এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৪৯৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 135.17.65.226 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৫:০৫666418
  • পিটি। এবার বইমেলায় আম্মো আছি। চলে এসো।
  • cm | 127.247.97.183 | ১৪ জানুয়ারি ২০১৬ ১৮:১০666420
  • দুর্বিনীত উদ্ধত বাম জমানার পরে রাজ্যে বিনয়ের সুবাতাস বইছে অস্বীকারের জো নাই, মধুময় পরিস্থিতি।
  • Bratin | 11.39.39.134 | ১৬ জানুয়ারি ২০১৬ ২২:৩১666421
  • ইয়েস কল্লোল দা আর পিটি দা কে লড়িয়ে দেওয়া হবে। রঞ্জন দা রেফারী।

    আমি আর পিএম ধুনো দেবো।

    জমে ক্ষীর হয়ে যাবে। কী বলেন??
  • MR | 81.252.246.44 | ১৭ জানুয়ারি ২০১৬ ০৯:৪১666422
  • আজ সাম্বিয়া সোহরাব বায়ুসেনাকে পিষে মেরেছে তাই চার্দিনে ধরেছে, কিন্তু যদি কোন এক সাধারণ পথচারীকে মারত তখন কি হতো? উল্টে সেই মৃতব্যাক্তির বাপমাকে নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হতো, গাড়ী ড্যামেজ করার জন্য। বেচারী সাম্বিয়া!
  • Bratin | 11.39.38.126 | ১৯ জানুয়ারি ২০১৬ ১০:১৬666425
  • ধুর বাবা কিচ্ছু বলে না। ঃ((

    ও পিটি দা আসছো তো নাকি?
  • PT | 213.110.242.5 | ১৯ জানুয়ারি ২০১৬ ১১:০৯666426
  • মনে মনে তো এসেই আছি কিন্তু.....
  • কল্লোল | 132.179.16.74 | ১৯ জানুয়ারি ২০১৬ ১১:২৩666428
  • এই সব পিটির বিরুদ্ধে ষড়যন্ত্র। রঞ্জন রেফারি হলে আমি তো হা হুস করে জিতে যাবো।
  • | 213.132.214.81 | ১৯ জানুয়ারি ২০১৬ ১২:২৮666429
  • ইয়েস আমার কেমন সন্দেহ হচ্ছে রঞ্জন দা কল্লোল দা কে "টেনে" খেলাতে পারে। ঃ)

    কিন্তু আমরা নিরপেক্ষ রেফারি কোথায় পাবো? ঃ((

    মনে মনে হবে না, সশরীরে চাই পিটি দা।
  • কল্লোল | 111.63.213.78 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:১৩666430
  • পিটি।
    বইমেলায় চলে এসো। কবে আসবে এট্টু জানিও।
    আর, যদি না আসো, হুমকি ভাবলে হুমকি, সাবধানবাণী ভাবলে সাবধানবাণী -
    তোমার সাথে সব সব স-অ-অ-অ-অ-ব বিষয়ে ১৫০% একমত হয়ে যাবো।
  • ranjan roy | 24.96.42.177 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:৪৪666431
  • পিটি,
    কোন কিন্তু,পরন্তু, অধিকন্তু চলবে না।
    মাইরি, ব্রতীনের বাড়া ভাতে ছাই দিয়ে ঘোষণা করছি--বইমেলাতে শুধু গান শুনবো, আড্ডা দেব, চুটকি শুনবো ( ভেজ-ননভেজ সব)!
    কোন রাজনৈতিক কথা হবে না।মাক্কালী!!
  • | 213.132.214.81 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:৫১666432
  • ঃ))))))))))
  • | 213.132.214.81 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:৫৪666433
  • পিটি দা, HOD হবার পরে জীবনে আরো চাপ বেড়েছে।

    তবে আসার খুব চেষ্টা করবেন বলেছিস।
  • PT | 213.110.243.21 | ২২ জানুয়ারি ২০১৬ ০৯:১২666435
  • যাঁরা তিনোদের আড়াল করার জন্য অমিত শাহর গাজর দেখাচ্ছেন (কিংবা ৩৪ বছর), তাঁরা এই ভদ্রমহিলার সঙ্গে এট্টু কথা বলে আসুনঃ
    "বৃহস্পতিবার বিকেলে রমেশের মা ময়নাদেবী ছেলের খুনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। শুধু বলেন, ‘‘ভগবান বিচার করুক। আমাদের পাশে কেউ নেই। আমরাও তো তৃণমূল করতাম। ছেলেকে বাঁচাতে হামলাকারীদের পায়ে ঝাঁপিয়েও পড়েছিলাম। কিন্তু কিছুই হল না।’’ বাপনের শোকে ঘটনার তিন মাস পরে মারা যান তাঁর দাদু কিশোরীমোহনবাবু। বাপনের কাকা ভজ মণ্ডলের ক্ষোভ, ‘‘আমরা এই এলাকায় সিপিএমের মার খেয়েও তৃণমূল করেছি। কিন্তু দেখলাম আমাদের পাশে কেউ নেই। এরপর কী হবে বুঝতে পারছি না!’’"
    http://www.anandabazar.com/state/arabul-returns-reinstated-in-party-opposition-in-fear-1.290953#
  • গাজর | 105.211.231.161 | ২২ জানুয়ারি ২০১৬ ০৯:৪৬666436
  • সিপিএমের মার খেয়েও মানে, সিপিএম মারও দিতো নাকি!! কি মিথ্যে কথা! ওটা আসলে আবাপর ভিউজ, বাকিটা নিউজ।
  • PT | 213.110.243.21 | ২২ জানুয়ারি ২০১৬ ১০:০৩666437
  • বোঝা যাচ্ছে যে তিনো সমর্থকদের তিনোরা ঠেঙিয়ে মেরে ফেললেও সেসব ঠাট্টা-এয়ার্কি করে হাল্কা করে দিতে হবে।
    এটা অবিশ্যি একটা নতুন স্ট্রাটেজি!!
  • গাজর | 15.2.65.224 | ২২ জানুয়ারি ২০১৬ ১০:০৭666439
  • না আসলে কোনটে কখন আবাপর নিউজ আর কখন আবাপর ভিউজ সেনিয়ে একটু কনফিউজ হয়ে পড়ি আরকি।
  • PT | 213.110.243.21 | ২২ জানুয়ারি ২০১৬ ১০:২৯666440
  • লেখার আগে ঠিকমত না পড়লে কনফিউস হওয়াই স্বাভাবিক। "আমরা এই এলাকায় সিপিএমের মার খেয়েও তৃণমূল করেছি।" কথাটি কোটেশনের মাঝে আছে। কাজেই প্রাথমিক ভাবে ওটাকে আবাপ-র ভিউস হিসেবে ধরে নেওয়ার কোন কারণ নেই!!
    কিন্তু এক বৃদ্ধার করুণ অবস্থার নিন্দা (অথবা তাজাবুলের কাজের প্রশংসা?) করার বদলে পিটির বক্তব্যের সম্ভাব্য ভুল খোঁজাটা কেন এত বেশী জরুরী কে জানে!!
  • SC | 117.206.249.8 | ২২ জানুয়ারি ২০১৬ ১৩:৩৭666441
  • ক্ষমতার রং পাল্টে যায়, মুখ গুলো একই থাকে। আর যারা একদিন সিপিএম এর এল সির দাদাদের কাছে মার খেত, এখন তিনুদের কাছে খাচ্ছে। এই যে পি টি বাবু ঘন্টাত পর ঘন্টা অনেক থিওরি কপচে যাচ্ছেন, সিপিএম x , তৃনমূল y , পাড়ায় একটু হাঁটলে দেখবেন, ওসব কিছু না। কাল যে "আমার কাছে বালি না কিনলে কিন্তু" বলে আঙ্গুল তুলছিল, সে আজও তুলছে। শুধু মাথার ফেট্টির রং পাল্টে গেছে।
    শুধু ওই লোকটাই নয় অবশ্য। উচ্চশিক্ষিত এন আর এই সমাজেও, একটু চোখ রাখলেই দেখবেন, "কলেজে বামপন্থী রাজনীতি মজ্জার ভিতরে ঢুকে যাওয়া" সন্গস্ক্রিতিবান দাদা কেরকম হটাথ HSS এর ফান্ড এ পয়সা ফেলে চ্যারিটি করছে। মজ্জার ভিতরে থাকে শুধু ক্ষমতার প্রতি তাবেদারী।
  • sm | 233.223.159.253 | ২৩ জানুয়ারি ২০১৬ ০০:১২666442
  • যা বাব্বা! সূর্য্য বাবু তো সভায় সভায় বলে বেড়াচ্ছেন; তাঁদের জমি অধিগ্রহণ নীতি তে কিছু ভুল ছিল। ক্ষমতায় এলে, এক ইঞ্চি জমি জোর করে অধিগ্রহণ হবেনা।
    এবার তাহলে ২০১০ সালে,বাম নেতার প্রশ্নের কি হবে?শিল্প কি তাহলে আকাশে হবে?
  • cm | 127.247.96.162 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:১১666444
  • মামনীয়া মুখ্যমন্ত্রীর মতন তার্কিক এপাতাতেও কম দেখিনা। এটাও থাক, http://www.anandabazar.com/state/there-is-no-reason-to-believe-that-netaji-is-dead-1.292482 তবে অমর্ত্য সেনের বক্তব্য উদ্ধৃতির মধ্যে থাকলে ভাল হত। এতে কোনটা ওনার কথা আর কোনটা সাংবাদিকের সংযোজন বোঝার উপায় নেই।
  • PM | 233.223.155.14 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৬666445
  • অমর্ত্য সেন নাকি বলেছেন ভাড়ি শিল্প ছাড়া উন্নয়ন সম্ভব নয় !!!!! এপাড়া-র নোবেলজয়ীরা তো এর উল্টো-ই বলেন। অনেকে আবার অমর্ত্য সেনের দোহাই দিয়ে এপাতায় ভারী শিল্পের অপ্রয়োজনীয়তার কথা বলেছেন এপাতায় ঃ(
  • s | 108.209.202.160 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৭:৫৭666446
  • আচ্ছে দিন! কিন্তু তদ্দিন কি বাঁচবো?
  • sm | 233.223.153.49 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৯:৫৬666448
  • জেলে তো জ্যোতি বাবু সহ বহু কমি রা বহুবার গেছেন।দোষী সাব্যস্থ হলে যথাযোগ্য শাস্তির বিধান, আইনে আছে। আপনাকে মাথা চুলকোতে হবে না। টাক পড়ে যাবে।
    বরঞ্চ বলে ফেলুন সূর্য্য বাবু কেন বলে বেড়াচ্ছেন জমি অধিগ্রহণ নীতিতে ভুল ছিল। জোর করে বহুফসলি জমি শিল্পের নাম করে আর অধিগ্রহণ হবে না; ইত্যাদি।আবার আগ বাড়িয়ে বলছেন ভুল স্বীকারে, কুনো লজ্জা নাই।
    তো, এতদিন ধরে কি ভাবে সিঙ্গুরে জোর করে জমি কেড়ে নেওয়া কে আপুনি সমর্থন করে আসছিলেন; সে বিষয়ে দু চারটে বাণী ছাড়ুন।
  • PT | 213.110.246.230 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:৫০666451
  • ওঃ বাপরে! কোটি কোটি টাকা লোপাটের দায়ে "অভিযুক্ত" হয়ে জেলে থাকা মন্ত্রীর/বিধায়কের কি বিপুল সমর্থন। ইনিই বোধহয় এসময়ের নতুন নেতাজী!! আপাততঃ জ্যোতি বসুর সঙ্গে তুলনা হচ্ছে। কিছুদিনের মধ্যে গান্ধিজীর সঙ্গেও তুলনা হবে।

    কিন্তু তক্ক করতে গেলে কথার মানে বুঝতে না পারার একটা সীমা থাকা দরকার। আমি যতদূর শুনেছি সূর্যবাবু "জোর" করে জমি নেওয়া হবে না এমনটাই বলেছেন। সরকারে যেতে চায় একটি দল কিন্তু প্রয়োজনে "অধিগ্রহণ" করবেনা একথা যারা বলে সে দলটি নির্বোধ-সূর্যবাবু বলে থাকলে তিনিও। "জোর" করে জমি নেওয়া আর "অধিগ্রহণ" করার মধ্যে আসমান জমিন ফারাক আছে।

    তাই সূর্যবাবু কি মনে করেন আমার জানার দরকর নেই কেননা তাঁকে ভোটে জিততে হবে আর আমার ভোটের দরকার নেই। আমি এখনো মনে করি সিঙ্গুরে কারখান আর নন্দীগ্রামে কেমিকাল হাব করতে না দেওয়া ঐতিহাসিক ভুল হয়েছে। কতকগুলো দল মিলে বাঁদরামো না করে ক্ষতিপুরণের অন্দোলন করলে কারখানা ও জমির মালিকের উপকার দুটো-ই হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন