এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১০০০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.71.229.123 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:২৯656072
  • ইরান বিপ্লবের এক বছর পরে মিশেল ফুকো বলেছিলেন, ইরান বিপ্লব ব্য্রর্থ হয়েছে ঠিকই, কিন্তু তৎকালীন পরিস্থিতিতে বিপ্লব দরকার ছিল, বিপ্লব অবশ্যম্ভাবী ছিল। ২০১১র পশ্চিমবঙ্গ র কথা ভাবলে ইদানিং ফুকোর এই কথাগুলো বেশী মনে পড়ে। পালাবদল ব্যর্থ হয়েছে, কিন্তু পালাবদল দরকার ছিল।
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:২৯656071
  • নন্দীগ্রামের সঙ্গে "দুনিয়ার সমস্ত গণ অন্দোলন-কে তুলনা করার ঐতিহাসিক দুঃসাহস দেখানো একমাত্র এই ফোরামেই সম্ভব। নন্দীগ্রামের জমি-আন্দোলনের নেতা নেত্রী ও মদতদাতাদের বর্তমান অবস্থা ও অবস্থান দেখলে ঐ ঘটনাকে শুধু "আন্দোলন" বলতেও লজ্জা লাগে।
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৫656073
  • সারদার সঙ্গে তুলনা যাখন টানলেন তখন মনে করিয়ে দিই যে কং ও সিপিএমের লোকেরা সুপ্রীম কোর্টে গিয়ে তদন্তের আদেশ নিয়ে এসেছে। অন্যদিকে সেই তদন্ত আটকানোর জন্যে তিনোরা আমার-আপনার ১১ কোটি খরচা করেছে আর নন্দীগ্রামের তদন্ত আটকে দিয়েছে।

    কারা শুধু লোক খেপিয়েছিল আর কারা সত্যানুসন্ধান করছে আপাততঃ সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
  • ranjan roy | 24.97.234.175 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৮656074
  • kcর পোস্টের সঙ্গে ১১০% সহমত।
  • cm | 116.208.10.182 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৪১656075
  • পরিবর্তন না হলে অনেক কিছুই অজানা থাকত যেমন শিক্ষা ক্ষেত্রে স্বজনপোষণ (টেটের সেই ভিডিও খেয়াল করুন।)
  • pinaki | 93.180.243.109 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০০:৫৭656076
  • ক্ষমতায় থাকার সময় তারাও তদন্তে মোটেই আগ্রহ দেখায় নি। না নন্দীগ্রামের বেলায়, না সরদার বেলায়। নন্দীগ্রামের তদন্তে তো বাধাই দিয়েছে। কাজেই ওভাবে মাপতে না যাওয়াই ভালো।
  • Ishan | 214.54.36.245 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০১:৪৪656077
  • পিটিকে আর কী বলব। পিনাকিই বলে দিয়েছে। নন্দীগ্রাম হল লোক খেপিয়ে নৈরাজ্য তৈরি করার চক্রান্ত। আর সারদা হল লোক খেপিয়ে সিবিআই নামিয়ে সরকার উৎখাত করার চক্রান্ত। ধর্মবিশ্বাসের সঙ্গে তো আর তক্কো হয়না।
  • aranya | 154.160.226.91 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৩:১৯656078
  • 'আর নন্দীগ্রামের আগের সব জমি অধিগ্রহণে সারা ভারতে বড় বড় নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিল বুঝি? এসব কি পাগলের প্রলাপ না সেরেফ ধ্যাষ্টামো?'

    - পিটি-র এই কমেন্ট-টা , আগের আরও বহু কমেন্টের মতই, কি আর বলব, ইন্টারেস্টিং।
    সারা ভারতে অন্য কোথাও হয় নি বলেই বুদ্ধ, বিমান-ও নন্দীগ্রাম বা সিঙ্গুরের মানুষ-দের বাড়ি বাড়ি যাবেন না - এটার কোন মানে হয়? আউট অব দ্য বক্স কিছু করলে, সরকারের তরফে একটু বেশি আন্তরিকতা দেখালে ক্ষতি কি? তাতে যদি প্রোজেক্ট-টা হওয়ার সম্ভাবনা বাড়ে - ক্ষতি কি? মানুষের কাছে গেলে কি নেতাদের মান যায় না তাদের গ্রহণযোগ্যতা বাড়ে?

    আমায় পাগল বলুন/ধ্যাষ্টামো-কারী বলুন, অসুবিধা নেই। কিন্তু কথাবার্তায় একটু যুক্তি রাখার চেষ্টা করুন। মানবিকতা ইঃ ভারী ভারী কথা শিকেয় তুলে রাখলেও, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝালে তাতে তো সরকারের লাভই হত, অন্তত ক্ষতি তো কিছু ছিল না
  • aranya | 154.160.226.91 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৩:২৪656079
  • আর যদি মনে করেন মানুষের কাছে যায় কোন বুরবক, যুতমত গুলি চালিয়েই সব হয়ে যাবে, তাহলে সিঙ্গুর, নন্দীগ্রামের মত সেট ব্যাক আরও দেখতে হবে, প্রস্তুত থাকুন।
    নন্দীগ্রামে সিপিএম-এর ভাড়াটে গুন্ডারা গুলি (পিনাকি-র ভাষায় পুস্পবৃষ্টি) কিছু কম চালায় নি
  • aranya | 154.160.226.91 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৩:৩০656081
  • আর একটা কথা মাথায় রাখলে ভাল হয়, প্রত্যেক সিচুয়েশন-ই কিন্তু কিছু পরিমাণে ইউনিক। সিঙ্গুরের থেকে শিক্ষা নিয়ে নন্দীগ্রামে লোকেরা জোরতার আন্দোলন করছে, তিনো আর মাওরা লোক খ্যাপাচ্ছে - এক্ষেত্রে মানুষের কাছে যাওয়া অনেক বেশি দরকার ছিল, imho
  • pintu | 69.90.230.53 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৪:৫৬656082
  • কেসির সথে একদম একমত। পাস বা ফেল, পতিবর্তন দরকর চিলো। আবার পরিবর্তন দরকার। বাকী সবাই ধেরিয়েছে, এবারে বিজেপি আসুক। কি বল্লেন? পরিবর্তন ফেল করবে? তাতে কি? পরিবর্তন দরকার। একবর না হয় ফুক সহেবকে জিগিয়ে নেবেন!।
  • PM | 132.52.254.242 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৯656083
  • সরাকরের পলিসি নিয়ে সমস্যা থাকলে তার সমাধানে আন্দোলন করার পুরো হক নন্দীগ্রামের আছে। কিন্তু যে আন্দোলন সমস্যা সমাধানে আলোচনায় বসতে অস্বীকার করে, তার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে। ৭ বছর বাদে আমার টেক হলো নন্দীগ্রাম আন্দোলন আদতে জমি আন্দোলন ছিলো না, ওটা ছিলো পঃবঃ রাজনীতিতে লাশ সাপ্লাই এর আন্দোলন। সেই উদ্দেশ্য সফল হয়েছিলো।

    যে স্কেলে আর যে পরিকল্পনার সাথে বুদ্ধিজীবীদের পরের দিন রাস্তায় নামানো হয়, তা দেখে এটা পরিস্কার যে এটা অনেকদিনের সযত্নে তৈরী করা নীল নক্সা। শুধু লাশের খবর আসার অপেক্ষা ছিলো। জিগশ পাজল-এ শুধু লাশের ঘরটাই ফাঁকা ছিলো যেটা ১৪-ই মার্চ সম্পুর্ণ করা হয়।
  • PT | 213.110.246.22 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৮656084
  • "পিনাকিই বলে দিয়েছে। নন্দীগ্রাম হল লোক খেপিয়ে নৈরাজ্য তৈরি করার চক্রান্ত। আর সারদা হল লোক খেপিয়ে সিবিআই নামিয়ে সরকার উৎখাত করার চক্রান্ত। "

    এইত বেশ দল বেঁধে ধর্মপালন হচ্ছে।
    নন্দীগ্রামে লোক ক্ষ্যাপানো হয়েছিল কিনা সেটা একটু তদন্ত করার পরে বাণী দিলে হত। আমরা অনেকেই তো সারদার তদন্তের ফলাফল আসার পরেই মুখ খুলেছি। বরাবর দেখে আসছি যে সংহতিকে ধর্মগ্রন্থ হিসেবে আঁকড়ে থাকা ধর্মবিশ্বাসীরা কিছুতেই তদন্তে আস্থা রাখতে আগ্রহী নয়।
  • Ishan | 183.17.193.253 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:০৬656085
  • নন্দীগ্রামে লোক খ্যাপানো হয়েছিল কিনা এই নিয়ে কোনো তদন্ত হবার কথা ছিল বা আছে, জানতাম না। আপাতত আপনার কথাই রইল। বুদ্ধবাবুর পলিসি নির্ভুল ছিল। লোক খেপিয়ে বেচারিকে পশ্চিমবঙ্গ ছাড়া করা হল।

    আবার লোক খেপানো শুরু হয়েছে। কোনো বিচার তো হয়ইনি, তদন্তের কোনো ফলও বার হয়নি। কিছু বিজেপিপন্থীসংবাদপত্র আর বিজেপিপন্থী বুজি লোক খেপাচ্ছে।

    এই বুজি আর সংবাদপত্র বঙ্গের শেষ করে দিল। ছি ছি।
  • dc | 11.39.63.193 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:১০656087
  • পরিবর্তন দরকার ছিল আর অবশ্যম্ভাবী ছিল, এতে ১০০% একমত। তবে আমার মতে পরিবর্তনের টাইমিংএ ভুল হয়েছে। বাম সরকারের এক বা দুটো টার্মের পরেই পরিবর্তন হওয়া উচিত ছিল। সেটা না করে পবর লোক রাজনৈতিক ভুল করেছে। আর বুদ্ধবাবুর সরকারকে আরেকটা টার্ম দেওয়া উচিত ছিল, কারন বুদ্ধবাবুও কিন্তু আগের সরকারগুলোর ভুল নীতির্র পরিবর্তন করতে চাইছিলেন।
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:১১656088
  • সারদার স্বপক্ষে একখান মিছিল হয়ে যাক।
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:১৪656089
  • পিন্টুবাবুর পোস্টখানি খাসা হইয়েছে।
  • PT | 213.110.246.22 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:২২656090
  • নন্দীগ্রামের বেশ কিছু বিপ্লবীরা (বা- ও ধা-বুজি সহ) গত কয়েক দিনের মধ্যে যে কটা মিছিল করেছে সে সব কটাই সারদার প্রতারকদের পক্ষে ছিল। কাজেই নন্দীগ্রামে তারা কাদের জন্য "আন্দোলন" করেছিল সেটা খানিকটা আন্দাজ করা যায়।
  • Ishan | 183.17.193.253 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:২৮656092
  • সিপিয়েমের বেশ কিছু বুজি-বিপ্লবী, নন্দীগ্রামের সময় যারা আগুন জ্বালিয়েছিলেন, এখন সারদার পক্ষে স্লোগান দিচ্ছেন। এর থেকেই বোঝা যায়, উন্নয়ন না হাতি, এরা একদিকে সূর্যোদয়ের মস্তানিতেও থাকেন, আর চান্স পেলে সারদার ঝোলেও। হায়, সবাই সেই চান্স পাননি, তাঁদের জন্য সহানিভূতি রইল।
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:৪২656093
  • মদলবাবু ভয়েস স্যাম্পল দিতে চাইছেননা। উনি কি জড়িত বলেই ভীত?
  • PT | 213.110.246.22 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০০656094
  • সারদার ব্যাপারে তিন ম-য়ের অপকীর্তি ঢাকা দেওয়ার জন্য সুবোধ-শীলের মত ধা-বুজিদের নাম ব্যবহার করার হাস্যকর প্রচেষ্টা দেখে সত্যি করুণা করতে ইচ্ছে করছে।

    সারদাকে হাজার চেষ্টা করলেও নন্দীগ্রাম দিয়ে ঢাকা-চাপা দেওয়া যাবে না। নন্দীগ্রামের প্রতারকদের খুঁজে বের করার একটাই রাস্তা-সিবিআইকে তদন্ত করতে দেওয়া। বরং তদন্ত চেয়ে আপনার প্রিয় মুখ্যমন্ত্রীকে খসড়া-টসরা কিছু একটা পাঠান।
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০৪656095
  • 'সারদার ব্যাপারে তিন ম-য়ের অপকীর্তি ঢাকা দেওয়ার' একটা প্রবল চেষ্টা যে গুরুতে চলছে, পিটি না বললে জানতেই পারতাম না!
    টাকা পয়সা লেনদেন-ও কিছু হয়েছে নিশ্চয়ই, এ বাজারে বিনা পয়সায় আর কে সার্ভিস দেয়
  • PT | 213.110.246.22 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০৭656096
  • অবান্তর কথা। আমার পোস্টিং গুরুর উদ্দেশ্যে নয় সেটা পড়লেই বোঝা যায়।
  • Ishan | 183.17.193.253 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০৮656097
  • একটু রাজনীতিটা বুঝুন। সারদায় তিন ম-য়ের নিশ্চয়ই অপকীর্তি আছে, মানে আমার যা ধারণা আর কি। সে কারণে নন্দীগ্রাম মিথ্যে হয়ে যায়না। সারদা যেমন আছে, নন্দীগ্রামও থাকবে। যারা ভাবেন, নন্দীগ্রাম নিয়ে বলা মানেই সারদায় তৃণমূলের পক্ষে থাকা, তাঁদের বিচক্ষণতাকে নমস্কার জানানো ছাড়া আর কিছু করা যায়না।

    আর হ্যাঁ। নন্দীগ্রামের আন্দোলনকেও ঢাকা-চাপা দেওয়া যাবেনা। ওটা ভারতবর্ষে নজির হয়েই থাকবে। বুদ্ধবাবুর অপদার্থতা ও দম্ভের পরিণতিটাও ইতিহাসে লেখা থাকবে, সঙ্গে তাঁর লেজুড়দের উন্মত্ত তোষামুদিও। সে আপনি যতই রাগ করুন।
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১০656098
  • আচ্ছা। বা খি বিধায় পিটি-র হাই ফান্ডা লেখা পড়লেও বুজতে পারি না।

    ঈশান লিখল 'নন্দীগ্রামের সময় যারা আগুন জ্বালিয়েছিলেন, এখন সারদার পক্ষে স্লোগান দিচ্ছেন' -অরিন্দম, সুবোধ-দের কথা আর কি।

    তার ঠিক পরেই পিটি লিখলেন - 'সারদার ব্যাপারে তিন ম-য়ের অপকীর্তি ঢাকা দেওয়ার জন্য সুবোধ-শীলের মত ধা-বুজিদের নাম ব্যবহার করার হাস্যকর প্রচেষ্টা দেখে সত্যি করুণা করতে ইচ্ছে করছে'

    - বুঝ মন, যে জান সন্ধান
  • Ishan | 183.17.193.253 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১১656099
  • ও ওনাদের একটু ওরকম অভ্যেস আছে। সিপিয়েমের নিন্দে করলেই, তৃণমূলের চামচা বলে গাল দেন। কিংবা বিজেপির দালাল বা সাম্রাজ্যবাদের পুতুল। রাজনৈতিক শিক্ষার সমস্যা, এ নিয়ে রাগ বা দুঃখ করে লাভ নেই।
  • PT | 213.110.246.22 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬656100
  • কারো কারো এমন অব্যেশও আছে যে বর্তমানের চোরেদের চুরি-চামারি নিয়ে কথা তুললেই সিঙ্গুর-নন্দীগ্রাম ধরে টানাটানি করা। এই প্রেক্ষিতে সাম্প্রতিককালে পালং শাক ও ধনে পাতার বিকিকিরি পোচুর বেড়েছে বাজারে!!
  • Arpan | 125.118.26.183 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১৮656101
  • গুরুতে লেখা হবে "আপনার প্রিয় মুখ্যমন্ত্রী" বা "আপনাদের প্রিয় সরকার", অথচ সেটা কিন্তু গুরুর কারোর উদ্দেশ্যে নয়।

    বুঝহ জন যে জানো সন্ধান! ঃ))
  • Ishan | 183.17.193.253 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১৯656104
  • বানিয়ে বলছেন। নন্দীগ্রাম প্রসঙ্গটা এই টইতে আপনিই তুলেছিলেন। আমি না। পড়ে দেখুন, আমাকে নন্দীগ্রাম নিয়ে চাট্টি প্রশ্ন করেছিলেন। আমি উত্তর দিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন