এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 210.212.18.226 | ২৩ মে ২০১১ ১৫:১৮475627
  • ২০১০এর শুরুর দিকের কোনো সংখ্যা, আমার কাছে যে প্রিন্ট আউটটা আছে তাতে সংখ্যা লেখা নেই। স্ক্যানার এক্সেসে একটু প্রবলেম আছে, দেখছি কী করা যায়
  • kallol | 220.226.209.2 | ২৩ মে ২০১১ ১৫:২১475628
  • মান আর হুঁশ থাকলেই মানুষ হয়, না থাকলে হয় না - এটাও আমাদের বানানো।
    অজস্র বাউল ফকিরের সঙ্গ করেছি যাঁরা মান এবং হুঁশ সম্বৃদ্ধ নন। যদিও তাঁদের মতন মানুষ কম আছে।
  • til | 114.198.35.7 | ২৩ মে ২০১১ ১৬:০০475629
  • কল্লোলের 02:14 PM
    এর পরিপেক্ষিতে।
    সেটাই তো মুশকিল, কাজের দিদি, মাসীকে যদি ঠিকমত মজুরী দিতে হতো তখন আমাদের ষোল চোঙার বুদ্ধি এক চোঙায় ঢুকে যেত! এ দেশে তো দেখি, সরকারের সেক্রেটারী ( ভাবুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারী) বাড়ীর কাজের লোক রাখতে অপারগ, পয়সায় কুলোয় না। আর আমরা দু কৌড়ির প্রফেশনাল তাদেরকে কাজের মাসী, কাজের দিদি বলে তুচ্ছতাচ্ছিল্য করি! এই তো সুনীল গাঙ্গুলী সেদিনই আবাপ তে লিখেছেন, কজন আমরা কাজের দিদি কে একসাথে ডাইনিং টেবিলে খেতে দিই আমাদের সাথে?
    দুটো ডিগ্রী আছে বলেই আমরা বেশী শিক্ষিত? কল্লোল, আপনার কি মনে আছে, সেই কিশলয়ের পদ্য?
    "বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে
    মাঝিরে কন বলতে পারিস সুয্যি কেন ওঠে?"

  • kallol | 220.226.209.2 | ২৩ মে ২০১১ ১৬:২৫475630
  • ওই তো গন্ডোগোল।
    সূজ্জো পিথিমীর চর্পাশে ঘোরে না পিথিমী সূজ্জের চার্পাশে ঘোরে এটা জানলেই নাকি শিক্ষিত। অথচ মনে থাকে না যে সূজ্জো পিথিমীর চার্পাশে ঘোরে একথাটা জানতেন/মানতেন আর্কিমিডিস, সক্রেটিস, ইউক্লিড, বরাহমিহির, কালিদাস, গৌতম বুদ্ধ, আর্যভট্ট, লিওনার্দো দ্য ভিঞ্চি। তাতে তাদের শিক্ষিত হতে আটকায় নি। তাতে তাদের কাজগুলো গুরুত্ব হারায় নি।
  • siki | 123.242.248.130 | ২৩ মে ২০১১ ১৬:৪১475631
  • তিলাধম, (মাইন্ড কইরেন না, আপনি নিজেকে অধম বল্লেন কিনা, তাই :))

    তুলনা আসে না এই কারণে বলেছিলাম, ইংরেজি শিক্ষা দিয়ে নয়, মানসিকতার দিক থেকে অস্ট্রেলিয়ানদের সঙ্গে বাঙালিদের অনেক অনেক তফাত।

    সে যাক, আলুচানা অনেক এগিয়ে গেছে। এগোক, আমি আছি।
  • Bratin | 122.248.183.1 | ২৩ মে ২০১১ ১৬:৪১475632
  • ও ই দ্যাকো কান্ড। তাড়াহুড়ো তে মহামতি K C Paul র নাম টাই বাদ দিয়েছে কল্লোল দা!!
  • kallol | 220.226.209.2 | ২৩ মে ২০১১ ১৭:২৬475633
  • ওনাকে নিয়ে তো সবাই হাসাহাসি করে। অন্য নামগুলো নিয়ে করে না বরং বেশ গদগদ হয়, তাই।
    আসলে ঔপনিবেশিক শিক্ষা আমাদের শিখিয়েছে কতগুলো জ্ঞান না থাকলে সে মানুশকে শিক্ষিত বলা যায় না। তার মধ্যে একটা হলো ""সাধারন জ্ঞান""। এই যেমন : ভারতের রাষ্ট্রপতি কে? শচিন তেন্ডুলকর কোন খেলার সাথে যুক্ত? কয় দিনে একবছর হয়? সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে? এসব না জানলে তুমি মূর্খ।
    অথচ আমরা জানতাম মানুষমাত্রই জ্ঞানী, কারন সে বেঁচে আছে (মহাভারত - এখন পর্বটর্ব মনে নেই)।
    এই মূর্খ মানুষগুলো কয়েক হাজার প্রজাতির ধান ফলিয়েছে, ঋতুচক্র একদম ঠিকঠাক বুঝে, কিন্তু এটা জেনে ও মেনে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে।
    ঠিক এই বিশ্বাস নিয়ে মানুষ মৃচ্ছকটিকম সৃষ্টি করেন, শূণ্যের ধারণার জন্ম দেন, লিভারের ধারণা করতে পারেন, গোটা জ্যামিতি ও আলজেবরা সূত্রায়িত করেন। রাষ্ট্রনীতি কূটনীতির সূচনা করেন।
    তো এতে প্রমাণ হয় যে ঐ জ্ঞানটি বিশেষ কয়েকটি কাজ ছাড়া (মহাকাশ সংক্রান্ত বিষয় ও আরও সামান্য কিছু) মানুষের কোন কাজে লাগে না। সেটা জানা বা না জানার ওপর শিক্ষিত কি শিক্ষিত নয় - তার বিচার হতে পারে না।
  • dukhe | 122.160.114.85 | ২৩ মে ২০১১ ১৭:৩৯475634
  • কী সাংঘাতিক ! মমতা থেকে জল গড়াতে গড়াতে বরাহমিহির আর্কিমিডিস অবধি পৌঁছে গেছে । ছোট করে অস্ট্রেলিয়ান আর বাঙালীদের তুলনাও হয়েছে । পরের গিয়ারে ফেললে সিধে মঙ্গলগ্রহ কেউ ঠেকাতে পারবে না ।
  • til | 114.198.35.7 | ২৩ মে ২০১১ ১৭:৪৯475635
  • কল্লোল, একটা গল্প বলি। তখন এদেশে নতুন এসেছি, প্রচন্ড রিসেশনের বাজার, আমি বেকার। তা ভাল; তখনকার দিনে যা ভাতা পেতাম তাতে বেশ সুখে স্বচ্ছন্দেই ছিলাম (আজকাল উঠে গেছে, হায় হায়!) তো চুল কাটতে গেছি, বেকার বলে তো চুল বসে থাকে না, বেড়েই চলে, বিশেষ করে যখন চাকরী খুঁজতে যেতে হয়।
    শস্তায় চুল কাটার জায়গা হলো Tech. College আমাদের ITI এর কাজিন, পাক্কা চার বছরের কোর্স। চুল কাটার কোর্সে ওদের তো রিয়াল মাথা চাই, প্রাকটিস করনের লগে! আর চুপি চুপি বলেই নিই, চুল কাটনে ওয়ালা/ওয়ালীরা একটু ....বেশী কথাই বলে থাকেন, পৃথিবীর সর্বত্র। তো কথায় কথায় তিনি জানালেন যে তাঁর দুটো অপশন ছিল:
    (১) কম্প্যুটার শেখা
    (২) হেয়ার ড্রেসিং
    তিনি দ্বিতীয়টাই বেছেছেন কারন পয়সা নাকি বেশী! হা ভগবান।
  • til | 114.198.35.7 | ২৩ মে ২০১১ ১৭:৫৩475637
  • ধ্যুস শালা, আসল কথাই বেমালুম ভুলে গেছি।
    আম্মো পেরধান মন্ত্রীর সোয়ামী, না সরি পার্টনার ( বে হয়নি) হলেন একজন হেয়ার ড্রেসার।
    কি কমরেড কেমন লাগছে?*
    (এই বাক্যবন্ধটি কোথায় যেন পড়লাম, সম্প্রতি)
  • tatin | 210.212.18.226 | ২৩ মে ২০১১ ১৯:৩১475638
  • এই 9-নম্বরী কাকু বেশ বাংলা সিরিয়ালের প্রলাপ লিখিয়েদের মতন কমেন্ট ঝাড়ছেন তো!
  • aka | 168.26.215.13 | ২৩ মে ২০১১ ১৯:৪৬475639
  • মমতা কোন ভাষায় কথা বলেন, সাহিত্যগুলো আদৌ সুস্থ মস্তিষ্কের পরিচয় দেয় কিনা, ছবিগুলো আদৌ শিল্পকর্ম কিনা তা মমতার জনসংযোগ বা ভোটে জিততে কাজে লাগে না। অবশ্যই তাঁর ভাষা লোকে বুঝেছে সে একরৈখিক, বহুরৈখিক যাই হোক না কেন।

    কিন্তু এখন উনি মুখ্যমন্ত্রী, রাজ্য চালাতে গেলে জনসংযোগ ছাড়াও সঠিক চিন্তাপদ্ধতির দরকার হয়। মমতার ভাষাহীনের ভাষা, বক্তৃতা ইত্যাদি শুনে ওনার চিন্তাপদ্ধতি নিয়ে যে ধারণা তৈরি হয় সেটা খুব আশাপ্রদ কিছু না। তবে লোকে বদলায়, দ্রুত শেখে, মমতা তাঁর নতুন ভূমিকায় কেমন করে এই নিয়ে সন্দেহ আছেই এবং সেই সন্দেহ ওনার ভাষাহীনের ভাষা জাতীয় চিন্তাভাবনার জন্যই। তাও দেখা যাক।
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ১৯:৫৫475640
  • 9 এর Date:23 May 2011 -- 03:07 PM এর পোস্ট পড়ে আমিও ভাষাহীন হয়ে যাচ্ছি। যদিও কল্লোলদার কথাটাই হয়ত ঠিক, এই তফাত কেউ নিজে না বুঝলে বোঝানোর মানে নেই।

    কিন্তু দুটো পয়েন্ট না বলে জাস্ট পারলাম না।

    মায়াবতীর মূর্তি সরকারী কোষাগারের টাকা খরচ করে হচ্ছে।
    মমতার ছবির টাকা সরকারী কোষাগারে যাচ্ছে।
  • aka | 168.26.215.13 | ২৩ মে ২০১১ ১৯:৫৭475641
  • মন্ত্রী হতে ভাষাহীনের ভাষা টাষা কিছুই যায় আসে না, কিন্তু মন্ত্রীত্ব চালাতে আসে বলেই মনে হয় যদি ধরে নিই ভাষা হল চিন্তার প্রতিফলন।
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ২০:০৩475642
  • হ্যাঁ, কাল বল্লাম তো, মমতা বাংলা 'বলতে' পারেন না, তার কিছু নমুনা চাই। কই ?
    সাক্ষাৎকারের লিং ও দিলাম। শুনে টুনে তো আমার কোথাও মনে হলনা, বাংলা 'ঠিকঠাক' 'বলতে' পারেন না। হতে পারে, আমি ও ঠিকঠাক বাংলা জানিনা।
    যাঁদের মনে হয়েছে একটু উদাহরণ সহকারে বোঝান না। এট্টু আলো দিন না :)

  • rimi | 168.26.215.135 | ২৩ মে ২০১১ ২০:১২475643
  • ভাষা চিন্তার প্রতিফলন। ঠিক।

    তাই পূর্বতন শিক্ষিত মন্ত্রীরা পরিশীলিত মার্জিত ভাষা ব্যবহার করেও শেষরক্ষা করতে পারেন নি। "paid back in the same coin" - কোনো গ্রাম্য শব্দ ইত্যাদি না থাকা সঙ্কেÄও জনগণকে চটিয়ে দিতে দিব্বি সফল হয়েছেন।

    অতএব মার্জিত পরিশীলিত ভাষা এবং শিক্ষার প্রতি প"বঙ্গের অধিকাংশ মানুষ আস্থা হারিয়েছে।

    চিন্তা মানে শুধু কিছু সুন্দর লেখা বা ছবি নয়। চিন্তা মানে কিছু লক্ষ্য, চিন্তা মানে সেই লক্ষ্যে পৌছোনোর জন্যে ক্রমাগত লেগে থাকা, চিন্তা মানে সেই লক্ষ্যে কি ভাবে পৌছোনো যায় ক্রমাগত তার হিসেব কষা। মমতার চিন্তা যে এই আসল জায়গায় দিব্বি পরিষ্কার, সেটা তো তিনি প্রমাণ করেছেন। এখন ছবি আর লেখা নিয়ে খামোখা বাক্যব্যয় না করে বছর দুয়েক দেখাই যাক না!!!
  • aka | 168.26.215.13 | ২৩ মে ২০১১ ২০:১৬475644
  • বলতে জানেন, কানেক্ট করতেও জানেন তাই তো ভোটে জিতেছেন, মন্ত্রী হয়েছেন। এমনি এমনি তো হয় না।

    কিন্তু চিন্তাভাবনা কতটা পরিশীলিত তা বোঝা যায় না কারণ ওনার বক্তৃতা, লেখা কোনটাতেই তার চিহ্ন নেই।
  • Du | 216.110.92.7 | ২৩ মে ২০১১ ২০:২৩475645
  • rfe র টইটা খুঁজে পেলাম না, কিন্তু অনুরোধ, এই টইটা খুললেই একটা ইন্দ্রসভার মত সুরবাদ্যের ব্যবস্থা করা যায় না?
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ২০:২৪475648
  • "...মমতা থার্ড ক্লাস ওয়াল ম্যাগাজিন সুলভ লেখা বই করে ছাপান এবং অত্যন্ত ধুর ছবির এক্সিবিশন করেন (কোনো সাধারণ মানুষের মতো মান ও হুঁশ থাকলে এই দুটো করতেই লজ্জা পেতেন, সংকোচবোধ হত).."

    বাজারে তো গুচ্ছ গুচ্ছ বই দেখি, যা 'আমার মতে' 'থার্ডক্লাশ', গুচ্ছ ছবি দেখি, যা 'আমার মতে' 'ধুর', তাঁরা কেউ তালে মনুষ্যপদবাচ্য নন ? :o

    ডি: মমতার লেখা ও আঁকা, কোনোটাই ব্যক্তিগত ভাবে আমার ভাল লাগে না। অতএব আমার সাথে ঐ পাখা টাখা জোড়ার চেষ্টা করে লাভ নাই :)

    শুভজিতদার দেওয়া দেশ এর কোটেশন টা আবার মনে পড়ে গেল। :)

  • rimi | 168.26.215.135 | ২৩ মে ২০১১ ২০:২৪475646
  • আরে "পরিশীলতা" মানে কি? আর দরকারই বা কি?

    তুই যেটা বলতে চাইছিস সেটা হল - প্রশাসনিক দক্ষতা। সেটা লেখা বা বক্তৃতা কোনোটা থেকেই বোঝা যায় না। তার জন্যে বছর দুয়েক সময় দিতে হবে।

    লেখা বা বক্তৃতা থেকে এবং এতদিনের কাজ থেকে এটুকু বোঝা যায় যে মহিলা পরিশ্রমী, অত্যন্ত দৃঢ়চেতা এবং যাকে বলে "goal oriented"। বাকিটা ভবিষ্যৎ বলবে।

    পরিশীলতার ভন্ডামি তো অনেক দেখলাম!
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ২০:২৭475649
  • আকাদা, ভাষা পরিশীলিত না , আর ঠিকঠাক বলতে পারেন না এদুটো তো এক না।
    কাল অভিযোগ করা হয়েছিল, 'ঠিকঠাক বলতে পারেন না '
    এটার উত্তর কিন্তু এখনো পেলাম না।

    আর হ্যাঁ, কালকেও জিগিয়েছি, আরো অনেকে জিগাচ্ছে, পরিশীলিত নয়, তো কী ?

  • rimi | 168.26.215.135 | ২৩ মে ২০১১ ২০:২৯475651
  • ওহো, আমিও ডিসক্লেইমার দিয়ে রাখি: মমতার ছবি বা লেখা কোনোটাই আমারো ভালো লাগে না। মমতার ছবি আমি দশটাকা দাম দিয়েও কিনব না।

    কিন্তু তার সঙ্গে ওঁর মুখ্যমন্ত্রীত্বের কি সম্পর্ক?
  • pi | 72.83.97.171 | ২৩ মে ২০১১ ২০:২৯475650
  • দু দি, কিম্বা ভাচ্চুয়ালি বান্নল লাগাবার ব্যবস্থা ও করা যায় :)
  • aka | 168.26.215.13 | ২৩ মে ২০১১ ২০:৩৫475652
  • কি জ্বালা, বললাম তো সময়ই বলবে যে উনি নিজেকে কতটা চেঞ্জ করতে পারলেন। কিন্তু রক্তকরবীর রক্তস্নান দিয়ে হাসি ও খুশী দুজনকেই খুশী করা কতটা সম্ভব সে প্রশ্নও উঠবে। কারণটা স্বাভাবিক সুস্থ চিন্তার অভাব। ঐ লেখা যে মাথা দিয়ে বেরয় সেই মাথা দিয়েই দুরূহ সমস্যার সমাধান বেরবে, এটা ভাবতে কষ্ট হয়।

    প্রশ্নটা মার্জিত বা পরিশীলিত ভাষা নয় সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনার। শুধু পরিশ্রমী, দৃঢ়চেতা হলেই মুখ্যমন্ত্রীত্ব করা যায় না। প্রসঙ্গত বুদ্ধবাবুও খুব পরিশ্রম করতেন, দৃঢ়ে্‌চতাও বটে নইলে ''paid back in the same coin'' বলতে পারতেন না।
  • siki | 122.162.75.16 | ২৩ মে ২০১১ ২০:৪৫475653
  • এরা কেউ ভালো বাংলা বলতে লিখতে পারে না :)

    সবাই বুঝতে পারছে মমতার যে সব খুঁত ধরা হচ্ছে, তাই দিয়ে কিস্যু এসে যায় না, রাজ্য চালানোর সাথে সেসবের জাস্ট কোনও সম্পর্ক নেই, অথচ ঠিক মন থেকে মমতার অ্যাপিয়ারেন্সটা মেনেও নেওয়া যাচ্ছে না, কিন্তু ঠিক কী কারণে এই খুঁতখুঁতুনিটা আসছে, সেটাও কেউ গুছিয়ে লিখতে পারছে না। একই লুপে ঘুরে মরছে।

    ধুদ্ধুর, জ্যোতি বসু এর্থেকে অনেক ভলো বাংলা জানতেন :-)
  • rimi | 168.26.215.135 | ২৩ মে ২০১১ ২০:৪৯475654
  • "দুরূহ" সমস্যার সমাধান তো মার্জিত ভাষার শিক্ষিত লোকেদের মাথা থেকেও বেরোয় নি!!!
    আর ইয়ে, ৩৪ বছরের সিপিএম দুর্গ মাটিতে মিশিয়ে দেওয়াটাকে খুব কম "দুরূহ" সমস্যা বলে আমি মনে করি না :-)))

    মমতার "স্বাভাবিক সুস্থ চিন্তার অভাব" ব্যপারটা ওঁর লেখায় যতই পরিষ্ফূট হোক, কাজের বেলায় উল্টোটাই দেখা গেছে কিন্তু :-))) নিজের কাজের জায়গায় "স্বাভাবিক সুস্থ চিন্তার" সত্যিই অভাব থাকলে কি আর............ যাক, এসব নিয়ে বাক্য এবং সময় ব্যয় করে লাভ নেই।

    মমতা এখন আঁকা লেখা সব ছেড়ে প্রশাসনিক কাজে মন দিয়েছেন। অতএব তোমরাও যাও সবে নিজ নিজ কাজে। :-))
  • Update | 122.162.75.16 | ২৩ মে ২০১১ ২১:০২475655
  • Name:DuMail:Country:

    IPAddress:216.110.92.7Date:23May2011 -- 08:51PM

    ইন্দ্রসভায় বার্নল কেন পাই, চামরের দুলুনিতে, মন্দ মলয় পবনে, চন্দনগন্ধেই জ্বালা জুড়িয়ে যাবে।

    Name:sikiMail:Country:

    IPAddress:122.162.75.16Date:23May2011 -- 08:51PM

    দুটি খুঁতের কথা এই মুহূর্তে মনে পড়ছে।

    দুমাদ্দুম কবি নজরুল, কবি সুকান্ত, মহানায়ক উত্তমকুমার, ইত্যাদি নামের স্টেশন চালু করে তিনি কিছু অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। প্রচুর লোকে সেটাকে ভালো চোখে মেনে নেয় নি। এই কম্মোটি খুব একটা পলিটিকাল ম্যাচিওরিটির পরিচয় দেয় না।

    কবি সুভাষ মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে তিনি অত্যন্ত একটি কুনাট্য করেছিলেন। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর, কি তারও কম, তাই লোকে ভুলে গেছে। কাজটা কিন্তু মোটেও ভালো হয় নি। খুব একটা ম্যাচিওরিটির পরিচয় ছিল না সেটা।
  • aka | 168.26.215.13 | ২৩ মে ২০১১ ২১:৩০475656
  • ঠিক এটাও বলার ছিল।

    ভাষাকে যদি শুধু কিছু বাক্যবন্ধনী ছেড়ে আর একটু ওপর থেকে দেখি তাহলে মমতার পলিটিকাল ভাষা হল অ্যান্টি এস্টাবলিশমেন্ট, বিরোধীতা, বিরোধীতা এবং বিরোধীতা। সেই ভাষা দিয়ে বামদূর্গ ওল্টানো যায় ঠিকই কিন্তু কতটা প্ল্যানিং করা যায় তা দেখার বিষয়। তবে মমতা যদি সেটাও করে দেখান তাহলে ওনাকে এই প্রজন্মের শ্রেষ্ঠ রাজনীতিক আখ্যা অবশ্যই দেব। কিন্তু এখনও অবধি ডাউটফুল কেস।

    এই যে বিক্রমাদিত্যের মতন নগর পরিক্রমায় বেড়িয়ে পড়লেন, চিন্তা করলেন না কেউ একটা গুলি চালিয়ে দিলে পুরো রাজ্যের কি অবস্থা হবে এসব বালখিল্যপণা বন্ধ হবার তো কোন লক্ষণ নেই। আজকের যুগে রাজাকেও নগর পরিক্রমায় বেড়নোর দরকার নেই। টেকনলজি আর কি জন্য, ডেটা আর কি জন্য? এইসব আর কি? এখন প্রশ্ন হল ভারতের অন্য মন্ত্রী সান্ত্রীদেরও কি এইসব দক্ষতা আছে? অধিকাংশের নেই। কিন্তু তাতে করে মমতার সাফল্যের চান্স কি বাড়ল?
  • Ishan | 117.194.35.136 | ২৩ মে ২০১১ ২২:০৪475657
  • বুদ্ধবাবুও তো ভ্যানে চড়ে একদা ঘুরেছিলেন। আনন্দবাজার সে নিয়ে ফাটিয়েওছিল। এমনকি তিনি "দু:সময়'এর মতো একটা থার্ড ক্লাস নাটকও লিখেছিলেন। সেসব নিয়ে তো কেউ কিছু কয় নাই।

    কাজের বেলায় ছড়ালে নিশ্চয়ই বলা হবে, যে, আপনি কাজ না করে কেবল গাড়ি করে রাস্তায় ঘুরছেন। কিন্তু তার আগে উত্তেজিত হবার কি কারণ?
  • Somnath | 117.194.194.224 | ২৩ মে ২০১১ ২২:১৭475659
  • মমতা প্ল্যানিং কেন করবেন? মমতা বলবেন তাঁর কি কি চাই। সেটা কিভাবে করা
    যাবে সেটা দেখবে রিলেটেড ডিপার্টমেন্টের লোকজন। তারাই প্ল্যানিং ইত্যাদি করবে। সেগুলো অ্যাপ্রুভ করবেন মমতা। কাজ সময়ে না হলে হুড়কো দেবেন আর দৌড় করাবেন মমতা। অ্যাডমিন হেড কে তার কাজ করতে দিন। প্ল্যানিং এক্সিকিউশন ইত্যাদি ডিপার্টমেন্টকে ঘামতে দিন।

    মমতা জানেন এই পাঁচ বছরই তাঁর হাতে আছে। ঠিকঠাক কাজ করলে ৩৫ বছর থাকবেন, না করলে পরেরবারই ফুটে যাবেন। ওঁর নিজেরও কাজ করার ও দেখাবার তাগিদ রয়েছে।

    সাজেশন দিতে পারলে দিতে থাকুন। দোষ ধরার সমালোচনার সময় তো আছেই আগামী পাঁচ বছর।

    ব্যক্তিগতভাবে আমি যেমন মুখ্যমন্ত্রীর ঘরকে নিরাভরণ করাকে বিদেশী বিনিয়োগ বা শিল্পোদ্যোগীদের সাথে মিটিংয়ের দৃষ্টিভঙ্গী থেকে অ্যামেচারিশ বলব। কিন্তু ওঁর যদি ঐ আবহে কাজ করতে বেশি স্বস্তি হয় তো ওয়েলকাম। এমনকি এটা স্টান্টবাজি হলেও, লাভ দেখলে পুঁজি বাপ বলে আসবে। কাঠের চেয়ারেও।

    একটা বড় সমস্যা হল সব ডিপার্টমেন্টেই নতুন লোক হলে প্রথম প্রথম সব কাজ ই ছড়াতে পারে। আমলাদের দক্ষহাতে নিয়োগ করতে হবে। পার্টিআনুগত্য তো থাকবেই, তবে এক্সপার্টাইজকে গুরুত্ব দিতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন