এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৫১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১২:৫৭666285
  • "উচ্চবর্ণ চায়না যে নিম্নবর্ণ শিক্ষিত হোক।"
    গুরুতে যারা লিখছে তারা নিজেরা কি "।।।।।চায়না যে নিম্নবর্ণ শিক্ষিত হোক।"?
    কিন্তু কেউ যদি চায় যে "নিম্নবর্ণ শিক্ষিত হোক" তাহলে তারা কোন বন্নের?
  • cm | 59.248.229.66 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৪:৪০666286
  • কল্লোলদা, এই উচ্চবর্ণের পদবীর অফিশিয়াল তালিকা কোথায় পাবো? দেশের আইনে কি ওরকম কিছু স্পষ্ট করে বলা আছে? যা স্পষ্ট নয় তা নিয়ে কথায় আমার খুব অসুবিধে। sc/st/obc নিয়ে নেই। আমার কাছে কারু পদবী কোন বিশেষ তাৎপর্য বহন করেনা। এই আলোচনায় তখনি নামি যখন দেখি এই আলোচনায় কেউ কেউ মেয়ে বলে ডিসকাউন্ট পাচ্ছেন। সেরকম হলে সমস্যা, তাহলে দেশভাগের ভুক্তভোগী, আমাশার রুগী সবাই ডিসকাউন্ট চাইবে।
  • cm | 59.248.229.66 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৫666287
  • সিপিএম পেটানো আমার খুব ভালো লাগে খালি ঐ যুক্তির ভণিতাটুকু বাদে। নিন আবারো বলছি ১০০ দিনের কাজে রাজ্যের খারাপ পারফর্ম্যান্সে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন sc/st/obc রা। আপনার কি মত? আপনি কি মুখ্যমন্ত্রীর এ বিষয়ে বিভিন্ন জনসভায় মিথ্যা প্রচারের নিন্দা করছেন? এ আলোচনা এই মুহূর্তে আমার বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে।
  • PT | 213.110.246.230 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৯666288
  • কিন্তু আমার প্রশ্নের উত্তর না পেয়ে মনে হচ্ছে যে শুধুমাত্র সিপিএম ব্যাশিং-এর জন্যেই এই জাত-পাতের ইস্যুটাকে খুঁচিয়ে তোলা হচ্ছে।
  • . | 188.162.193.233 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৯666289
  • cm এই রিপোর্টটা পড়ে দেখতে পারেন, এখানে পলিটিকাল পার্টিগুলোর ডাইভার্সিটি ডেফিসিট নিয়ে তথ্যসহ আলোচনা আছে।

    http://www.thehindu.com/news/national/diversity-deficit-across-apex-bodies-of-parties/article7144074.ece

    এই রিপোর্টে "আপার কাস্ট" বলে যা বোঝানো হয়েছে আমিও উচ্চবর্ণ বলতে সেটাই বুঝিয়েছি। এছাড়া আপার কাস্টদের মধ্যে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের রিসার্ভেসন দরকার নেই, এই মর্মে প্রেস স্টেটমেন্ট নীচে দিলামঃ

    http://cpim.org/content/reservation-upper-castes

    এই প্রেস স্টেটমেন্টেও "আপার কাস্ট" বলতে যা বোঝানো হয়েছে আমিও সেটাই বোঝাতে চেয়েছি। সিপিয়েমের নেতৃত্বও "আপার কাস্ট" বলতে এই সর্বজনগ্রাহ্য ডেফিনিশনকেই মেনে নিয়েছে।
  • . | 188.162.193.233 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৬:০২666290
  • একটু বলে দি, প্রেস স্টেটমেন্টটা ২০০৩ সালের।
  • sm | 233.223.159.253 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৬:১৯666291
  • sm স্যার, বিভেদ কারা বাড়াচ্ছে? রিসার্ভেশন না থাকলে হয়্ত এই মন্ডলদের রিপ্রেসেন্টেশন হতই না। পুরোটাই ঐ যারা খিল্লি করছে তাদের একটা সমসত্ব সেট এ পরিণত হত।
    --
    বিভেদ সমাজে ছিলোই। বিভেদ তো কোটা সিস্টেম রেখে কমেনি।মন্ডলদের রিসার্ভেশন হঠাত জরুরি হয়ে পড়ল কেন? দেশে কি আগে ও বি সি ছিল না
    জ্যোতিবাবু যেমন টি বলেছিলেন; পব তে ও বি সি নিয়ে লোকে বেশি অবহিত নয়; তাহলে প্রশ্ন খুঁচিয়ে ঘা করা হলো কেন?
    ফুটকি আর এতজ এর মতো আপনাকেও প্রশ্ন; ধর্ম ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কোটা নয় কেন?
    ফুটকির দেওয়া লিংক থেকেই তো দেখলাম, অন্য ধর্ম বা নারীদের রিপ্রেসেন্তেষণ উল্লেখজনক ভাবে কম। চাকরির ক্ষেত্রেও দৃশ্য টা অনুরূপ হবে ভাবা যায়।তাইলে কি করা যায়?
  • sm | 233.223.159.253 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৬:২৮666292
  • আমিও তাইই বলছি। উচ্চবর্ণ চায়না যে নিম্নবর্ণ শিক্ষিত হোক।
    --
    কল্লোল বাবু, আপনি কি চান? কোটা সিস্টেম চালু থাকুক? যদি না চান;তাহলে ঠিক কি বলতে চাইছেন?
    আমি যে ভারতে এত গুরুত্ব পূর্ণ হেভি ওয়েট নেতাদের নাম বললাম; তারা কি আদৌ চায়, কাস্ট বিভেদ মুছে যাক? চাইলে তো কত কি দেখতে পেতাম।
  • PT | 213.110.246.230 | ১৬ ডিসেম্বর ২০১৫ ১৮:০৮666293
  • "As per sources, Trinamool Congress Rajyasabha MP Dola Sen has been summoned by the Central Bureau of Investigation (CBI)."
  • Atoz | 161.141.84.176 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৩:২৪666295
  • এস এম,
    তাহলে বৈষম্য কমানোর নিদানটা আপনার ঠিক কী?
    রিজার্ভেশন টেশন সব তুলে দিয়ে ঘোষণা দিয়ে বলা, "ওরে নিম্নবর্ণেরা, আগের জন্মে মহাপাপ করে নিম্নবর্ণ হয়ে জন্মেছিস, এখন উচ্চবর্ণদের সেবা টেবা কর, পা টিপে দে, রান্নার যোগাড় দে(রেঁধে দে তো আবার বলা যাবে না, রান্না উচ্চবর্ণের কর্মী করলেই ভালো), ড্রাইভারি ট্রাইভারি করে দে, মাঝে মাঝে চড়থাপ্পড় লাথিটাথি খা, তাতেই তোদের মোক্ষ। কারণ উচ্চবর্ণ হলেন তোদের ভগবান। ওঁদের সেবায় তোদের পুণ্য। পাপ কাটলে পরজন্মে উচ্চবর্ণ হয়ে জন্মাবি।" এই নিদান? বৈষম্য টৈষম্য ভ্যানিশ? সব পুণ্যসঞ্চয়ে লেগে পড়বে?
    ঃ-)
    এই তো চলছিল হাজার বছর, বৈষম্য কেবলই বেড়েছে তাতে। সুবিধাবাদটা ঐ "ভগবানেরা" পুরোদস্তুর নিয়েছে।
  • pi | 24.139.209.3 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৭:৪৩666296
  • 'প্রশ্ন হলো, একটি প্রবেশিকা পরীক্ষায়;যেখানে মেরিটের কম্প্র্মায়স হচ্ছে। এটা একটা নীতির প্রশ্ন। আপনি ঠিক ভাবতে পারেন কিন্তু অন্য লোকেদেরও ভুল ভাবার রাইট আছে। যেমন আমার কাছে,ওপেন কম্পিটিশনে, আমার চেয়ে রেসাল্ট খারাপ কেউ চান্স পেলে আমার খারাপ লাগবে। কারণ আমার ১২ বছরের প্রস্তুতি ছিল ওই প্রফেশন বা কোর্সে ঢোকার।
    তাহলে পরীক্ষা নেবার মানে কি?'

    ---

    সত্যিই তো। যে বারো বছর ধরে আপনার মত প্রস্তুতি নেবার মত সুযোগ সুবিধে কিছুই পেল না, সে যে আপনার থেকে অবশ্যই অযোগ্য ও ইনফিরিয়র এবং সারা জীবনেও আপনার নখের যুগ্যি হতে পারবে না। একদম ঠিক।
  • . | 188.162.193.233 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৬666297
  • ইয়ে না আরো দুয়েকটা নিদান পাওয়া গেছে। মানে এই যে সব মুখুজ্যে, বাঁড়ুজ্জে, চক্কোত্তি পদবীধারী এরা কিন্তু কেউ আসলে উচ্চবের্ণের প্রতিনিধি না। আর তার ওপর এরা এপিঠ ওপিঠ, কাজেই আদৌ বোঝাই যাচ্ছে না কে উচ্চবর্ণ আর কে নিম্নবর্ণ। কোন মেডিকেল কলেজে যদি দেখেন মুকুজ্জে আর বাঁড়ুজ্জেতে ঠাসা তো বুঝে যাবেন এরা সব এপিঠ ওপিঠ। এই রিজার্ভেশন টিজার্ভেশন অতি ফালতু, এগুলো তুলে দিলেই ল্যাঠা চোকে।
  • sm | 53.251.88.117 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:০৮666298
  • A -Z , আপনি কতকগুলো প্রফেশনের কথা বলেছেন। যেমন ড্রাইভারী করা,রান্নার যোগাড় করা, পা টেপা ইত্যাদি।
    প্রশ্ন হলো, এগুলোকে আপনি কেন খারাপ ভাবেন?
    আজকের দিনে, কেউ কাউকে বাধ্য করছেনা কোনো প্রফেশনে আসতে।লোকে তার চয়েস অনুযায়ী আসছে।
    এবার একটু অন্য ভাবে দেখার চেষ্টা করি। ধরা যাক একজন ড্রাইভার সরকারী চাকরি করেন। ধরে নিচ্ছি,আপনার কাছে প্রফেশন টি খারাপ বা অপমান কর। তাহলে কাল থেকে সমস্ত ড্রাইভার পোস্ট উচ্চবর্ণের জন্য সংরক্ষিত করলে, আপত্তি নেই তো? প্রসঙ্গত একজন সরকারী গাড়ি ড্রাইভারের বেতন ৩০ হাজার বা তার বেশি।
    এবার আসি, সেবামূলক কাজের কথায়। সত্যি কথা বলুন, আপনার বাড়িতে যদি কোনো কাজের মাসি বা আয়া আসেন, আপনি তার জাত বিচার করেন? জানেন কতো তথকথিত উচ্চ বর্ণের মহিলা আয়ার কাজ করেন?
    তাহলে আপত্তি তা কোথায়? তাদের কাজের ধরন টা অপমানজনক বলে?
    একজন নার্স ডেলি পেশেন্টের (উচ্চ ও নিন্মবর্ণ নির্বিশেষে) পুরীষ পরিস্কার করে। এটাকে কি অপমানজনক বলে মনে করেন? করলে সব নার্স এর পোস্ট উচ্চবর্ণের জন্য রিসার্ভ করে দিন।
    একজন ডাক্তার যখন ডায়াবেটিক গ্যানগ্রিনের পেশেন্ট এর পা ড্রেসিং করে; তখন তার ঘা থেকে নির্গত দুর্গন্ধের কাছে দশ দিনের পচা মরা হার মেনে যাবে। কি ভাবেন ডাক্তারি প্রফেশন আপত্তিকর?
    সব কিছুই নির্ভর করছে আপনি কিভাবে দেখছেন তার ওপর।
    কিন্তু আপনি ধর্মভিত্তিক বা অঞ্চলভিত্তিক কোটা চালু করার বিষয়ে কিছু বললেন না তো? ষাট বছর তো বর্ণ বিভেদের ওপর কোটা সিস্টেম চলল; এবার একটু অন্য দিকে গেলে হয়না?
  • Atoz | 161.141.84.176 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:১১666299
  • আহা, সেই তো বল্লাম! ওতেই মোক্ষ তো! উচ্চবর্ণের কাছ থেকে চড়থাপ্পড় লাথিটাথি খাওয়া তো পরম পুণ্যের কাজ! এই করেই তো মহাপাপীদের ত্রাণ হবে।

    ঃ-)
  • sm | 53.251.88.117 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:২৩666300
  • সত্যিই তো। যে বারো বছর ধরে আপনার মত প্রস্তুতি নেবার মত সুযোগ সুবিধে কিছুই পেল না, সে যে আপনার থেকে অবশ্যই অযোগ্য ও ইনফিরিয়র এবং সারা জীবনেও আপনার নখের যুগ্যি হতে পারবে না। একদম ঠিক।
    --
    pi ,প্রস্তুতি করার সুযোগ হয়ত আমার চেয়ে, আপনি বেশি পেয়ে থাকতে পারেন।আমি কি কাঁদব?আপনার চেয়ে টাটা, বিরলা, আম্বানির ছেলে মেয়েরা আরো বেশি পেয়ে থাকতে পারে। তাহলে, আমরা কোন বিষয় টাকে বেশি গুরুত্ব দেব? পয়সা কে না সমাজ কে?
    পয়সা থাকলে, এগিয়ে যাওয়া কোনো বাঁধা নয়।
    সরকারের উচিত আর্থিক ভাবে পিছিয়ে থাকা লোকজন কে বেশি করে আর্থিক সুযোগ সুবিধে দেওয়া। অনেকটা কন্যাশ্রী প্রকল্প বা এজুকেশন লোনের মতন। খালি কয়েকটা সরকারী পোস্টে চাকরি দিয়ে আর দুরকম মেরিট লিস্ট তৈরী করে সুযোগ দিলে সেটা হবে গোড়ায় জল না দিয়ে আগায় দেবার মত অবিমৃষ্যকারিতা।
    আর আমার কাছে কোনো প্রবেশিকা পরীক্ষায় যে ভালো ফল করবে; তাকেই উচ্চ শিক্ষা বা চাকরির সুযোগ দেওয়া উচিত।
    কে কোন অবস্থায় প্রিপারেশন নিয়েছে, দেখা সম্ভব নয় বা উচিত ও নয়।
    আর আপনি বলুন; ধর্মভিত্তিক, লিঙ্গ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কোটা সিস্টেম চালু করা উচিত বলে মনে করেন কি?
  • sm | 53.251.88.117 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:২৫666301
  • A -Z , যুক্তি কম হচ্ছে।একটি নার্সের মোক্ষলাভ কি মনে করেন? লোকজনের পুরীষ পরিষ্কার করে?
  • sm | 53.251.88.117 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৪666302
  • আমি, বিদেশে দেখেছি, আমাদের দেশে আপত্তিকর প্রফেশন কে আপত্তিকর ভাবেই না।
    যেমন, ট্যাক্সি ড্রাই ভার,হোটেল, পাব এর সেবক যারা
    ( খাবার সার্ভ করছে, এঁট বাসন মাজছে ) ময়লা সংগ্রাহক, সব্বাই নিজের মতন মাথা উঁচু করে আছে। কেউ কারকে পরওয়া করেনা।নিজের ইচ্ছামতন প্রফেশন চুজ করেছে। রোজকার পাতিও খারাপ নয়।এদের স্থান তো সমাজে ইউনির প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ারের চেয়ে কম নয়।ঘৃনা করার অবকাশ কোথায়?
  • avi | 113.24.84.18 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৬666303
  • "মানে এই যে সব মুখুজ্যে, বাঁড়ুজ্জে, চক্কোত্তি পদবীধারী এরা কিন্তু কেউ আসলে উচ্চবের্ণের প্রতিনিধি না। আর তার ওপর এরা এপিঠ ওপিঠ, কাজেই আদৌ বোঝাই যাচ্ছে না কে উচ্চবর্ণ আর কে নিম্নবর্ণ। কোন মেডিকেল কলেজে যদি দেখেন মুকুজ্জে আর বাঁড়ুজ্জেতে ঠাসা তো বুঝে যাবেন এরা সব এপিঠ ওপিঠ।"
    একটা মজাদার অভিজ্ঞতা হয়েছিল আমার মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে, ২০০৫ সালে। কলকাতা মেডিক্যাল কলেজে তখন প্রতি বছর ১৫০ জন ভর্তি হত সর্ব্ভারতীয়, রাজ্য, কোটা, নেপাল আর সেই বছরের বিখ্যাত এনারাই কোটা মিলিয়ে। আমাদের ব্যাচে রোল নাম্বার হত পদবী বর্ণানুক্রমে সাজিয়ে। পুরো ক্লাসে বাঁড়ুজ্জে ৩ (রোল ৪,৫,৬), চাটুজ্জে ১ (রোল ২১), মুখুজ্জে ৩ (রোল ৯৮, ৯৯, ১০০), চক্কোত্তি ছিল না।
    জাস্ট একটা ফ্যাক্ট, কোনো জেনারেলাইজেশন করছি না।
  • pi | 24.139.209.3 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪০666306
  • আরে sm , আমি তো বলেইছি আপনি একদম ঠিক। যারা সুযোগ পায়নি, তাদের কোনরকম সুবিধা দেওয়া একদম উচিত নয়।
    আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাড়া আর কোনোভাবে পিছিয়ে থাকা যায়ই না। দলিত, আদিবাসী এঁরা পিছিয়ে থাকলে আর্থিকভাবে। সামাজিকভাবে ? না না, সে কোনোভাবেই নয়।
    অ্যাকচুয়ালি ছোটোজাত, নিচুজাত এসব ব্যাপার কোনোদিন ছিলই না। এসবের ভিত্তিতে বৈষম্য, সেটা খায় না হাঁটুতে মাখে, কে জানে।

    আপনার সাথে এই নিয়ে তর্কের কোন প্রশ্নই নেই।
  • sm | 233.223.159.253 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:৩৮666307
  • pi , আপনি যদি প্রমান করতে পারেন, বর্তমান কোটা সিস্টেমের দৌলতে সামাজিক বৈষম্য করেছে; তাহলে মেনে নেব। নাহলে কোটা রেখে কি লাভ হচ্ছে বুঝিয়ে বলুন।
    আর আমার প্রশ্নের তো উত্তর দিলেন না?
    ধর্মভিত্তিক, লিঙ্গ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কোটা সিস্টেম চালু করা উচিত বলে মনে করেন কি?
  • pi | 24.139.209.3 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৪666308
  • যে সামাজিক বৈষম্য নেইই তা আর কমবে কি ? ঃ)
  • T | 24.100.134.154 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৭666309
  • কচুয়া জুতো...সলোমন...বাটা
  • Atoz | 161.141.84.176 | ১৮ ডিসেম্বর ২০১৫ ০০:৪১666310
  • সত্যি তো এস এম, একদম ঠিক বলেছেন।
    এইসব বৈষম্য, ঘৃণা, ছোটোজাত, উঁচুজাত এসব আবার কী?
    এসব একেবারেই নেই। এতো দিনের আলোর মতন পরিষ্কার যে "মেরা ভারত মহান" আর তার সমস্ত মানুষ সমান মর্যাদায় সমস্ত কাজকর্ম করছে ও সুখেশান্তিতে আনন্দে আছে। পরম সম্মানে সবাই দিন কাটাচ্ছে।
    তাই এ নিয়ে আর বিতন্ডা নয়, "যাও সবে নিজ নিজ কাজে"।
    ঃ-)
  • Atoz | 161.141.84.176 | ২০ ডিসেম্বর ২০১৫ ০৬:০১666312
  • তুল্লাম।
  • dd | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:১৪666313
  • কিন্তু এই তোলাবাজি কিসের জন্য? প্রায়ই দেখি কেউ না কেউ এসে একগাদা টইকে হেঁইও করে তুলে দেন। কিসের জন্য?
  • cb | 132.170.176.122 | ২০ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৫666314
  • সবাই মৃণতুল হয়ে গেছে ডিডিদা
  • | ২০ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৩666315
  • PT | 213.110.246.23 | ২০ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৬666317
  • "গুন্ডা-মস্তানের পৃষ্ঠপোষণা শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের বরাবরের ঐতিহ্য………এই ব্যব্স্থায় মৌলিক বদলটা হয়ে গেল…. শ্রীযুক্ত সঞ্জয় গান্ধীর সৌজন্যে….বলতে গেলে গুন্ডারাই হয়ে গেল নেতা। লুম্পেনিকরণের সেই সূত্রপাত…."
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=20011&boxid=1526626

    পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে এবং কলেজে কলেজে সেই সত্তরের গন্ধমাখা জ-ল-সা ফিরে আসছে পুরোদমে। কোন কোন জায়্গায় তাতে "যুব-উৎসব" নামক ধাপ্পাবাজী ছাপ্পা লাগানো আছে। কাজেই উত্তরসূরীদের আমলে লুম্পেনিকরণের ধাক্কায় সেই বেলেল্লাপনাও ফিরে আসতে বাধ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন