এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.150 | ২৪ মে ২০১১ ০৫:৪৪475694
  • শুধু হেলথকেয়ার না, আমার আরো অনেক কিছু দাবী।
    সেজন্য ই তো টই টা খুলেছিলুম । কিন্তু হায় :(

  • pi | 128.231.22.150 | ২৪ মে ২০১১ ০৫:৪৪475693
  • * আপত্তি ছিল

    হ্যাঁ, এখানে আমি ও ক দেব। কারণ এগুলো আমার ও দাবী :)
    কেবল অন্যান্য ফিল্ড থেকে এক্সপার্টাইজ এক্সট্রাপোলেট করে এনে আমার এরকম কোন দাবী নেই যে এগুলো উনি করতে পারবেন ই না, পারতেই পারেন না। :)

  • aka | 24.42.203.194 | ২৪ মে ২০১১ ০৫:৪৬475695
  • কবি বা গাইয়ে, শিল্পিরা আবার কবে ভাল রাজনীতিক হল? ভালো অ্যাকটিভিস্ট হয় অবিশ্যি। (জয়ললিতা আর এমটিআর আর রজনীকান্ত এক্সেপশন)। ;)

    আচ্ছা এবারে শিল্পে ফিরলে হয় না?

    উ: ভাবছি কলকাতায় ফিরে নিজের একটা ব্যবসা খুলব। মনে পড়ে গেল বলেছিলাম কদিন বাদে সুমনকে খুঁজে পাওয়া যাবে না, সুমন বোঝার আগেই সাইডলাইন করে দেবে। বলেছিলাম দাদা আইপিএলে ফেল করবে। (কলার তোলা ইমো)। শুভজিতদা আবার বলল ঢোঁক গিলতে হবে।
  • Gobardhan | 166.205.139.126 | ২৪ মে ২০১১ ০৬:৩৪475696
  • Folks,
    Relaxplease.Ithasnotbeenoneweekyet.Youdonthavetochasehereverymovenow.Youwillhaveplentyofopportunitytoevaluateandcriticize.Everyonecancriticizepoliticians, itiseasy.Everyoneispoliticalanalystandeverybodyisbetterinthisthaneveryoneelse.
  • rimi | 24.42.203.194 | ২৪ মে ২০১১ ০৭:১৬475697
  • আহা গোবর্ধনবাবু, এইটা বুঝছেন না যে মমতা যদি কাজগুলো সত্যিই করে ফেলেন, তাহলে তো সমালোচনা করার সুযোগই পাওয়া যাবে না!! মমতাকে কিছুই বিশ্বাস নেই, কি পারেন আর কি পারেন না বলা মুশকিল। তাই সমালোচকরা আর চান্স নিতে চান না। হাতের কাছে আপাতত পাওয়া গেছে ছবি আর লেখা। তাই নিয়েই চাট্টি হাতের সুখ করে নেওয়া যাক :-))))
  • pi | 128.231.22.150 | ২৪ মে ২০১১ ০৭:২৪475698
  • উঁহু, তুমি এও বলেছিলে, সুমন কিছুই কিছু করতে পারবেনা।
    কিছু করতে পারেনি, এটা কিন্তু আমি মনে করিনা।
    অপারেশন গ্রীন হান্ট নিয়ে একজন সাংসদ ই সংসদে প্রশ্ন তুলেছিলেন, সেটাকে লোকসমক্ষে ইস্যু করেছিলেন।
    একজনের বলায় কী এসে গেল , বলতেই পারো। কিন্তু সে যুক্তিতে তো বলা যায়, ৪৯-৫০ ভোটে হেরে গেলেও ৪৯ এর বলায় কী এল গেল।
    জনপ্রতিনিধি হিসেবে জনগণের ( বিশেষত: জনগণের যে অংশের যে কথা কেউ ই বলছে না) কথা পৌঁছে দেওয়া কিছুই না করা ?
    সাংসদ হিসেবে এলাকার কোন কাজ করেননি, এমন কিছু জান কি ?

    আর পার্টি নিয়ে উনি যেটা করেছেন, সেটা ও দরকার ছিল। যেসব অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেগুলোর কিছু প্রতিকার হয়েছিলো বলেই তো জানি।

    যদি সাইডলাইনড ও হন, তো সেটা ইটসেল্ফ পার্টির জন্য একটা অস্বস্তিকর প্রশ্ন।
    উনি তো পার্টিকে কিছু বলতে ছাড়েননি, ভোট বলেও রেয়াত দেন নি।
    এই অপোসিং ফোর্স থাকাটা তো গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ।

    আর একেবারে সাইডলাইন্ড হয়ে কিছুই কিছু করছেন না, এমন ও তো না। রাজনৈতিক গান আর লেখাপত্তর লিখে চলেছেন, নিজের রাজনৈতিক দাবী-দাওয়া দিব্বি প্রকাশ করে চলেছেন । এই ক'মাস আগে অমনি একখানি প্রায় বিস্ফোরক বই বের করে ফেল্লেন, যা-তা সব সব রাজনৈতিক অ্যানেকডোটস। রাজনীতিতে না সেঁধুলে এসব আমাদের কাছে পৌঁছতো কি ?
    আর, উনি রাজনীতিতে ঢুকে ( বা, ওনার ভাষায়, মমতার দ্বারা ফোর্সড হয়ে ঢুকে) , মমতার, মমতার রাজনীতির উপর কোন পসিটিভ এফেক্ট ফেলেননি কি ? উত্তরটা আমার কাছে ইতিবাচক। গতবারের ভোটের আগে রাস্তায় যেতে যেতে একটা জনসভায় চুম্বকের মত আটকে গেছিলাম।
    আমি ই না, বহু বহু লোক। মায় রাস্তার পুলিশ অব্দি। অনেক পরে রিয়েলাইজ করেছিলাম , ওটা তৃণমূলের সভা। প্রথম থেকে শেষ অব্দি সুমন একের পর এক নিজের রাজনৈতিক গান আর গণসঙ্গীত , আর, মাঝীর টুকরো কথায় বুঝিয়ে চলেছিলেন সিপিএম কেন মেকি বাম :)।
    মমতা এই বামেদের চেয়ে অনেক বেশি বাম, তাও বলছিলেন, তৃণমূলের নেতারাঅ মঞ্চে সোনামুখ করে সব শুনছিলেন :)

    আর ঐ যে বলছিলে, আমাদের মত জনতার দাবী, পরিশীলন। সে দাবির কিছুটা ও হয়তো মিটিয়েছিলেন। :)
    আমাদের মত অনেক জনতার কাছে মমতার গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন :)
    এতক্ষণ যখন এত করে বলা হল, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাহলে সেটা মেটানো ও তো কিছু করা , নাকি ? :)
    ( বইটাতে অবশ্য সুমন এটাকে কোন গুরুত্ব ই দেননি, গ্রামে গঞ্জে ওনাদের সভা, গান, মানুষের প্রতিক্রিয়া এগুলো ই বারবার উঠে এসেছে )।

    লিখতে লিখতে একটা তুলনা মাথায় এল।
    রেজ্জাক মোল্লা।
    পার্টির বিরোধিতা করার ব্যাপারে দুজন কিছুটা তুলনীয় ( রেজ্জাক মোলার আপত্তির জায়গা মনে হয় আরো অনেক বেশি) । পার্টির ভিতরে দুজনের সাইডলাইন্ড হবার এক্সটেন্টের তুলনা করতে পারবো না, কিন্তু বাইরে বিরোধিতা করার স্বাধীনতা বোধহয় সুমন বেশি পেয়েছেন। রেজ্জাক মোল্লার মত অমনি বকুনি ফকুনি কিছু খেতে ফেতে হয়নি বলেই মনে হয়।
    তো, রেজ্জাক মোল্লাকে তুমি কী বলবে ? ব্যর্থ রাজনীতিক ?
    কিছুই কিছু করতে পারেন নি ? তাই কি ?
    উত্তরটা তো মনে হয় না হ্যাঁ হবে।
    তাহলে সুমনের বেলায় ব্যর্থ বলবে কেন?
    আর হ্যাঁ বল্লেও প্রশ্ন করবো, ওনার ক্ষেত্রে ব্যর্থতার কারণ কী ? ওনার ব্যাকগ্রাউণ্ড তো রাজনীতির জন্য আদর্শ। তাহলে ?

    অনেক কিছু করলেও কিছু পাওয়া যায়না, একথা হয়তো ঠিক। কখনো কখনো। আবার কিছু পাওয়া যেতেও পারে। নিশ্চিত বলাযায়না।
    কিন্তু কিছু না করলে যে কিছু হবে ই না , সেটা একেবারে নিশ্চিত :)

    ভালো কথা, অ্যাকটিভিস্ট আর রাজনীতিক আলাদা করছো কি পার্টিতে সদস্যপদ গ্রহণ দিয়ে ?
  • pi | 128.231.22.150 | ২৪ মে ২০১১ ০৭:২৬475699
  • ও:, আমার পোস্টটা গোবর্ধনবাবুকে ডিঙিয়ে আকাদার জন্যি।
  • pi | 128.231.22.150 | ২৪ মে ২০১১ ০৭:৩৭475700
  • রিমিদি , :))
  • nyara | 203.110.238.16 | ২৪ মে ২০১১ ০৮:৪৫475701
  • তো কী দেখা যাচ্ছে? "পরিশীলিত ভাষা" থাকার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনরকম কোরিলেশন নেই। অতএব আকাবাবু স্পেকুলেট করছেন যে যেহেতু মমতার ভাষা 'পরিশীলিত' নয়, ওনার পক্ষে অ্যাডমিনিস্ট্রেশন ভালভাবে চালানো সম্ভব হবে না।

    এর থেকে আমার সিদ্ধান্ত: আকাবাবুর প্রোটিন ইনটেক বেশি হচ্ছে।

    প্রশ্ন: এই ভাল/পরিশীলিত বাংলা কাকে বলা হচ্ছে? দূরদর্শনের বা আকাশবাণীর খবর পড়ার বাংলা? আমি মমতার বাংলা বলা বেশি শুনিনি, তাই জানতে চাইছি।
  • aka | 24.42.203.194 | ২৪ মে ২০১১ ০৯:০০475704
  • কে কোথায় আছো ন্যাড়াদাকে একটু ভাষাহীনের ভাষা, রক্তকরবীর রক্তস্নান পড়তে দাও, ন্যাড়াদা পিছিয়ে পড়েছে।
  • nyara | 203.110.238.16 | ২৪ মে ২০১১ ০৯:২৬475705
  • প্লিজ না। ঐ ভয়ংকর লেখাটা যখন প্রথম বেরিয়েছিল পড়ার চেষ্টা করেছি। মাক্কালী বলছি। ও আর পড়তে বোলোনা। কিন্তু ইয়ে, ও-ও তো সেই তোমাদের "পরিশীলিত" বাংলায় লেখা। না?

    তাতে অবশ্য তোমার প্রোটিন ইনটেক বেশি সম্বন্ধে সিদ্ধান্ত বদলাচ্ছে না।
  • aka | 24.42.203.194 | ২৪ মে ২০১১ ০৯:৪২475706
  • হায় ন্যাড়াদাও পুরোটা পড়ে নি। ভালো বাংলা, বাংলাদেশী বাংলা, পোটোপাড়ার বাংলা যে ভাষাতেই লিখুন যিনি ঐ ট্র্যাশ নামাতে পারেন তাঁকে যে আজিজুল বা দেবেশ বাবুর সাথে একই প্‌ঙতিতে ফেলা হচ্ছে না তার কারণ মমতার পলিটিকাল অ্যাকুমেন। কিন্তু তা বলে যে ঐ ট্র্যাশ নামান তার যুক্তি বুদ্ধি বিচার করতে বসে ঐ লেখা আসবে না? "গুণ্ডা ভেতরে ঢুকিয়ে দেব" আসবে না? এখানে অবশ্য যুক্তির অভাব নেই, আছে রোয়াব, যা বিরোধী হিসেবে চলে এস্টাবলিশমেন্টের পক্ষে দাঁড়িয়ে কতটা চলে? এইসব আর কি।

    কথা হল, এর পরেও মমতা ভালো মুখ্যমন্ত্রী হতেই পারেন। কিন্তু একটু ডাউটফুল কেস। অবশ্য ভালো মুখ্যমন্ত্রী হলেই বেশি খুশী (হাসির বোন)। কবে থেকে বলছি তো ভালো মুখ্যমন্ত্রী হলেই সব কথা ফিরিয়ে নেব।

    (ঘরে বাইরে কি চাপ, আগামী দুই দিন আমি গুরু থেকে রিটায়ার্ড হার্ট)।
  • a | 125.16.135.194 | ২৪ মে ২০১১ ১০:০৭475707
  • পাইদি, একটা উদা: একবছরের ভিতর বিষ্‌নুপুরের স্টেডিয়াম (যেখানে উনি বক্তব্য রাখছিলেন) - কে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামে পরিণত করা।
  • siki | 123.242.248.130 | ২৪ মে ২০১১ ১০:১১475708
  • ধুর। বাজে বাওয়াল হচ্ছে। খিল্লিযোগ্য লিখেছেন, খিল্লি করেছি, বেশ করেছি। খিল্লিযোগ্য ছবি এঁকেছেন, খিল্লি করেছি, বেশ করেছি। খিল্লিযোগ্য কবিতা লিখেছেন, খিল্লি করেছি, বেশ করেছি।

    এর সঙ্গে রাজ্য চালানোর বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের কোনও সম্পক্কো নেই। মমতা কী সেটা সবাই জানি, সেটা যে একেবারে নিষ্কলুষ নয় সেটাও জানি। তা, ঐ এক কথা, আকার মতই। এই সমস্ত কিছু দিয়েও যদি ঠিকঠাক অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন, রাজ্যকে কিছুটা হলেও সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন, এই আমাদের চেয়ে বেশি আনন্দ ভারতের আর কোনও ভাষাভাষি মানুষ পাবে না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের নামে যদি ঐ কলকাতা গেট, মনীষীদের নামে রেলস্টেশন ইত্যাদি করে বেড়ান, আর আমলাশোল পড়ে থাকে আমলাশোলেই, তা হলে আবার খিল্লি করব। তারপরে প্রতিবাদ করব। বেশ করব।

    একদিন বিহারকে নিয়ে খিল্লি করতাম। আজ নীতিশ কুমারকে নিয়ে কেস স্টাডি করছি। যদি দেখা যায় নীতিশ কুমারের পুরো উন্নয়নটাই আসলে একটা বড় ঢপ, তা হলে খিল্লি করব।

    চিত্রকলা, গান, নাচ, বই লেখা, গল্পকবিতা ইত্যাদি নান্দনিক শিল্প কিছুটা সাধনার ধন, সবার আসে না, সবার হয় না। হুসেনের ছবি এক কোটি টাকায় বিক্কিরি হয়, কিন্তু হুসেন কীভাবে হুসেন হয়ে উঠেছিলেন, তার একটা নির্দিষ্ট রূপরেখা আমাদের সকলেরই জানা। হুসেন, গণেশ পাইন, গণেশ হালুই এদের চিত্রকর হিসেবে নির্দিষ্ট পরিচিতি আছে। (শুভাপ্রসন্নেরও আছে)। এখন কারুর কাছে হুসেনের থেকে হালুই বেশি ভালো লাগে, কারুর গণেশের থেকে শুভা উৎকৃষ্ট লাগে। পসন্দ আপনা আপনা। শুভাপ্রসন্নর ছবিও এক কোটি টাকায় বিক্কিরি হলে কেউ এতটা চোখ কপালে তুলত না।

    মমতার চিত্রকর হিসেবে পরিচিতি কোনওদিনই ছিল না তেমন। তুলি নিয়ে আঁকিবুঁকি করতেন, পাসটাইম ছিল, এটাই সবাই জানত। তাই নিয়ে কোনওদিন কোথাও প্রদর্শনী হয় নি, রিভিউ বেরোয় নি, ঠিক যেমন আমার গিটার বাদন নিয়ে আজ পর্যন্ত কলামন্দিরে কোনওদিন একক ফাংশান হয় নি, তেমন আর কি। সেই মমতার ভোটের ঠিক মুখেই ছবির প্রদর্শনী হল, খুব সিলেক্টেড কিছু কাগজ ছাড়া কেউই সেই প্রদর্শনীর ছবি বা মমতার ছবির ছবি ছাপল না, এমনকি আনন্দবাজারও না, এই বাজারেও, কোথা হইতে কী হইল কেউই বুঝিতে পারিল না, তাঁর ছবি এক কোটি টাকায় বিক্রি হয়ে গেল, এবং কে কিনল, তাও সহজে জানা গেল না। ইন ফ্যাক্ট হুসেনের ছবি বা পাবলো পিকসোর ছবিও কে কোটি কোটি টাকা দিয়ে কেনে, তা-ও আমি জানি না, চিত্রকলা সম্বন্ধে আমার জাস্ট কোনও উৎসাহই নেই, কিন্তু নেটে সার্চ মারলে দু চারটে হুসেন বা পিকাসোর ছবি দেখতে পাওয়া যায়। মমতার কেসটা সে রকম নয়, তাই খিল্লিমেশানো প্রশ্ন উঠছে, ওঠাটাই স্বাভাবিক। ... ঐ যেমন বললাম, একদিন কেউ যদি হঠাৎ শোনে আমি সিকি মুখার্জি ডোভারলেনে সারারাত্রিব্যাপী কালোয়াতি গেয়ে উস্তাদ আমজাদ আলি খানের শাল স্বহস্তে উপহার পেয়েছি, কেসটা সেই রকমই হবে।

    তবে অ্যাজ লং অ্যাজ টাকাটা রাজ্য সরকারের তহবিলে জমা পড়েছে, আমার এর পর কোনও বক্তব্য নাই। যেভাবেই হোক, কালো টাকাই হোক বা সাদা, টাকাটা যদি রাজ্য সরকারের তরফে ভালো কাজে, রাজ্যের কাজে ব্যয় করা হয়, আমি দুহাত তুলে মমতার ভালো চাইব। মনের ভেতর থেকে।

    মমতা এখনও কিছুই শুরু করেন নি। তাঁকে সময় দেওয়া হোক। খিল্লি চলুক, ছবি নিয়ে, ভাষাহীনের ভাষা নিয়ে। তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনকে মিলিয়ে ফেলার চেষ্টাটা বন্ধ হোক। অন্তত দু তিন মাস সময় তো দেওয়া হোক।
  • 9 | 61.90.164.27 | ২৪ মে ২০১১ ১১:৩১475709
  • আমাগো দ্যাশে অ্যাকখান কতা আসিল: কত্তার ফাদে গন্দো নাই। বেফারডা হেই কতাডার লাহান খাড়াইলে কওনের কিসু নাই। নইলে দুইখান কতা আসে।

    মমতার ধুর ছবি/সাহিত্যের সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্কই নেই। এইটা দাবীও করা হয় নি। দাবীর বিষয় ছিল মমতার মেগালোম্যানিয়া। যেটা হুতো "মানসিকতার অপরিপক্বতা" বলেছে সেটা আমার কাছে মেগালোম্যানিয়া। খুব একটা অজানা ব্যাপার নয়। তৃণমূলের প্রাক্তন লোকজনের সঙ্গে কথা বলার সুযোগসুবিধে থাকলেই জানা যায়। মেগালোম্যানিয়াকরা ভালো প্রশাসক হলেও হতে পারেন। অত্যন্ত ধুর টাইপের লেখকরাও হতে পারেন। সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু সেটাও মমতার মেগালোম্যানিয়া ডিসপ্রুভ করবে না।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১১:৪১475710
  • মমতা ভালো মুখ্যমন্ত্রী হলেই আমি খুশী।

    আর বাম সমর্থক রা ভুলভাল ভাট না বকে হার হজম করে , নিজেদের পার্টি সংঘঠন শক্ত করলে সেটা কাজের কাজ হবে।
  • pinaki | 122.164.244.85 | ২৪ মে ২০১১ ১১:৪৪475711
  • হ্যাঁ, মেগালোম্যানিয়া অবশ্যই আছে, কিন্তু সেটা মায়বতী লেভেলে কিনা সেটা এখোনো প্রমাণিত নয়। ক্ষমতায় আসার পর, এখন কি কি করছে তাই দিয়ে সেটা বোঝা যাবে। তখন মায়বতীর সাথে অ্যানালজি টানা যাবে।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১১:৪৬475712
  • এই যে পিনাকী, তিমি সুইডেন থেকে ফিরছো কবে?
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১১:৪৭475713
  • /তুমি :-))
  • kallol | 220.226.209.2 | ২৪ মে ২০১১ ১১:৫০475715
  • আমি যতদূর জানি, পিনাকী পূণ্য মে দিবসে, চেন্নইয়ের তপ্ত কটাহে নেমে আসবেন। কী পিনাকী, তাই তো? নাকি পেলান চেঞ্জ হয়েছে।
  • pinaki | 122.164.244.85 | ২৪ মে ২০১১ ১১:৫৫475716
  • বাবার অসুস্থতার জন্য মাঝপথে ফিরে আসতে হয়েছিল। পয়লা বৈশাখ কলকাতা ল্যান্ড করেছি। এখন চেন্নাইতে।

    আমার অফিসে গুরু ব্লক করা। তাই দুষ্টুমি করে সুইডেনের সার্ভার দিয়ে খুলি মাঝে মাঝে। জনতা হয়তো সেই দেখে ভেবে থাকবে আমি সুইডেনে। আজ কিছু কাজ আছে বলে ফার্স্ট হাফ অফ নিয়েছি।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১১:৫৭475717
  • না না আমি আই পি চেক করার ও ত চাপ নি ই না। সেই বলেছিলে সেটাই মনে ছিল।

    বাবা এখন ভালো আছেন তো?
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১১:৫৯475718
  • খাজা/অপদার্থ মুখ্যমন্ত্রী। কিন্তু, দারুণ বাংলা বলবে, হাই ক্লাস ছবি আঁকবে, দুনিয়া কাঁপানো কবিতা লিখবে - কবে যে হবে এসব।
  • pinaki | 122.164.244.85 | ২৪ মে ২০১১ ১২:০২475719
  • না:। ভালো নয়। টার্মিনাল ফেজ চলছে। কতদিন টানতে পারবে বলা মুশকিল। বাড়িতেই আছে। ছোটোখাটো হসপিটাল টাইপের অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে বাড়িতে। হসপিটালে রাখলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়ে যাচ্ছে।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:০৩475720
  • কিংবা লাটক ? আর নন্দনে গিয়ে বিদেশী সিনেমা দেখে দেখে নিজেকে আরো ' বিদগ্‌ধ' আর 'সংস্কৃতিবান' করে তুলবে !!
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১২:০৯475721
  • বোতিন কি বুদ্ধবাবুকে ইঙ্গিত করছেন। না হে। বুদ্ধ, মমতা, জ্যোতি বসু - কাউকে দিয়েও ঐ ডেফিনিশন - মানে, এই টই-তে যেরকম মুখ্যমন্ত্রী খোঁজা হচ্ছে তেমনটি - স্রেফ মুশকিল হি নেহি না মুমকিন....
  • Ishan | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:১০475722
  • কিন্তু ছবি আঁকা বা গান গাওয়া বা কবিতা লেখা (সে খারাপ ভালো যাই হোক), এবং নিজের বই নিজে ছাপা, নিজের ছবির এক্সিবিশন করে ছবি বেচা, এর সঙ্গে মেগালোম্যানিয়ার কি সম্পক্কো ঠিক বুঝলাম না।

    হ্যাঁ, নিজের মূর্তি বসানোর অর্ডার দিলে, বা, নিজের নামে রেল ইস্টিশানের নাম দিলে নিশ্চয়ই মেগালোম্যানিয়াক বলা যেত বা যাবে।
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১২:১৪475723
  • হ্যাঁ, এটাও একটা পয়েন্ট বটে। মেগালোম্যানিয়া শব্দটির অর্থ (উইকি):
    1. A psychopathological condition characterized by delusional fantasies of wealth, power, or omnipotence.
    2. An obsession with grandiose or extravagant things or actions.

    জনতা বোধহয় খামখেয়ালী, হুইম্‌সিক্যাল, স্টাবর্ন.... এইসব বলতে চেয়েছে।

  • pinaki | 122.164.244.85 | ২৪ মে ২০১১ ১২:১৫475726
  • আমার মনে হয় নোয়াম চমস্কিকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক। মোটামুটি সর্বজনগ্রাহ্য হবে।

    কিন্তু গান বা ছবি পাওয়া যাবে না। সেই দিক দিয়ে দেখলে দাড়িদাদুই ছিল আদর্শ ক্যান্ডিডেট। কিন্তু হায়।
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:১৫475724
  • LCM দা, ধুয়ে মুছে সাফ হয়ে যাবার পরে সিপি এম সমর্থকদের কিছু একটা করতে হবে তো কাঠি করার জন্যে। তাই আর কিছু নেই তাই

    ১। মমতার কবিতা
    ২। মমতার ছবি
    ৩। মমতার বাংলা,হিন্দি,ইংলিশ

    'ধন্য ''তাদের'' অধ্যবসায়'!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন