এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ৯৯৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৯:১৯656138
  • kc
    অনেক ভেবে দেখলাম যে fig leaf-এর কোন সঠিক বাংলা শব্দ এতদিন ছিল না। আপনাকে ধন্যবাদ!!
  • pintu | 192.64.225.115 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৩৩656139
  • একবার এসএফাইর এক দাদা চাঁদা চেয়েচিল। তাকে সিপুএমকে টাক দেবনা বললাম। তাতে সে খুব হাত-পা নেড়ে রেগে রেগে বোঝালো জে এসেফেআই মোটে সিপুএম না। তা এখানে আপনাদের আমরা মোট্টে এক দলের নইকো বলা শুনে সেই দাদাকে মনে পড়ে গেল। ফিক।
  • Ishan | 202.43.65.245 | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:৪২656140
  • মানুষের প্রাণের মূল্য মাপতে আইন হয়েছে? সত্যিই কোনো ধারণা নেই। একটু জানান। আর একটু যুক্তি দিয়ে মানুষের প্রাণের দাম কিকরে তার আঠারো মাসের মাস মাইনে হয় বোঝাবেন। তারপর নাহয় তূলনামূলক কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা যাবে।
  • Arpan | 125.118.217.127 | ১৮ ডিসেম্বর ২০১৪ ২২:৫২656141
  • ওটা বাৎসরিক আয়। আঠেরো মাসে বছর ইত্যাদি।
  • . | 24.99.54.139 | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:১৭656142
  • কেন কোর্টে যখন দুর্ঘটনা মৃতের ক্ষতিপুরন স্থির করে তখন তার রোজগারের উপর হিসাব করেই তো তার জীবনের দাম ঠিক করে।
  • Arpan | 125.118.217.127 | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:২৭656143
  • যে যত প্রিমিয়াম দেবে তার জীবনের দাম তত হবে।

    একক কই?
  • Ishan | 202.43.65.245 | ১৮ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৭656144
  • তাইলে বলছেন, যে, খুন করে আঠারো মাসের মাস-মাইনে দিয়ে দিলেই চুকে গেল? জীবনের মূল্য মিটিয়েই দেওয়া হয়েছে, আবার কীসের শাস্তি, জেল, ফাঁসি, এইসব?

    ধরুন, সিপিয়েম বলে ৭২-৭৭ সালে ১১০০ কর্মী খুন হয়েছেন। গড়ে তাঁদের ১০০০ টাকা (তখনকার দিনে গড় এর চেয়ে বেশি হবেনা) মাস মাইনে ধরলে, সিপিয়েমকে মোটামুটি কোটি ২ টাকা দিলেই সিদ্ধার্থবাবুর সাতখুন মাপ?
  • T | 24.139.128.15 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০০:২৬656145
  • একটু ব্রেক নিন। মাঝে দেখে নিন ইন্টারভিউ।

  • Ekak | 24.99.22.170 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০২:০৪656146
  • মাস মাইনে কথার কথা । আমাদের জীবনের দাম আমাদের টাকা-ক্ষমতা-পরিবার পরিচিতি-চারপাশের পরিস্থিতি সবকিছু মিলে একটা বাজার দর । এবার হয়তো মাসে তিনলাখি কর্পো হলে টাকার জোরে একজন রেইলের কুলির চে বেশি দাম পাবে আবার পরিস্থিতি বশে কুলি যদি ইউনিয়নের নেতা হয় সে তার মত করে দাম বাড়িয়ে নিতে পারে | আমরা সকলেই নিজেদের ভ্যালু কন্ট্রোল করছি । সেই বুঝে বিহেভ করি | রাষ্ট্রের বিরোধিতা করতে করতে যদি কেও এমন জায়গায় যায় যে খুলি উড়তে পারে তখন সে আগে থেকে হইচই করে রাখে যাতে আর পাঁচটা লোক জানতে পারে । নইলে বাজার দর বুঝে চুপ করে যায় । সবাই নিজের জীবনের বাজারদর সামলাচ্ছি | ধর্ম বা দলের আশ্রয়ে যাওয়া ,একই ব্যপার । মানি এসেট একটা বড় ফ্যাক্টর অবস্যই। এবার স্টেট পেছনপাকা এসেই যেটা ঘোষণা করে তা হলো :সবার প্রাণের দাম সমান | হুইচ ইস ইমপসিবল । মানুষের প্রাণের দাম মানুষ ঠিক করবে , সে এসেট বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে প্রাণের ভ্যালু বাড়িয়ে নেবে । স্টেট ঠিক করার কে :/

    স্টেট মাথা গলানোতে একদিকে ঠিক যে যে কথাগুলো পড়লে প্রচন্ড আজগুবি-গারিরি মনে হচ্ছে সেগুলোই চব্বিশ ঘন্টা ঘটে চলেছে চারপাশে :) টাকা এবং ক্ষমতা (ওয়েলথ ) শেষ কথা বলা উচিত তাই বলছে বাট ইন দ্য অযর্স্ট পসিবল ম্যানার | এটা আরও বাড়বে ।আরও বুরক্রাসী চচ্চড়ি এনিওয়ে , যা চলছিল চলুক ।

    ও হ্যা , এটা ভুলক্রমেও সিএম এর প্রশ্নের উত্তর নয় ,মন্তব্য ।
  • cm | 127.247.112.79 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:৩২656148
  • আমার মন্তব্যের বিশেষ অংশের ভাবসম্প্রসারণের জন্য ধন্যবাদ।
  • cm | 127.247.112.79 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৬656149
  • অর ১১০০ লাশ প্রসঙ্গে জানাই স্কেল কথাটা মনে রাখবেন। ওর অ্যানালিসিস আলাদা। আমি ওপরে গোটা পাঁচেক লাশের খবর দিয়েছি। ৫ আর ১৪ আমার কাছে তুলনীয় মনে হচ্ছে। তাই যারা ১৪ জন নিয়ে চিন্তিত তারা ঐ ৫জনের দিকেও দেখবেন।
  • Ishan | 202.43.65.245 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৩:৫০656150
  • অ্যানালিসিস সম্পর্কে ডিটেল না বুঝে আর কি করে বলি।

    তবে এই সদ্য শুনলাম, পেশোয়ারে জঙ্গী হানায় ১৪০ টি শিশু মারা গেছে। কেউ ই মাস-মাইনে পেতনা (কারণ কাজ করতনা)। হিসেব অনুযায়ী সেসব জীবনের সম্পূর্ণ মূল্যঃ ১৪০X১৮X০ = ০।

    ঠিক হিসেব করলাম, আর না করলে কেন ঠিক নয় জানাবেন। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের জন্য হিসেবটা বোঝা দরকার।
  • PM | 122.198.77.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:০৪656151
  • বাজারে এবার শকের আকাল দেখা যাবে দেখছি ঃ)

    http://www.anandabazar.com/state/%E0%A6%AE-%E0%A6%93%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%9B-%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%A8-%E0%A6%A6-%E0%A6%97-%E0%A6%B0-%E0%A6%AE-1.97642

    বিদায়ের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বারবার বলেছিল, নন্দীগ্রামে তৃণমূলের সঙ্গে রয়েছে মাওবাদীরা। পরে বিজেপির মুখেও একই নালিশ শোনা গিয়েছে। অন্য দিকে তৃণমূলনেত্রী থেকে শুরু করে দলের বড়-মাঝারি-ছোট দরের নেতারা বরাবর তা অস্বীকার করে এসেছেন। কিন্তু এ বার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতারই অধীন রাজ্য গোয়েন্দা বিভাগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে সিপিএম-বিজেপির অভিযোগেই সিলমোহর পড়েছে। রিপোর্টের বক্তব্য: নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীরা ছিল তৃণমূলের পাশে। এমনকী, সেখানে বিভিন্ন মাওবাদী গণসংগঠনের একাধিক নেতা-নেত্রীকে তৃণমূলের স্থানীয় নেতারাই আশ্রয় দিয়েছিলেন। শুধু তা-ই নয়, ‘ম্যাগসাইসাই’ পুরস্কারপ্রাপ্ত মহাশ্বেতা দেবীকে এক মাওবাদী সংগঠনের নেত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপোর্টে।
  • PM | 122.198.77.67 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:০৯656152
  • গুরুতে শাক সাপ্লাইয়ের ঠেকা নেবো ভাবছি। ধনে পাতার-ও ডিস্ট্রুবুটার্শিপ না নিলেই নয় ঃ) ক দিনেই বড় লোক হয়ে যাবো ঃ)

    "সেই সূত্রেই রাজ্য গোয়েন্দা বিভাগ ওই গোপন রিপোর্ট দিল্লিকে পাঠিয়েছে। রাজ্য পুলিশ এলাকায় সক্রিয় মাওবাদীদের ২৯টি শাখা সংগঠন ও তার ২৪ জন বাছাই নেতা-নেত্রী সম্পর্কে তাতে বিস্তারিত তথ্য মজুত। ওঁদের মধ্যে আছেন বন্দিমুক্তি কমিটির ছোটন দাস, ভানু সরকার, সুজাত ভদ্র, গণ প্রতিরোধ মঞ্চের রাংতা মুন্সি ও সুদীপ সেন, ইউএসডিএফের সৌম্য মণ্ডল ও রক্তিম ঘোষ, গণ প্রতিরোধ মঞ্চের পার্থ চট্টোপাধ্যায়, সোমনাথ বেরা প্রমুখ।
    "
  • s | 176.137.139.120 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৬:৪০656153
  • আমার একখান সরল প্রশ্ন পাচ্ছে । এই যে গোপন রিপোর্ট গোপন জবানবন্দি গোপন জিজ্ঞাসাবাদ সব আবাপ জানছে কি করে?
    গোপন কথাটি রবে না গোপনে?
  • aranya | 83.197.98.233 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:০০656154
  • ধুর, মাওবাদীরা নন্দীগ্রামে ছিল এটা কি কোন নতুন খবর নাকি? নাকি সেই সময় তিনো-মাও যোগাযোগ-টা নতুন খবর? !!
  • aranya | 83.197.98.233 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:০২656155
  • মমতার পুলিশ এরম রিপোর্ট পাঠাচ্ছে, সেটা অবশ্যই ইন্টারেস্টিং। হয়্ত পুলিশ দেওয়াল লিখন পড়ছে যে তিনোরা আর বেশি দিন ক্ষমতায় নেই
  • | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:১৫656156
  • আমাদের সকলের 'অতিপ্রিয়' আনন্দবাজার অবধি লিখেছে !! তবে যে নামগুলো লিখেছে সেগুলো মনে হয় খবর৩৬৫ দিন থেকে ধার নিয়েছেঃ)

    উফ্‌!! আজ রাতে ঘুম( আনন্দে) এলে হয়!!!
  • pi | 233.176.29.234 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:২৯656157
  • এই নামগুলো তো রাজ্য গোয়েন্দা বিভাগ পাঠিয়েইছে বলেই মনে হয়। আগে ৩৬৫ দিন সে খবর জানিয়েছিল, এখন অন্যরাও জানাচ্ছে। সরকার ঘনিষ্ঠতার কারণে ৩৬৫ দিন আগে জেনে থাকবে। আবাপ দেখলাম নামসহ কপির ছবি দিয়েই দিয়েছে, ৩৬৫ র থেকে নিয়ে লেখা তো মনে হয় না।
  • pi | 233.176.29.234 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৪656159
  • তবে এদ্দিন বাদে টই পড়ে আমোদ পেলাম। না, আমোদ বলা ঠিক হবেনা, একটু আশ্চর্যই হলাম। নন্দীগ্রামে গুলি চালানোর জাস্টিফিকেশন, সমর্থন, মৃত্যু নিয়ে হিসেব কষাকষি এসব দেখে। শুনেছিলাম এ পাতার সিপিএম সমর্থকেরা অন্ততঃ এই ঘটনার নিন্দা করেছিলেন।
  • কল্লোল | 125.240.10.26 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৮656160
  • নন্দীগ্রামে মাওবাদী মদত। এ তো ঠোঙ্গা খবর। মাওবাদীরাই তো বলেছিলো। তারা অবশ্য আরও কিছু বলেছিলো। কেশপুর, ছোট আঙ্গারিয়া ইঃ ইঃ।
    কোনটা যে শাক বোঝা দায়। যাই হোক শাক তো বটেই। পিএমকে আগাম অভিনন্দন (গুরুতে শাকের ব্যবসায়ের জন্য)।
    তবে অনেকদিন বাদে পিএম ও আমি একমত সৌমিত্রর সাক্ষাতকারটি নিয়ে। শেষ একমত হাওয়া গেছিলো শাম্মী কাপুরের বেলায়। সিনেমা যোগ?
  • PT | 213.110.246.23 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০১656161
  • "তৃণমূলের নেতৃত্বেই নন্দীগ্রাম প্রশাসনের হাতের বাইরে চলে যায়। রাস্তা কেটে, মেয়েদের সামনে দাঁড় করিয়ে পুলিশকে আটকানো হয়।"

    একি সত্য সকলি সত্য? এই সেই কৃষক-বিপ্লবের আসল রূপ? এই সেই আন্দোলন যা নাকি "দুনিয়ার সমস্ত গণ অন্দোলন"-এর সঙ্গে তুলনীয়? এই নিয়ে এত বৈপ্লবিক তত্ব? এতদিনের "ঘ্যানর ঘ্যানর" এখন সরকারি তকমা পেল?

    মিশেল ফুকোকে সত্বর আবাপ-র এই সংখ্যার একটা কপি পাঠানো হোক!!
  • | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০২656163
  • ৮-১৫ র পোস্ট এর শেষে একটি 'স্মাইলি' ছিলো।
  • pi | 233.176.29.234 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০২656162
  • শাকগুলো এই কাজেও লাগানো হবে তো ? ঃ)

    In 2000, Kishenji had helped the CPM rein in the Trinamool Congress in Keshpur. By Kishenji’s own admission, he had personally collected 5,000 cartridges from a local CPM office for use against Trinamool workers. A few years later, the tide would turn the other way, with the Maoist cadre under Kishenji eliminating CPM workers from the entire Lalgarh area.

    এই সাক্ষাৎকারটা গুরুতে আগে দেওয়াও ছিল, যদ্দুর মনে পড়ছে।
  • PT | 213.110.246.23 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৪656164
  • ঐ দ্যাকো, সঙ্গে সঙ্গে"৩৪ বছরের অপ" ঢাল বেড়িয়ে এসেছে!!
  • Ishan | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১৪656165
  • পিএম/পিটিবাবুর আনন্দের কারণটা বুঝলাম না। হঠাৎ নতুন কিছু তথ্য পেলেন বুঝি?

    আমি অবশ্য একটা নতুন তথ্য পেয়েছি। সুজাত ভদ্র আর মহাশ্বেতা দেবী মাওবাদী নেতা/নেত্রী। এসব ডেঞ্জারাস জিনিস নিয়ে খিল্লি করা উচিত নয়, নইলে করতাম। কিন্তু তাতে ওনাদের উৎফুল্ল হবার কী আছে সেটা বোঝা গেলনা।
  • | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:২৫656166
  • আমি আবার এই ডামাডোলে সৌম্য মন্ডল নেতা হয়ে যাওয়ায় খুব বিমর্ষ হয়ে পড়েচি। বাকি লোকেদের নামোল্লেখ করা থাকলে পেটে অম্লশূলের বেদনাটা কম হতো।
  • Ishan | 183.17.193.253 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:২৭656167
  • যা দিনকাল আসছে, এবার বিজেপি যথাসম্ভব "মাওবাদী" জুজুর প্রয়োগ করবে, আর আপিশিয়াল বামপন্থীরা তা দেখে উফ কী-জুজু কী-জুজু বলে দু-হাত তুলে নাচবেন।
  • dc | 11.39.80.19 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০656168
  • উইকিতে এটা পেলামঃ

    On February 15, 2010 at least 25 policemen died after Maoists overran a security camp in West Bengal state. Naxalite-Maoist leader Kishenji claimed responsibility for the attack. He was quoted as saying that, "We have attacked the camp and this is our answer to P. Chidambaram's [the Indian Minister of Internal Affairs] 'Operation Green Hunt' and unless the Centre stops this inhuman military operation we are going to answer this way only

    http://en.wikipedia.org/wiki/Operation_Green_Hunt

    এর পরেও বুদ্ধবাবুর প্রশাসন কিছু করতে পারলেন না।

    মমতার সরকার ক্ষমতায় আসে ২০১১র মে মাসে। তারপর আবার উইকি থেকেঃ

    Kishenji was killed on 24 November 2011 by members of the Commando Battalion for Resolute Action (CoBRA) Battalion, assisted by over 1,000 members of the Central Reserve Police Force, who cordoned off a forested area in West Midnapore district near the Bengal-Jharkhand border. Kishenji was killed in a gun battle at around 9:30 pm. The body was later identified by former associate Soma Mandi and by Atindranath Dutta, a police officer who had been held captive by the group in 2009

    এটা অনস্বীকার্য্য যে মমতা বুদ্ধবাবুর থেকে অনেক বেশী দক্ষতায় মাওবাদী থ্রেট মোকাবিলা করেছেন।
  • dc | 11.39.80.19 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৩656170
  • মানছি যে এরকম অপারেশন প্ল্যান করতে সময় লাগে, প্রচুর ইনটেলিজেন্স ইনপুট জড়ো করে তারপর টার্গেটকে হাতে পাওয়া যায়। তবে বুদ্ধবাবু ক্ষমতায় থাকলে এরকম অপারেশন বোধায় সম্ভবই হতোনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন