এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ৯৯৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 198.71.250.173 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৫১656203
  • আপনি ছিলেন সেখানে? কথা হল মাওবাদীরা থাকুক বা না থাকুক, তিণোমূল উসকাক বা না উসকাক, আন্দোলন আন্দোলনই। সে আন্দোলন ঠগবাজেরা দখল করে নিলেও সেটা আন্দোলনই ছিল সেসময়। আর আইন মেনে আন্দোলন হয়না, ম্যাক্সিমাম প্রতিবাদ হতে পারে। @পিএম
  • PM | 131.97.75.56 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৪656205
  • আমার এ বিশয়ে আর নতুন কোনো বানী নেই। কাল দেশে ফিরে দেখবো আপনারা কি সিদ্ধান্ত নিলেন ঃ)
  • PT | 213.110.243.21 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:১১656206
  • " অন্ততঃ এত হাসি পেত না আশা করা যায়। যেমন তিনোর পুলিশ, তেমন আবাপর রিপোর্টার, তেমনই পিএম আর পিটি।"

    তার চাইতেও হাস্যকর আপনাদের দলের ধর্মবিশ্বাস!! সকল মৌলবাদীদের হার মানায়।
    প্রাণ ভরে হাসুন। তবে সময় পেলে মজন্তালী সরকারের গপ্প পড়ে নেবেন।
  • dc | 11.39.63.218 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৫656207
  • " কোনও বিদ্রোহ, প্রতিরোধ অবরোধ পুরুষদের একচেটিয়া নয় যে সেখানে মহিলাদের "ঢাল" হিসেবে ইউজ করতে হবে।"

    সিকি, পুরোপুরি একমত। আমি মনে করি নারী আর পুরুষের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সমানাধিকার আছে, তেমনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করারও অধিকার আছে।

    তবে কিনা নন্দীগ্রামে মাওবাদীরা মহিলাদের দুর্বল মনে করেই মহিলা আর শিশুদের সামনে এগিয়ে দিয়েছিল। আর পুলিশ গুলি চালিয়ে ভয়ংকর ভুল করেছিল। জলকামান বা টিয়ার গ্যাস বা রবার বুলেট ব্যবহার না করে পুলিশ যা করেছিল তাকে ঘৃণ্য মনে করি। আর মাওবাদীরা এটা হবে জেনেও মহিলা ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল, এটা সমান ঘৃণ্য মনে করি।
  • . | 132.248.182.50 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৫656208
  • এসে গেছে বিদেশে বসে থাকা মজন্তালী সরকারের দল ।
  • কল্লোল | 125.242.173.130 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১656209
  • মহিলাদের গুলির মুখে ঠেলে দেওয়া এ বেশ পুরোনো প্রথা - কং-কম নির্বিশেষে। মাতঙ্গিনী হাজরা থে অহল্যা থে অমিয়া-প্রতিভা-লতিকা-গীতা থে নন্দীগ্রামের মহিলারা।
  • সিকি | 131.241.127.1 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৪656210
  • এদিকে দেশের টুনটুনি পাখির যে নিজের একটা উচ্চারণযোগ্য নিক নিতে কীসের এত ভয়, কে জানে! :)
  • PT | 213.110.246.23 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৬656211
  • "জলকামান বা টিয়ার গ্যাস বা রবার বুলেট ব্যবহার না করে পুলিশ যা করেছিল তাকে ঘৃণ্য মনে করি। "

    দয়া করে গুজব ছ্ড়াবেন না।

    Investigations has disclosed that after declaring the mob as unlawful assembly by the Executive Magistrate, the IG/WZ, decided to use tear gas shells to disperse the unlawful assembly and accordingly 47 rounds of tear gas LR shells and 4 rounds of tear gas hand grenade were used, but again regrouped. The IG/WZ in consultation with the Executive Magistrate ordered the use of Rubber Bullets and accordingly 51 rounds of robber bullets were fired, but the crowd still remained present and did not disperse. Thereafter, the Executive Magistrate permitted police to use minimum force as the police was not able to cross the bridge and enter Nandigram area without suffering damage to person. Accordingly, announcement was made by Additional Superintendent of Police, Haldia on the mike, warning the unlawful assembly that if they do not disperse, the police will open fire. The firing of 10 rounds of bullets was initially made in the air, but the unlawful assembly continued brick batting and remained unruly. Thereafter Sh Arun Kumar Gupta, IG/WZ and Sh G.Srinibas, SP, ordered for target firing at the persons who were throwing stones and a total of 10 rounds were fired from both sides of the bridge on the unlawful assembly.
    http://timesofindia.indiatimes.com/india/Nandigram-firing-Full-text-of-CBIs-Nandigram-chargesheet/articleshow/29665581.cms
  • . | 132.248.182.50 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:২৯656212
  • সিকি যদি নিক হয় এটাই আমার নিক
  • PT | 213.110.243.21 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩০656215
  • মাতঙ্গিনী হাজরাকে কে গুলীর মুখে ঠেলে দিয়েছিল?

    Matangini Hazra, who was 73 years at the time, led a procession of six thousand supporters, mostly women volunteers, with the purpose of taking over the Tamluk police station.[4][5] When the procession reached the outskirts of the town, they were ordered to disband under Section 144 of the Indian Penal Code by the Crown police.[4] As she stepped forward, Matangini Hazra was shot once.[4] Apparently, she had stepped forward and appealed to the police not to open fire at the crowd.[3]
    http://en.wikipedia.org/wiki/Matangini_Hazra

    এপর্যন্ত এই জানা আছে। যদি কারো কাছে এর চাইতে বেশী বিশ্বাসযোগ্য কোন তথ্য না থাকে তারা যেন কোন কারণেই মাতঙ্গিনী হাজরার মত সম্মানীয় ব্যক্তিত্বদের সম্পর্কে কোন মিথ্যা প্রচার না করে বা গুজব না ছ্ড়ায়।
  • dc | 11.39.62.156 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩১656216
  • পিটি এতোটা ডিটেলস মনে ছিলনা। যাইহোক, পুলিশের গুলিচালনায় মৃত্যুকে ঘৃণ্যই মনে করি। আর গ্রামবাসীদের উস্কে তাদের ঢাল হিসেবে ব্যবহার করে ইচ্ছে করে গুলি চালানোর মতো সিচুয়েশন তৈরি করে মাওবাদীরা যা করেছিল সেটাও সমান ঘৃণ্য মনে করি। গ্রামবাসীদের ওরা দাবার বোড়ের মতো ব্যবহার করেছিল, সেদিক থেকে দেখতে গেলে ওদের স্ট্র্যাটেজি সফলই হয়েছিল।
  • সিকি | 135.19.34.86 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪০656217
  • সিকি যদ্দূর জানি অনেক বছর ধরে একটাই নিক ব্যভার করে আসছে। দরকার মত কখনও ফুটকি কখনও অন্য কিছু করে নিক বদলায় না।
  • সিকি | 135.19.34.86 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪২656218
  • আমিও তাইলে একই লাইনে হাঁটি।

    নন্দীগ্রামের মহিলাদের কে গুলির মুখে ঠেলে দিয়েছিল?

    ইত্যাদি ইত্যাদি।

    (লিং নাই)

    { যদিও জানি, ল্যাম্পপোস্টের সাথে তক্কো করে লাভ নেই }
  • pintu | 192.64.225.115 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৭656219
  • নন্দীগ্রাম কেমোন ইতিহাস হবে ভগাই জানে। আবাপ এর মধ্যেই নন্দীগ্রাম আন্দোলনকে ডিসক্রেডিট করতে উরু করেচে। সরকারী বাম তাতে খুঈই হবে। আবাপর সাপোর্ট না হলে খুচরো বামের একগাছি ছেঁRারও ক্ষমতা নাই। সুতরাং।

    প্যাথেটিক।
  • pinaki | 90.254.154.105 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৬:৫০656220
  • ডিসি, চক্রান্ত করে গ্রামবাসীদের উস্কে ঢাল হিসেবে ব্যবহার করে গুলি চালানোর মত পরিস্থিতি তৈরী করা হয়েছিল - এটা আজ অব্দি নন্দীগ্রামের একটাও লোক এত নির্যাতন এবং ক্ষয়ক্ষতি সহ্য করার পরেও একবারের জন্যও দাবী করেন নি। নন্দীগ্রামের কোনো মহিলা একবারের জন্যও বলে নি যে প্রতিরোধের সামনের সারিতে দাঁড়ানোটা তাদের ভুল হয়েছিল, বা তাদের ভুল বুঝিয়ে দাঁড় করানো হয়েছিল বলে তারা সংগঠকদের উপর ক্ষুব্ধ। তারা আন্দোলন এবং সেই আন্দোলন করতে গিয়ে ক্ষয়ক্ষতি - দুটোকেই সমানভাবে ওন করেছে। আর আপনি বাইরে থেকে একটা নিজের মনগড়া ধারণা নিয়ে এত কনফিডেন্টলি কমেন্ট করে চলেছেন দেখে অবাক হচ্ছি। অন্ততঃ বক্তব্যের শেষে বা শুরুতে 'আমার ধারণা' বা 'আমার বিশ্বাস' জাতীয় ডিসক্লেমার দিলে সততাটা বজায় থাকে। নয় কি? নন্দীগ্রামের আন্দোলনকারীরা মূলতঃ ছিল সিপিএমের সাপোর্ট বেস। এমনকি তিনোমূলেরও নয়। মার্চে গুলিচালনার সময় মাওবাদীদের উপস্থিতি প্রায় ছিল না বল্লেই চলে। বরং নভেম্বরের প্রতিরোধে মাওবাদীদের উপস্থিতি তুলনামূলক বেশী ছিল। কিন্তু সিপিএমের ভাড়াটে গুন্ডাবাহিনীর অস্ত্রশক্তির কাছে তারা দাঁড়াতে পারে নি। এটাই কি প্রমাণ করে না যে নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতি নিতান্তই নগণ্য ছিল? আপনার যুক্তিবুদ্ধি কি বলে? যে মাওবাদীরা জঙ্গলমহলে চারশো সিপিএম সমর্থক মেরে সিপিএমকে পুরো এলাকাছাড়া করে দিল, সিআরপিএফ কোবরার সাথে দীর্ঘদিন পাঙ্গা নিল, সেই মাওবাদীরাই নন্দীগ্রামে এত মানুষের সমর্থন থাকা সত্ত্বেও পুলিশ নয়, সিআরপিএফ নয়, কেবল সিপিএমের গুন্ডাবাহিনীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেল নভেম্বরের পুনর্দখলের সময়। এমনই প্রতিরোধ তারা দিল যে সিপিএমের গুন্ডাবাহিনী জাস্ট গুলি ছুঁড়তে ছুঁড়তে এসে গ্রামকে গ্রাম দখল করে নিল নিজেদের দিকে প্রায় বিনা ক্ষয়ক্ষতিতে। যা মরল প্রতিরোধকারীরা মরল। এ কেমন মাওবাদী প্রতিরোধ? মাওবাদীর উপস্থিতি প্রমাণ করে নন্দীগ্রাম আন্দোলনের ব্যপকতাকে ডিসক্রেডিট করা যাবে না। সেখানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণকেও ছোটো করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হল নন্দীগ্রামের আন্দোলনে মাওবাদীরা যদি থেকেও থাকে, যতটুকুই অনির্ধারক উপস্থিতি তাদের থেকে থাকুক না কেন, সেটা ন্যায্য দাবীর পক্ষে ছিল। অন্যায়ের বিরুদ্ধে ছিল। আমরা যদি এই আন্দোলনের সমর্থক হিসেবে গর্ব বোধ করতে পারি, মাওবাদীদেরও একশোবার রাইট আছে এই আন্দোলনের শরিক হওয়ার। আন্দোলনকারীরা বা অন্দোলনের সমর্থনকারীরা মাওবাদী অংশগ্রহণ নিয়ে একটুও বিচলিত নয়। তিনোমূল সরকারি দল, তার সমস্যা থাকতে পারে মাওবাদীদের সাথে একসাথে আন্দোলন করেছে - এটা বাজারে বেশী প্রচার পেলে। যেমন সিপিএমের সমস্যা আছে দীপক সরকার সুশান্ত ঘোষরা মাওবাদীদের থেকে ৫০০০ বুলেট নিয়েছিল কেশপুর ছোটো আঙারিয়ার সময় - এই তথ্যকে স্বীকার করতে। তাই দিয়ে আন্দোলনের জাস্টিফিকেশন, তার ব্যাপ্তি, সাফল্য, কোনোকিছুই ছোটো হয় না।
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৭:২৭656221
  • পিনাকি, দুএকটা জিনিষ পরিষ্কার করে দেওয়া ভালো।

    প্রথম, আমি যা লিখছি সেগুলো অবশ্যই আমার মত। আমার বেশীর ভাগ পোস্টে দেখবেন "আমার মতে" লিখিও। লাস্ট পোস্টে সেটা লেখা হয়নি, অবশ্যই সেটা ভুল।

    দ্বিতীয়, আমি বাম, তিনো কাউকেই সমর্থন করিনা। বুদ্ধদেবের ইন্ডাস্টিয়াল পলিসিগুলো ভালোলেগেছিল, তাই অবশ্যই ওনার পলিসিগুলো সমর্থন করি। একই সাথে এটাও বলি যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি ব্যর্থ। দীপক সরকার সুশান্ত ঘোষরা কি করেছিল তাই নিয়ে আমার মাথাব্যথা নেই, যদি বুলেট নিয়ে থাকে তো অবশ্যই ওদের শাস্তি হওয়া উচিত।

    তৃতীয়, আমি নন্দীগ্রামের আন্দোলন সমর্থন করিনা। বুদ্ধবাবু বেটার প্রশাসক হলে আন্দোলন সামলে ওখানে কেমিক্যাল হাব বানাতে পারতেন, এটাই মনে করি। আর উস্কানোর ব্যপারে আপনি যেটা লিখলেন, "মার্চে গুলিচালনার সময় মাওবাদীদের উপস্থিতি প্রায় ছিল না বল্লেই চলে", এটাও বোধায় ঠিক না, কারন নন্দীগ্রামেও বোধায় কিষেনজি ছিলঃ

    http://www.outlookindia.com/news/article/Kishenji-Was-Present-During-Nandigram-Movement/675962

    অথচ দেখুন, আপনি দিব্যি 'আমার ধারণা' বা 'আমার বিশ্বাস' জাতীয় ডিসক্লেমার না দিয়েই লিখে দিলেন।
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৭:৩১656222
  • মাওবাদীরা বোধায় নন্দীগ্রামে ঘোঁট পাকিয়েছিলঃ

    http://indiatoday.intoday.in/story/insider-says-maoists-helped-mamata-stir-the-nandigram-pot/1/125685.html

    Kabir Suman, West Bengal's renowned singer and MP from Jadavpur, has fired a salvo at railway minister Mamata Banerjee, and her Trinamool Congress, exposing a direct link between the main Opposition party and the Maoists.

    In his recent book, Nishaner naam Tapasi Malik , Suman exposed how the anti-land-grabbing movement in Nandigram has been an armed rebellion, and has succeeded because of close coordination between the TC and the armed villagers backed by the Maoists.

    The book gave a detailed description of his visit to Satengabari in West Midnapur along with TC leaders Partha Chaterjee and Shisir Adhikari, when they met the armed villagers.

    এগুলো বোধায় পিনাকিবাবুর "আমর মতে"র মধ্যে জায়গা পাবেনা।
  • PT | 213.110.246.23 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৮:২০656223
  • বেড়াল নিজেই বলছে মাছ খেয়েছে আর বেড়ালপ্রেমীরা ধনে-পালং কিনে বাজার খালি করছে! ইচ্ছে থাকলে খুঁজে পাওয়া যায়ঃ
    Maoists claim credit for Singur, Nandigram.
    This self-congratulatory communication has strengthened allegations that Union Railway Minister and Trinamool Congress leader Mamta Banerjee had planned the violent agitations in Singur in August 2008 with help from the Maoists. The Trinamool Congress has, so far, denied this.
    http://www.hindustantimes.com/india-news/mumbai/maoists-claim-credit-for-singur-nandigram/article1-491041.aspx
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৬656224
  • পিনাকির জন্য আরও কিছু "আমার মতে"ঃ

    http://southasiarev.wordpress.com/2009/10/16/new-ganapathi-interview-on-the-views-of-the-cpi-maoist/

    But the CPI (Maoist) started making its presence felt in the State from 2007 onwards. The Maoists were involved in the year-long bloody turf battle in Nandigram (Purba Medinipur district) in 2007 between the CPI(M) and the Trinamool Congress-led Bhumi Ucched Pratirodh (Land Eviction Resistance) Committee, a ragtag consortium of naxalites, the Socialist Unity Centre of India (SUCI), the Jamait-i-Ulema-e-Hind and the Congress. They also participated in the violent agitation in Singur (Hooghly district) against the prestigious Tata Motors small-car project. All this pointed to long-term plans, “Nandigram in 2007, Singur in 2008 and Lalgarh in 2009 clearly point to the increasing strength of the Maoists in West Bengal,” a senior police intelligence source told Frontline. However, it is only the Lalgarh movement that the Maoists can take full credit for. The other two agitations were led by Mamata Banerjee’s Trinamool Congress.

    অবশ্য পিনাকি নিজের পোস্টে কোন ডিসক্লেমার দেননি, তাই নন্দীগ্রামে মাওবাদীদের লং টার্ম উপস্থিতি নেহাতই "আমার মতে"।
  • | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৯:৩০656226
  • আলোচনা পড়ে মনে হচ্ছে, মহিলারা গন্ডমূর্খের দল, তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে,যাও সামনে গিয়ে দন্ডায়মান হও- মহিলারা দাবার বোড়ের মত সামনের দিকে এগিয়ে গেছেন।
    আপনাদের এই 'অসহায়', 'নির্বোধ' মহিলাদের জন্যে রোদন টা আর নেওয়া যাচ্ছে না।
    ঘেন্না করছে।
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৮656227
  • ম যদি আমাকে বলে থাকেন, তো আমি মহিলাদের আর পুরুষদের সব ব্যাপারে সব ক্ষেত্রে সমান বলে মনে করি। সমস্ত ব্যাপারে ডিসিশন নেওয়াতে মহিলা আর পুরুষদের একে অপরের সমান মনে করি, দুজনেরই সমানাধিকার আছে বলে মনে করি। কিন্তু অনেকই সেটা মনে করেনা, মহিলা আর বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করে। সেটার সমালোচনা করছি। "মহিলাদের গুলির মুখে ঠেলে দেওয়া এ বেশ পুরোনো প্রথা - কং-কম নির্বিশেষে।" - কং-কম-মাওদের এই মনোভাবের সমালোচনা করছি।
  • pinaki | 90.254.154.105 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২০:২২656228
  • আমি যেটা বলছি সেটা সেসময় সশরীরে কলকাতায় থাকা এবং ঐ আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে প্রত্যক্ষ জানাবোঝা থেকে বলছি। 'ধারণা'র কোনো গল্প নেই তো এতে। আপনি এত খেটে লিংক না দিয়ে আমি যা লিখেছি সেটা আবার ভালো করে পড়ুন। দেখবেন আপনার লিংকে যা আছে সেগুলো কোনোটাই আমি যা বলছি সেটাকে কন্ট্রাডিক্ট করছে না। কোনো লিঙ্কেই এটা দেখলাম না ক্লেম করেছে যে ১৪ই মার্চের প্রতিরোধ মাওবাদীদের নেতৃত্বে হয়েছে। নন্দীগ্রামের আন্দোলন দীর্ঘ সময় ধরে হয়েছে। সেই আন্দোলনে কিষেণজি বা তেলেগু দীপকের অংশগ্রহণ থাকতেই পারে। আমি তো কোথাও দাবী করি নি যে কিষেণজি বা তেলেগু দীপক কখনো নন্দীগ্রাম যান নি আন্দোলন চলাকালীন। আমার বক্তব্য ছিল প্রথমতঃ ১৪ই মার্চ মহিলাদের মাওবাদীরা সামনে এগিয়ে দিয়েছিল এই দাবীটা ভুল। কারণ ১৪ই মার্চের সময় নন্দীগ্রামের আন্দোলনে মাওবাদীদের উপস্থিতি নগণ্য ছিল। ঐ বিপুল সংখ্যক মানুষ কিভাবে প্রতিরোধ করবে তার রণনীতি নির্ধারণ করার জায়গয় মাওবাদীরা ছিল না। ১৪ই মার্চের ঘটনার পরে অবশ্যই তাদের যাতায়াত বাড়ে। সাতেঙ্গাবাড়ির যে ঘটনা কবীর সুমন বলেছেন সেটাও ১৪ই মার্চের পরের কথা। কিন্তু যত যাই অংশগ্রহণ থাক, সেটা কোনো সময়েই ঐ আন্দোলনকে নির্ধারণ করার জায়গায় যায় নি। লালগড়ে যেমন তারাই নির্ধারক ছিল। তিনোমূল থাকলেও। এখন যদি আপনি লালগড়ের আন্দোলনকে তিনোমূলের আন্দোলন বলেন, তাহলে যেমন ভুল বলা হবে, নন্দীগ্রামের আন্দোলনকে মাওবাদীদের ষড়যন্ত্র বললেও ততটাই ভুল বলা হবে।
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২০:৪১656229
  • পিনাকি আপনি যদি নিজে আন্দোলনের সাথে যুক্ত থেকে থাকেন তো আমার কথা প্রত্যাহার করে নিচ্ছি। কারন অবশ্যই আমি নন্দীগ্রামে কখনো যাইনি।

    একটাই কথা, মাওবাদীরা অনেকদিন থেকেই পবতে সক্রিয় আর গ্রামের দিকে নানান জায়্গায় মানুষকে ভুল বুঝিয়েছে, এটা আমার ধারনা। সরকার জমি অধিগ্রহন করতে গেলে সাধারন মানুষের মনে নানান ভয় বা দুশ্চিন্তা আসে (আসাই স্বাভাবিক), কিন্তু মাওবাদীরা সেটার সুযোগ নিয়ে আরো উস্কে দিতো, সেটাই মনে হয়। কেন মনে হয়? কারন ভারত রাষ্ট্রের সাথে যুদ্ধ করার ওদের নানান স্ট্র্যাটেজিগুলোর মধ্যে এটাও একটা। সেইজন্যই বলছিলাম নন্দীগ্রামেও বাইরে থেকে এসে ওরা ওখানকার লোকজনকে খেপিয়ে তুলতো। যেমন সিঙ্গুরে বাইরে থেকে মেধা বা অন্য অনেকে গিয়ে স্রেফ লোকজনকে খুঁচিয়ে ক্ষেপিয়ে তুলেছে।
  • dd | 132.172.149.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২০:৪৫656230
  • "An ardent follower of Gandhi,she had already served six months imprisonment .... Now,accompanied by several women blowing conches,she avanced on the police and army cordon securing the courthouse,carrying a flag. When the security forces opened fire ,a bullet struck her left hand,causing her to transfer the flag to the right. She was hit again before a third bullet struck her full in the temple".

    ঘটনাচক্রে কালকেই পড়ছিলাম উনার কথা, তাই তুলে দিলেম।

    তবে কল্লোলের কথাটা ঠিক(ঈশেন ও এটা একাধিক বার উল্লেখ করেছে)। কৃষক আন্দোলনে সামনের সারিতেই মহিলারা থাকে। গুলিতে মৃতদের প্রায় সবাই মহিলা - এটা এতোবার ঘটে গ্যাছে যে সেটাকে নেহাৎ কইনসিডেন্স বলা কঠিন।
  • pinaki | 90.254.154.105 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২০:৫৪656231
  • সবসময়েই বাইরের উস্কানি লাগে মানুষের খেপে ওঠার জন্য - সেটা ঠিক নয়। পস্কোর কথা ধরুন। না সেখানে কোনো মাওবাদী ছিল, না মেধা। অত বড় আন্দোলন হল কিভাবে? উচ্ছেদের আতংকটাতো অবাস্তব নয়। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছে যেখানেই উচ্ছেদ হয়েছে ক্ষতিপূরণ হয় দেওয়া হয় নি, নয় অত্যন্ত কম দেওয়া হয়েছে। যেখানে যেখানে কারখানার জন্য মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছে বা জোর করে নেওয়া হয়েছে সেখানেই মানুষকে সাফার করতে হয়েছে। পরে জমিদাতাদের নাকের ডগায় সেখানে জমির দাম বেড়েছে, যারা জমি ধরে রেখেছিল তারা লাভবান হয়েছে। এসব তো মানুষের নিজের চোখে দেখা। লোকে খেপবে না কেন?
  • PM | 122.198.83.237 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২১:৩৪656232
  • ব্যাস , পিনাকি বাবু নিজে যখন সেই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সেটাতে কোনো চোনাই থাকতে পরে না ঃ)

    যে লোকটা অপরেশন সান রাইস-এ জড়িত ছিলো, তকে জিগ্গেস করুন। সে আপনাকে বুঝিয়েই ছাড়বে যে তার থেকে প্রয়োজনীয় আর আইনসম্মত অপরেশন পঃ বঃ এ কেনো ভু ভারতে হয় নি ঃ)।

    পিনাকি বাবু যেহেতু আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সেটাকে সমর্থন করতে তিনি বাধ্য।। ওনার দেওয়া যে কোনো তথ্য অন্য কারুর দেওয়া তথ্যের থেকে মুল্যবান। কিন্তু ওনার অ্যানালিসিসের কোনো মুল্য নেই কারন এক্ষেত্রে উনি ইন্টারেস্টেড পার্টি। BCCI এর চেয়ার্ম্যান শ্রিনিবাসন যদি ওর জামাই কে আইপিএল বেটিং নিয়ে ক্লিন চিট দেয়, তার যেমন কোনো মুল্য নেই, ঠিক তেমন।

    পিনাকীর সাথে অন্য সব বিষয়ে তর্ক জারি থাকবে, নন্দীগ্রাম ছাড়া, অন্তত পরবর্ত্তী ২৫-৩০ বছর। কাল্লোলদা নকসাল আন্দোলনকে ডিসোন করেছেন নিজে তাতে যুক্ত থাকা সত্তেও। কিন্তু তার জন্য ৩০-৪০ বছর সময় লেগেছে। পিনাকির-ও ঐ সময়ের দূরত্বটা প্রাপ্য সঠিক , ব্যালেন্স্ড, নিস্পৃহ বিশ্লেষন করার জন্য।
  • dc | 11.39.60.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২১:৪৪656233
  • PM :d

    না আমি পিনাকির কথা ফেস ভ্যালুতেই নিচ্ছি, হাজার হোক আমি নিজে তো আর ওখানে ছিলাম না। তবে লোকের যেমন নিজেদের অনেক ভয় আর চিন্তা থাকে, সেই ভয়টা উস্কে অন্যরা ব্যবহার করে এটাও ঠিক।
  • Ishan | 202.43.65.245 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২১:৫৬656234
  • এই হিসেবে পিএম বা পিটিও ইন্টারেস্টেড পার্টি। :-)
  • pi | 24.139.221.129 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৭656235
  • যুক্তিটা বুঝছি না।
    'তবে তাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল'। তো ঢাল মানে তো ভাবা হচ্ছে যে ঢাল থাকলে আক্রমণ আটকানো যাবে। তার মানে, আক্রমণ আটকানোটাই উদ্দেশ্য।
    ঢাল হিসেবে ব্যবহার আর লাশ বানানোর রাজনীতি, এই দুটো ইন্টেনশন একসাথে কীকরে যায়?

    ডিঃ মেয়েরা থাকলে আক্রমণ হবেনা, তাই মেয়েরা সামনে থাকুক, এই নীতিটা ব্যক্তিগতভাবে অপছন্দ। কারণ তাতে এই ভাবনাটাকেই রি-ইনফোর্স করা হচ্ছে যে মেয়েরা দুর্বল। মানে স্ট্র্যাটেজি হিসেবে সেটা সফল হয়ে গেলেও আপত্তিকর লাগে।
  • pi | 24.139.221.129 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৮656237
  • ওঃ, আরো একটা ডিঃ দিতে হবে। কারণ এক্ষেত্রে জানা নেই যে মেয়েদের স্ট্য়্রাটেজিকালি সামনে যেতে বলা হয়েছিল নাকি মেয়েরা নিজেরাই সামনে যেতে চেয়েছিল। লিড করতে চেয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন