এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১০০৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jenegan | 122.79.37.36 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:২৮656422
  • নুনাগরিক মানে? অপ্পোন ও জানে না।
  • PM | 122.198.77.28 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:৩১656423
  • অর্পনবাবু ওটা সু ঃ) চশমা অনতে ভুলে গেছি। নতুন চশমা এখনো বয়ে বেড়্স্নোর অভ্যেস হয় নি
  • PM | 122.198.77.28 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:৩৪656424
  • মাস কয়ক আগে ব্রতীন মামলার হুমকি দিয়েছিলেন গুরুকে , অখন দ দিলেন আমাকে। গুরু বাঙাল কিন জানি না, আমি কিন্তু ১০০% ঘটি। আমাকে হাইকোর্ট দেখিয়ে কি লাভ ? ঃ)
  • PT | 213.110.246.22 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২৩:০৮656425
  • লুঠ করলে চোখে পড়বেই কেননা টাকা চেপে রাখা যায় না। ঐজন্যেই অনেকেই এখানে লুঠকে কোয়ান্টিফাই করার কথা বলছেন। কেননা সুইডেনে ট্যাক্স না দেওয়াটাই লুঠ আর এদেশে ট্যাক্স ফাঁকি দেওয়াটা প্রায় স্বাভাবিক। আর এদেশে অন্যান্য রাজ্যে এবং এই সরকারের আমলে পব-তে লুঠ বলতে কি বোঝায় তা এখনো যদি বুঝে না থাকেন তাহলে ধরে নিতে হবে যে ইউরেনাসে থাকেন।

    অহেতুক কমলকুমার মজুমদারের মত বাংলা লিখে কি লাভ?
  • jenegan | 122.79.37.36 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২৩:১০656426
  • উকিল কে পয়্সা না দিয়ে পার্টি ওফিস বানানোর চান্দা দ্যান।
  • sm | 233.223.157.84 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২৩:২৪656427
  • আর সময় পেলে একটা গাড়ী ভাড়া করে-যেমন ধরুণ মেদিনীপুরের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় বেড়িয়ে আসবেন। বামেরা কোথায় কোথায় রাস্তা বানিয়েছিল যেগুলো তিন ম-য়ের কল্যাণে অনেক জায়গাতেই খারাপ হয়েছে গত তিন বছরে।

    আমরাও তো দুএক পিস এমপি-এমএলে কাছ থেকে দেখেছি। এদের তো কস্মিন কালেও রিক্সা ছড়া অন্য কিছুতে চাপতে দেখিনি। আমার ঘরের এক আত্মীয়া দাপিয়ে এসএফাই করেছে-চাইলে বিমান বাবু পর্যন্ত পৌঁছতে পারত। দারুণ ভাল রেসাল্ট-সেতো একটা স্কুলের চাকরীও বাগাতে পারেনি।
    ---
    পি টি হলনা, মিললনা।বহু গ্রামের রাস্তার উন্নতি হয়েছে; মোরামের রাস্তা পিচের হয়েছে, নিজ অভিজ্ঞতা ও গ্রামের লোকেদের মুখে শোনা।
    সরকারী হাসপাতালের পরিষেবার অনেক উন্নতি হয়েছে। যারা পরিষেবা নেন তারা বলতে পারবেন। কিছুদিন আগেও এমনি কি যেন একটা পোস্ট পড়েছিল। আমার কাছে কমরেড মানে শীর্ণ কায় বুকে যক্ষা, মুখে বিড়ি লড়্ঝরে সাইকেল নয়;আমার অভিজ্ঞতা হলো দুধেল পাঞ্জাবি, চুনত করা ধুতি, মুখে ফিল্টার উইল্ল্স, পায়ে চামড়ার জুতো আর এম্বাসাদর বা স্করপিও গাড়ি।
    আমার কাছে সাম্যবাদ , মানে চাপা হুমকি,লাইফ হেল আর আখের গোছানো।
  • jenegan | 122.79.37.36 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০০:২৯656428
  • মাঝেমাঝেই কমলকুমারের মত বাঙ্গ লা লেখার প্রসঙ্গ চোখে পড়ে। কমল বাবুর সৌভাগ্য যে তিনি সুইডেন ফেরত জনতা, মানে কথায় কথায় সুইডেন প্রসঙ্গ টেনে আনা মানুষের নয়নের মণি হয়ে অছেন।
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০১:১৪656429
  • লুঠ কাকে বলে বুঝেই বলেছি। সাধারণ মানুষ এদেশে বিস্কুট বানিয়ে হাসপাতালে বেচার অধিকার পায়না। তিরিশ বছর ধরে সমস্ত সরকারী হাসপাতালে সরবরাহের কন্ট্র্যাক্ট , কোয়ান্টিফাই করলে কতটা হয়, আন্দাজ করা কঠিন না। (টিভি চ্যানেল, কোচিং চেন, বন্ধ কারখানার জমি লুঠ এগুলো আপাতত বাদই দিলাম)।

    তবে, এসব ছাগলদের অঙ্ক। বুদ্ধিমানরা কানে তুলো ও পিঠে তুলো গুঁজে চোখ-কান বুজে অঙ্ক কষেন, তাঁদের হিসেব আলাদা হবে, বলাবাহুল্য।
  • s | 176.137.139.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০২:৩৭656430
  • লুঠ অর নো লুঠ ধরা পড়া মেইন । নয়ত দেশে চোর ডাকাতের অভাব কোনোকালে ই নেই।
    তবে এরকম বহুল প্রচার করে টরে গ্রেফতার - এই কনসেপ্ট টা আধুনিক মিডিয়ার অবদান ।
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৭:৫১655882
  • ওঃ মমির শোকে নতুন করে বিষাদসিন্ধু লেখা হচ্ছে গো!!
  • cm | 116.208.104.98 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৩655883
  • অভিযোগ কত টাকার? নইলে শাস্তির মাত্রাও ঠিক করা যায় না।

    এও বলা ভাল বিস্কুট সাপ্লাই দিলেই লুঠ হয় না। দু টাকার বিস্কুট দশ টাকায় বেচলে হয়। ছবির উদাহরণ বুঝতে পারেননি মনে হয়।

    টিভি চ্যানেল লুঠের গপ্পো নতুন শুনছি সেটা কি? শুভাপ্রসন্নর ডিফেন্স?
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৮:০৫655885
  • এই আলোচনার সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু তাও জিগ্যেস করেই ফেলি... এটা কোন লিলি বিস্কুট কোম্পানি? পশ্চিমবাংলায় একটাই তো লিলি বিস্কুট কোম্পানি ছিল বলে জানতাম... কিন্তু সে ত একসময় ঘরে ঘরে লোকে জানত... শুধু হাসপাতালেই পাওয়া যেত শুনেও অবাক হলাম, আর সেই লিলি বিস্কুট কোম্পানি আদৌ চন্দন বসু তৈরি করেনি।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৮:০৫655884
  • এই আলোচনার সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু তাও জিগ্যেস করেই ফেলি... এটা কোন লিলি বিস্কুট কোম্পানি? পশ্চিমবাংলায় একটাই তো লিলি বিস্কুট কোম্পানি ছিল বলে জানতাম... কিন্তু সে ত একসময় ঘরে ঘরে লোকে জানত... শুধু হাসপাতালেই পাওয়া যেত শুনেও অবাক হলাম, আর সেই লিলি বিস্কুট কোম্পানি আদৌ চন্দন বসু তৈরি করেনি।
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৩655886
  • sm
    আপনি পব-র নাগরিকের ঐ ৫০% অংশ যারা কোন না কোন কারণে বামেদের অপছন্দ করত। তাতে কোন অসুবিধে নেই।
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:২০655887
  • ১। আমি চন্দন বসুর কথা বলিনি। ওটা ঠাকুর ঘরে কে কেস হয়েছে। :-) ইনি একজন স্বাস্থ্যমন্ত্রীপুত্র।

    ২। আমি শুভাপ্রসর ডিফেন্স অ্যাটর্নি নই। উনি যেটা করেছেন বলে আমার ধারণা, তার জন্য জেল হলে আনন্দ পাই। ডিফেন্স করার কোনো দায় আমার নেই। তবে তাতে করে সিপিয়েম কিকরে শুদ্ধ হয়ে গেল জানা নেই। জেনে ভালো লাগল, সতত কোয়ান্টিটি এবং কংক্রিট এস্টিমেট খোঁজা মানুষরা ফ্যাক্টকে ফ্যাক্ট না বলে ডিফেন্স বলেন। "কিষনো করলে লীলা" জাতীয় সেলফ ডিফেন্স দেখে দেখে চোখ পচে গেল, তবু রাজনৈতিক শিক্ষার এই হাল দেখে খারাপই লাগে।

    ৩। সিয়েম কি নিজেকে সুপ্রিম কোর্ট ভাবছেন, যে শাস্তির মাত্রা ঠিক করবেন? আর যদি জনতা অর্থাৎ ছাগলদের কথা বলেন, তারা এই অসম্পূর্ণ তথ্যের উপরেই দাঁড়িয়ে শাস্তির মাত্রা নির্ধারণ করে ফেলেছে। আপনার পিটির বা গৌতমদেবের সুচিন্তিত যুক্তিপূর্ণ ও বৌদ্ধিক জাজমেন্টের তোয়াক্কা না করে।
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৩২655888
  • পাদপুরন ঃ এরাই কিন্তু ৩৪ বছর ধরে বাম সরকারকে ক্ষমতায় রেখেছিলো আপনাদের সুচিন্তিতত, যুক্তিপুর্ণ ও বৌদ্ধিক জাজমেন্টের তোয়াক্কা না করেই ঃ)

    এদের সরাতে সারদা/রোজ্ভ্যালির হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়েছিলো সেটাও ইতিহাস ঃ)
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৮655889
  • পিটি আর গৌতম দেবের নাম এক বন্ধনীতে-একি সত্য, সকলি সত্য?
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৪১655890
  • নানা আমি ২০০৮-৯ এর আগে বাম সরকার হটাতে চাইনি তো। নন্দীগ্রাম না হলে চাইতামও না। ফলে জাজমেন্ট ঠিকই আছে। :-)

    আর বামফ্রন্ট প্রথম হারে লোকসভা নির্বাচনে। তখন টাকা ঢালা হয়েছিল এমন সংবাদ কোথাও বেরোয়নি। ফলে ইতিহাস অন্য কথা কইছে।
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৪২655891
  • হ্যাঁ, আমি পিটি আর গৌতম দেবকে একই মাত্রার মনে করি। পিটি টিভি শো করলে, আমার বিশ্বাস একই রকম জমিয়ে দিতেন। :-)
  • sm | 233.223.158.62 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৪655893
  • পিটি, আপনি সেই বাকি ৫০ শতাংশ, বন্ধনীর মধ্যে থাকা বাম নাগরিক, যারা অন্যদের মতামত কে কোনো দিনই গুরুত্ব দেন নি আর তাচ্ছিল্য করে এসেছেন।
    আপনি ভেবেই নিয়েচেছেন বাম আমলে রাস্তাঘাট, শিল্প বানিজ্য, মহতি কমরেড দের গুনগান গেয়ে যাবেন আর বাকি লোকজন কে চোখ কান বুজে এক্সেপ্ট করতে হবে।নাহলেই বলবেন আপনি বাকি ৫০ শতাংশ।
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৮655894
  • একি কথা শুনি আজ মন্থরার মুখে ? নকুরা নন্দীগ্রামের আগে বাম সরকারের সমর্থক ছিলো?
  • cm | 127.247.114.194 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫১655895
  • অ, নির্বাচনে পরাজয় কে আপনি শাস্তি মনে করেন। তা বেশ, তা বেশ, কতা কইলেই কত জানতে পাই। নির্বাচনে জয় তাহলে পুরষ্কার বলে গণ্য হবে কি?

    বিরোধিতার রাজনীতি সংক্রান্ত বক্তব্যটা আর কপি পেস্ট করলুমনা।
  • dc | 11.39.61.122 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৬655896
  • "এদের সরাতে সারদা/রোজ্ভ্যালির হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়েছিলো সেটাও ইতিহাস"

    এটা বোধায় পুরো ঠিক বলা হলোনা। মা সরদার আশীর্বাদে একটা বড়ো আর ওয়েল ম্যানেজড মিডিয়া ক্যাম্পেন দুতিন বছর ধরে চালানো হয়েছিল এটা ঠিক। বিশেষ করে "সততার প্রতীক" ইমেজ বানানোর জন্য কে কতো টাকা খেয়েছে সেই হিসেব বোধায় কখনো ঠিকমতো জানা যাবেনা। কিন্তু শুধু সেই ক্যাম্পেনিংএর জন্যই ২০১১এ বামেরা হেরেছিল, এটা মনে হয়্না। ক্যাম্পেনিং না হলে হয়তো আরো ক্লোজ ফাইট হতো, সিটের হিসেব অনেকটাই অন্যরকম হতো, কিন্তু সাধারন মানুষ নিজেরাই বোধায় চাইছিল যে ৩৪ বছর তো হলো, আর না।
  • dc | 11.39.61.122 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮655897
  • ওঃ, আর "সততার প্রতীক" ইমেজ বানানোর জন্য আবাপ নিজেই যে কতো খেয়েছে সেই হিসেব তো একেবারেই জানা যাবেনা :p
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:০১655898
  • আমি অবশ্য নকু না, কিন্তু বামফ্রন্টের সমর্থক হতে যাব কোন আক্কেলে। মমতা ইত্যাদিকে সিপিয়েমের চেয়ে অনেক খারাপ মনে করতাম নন্দীগ্রামের আগে। আর নন্দীগ্রাম ঘটার পর মনে হল বাম সরকার ওঁচাটেতম। সরকারটা বদলানো যাক। ব্যস বদলে গেল। :-)

    তবে এই পরিবর্তনের কৃতিত্ব আমি নেবনা। ধম্মে সইবেনা। আশি শতাংশ কৃতিত্ব বুদ্ধবাবুর। বাকিটা ভাগ করে নেবেন অন্তর্জালের এবং মাটির ক্যাডার বাহিনী, গৌতম দেব, এঁরা। প্রচন্ড বুদ্ধি শৌর্য-বীর্য ইত্যাদি খাটিয়ে এরা নিজেদের ওঁচাটেতম প্রমাণ করেছিলেন।

    পুঃ (এটা সিয়েমকে),
    ১। হ্যাঁ, ভোটের রাজনীতিতে নামলে জয় তো প্রাইজই।
    ২। বিরোধিতার রাজনীতিকে অন্ধভক্তির রাজনীতির চেয়ে উন্নততর মনে হয় আমার।অবশ্যই ব্যক্তিগত ধারণা।
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:০৩655899
  • আপনাকে স্মরণ করিয়ে দিই যে বামেরা যখন ক্ষমতায় ছিল না-অর্থাৎ যখন "চাপা হুমকি,লাইফ হেল আর আখের গোছানো" শুরু করেনি সেই ১৯৭৭-য়েও প্রায় ৩০% বাঙালী তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল।

    অর্থাৎ ধরে নেওয়া যায় যে ১৯৭৭-এ বেশ কিছু বাঙালী অগণতান্ত্রিক জরুরী অবস্থা ও নব-কংগ্রেসের বজ্জাতির সমর্থনেও ভোট দিয়েছিল। তাদের মতামতকে তাচ্ছিল্য না করলে যে নিজের বোধ-বুদ্ধিকেই অসম্মান করা হয়।

    তবে এই মাপকাঠিটা বামেদের শেষ দশকের ৫০% বিরোধী ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের তাচ্ছিল্য করিনি। এমনকি মমতাকে নিয়েও আমার বিশেষ সমস্যা নেই। আমার সমস্যা বা-বুজি আর ধা-বুজিদের নিয়ে। তারা এক সময়ে ভোটের হাটে কাককে ময়ূর সাজিয়ে বেচেছে আর এখন প্রতারকদের সমর্থনে রাস্তায় নেমেছে!!
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:০৪655900
  • ওপরের লেখা sm-এর উদ্দেশ্যে।
  • Ishan | 183.17.193.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:০৫655901
  • পিটিকে একটু ক। আমারও সমস্যা বা-বুজি আর ধা-বুজিদের নিয়ে। স্পেইসিফিকালি অরিন্দম শীল সুবোধ সরকার এই গোত্রের লোকেদের নিয়ে। তারা এক সময়ে ভোটের হাটে কাককে ময়ূর সাজিয়ে বেচেছে আর এখন প্রতারকদের সমর্থনে রাস্তায় নেমেছে!! হা হা হা।
  • PT | 213.110.243.23 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:১২655902
  • এবারে পোষ্কার হল। আপ্নার খন্ডিত ইতিহাসচর্চা! যে কারণে আপনার কোন আলোচনাকেই রাজনৈতিক আলোচনা বলে মনে হয়নি।
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১০:১৪655904
  • সেটা আমিও চাইছিলাম আগে, যে সময়্টা ইশান বাবু চাননি (ওনার কথামতো)। কিন্তু সত্যি বলতে কি ২০১১ তে চাই নি। কারন আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে জানতাম চাটু থেকে উনুনে পড়তে চলেছি। লিখেওছিলাম এখানে একাধিকবার। কিন্তু এখানকার রাজনৈতিক বোদ্ধারা তখন "যে আসে আসুক" তত্ত্বে মত্ত।

    আজ যারা লিলি বিস্কুটে সরকারী সুবিধা নেওয়ার (কয়েক দশক পুরোনো) ঘটনা (?) তুলে ধরছেন --সেদিন চোখের সামনে কোলকাতা মুড়ে দেওয়া "সততার প্রতিমূর্ত্তি" ক্যাম্পেনে শত শত কোটি টাকার যোগান কোথা থেকে আসছে তা ভাবার প্রয়োজন মনে করেন নি।

    আজও দুর্নীতির দায়ে ক্যাবিনেট মন্ত্রীর গ্রেপ্তারীর মত অশ্রুতপূর্ব ঘটনা নিয়ে আলোচনায় তাদের রুচি নেই।
    আলোচনা চলেছে সিপিয়েমের হলেও হতে পরে দুর্নীতির স্পেকুলেশন নিয়ে।

    সত্যি সেলুকাস ইত্যাদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন