এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ৯৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.16.94 | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৫656338
  • সৌভিক কে ক। এর জন্যে দায়ী নেতাদের অহং ও নিজেদের শক্তি সম্বন্ধে ভুল মূল্যায়ন।
  • PT | 213.110.243.22 | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫০656339
  • এককবাবু আমি আসলে খুব কম বুদ্ধি ধরি তাই মানুষের বালখিল্যতা ও ধান্দাবাজি দেখে চমকে উঠি।
    আপনারা বিচক্ষণ রাজনৈতিক ভাষ্যকার। তাই মাও-তিনো-রাজনাথ-সুদীপ্ত ইত্যাদি রামধনু রং কেমন হাসিমুখে মেনে নেন।
  • তাপস | 126.203.187.14 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২১:০৭656340
  • এককের বহুবচন হয়েছে - এ গৌরব কার?
  • ranjan roy | 24.96.70.143 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:৪২656341
  • সেকি পিটি,
    আপনি কি তিনোজোট সদস্য এস ইউ সি, মাওসাথী সিপিআই(এম-এল) ইন্দ্রধনু জোট খুশিমুখে মেনে নেন নি?
  • ranjan roy | 24.96.70.143 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:৪৩656342
  • ও হো! এই ইন্দ্রধনু জোটের মুখ্য দল সিপিএম এর নাম লিখি নি।
    মিসটেক মিসটেক!
  • Arpan | 233.227.67.181 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:৫৬656343
  • এককবাউ দল পাকিয়ে লিখেছেন এতো দিনের আলোর মত পরিষ্কার।
  • ranjan roy | 24.96.70.143 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০৩656344
  • সরি, সিপিএম জোটসঙ্গী (প্রাক্তন নন্দীগ্রাম-মমতাসঙ্গী) মাওব্যথী দলটির নাম সিপিআই (লিবারেশন); ইন্দ্রধনু জোট সম্ম্পূর্ণ। পিদিএস হয়েছে।এবার রেজ্জাকের দলের সমর্থন নেওয়াটা বাকি!
  • PT | 213.110.243.21 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২৩:২৫656345
  • নেওয়াটা না বাকি দেওয়াটা বাকি?
    মানে রেজ্জাকের দল সিপিএমের সমর্থন ছাড়া বাঁচবে মনে করেন? ঐ পিডিএসের বেঁচে থাকার মত করে?
  • ranjan roy | 24.99.147.42 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৫:৩৩656346
  • কেন কথা ঘোরাচ্ছেন?
    আপুনি এস ইউ সি লিবারেশন ইত্যাদি নন্দীগ্রাম-মমতা জোটসঙ্গীদের নিয়ে আজ সিপুএম এর ইন্দ্রধনু জোটে কত খুশি সেটা বলুন না?
    কারণ আপনিই হরদম এবং এখনো বিচিত্র জোটসঙ্গী নিয়ে অন্যদের খোঁচাতে লেগে আছেন।ঃ)) একটু নিজের অবস্থান দেখুন না!
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৩656348
  • কথা ঘোরাই নি। আপনিই বা সব সময়ে ধরে নেন কেন যে সিপিএম-ই এদের সমর্থনের জন্য দৌড়চ্ছে? এমন তো হতেই পারে যে তিনোর কাছে গলাধাক্কা খাওয়ার পরে এদের বোধোদয় হয়েছে যে তাদের বেঁচে থাকার একটাই রাস্তা আছে। ক্রমাগত সিপিএম-কে গাল দেওয়া আর সিপিএমের সঙ্গে দল বেঁধে থাকা-যেমনটি ক্ষতিবাবুরা করে থাকেন।

    আমি তো সব সময়েই বামেদের একসঙ্গে থাকার পক্ষে। সেক্ষেত্রে জোট বাঁধাকে তাত্বিক ভাবে ব্যাখ্যা করা যায়।
    সেটা তো কং-বিজেপি-তিনো-মাও জাতীয় রামধনুর পক্ষে সমস্যার কারণ। এই জাতীয় জোট ঐ বৃষ্টির পরে রামধনুর মতই ক্ষণিক দেখা যায়। তারপরে রোদ উঠলেই তাদের উবে যাওয়া ছাড়া কোন রাস্তা নেই!
    আর ঠিক তাই হয়েওছে।
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৪:১২656350
  • তক্কটা যদি চালাতেই হয় তাহলে জিগাই যে অন্যরা চায়নি তা সত্বেও সিপিএম দোরে দোরে ঘুরে বেড়াচ্ছে? মানে গলায় গামছা দিয়ে সিপিএম টানছে আর এইসব ছোট দল "ছুঁয়োনা ছুঁয়োনা বঁধু" গাইতে গাইতে সিপিএমের সঙ্গে ভিড়ে যাচ্ছে?
    কিঃ ছেলেমানুষী তক্ক!!

    তবে তোমার খবরের শেষ লাইনটা কিন্তু চমৎকারঃ
    In 20102, Bose had visited the office of the CPI-ML (Liberation) with the proposal of a joint movement against imperialism, but had received a cold response.

    বছরটা বোঝা যাচ্ছেনা। ২০১০ বা ২০১২ যাই হোকনা কেন হঠাৎ কি কারণে CPI-ML (Liberation)-এর cold response গরম মাখামাখিতে পরিণত হল সে ব্যাপারে কিছু ব্যাখ্যা দেবে নাকি কল্লোলদা?

    একটু সুতো ধরিয়ে দিই। তিনোর গলাধাক্কা খেয়ে বোধোদয় নয়্ত?
  • PM | 113.29.249.242 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১656351
  • আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা রাজনীতি আলোচনা করি অর্থনীতি ছাড়া। আথচ রাজনীতি হলো অর্থনীতিক পলিসি ইমপ্লিমেটেসনের টুল মাত্র। ওটা ছড়া বাকিটা অন্তঃসারশুন্য
  • কল্লোল | 111.63.86.210 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৬:০৩656352
  • পিটি। লিবারেশন আর সুসি লাথি খেয়েছে না কাতুকুতু সেটা জানি না। তবে বিমান বোস যে দৌড়ে দৌড়ে লিবারেশনের অপিসে গেছিলো সেটা জানি। সারা দুনিয়া জানে। একমাত্র তুমিই অস্বীকার করে চলেছো। বিমানের এই দৌড়ানো অবশ্য কারাটের কাছে লাথি না কাতুকুতু খেয়ে তার খপর হয়তো তুমি জানো।

    পিএম। কংগ্রেস (রাজীব আমল থেকে) আর বিজেপি (অটল আমল থেকে) - এদের অর্থনৈতিক নীতির তফাৎ কি বলতে পারেন? আমি তো কিছুই পাই না।
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৮:১২656353
  • এঃ এটা একেবারে ছেলেমানুষী তক্ক হচ্ছে কল্লোলদা।
    তোমার সিপিএম বিদ্বেষ এতই তীব্র যে তুমি কিছুতেই তা চেপে রাখতে পার না। যেন বিমান বোস লিবারেশনের অফিসে গেলে তোমার মতে সিপিএমের মাথা হেঁট হয়ে যায়-আর তাতেই তোমার আনন্দ!!!
  • PM | 11.39.63.43 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১৮:৪১656354
  • মোবইল থেকে দেখছি। পড়ছি সব। পোস্ট করতে ঠিক জুত হছে নঃ(।
  • কল্লোল | 111.63.198.35 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:৩৬656355
  • বিমান বোস যেচে লিবারেশন অপিসে গেছিলো বাম ঐক্য করতে। তুমি সেটা মানতে চাও নি।
    অমি প্রমান দিয়ে দিয়েছি বিমান দৌড়ে দৌড়ে গেছিলো। ব্যস।
  • . | 59.207.231.130 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৯:০০656356
  • '৮৪ তে সিপিএমের কাছে খাওয়া ধাক্কা লোকটা এখন ও ভুলতে পারেনি আর তাই এই সিপিএম বিরোধিতা
  • PT | 213.110.247.221 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৯:৫১656357
  • "যেচে লিবারেশন অপিসে গেছিলো বাম ঐক্য করতে।"
    তক্ক যখন করবেই...... মানে তুমি জানই যে তার আগে ফোনে-টোনে কথাবার্তা বা "বিমানদা আসুন না...' জাতীয় কোন কথা হয়নি?

    এই যেমন ২০০০ সালে সুসি গেছিল আলিমুদ্দিনেঃ Party leaders met across the table today at the CPI(M)'s Alimuddin Street office.
    https://www.mail-archive.com/[email protected]/msg02875.html

    আর বিমান বাবুর নেমন্তন্নে তর সয়নি কারো। দিন দশেকের মধ্যেই তারা হাজির আলিমুদ্দিনেঃ a meeting was held at CPI-M headquarters on Alimuddin Street today...
    http://www.thestatesman.net/news/73135-CPM-sounds-out-allies-for-1-September-rally.html

    অর্থাৎ এদের মধ্যে একটা যোগাযোগ বরাবরই আছে। কারো হয়ত তা পছন্দ নয়। আর সুসি তিনোর কাছে গলাধাক্কা খেয়েছে কিনা সেটা এখনো পরিষ্কার হয়নি? লে হালুয়া!!
  • কল্লোল | 125.242.188.13 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১২:০৬656359
  • তুমি যে তত্বই হাজির করো, এটা পরিষ্কার যে বিমান যেচেই গিয়েছিলো লিবারেশনে। আর সেটা কারাতের ধমক খেয়ে না সীতারামের কাতুকুতু খেয়ে তা কেই বা জানে। কিন্তু যেচেই গেছিলো।
  • PT | 213.110.247.221 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৩:১২656360
  • শান্তি পাবে তো এটা মেনে নিলে? তাহলে তাই!!
  • ranjan roy | 24.96.234.44 | ২৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৩656361
  • কিন্তু ২০০০সালে র যোগাযোগ বলে কি হবে?
    আপনার কথা তো শুরু হয় সিংগুর-নন্দীগ্রাম দিনগুলোতে সমীর পতিতুন্ড-এস ইউ সি ও লিবারেশন কী স্ট্যান্ড নিয়েছিল তাই নিয়ে? তারা সিপিএম এর সঙ্গে ছিল না বিরুদ্ধে?
    এই পাতায় তর্ক ( বালখিল্য মোজাখিল্য যাই হোক্‌) তো আপনার সঙ্গে হচ্ছে, কমঃ বিমানের সঙ্গে নয়।
    তাই এখনো যাদের আপনি এই পাতায় নিয়ম করে রোজ গাল দেন তাদের বাড়িতেই আজ বিমান দৌড়চ্ছেন, তিন বছর আগে কেন দুবছর আগেও পাত্তা দিতেন না--সেই কথাটা বলা হচ্ছে, এইটুকুই।
  • কল্লোল | 111.63.209.66 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৭:২৫656362
  • মানতে তো হবেই ভাই। আমি শান্তি পাই বা না পাই। ঘটনা ওটাই, যে বিমান যেচেই গেছিলো লিবারেশনে। তাতে লজ্জার কিছু নাই। এমন তো হতেই পারে, তাই কাজটা বিমান ঠিকই করে ছিলেন বলে আমি মনে করি।
  • SC | 34.3.17.255 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৯656363
  • আমি মনে করি ওই পোকাসের লাইনটা পুরো ভুল লাইন। উনি purist লোক, কিন্তু ওনার লাইন গুলোর কোনো বাস্তব ভিত্তি নেই,
    কাল্পনিক তত্বজগতে বাস করে এই সব লাইন তৈরী করেন।
    এখন সবচেয়ে বড় বিপদ মোদী। ওই এস ইউ সি আর লিবারেশন এর বাড়িতে চা খেয়ে মোদীকে ঠেকানো যাবে না।
    কোথায় নীতিশ লালু এক হয়েও মোদী ঠেকাতে পারছে না, পি ডি পি ওমরের বাড়ি যাচ্ছে, আর পোকাস এখন বিমান কে লিবারেশন এর বাড়ি পাঠাচ্ছে।
    গো বলয়ের দলগুলির সাথে সেকুলারিস্মের ভিত্তিতে জোট দরকার। অবশ্য সি পি এম প: ব: র রাজনীতিতে মোটামুটি চতুর্থ শক্তি, সেখান থেকে ভোটে জিততে না পারলে কোনো জোটেই কোনো লাভ হবে না। তবে হাতে কিছু সিট থাকলে তৃতীয় ফ্রন্টই একমাত্র বিকল্প।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০০656364
  • 'কিন্তু ২০০০সালে র যোগাযোগ বলে কি হবে?"
    নকশালরা কবে সিপিএমের সঙ্গ ছেড়েছে? আর সুসিরাও তো বহুদিনই সঙ্গত্যাগ করেছিল। সিঙ্গুরে মমতার সঙ্গে যাওয়ার প্রধানতম যুক্তি ছিল যে তারা এক সংশোধনবাদী দলকে শিক্ষা দেওয়ার জন্য এক সম্ভাব্য কৃষক-নেত্রীর সঙ্গে আন্দোলনে নামছে। কাজেই ২০০০ সালে সিপিএমের ঘরে যাওয়া অবশ্যি অবাক করার মত অবস্থান।

    "আপনি এই পাতায় নিয়ম করে রোজ গাল দেন তাদের বাড়িতেই আজ বিমান দৌড়চ্ছেন, "
    কি অদ্ভুত তক্ক!
    আমি যেন সিপিএমের কত্তা মশাই আর বিমান আমার অনুমতি নিয়ে এসব করছেন। বেশ বিমানই গেছেন-কিন্তু লিবারেশন এই সংশোধনবাদী দলের সঙ্গে যাচ্ছে কেন? বিমানের মুখের ওপরে সপাটে দরজা বন্ধ করে দিতে পারে তো!! রাজনীতি তো আর কারো ছেলের বিয়েতে নেমন্তন্ন খাওয়া নয়।
  • sm | 233.223.153.180 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১৭656365
  • যা বাব্বা, কারোর বাড়িতে চা খেতে গেলে দরজা বন্ধ করে নাকি কেউ? এতো চূড়ান্ত অভদ্রতা! কেউ আবার গিয়ে ফিস ফ্রাই অবধি খেয়ে আসে !
  • ranjan roy | 24.99.101.247 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:৩১656366
  • পিটি উবাচঃ
    নকশালরা কবে সিপিএমের সঙ্গ ছেড়েছে? আর সুসিরাও তো বহুদিনই সঙ্গত্যাগ করেছিল। সিঙ্গুরে মমতার সঙ্গে যাওয়ার প্রধানতম যুক্তি ছিল যে তারা এক সংশোধনবাদী দলকে শিক্ষা দেওয়ার জন্য এক সম্ভাব্য কৃষক-নেত্রীর সঙ্গে আন্দোলনে নামছে। কাজেই ২০০০ সালে সিপিএমের ঘরে যাওয়া অবশ্যি অবাক করার মত অবস্থান।
    -- আনন্দম! আনন্দম! তাহেল এটা হল বাম জয়েন্ট ফ্যামিলির আভ্যন্তরীণ ঝগড়া?

    তাহলে আপনি চারবছর ধরে এতো পাতার পর পাতা গাল দিচ্ছেন কেন? এমনকি জেইউ কেসেও তিনো-পুলিশ-পার্থর সঙ্গে গলা মিলিয়ে?

    আর এসইউসির কথাটা? ওরা তো বহুদিন সঙ্গ ছেড়েছে, খুনোখুনি করেছে। মমতার সঙ্গে ফ্রন্ট করে ইলেক্শান লড়েছে। এখন কারাত প্রভাসকে ছিঠি লিখছেন?
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৯656367
  • তিনোর সঙ্গে যারাই গিয়েছে তাদেরকেই গাল দিয়েছি।
    বেশ ধরেই নিলাম যে কারাত প্রভাসকে চিঠি দিয়েছেন। বিমান দন্ডি কাটতে কাটতে তাদের অপিসে গেছেন। কিন্তু এতর পরেও সুসি সিপিএমের সঙ্গে আসতে চায় কেন? ক্ষ্যানো? ক্ষ্যানো?
  • pintu | 135.19.184.130 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:২৭656368
  • মমতা যদি যেচে চা খেতে যায় তো সুসি ইঃ রা দিদির সাথে ফের ফ্রন্টাবে?
  • কল্লোল | 111.63.212.188 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১০:৩৬656370
  • বিমান দন্ডী কাটতে কাটতে লিবারেশন গেছে এমন কথা কে বললো।
    বলা হলো বিমান ভালো কাজই করেছেন, নিজে থেকে গিয়ে বাম ঐক্যের কাজ করেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন