এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৬২৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৪666218
  • রিজার্ভেশন বন্ধ করার পক্ষীয় গোষ্ঠীকে সর্বদাই বলে থাকি নামপদবীপিতৃপরিচয় মুছে দেবার ব্যাপারটা। তখন তেনারা অনেকেই রেগে ক্ষেপে চটে যান। ঃ-)
    হাজার হোক, মেরা ভারত মহান তো আজো ঐ ব্রাহ্মণের "জ্ঞানের বর্ষা" আর প্রান্তিকের "অভিজ্ঞতার জৈবসার" এই বিশ্বাস করে থাকে কিনা!!!!
    ঃ-)
  • Atoz | 161.141.84.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৮666219
  • আসলে এস এম, এসব তো সবই বহুকাল থেকেই জানা।
    এগুলো কাক দেখানো বক দেখানো ই তো আসলে, সমাধান তো না!
    যেই না তথাকথিত উচ্চদের কোনো ঝামেলা হবে তথাকথিত নিম্নদের কোনো নমিনাল সুযোগ দিতে গিয়ে, তখনি তেনারা কাক বক ইত্যাদি টেনে আনবেন। নিজেরা কিন্তু নলচের আড়ালে প্রিভিলেজটি ছাড়বেন না। যদি ন্যায্য প্রতিযোগিতাটি কাম্য হতো, তাহলে প্রিভিলেজের চিহ্নগুলো এতদিনে মুছে ফ্যালেন্নি কেন তারা? এত যখন কনফি আছে, যে তারা অনেক বেশী মেধাবী, অনেক বেশী স্মার্ট, অনেক বেশী পরিশ্রমী, একেবারে যাকে বলে সুপার?????
  • sm | 233.223.155.80 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:০৮666220
  • কি কি মুছে ফেলতে হবে বলে ফেলুন। মুখার্জি /ব্যানার্জি, তার পদবি মুছে ফেলল। কিন্তু মুসলমান, ক্রিস্টান, শিখ তারা কি করবে? তাদের জন্য কি দাওয়াই?
    আর এটাও বলে ফেলুন। আজকের দিনে সমাজে প্রতিপত্তি কার? যার পিসা আছে না যার পদবির জোর আছে?
  • sm | 233.223.155.80 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:০৯666221
  • #পয়সা ।
  • Atoz | 161.141.84.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:১৪666222
  • আশ্চর্য!!!! এখন এর মধ্যে মুসলমান ক্রিশ্চান কেন?
    সমস্যাটা আলোচনা তো হচ্ছিল তথাকথিত নিম্নবর্ণের অন্যায় সুযোগ পাওয়ার সমস্যা নিয়ে, সেটাকে আগে মেটান। তারপরে বাকী।
    ধাপে ধাপে।
  • sm | 233.223.155.80 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:১৮666223
  • আগে মেটাবো কেন? এরা কি বেশি না কম প্রিভিলেজ্ড?
    বললামই তো বর্তমান কোটা সিস্টেম এ তো নিজ গোষ্ঠির লোকজনের মধ্যেই বিতৃষ্ণা ও বৈষম্য বাড়ছে।তো, সেটা মেটাবেন কি করে?
  • Atoz | 161.141.84.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:১৯666224
  • আর পয়সা? পয়সা যার বেশী সে কোন্‌ দুঃখে কষ্ট করে প্রতিযোগিতায় বসবে? সোজা ডোনেশন দিয়ে সীট কব্জা করে নেবে যদি পড়তেই চায়(প্রাইভেট ইন্স্টি তে তাই তো হয়)। তবে পড়াশোনার কষ্টও তার ইচ্ছে না হতে পরে, সে টাকা বুদ্ধি করে খাটিয়ে খাটিয়ে প্রফিট তুলে তুলে রাজার হালে দিন কাটাবে।
  • PT | 213.110.242.5 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:২০666225
  • তথ্যগুলো পুরনো আর কতটা নির্ভরযোগ্য সূত্র জানিনা কিন্তু interesting!!
    Some Statistics on the Distribution of Different Communities in Various Professions in India, and the Effects of Reservations
    http://www.friendsofsouthasia.org/caste/reservations/data.html

    এইটা বেশ কটকট করে চোখে লাগছেঃ

    Professor 1155 (Total) 02 ( SC) Associate Professor 1774 06
    Assistant Professor 1491 35
    Research Associate 257 03
    Grade A, Non-Teaching 756 26
    Grade B, Non-Teaching 1525 49
    Grade C, Non-Teaching 9001 414
    Grade D, Non-Teaching 10635 2368
  • Atoz | 161.141.84.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:২৩666226
  • এখন পর্যন্ত রিজার্ভেশনের বিরুদ্ধে যেসব ক্যাম্পেইন দেখেছি কোনোটাতেই মুসলমান বা ক্রীশ্চানদের অন্যায় সুযোগ পেতে দেখানোর সমস্যা দেখিনি।
    গ্লোবাল ও অরগানাইজ্ড ধর্মের পন্থীদের জন্য সম্ভবত কিছু কিছু স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা থাকে গ্লোবালি।
    আর ভারতের জনসংখ্যার কত পার্সেন্ট বলুন তো ক্রীশ্চান বা বৌদ্ধ বা মুসলমান? তুলনায় হিন্দু আন্ডারপ্রিভিলেজ্ড কত পার্সেন্ট?
  • sm | 233.223.155.80 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৩666229
  • আরে দূর, সেই জন্যই তো বলছি মুসলমান, ক্রিস্টান, বৌদ্ধরা বলতে পারে আমরা আন্ডার প্রিভিলেজ্ড। আমাদের কোটার ব্যবস্থা কর।কারণ দেশটা সবার জন্য।
    আবার চত্তিশ্গর , ঝাড় খন্ড , যেকোনো পাহাড়ের অধিবাসী, তারাও এক কথা বলবে। বৈষম্যের কাঁটা আর কতো বাছবেন,এতো ফনী মনসা!
  • SC | 117.206.249.8 | ১৫ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৭666230
  • মুসলিম সমাজ কে কোটার আওয়তায় আনা উচিত বলেই মনে করি। তবে সেটা সম্ভব নয়। কারণ পার্লামেন্ট এরকম কোনো ল পাশ করলেও
    সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দেবে। ফ্রিডম অফ রিলিজিওন constitution এর খুব fundamental ফ্রিডম। তার বিরুদ্ধে যায়, এমন কোনো আইন সুপ্রিম কোর্ট কোনদিনই মানবে না।
  • কল্লোল | 125.185.153.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১০:২৭666231
  • শুধু পদবী মুছে ফেল্লেই তো আর সমাধান হয়ে যাবে না। আইন তো কত রকমেরই আছে। প্রত্যকটি স্কুলে (বেসরকারী স্কুলেও) আন্ডার প্রিভিলেজড কাস্ট/ক্লাস থেকে বাচ্চাকে পড়াতে হবে বিনি পয়সায়, এমন একটা আইন বোধহয় হয়েছিলো। তার ফল কি ফলেছে?
    এই রাষ্ট্র, এই সরকার ও সরকার চালানো দলগুলো এবং এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষনাকরা দলেরাও কোনদিনই এদের জন্য সত্যিকারের কিছু করবে না। এরা শিক্ষা পেলে ওদের ক্ষতি, একদম সোজা হিসেব।
  • কল্লোল | 125.185.153.176 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১০:৩০666232
  • তবে হ্যাঁ, পিটি/সিএমের বাম নেতৃত্বের বেশীরভাগই এপিঠওপিঠ করা উচ্চবর্ণ তত্ত্বটি অসাধারণ। এমনটা ঐ নেতারা নিজেরাই ভাবেন নি।
    জ্জিও।
  • . | 205.154.75.182 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১০:৫৭666233
  • যাক তাহলে সিপিয়েমের নেতারা বেশীরভাগ উঁচু জাতের, এর সমর্থনে এই ওবধি আসা গেছে যে রিসার্ভেশনে কোন সমস্যার সুরাহা হয়না তাই রিসার্ভেশন তুলে দেওয়াই ভালো।
  • . | 205.154.75.182 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১০:৫৮666234
  • "বাম নেতৃত্বের বেশীরভাগই এপিঠওপিঠ" আর "দলের ভেতর কি হচ্ছে সে নিয়ে মাথা ঘামাবেন না"। দুটোই ক্লাসিক :d
  • T | 165.69.182.190 | ১৫ ডিসেম্বর ২০১৫ ১১:২৩666235
  • নন ক্লাসিকাল আলোচনার লেভেল তো অ্যাদ্দিন ধরে দেখলাম।
  • PT | 213.110.246.23 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০০:২৫666236
  • "পিটি/সিএমের বাম নেতৃত্বের বেশীরভাগই এপিঠওপিঠ করা উচ্চবর্ণ তত্ত্বটি অসাধারণ।"
    সেটা কোনটা? এ জীবনে এখনো পর্যন্ত ভুল করেও "অসাধারণ" কিছু করেছি বলে মনে পড়েনা.....
  • Atoz | 161.141.84.176 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০২:২৮666238
  • আসল কথাটা মনে হয় এইখানেই, শিক্ষাদীক্ষা পেয়ে কায়দাকৌশল জেনে চোখ ফুটে গেলে তো আর সহজে দাবিয়ে রাখা যাবে না, দুই পয়সা দিয়ে ভুলিয়ে বাধ্য ও ভীত ভার্চুয়াল ক্রীতদাস করে রাখা যাবে না।
  • কল্লোল | 125.185.152.192 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৬:৫৯666240
  • পিটি।
    কেন? ঐ যে বলা হলো পব সিপিএমের নেতৃত্বে যারা আছেন তাদের পদবী দিয়ে তাদের জাত চেনা যাবে না। কারন পদবী তো এপিঠওপিঠ করে পাল্টানো যায়।
    অর্থাৎ তাদের পদবী, ভট্টাচার্য, বসু, মিত্র, দাশগুপ্ত, সেনগুপ্ত যাই হোক না কেন তা দিয়ে প্রমান হয় না যে তারা উচ্চ বর্ণের। তাহলে সম্ভাবনা একটাই, যে হয় তারা নিজে অথবা তাদের বাপ-ঠাকুর্দায় পদবী পাল্টে উচ্চবর্ণ হতে চেয়েছেন ও হয়েছেন।
    সেটাই বল্লাম, "পিটি/সিএমের বাম নেতৃত্বের বেশীরভাগই এপিঠওপিঠ করা উচ্চবর্ণ তত্ত্বটি অসাধারণ।"

    আতোজ কে Date:16 Dec 2015 -- 02:28 AM পোস্টের জন্য ক্ক।
  • cm | 127.247.99.51 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:০৩666241
  • এই হল আসল কথা। লেখা পড়া শিখে যাতে সবাই বিলেত যেতে পারে তাই, ১) প্রাইমারি থেকেই আবার ইংরিজি চালু , ২) পাশফেল ফেরত! টেট নিয়ে কিছু বলা ঠিক হবেনা, ১০ লাখ ঘুষ দিয়ে ঢুকবে কে, আর সে পাঠক্রম ও তার বাইরে কি কি শেখাবে, কল্পনা করতে কষ্ট হয়না। আর চিন্তা নাই!
  • Atoz | 161.141.84.176 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:০৭666242
  • কিন্তু যারা এরকম বলতে চাইছেন, "দলীয় নেতৃত্বে উচ্চবর্ণেরা আছেন, তাই তথাকথিত নিম্নবর্ণকে রিজার্ভেশনের সুবিধা দেওয়া বন্ধ করা হোক, কারণ ব্যাপারটা হিপোক্রিসি হয়ে যাচ্ছে" এই যুক্তিটা বুঝতে পারছি না।
    দলীয় নেতৃত্বে তো যারা উঠছেন তারা কোনো একটা গণতান্ত্রিক বা আভ্যন্তরিক যাই হোক না কেন, সেইরকম নির্বাচন থেকে উঠছেন। সেটার ফেয়ারনেস নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু সামগ্রিক পলিসিতে তথাকথিত নিম্নবর্ণের রিজার্ভেশন বন্ধ করে দেওয়ার পক্ষে সেটা কী করে যুক্তি হবে?
    রিজিওনাল নেতারাও কি সব উচ্চবর্ণ? মুর্মু হাঁসদা কোল মুন্ডা --এঁদের মধ্য থেকে নেতা নির্বাচিত হন নি কেউ?
  • cm | 127.247.99.51 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:০৯666243
  • উপরের পোস্ট আতোজের পোস্টের পরিপ্রেক্ষিতে। কল্লোলদা আমার মুখে কথা বসাচ্ছেন কেন? আপনার চিন্তা ভাবনাতো বেশ ভালভাবে এক্সপোসড হল।
  • Atoz | 161.141.84.176 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:১৩666244
  • কল্লোল
    যদি ক্ক দিলেন, কিন্তু আতোজ বলতে চেয়েছিল প্রিভিলেজড মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাই চান না প্রিভিলেজহীন নিম্নবর্ণের চোখ ফুটে যাক, তাই বহুরকম আল্তোফাল্তো ডাইনে বামে যুক্তি খেলিয়ে বিরোধিতাটি করেন। শুধু দল এর দোষ দিয়ে কী হবে? নন্দঘোষ দেখিয়ে দেওয়া সে শুধু।
    ফেবু তে বা নন- ফেবুতে ঐসব ব্যঙ্গাত্বক সংরক্ষণবিরোধী ক্যামপেইনগুলো নেতাদের থেকে আসে না, আসে প্রিভিলেজোলা উচ্চবর্ণ মধ্যবিত্ত দের থেকেই।
  • cm | 127.247.99.51 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:২৪666246
  • সেই কারণেই দু স্পষ্ট করে বলার পরেও, উচ্চবর্ণ ও নিম্নবর্ণ জারি আছে। ওরে নিম্নবর্ণ দেখ তোর চিন্তায় আমি উচ্চবর্ণের ঘুম নাই। আমার মহত্ব বোঝ। আইন ও রকম শ্রেণীবিভেদ তুলে দেওয়ার জন্য পদবীর মাধ্যমে তার ইন্ডেক্সিং ভেঙ্গেছে, কিন্তু আমরা সেটি মানছিনা। প্রমোদ দাশগুপ্ত, দাশগুপ্ত বলে যদি উচ্চ বর্ণ সিদ্ধান্ত করা যায়, তাহলে ইম্প্লায়েড মানে দাঁড়ায় x দাশগুপ্ত ও একই কারণে উচ্চবর্ণ। পরিষ্কার হল?
  • Atoz | 161.141.84.176 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:২৪666245
  • আর এখানে কেউ কেউ প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এও মাঝে মাঝেই বলেছেন যে তাঁরা এমন প্রচুর ডাক্তারের সঙ্গে কাজ করেছেন যাঁরা দক্ষ ডাক্তার এবং অনেকেই তফসিলী উপজাতি থেকে আসা।
    এইগুলো সংরক্ষণ বিরোধী ক্যাম্পের লোকেরা কিন্তু জাস্ট মাছি তাড়ানোর মতন উড়িয়ে দ্যান। অর্থাৎ অ্যাসাম্পশন হিসাবেই ধরে নেওয়া আছে অন্যায় সুযোগ পাচ্ছে "ওরা", "ওদের" ডাক্তার হওয়াটাই ঘোর অন্যায়। "আমাদের" সোনার ছেলেদের বঞ্চিত করে সীটগুলো ঐ "ওদের" দিয়েছে।
  • cm | 127.247.99.51 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৭:২৭666247
  • নিজেকে উচ্চবর্ণ ঘোষণা করতে এত লজ্জা পাচ্ছেন কেন? বাঙালি মানেই বামপন্থী হতে হবে, সাম্যে বিশ্বাসীর ভাঁওতা চাই! এই ব্যামো যে কবে যাবে?
  • . | 188.162.193.233 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৫666248
  • "দলীয় নেতৃত্বে তো যারা উঠছেন তারা কোনো একটা গণতান্ত্রিক বা আভ্যন্তরিক যাই হোক না কেন, সেইরকম নির্বাচন থেকে উঠছেন। সেটার ফেয়ারনেস নিয়ে প্রশ্ন করা যায়"

    এই প্রশ্নটাই তো উঠছে! একটা দলের নেতৃত্বে যদি দেখা যায় উচ্চবর্ণের ভিড়, তাহলে সেই দলের নীতি বা আন্তরিকতা নিয়ে প্রশ্ন তো উঠবেই!

    আর সেই দলকে ডিফেন্ড করার জন্য উদ্ভট সব যুক্তি আসছে, যেমন আমাদের দলের যারা নেতা তাদের পদবী দিয়ে জাত চেনা জায়্না কারন তারা এপিঠ ওপিঠ। বা আমাদের দলের ভেতর কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামাবেন না, খালি আউটপুট দেখুন। তা এই যুক্তি তো দেশের সব ইউনি বা সব কোম্পানিই দিতে পারে। সব কোম্পানি বলতে পারে, আমাদের এখানে যারা ম্যানেজারি করে তাদের পদবী দিয়ে জাত চেনা জাবেনা, তারা সব এপিঠ ওপিঠ। বিজেপিও বলতে পারে আমাদের নেতারা সব এপিঠ ওপিঠ। সব ইউনি বলতে পারে ভেতরে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামিও না, আউটপুট দেখো। আমাদের ওসব সংরক্ষন টংরক্ষন দরকার নেই বাপু।
  • cm | 127.247.99.51 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৮:৫১666249
  • উচ্চবর্ণ নিয়ে আলোচনা করতে হলে নিতান্তই জানা দরকার সেটা কি বস্তু। খায় না মাখে? সেটুকু বললেই আলোচনা করা যায়। পদবী থেকে কিরূপে sc/st/obc ইত্যাদি জানা যাচ্ছে বলেই ফেলুননা।
  • sm | 53.251.89.80 | ১৬ ডিসেম্বর ২০১৫ ০৯:০১666251
  • cm , আপনার প্রশ্ন টা ঠিক কি?
    উচ্চ বর্ণ, নিন্মবর্নের বিভেদ সরকার বেশি করে তৈরী করছে। আপনি সর্বদা কাগজে,চাকরির বিজ্ঞাপনে এস সি/ এস টি এসব উল্লেখ দেখলে, বিভেদ ভুলে যাবেন কি করে?
    ধরা যাক, ও বি সি; এমন কিছুর অস্তিত্ব দু দশক আগে জানতেন কি? জ্যোতি বসু ও সম্ভবত বলেছিলেন; আমার রাজ্যে এসবের কি দরকার? কারণ পব তে ও বি সি বলে জনগণ কিছু জানে না বা বিস্মৃত হয়ে আছে। নতুন করে জাগিয়ে তলার মানে কি?
    মুখার্জি/ব্যানার্জি/পান্ডা/দুবে থেকে বোঝা যাচ্ছে উচ্চ বর্ণ।
    হাঁসদা/মান্দি/মুর্মু থেকে এস টি অনেকটাই গেস করা যায়।
    এস সি একটা বৃহত সেট। গেস করা শক্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন