এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১০৬৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:২৮666152
  • নাঃ, ওটা কোন প্রমাণ নয়।

    প্রমাণ তো ডাটা দিয়ে হবে, করা মুশকিল। তবে থাকতেও পারে প্রমাণ, জানি না।
  • SC | 117.206.249.8 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩১666154
  • কি সাংঘাতিক, আবার বলছে মহিলাদের রেসের্ভাতীয়ন দিতে হবে!
    যদি ওদের কথা শুনতে ব্রিগেডে লোক না জমে, তাও দিতে হবে!
    ছি ছি
    http://www.tehelka.com/2014/05/cpi-m-mp-asks-modi-to-take-up-womens-quota-bill/
  • কৌশিক | 152.4.206.228 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩১666153
  • রাজনৈতিক দল পলিসি বানায়, সেই পলিসি ইম্প্লিমেন্ট করে। পলিসি-টা কেমন, তার ওপর নির্ভর করে সেই দল কেমন - অন্তত আমি সে ভাবেই দেখি।

    জেনে আশ্চর্য হয়ে যাবেন, বেশীর ভাগ লোক এভাবে দেখেনা। পার্টির ইন্টারনাল কন্ডাক্ট প্রচুর লোক ফলো করে, ইন ফ্যাক্ট পার্টি নিজেকে কিভাবে চালাচ্ছে এটা বেশীর ভাগ দেশে দেখা হয়। পলিটিকাল পার্টির ভেতরে কি হচ্ছে সেটা সেই পার্টিকে মাপার একটি অতি গুরুত্বপূর্ণ মান।

    আমাদের দেশে এর সবথেকে বড়ো প্রমান বোধায় কংগ্রেসের ডাইনাস্টি পলিটিক্স। কংগ্রেসিরা বহুকাল ধরেই বলে আসছে আমাদের ডাইনাস্টিক পলিটিক্স আমাদের আভ্যন্তরীন বিষয়, বাইরের লোকের মাথা না ঘামালেও চলবে, কিন্তু এই ডাইনাস্টিক পলিটিক্সের বিরুদ্ধে দেশের অনেক মানুষই অনেকদিন ধরেই সরব।
  • SC | 117.206.249.8 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৪666156
  • গলায় গামছা দিয়ে টেনে আনতে কেউ বলেনি। পরীক্ষা হয়, সেখানে পরীক্ষা দিয়ে আসবে। যেমন এস সি, এস টি ক্যাটাগরি থেকে আসে।
    আপনার কলেজেও আসে। তাতে আপনার আপত্তি আছে কি?
    তাহলে এস সি, এস টি ক্যাটাগরি তে এলে আপনার আপত্তি নেই, মহিলা এলে আপত্তি?
  • T | 165.69.179.119 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৪666155
  • হ্যাঁ, বৃথাই মাথা ঘামান। শিপিয়েম মনুবাদী কি মনুবাদী নয় সেটা নিয়ে বৃথাই মাথা ঘামান। আপনি বলবেন মনুবাদী, শিপিয়েম বলবে তাহলে রিজার্ভেশন পলিসিতে আমরা পজিটিভ স্ট্যান্স নিচ্ছি কেন? আপনি বলবেন মনুবাদী নও তো নিজেরা অ্যাদ্দিন নিজেদের পার্টির ভেতরে সেটা করে দেখাও নি কেন? শিপিয়েম বলবে ১) এই পলিসি দূরে সরানো হয় নি, আসলে নেতাদের ব্যার্থতা, অথবা ২) যোগ্য রিপ্রেজেন্সটশন পাওয়া যায় নি অথবা ৩) আরো নানান ধুঞ্চুল রিজন।

    দিনের শেষে কি দাঁড়াল। আপনি প্রশ্ন করলেন, শিপিয়েম উত্তর দিল। লাভ হ'ল পেন্সিল।

    দেখতেই যদি চান তো দেখুন যে, শিপিয়েমের নিজস্ব ডায়নামিক্স তার পলিসির উপরে কি এফেক্ট ফেলছে। যদি দেখেন নিজেরাও পিছিয়ে পড়া মানুষদেরকে প্রতিনিধুত্ব করতে দিচ্ছে না, এবং একই সাথে বলছে যে আমরা সেটা পলিসি হিসেবেও চাই, তো তখন ওয়ান টু ওয়ান রিলেশনের গল্পটা টানবেন। সেই মতো ভোট দেবেন কি দেবেন না ঠিক করবেন। ঐ আভ্যন্তরীণ পলিসি, কোন্দল ইত্যাদি দেখে রাজনৈতিক পার্টির আসল মুখ (মুখোশ নয়) কি এসব ঠিকঠাক বার করতে গেলে সুপার কম্পিউটার লেগে যাবে। অ্যাত্তো অ্যাত্তো ভেরিয়েবেল।

    সেইজন্যই ফিডব্যাক সিস্টেমটা ভালো। পছন্দ না হ'লে সরিয়ে দিন।
  • মেঘনাদ | 132.177.250.201 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৫666157
  • ডাইন্যাস্টি পলিটিক্স সব্বাই করে - এনসিপি আরজেডি সপা এআইএডিএমকে, বদনাম হয় একা কংগ্রেসের, যেহেতু কংগ্রেসের ডাইন্যাস্টি তিন চার জেনারেশন লম্বা হয়ে গেছে, বাকিদের দুই জেনারেশনেই আপাতত সীমাবদ্ধ।

    ন্যান, এইবারে মেঘনাদকে কংগ্রেসী চামচা বলে গাল দ্যান।
  • sm | 233.223.155.105 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৮666158
  • বহু বহু বছর ধরে ভারতের বহু রাজ্যে caste লাইন এ ভোট হয়। ( বিহারেও এবারে সেরকম হয়েছে বলে লিবারালরা উল্লাস করছেন, নরেন মোদী আটকে গেছে)।
    তা এই এত মানুষ কেন নিজেদের caste এর নেতাদের ভোট দেয়? তারা ছাগল বলে?
    ---
    sc , এই প্রশ্ন টার উত্তর দেওয়ার চেষ্টা করি। মোটেও জনগণ ছাগল নয়। তারা প্রত্যেকে নিজের বুদ্ধি মতন খেলে। ধরুন নীতিশ কুমার বিরাট উচ্চ শিক্ষিত,ইঞ্জিনিয়ার কিন্তু কুর্মী সম্প্রদায় ।জনতা তার কোন পরিচয় টা নেবে? ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত এলিট না পিছড়ে বর্গের লোক, এই টা ।সম্ভবত দ্বিতীয় টা। এই দ্বিতীয় পরিচয় ই তাকে কিছু ভোট এনে দেবে তার বর্গের লোকজনের কাছ থেকে।এইটে হলো জাত পাত ভিত্তিক রাজনীতির কুফল।
    আবার লালু যাদভ সম্প্রদায়। তিনি আবার তাদের ভোট পাবেন। এরাও একরকম পিছিয়ে থাকা শ্রেনীর লোকজন কিন্তু একটু বেশি এগিয়ে।
    আবার রামবিলাস পাবে খুব ই পিছিয়ে থাকা জনতা বা দলিত শ্রেনীর ভোট ।। সে, বিজেপির সঙ্গে আছে কিনা বা কেন এলিট শ্রেনীর লোকজন দের সঙ্গে গা মাখা মাখি করছে,সে সব পরিচয় মুছে যাবে।
    এরা প্রত্যেকেই নিজের শ্রেনীর লোকজনের ভোট বেশি করে পাবে কারণ এরাও সব পাইয়ে দেবার রাজনীতিতে বিশ্বাসী।
  • কল্লোল | 135.17.65.226 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৬666160
  • আতোজ। আপনার Date:14 Dec 2015 -- 07:17 AM পোস্ট নিয়ে দুটি কথা আছে।
    অমি ভুল হতে পারি, কারন এখানে "ব্যাসমুনি জমির পাশ দিয়ে যাচ্ছেন" - গল্পটি হয়তো আমার চোখ এড়িয়ে গেছে।
    তবে গল্পটি (আমার জানা) এরকম।
    ব্যাস ফিরছেন হস্তিনাপুর থেকে। মন খারাপ। মায়ের আদেশে প্রায়াত দুই ভাইয়ের স্ত্রীদের গর্ভে সন্তানবীজ বপন করে ইস্তক মন ভালো নেই। নিজেকে প্রশ্ন করছেন - আমি কি এই সব কাজই করে যাবো? অন্যের শ্লোক বিন্যাস্ত করব, অন্যের স্ত্রীদের গর্ভে সন্তানোৎপদন করব। নিজের জন্য কিছুই করতে পারব না?
    একটি চাষজমির পাশা দিয়ে যেতে যেতে তিনি দাঁড়িয়ে কৃষকদের কাজ দেখছিলেন।
    কৃষকেরা কৌতুহলী হয়ে তাকে জিজ্ঞাসা করে।
    - ও ঠাউর কি দ্যাখো?
    - তোমাদের কাজ।
    - আমাদের কাজ খুব সহজ সরল, তোমাদের কাজের মতো জটিল না।
    - সকলেরই নিজের কাজ সহজ লাগে।
    তারপর কি ভেবে ব্যাস জিজ্ঞাসা করেন।
    - বলতো বন্ধ্যা জমি উর্বর হয় কিসে?
    - সে আর বেশী কি কথা। জমিতে যত রাজ্যের আবর্জনা জড়ো করো, তারপর একটা বর্ষা যেতে দাও। ব্যস।
    ব্যাস মনে মনে ভাবলেন, তাই তো। শুধু জ্ঞানের বর্ষায় কিছু হয় না, ভালো-মন্দ সব রকমের অভিজ্ঞতার "আবর্জনা" জরুরী। নইলে সৃষ্টি হয় না।

    এর মধ্যে কৃষকদের আবর্জনা বলে চিহ্নিত করার কোন ব্যাপার নেই তো!!!

    দু। Date:14 Dec 2015 -- 07:08 AM পোস্ট নিয়ে।
    ব্যক্তিগত হোক বা না এটা গেস করতেই পারি যারা উদাহরন দিয়ে 'উচ্চ'বর্ণ বলছে তারা নিজেরা 'নিম্ন' বর্ন নন। নইলে তফসিলি বলতে পারেন, আন্ডার্প্রিভিলেজড বলতে পারতেন, কিন্তু উচ্চ নিম্ন? বিশ্বাস না করলে এটা বলা যায় না। কতবড় অপমান এই কথাগুলোর মধ্যে আছে সেটা নিজেরা 'নিম্ন' না হলে ফীল করা যায় না।

    যখন মার্কসবাদীরা উচ্চশ্রেণী ও নিম্নশ্রেণীর (upper class-lower class) কথা বলে তখন তো তারা সেই শ্রেনী বৈষম্যে বিশ্বাস করে বলে বলে না, বলে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। তেমনিই উচ্চবর্ণ-নিম্নবর্ণএর উল্লেখ। আসলে এটা একধরণের ভাষা সমস্যা। উচ্চ মানেই ভালো আর নিম্ন মানেই খারাপ এমন একটা সমীকরণ মাথায় গেঁথে গেছে।

    অরণ্য। হ্যাঁ, এটা ঠিকই যে নিম্নবর্ণের মানুষ নেতৃত্বে এলেই তারা নিম্নবর্ণের স্বার্থ দেখবে এমন নয়। উল্টে একধরনের reverse hegemony কাজ করে। জগজীবন রামের সাথে দেখা করতে গেলে, তাকে (উচ্চ-নিম্নবর্ণ নির্বিশেষে) প্রণাম করতে হতো।
    এটা ক্ষমতার সমস্যা। কিন্তু, দলের নেতৃত্বে আসার মতো জায়গায় নিয়ে আসতে তাদের তৈরীও করা হয় না। যেমন বিমান বোস নাকি সিপিএমের সর্বোচ্চ পর্যায়ের নেতা হিসাবে মান্য নন কারন তিনি নাকি ইংরাজিতে/হিন্দীতে ততো সরগর নন। অথচ তাকে ইংরাজিতে/হিন্দীতে সরগর করার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কি? বোধহয় না। বা অন্য দিকে সবাইকে হিন্দী ইংরাজীতে সরগর হতেই বা হবে কেন? দরকার হলে দোভাষীর সাহায্য নেওয়া যেতেই পারে - এমনটাও কেউ ভাবে নি।
  • কৌশিক | 152.4.206.228 | ১৪ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৬666159
  • ঠিকই বলেছেন, ডাইনাস্টি পলিটিক্স সব দল করে শুধু কংগ্রেস না। এখন যদি বলা হয় যে ডাইনাস্টিক পলিটিক্স দলগুলোর আভন্তরীন বিষয় তাই বাইরের লোকের মাথা ঘামিয়ে লাভ নেই তাহলে মুশকিল।
  • PT | 213.110.243.22 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১০:০৫666162
  • যতদুর জানি রিজার্ভেশন পলিসি প্রথমে দশ বছরের জন্য চালু করা হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল যে সরকার ঠিক মত কাজ করলে ভবিষ্যতে আর কোটার দরকার হবেনা। রিজার্ভেশন এখনো চালু থাকার একটাই অর্থ হয়ঃ ব্যাপারাটা মোট্টে কাজ করেনি আর ভবিষ্যতে এটাকে টেনে নিয়ে গিয়েও কোন লাভ নেই।
    কিন্তু যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে তাদের এর বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়।
  • মেঘনাদ | 132.177.250.201 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১০:২০666163
  • দ্যাখেন, ডাইন্যাস্টি জিনিসটাই আসে অপত্যস্নেহ থেকে। পিতার উত্তরাধিকার পায় সন্তান। পিতার সম্পত্তি, টাকাপয়সা, জমিজমা গরু, এমনকি পিতা ডাক্তারের সুনাম ভাঙিয়ে কেরিয়ার শুরু করে পুত্র ডাক্তার।

    সন্তান ইনহেরিট করে, তা পলিটিক্স করে তৈরি করা রেপুটেশন, সাম্রাজ্য ইত্যাদি তো যে কেউই চাইবে তার পুত্র বা কন্যার মধ্যে বিতরিত করে যেতে, এতে এত আশ্চর্য হবার কী আছে? এ তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, ভারতের মত সমাজব্যবস্থায় এ আরওই স্বাভাবিক। পলিটিক্স তো একটা প্রফেশন, অসুবিধার কী আছে!
  • SC | 117.206.249.8 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১০:৫৩666164
  • মানে আপনি মনে করেন রেসের্ভাতীয়ন পলিসি কাজ করেনি, আর ভবিষ্যতে একে টেনে নিয়ে গিয়ে লাভ নেই!!!!
    সিরিয়াসলি!
    এইগুলো আপনি মনে করেন!
    আচ্ছা। তাহলে তো কোনো চাপই নেই।
    এর সাথে তো YFE র থীয়রীর খুব একটা পার্থক্য দেখি না। ২০০৫ এ হোস্টেলে আমার পাশের ঘরের ছেলেটা আমাকে কি একটা সই করতে বলেছিল, সেও এসে এইসব বলেছিল। আমি সই করব না বলাতে, ব্লাডি কমি বং বলে খিস্তি করেছিল। :(
  • d | 144.159.168.72 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১১:১৫666165
  • ব্যাসদেবের গল্পটা আমিও ওরকমই জানতাম। ক্ষেত উর্বর করতে গেলে আবর্জনা অর্থাৎ জৈব সার ঢেলে দাও। এই কম্পোস্ট সার দেওয়ার ফান্ডা যে কোনও চাষবাসেরই জন্য প্রযোজ্য। ব্যাসদেব সেটাকে মানুষের খারাপ অভিজ্ঞতা দুঃখ কষ্টের সাথে রিলেট করেছিলেন। এর মধ্যে কোথাও কৃষকদের 'আবর্জনা' বলে চিহ্নিত করার কোনও গল্প নেই। ভাবনাটাই অদ্ভুত। তাহলে ব্যাঙরা যে ওদের হাউসিঙের জৈব বর্জ্যগুলো সেগ্রিগেট করে কালেক্ট করছে কম্পোস্ট সার বানাবার ব্যবস্থা করছে তাহলে ওরাও আবর্জনা হয়ে যাচ্ছে নাকি?
  • d | 144.159.168.72 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১১:২৬666166
  • যতক্ষণ তিভির ফুটেজ, কভারেজ ততক্ষণ রাজনৈতিক দলগুলোর লম্ফঝম্প দেখা যায়। কাজের কাজটুকু করে উঠতে এনাদের বড়ই অনীহা

  • কল্লোল | 135.17.65.226 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১১:৫২666167
  • ক্ষতিপূরণ পাননি সেটা নিশ্চই প্রতিবাদযোগ্য। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে ক্ষতিপূরণের ভাবনাটাই আরও বড় প্রতিবাদের বিষয়। কিছু টাকা দিলেই ক্ষতিটা "পূরণ" হয়ে যাবে ঐ নারীদের??? কি রকম বমি উদ্রেককারী চিন্তা।
  • কল্লোল | 135.17.65.226 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১১:৫৫666168
  • কিন্তু সেটার কি হলো?
    সব নিম্নবর্ণের নেতারা (যাদের বাবা-ঠাকুর্দা-ঠাকুর্দার বাবা এপিঠওপিঠ করে উচ্চবর্ণের পদবী নিয়েছেন) আবার এপিঠওপিঠ করে নিম্নবর্ণ হয়ে যাবেন??
    কৌতুহলোদ্দীপক!!!
  • d | 144.159.168.72 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১২:০৩666169
  • ক্ষতিপূরণের ভাবনা বিবমিষাকর একশোবার।
    কিন্তু সেটা ঘোষণা করার সময় এই দলগুলো কেউ কোনও আপত্তি করেছে বলে তো দেখি নি। আর কামদুনিতে পরিবারটিকে মোটামুটি চাকরী, টাকা বিপিএল কার্ড ইত্যাদি বলেই তো চুপ করানো হয়েছিল। আজকাল এ লিস্ত বেরিয়েছিল লম্বা। তো প্রতিশ্রুতি দিয়ে সেটা না রাখাটা মিথ্যাচার অসততা।
  • Isotonic Hawkes | 47.205.56.244 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:২৭666170
  • ক্ষতিপূরণের কনসেপ্টের প্রতিবাদ চোখে পড়েনি? ও।
  • Ekak | 113.6.157.186 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৩666171
  • লোকজন চেঁচামেচি করেছিল অবস্যই । কিন্তু কোনো দলীয় মুখপত্র কিছু বলেছিলেন কী ? সূর্যকান্ত বাবু কিছু বলেছিলেন কী ? খেয়াল নেই ।
  • Ekak | 113.6.157.186 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৪666173
  • কী দুটো কি হবা ।
  • SC | 117.206.249.8 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৬666174
  • অরন্যদা, খুঁজে দেখব।
    sm , পাইয়ে দেওয়ার রাজনীতি কে আমি ভালো জিনিস বলে মনে করি। কুর্মী সম্প্রদায়ের ভোট consolidate কেউ যদি পাইয়ে দেয় কিছু, বেশ করে।
  • sm | 53.251.88.103 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৬666176
  • তাহলে জনগণ ছাগল হল কোথায়? বিচক্ষণ বলুন।
  • sm | 53.251.88.103 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৭666177
  • আগের পোস্ট টা SC কে।
  • Isotonic Hawkes | 47.205.56.244 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৮666178
  • কনফি নিয়ে সিলেক্টিভ হিয়ারিঙে হাসি পায়। তবে স্পুনফীডিং করার কোনো দায় নেই আমার।
  • Isotonic Hawkes | 47.205.56.244 | ১৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৯666179
  • আনিসুর রহমান বিধানসভায় এই নিয়ে কটাক্ষ করায় তখন লোকজনের কী উষ্মা! মহিলা মুখ্যমন্ত্রীর সম্মানহানি বলে কথা।
  • pi | 24.139.209.3 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২১:৪১666181
  • এবার একটু শঙ্কু চর্চা হোক !
  • Atoz | 161.141.84.176 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২২:৫১666182
  • কল্লোল,
    হুঁ, বুঝলাম।
    ব্রাহ্মণেরা "জ্ঞানের বর্ষা", আর শূদ্র কৃষক টিষক জেলে টেলে তেলি টেলি এরা সব "অভিজ্ঞতার জৈব সার", সমাজজমিন উর্বর হচ্ছে দুইয়ের দ্বারা।
    ঃ-) ঃ-) ঃ-)
    ঠিকঠাক না বুঝে থাকলে বুঝিয়ে দিয়েন গো আবার!
  • PT | 213.110.246.25 | ১৪ ডিসেম্বর ২০১৫ ২২:৫৪666184
  • শঙ্কু দলের সব পদ থেকে অপসারিত। কোন মিটিন-মিছিলে আর তিনো ভবনে না থাকার নির্দেশ। সে নাকি ৬ জনের নাম বলে দিয়েচে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন