এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ৯৯৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.25 | ১৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০৫656238
  • পিটি কেন ইন্টারেসটেড পার্টী? আপনি তাকে সিপিএমের সমর্থক মনে করেন বলে?
  • cm | 122.79.39.76 | ২০ ডিসেম্বর ২০১৪ ০২:২৮656239
  • ইঁট এবং সিমেন্ট দিয়ে বাড়ি বানাবেন খালি ইঁট বা সিমেন্ট দিয়ে নয়, প্লীজ।
  • s | 117.131.42.250 | ২০ ডিসেম্বর ২০১৪ ০২:৩৮656240
  • বালি, স্টোন চিপসও লাগবে ।
  • একক | 24.96.99.198 | ২০ ডিসেম্বর ২০১৪ ০২:৪৬656241
  • উউফ মধ্যবিত্তের কমপ্লেক্স যাবে কোথায় :( হ্যা , নন্দীগ্রাম কেন , রাইটার্সের সামনে মিছিলেও বাচ্চা দের, মায়েদের তোলা পুলিশের প্রেফারেন্স ছিলনা । ওঠ ওঠ করে উঠিয়ে দেওয়া হয় । মহিলা পুলিশ সংখ্যায় ভীষণ কম তাই মেয়েদের সামনে রাখা একটা স্ট্রাটেজি । এতে এত পেট কামড়াচ্ছে কেন ? দুর্বল কখনো সবলের বিরুদ্ধে ছলনা ছাড়া লড়তে পারেনা । "মেয়েরা ভালনারেবল " এই চিন্তাটাকেই এনক্যাশ করে । তাতে হয়েছে টা কী ? এগিয়ে দেয় বেশ করে । স্টেট মেয়ে পুলিশ রিক্রুট করুক না ! এইরকম গোপাল -রাখাল মার্কা বিকট তর্ক করে কী প্রমান হয় :( রাজনীতি একটা এন্তার্প্রেনীয়র্শিপ । করে দেখাবার পরে প্রমান হয় । কিরকম একটা চাকরিজীবি মার্কা তর্ক চলেই যাচ্ছে সো কল্ড সততা-প্রমানের মোড়কে :(
  • Ishan | 202.43.65.245 | ২০ ডিসেম্বর ২০১৪ ০৩:২০656242
  • "গণ-আন্দোলন"কে লোক খ্যাপানো বলে দেখা যেতেই পারে। ওটা একটা দৃষ্টিভঙ্গী। ধরুন, রোম সাম্রাজ্যে স্পার্টাকাস লোক খেপিয়েছিল, এ বলতেই পারা যায়। বা ধরুন, স্বাধীনতার আগে লোক খেপিয়ে তমলুকে জাতীয় সরকার তৈরি হয়েছিল, এও বলা যেতে পারে।

    তবে উল্টো ভারসানটাও থাকবে। ইতিহাসে সাধারণভাবে সেটাই বেশি মান্যতা পেয়েছে। সাধারণভাবে লোকের নিজেদের মরণ-বাঁচন সমস্যা না হলে বা "স্বতস্ফুর্ত" ইনভলভমেন্ট না থাকলে ঝাঁপ মেরে আন্দোলনে সামিল হতে যায়না। এবং সাধারণ মানুষের এটুকু সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, এটাও ধরে নেওয়া হয়।

    উল্টোদিকে "খেপিয়ে" গণ আন্দোলনে লোক জড়ো করা হয়, এটা মানুষকে ছাগল ভাবার সঙ্গে খাপে খাপ মিলে যায়। ব্যাটাদের এমনিতে কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এতদিন আমাদের ছত্রছায়ায় কাঁঠাল পাতা খেত, এখন অন্যে জামরুল পাতার লোভ দেখিয়ে আন্দোলনে নামিয়ে দিল -- এইরকম বিশ্লেষণ শোনা যায়। মানুষকে ছাগল ভাবলে এইরকম বিশ্লেষণ অসম্ভব কিছু না। করা যেতেই পারে।
  • একক | 24.96.99.198 | ২০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৭656243
  • কেও খ্যাপায় কেও ক্ষেপে । স্বার্থ মেলে বলেই তো । সোশালিস্টরা পালক পিতায় বিশ্বাস করেন , ন্যাচেরালি মানুষের স্বার্থে-স্বার্থ মিলে যাওয়ার যোগ টাকেও একমুখী দেখেন । নিশ্চই কেও করছে ! ওনাদেরই ভেড়া ওনাদেরই যিশুবাবা । পেচুনে নেকড়ে ছেড়ে দেওয়া ছাড়া কুনো রাস্তা নাই :/
  • PT | 213.110.243.23 | ২০ ডিসেম্বর ২০১৪ ০৮:১৬656244
  • তা নন্দীগ্রামের স্পার্টাকুসটি কে?
  • Ishan | 183.17.193.253 | ২০ ডিসেম্বর ২০১৪ ০৯:১৮656245
  • সে তো আপনি বলবেন। বুজি না মাওবাদীরা না তৃণমূল কে ছিল লোক-খেপানো স্পার্টাকাস। আবাপ ছিলনা নিশ্চিত। আবাপ তখন ব্র্যান্ড বুদ্ধ ভজনা করছিল।
  • PM | 122.198.99.124 | ২০ ডিসেম্বর ২০১৪ ১১:১৭656246
  • স্টার আনন্দ সে সময় আন্দোলন কারিদের পক্ষের অনুশ্ঠান করতো। ২৪ ঘন্টা বিরোধিতা করতো অন্তত মুক্তন্চলের সময়।
  • হাওয়ার্ড ফাস্ট | 126.202.212.189 | ২০ ডিসেম্বর ২০১৪ ১৩:২২656248
  • আর কলকাতা টিভি?
  • হাওয়ার্ড ফাস্ট | 126.202.212.189 | ২০ ডিসেম্বর ২০১৪ ১৩:২৩656249
  • আর অন্য নন ২৪ ঘন্টার চ্যানেল?
  • PT | 213.110.246.230 | ২০ ডিসেম্বর ২০১৪ ১৩:২৬656250
  • যাচ্চলে!
    নন্দীগ্রাম প্রসঙ্গে নব্য ইতিহাস লিখছেন, কাকদ্বীপ, তেভাগা, মাতঙ্গিনী হাজরা স্পার্টাকুসকে টেনে নীচে নামাচ্ছেন, পৃথিবীর যাবতীয় প্রকৃত গণ-আন্দোলনের পিন্ডি চটকাচ্ছেন আর নন্দীগ্রামের স্পার্টাকুস কে জানেননা?
    এমত বন্ধ্যা ইতিহাসচর্চা না করাই সকলের পক্ষে মঙ্গলের।

    ---------------------------------------
    "কৃষক আন্দোলনে সামনের সারিতেই মহিলারা থাকে। গুলিতে মৃতদের প্রায় সবাই মহিলা"
    dd নীচের তালিকাটা TMC-র সাইট থেকে পাওয়া নন্দীগ্রামের "শহীদদের"। একটু বুঝিয়ে বলবেন যে এই তালিকায় মাত্র তিনজন মহিলা কেন? তিন নম্বর নামটি "সুপ্রিয়" না "সুপ্রিয়া" বোঝা যাচ্ছে না। আমি ধরে নিচ্ছি নামটি সুপ্রিয়া। আপনার তত্ব অনুযায়ী নন্দীগ্রামে কি তাহলে প্রকৃত "কৃষক আন্দোলন" হয়নি?

    Jaidev Das
    Rakhal Giri
    Supriya Jana
    Roton Das
    Pronob Mondol
    Proloy Giri
    Sheikh Imdadul Islam
    Basanti Kar
    Badol Mondol
    Gobind Das
    Imdadul Khan
    Uttam Kumar Pal
    Panchanand Das
    Sakila Bibi
    https://aitmc.org/ourmartyrs.php
  • Ishan | 183.17.193.253 | ২১ ডিসেম্বর ২০১৪ ০০:২০656251
  • দুনিয়ার লোককে ছাগল আখ্যা দিয়েছেন, টেনে নামানো আপনার থেকে শিখতে হবে বই কি। :-)
  • jenegan | 122.79.38.48 | ২১ ডিসেম্বর ২০১৪ ০১:৫২656252
  • সত্যের অপলাপ। উনি দুনিয়ার লোককে ছাগল আখ্যা দেন্নি মোটেও। কেবল ওনার অমতের কিছু ভোটারকে।
  • Ekak | 24.96.0.245 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৩:০৮656253
  • ছাগল টা বোধ ভেড়া নয় এই অর্থে বলা :)
  • jenegan | 122.79.39.24 | ২১ ডিসেম্বর ২০১৪ ১০:৩৩656254
  • ইন দিফেন্স অফ ছাগল কহন। "আর তোরা যে বলেছিলি বিজেপির ভোটারদের। হে হে বাওয়া।"
  • PT | 213.110.243.22 | ২১ ডিসেম্বর ২০১৪ ১৫:০৪656255
  • বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা "ঠিক" কাজই করেছে এবং সেটা "সমর্থনযোগ্য" তেমনটি বুক বাজিয়ে কেউ বলেনি এই সব আলোচনাচক্রে।
    ক্যানো বলেনি?
  • cm | 122.79.38.72 | ২১ ডিসেম্বর ২০১৪ ১৮:০৮656256
  • কারণ অনেকেই ধার্মিক একনিষ্ঠতায় (শব্দচয়ন লক্ষ্য করবেন। মার্কসবাদ বিজ্ঞান মনে পড়াচ্ছেনা?) বিজেপি বিরোধিতা করেন।
  • Ishan | 183.17.193.253 | ২২ ডিসেম্বর ২০১৪ ০২:০০656257
  • কী মুশকিল, আমি তো ঘোর বিজেপি বিরোধী। তা বলে লোকে ছাগল নাকি? লোকে যা যা চয়েস ছিল তার মধ্যে বিচার-বুদ্ধি প্রয়োগ করে ভোট দিয়েছেন। জনতা মোটেই ভুল করেননি। কংগেসের পতন অবশ্যম্ভাবি ছিল, বিকল্প শক্তির স্পেসে বিজেপি নিজেকে খুব ভালোভাবে প্রোজেক্ট করতে পেরেছে, এটা বিজেপির সাফল্য। আর বাকিদের ব্যর্থতা। বাম-আআপ-লালু ইত্যাদিদের।

    এ তো খুব সোজা কথা। এর জনতাকে ছাগল আখ্যা দেওয়া ঢাকতে এই অবস্থানকে টেনে আনা আর ধনে পাতা দেওয়া একই :-)।
  • PT | 213.110.243.21 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:১৭656259
  • জনতা যখন "মোটেই ভুল করেননি" তখন আর মোদীর উত্থান অশনি-সংকেত কিনা তাই নিয়ে আলোচনার কি দরকার?
  • - | 109.133.152.163 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২৮656260
  • দরকার নেই তো!
    এই যে "অশনি সংকেত" ভাবার অপ্রয়োজনীতাটা বুঝলেন, এইজন্য অভিনন্দন, পিটিকে ঃ-)
  • Ishan | 183.17.193.253 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:৩০656261
  • দরকার এই জন্য, যে, আমরা মোদিবিরোধীরা মোদিকে একটি বিপজ্জনক শক্তি মনে করি। অন্য কোনো বিকল্পের অভাবে জনতার একটি বড়ো অংশ মোদির দিকে ঝুঁকেছেন মনে করি, যে, সমর্থনকে মোদি হিন্দুত্বের অ্যাজেন্ডায় কাজে লাগাবেন।

    এই বিকল্পের অভাবটা মূলত অন্যান্য শক্তির অক্ষমতা/অপদার্থতার কারণে। সদর্থক বিকল্প নিয়ে চিন্তাভাবনা করতে গেলে মোদির কৌশলের প্রশংসা, বিশ্লেষণ, এবং বিপজ্জনক প্রবণতারও নিন্দে ও বিশ্লেষণ প্রয়োজন।

    এই পুরোটা না করে অবশ্য মোদিকে যারা ভোট দিয়েছেন, সবাই ছাগল বলে দেওয়া যায়। বুজিরা বালখিল্য, জনতা ছাগল, এইসব বললে শর্টকাটে সেরে দেওয়া যায়, বেশি চিন্তাভাবনা মাথা ঘামানোর দরকার পড়েনা।
  • PT | 213.110.246.230 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৯656262
  • "আমরা মোদিবিরোধীরা মোদিকে একটি বিপজ্জনক শক্তি মনে করি।" কিন্তু জনগণ তা মনে করেনা। জনগণ চাইছে যে "মোদি হিন্দুত্বের অ্যাজেন্ড" কাজে লাগাক।
    আপনি (আপনারা?) কে মহায় জনগণের এই দাবীর বিরুদ্ধে কথা বলার?
  • accountant | 176.137.242.58 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:২১656263
  • ১৯৯০-২০১১ সময়কালে দীর্ঘ ২০+ বছর ধরে সিপিএম-এর পঞ্চায়েত প্রধান, স্কুল পরিচালন সমিতি, অটো ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, বিডিও, এ জি বেঙ্গল কর্মী, কাউন্সিলর, পার্টি ক্যাডারকুল, জমির দালাল, ফড়ে - নেতারা ২৫০০০+ কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। বুদ্ধবাবু, বিমানবা, সূর্যবাবুরা নন - জাস্ট পাড়ার, গ্রামের, মফস্বলের সিপিএম ফড়ে নেতারা ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে। একটা সাইকেল রিক্সার পারমিট পাওয়া যেত না এদের পয়সা না খাইয়ে। এখন শুরু হয়েছে তৃণমূলের পালা।
  • accountant | 176.137.242.58 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:২৭656264
  • ১৫ বছর যাক, ২০২৬ নাগাদ তৃণমূলের হিসেব দেবো, যদি তদ্দিন টেকে। নইলে তার আগেই। তদ্দিন আপনারা কে বেশি চোর তাই নিয়ে ঝগড়া চালিয়ে যান।
  • cm | 122.79.39.200 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩০656265
  • মোদিকে কেন বিপজ্জনক শক্তি মনে করেন? কদিন আগে গীতাকে জাতীয় পুস্তক ঘোষণা করলে অসুবিধে কোথায় জানতে চেয়ে উত্তরে আশাহত হয়েছি।
  • একক | 24.99.216.250 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৬:০৩656266
  • এটা নিয়ে স্পষ্টভাবে লিখেছিলুম । গুরুতে কিনা মনে নেই । গীতা কেন "আবোল তাবোল " কেও জাতীয় পুস্তক ঘোষণা করলে বিরোধিতা করবো । "জাতীয়" ঘোষণা মানে স্পেশাল ইমিউনিটি দেওয়া । আপনি আবোল তাবোল এর সমালোচনা করলে স্পেশাল ইমিউনিটি বলে আপনাকে আটক করা যাবে । সিদিশাস একট আখ্যা দেওয়া যাবে । এটা কখনই মেনে নেবনা । বই একটা আইডিয়া কে বহন করে , স্পেশাল ইময়ুনীতি দেওয়ার অর্থ সেই আইডিয়া টাকেই বাক্সবন্দী করে ফেলা । স্তুতিমূলক লেখা দিয়ে তৈরী বাক্স ,নো সমালোচনা | জাতীয় পশু -ফুল এসব ছেলেমানুষী চলছে চলুগ্গা বই পত্র নিয়ে এসব ছাগলামি হলে বিরোধিতা আসবেই ।

    এইখানেই নেশন এন্ড স্টেট আলাদা করে বোঝার দরকার আছে । আইডিয়া যতক্ষণ ফ্রি ততক্ষণ তা নেশনের । প্রটেকটেড হলেই স্টেট এর । ওখান থেকেই ব্লাসফেমির প্রসঙ্গ আসে ।
  • PT | 213.110.243.22 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৬:১৯656267
  • ছাগলামি?
  • একক | 24.99.216.250 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩১656268
  • আরে ঐটুকু কাঁঠালপাতা না দিয়ে রাখলে আলোচনা আবার ডিরেইল করবেন কীকরে ? :)) সাবজেক্টে ঢুক্লে আবার অনেক সমস্যা ! নিন আপনারা আবার সুরু করুন । এই সোশালিস্ট ভার্সাস সোশালিস্ট মক ফাইটিং দেকতেই তো গুরুতে আসি :)
  • Du | 230.225.0.38 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৭656270
  • আলোচনার রেইলটা কি ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন