাদা করে সবসময় লেখা না হলেও।
    সত্যিই যে 'উচ্চ' বা 'নিম্ন' বর্ণ বলে কিছু হয় না, সেটা তো জানা কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন