এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫২৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ১৭ মে ২০১১ ১৫:২৬475394
  • নাহ।
    মিনিবাস - সিদ্ধার্থবাবু
    অটো - জ্যোতিবাবু
    বুদ্ধবাবু - বড় বড় লাল এসি বাস
  • a | 208.240.243.170 | ১৭ মে ২০১১ ১৬:৩৯475395
  • ব্রতীনদা, বুঝলাম না।
  • a | 125.16.135.194 | ১৮ মে ২০১১ ১০:২৪475396
  • কেউ লিখছেই না দেখছি।

    একটু বিতর্ক তুলি তাহলে?

    ব্রাত্য বসু নাকি একটা সাক্ষাতকার দিয়েছে সিটিভিএন এ। কেউ শুনেছো?
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১০:৪২475397
  • a, শুনি নাই ।
    কী কয় ?
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ১৮:০১475398
  • এই সাক্ষাতকারে ব্রাত্য বসু বলেছেন সত্যজিতের সিনেমায় যাঁরা অভিনয় করতেন তাঁরা কেউই কিসু জানতেন না। সত্যজিতের বাড়ির কাজকম্মো করে দিয়ে সিনেমায় চান্স পেতেন। সৌমিত্র অভিনয়ের কিছুই বোঝে না। ঋত্তিক ঘটক হল সিউডো কমুনিস্ট। ইত্যাদি ইত্যাদি। সবই ফেসবুক পড়ে জেনেছি। ব্রাত্য বসু কি এতই বোকা, নাদান টাইপ?
  • 9 | 14.96.201.160 | ১৮ মে ২০১১ ১৮:০৯475399
  • আজ্জো, কাল মণিও ফোন করে ইন্টারভিউর কথাটা কনফার্ম করল।
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ১৮:১৪475400
  • বোঝো! ভোটে জিতে মাথাটা খারাপ হইসে, ওনারে নিম্বুপানি খেতে দেওয়া হোক, রিহ্যাবেও পাঠানো যেতে পারে।
  • dukhe | 122.160.114.85 | ১৮ মে ২০১১ ১৮:৩৪475401
  • এই রোমহর্ষক ইন্টারভিউ এর লিং কোথায় ? কাগজে কি কিছুই বেরোয় না ?
    এসব মিস করলে নিজের দু গালে ঠাস ঠাস করে মারতে ইচ্ছে করে ।

  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ১৮:৩৭475402
  • ঠিক এই লিং না পেলে জেবনেই বৃথা। এর জন্য কি কোন বুন্তুলি নাই?
  • pi | 72.83.97.171 | ১৮ মে ২০১১ ২৩:৫০475404
  • ফেসবুক থেকে আবার এই প্রসঙ্গে এইটা পেলুম :))

    ফেসবুকে হামার্দমুখ!!

    সকাল-সকাল ফেসবুক খুলতেই ধামাকা। বিশেষ একটি পোস্ট থেকে জানা গেল, শানীয় একটি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিতে এসে ব্রাত্য বসু ‘দ্য জায়েন্ট কিলার অরণ্যদেব’ নাকি বলেছেন “ঋত্বিক তো সিউডো-কমিউনিস্ট... সিনেমাটাও বানাতে শেখেনি”। ঋত্বিক একা নন, ব্রাত্য বসুর রুদ্ধরোষ থেকে নাকি ছাড় পাননি সত্যজিতও। ব্রাত্য নাকি অন-ক্যামেরা বলেছেন –“সত্যজিতের সিনেমায় যাঁরা অভিনয় করতেন একটাও অভিনয় জানতেন না... সিনেমায় নামার জন্য সত্যজিতের বাড়ির দোকান-বাজার করে দিতেন। আর সৌমিত্র তো সত্যজিতের পেটোয়া অভিনেতা। অভিনয়ের অ-টাও জানে না!” সঙ্গে ব্রাত্য আরও বলেছেন, “মন্ত্রিত্বটা একবার পেতে দিন, দেখবেন দু-মাসের মধ্যে বাংলা সিনেমার ভোল বদলে দেব।” ব্যাস সঙ্গে সঙ্গে শুরু খিস্তিরূপ সমালোচনা - পোস্টিং-এর পর পোস্টিং – পাবলিক ওপিনিয়ন। “এতবড় স্পর ব্রাত্যর। এখনও ক্ষমতায় আসেনি, তার আগেই এত দম্ভ! কী লাভ হল তাহলে পরিবর্তনে শুনি! এও তো ব্যাটা আরেক হার্মাদ! বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে এই ক-দিনেই? এই অন্যায় বরদাস্ত করা যায় না! নেহাত মমতার ব্যানার ছিল বলে তাই পাবলিক জিতিয়েছে, নাহলে কে কেমন চিজ, গুরু ভালৈ জানা আছে!” গুরুতর ইসুয় সন্দেহ নেই। ইতিমধ্যেই খবর চলে গেছে গায়ক-সাংসদ কবীর সুমন, বহুল প্রচারিত এক দৈনিকের সম্পাদকের কাছেও! স্বাভাবিকভাবেই প্রত্যেকে বীতশ্রদ্ধ। এইভাবে ব্রাত্যর বিরুদ্ধে প্রতিবাদ তখন সবে ঘনিয়ে ওঠা শুরু করেছে, আমরা শির করলাম খবরের সত্যতাটা একটু যাচাই করা যাক। যোগাযোগ করলাম ঐ টিভি চ্যানেলটির সঙ্গে। অনুষ্ঠানটির যিনি সঞ্চালক ছিলেন, কথা বললাম আমরা তাঁর সাথে।

    এখানেই শুরু আসল খেল। খুঁজতে গেলাম ‘হেলে’, বেরিয়ে পড়ল কেউটে। সঞ্চালক প্রসূন গুপ্ত পরিষ্কার জানালেন, “দাদা, আমি নিজে সত্যজিতের ফ্যান। ওনার যে কোনও ছবি নিয়ে আমাকে যে কোনও প্রশ্ন করুন, সব উত্তর দিয়ে দেব...আর আমার সামনে ব্রাত্য সত্যজিত সম্পর্কে কু-কথা বলবে আর আমি মেনে নেব? কখনই উনি এমন কথা বলেননি। ঋত্বিক সম্পর্কে রীতিমত শ্রদ্ধাবণত হয়ে উনি শুধু বলেছিলেন, ওনাকে যথাযথ মর্দা দেওয়া হয়নি এতদিন, আমরা সে ব্যবশা করব। আর সৌমিত্রকে নিয়ে কোনও কথাই হয়নি, বরং উত্তম কুমারকে নিয়ে উনি বলেছিলেন, তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে এই মহানায়ককে পৌঁছে দেওয়ার কাজে হাত দেব আমরা। ফেসবুকে যা প্রচার হয়েছে, তার পুরোটাই একাংশ সিপিএমমনস্কদের গভীর ষড়যন্ত্র। একটা ডামাডোল সৃষ্টি করতে চাইছে আসলে। আমার মনে হয় না এদের এতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে।”

    কিন্তু গুরুত্ব দেওয়ার দরকার নেই বললেই সব খতম হয়ে যায় না। গণমাধ্যম হিসেবে শুধু নয়, জনমত গঠনের ক্ষেত্রেও আজ ফেসবুক প্রভৃতি স্যোসাল নেটওয়ার্কিং সাইট অত্যন্ত বলিষ্ট ভূমিকা নিয়েছে। তাই প্রচারের সঙ্গে সঙ্গে দিব্যি তাল মিলিয়ে চলছে অপপ্রচার। আর কারা ছড়াচেছ এই অপপ্রচার? সংখ্যায় বিশাল কিছু নয়, ‘পার্টি’কুলার কয়েকজন কিন্তু সাংঘাতিক সাফ মাথা আর অপূর্ব তাদের প্রচারের টেকনিক। দিচেছ চাটনির মতো করে, কিন্তু গিললেই গলা জ্বলছে সাধারণ শুভবুদ্ধিসম্পন্ন মানুষের। এমনকী পরিবর্তনপন্‌হী মানুষদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচেছ। একটা হৈচৈ, সামান্য বাদানুবাদ – সেটাই বা মন্দ কি! খুব সম্ভবত ‘অষ্টম বামফ্রন্ট’-এর দিবাস্বপ্ন থেকে এরা এখনও বেরিয়ে আসতে পারেননি। তাই আজও এদের বেশিরভাগই নিজেদের পিতৃদত্ত নাম আর বংশপরম্পরায় প্রাপ্ত পদবির ঠিক মাঝখানে ভ্যালু-অ্যাডেড সার্ভিসের মতো ছোট্ট করে ‘হার্দ’ বসিয়ে আত্মতৃপ্তি পান। সে কি দীপ্ত উচচারণ –“আমি হরিদাস ‘হামার্দ’ পাল” কিংবা “আমি নন্দ ‘হামার্দ’ ঘোষ!” (প্রসঙ্গত, এই ধরনের পদবি প্রথার প্রথম প্রবত্তুআ সিপিএম ঘনিষ্ঠ চলচিচত্র নির্তা অনিন্দিতা সর্ধিকারী।) এরা শুরুটা করেছিল ওয়েব অধিগ্রহণ দিয়ে, এখন সরাসরি ভাইরাস ছড়ানোর ব্যস্ততা। ভোট শুরুর মাস-দুয়েক আগেই ফেসবুকের ওপেন ফোরাম ‘বাংলার রাজনীতি’-র সঙ্গে টক্কর দিতে বিশেষ একটি কমিউনিটি পেজ উঠে এসেছিল –‘রাজনীতির আড্ডা’। কারা ছিলেন সেই গ্রুপলিস্টে? সেই স্বঘোষিত হার্দবাহিনী - একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র – সব কয়েনের এপিঠ আর ওপিঠ - ভাইরাস ছড়ানোয় সিদ্ধহস্ত।

    এই সত্যিটাই আমাদের প্রত্যেকের জানা এবং জানানো দরকার। জানলেন কবীর সুমনও। ছোট্ট করে এসএমএস-এ রিপ্লাই পাঠালেন - “হা... হা... হা...”। দেখতে অনেকটা হাসির মতো, কিন্তু আসলে মোক্ষম একখানা অ্যান্টি-ভাইরাস।

  • a | 208.240.243.170 | ১৮ মে ২০১১ ২৩:৫৩475405
  • মুশকিল হল, কোনোপক্ষই লিং দেয় নাই :(

    পাইদি, আমাকে যে প্রশ্ন করেছিলে, সেটার উত্তর আগেই দেওয়া আছে, যে সিপিয়েম এবিষয়ে টোটালি ব্যার্থ আর সেটা এদের হারার বড় কারণ

    যথারীতি, কিছুই পড়ে দেখো নি, ব্র্যান্ডিং এর খোপে ফেলে দিয়েছো :)
  • aka | 168.26.215.13 | ১৮ মে ২০১১ ২৩:৫৬475406
  • ইন্টারভিউটার কোন লিং কি পাওয়া যেতে পারে?
  • aka | 168.26.215.13 | ১৯ মে ২০১১ ০১:৫১475407
  • ব্রাত্য বসুর এই ঘটনাটি সত্যি। আমি একেবারে নিরপেক্ষ লোকের থেকে কনফার্ম করলাম। সৌমিত্র র নাম কোথাও করে নি। কিন্তু বলেছে উত্তম কুমার শ্রেষ্ঠ নায়ক। নাম না করে বলেছে (সৌমিত্র) সত্যজিতের বাড়িতে বাজার করে দিত বলে সিনেমায় চান্স পেয়েছে। আরও বলেছে ক্ষমতায় এলেই (সৌমিত্রর নাম আবারও না করে) সমস্ত কেচ্ছা ফাঁস করে দেবে। ইন্ডিকেশনটা এতই প্রকট যে সৌমিত্রর উদ্দেশ্যে বলা হয়েছে এটা বুঝতে কারুর অসুবিধা হয় নি। আমি যার থেকে শুনলাম সে এইটুকুই দেখেছে, শুনেছে।
  • aka | 168.26.215.13 | ১৯ মে ২০১১ ০১:৫৫475408
  • বাংলার রাজনীতি একেবারে পচে গেছে, ডিসগাস্টিং। সবাই ক্ষমতার প্রদর্শনেই ব্যস্ত। দমদম কেন্দ্রে রিইলেকশন করা যায় না। অনেকেই ব্রাত্যর ওপর বহুত খচেছে।
  • a | 208.240.243.170 | ১৯ মে ২০১১ ০২:০৯475409
  • অদ্ভুত!! ফেসবুক কি কল্পতরু হয়ে গেছে নাকি? যে যা চাইছে তাই পাচ্ছে? আমি পেলুম প্রথম খবরটা, আর পাইদি পেলো উল্টোটা!!!
    ইদিকে আকাদা কনফার্ম করে দিসে, লিং দেয় নাই
  • rimi | 24.42.203.194 | ১৯ মে ২০১১ ০২:১৭475410
  • আর ঋত্বিকের কথা কি বলেছে?
  • aka | 168.26.215.13 | ১৯ মে ২০১১ ০২:১৯475411
  • আমার সোর্স সেটা দেখে নি। তবে ইন্ডাকশন দিয়ে প্রুভ করে দেওয়া যায় ঋত্বিকের কথাও বলেছে।
  • aka | 168.26.215.13 | ১৯ মে ২০১১ ০২:৩৫475412
  • কোন দল সর্বহারাদের কেউ আবার মা-মাটি-মানুষের। কেউ ছোঁড়ে ভাইরাস তো অন্যজন তার জবাবে অ্যান্টিভাইরাস।

    একা কাঁদে মাইকেল পর্টার কারণ তাঁর স্ট্র্যাটেজিই তো ম্যানেজমেন্টের শোষণ যন্ত্র। সত্য মার্ক্ষ সাহেব কি কঠিন এই শোষণ।
  • aka | 24.42.203.194 | ১৯ মে ২০১১ ০৪:০৫475413
  • কোন সহৃদয় বুন্তুলি যদি এটার লিং পান। তাই।
  • pi | 72.83.97.171 | ১৯ মে ২০১১ ০৯:৩১475415
  • অয়ন , না:, আমার প্রশ্ন ছিল, এই যে এরা ব্যর্থ, সেই সমালোচনাটা আগে কেন কখনো শুনিনি। এটুকুই।

    আর ফেসবুকের এই গ্রুপটাই কল্পতরু।
    ব্রাত্য র ইন্টারভ্যু নিয়ে দু 'দিকের দু'রককম কথাই আছে এখানে :
    http://www.facebook.com/home.php?sk=group_109906459083310&id=147284945345461&ref=notif¬if_t=group_activity
  • dukhe | 122.160.114.85 | ১৯ মে ২০১১ ০৯:৫৭475416
  • এই পুরো ব্যাপারটাতে একটা জিনিসই প্রমাণ হয় - ফেসবুক একটি অতীব কঠিন প্লাটফর্ম । তাতে কে কী দেখবে কিছুই নিশ্চিত নয় । আমি যেমন ঐ লিং এ গিয়ে রাজ গৌরব দেবনাথের দেওয়া একটি গানের ভিডিওর লিং দেখছি শুধু ।
    এদিকে NIIT এখনো ফেসবুকের ক্লাস চালু করেনি ।
  • dukhe | 122.160.114.85 | ১৯ মে ২০১১ ১০:১২475417
  • খুব আশা নিয়ে আজকাল আর গণশক্তিতে ব্রাত্যর খবরটা খুঁজলাম । কিন্তু হায় । এরাও তিনোমূলী হই গেলা গা !
  • kc | 194.126.37.78 | ১৯ মে ২০১১ ১০:৩৭475418
  • ভাইসব, বুনানের কি গুরুতে মিথ্যা কথা বলার রেকর্ড আছে? বুনান যেখানে নিজে বলেছে যে সে এটা স্বকর্ণে শুনেছে, তখন এটার সত্যাসত্য যাচাই করাটা ভাল লাগছে না।
  • dukhe | 122.160.114.85 | ১৯ মে ২০১১ ১০:৪৫475419
  • বুনান আবার কোনজন ?

  • 9 | 14.96.64.15 | ১৯ মে ২০১১ ১০:৫৬475420
  • ফেসবুকে এই খবরটা প্রথম জানিয়েছিল ব্ল্যাঙ্কি। সেখান থেকে ফেসবুকে অন্যান্য জায়গায় ছড়িয়েছে। অ-সিপিএম এবং অ-তৃণমূল এক বন্ধু আমাকে ফোন করে একই খবর দেয়। আর্যও নিশ্চয় তার থেকেই খবরটা কনফার্ম করেছে। বিশ্বাস তো একান্ত ব্যক্তিগত। তার উপর কারো কোনো হাত নেই।
  • kc | 194.126.37.78 | ১৯ মে ২০১১ ১২:০৯475421
  • গতকাল, পবিত্র সরকার, মোহিত চট্টোপাধ্যায়, রূদ্রসপ্রসাদ সেনগুপ্ত, আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী পদত্যাগ করেছেন। আজকের কাগজে খবরটা চোখে পড়লনা।
  • dukhe | 122.160.114.85 | ১৯ মে ২০১১ ১২:১২475422
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=19raj12.htm
  • umesh | 80.254.147.148 | ১৯ মে ২০১১ ১৩:৩১475423
  • আজকের 'আজকাল' কে ডি ঘোষ এর লেখা টা পড়ে একটু খটকা লাগলো। তাই গুরু তে confirm করতে চাই।
    শেষ paragraph এ লিখেছে "সোভিয়েত রাশিয়া'র পতনের পর কোনও এক সাংবাদিক মাও-সে-তুঙে এর কাছে এই বিপর্যয়ের কারণ জানতে চাইলে "

    আমার প্রশ্ন, এটা কি ঠিক?
    সোভিয়েত পতন আগে না মাও মারা গেছেন আগে?
  • Lama | 203.132.214.11 | ১৯ মে ২০১১ ১৩:৩৫475424
  • সোভিয়েতের পতনের অনেক আগে মাও মারা গিয়ে তিব্বতের কোনো চাষী অথবা অস্ট্রেলিয়ার কোনো জেলের সেজো ছেলে হয়ে জন্মও নিয়ে ফেলেছেন হয়তো
  • dukhe | 122.160.114.85 | ১৯ মে ২০১১ ১৩:৪৬475426
  • লেখক সেই মাওকে ট্রেস করে ফেলেছেন ?
    এরপরেও লোকে বলবে জন্মান্তর নেই !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন