এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৩৬475827
  • এটা পাইয়ের জন্য তুলে দিলাম। ভাষা কেন ইমারট্যান্ট।
    ------------------------------------------------------

    প্রবল সিপিএম বিদ্বেষ সত্বেও মমতাকে বহুদিন লোকে রিজেক্ট করেছে (২০০৬ অবধি) কারণ অনেকটাই যে কারণে আমেরিকার লোকজন গত ইলেকশনে সারা পালিনকে রিজেক্ট করেছিল। সারা পালিনের সেই ইমেজ যেমন সহজে যাবার নয় মমতারও নয়। এত সত্বেও মমতা তার জেদ, পরিশ্রম, আন্দোলন করবার মানসিকতা দিয়ে এতটা এগিয়েছে যে অনেক ভালো লোকে মমতার ব্যানারে এসেছে। লোকে মমতাকে বিরোধী হিসেবে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তার মানে মমতার সারা পালীনীয় কাজকম্মো একেবারে মুছে গেছে তা নয়। অনেক কিছুর মধ্যে মমতার পলিটিকাল রেটরিক এবং ""ভাষাহীনের ভাষা"" অন্যতম। ঐ ভাষা যে লেখে তার অনেক কিছু নিয়েই প্রশ্ন ওঠে। যেমন আজিজুল বা দেবেশ বাবুকে নিয়ে ওঠে। এরপরেও হতেই পারে মমতা নিজেকে অনেক চেঞ্জ করে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার অতীতের সারা পালনীয় কাজকম্মের কোনই রেফারেন্স হবে না এ কথাটা মনে করলে বলব লোকে মমতা জ্বরে ভুগছে।
  • rimi | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৪৫475828
  • আচ্ছা, মমতার ভাষার ইমেজ আর পোলিটিকাল রেটরিক নিয়ে তো অনেক আলোচনা হল, এবার একটু সিরিয়াস ব্যপারগুলো নিয়ে ভাবলে হয় না?
    মমতা ভাষাহীনের ভাষা থেকে অনেক দূরে চলে গেছেন, এগিয়ে গেছেন, অথচ আমরা আঠার মতন সেইখানেই আটকে আছি!!!!!!!!!!

    মমতার সাম্প্রতিকতম কাজগুলো নিয়ে কথা বললে মনে হয় সময়ের অপচয় খানিকটা কমবে।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ০৮:৪৬475829
  • দ্রি করেছেন তো, জানতে হলে স্ক্রল করে ওপরে উঠতে হবে।
  • santanu | 82.112.6.2 | ২৫ মে ২০১১ ০৯:০৭475830
  • ২ লাখ কোটি টাকার দেনা - কোষাগর দেউলিয়া। আমার মনে হয়েছিল মমতা এসে একটু বেল্ট টাইট করার ব্যবস্থা করবেন - যা যা করলেন এই কদিনে -

    ১। গরীব বড়োলোক নির্বিশেষে জলকর তুলে দিলেন
    ২। মন্ত্রিদের ঘর সারাতে ১।৬ কোটি
    ৩। সরকারী কর্মিদের কিছু আর্থিক নিষেধাগ্যা ছিল, সেগুলোর মধ্যে কিছু তুলে নেবার জন্য পার্থ বাবু দেখাশোনা করবেন
    ৪। শিক্ষক দের মাইনে ১ তারিখেই হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। (দেউলিয়া অবস্থা থেকে কি লটারী পাওয়া গেল?)
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৯:১৩475831
  • চিড়িয়াখানার বুভুক্ষু পশুপক্ষীর হন্য ও শুনলাম ঢালাও দুখ পাঁউরুটির ব্যবস্থা হচ্ছে, এটাও বুঝলাম না।
    সবার উপর থেকে জলকর তুলে নেবার কোন মানে হয়না।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ০৯:১৮475832
  • *জন্য
    দুধ
  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৯:৩০475833
  • আকাকে দুইখান কথা বলি।

    ১। আকা লোকসভা এবং পুরসভা নির্বাচনের ফল দেখেও বিধান্সভায় প্রকাশ্যে দুয়ে-দুয়ে চার প্রেডিক্ট করতে পারেনি। কিন্তু সেই ২০০৬-৭ এ প্রবল ব্র্যান্ড বুদ্ধ, পরাক্রান্ত মিডিয়া, বুদ্ধিজীবিকুলের খোরাক এবং লোকসভায় একটিমাত্র জেতা আসন সম্বল করে এক মহিলা সিঙ্গুরের পক্ষে বাজি ধরেছিলেন। আজকে দাঁড়িয়ে দুয়ে-দুয়ে চার মিলিয়ে দিতে খুব সহজ লাগে। কিন্তু সেই সময়ে, কমরেড, বুকে হাত দিয়ে বলুন, এটা করতে ক্যাপা লাগেনি? সাহসই হোক, বা ঝুঁকি নেবার ক্ষমতা, যা বোধহয় ততটা ক্যালকুলেটেডও নয়, তার প্রাপ্য সম্মানটুকু দেব না? বলব, ওটা দুয়ে-দুয়ে চারই ছিল?

    ২। এই আপাত: ক্যালকুলেশনহীনতা মমতার সর্বত্র। কাজেই তৃণমূলের ম্যানিফেস্টো খুঁজে কিছু পাওয়া যাবে বলে মনে হয়না। মমতার স্টাইলটাই আলাদা। সেটা খুব একটা প্ল্যানিং এর সমস্যা নাও হতে পারে। অনেকটাই হয়তো ডকুমেন্টেশনের সমস্যা। তাতে লোকের ঘন্টা।
    একটা কল্পিত উদাহরণ দিয়ে বলি:
    ধরুন আজকে সিপিএম কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক পেয়েছে/নিয়েছে। সীতারাম ইয়েচুরি রেলমন্ত্রী। পুরোটাই ভীষণ স্ট্রকচারড। আপনি সিপিএমের ওয়েবসাইটে গেলেই রেল-পলিসি পড়তে পারছেন। সেই পলিসি কেমন? পুরোটাই বানিয়ে বানিয়ে লিখছি, তবু আন্দাজ করা যেতে পারে, ইয়েচুরি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেও গোটা দেশের রেলমন্ত্রী, অতএব একটি ভিশন ডকুমেন্ট আছে। গোটা দেশে সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোনটির অগ্রাধিকার সেসব ক্লিয়ার করে লেখা আছে। এবং সবশেষে ঘোষণা: যদিও পূর্বভারতকে মাশুল সমীকরণ এবং অন্যান্য নীতি দিয়ে এতদিন বঞ্চিত করে রাখা হয়েছে, কিন্তু আমরা ঐ পথে হাঁটবনা। গোটা দেশেই একটি সমসত্ব নীতি চালু করব, ইত্যাদি, প্রভৃতি।

    অন্যদিকে মমতার স্টাইল দেখুন। ওসব ডকুমেন্টেশনের তোয়াক্কা করেন না। প্রথমেই প:ব:এর জন্য পঞ্চাশটা প্রকল্প ঘোষণা। তার মধ্যে পঁচিশটা হবে। বাকিগুলো শেষ অব্দি হবেনা। কিন্তু পঁচিশটা হবে। দাবী একটাই। বাংলার জন্য কেউ কিছু করেনি, আমি করে দেখাবো।

    লক্ষ্য করে দেখবেন, প্রবল ডকুমেন্টেশন সত্বেও, এবং ভিশন থাকা সত্বেও ইয়েচুরি কেসে বাংলা হয়তো দুটো প্রকল্প পেয়েছিল, মমতার কেসে পেল পঁচিশটা। ডকুমেন্টেশন সিপিএমের গুণ। যা প্রশংসনীয়। কিন্তু ডকুমেন্টেশন দিয়ে দিনের শেষে কি করবে লোকে? ধুয়ে খাবে? তার চেয়ে ঢের সোজা ইকুয়েশন হল, বাংলা অ্যাদ্দিন কিছু পায়নি, চান্স যখন পেয়েছ কিছু করে দেখাও। সিম্পল।

    এবার, স্রেফ ডকুমেন্টেশন দিয়ে যেমন চলেনা, স্রেফ হুড়ুমতাল প্রকল্প দিয়েও শেষ অব্দি চলেনা। একটা ভিশন থাকতেই হবে। তার জন্য ডকুমেন্টেশনও দরকার। সেটা কি হবে না হবে, সে দেখতে হবে। তবে, ব্যক্তিগতভাবে আমার ধারণা, ক্ষমতায় থাকলে প্রচুর বিশেষজ্ঞ পাওয়া যায়, যারা এই কাজগুলো ভালোভাবে করতে পারেন। মন্ত্রীর খালি জেদ আর সদিচ্ছা থাকলেই চলে। মানে লোক-তাড়ানো আর কি। :)

  • Ishan | 117.194.33.213 | ২৫ মে ২০১১ ০৯:৩২475834
  • কিন্তু মেগ্যালোম্যানিয়ার সঙ্গে নিজের বই নিজে ছাপার সম্পক্কোটা এখনও বোঝা গেলনা। কোনো সম্পক্কো আছে নিশ্চয়ই। :)
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১০:০৭475835
  • কাল একটা পোস্ট করেছিলুম। গেছোদাদা বল্লেন "এই একটা ভ্যালিড পয়েন্ট" - তা সঙ্কেÄও কেউ রা কাড়ল না। উল্টে মীটিংটাই অন্য উদ্দেশ্যে ডাকা এবং প্রশ্নটাই ইনভ্যালিড বলে গেলেন কাকেশ্বর ও অন্যান্যরা। কিন্তু মীটিংটা যে সত্যি "নবনিযুক্ত মন্ত্রী ও বিধায়কদের সম্বর্ধনা জানানোর জন্যে ডাকা" এইটা কাগজ (আবাপ ও টেলিগ্রাফ) পড়ে বা ছবি (টেবিলের ওধারে কেবল ববিহাকিম - রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, সৌগত রায় - কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী ও শোভন চট্টোপাধ্যায় - কলকাতা পুরসভার মেয়ের) দেখে বুঝতে পারি নি।

    চাইলে আরেকবার পড়ে দেখতে পারেন

    http://www.anandabazar.com/archive/1110524/24raj4.htm

    কেউ যদি দু-পয়সা দেন।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:২০475837
  • লাও ! :D


  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১০:২৬475838
  • কী কেলো !
    psychologist-গুলোও মধ্যমেধার !
    মেগালোম্যানিয়া খুঁজে পেল না।
    আবার goal oriented-ও বলেছে !
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:২৮475839
  • সত্যি বস, ওনার লেখা /আঁকা নিয়ে এত খিল্লি করতে ইচ্ছে হয়নি, যতটা এই অ্যানালিসিস নিয়ে হচ্ছে।
    বই বের করলে সেটা মেগালো ম্যানিয়া কি ছবি/লেখা দেখে মানসিক ভারসাম্যহীনতা বুঝে ফেলার মত ই এ আরেক এক্সট্রীম লাগছে ! :)

  • lcm | 69.236.175.29 | ২৫ মে ২০১১ ১০:৪৪475840
  • "ডিক্টেটোরিয়াল গাম্বাট'...সংক্ষেপে, ডিজি... এটা বোধহয় বেটার ফিট ...

    যাই হোক, ভোটের রেজাল্ট নিয়ে খানিক কনফিউস্‌ড ... সিঙ্গুর/নন্দীগ্রাম এপিসোডের পর মনে হয়েছিল, শহর/শিল্পাঞ্চলে তিনোমুল ডুবল, গ্রামাঞ্চলে সিপিএম গেল। কিন্তু, হিসেব মেলেনি।

    যাক গে, সে আলুচানার জন্য এ থ্রেড নয়।
  • h | 203.99.212.54 | ২৫ মে ২০১১ ১০:৪৫475841
  • দ্রি, একটা রিজয়েন্ডার আছে। জেনেরালি, গ্রামীণ ক্ষেত্রে অকৃষি পেশা বা রোজগার ইত্যাদি বস্তু পোলিটিকাল রেটোরিকে অনুপস্থিত। তার একটা কারণ হতে পারে, সিঙ্গুর - এ আপত্তি/আন্দোলন টা এসেছিল মূলত: কৃষিজীবি দের পক্ষ থেকে। এই বারে, যেটা ফ্যাকট সেটা হল, অকৃষি বা কৃষি-র সঙ্গে যুক্ত কিন্তু জমির সংগে যুক্ত নয় এরকম পেশা ক্ষুদ্রাইক্ষুদ্র জায়্‌গাতেও বেড়েছে। এখন ৩৪ বছরে কিছুই না হলে বিশেষত: রোজগার এবং স্কিল কিছু না বাড়লে এটা হয় না। টি এম সি র জমানায়, সে যত দিন ই হোক, ৫ বছর কিংবা ৪০ বছর, এই পার্ট টার গুরুঙ্কÄ ক্রমশ: বাড়বে, এবং এদের চাহিদা রেটোরিকে ঢুকবে। রুরাল ইনরাস্ট্রাকচারে পিপিপি র কথা বলা আছে তৃণমূলের ইশতেহারে, সেটা এই কনটেকে্‌স্‌ট দেখলে দূরদর্ষী। তবে টোলিং ইত্যাদি নিয়ে স্বাভাবিক ভাবেই কিসু বলা নেই, সইত্য কথা দিয়া ভোট হারাও যায় না , জেতাও যায় না :-))
    মোদ্দা হলো এই কনটেকে্‌স্‌টই আমি স্থানীয় কর্মসংস্থানের সম্পর্কে কথাগুলি বলেছি।
  • lcm | 69.236.175.29 | ২৫ মে ২০১১ ১০:৫৫475842
  • এইচ,
    রুরাল ইনফ্রাস্ট্রাকচারে গ্রামের মানুষের PPP বাড়ানোর কথা আছে তিনোমুলের ইস্তাহারে - এই তথ্যটি ইন্টারেস্টিং।
    কিন্তু, কিভাবে হবে সেটাই দেখার, বা, আদৌ কিছু...

  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১০:৫৫475843
  • সবচেয়ে কেলো হল, 'extremelyrefinedmentalprocess' খুঁজে পেয়েছে :)
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১১:৩২475844
  • এল সি এম, কীভাবে কথাটা র বিশেষ ব্যাখ্যা নাই, আপাতত রেটোরিকে 'হৃদয়' এর কথা আর 'পোলিটিআক্ল উইল' এর কথা শোনা যাছে। ইংরেজি চ্যানেল রা একে 'সি-ই-ও মোড অফ গভর্নেন্স' বলে, মানে সি এন এন / আই বি এন বলেছিল, কালমাদি কেস এ। বলেছিল এই যে এত এজেন্সির মধ্যে কো-অর্ডিনেশনের অভাব, শীলা দীক্ষিত-বনাম-স্পোর্টস মিনিস্ট্রি--বনাম-অর্গানাইজিং কমিটি ইত্যাদি, এইটা নাকি গুজারাত বা তামিল নাদু হলে হত না ইত্যাদি। চিনের উন্নতি সম্পর্কেও এই কথা বলা হয়, যে বেশি এজেন্সি ফেজেন্সি নাই, পার্টি ই শেষ কথা, তাই ইনভেস্টর রা ভালো ভাবে কম পরিশ্রমে নেগোশিয়েট করতে পারে ইত্যাদি।

    আর পিপিপি কেই যদি পদ্ধতিগত একটা উপায় বলে ভাবেন তাইলে একটা টোলিং প্ল্যান লাগে, বিশেষ উল্লেখ নাই। সেচ আর রোডস এ পিপিপি র কথা আছে। আমাদের দেশে পিপিপি বলতে যেটা বোঝানো হয়, সেটা হল গুড় প্রাইভেট সেক্টরের, ইন্‌ফ্‌রা ঝাড়, পোলিটিকাল ফলওআউট সব ই সরকারের। এই নিয়ে একটা জোক বলতেন শ্যামল চক্রবর্তী। যয়েন্ট সেকটর প্রসংগে। আমি যখন পার্টি তে ছিলাম, তখন একটা ক্লাসে বোধ-হয় কেউ একটা হলদিয়া নিয়ে বলেছিল, তখন আবাপ তে পুর্নেন্দু বন্দনা চলছে। বলেছিলেন, একটা লোক একটা দোকানে গেছে, বল্লো চিকেন ভাত হবে? তো দোকানি বল্লো হবে তবে ৫০% চিকেন হবে আর ৫০% উট বা ঘোড়া, যা চাইবেন। তো লোকটি ৫০% উট অপ্ট করলো, কশ্‌ট করে খেয়ে দেয়ে চোলে এলো। পরের দিন একই চাহিদা আর এক ই উত্তর। তো ক্রেতা জিগ্যেস করলেন, কাল এক ই জিনিশ খেলাম, আজ তো দাঁতেই কাটতে পারছি না। তো মসিয়েঁ রেস্তোরেন্তিওর উত্তর দেন, আজ্ঞে আগের দিন এক প্লেটের ৫০% ছিল চিকেন আর ৫০% ছিল উট। আজ একটা চিকেনের ৫০% এর সঙ্গে একটা উটের ৫০% মেশানো হয়েছে। স্লাইট টেস্ট বদলে গেছে :-) পিপিপি কেস টা রেসিপির দিক থেকে কোন দিকে যাবে বলা মুশকিল, বিশেষত যদি পাবলিক সেক্টর সিস্টেমেটিক ডেসট্রাকশন চলে, আর রাজ্যদের মধ্যে ইনভেস্টমেন্ট টানার প্রতিযোগিতা অব্যাহত থাকে :-))
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১১:৪২475845
  • অলরেডি মেট্রোরেল আর ট্রাম মিলে যাওয়্র প্রস্তাব উঠেছে, কথা চলছে কেএমসি আর বিধাননগর পুরসভা মিলিয়ে দেওয়ার। ধীরে ধীরে ঐ দিবে আর নিবে, মিলাবে মিলিবে ....
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১১:৪৯475846
  • JNURM এর টাকার ভাগ পেতে গেলে কলকাতা পার্শ্ববর্তী হগলকেই কলকাতা হতে হবে। এখন তাতে লোকাল পোলিটিকাল অ্যাসপিরেশন এর কি হবে সেটা জানতে গেলে অনেকদিন অপেক্ষা করতে হবে। ইন দ্য মিন টাইম আশা করা যায়, JNURM বা অন্তত RAHUL URM কেন ছোটো পুরসভার জন্য নেই, সেইটা পোস্নো করবে না, করলে ডকু বেড়ে যাবে ও কাজ কমে যাবে ইত্যাদি :-)
  • a | 125.16.135.194 | ২৫ মে ২০১১ ১২:৪৫475848
  • ইশানদা, একটা প্রশ্ন, তোমার সব কথা মেনে নিয়ে (যেগুলো মেনলি, হাওয়ায় বলা, যেমন তুমি ধরেই নিলে সিপিয়েম ২টো দিত, মমতা ২৫টা দেবেন ইত্যাদি) বলি, তাহলে আর ট্রান্সপারেন্সি চাওয়া কেন?

    সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি এসবই কিন্তু প্ল্যানিং আর ট্রান্‌স্‌পারেন্সির অভাবে ফেল করেছে।

    আমি বলছি না শুধুই প্ল্যান কর, কাজ করো না, কিন্তু সরকারী কাজে একটা মিনিমাম এফোর্ট এসবে যাবেই। যেমন টেন্ডার। সরকারী গাইডলাইন না মানলে কাল ক্যগ এসে ধরবে। ইত্যাদি।

    তবে এসব সত্বেও, অন্তত: সর্ট টার্মেও যদি প:ব:র ভালো হয়, খুবই ভালো।
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১৩:০৭475849
  • হনুকে একটা প্রশ্ন ছিল। JNNURM-এর টাকা কী ছোট শহর/পুরসভার জন্য নেইই নাকি কম আছে?
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১৪:১১475850
  • সইকত ( দ্বিতীয়) , দুটৈ। তিনটে ক্যাটিগোরি র ৬৩ টা শহর আছে। ক্যাটেগোরাইজেশন দেখলে বুঝবে বলা হচ্ছে মূল ক্লাসিফিকেশন পপুলেশন এর ভিত্তিতে। মজা হল সেটা যদি লজিক হয়, তাইলে শহরে মাইগ্রেশন আটকানোর রাস্তা হল ছোটো জায়্‌গা র কাজের সুযোগ বাড়ানো, ইনফ্রা বাড়ানো।
    (একই ক্যাটেগোরি র মধ্যে এম্‌প্‌লয়ে্‌মন্ট অপর্চুনিটি ধরলে ভালো ডিফারেন্স আছে। যথা নাগপুর ও পুনে। )

    কিন্তু সেদিকে না গিয়ে খুব সুন্দর সব ডকু তে বলা হয়েছে কি কি রিফর্ম করলে তবে পয়শা দেওয়া হবে আর কি রেশিও তে দেওয়া হবে। বড় শহরে, বড় হতে থাকা শহরে, নানা রকম পন্থা। অশোক ভত্তাচার‌্য আর বাসুদেব আচারিয়া এই নিয়ে একটু বলেছিল, কেউ পাত্তা দেয় নি। আর অশোক ভত্তাচার‌্য র বিরুদ্ধে এই টাকা সাইফন করে অন্যত্র ব্যবহারের অভিযোগ ও উঠেছিল। একটু খুজে পেতে দেখলে পাওয়া যেতে পারে।

    এবং জেনেরালি, এই টা র পচন্ড পোসোন্‌গ্‌সা ইত্যাদি হয়েছে, কিন্তু এই পদ্ধতি তে , অ্যাসপিরেশন বা মাইগ্রেশন কোনোটাই বিশেষ ম্যানেজ হয় কিনা এবং বিকেন্দ্রীকরণ সীমিত হয় এই সন্দেহের অবকাশ আছে। প: বঙ্গের ক্ষেত্রে প্রাথমিক লিস্টে অন্তত কলকাতার বাইরে শুধু আসানসোল ছিল, সিলিগুরি ছিল না, মালদা ও বাকিদের কথা ছাড়ো। হতেই পারে, এটা বামফ্রন্টের ল্যাদামো, বা অ্যাক্ট রিফর্ম গুলো আনতে পারেনি, (এর মধ্যে টেনেন্সি অ্যাক্ট আছে)।

    JNURM এর ক্যাটিগোরাইজেশন টা বেসিকালি ট্র্যাডিশনাল জিওগ্রাফির সমস্যাকে বাড়ায় মাত্র। আসাইড হল, মনি শংকর আয়ার এর একবার চাগরি গেছিলো ইরান-ভারত লাইনের জন্য, আর একবার আনপপুলার হন, কমনোয়েল্‌থ গেমস এর সময় পঞ্চায়েত বিভাগের জন্য ৬৫০ কোটি চেয়ে, সে দু:খে তিনি নিজে টেলিগ্রাফের পাতায় নিজেকে সোশালিস্ট বলে দাবী করেন মনে আছে নিশ্চয়ি।
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১৪:৪১475851
  • যা বুঝলাম, এই JNNURM-টা একটি জটিল ব্যাপার বিশেষ। বিবিধ প্রজেক্ট এর অন্তর্গত এবং সেগুলো আবার বিভিন্ন পুরসভাতে ছড়িয়ে আছে।

    পশ্চিমবঙ্গে যেমন দেখছি এই সব জায়গায় কাজ হয়েছে -

    http://jnnurmwestbengal.gov.in/Others/ULB_LIST_Districtwise.htm
    http://jnnurmwestbengal.gov.in/HTM/FourSchemes.htm

    তবে এগুলোর টাকার অংক যথেষ্ট কিনা সেটা জানা নেই। সেই দিক মাথায় রেখেই UPA-II-তে ২০১২ বা তার পর আসতে চলেছে JNNURM-II
  • kallol | 220.226.209.2 | ২৫ মে ২০১১ ১৫:৩৪475852
  • কোয়ার্কের Date:25 May 2011 -- 10:07 AM পোস্টের জবাবে।
    আনন্দবাজারের খবরে অনুষ্ঠানটি সম্পর্কে লেখা আছে, ""এদিন টাউন হলের এক অনুষ্ঠানে""। টাউন হলের অনুষ্ঠানে জলকর নিয়ে কোন সিদ্ধান্ত হতে পারে না। সিদ্ধান্ত হতে হলে, পুরসভা/বিধানসভায় হতে হবে। সেখানে বামেরা থাকবেই (মানে, তাদের যে কটা আসন আছে ততটাই)।
    এবার আসা যাক আজকালের খবরে : http://www.aajkaal.net/archive/report.php?hidd_report_id=150820
    এখানে অনুষ্ঠানটি সম্পর্কে লেখা হচ্ছে, ""এদিন টাউন হলে রাজ্যের নতুন মন্ত্রী ও বিধায়কদের সংবর্ধনার আয়োজন করেছিল কলকাতা পুরসভা।""।
    আশা করি দুপয়সা পেয়ে গেছেন। পেয়ে থাকলে প্রাপ্তি স্বীকার করার ভদ্রতাটা দেখাবেন দয়া করে।
    কিছুদিন আগে ব্রাত্যের একটা টিভি সাক্ষাতকার নিয়ে খুব হৈ হৈ হচ্ছিলো। ব্রাত্য নাকি বলেছেন যে, সত্যজিত ফিল্ম বুঝতেন না। ঋত্বিক ছিলেন সুইডো কমিউনিষ্ট। সত্যজিতের অভিনেতারা ওর বাড়ীর বাজার করে দিতো বলে চান্স পেতো।
    কেউ দু পয়সা দেবেন সে ব্যাপারে!! কে যেন একজন লিখলেন যে তিনি দ্যাখেন নি, তবে যার কাছ থেকে তিনি শুনেছেন তাকে অবিশ্বাস করার কোন কারন নেই।
    অপেক্ষায় থাকলাম। অবশ্য বেকায়দায় পড়লে, বামেদের জবাব না দেবার ঐতিহ্য অতি প্রবল।
    বিরোধীতারও একটা মাপকাঠি থাকা দরকার। এরকম বালখিল্য বিরোধীতা মানায় না।
  • h | 203.99.212.54 | ২৫ মে ২০১১ ১৫:৫১475853
  • ফর ওয়ান্স , সইকত (২ য়) র কথাটা বেশ গভমেন্টে আসার পরেকার মত শোনালো, কাজ হচ্ছে/হয়েছে এবং আরো কাজ হবে ;-) (ম: মাত্র)
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ১৬:১২475854
  • ঈশান, মমতার সিঙ্গুর আন্দোলন যতটা গ্লোরিফাই আমরা করি ততটা দাবী রাখে কিনা ভেবে দেখার মতন।

    আন্দোলনের মূল প্রেমিস কি? ৪০০ একরের অনিচ্ছুক চাষীদের জমি জোর করে নেওয়া হয়েছে। তাতে অসুবিধা কি? এক, যাদের জমি গেছে তাদের চাষের জমি গেছে মানে সেই পরিবারগুলোর আয়ের সংস্থান গেছে, দুই, নিজের অনিচ্ছায় রাষ্ট্র শক্তির কাছে মাথানত করতে হয়েছে।

    টাটার কারখানা ওখানে হয় নি, টাটা ন্যানোর প্রোডাকশন করছে গুজরাট থেকে। এতে কি হল? ৪০০ একরের অনিচ্ছুক চাষীদের জমি তো ফেরত পাওয়াই গেল না। আবার ৬০০ একরের ইচ্ছুক চাষী তাদেরও ভিটেমাটি, টাটার কারখানা থেকে ইনকামের সুবিধা গেল। এবং সিঙ্গুর অঞ্চলের যে উন্নতি সম্ভব হত তাহল না।

    যে আন্দোলনের মূল জায়গাই ছিল অনিচ্ছুক চাষীদের ৪০০ একর ফিরিয়ে দেওয়া সেই আন্দোলন থেমে গেল টাটা বাংলা থেকে চলে যেতেই, ভোটে জেতার জন্য যথেষ্ট পলিটিকাল মাইলেজ পাওয়ার পরেই। আন্দোলনের উদ্দেশ্য কিন্তু তা ছিল না। কেন বন্ধ হল? আমার ব্যাখ্যা হল টাটা চলে যাওয়ার পরে পুরো আন্দোলনটায় আর সেরকম মাইলেজ ছিল না। তাই সিঙ্গুর আন্দোলনের কতটা মমতার পলিটিকাল অ্যাম্বিশন অ্যাচিভ করার জন্য একটা ঘটনা, আর কতটা গ্লোরিফায়েড ""মা-মাটি-মানুষের"" আন্দোলন তা ভেবে দেখার মতন। আমি মনে করি প্রথমটা এবং তাই দুয়ে দুয়ে চার- প্যাকেজিংটা একটু অন্যরকম।
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১৬:১৪475855
  • কল্লোলদা, পাপী তাপী, তবু একটা কথা, কাগজের খবর নিয়ে অতো পার্সোনাল লোড নেওয়াটা চাপের। আজ টেলিগ্রাফে বেরিয়েছে, আইন বদলালে জমি ফেরত সম্ভব আর হেড লাইন করেছে টাটাদের 'পে অফ' সম্ভব। আর প্রতিদিন বলেছে, এই আইনের মধ্যেই জমি ফেরত সম্ভব।

    এখন পোলিটিকাল সম্ভাবনা ছাড়াও যেটা বলা যায়, কেউ ই পুরোটা বলছে না, কারণ শিল্পমন্ত্রী বলেছেন, সব কাগজ ডিপার্টমেন্টাল রিপোর্ট এখন পাবলিকলি দেওয়া যাবে না (প্রতিদিন)। এই কেসে কেউ না কেউ হালকা ঢপ দিচ্ছে, সে পরে যতই hailing বা 'সাধু সাধু' হোক না কেন, জে কোন একটি লাইনে।

    বাই দ্য ওয়ে অনুষ্ঠানে সিদ্ধান্ত হতেই পারে, রিজোলিউশন নিলেই হল, পরে আরেকটা রিজোলিউশন নিয়ে একটু পোক্ত করলেই হবে।

    মাইরি আমরা একাদিক্রমে ৩৪ বছর ধরে একটা স্ট্রাকচার ডিফেন্ড করে এলেম, আপনি এগারো দিনে কাগজ পড়ে ক্ষার খেলে হবে ? এই যেমন আমি আজকালের নাম দিয়েছি, 'আমি কেবল-ই স্বপন করেছি বপন', কিন্তু তাই বলে কি বর্তমান কেমন দিল বলিচি?
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১৬:১৭475856
  • ম: মাত্র।
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১৬:৩১475857
  • হনু,

    আমার লেখার শেষ লাইনে দাঁড়ির বদলে বিস্ময়চিহ্ন (!) দেওয়া উচিত ছিল। তাহলে irony-টা প্রকাশ পেত। :-)
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১৬:৩২475859
  • কল্লোলদা,

    পেলাম। যে দু পয়সা পেলাম সেটা হ'ল আপনি আবাপ আর টেলিগ্রাফের খবর এবং ছবি, প্রতিদিনের খবর (আগেই লিংক দিয়েছিল সৈকত) কে গুলি মারলেন, অথচ আজকালের খবরটাকে পাত্তা দিলেন। আর বিধানসভা/পুরসভা বলছেন? এত যে নাগরিক কমিটি হচ্ছে, এরা কী সব পুর/বিধানসভায় গিয়ে সিদ্ধান্ত নেবেন?

    বাকি রইল "ভদ্রতা দেখানো", আপনার কথার সুরটা নিজের কানেই বাজিয়ে দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন