এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:১৮475727
  • তখন হয়তো 'তেমন' 'তামিল' জানে না বলে দাবি জানতে পারে বিরোধী রা। কিছু ই বলা যায় না। যা দিনকাল!!
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১২:২২475728
  • চমস্কি! নাহ্‌, এত বুড়ো হলে হবে না, বড়জোর উপদেষ্টা।

    বোতিন, ধুয়ে-মুছে-সাফ ব্যাপারটা কি। বামফ্রন্টের তো আছে ৬২ টা সিট - ২০% ।
    তামিলনাড়ুতে করুনা-র পার্টি সবমিলিয়ে ২০টা সিট বোধহয়। তবে হারের পর করুনানিধির স্টেটমেন্ট হেব্বি - আমি হারি নি, জনগণ আমাকে একটু রেস্ট দিয়েছেন।
  • Netai | 121.241.98.225 | ২৪ মে ২০১১ ১২:২৫475729
  • বিরোধী আর কোথায় পাওয়া যাচ্ছে। এ তো তৃণমুলের গোষ্ঠীদন্দ্ব।
    :)
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:৩০475730
  • আরে ও গুলো য় পায় না গোঁজ পার্থী না থাকলে আরো কটা কমতো বল তো? যাই হোক সবই তাঁর ইচ্ছে!!
  • quark | 202.141.148.99 | ২৪ মে ২০১১ ১২:৩২475731
  • দুটো ছোট্ট অবজার্ভেশন :

    ১। "পুরনো গাড়ী ও অটোর দূষণ নিয়ে কী ভাবছেন ?" এই প্রশ্নের উত্তরে পরিবেশমন্ত্রীর প্রশ্ন, "সব অটো এল পি জি হয়ে গেছে না?"

    ২। পুর ও নগরোন্নয়ন নিয়ে বৈঠকে আমন্ত্রণ নেই বাম-নিয়ন্ত্রিত পুরসভাগুলির।
  • 9 | 61.90.164.27 | ২৪ মে ২০১১ ১২:৩৬475732
  • বিরোধী কথাবার্তা ব্রতীনবাবুর একেবারেই ধাতে সইছে না- মমতার লেখা/ছবি থেকে মমতার মন্ত্রিসভার আয়তন- কোনো ব্যাপারেই না। তাহলে আগামী দুই বছর নাহয় রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হোক। :-)
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:৪১475733
  • রঙ্গন বাবু, ধাতে কেন সই বে নিশ্চয় সইবে। পয়েন্ট থাকলে তবেই। :-))

    তবে আমার একটাই কথা : বলার এত প্রশ্ন এত অবসারভেশান এত দিন কোথায় ছিল? নাকি মমতা মুখ্য-মন্ত্রী হবার পরে সে গুলো মাথা চাড়া দিতে চাইছে? :-))
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১২:৪৩475734
  • সব অটো এল পি জি করার ক'টা ডেট যেন 'সদ্দ প্রাক্তন' হয়ে যাওয়া বাম সরকার মিস করেছিলেন? আর তার জন্যে কিঞ্চিত ধমক খেতে হয়েছিল বোধহয়!!
  • quark | 202.141.148.99 | ২৪ মে ২০১১ ১২:৪৬475735
  • উঁহু! "পরিবর্তন" এল কিনা, তাই তো এত প্রশ্ন!
  • 9 | 61.90.164.27 | ২৪ মে ২০১১ ১৩:০২475737
  • এ বাবা! সিপিএমের মতো প্রশ্ন হয়ে গেল না? "তৃণমূলকে তো কিছু বলেন না, সব প্রশ্ন আমাদের কেন?" চক্রান্তের অ্যাঙ্গলটার অপেক্ষায় থাকলাম। ;-))
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১৩:২৪475739
  • আরে পিটি যে! কোথায় ছিলে এতদিন, বহুদিন তোমার পোস্ট দেখি নি।

  • Ishan | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১৩:২৯475741
  • পুর ও নগরোন্নয়ন নিয়ে বৈঠকে আমন্ত্রণ নেই বাম পুরসভাগুলির। -- এই এতক্ষণে একটা ভ্যালিড সমালোচনার পয়েন্ট পাওয়া গেল। যদিও সোর্স কি জানিনা।

    বাকি সব পয়েন্টগুলো, যথা মমতা খাজা ছবি কেন অঁকেন, কেনই বা বিক্কিরি করেন, শহরের রাস্তায় গাড়ি চড়ে কেন ঘোরেন, এগুলো সবই বালখিল্য। মমতা বৃন্দা কারাতের মতো ইংরিজি বলেন না, কবীর সুমনের মতো গান বাঁধতে পারেন না, এমনকি দাড়িদাদুর মতো দাড়িও নেই তাঁর। এতো আমরা সক্কলেই জানি। অনেকে নতুন করে জানছেন দেখে ভালো লাগছে। :)
  • 9 | 61.90.164.27 | ২৪ মে ২০১১ ১৩:২৯475740
  • অহো! এবার জমবে মজা। কড়া সিপিএম ও কড়া তৃণমূলের দ্বৈরথ। সাইডলাইনে বসি। :-))
  • saikat | 202.54.74.119 | ২৪ মে ২০১১ ১৩:৩৮475742
  • চাট্টি বই লিখলে (আজ নয়, অনেক দিন ধরেই লেখেন, আজকাল শারদীয়াতেও তো ৬ লাইনের কবিতা দেখেছিলাম) আর ছবি আঁকলে যদি মমতা মেগালোম্যানিয়াক হন, তাহলে গুচ-তে পোবোন্ধো লেখা আর নিজের ব্লগ লেখা কেন মেগালোম্যানিয়াক হবে না?

    আসলে পরিবর্তন তো অত সহজে আসে না। এইসব কথাগুলো অন্যভাবে আগে শোনা গেছে - মমতা লোভী, মুখ্যমন্ত্রী হওয়ার খুব লোভ ইত্যাদি।

    পাগলের ডাক্তার দেখাতে বলা বাকী আছে।
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১৩:৫৫475744
  • এনারা কি তিনোমূলের? এই অভিরূপ সরকার-ই কি আনন্দবাজারে লেখেন।
  • nyara | 203.110.238.17 | ২৪ মে ২০১১ ১৩:৫৮475745
  • সিপিয়েম তো নয় - তাহলেই 'আমরা'।
  • quark | 202.141.148.99 | ২৪ মে ২০১১ ১৪:০১475746
  • ঈশানের জন্যে সোর্স : http://tinyurl.com/3duyaef
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১৪:১৯475748
  • ওয়েল কাম ব্যাক PT, কেমন আছেন?
  • saikat | 202.54.74.119 | ২৪ মে ২০১১ ১৪:২২475749
  • জল নিয়ে আজকালে-র রিপোর্টটা এটা - http://www.aajkaal.net/report.php?hidd_report_id=150820

    এখানে বলা হয়েছে টাউন হলের মীটিং-টা ডাকা হয়েছিল নতুন মন্ত্রী ও বিধায়কদের সংবর্ধনার জন্য। অবশ্যই তারা তৃণমূলের। সেইজন্যই বামেদের ডাকা হয়নি। যা স্বাভাবিক।

    প্রশ্ন উঠতে পারে, এরকম একটা অনুষ্ঠানে জলকর না নেওয়ার পলিসি ডিসিশন কেন নেওয়া হবে? কিন্তু ব্যাপারটা হোল, তৃণমূল ঘোষিত ভাবেই জলকর নেওয়ার বিপক্ষে। আমার কেমন যেন মনে হচ্ছে, ঐ সিদ্ধান্তটা তৃণমূলের পুরসভাগুলোকে আরও ভালভাবে বোঝাবার জন্য এবং কী করিতে হইবে তা বলার জন্য মীটিংটা ডাকা হয়।

    “I am requesting all the chairmen of the municipalities to pass resolutions that they cannot collect water tax as it does not feature on their party agenda. Once the resolutions reach me, I will take up the matter with the Centre,” said Sougata Ray.

    কিন্তু তাহলেও প্রশ্ন থাকে এ ব্যাপারে বাম পুরসভাগুলোর মত নেওয়ার কী দরকার নেই?
  • Bratin | 122.248.183.1 | ২৪ মে ২০১১ ১৪:৩০475750
  • আহা। তা যাই হোক। যেজন্যে ই মিটিং হোক

    আমার মতে তবু ডাকা উচিত ছেল। ওদের মতামতের একটা দাম নেই? বললেই হবে?
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১৪:৩৪475751
  • না এরা তিনোমুলের কি না জিগ্গেস করলাম, কারণ - এই লিস্টে অভিরূপ সরকারের নাম দেখলাম। সিঙ্গুর কান্ডে ইনি আনন্দবাজারে বুদ্ধদেববাবুর উদ্যোগে শিল্পায়ান, টাটার কারখানা... ইত্যাদির সমর্থনে লেখা লিখতেন, যা, সেই সময়ে ছিল প্রো-বুদ্ধদেব/প্রো-সিপিএম। সুতরাং ইনি থাকলে তো ঠিক ইয়ে ওরা-আমরা হচ্ছে না। আমি অবশ্য জানি না, ইনি পরে কি করেছেন, তিনোমুলের হয়ে ভোটে দাড়িয়েছেন কি না, এসেট্রা।
  • lcm | 69.236.175.29 | ২৪ মে ২০১১ ১৪:৩৬475752
  • অবশ্য যদি ইনি সেই অভিরূপ সরকার হন।
    দুদিকেও গৌতম দেব আছে শুনে আজকাল একটু সাবধানে....
  • saikat | 202.54.74.119 | ২৪ মে ২০১১ ১৪:৩৮475753
  • মেগালোম্যানিয়া নিয়ে দুটি কথা। আমার ধারণা মমতার লেখালেখির ইচ্ছেকে graphomania বলা যায়। শব্দটা প্রথম পড়েছিলাম কুন্দেরার book of laughter and forgetting-এ।

    এটা ঠিক কী বস্তু এখানে পাবেন - http://en.wikipedia.org/wiki/Graphomania

    আমারই দোষ, ইন্টারনেটে ব্লগরাশি দেখে graphomania-র কথা মনে হয়।

    :-)
  • kallol | 220.226.209.2 | ২৪ মে ২০১১ ১৫:০৪475754
  • রাজ্যের নতুন মন্ত্রী ও তৃণমূল বিধায়কদের সম্বর্ধনা সভায় বামেদের ডাকা হবে কেন ?
    ওখানে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। সম্বর্ধনা সভায় জলকর নিয়ে সিদ্ধান্ত নেওয়াও যায় না। ওখানে আগেই ঠিক করা দলীয় নীতির উল্লেখ করা হয়েছে মাত্র।
    জলকরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুরসভাগুলো। সেখানে তো বাম পুরপিতা/মাতারা থাকবেনই।

    এই হলো বাম বিরোধীতার নমুনা।

    অবশ্য এখন বামেদের শীতঘুমে যাবার সময়।
  • saikat | 202.54.74.119 | ২৪ মে ২০১১ ১৫:০৫475755
  • কিন্তু না ।

    "দল"-এর কাগজে টাউন হলের মীটিং-এর উদ্দেশ্যটা অন্য বলা হয়েছে - http://epratidin.in/Details.aspx?id=8343&boxid=15556250

    পুরসভাগুলোর কাজের সমন্বয়ের জন্য মীটিংটা ডাকা হয়েছে কিন্তু বাম পুরসভাগুলো থেকে কেউ নেই !

    কোন খবরটা ঠিক?

    আজকাল কী ল্যাদ খেয়ে গেল ? :-)
  • dukhe | 122.160.114.85 | ২৪ মে ২০১১ ১৭:২৬475756
  • ধুর - জলকর নিয়ে দলীয় নীতি না আরো কিছু!
    পুরুলিয়ায় তিনোমুলের বোর্ড দিব্বি জলকর নেয় ।
  • nyara | 203.83.248.37 | ২৪ মে ২০১১ ১৮:০৮475757
  • আজকালের, আমার ধারণা, একটা মেজর রেভেনিউ সরকারী বিজ্ঞাপন থেকে আসে। শপথগ্রহণের পরের দিন থেকে একটা ডেফিনিট শিফট লক্ষ্য করছি।
  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১১ ১৮:৩৮475759
  • ঈশানকে জিগ্যেস করার ছিল সারা পালিনকে কেমন লাগে? (দেখতে নয়, অ্যাডমিনিস্ট্রিটের হিসেবে :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন