এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.242.227.33 | ২২ মে ২০১১ ১৬:৫১475560
  • একদিন কাগজ পড়ে, কিছু টিভি দেখে, কিছু লোকমুখে শুনে আমার কতগুলো বিষয় বেশ কৌতুহলদ্দীপক লাগছে:
    ১) রাজভবন থেকে হেঁটে মহাকরন যাওয়া। প্রচন্ড ঝুঁকির কাজ। না করতেই পারতেন, কিন্তু করলেন। ইমেজ বজায় রাখার ক্ষেত্রে অসম্ভব সচেতন। কিন্তু ঝুঁকি নেওয়ার সাহস আছে।
    ২) ওঁকে দেখতে আসা মানুষের উদ্দ্যেশ্যে ভাষণ - আপনারা এখন বাড়ি গিয়ে চান খাওয়া সারুন। আমি বোধহয় একটু নিজের মতো লিখলাম, কারন ঠিক ঠিক বয়ানটা মনে নেই। তবে ""স্নান"" নয় ""চান"" এটা স্পষ্ট মনে আছে। অনেক বাঙ্গালীই (সিপিএম বিরোধী ও ব্যাঙ্গালোরের) দেখলাম বেশ আহত। এ কি ভাষা !! এটাই সদ্য জিতে আসা মুখ্যমন্ত্রী বাণী জনতার কাছে!!
    নিম্নবিত্তের অপরিশিলীত ভাষা উঠে আসছে প:ব:র রাজনৈতিক সংষ্কৃতিতে, যা আগে শুধুই গালাগালি করা বক্তৃতাতেই ব্যবহার হতো (অনিল-বসু লক্ষণ)। আর ব্যবহার ছিলো কিষান/কৃষক সভার বক্তাদের মুখে। কিন্তু তা প:ব: রাজনৈতিক সংষ্কৃতির প্রধান সড়কে অপাংক্তেয় ছিলো। হরেকৃষ্ণ কোঙার, বিনয় কোঙার, কানু সান্যাল এমনকি কংসারী হালদারও শহরের জনসভায় ঐ ভাষায় বলতেন না।
    নারী ভাবনা শোনা যাচ্ছে। মমতা মানুন বা না মানুন। কোন পুরুষ, ঐ পরিস্থিতিতে, জানতাকে বাড়ি গিয়ে ""চান-খাওয়া"" করতে বলবেন না কস্মিনকালেও (মা-বোন-লক্ষণ)। তারা ফিরে যেতে বলবেন নিজ নিজ এলাকায় (বাড়িতেও না)। ক্ষমতায় নারীস্বর কৌতুহলদ্দীপক।
    এর সাথেই জুড়ে যায় উপরের পোস্টগুলোর বিতর্ক, মমতার ছবি, কবিতা, ইংরাজী......
    ছবি, কবিতা নিয়ে মতামত দেওয়ার মানে হয় না। এটুকু বলতে পারি আমার ছবি/কবিতা ভাবনার সাথে মেলে না। সে তো আমার গণেশ পাইনের ছবিও ভালো লাগে না, বরং গণেশ হালুই ভালো লাগে।
    ইংরাজি নিয়ে আমার মনে হয়, কারুর সাহস করে মমতাকে বোঝাতে হবে, ইংরাজি না জানাটা কোন অপরাধ নয়।
  • pinaki | 122.164.222.142 | ২২ মে ২০১১ ১৭:১৬475561
  • ঠিক এই কথাটাই কাল হচ্ছিল আমার সাথে পাই এর। মমতাকে এটা বোঝানো উচিৎ জোর করে ইংরিজি বলিয়ে এবং 'সংস্কৃতিবান' হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কোথাও মনে হয় মমতা এ নিয়ে বুদ্ধর সাথে নিজের একটা তুলনা করেন এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন - যা একেবারেই অপ্রয়োজনীয়। সংস্কৃতি দফতরকে নিজের হাতে রেখেছেন। সেটার পিছনেও মনে হয় একই ইমপালস, বুদ্ধের চেয়ে শিল্প-সংস্কৃতিতে আমি কোথাও কম যাই না - এটা প্রমান করার লক্ষ্য। অকারণ এনার্জি অপচয়। উনি নিজে যা - তেমন থাকলেই চলত। জনপ্রিয়তা কিচ্ছু কম হত না।

    বোতীন, দেখো গিয়ে দলনেত্রীর কানে এটা ঢোকাতে পার কিনা। :-)
  • kallol | 115.184.1.68 | ২২ মে ২০১১ ১৮:২১475562
  • একমত। ছবি, কবিতা সংষ্কৃতি দপ্তর ইত্যাদি বুদ্ধ-লক্ষণ। কিন্তু ওঁকে কোনো কিছু (ওনার ব্যাক্তিগত বিষয়ে) বোঝানো বেশ চাপের বলে শুনেছি।
  • Suvajit | 59.177.203.113 | ২২ মে ২০১১ ১৮:২২475563
  • ইংরেজি বলা।
    বিমান বসু এনডিটিভিকে :

    মমতা ব্যানার্জী এনডিটিভিকে:

    উপদেশটা সেরকম ভাবে বিমান বসুকেও দেওয়া উচিৎ। কে দায়িত্ব নেবেন।

    ছবির ব্যপারে পিনাকি, সোমনাথ, তিল সবার সঙ্গে ক।
    মমতার ছবিগুলো আমাদের নিতান্ত সাধারণ মনে হয়েছে। তার ছবি বিক্রি হয়েছে পার্টিফান্ডে টাকা দেবার জন্য। আমরা এটা সোজাসাপ্টা বলতে পারছি। ঠিক আছে।
    কিন্তু দাড়িদাদুর অনেক ছবিও সেরকমই সাধারণ সেটা বলতে গেলে আমাদের থমকাতে হচ্ছে কেন? বুকে পিঠে গার্ড নিয়ে ঘুরতে হচ্ছে। কোনো রবীন্দ্রপ্রেমী বা গবেষক সেই ছবিগুলো দেখেই শিল্পীর মননশীলতার মাধ্যমে নারী শরীরের অভিব্যক্তি নিয়ে পাতার পর পাতা থিসিস দিচ্ছেন? কেন? মমতা সাংস্কৃতিক ভাবে সফট টার্গেট বলে? কলকাতার দেরিদা কপচানো মধ্যবিত্ত আঁতেল জনগোষ্ঠির কাছে খিল্লি করার লক্ষ বলে?
    ভাবুন। ভাবান। :-)

    ৪০০ একর। চিন্তাভাবনা শুরু হয়েছে।
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=22south1.htm
  • kallol | 115.184.1.68 | ২২ মে ২০১১ ১৮:৫১475564
  • অন্য একটা কোতুহলদ্দীপক বিষয় মমতার বিক্রমাদিত্য লক্ষণ।
    এটার মধ্যে আবারও, নিম্নবিত্তের স্বপ্ন উঁকি মারে - আদর্শ শাসকের ছবি। রাজ্যপাট নিজে ঘুরে দেখা ও অন্যায় বা অসুবিধার প্রতিকার করা। বলা যায় না মমতা গভীর রাতে বা দিনের বেলাতে হলে বোরখা পরেও ঘুরে বেড়াতে পারেন।
    এ জিনিস ভাদ্রলোকেদের কাছে বালখিল্যতা, ""ম্যাচিওরিটি""র লক্ষণ নয়। ""ম্যাচিওরড"" রাজনীতিকরা এক্ষেত্রে সাংবাদ মাধ্যমের উপর নির্ভর করাটাই শ্রেয় মনে করেন। প:ব: রাজনৈতিক সংষ্কৃতিতে নিম্নবিত্তের শাসনভবনা অনুপ্রবেশ করছে।
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ১৯:৫২475565
  • সিঙ্গুরের ঐ ৪০০ একর জমি কি আর চাষের যোগ্য আছে?
  • Bratin | 117.194.101.26 | ২২ মে ২০১১ ২০:১০475566
  • সৌরভের টনটনে ১৮৩ করা ব্যাট যদি বিক্রি করা হয় বা প্রথম টেস্টে এ সেঞ্চুরি করা ব্যাট। সেক্ষেত্রে যিনি কিনছেন তিনি বোধহয় সেই ব্যাটের সাথে জড়িয়ে থাকা আবেগ কেই কিনবেন। ব্যাটের মেক,দাম অন্যান্য ব্যাপার গুলো তখন গৌণ হয়ে যাবে। মমতার ছবির ক্ষেত্রে কি এক ব্যাপার খাটে না?
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২০:২৪475567
  • কিছুটা পার্থক্য আছেই, দাদার ব্যাট কেনা শুধুই আবেগ, কিন্তু এখানে মমতা যেহেতু ক্ষমতার শীর্ষে সেহেতু তার ছবি কিনে তার গুড বুকে থাকা যাতে পরে কিছু করে টরে নেওয়া যায়। তবে মমতা বোধহয় সেইরকম নয়। যাইহোক এটা পার্টি ফাণ্ডে টাকা দেবার কৌশল। ব্যপারটা হল এইসব বায়ারদের তো আর মমতা ধরে নি, ধরেছে তার সাঙ্গোপাঙ্গোরা। সেইসব সাঙ্গোপাঙ্গোদের সাথে বায়ারদের ছবি কেনা নিয়ে কি চুক্তি হয়েছে মানে পার্টি ফান্ডে টাকা দেওয়া নিয়ে কি চুক্তি হয়েছে সে বলা মুশকিল। সন্দেহ থাকবেই, কোরাপশন ভারতে কম নেই।
  • r.h | 67.96.80.214 | ২২ মে ২০১১ ২০:২৮475570
  • কিন্তু... মমতার শিল্প ও সাহিত্য দুই তো যেকোন মাপকাঠিতে খিল্লীযোগ্য। দাড়িদাদুও এইরকম ছবি আঁকলে খিল্লী খেতেন (এমনিতেও খেয়েছেন)। একা মমতার কাছে গোটা সিপিয়েম দলের ল্যাজেগোবরে পরাজয়ে আমি খুব উল্লসিত, এই পরাজয় কোন ব্যাক্তির বদলে কোন দলের কাছে হলে হয়তো স্বাস্থ্যকর হত, কিন্তু হয়নি সে আমাদের দুর্ভাগ্য, মমতা একা করে দেখিয়েছেন। তিনি ছবি আঁকুন সাহিত্য করুন কার কি আপত্তি থাকতে পারে। কিন্তু খিল্লীযোগ্য জিনিস নিয়ে খিল্লী তো করাই উচিত।
  • santanu | 95.141.130.90 | ২২ মে ২০১১ ২০:২৮475568
  • ঐ জমি এখন রাস্তার ওপর হলে নাকি ৩০ লাখ আর ভেতর দিকে ১৬লাখ টাকা প্রতি বিঘে - ঐ জমিতে চাষ করাটা এখন ডাহা লস।
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২০:৩২475571
  • না না মমতা ভালো গান গান। শুনেছি আমি, গলা খানা বেশ।

    তার মানে এই ৪০০ একর ফেরানোটা যাস্ট গিমিক? ঐসব কৃষকদের সবই গেল?
  • santanu | 95.141.130.90 | ২২ মে ২০১১ ২০:৩৯475572
  • যা: বাবা, সবই ক্যানো যাবে? ৫ বিঘে জমি ফিরে পেয়ে আমি যদি ভাবি আলু চাষ করবো - কে আটকাবে।

    আমার পাশের লোক যদি এক কোটি টাকায় ঐ জমি বেচে দিতে চায় - দেবে।
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২০:৪১475573
  • ও বুঝেছি বুঝেছি। মানে চাষযোগ্য আছে কিন্তু চাষ করার থেকে বিক্রি করে দেওয়া লাভ জনক। কিন্তু এখনও জমির দাম অমন বেশি কেন? টাটা তো আর কারখানা করছে না।
  • nyara | 122.167.169.170 | ২২ মে ২০১১ ২০:৪৪475574
  • হেরিটেজ সাইট হবে বলে।
  • santanu | 95.141.130.90 | ২২ মে ২০১১ ২০:৫২475575
  • টাটা না হোক, কেউ তো কিছু একটা করবে, আজ না হোক ৫ বছর পর। আর জায়গাটা আর রাস্তাটা অদ্ভুত ভালো। হুগলী সেতু পেরোলে, ৪০ মিনিটে পৌছে যাওয়া যায়। রিসর্ট হবে, টাউনশিপ হবে।

    তবে দামটা কিন্তু আমি নিজে গিয়ে করিনি, কাগজ থেকে জানলাম।
  • saikat | 116.202.139.232 | ২২ মে ২০১১ ২০:৫৩475576
  • হুঁ।

    শিলদা-র ক্যাম্প থেকে লুঠ হওয়া ইনসাস রাইফেলের একটি সিপিএম-এর পার্টি অফিসের কাছে পাওয়া গেছে বলে, সিআইডি-কে বলা হয়েছে শিলদা কান্ডের সাথে কোন ভাবে সিপিএম যুক্ত কিনা সেটা তদন্ত করে দেখতে।

    এক দল বলত মাওবাদী-তৃণমূল একই।
    অন্য দল বলত মাওবাদী-মার্ক্সবাদী একই।

    প্রথম বলাটা বিশেষ কোন প্রমাণ দেওয়া যায় নি।
    দ্বিতীয় বলাটার প্রমাণ যোগাড় হচ্ছে?
  • SANTANU | 95.141.130.90 | ২২ মে ২০১১ ২০:৫৫475577
  • রতনবাবুর পছন্দ আছে, জায়গাটা বেছেছিলেন দারুণ
  • rimi | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২১:৩৪475578
  • মমতা ছবি বিক্রির টাকা রাজ্য সরকারকে দেবেন বলে ঘোষণা করেছেন, তাও ভোটের রেজাল্ট বেরোনোর আগেই সেটা বলেছেন।

    যদিও পার্টি ফান্ডের টাকা তোলার জন্যে ছবির এগজিবিশন করলেই বা অন্যায় কি আছে বুঝলাম না!! টাকাওয়ালা কোনো তৃণমূলের সাপোর্টার বা সিপিএম বিরোধী যদি পার্টিকে হেল্প করার জন্যেই মমতার ছবি কেনে তো ক্ষতি কি?
  • saikat | 116.203.161.158 | ২২ মে ২০১১ ২১:৪২475579
  • আচ্ছা, মমতার এই বইগুলোর কটা মুদ্রণ/সংসকরণ হয়েছে সেই নিয়ে কারো কাছে তথ্য আছে? সেটা থেকে বোঝা যেতে পারে "সত্যি" কতখানি বিক্রী হয় এই সব বইগুলো?
    একটা মুদ্রণে বেশী হলে ২২০০ কপি ছাপা হয়। কতগুলো সংস্করণ হয়েছে? কটা বিক্রী হয়েছে?তথ্যগুলো দরকার।
    তা না হলে বেস্টসেলার কিনা তাও বলা যাবে না, আর রাজ্যের লোকে কেন কিনছে সে ব্যাপারে কোন তঙ্কÄও দাঁড়াবে না।!
  • kallol | 115.241.91.75 | ২২ মে ২০১১ ২৩:০১475581
  • ৪০০ একর নিয়ে প্রচুর জটিলতা আছেই। কিন্তু সবচেয়ে বড় কথা ও জমির উপর টন টন কংক্রীট ঢালা হয়েছে। ওগুলো কি আর চাষ যোগ্য আছে ? এক হতে পারে যেসব জমির ওপর ইমারত হয় নি, সেখান থেকে ফেরৎ দেওয়া। কিন্তু তাতে কি আর ৪০০ একর আছে? তাহলে আনুপাতিক হিসাবে জমি ফেরৎ হবে।
    কিন্তু জমিটা তো টাটার। সে তো ক্ষতিপূরন না পেলে ফেরৎ দেবে না।
    আমার ধারনা মামতা একটা আনকনভেনশনাল কিছু করে বসবে।

  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২৩:০৬475583
  • এটা মমতার একটা টেস্ট হবে। দেখা যাক।
  • aka | 24.42.203.194 | ২২ মে ২০১১ ২৩:০৬475582
  • আমার মনে হচ্ছে মমতার ৪০০ একর ওবামার গুয়ানতামো বে হতে চলেছে।
  • pi | 72.83.97.171 | ২২ মে ২০১১ ২৩:২৩475584
  • সত্যি ই , রাজ্য সরকারের ফাণ্ডে দেওয়া হলে এত কূট কচালির তো কারণ দেখিনা।

    তবে, এগুলো তো সেই 'মমতা অপেরার রৌপ্যজয়ন্তী' টই তে যাবার কথা ছিল। :)
    সেদিন ঐ টইটা পড়তে পড়তে যেমন লাগছিল, এখানেও কিছু কমেন্ট পড়ে তেমনি লাগলো।

    মমতাই সেই বিরল ব্যক্তি দের মধ্যে একজন যিনি বাংলা, হিন্দি , ইংলিশ একটা ভাষাও ঠিকঠাক বলতে পারেন না।
    মমতার ভুলেভরা,খুঁতেভরা বাংলা 'বলার' কিছু নমুনা চাই।

    এই সাক্ষাৎকারটি এখনি শুনছিলাম


    আমি বিশেষ কিছুই বে-'ঠিক' তো পেলাম না। বুঝতে তো কোনোরকম অসুবিধেই হল না।

    শুনেছি, সাধারণ জনগণের ও বুঝতে তো কিছু অসুবিধে হয় ই না, বরং বক্তা হিসেবে তিনি বেশ জনপ্রিয় ই।
    যে কটা বক্তৃতা শুনেছি, তাতে ব্যক্তিগত ভাবে হয়ত মনে হয়েছে যুক্তির চেয়ে আবেগ বেশি, বেশ কিছু আরবিট রবীন্দ্রনাথের কোট নিয়েও খটকা লেগেছে, কিন্তু বেশ কিছু কথা বেশ 'ক্যাচি' ও লেগেছে। জনতার সাথে কানেক্ট করতে সফল ও মনেহয়েছে।
    ভাষা তো যোগাযোগের মাধ্যম ই জানতাম।
    কথা বলে যিনি এই কম্যুনিকেট করার কাজটিই দিব্য করতে পারেন, তিনি বলতে পারেন না, এটা বলতে পারলাম না বস।

    হ্যাঁ, পরিশীলিত, পলিশড নয় । কিন্তু তাতে কী ?
  • pi | 72.83.97.171 | ২২ মে ২০১১ ২৩:২৬475585
  • ও হ্যাঁ, আর একটা কথা বুঝলাম না।
    বাংলা ঠিকঠাক না জেনেও হিন্দি বা ইংলিশ টা ঠিকঠাক জানলে কোন সমালোচনা শুনতএ হত না ? ঐ যেমন, জ্যোতিবাবু ইংলিশটা ঠিকঠাক বলতে পারতেন বলে বাংলা ঠিকঠাক না বল্লেও এই সমালোচনায় তিনি আসবেন না ?

  • pi | 72.83.97.171 | ২২ মে ২০১১ ২৩:৩৭475586
  • এপ্রসঙ্গে কবীর সুমনের কিছু কথা কোট করতে ইচ্ছে হল । মমতার ভাষণ প্রথমবার 'সিরিয়াসলি'ওন শোনার ওনার অভিজ্ঞতার কথা। ১৯৯৫/৯৬ নাগাদ, লর্ডসের মোড়ে, কানোরিয়ার সময়।

    ".... মমতার ভাষণ কিন্তু সেদিন বিশেষ ভাল লাগেনি আমার। খুব তীক্ষ্ণ কণ্ঠে ভাষণ দিচ্ছিলেন তিনি। লক্ষ্য করলাম নিতান্ত মৌলিক বিষয়ে তিনি সরাসরি কথা বলছেন। ইনিয়ে বিনিয়ে নয়, সরাসরি। সে জন্যই হয়তো সাধারণ মানুষ এত সহজে বুঝতে পারছিল তাঁর কথা। কিন্তু অস্বীকার করব না, আমার পাশ্চাত্য-প্রভাবাচ্ছন্ন শহুরে, আধুনিক বোধে তেমন কোনো তরঙ্গ তুলতে পারছিল না তাঁর ভাষণ। মাঝেমাঝে খুব সহজ সরল কিছু ঠাট্টা করছিলেন তিনি। সকলে হৈ হৈ করে উঠছিল। লক্ষ্য করছিলাম, মাঝে মাঝে তিনি কোনো শব্দ বা কারো নাম নিয়ে খেলছেন, মজা করছেন, একটু সময় ও নিচ্ছেন, টানা কথা বলে যাচ্ছেন না। তাঁর ঐ যতিগুলো
    যেন মেপেই দেওয়া।সাধারণ লোক যাতে সঙ্গে থাকতে পারে। তারপরেই তিনি হঠাৎ কথার, অভিযোগের , প্রতিবাদের তুবড়ি ছোটাচ্ছিলেন। স্বর তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। শ্রোতারা উদ্বেল হয়ে উঠছিলেন।
    বুঝলাম, এই মানুষটি সরাসরি ছুঁতে পারছেন এতজন সাধারণ মানুষের হৃদয়কে। এঁরাই তো আমাদের দেশের জনসাধারণ। তাঁর ভাষণের একটি কথাও আমার মনে থাকেনি। বরং জ্যোতি বসুর ভাষণের দু'একটি কথা আমার আজ ও মনে আছে। কিন্তু তা হলেও আমি সম্যক বুঝতে পারছিলাম যে বাংলার সাধারণ মানুষের মনে এই মানুষটির স্থান অনেক অন্তরঙ্গ জায়গায়। তাঁর ভাষণের কোন ও অংশ আমার মনে দাগ কাটল কিনা সেটা বড় কথা নয়।সাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা তাঁর উক্তিগুলি নিয়ে কথা বলছেন, সভার দু'দিন পরেও পাড়ার দোকানে দোকানে মানুষজন কথা বলছেন, মন্তব্য পালটা মন্তব্য করছেন এটাই আসল। এটাই গণতন্ত্র। বের্টোল ব্রেশটের একই লেখায় এককালে পড়েছিলাম - 'Wie soll die grosse Ordnung aufgebaut werden,ohne die Weisheit der Massen' - 'জনতার প্রজ্ঞা ছাড়া বিশাল ব্যবস্থাটি গড়ে তোলা হবে কী করে ? ' ...... "
  • dri | 117.194.231.33 | ২৩ মে ২০১১ ০০:০১475587
  • অর্থাৎ, ওয়াশাইট মানে হল প্রজ্ঞা, কারণ, মাসেন মানে নিশ্চয়ই জনতা। ওওনা মানে নিশ্চয়ই উইদাউট। আবার গ্রোসা মানে যেহেতু বিশাল, ওর্ডনুং মানে নিশ্চয়ই অর্ডার বা ব্যবস্থা হবে? ওয়ার্ডেন মানে কি গড়ে তোলা? কিন্তু আউফগেবাউটটা কী?

    এইত্তো, একটু একটু করে কেমন জার্মান শিখে যাচ্ছি।
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ০০:০৬475589
  • কিন্তু ইউটিউবে মমতার ইন্টার্ভিউ র নেক্সট ভিডিও তে বিপাশার 'নমক' ক্যানো ! :o
  • dri | 117.194.231.33 | ২৩ মে ২০১১ ০০:০৬475588
  • মমতার শিল্পনীতির টইতে মমতার শিল্পকলা নিয়ে এত আলোচনা হবে ভাবিনি।

    কিন্তু, ঐ কে ছবি কিনলেন, ক্রেতার প্রাইভেসি ইত্যাদি প্রসঙ্গে, লক্ষ্য করলাম ক্রেতার প্রাইভেসির তোয়াক্কা না করে মিডিয়াই তো কিছু ক্রেতার নাম ছাপিয়ে দিয়েছে।

    The buyers include industrialist Harsh Neotia, Jay Mehta, co-owner of IPL franchisee Kolkata Knight Riders (KKR), and Jagmohan Dalmiya, the president of the Cricket Association of Bengal (CAB).
  • dri | 117.194.231.33 | ২৩ মে ২০১১ ০০:১২475590
  • শিলদা কান্ডে সি আই ডি প্রসঙ্গে, আমার একটা কিউরিওসিটি ছিল।

    বাম জমানায়, সি আই ডির চীফ পোজিশানে বুদ্ধদেব ভট্টাচার্যের দাদা ছিলেন না? এখন কি উনি বদল হয়ে গেছেন?
  • r.h | 67.96.80.214 | ২৩ মে ২০১১ ০০:১৬475593
  • আমার একখান কথা আছে। মমতার ভাষা আমার কানে তেমন কিছু নয়, কিন্তু জনতার জন্যে ভালো। তো বেশ। কিন্তু আমিও তো জনতাই। মানে একধরনের জনতা পরিশীলিত কথায় অভ্যস্ত, অন্য ধরনের মেঠো কথায়। তো যে যার খিল্লীযোগ্যকে খুঁজে নিয়ে খিল্লী করবে। এতে আর গোল কোথায়। কিন্তু মমতাকে নিয়ে খিল্লী করলেই যেন হেরো সিপিয়েম বলে দাগিয়ে না দেওয়া হয় আমার সে প্রার্থনা। মানে, অন্তত আমি, তো অসিপিয়েম চেয়েছিলাম, সিপিয়েমতর তো চাইনি।
    মমতার ছবি বা পদ্য বা হিন্দীতে আমার খিল্লী পায়, কি করা। আবার আমি এও বলছিনা যে উনি এসব না করুন। এতে কিছু কাজ নিশ্চয় হচ্ছে, সে জনহিত বা ইগোতৃপ্তি বা শিল্পীর আত্মপ্রকাশ যাই হোক। কিন্তু আমিও জনতা, পরিশীলিত বক্তব্যে অভ্যস্ত বলেতো বানের জলে ভেসে আসিনি, আমার খিল্লী করার অধিকার নাই?

    মানে আমি কিন্তু কোন তক্কো করছিনা, এমনি এমনি বলছি আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন