এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 175.246.93.159 | ০৫ জানুয়ারি ২০১৬ ০৭:১৯646830
  • জিদান ম্যানেজার হিসাবে খারাপ করলে খুব খারাপ লাগবে। এই মরশুমে রিয়ালের খেলা দেখে সেটা হওয়ার চান্সই বেশি মনে হচ্ছে।

    সাফ ফাইনাল দেখলাম। মোটের উপর খারাপ খেলেনি ভারত। সুনীল ছেত্রী ছাড়া আর কাউকে যদিও বল হোল্ড করতে দেখলাম না। তবে আফগানদের বড় চেহারার বিরুদ্ধে লড়াটা ভালো লেগেছে। গ্রাউন্ডে খেলার চেষ্টা করেছে বেশ।

    ইবেতে খেলা গুরপ্রীত আর আজকের গুরপ্রীতে প্রচুর ডিফারেন্স। নরওয়েতে খেলে ওর কন্ফিডেন্সই অন্য লেভেলে চলে গেছে।
  • robu | 11.39.36.22 | ০৫ জানুয়ারি ২০১৬ ০৯:৩১646831
  • গান্ধীর সব পয়েন্টে ক।
  • + | 175.246.93.159 | ০৫ জানুয়ারি ২০১৬ ১১:০৮646832
  • রোবুদার ৯ঃ২০ র পোস্টের সবথেকে ইম্পর্টেন্ট কথা শেষেরটা, শুধু আরেকটা নাম যোগ হবে

    "কোম্পানি, সিলভা, তুরে, de bruyne আর কুন - একসাথে ফিট থাকলে চলবেনা।"

    চেম্বার্সের কি হল? প্লেয়ারটাকে আমার বেশ লাগে। ওর কি চোট নাকি? দিবুচি গেলে লং টার্মে চেম্বার্স খারাপ কি? যদিও স্টপার মেইনলি, কিন্তু রাইট ব্যাকেও তো ভালই খেলে।
  • robu | 11.39.36.223 | ০৫ জানুয়ারি ২০১৬ ১১:১১646833
  • রাইট ব্যাকে আর্সেনালের হয়ে ভাল খেলেনি।
    ডেবুসি চলে গেলে চেম্বার্স মোটামুটি ব্যাকাপ রাইট ব্যাক, ব্যাকাপ সেন্টার ব্যাক, ব্যাকাপ ডি এম।
    এতগুলো সামলানো মুশকিল।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৫ জানুয়ারি ২০১৬ ১৬:২৩646834
  • কুন-টুন নয়, সিটি'র কোম্পানী পুরো সিজন ম্যাচ-ফিট থাকলে বাকী দের জন্যে ভালো খবর নয়। সিটি দুবার লিগ জিতেছে যতো না কুন আর ট্যুরে এর জন্যে তার থেকে বেশী কোম্পানী'র জন্যে।

    কোকলান, উইলশেয়ার, স্যান্চেজ, ওয়েলব্যাক, ক্যাজোলা, ওর্তেতা রা সবাই ফিরলে মনে হয় না আমাদের আর কোনো নতুন প্লেয়ার দরকার আছে।

    জানুয়ারি'র শেষে যদি (লিভারপুল, চেলসী ম্যাচ আছে) লিগে টপ থাকতে পারে, তবে আশা রাখা শুরু করবো।
    তার আগে কিছু ভাবছি না।
  • Arpan | 74.233.173.203 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩৫646835
  • যাক, দুটো প্রেডিকশনই মিলিয়ে দিলাম। আন্সেলোত্তি বায়ার্নে আর জিদান রিয়ালে।

    গুআর্দিওলা খুব সম্ভবত সিটিতে জয়েন করবে।

    কেশী কই গেলা?
  • King Ghidorah | 151.0.12.130 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৪১646836
  • উমেশ - পরের পোস্ট দেখবেন মে মাসে চ্যাম্পিয়নশিপে পৌঁছনোর পর।
  • Arpan | 74.233.173.193 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৪৮646837
  • নিউক্যাসল বেঁচে যাবে না? ভিলা তো নামছেই, আর হয়ত সান্ডারল্যান্ড। তিন্নংটা কে হবে?
  • King Ghidorah | 117.167.108.72 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৮:৫৩646839
  • নাঃ বাঁচবে না।
  • Arpan | 125.118.209.96 | ০৬ জানুয়ারি ২০১৬ ০৯:০৫646840
  • হুম্ম্ম।

    নেক্সট তিনটে ম্যাচ একটু টাফ। ওয়াটফোর্ড, হ্যামার্স আর ম্যানিউ।

    ১৪ তারিখে সোয়ান্সি আর সান্ডারল্যান্ড।
  • robu | 11.39.36.207 | ০৬ জানুয়ারি ২০১৬ ১০:২৫646841
  • ১। উমেশদা স্টোক এওয়ে মিস করেছে। কী রেজাল্ট হবে তা আগে থেকে বলা যায় না, কিন্তু এখন লিভারপুল এওয়ে বা চেলসি হোম এর থেকে স্টোক এওয়ে অনেক বেশি কঠিন ম্যাচ।
    ২। আগেরবার লিস্টার এবছর ভিলার থেকেও খারাপ অবস্থায় ছিল। তবে অঘটন বার বার ঘটেনা।
    ৩। এ বছর নতুন টিভি ডিল হবে। এ সময় রেলিগেশন হওয়াটা খুব খারাপ হবে। আর টাইনওয়ার ডার্বি চ্যাম্পিয়নশিপে হলে খুব বাজে হবে। কিন্তু এটাই মনে হচ্ছে। নিউক্যাসল ভিলা বা সান্ডারল্যান্ড এর থেকে ভাল টিম। কিন্তু রেলিগেশন এভয়েড করতে হলে আরো একটা টিমকে নামতে হবে। সোয়ানসি খুব ভাল টিম, ওরা নামবে মনে হয়না।
  • + | 175.246.93.159 | ০৬ জানুয়ারি ২০১৬ ১০:৪৮646842
  • স্টোক অ্যাওয়ে জিতে গেলাম (যদিও লীগ কাপ)। পরের লীগ ম্যাচের জন্য একটিও সিনিয়র টিমের সেন্টার ব্যাক ফিট নেই। লভ্রেন-শাখো-স্কার্টেল-টোরে সকলের চোট
  • ঊমেশ | 118.171.128.168 | ০৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৬646843
  • আমার কিন্তু মনে হচ্ছে না নিউকাসেল নেমে যাবে।
    থার্ড টিম টা নরউইচ বা সোয়ান্সি হবে।
    নিউকাসেল এবার খুব খারাপ খেলছে না, অন্তত ভিলা/সোয়ান্সি/সান্ডার্ল্যান্ড/নরউইচ দের থেকে ভালো খেলছে।
    কিন্তু সময়ে গোল করতে পারছে না।

    স্টোক সিটি কে ভুলে যাবো কেন?
    মার্ক হিউজ এর হাতে পরে ওদের পুরোপুরি বদলে যাওয়াটা মন্দ হয়নি। এমনকি কিছু কিছু ম্যানু'র সাপোর্টার মার্ক হিউজ কে ম্যানু'র ম্যানেজার করার দাবী করছে, ক্লাবের পুরোনো হিরো, যদি কিছু বদলাতে পারে।
  • + | 175.246.93.159 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৮:২৭646844
  • থার্ড টীম নরউইচ হতে পারে। রিসেন্টলি খুব খারাপ খেলছে। প্রথম দিকে ভালো খেলেছিলো বলে পয়েন্টটা ভালো দেখাচ্ছে।

    বোর্নমাউথও হতে পারে। যদিও টিমটা ভালো খেলছে, কিন্তু পয়েন্টে খুব উপরে তো নেই। সোয়ান্সি টিমটারও গোল দেওয়া নিয়ে প্রবলেম, নাহলে ভালই তো খেলছে, ডিফেন্স ভালো খেলছে।

    নিউক্যসল বোধয় চাপে পড়ে একটু খরচের দিকে যাচ্ছে?? অরিজিতদা বলতে পরবেন। দেখলাম lacazette কে সাইনের চেষ্টা করছে।
  • Arpan | 74.233.173.193 | ০৭ জানুয়ারি ২০১৬ ০৮:৪০646845
  • সিটি আবার একটা অ্যাওয়ে ম্যাচ হারল।
  • robu | 11.39.37.145 | ০৭ জানুয়ারি ২০১৬ ১১:২২646846
  • সিদ্ধার্থ ধর ও আর্সেনালের ফ্যান।
  • + | 175.246.93.159 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৩:৪২646847
  • আর্সেনালের ফ্যান বোধয় নাম শুনে হয়েছিল, খেলা দেখলে ওয়েস্টব্রম বা আগেকার স্টোকসিটির হত
  • de | 24.139.119.172 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৩:৫৮646848
  • এইটে গান্ধী ভালো বলেচে ঃ)
  • ঊমেশ | 118.171.128.168 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৪:০১646850
  • জানুয়ারী ট্রান্সফার উইন্ডো পার করার পর কিছুটা বোঝা যাবে কে কে নেমে যেত্তে পারে।
    এই উইন্ডো তে কেনাকাটার উপর অনেক কিছু নির্ভর করবে।
    তবে ডেভিড ক্যামেরুন, টম হ্যান্কস আর রাজকুমার উইলিয়াম দের টিমের (ভিলা) নেমে যাওয়া অনেকটাই কনফার্ম। ওদের কিছু ভুলভাল কেনাকাটা ওদের ডুবিয়েছে।

    ওয়াটফোর্ড/নরউইচ/বোর্নমাউথ/সান্ডারল্যান্ড/সোয়ান্সি/নিউকাসেল দের পকেটের রেস্ত দেখা যাক।
    সোয়ান্সি'র উইলিয়ামস হঠাৎ করে যেন খেলা ভুলে গেছে, কিছু দিন আগেও যাকে লিগের সেরা দের একজন ভাবা হতো, সেই প্লেয়ার কে এখন যেন চেনাই যায় না। উইলিয়ামস এর ফর্মের উপর সোয়ান্সির টিকে থাকা দাড়িয়ে আছে।

    এলনেনি তো একদম কোকলানের কার্বন কপি মনে হলো। অন্তত গত একবছরের দুজনের ট্যাকল, পাস, অ্যাকুইরেসি, এসব ডাটা দেখে তাই মনে হবে।
  • | 213.132.214.81 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৫:০৩646851
  • ক দিন আগে ভাটে উমেশ র কমেন্ট দেখলাম, যদি ও এটা ফুটবলের টই তাও এখানে ই লিখে দি।

    লক্ষনের ২৮১ নিয়ে জাস্ট কোন কথা হবে না।

    খুব কাছকাছি গাভাস্কারের ২২০ না (২২১)
    ঃ ইংল্যান্ডের বিরুদ্ধে । ৪০০+ চেস করা
  • Arpan | 74.233.173.198 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৬:০৮646852
  • গুয়ার্দিওলার সাথে নাকি মেসি, পিকে আর পোগবা সিটিতে আসছে।

    মিডিয়ায় জোর গুজব।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৭:০৯646853
  • গুয়ার্দিওলা যে কোথায় যাচ্ছে, সেটাই বিরাট গুজব।
    ম্যানু, সিটি, চেলসী'র সাথে সাথে আমাদের আর্সেনালও নাম নিয়ে গুজব চলছে।

    আমার মনে হয় না মেসি কোনো দিন বার্সা ছাড়বে।
    পোগবাও কেমন যেন ইংল্যান্ড এ আসতে চাই না বলেই মনে হয়।

    তবে গুয়ার্দিওলা ইংল্যান্ডে এলে বোঝা যাবে কতো ভালো ম্যানেজার।

    লা-লিগা আর বুন্দেশ-লিগা কে আমার দু-তিম টিমের লিগ বলে মনে হয়। বাকিরা সব ফাউ খেলে।
    লা-লিগা'র মোট ইনকামের ৭০% তো নিয়ে যায় বার্সা আর রিয়েল আর বাকি ৩০% বাকি ১৮ টিম। অ্যাঃ মাদ্রিদ লিগ জিতেও তেমন কিছু পায়নি।

    এদিকে প্রিমিয়ার লিগে মোট ইনকাম সমান ভাবে ডিস্ট্রিবিউট করা হয়। চেলসী/ম্যানু রা যা পায়, নরউইচ/বোর্নমাউথ তাই পায়। অল্প যা ডিফারেন্স থাকে সেটা কটা ম্যাচ বেশী লাইভ দেখানো হয়েছে তার উপর।
  • potke | 190.215.39.34 | ০৭ জানুয়ারি ২০১৬ ১৭:২২646854
  • ইস্পেশাল ওয়ান ক্লাব পায় নাই এখনো? ভেরি গুড।
  • Arpan | 116.216.190.27 | ০৭ জানুয়ারি ২০১৬ ২০:০০646855
  • ঃ)
  • robu | 11.39.37.107 | ০৮ জানুয়ারি ২০১৬ ১০:৫৭646856
  • উমেশদার সাথে পুরোপুরি একমত নই, কারণ তা হলে ইপিএল থেকে উয়েফা কাপ জেতা টিম রিসেন্টলি এত কম হত না।
    তবে তার আরো কিছু কারণ থাকতে পারে
    ১। কাটথ্রোট ঘরোয়া লিগ
    ২। কুড়ি টিমের লিগ

    তবে আমার পার্সোনালি মনে হয়েছে লালিগা আর বুন্দেশলিগা টেকনিকালি ও ট্যাক্টিক্যালি সুপিরিয়র। সেরি এ প্রিমিয়ার লিগের মতই কম্পিটিটিভ।
  • cb | 208.147.160.75 | ০৮ জানুয়ারি ২০১৬ ১১:০৯646857
  • আচ্ছা মোবার নাকি এবার স্পনসর নেই? আজ এক বন্ধু মেসেজ করল। কিভাবে কি হবে তাহলে?

    আর অনেককে তো সই ই করাতে পারে নি দেখলাম, সব ই ম্যাচ হওয়ার আগে হয়ে যাবে বলছে। এরকম অবস্থা গত কয়েক বছরে দেখিনি। গান্ধী কিছু ভেতরের আপডেট ছাড় ভাই
  • Arpan | 74.233.173.203 | ০৮ জানুয়ারি ২০১৬ ১১:১২646858
  • প্রফুল প্যাটেল আছে না এখনো? ফেডারেশনে? ঃ P
  • + | 175.246.93.159 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:১৮646859
  • টুটু জোগাড় করেছে কিছু একটা। কাল বদি নাটক হয়েছে স্পনসর নেই বলে। আজ নাকি সাংবাদিক সম্মেলন হবে। জেজে-প্রণয়ের সাইনও নাকি কাল হবে। সব আগে থেকে মোটামুটি ঠিকই থাকে। একদম শেষ মূহুর্তে ঘোষণা করে দেখানো যে, "হুঁ হুঁ, বাওয়া, আমি না থাকলে কি হত তোমাদের??"

    আই লীগ জেতা টিমের স্পনসর থাকবেনা এটা হতে পারে? যেখানে মুম্বই এফসি ও স্পনসর পায়। সব গটাপ। খালি শেহনাজটাকে ছেড়ে দিল এটাই খারাপ লাগছে। আরেকটা মেহতাব কেস হল। লং টার্মে মেহতাবের ভালো রিপ্লেসমেন্ট পেল ইবে।
  • + | 175.246.93.159 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:১৯646861
  • কাল অব্দি*
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন