এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 202.141.148.99 | ২৪ মে ২০১১ ১৮:৪২475760
  • আজ্ঞে কল্লোলদা,

    "এই হলো বাম বিরোধীতার নমুনা" ব'লে ঠিক কী বোঝালেন?
  • rimi | 24.42.203.194 | ২৪ মে ২০১১ ১৯:০৪475761
  • হ্যাঁ, আজকালের "পরিবর্তন" নজরে পড়ার মতন। অমল সমাদ্দারের ঘটনা কি আজকালে বেরিয়েছে? আমি তো খুঁজে পেলাম না। অমল সমাদ্দারের ঘটনার লিংক কারুর কাছে থাকলে দিয়ো।
  • Du | 216.110.92.7 | ২৪ মে ২০১১ ১৯:১২475762
  • এটা আমার মনে হয় না। মমতাকে যখন সম্‌স্‌ত পৃথিবী ভুলে গিয়েছিল তখনও আজকাল রেগুলার ওনাকে কাভার করে গিয়েছে। অশোক বাবু মমতার প্রবীন সাংবাদিককে বাড়ি/হাসপাতালে দেখতে যাওয়ার দৃষ্টান্ত দেখিয়ে লিখেছিল বাম নেতাদের উদ্দেশ্যে। ওরা চিরকাল মমতার উক্তিগুলো ডাইরেক্ট সেন্টেন্স এ দেয় - সে পড়ে যদি মমতাকে ডাউন করছে বলে মনে হয় তাতে আর কি করার আছে :)।
    আর গণতন্ত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর আলাদা জায়গা। এখন শেখ হাসিনা কেন ওবামাও তাঁকে অভিনন্দন জানালে কোন সন্দেহের বা অধিকারভঙ্গের ব্যপার নেই, উনি এখন পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেন। এখন ওনার সরকারকে ভাংআর জন্য চীন অস্ত্র ফেললে তাতে আজকাল কেন, আমরা সিপিএম সাপোর্টাররাও আপত্তি করবো।
  • Du | 216.110.92.7 | ২৪ মে ২০১১ ২০:০৮475763
  • আরও একটা কথা বলি, কদিন ধরেই এই জিনিষটা দেখছি। লোকের ব্লগ লেখা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুদের উদ্দেশ্যে লেখা নিয়ে এই টানাটানি কেন? মানুন বা নাই মানুন কেউ এটা স্পষ্ট ব্যক্তি আক্রমণ (তাও পরিচিতির সুযোগ নিয়ে) ছাড়া আর কিছু নয়। তর্কে আগ্রহী নই, এই জিনিসটা আবার না দেখলেই খুশি হব।
  • Tim | 198.82.21.44 | ২৪ মে ২০১১ ২০:৩৬475764
  • কত কঠিন কঠিন শব্দ। যাই হোক, কটা কথা লিখি।
    মজাটা হলো, এখনও অবধি মমতা ব্যানার্জ্জির বিপক্ষে কেউ কিছু বললেই সেটা ডিফেন্ড করার প্রধান যুক্তি হিসেবে এসে যাচ্ছে, ""এ জিনিস আরো অনেক লোকের আছে"" এইটা। বা ""বুদ্ধদেব/সিপিএম এর থেকেও অনেক খারাপ ছিলো""। মমতার স্বপক্ষে বলার মত কথাগুলো প্রায়শই জেদ, পরিশ্রমী, সৎ এই অবধি এসে থেমে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, সময় দিচ্ছি (এবং দেখাই যাচ্ছে যে ভোটও দিয়েছে অনেকেই), আশা করছি কাজ হবে। কিন্তু প্রশ্ন করলেই উল্টোদিক (এইটা এখন সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে) থেকে কটাক্ষ বা আক্রমণ এলে মুশকিল। এই যেমন সৈকত ম্যাঙ্গো মানুষ নিয়ে খিল্লিটা করলেন, একবারও ভাবলেন না যে, যে কোটি কোটি মানুষ ব্লগ লেখেন তাদের ওপর আমাদের নিরাপত্তা/ভবিষ্যৎ ইত্যাদি কিছুমাত্র জড়িত না। সুতরাং তারা গ্রাফোম্যানিয়াক হলে আমাদের কিস্যু এসে যাওয়ার কথা না। সেটা জাজ করাটাই বরং পরচর্চা।
    কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থার ওপর অনেক কিছুই নির্ভর করে।
    ননসেন্স, ট্র্যাশ ব্লগ না পড়ার চয়েস আমাদের আছে। মমতার নেওয়া ডিসিশন এড়িয়ে (বা সিপিএমের দাদাগিরি ঝেড়ে ফেলে) প:বঙ্গে থাকার চয়েস অনেকেরি নাই।

  • nyara | 122.172.31.240 | ২৪ মে ২০১১ ২১:০৩475765
  • টিমবাবু কী বলছে? মমতার বই না পড়ার চয়েস নেই বা থাকবে না? নাকি মমতা কবিতা লিখলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে? এ তো সাঙ্ঘাতিক বিপজ্জনক ব্যাপার!
  • Bratin | 117.194.101.102 | ২৪ মে ২০১১ ২১:০৮475766
  • দিদি আজকে বলেছেন জুলাই মাস থেকে মাসে এক তারিখে শিক্ষক দের বেতন হবে। এই খবর টা চোখে পড়েছে আপনাদের ? :-))

    প্রবাসী জনগন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি এত দিন মাইনে হতে হতে মাসের মাঝমাঝি কখনো কখনো পরের মসের শেষ ও হয়ে যেত।
  • Bratin | 117.194.101.102 | ২৪ মে ২০১১ ২১:১৬475767
  • এই বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার নিয়ে সি পি এম সমর্থকের ব্যক্তব্য জানতে চাই। আর এই পরিস্থিতে তে সেটা মমতার 'পরিশীলিত' বাংলা র বলার থেকে 'একটু বেশী' গুরুত্বপূর্ণ
  • Tim | 198.82.21.44 | ২৪ মে ২০১১ ২১:২২475768
  • ন্যাড়াদা :-))
    কি বলেছি সেটা শেষ দুটো বাক্যেই আছে।
  • r.h | 198.175.62.19 | ২৪ মে ২০১১ ২১:৩৩475770
  • টিমকে ক।
    ব্রতীনদা, মমতার বাচনভঙ্গী ইত্যাদি নিয়ে আমিও অনেক কথা বলেছি। তার মানেই কি আমি সিপিএম? বা তার মানেই কি আমার মতে মমতার সব খারাপ? বা তার মানেই কি মমতার সবকিছু নিয়ে আমাকে মন্তব্য করতেই হবে? দাবীটা সেরকম হলে, আমার মতে সেটা সিপিএম সুলভ।
    সিপিএম গেছে, আপদ গেছে, আমিও উদ্বাহু নৃত্য করেছি। এবং আশা করেছো এইবার সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখতে পাবো। বাড়াবাড়ি হয়ে গেছিলো?
  • nyara | 122.172.31.240 | ২৪ মে ২০১১ ২১:৩৯475771
  • আমি টিমের পুরো বক্তব্যটা বুঝিনি। নিজের বই ছাপানো বা নিজের ছবি বিক্কিরি মমতার মানসিক অবস্থার স্থিতি or lack thereof সূচীত করে?
  • Bratin | 117.194.101.102 | ২৪ মে ২০১১ ২১:৪২475772
  • তোমার লেখা দেখেছি। তুমি ওপেনলি নিজের ভালো লাগা খারপ লাগা জানিয়েছো। কিন্তু 'আমার বাড়ির কাজের লোক' ও এর থেকে ভালো বাংলা বলে এইটা ঠিক হজম করতে পারি নি। :-))
  • Bratin | 117.194.101.102 | ২৪ মে ২০১১ ২১:৪৪475773
  • ও হো, কাবলি দা র স্কুল টাকে টিমের বলে চালিয়ে দিচ্ছিলুম।
    :-))
  • Tim | 198.82.21.44 | ২৪ মে ২০১১ ২১:৪৬475774
  • না করেনা, তবে অতীতে অস্থিরমতি ছিলেন, খুব ভালো প্ল্যানার ছিলেন না, আমরা জানি। খুব ইমোশনাল ইত্যাদি। এইগুলো ভালো মন্ত্রীর লক্ষণ না। কিন্তু মামু না কে যেন বল্লো যে এক্সপার্টরা প্ল্যান ছকে দেবে, উনি সেই ছকে চলবেন। ভালো কথা তো। কাজ হবে এটা আশা করি।
    আরো আশা যা সেটা হুতোদা বলেছে। সহিষ্ণুতার আশা। ঐদ্ধত্য বন্ধ হওয়ার আশা। সেটা না দেখতে পেলে রাগ হবে, প্রশ্ন জাগবে।
  • saikat | 116.203.191.184 | ২৪ মে ২০১১ ২১:৫১475775
  • টিম,
    প্রথমেই বলে রাখি যারা ব্লগ লেখেন তাঁদের নিয়ে খিল্লি করার আমার কোনরকম উদ্দেশ্য নেই। ব্লগের সাথে গ্রাফোম্যানিয়ার মিল যদি আমি খুঁজে পেয়ে থাকি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। এবং এই মত নিয়ে খিল্লি যে কেউ করতে পারে।

    আমার অসুবিধেটা অন্য জায়গায়। মমতার জেদ,পরিশ্রম,সততাকে মেনে নেয়ার পর আর কিছু সমালোচনার না পেয়ে (এই এখনই, এই ক' দিনের মধ্যে) শেষ পর্যন্ত ওনার "মানসিক অবস্থা"--কে তুলে ধরে প্রমাণ করা যে উনি কাজের উপযুক্ত নয়, সেটা মেনে নিতে আমার বিশেষ অসুবিধে আছে। আজকের সময়ে দাঁড়িয়ে।
    মমতা খুব খারাপ বই লেখেন, ছবি আঁকেন, অতএব ওনার মানসিক অবস্থাটা ঠিক ভাল নয়, এটা ঠিক সমালোচনা নয় বলেই আমার মনে হয়।রাজনৈতিকভাবে সমালোচনা করার বদলে এই রকমের সমালোচনা মমতার ক্ষেত্রে বহুদিনই হয়ে এসেছে, সেটাই আমার বক্তব্য।

    বিভিন্ন দিকে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে কিন্তু উনি বলছেন, সেসব কিছু হচ্ছে না, সব একটা বিশেষ কাগজের খবর -- এই মত নিয়ে তীব্র্র সমালোচনা করলে, হ্যাঁ , আমি সম্পূর্ন ভাবে সেই সমালোচনায় সায় দেব।
  • Bratin | 117.194.101.102 | ২৪ মে ২০১১ ২১:৫৩475776
  • সৈকত কে ক।
  • saikat | 116.203.191.184 | ২৪ মে ২০১১ ২১:৫৯475777
  • হুতোকে আমি "ক" দিলাম।

    মমতাকে করা সমালোচনার সমালোচনা করলেই আমি কি তৃণমূল? :-)

    আসলে চুপ করে থাকাটাই সবচেয়ে ভাল পন্থা, এই সময়ে। কিন্তু গ্রাফোম্যানিয়ার ব্যাপার তো, সেটা পেরে উঠছি না।
  • r.h | 198.175.62.19 | ২৪ মে ২০১১ ২২:০৩475778
  • সৈকতের পিঠ চুলকে দিতে একটি ক নিযুক্ত করলাম :)
  • Tim | 198.82.21.44 | ২৪ মে ২০১১ ২২:০৫475779
  • বুঝলাম। মূল্যায়ণ করিনি এখনই। অনেকে অবশ্য প্রেডিক্ট করেছে, তাতে এখনই পাত্তা দেওয়ার কিছু নেই। পরে মিলিয়ে নেওয়ার সময় তো পাওয়া যাবেই।
  • lcm | 192.12.85.216 | ২৪ মে ২০১১ ২২:০৬475781
  • মমতাকে লোকজন পাগল বলছে। তিনোমুলকে যাত্রাপার্টি বলছে। বুদ্ধদেবকে হিটলার বলছে। সিপিএমকে রক্তচোষা পার্টি বলছে। এমন লোকে বলে থাকে। এ সব কথার কথা। আর কাকেই বা বলবে? এত ক্ষোভ, অভিমান... এসব কোথায় উগরে দেবে মানুষ - একটা আউটলেট তো চাই!
  • r.h | 198.175.62.19 | ২৪ মে ২০১১ ২২:১৩475782
  • ...হুম।
    মূল্যায়ন করার তো এখনো কোন জায়গাই নেই, এখনো তো কাজ শুরুই হয়নি। নলেজ ট্র্যান্সিশনেও তো সময় লাগে।
    প্রেডিক্ট করারও মানে হয়না, মমতা কিঞ্চিৎ আনপ্রেডিক্টেবল তো বটেই। আমার দিক থেকে অন্তত:, সব বক্তব্যই নেহাৎ সংশয়, যে সংশয় গুলি মিথ্যে হলে ভালো লাগে। শেষ অব্দি এতো আমার ও আমার নিকটজনেরই ভবিষ্যৎ। আমার আশা এটুকুই যে সংশয় প্রকাশ করলেই প্রতিক্রিয়াশীল আখ্যা দেওয়ার রীতি বন্ধ হবে।
    বিশেষত: চিরাচরিত নির্বাচোনত্তর খুনোখুনি দেখে আরো ভয় হয়, সেই ট্র্যাডিশনে সমানে না চলে।
  • Ishan | 117.194.37.97 | ২৪ মে ২০১১ ২২:১৪475783
  • সমালোচনা কেন করবনা? একশবার করব। কিন্তু "এ মা মমতার গোঁপ নেই, এ আবার কেমন মুখ্যমন্ত্রী' জাতীয় সমালোচনা এলে আপত্তিও করব। সিম্পল।

    মমতা ছাই ভস্ম ছবি আঁকেন, এঁকে এক্সিবিশন করেন, বেশ করেন। তার সঙ্গে মেগ্যালোম্যানিয়ার কি সম্পক্কো? হ্যাঁ, ঘাড় ধরে আমাকে দেখতে বাধ্য করলে, বা জয়ধ্বনি দিতে বাধ্য করলে একশবার বলব। মমতা নিজের নামে দার্জিলিংএ টয়ট্রেন চালালেও বলব। মমতার পলিসি ভুলভাল হলেও বলব। কিন্তু "এম্মা কি খারাপ বই লেখেন, কি মেগালোম্যানিয়াক' বললে সেটাকে খিল্লি ছাড়া আর কি করব?

    কদিন আগে আনন্দবাজারেই দেখলাম, এক সিপিএম নেতার রক্তাক্ত ছবি। গা গুলিয়ে উঠল। সেটা নিয়ে কাউকে টুঁ শব্দ করতে দেখলাম না। সিল্পবোদ্ধা জনগণ মমতার কবিতা নিয়ে পড়েছেন।
  • Ishan | 117.194.37.97 | ২৪ মে ২০১১ ২২:১৮475784
  • আর সিপিএমের কথা যত কম বলা যায় ততই ভালো। পলিটিকাল ইস্যু বলতে কিছু অবশিষ্ট নাই আর। মমতা রেলমন্ত্রী হবার পর ইস্যু হয়েছিল কোথায় কোন টিকিট কাউন্টার উদ্বোধনে কতজনকে বিরিয়ানি খাওয়ানো হল। ভোটের আগে হল মুকুল-মমতার কালো টাকা বিতরণ (গৌতম বাবু প্রমান করতে না পারলে জেলে যাবেন বলেছিলেন। কি পোড়া কপাল, কেউ জেলে পুরছেনা)। এবার মমতার আঁকা ছবি ইস্যু হয়ে উঠলে আশ্চর্য হবনা। :)
  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১১ ২২:২৬475785
  • প্রবল সিপিএম বিদ্বেষ সত্বেও মমতাকে বহুদিন লোকে রিজেক্ট করেছে (২০০৬ অবধি) কারণ অনেকটাই যে কারণে আমেরিকার লোকজন গত ইলেকশনে সারা পালিনকে রিজেক্ট করেছিল। সারা পালিনের সেই ইমেজ যেমন সহজে যাবার নয় মমতারও নয়। এত সত্বেও মমতা তার জেদ, পরিশ্রম, আন্দোলন করবার মানসিকতা দিয়ে এতটা এগিয়েছে যে অনেক ভালো লোকে মমতার ব্যানারে এসেছে। লোকে মমতাকে বিরোধী হিসেবে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তার মানে মমতার সারা পালীনীয় কাজকম্মো একেবারে মুছে গেছে তা নয়। অনেক কিছুর মধ্যে মমতার পলিটিকাল রেটরিক এবং ""ভাষাহীনের ভাষা"" অন্যতম। ঐ ভাষা যে লেখে তার অনেক কিছু নিয়েই প্রশ্ন ওঠে। যেমন আজিজুল বা দেবেশ বাবুকে নিয়ে ওঠে। এরপরেও হতেই পারে মমতা নিজেকে অনেক চেঞ্জ করে ভালো মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার অতীতের সারা পালনীয় কাজকম্মের কোনই রেফারেন্স হবে না এ কথাটা মনে করলে বলব লোকে মমতা জ্বরে ভুগছে।
  • nyara | 122.172.31.240 | ২৪ মে ২০১১ ২২:২৭475786
  • টিমের ঐ মমতার মানসিক অবস্থার প্রতি ইঙ্গিতটা ঠিক টিমের সঙ্গে যায় না বলে খুব অবাক হচ্ছি।

    আর আমি যে পাবলিক পালস কিচ্ছু বুঝিনা, সেটা একেবারে জলবৎ বুঝে গেছি সিঙ্গুরের সময়ে। সিঙ্গুরে যখন মমতা জেনুইন বিক্ষোভ-প্রতিবাদটা কো-অপ্ট করে নিলেন, আমি ভেবেছিলাম - লস্ট ব্যাটল। পলিটিকাল সুইসাইড। তারপর টাটারা বলল কারখানা করবে না, আমি ভেবেছিলাম মমতার পলিটিকাল কেরিয়ার শেষ। তারপর তো সব মায়া।

    এরপর গভীর পলিটিকাল ডিসকোর্সে ঢুকতে গেলে নিজের মানসিক অবস্থার প্রতি আস্থা থাকবে না।
  • pinaki | 122.164.244.85 | ২৪ মে ২০১১ ২২:৫৪475787
  • ন্যাড়াদা ফর্মে। পুরো ক্রিস গেইল। :-)
  • aka | 168.26.215.13 | ২৪ মে ২০১১ ২৩:০১475788
  • এইটা পিনাকি কইল, অফ অল পিপল। :(

    সিপিএমের ভোট বেস ছিল গ্রাম, কৃষক, কখনই শিল্পপ্রেমী শহুরে লোকেরা নয়। সিপিএম সেই কৃষকদের বিরুদ্ধে গেছে, তার আগে নন্দীগ্রামের এক্সপেরিয়েন্স। সিঙ্গুরের আন্দোলন তো গ্রামীন ভোট ব্যাংক সিকিওর করতে সিঙ্গুর আন্দোলন তো দুয়ে দুরে চার। মানে না করলে সিওর হওয়া যেত সত্যিই মমতার কিছু প্রবলেম আছে।
  • Ishan | 117.194.37.97 | ২৪ মে ২০১১ ২৩:১৫475789
  • এইখানেই তো আমার আপত্তি। মমতার পলিটিকাল রেটরিক হল মমতার ইউএসপি।

    কেশপুরকে সিপিএমের শেষপুর করে দেব।
    হয় এবার নয় নেভার।
    মা-মাটি-মানুষ।
    বদলা নয় বদল চাই।

    শেষটা মমতার সৃষ্টি কিনা নিশ্চিত নই, কিন্তু বাকিগুলো প্রত্যেকটাই অসাধারণ। বেস্ট হল "হয় এবার নয় নেভার'। মা-মাটি-মানুষ টা গৌতম বল্লেন ঝাড়া। সে ঝাড়া তো ঝাড়া। এই রেটরিকের প্রশংসা না করতে পারলে মমতার কিছুই বোঝা যাবেনা।

    মমতার সেই "গলায় দড়ি' কান্ড নিয়ে বললে বালখিল্যপনা মানতে রাজি আছি। কিন্তু রেটরিক নিয়ে জাস্ট কোনো কথা হবেনা।
  • Ishan | 117.194.37.97 | ২৪ মে ২০১১ ২৩:১৬475790
  • আকা এখন এত কিছু কইছে। কিন্তু লোকসভা ভোটের আগেও কে জিতবে নিয়ে কিন্তু কিন্তু করছিল। লোকসভা-পুরসভার ওরকম মারকাটারি ফলের পরেও।

    দুয়ে-দুয়ে চার কি অতই সোজা রে দাদা।
  • dri | 117.194.235.131 | ২৪ মে ২০১১ ২৩:২১475792
  • আ চ্ছা। এবার একটু শিল্পনীতি এটসেট্রা নিয়ে আলোচনা হোক। ক্যামোন?

    আমি ভেবেছিলাম অন্য কেউ খেটেখুটে সব ডকুমেন্ট ঘেঁটে রিসেন্ট মমতার স্পীচ থেকে তৃণমূলের ঘোষিত নীতিগুলো অন্তত এখানে জড় করবেন। আর আমি সেগুলো জাস্ট পড়ে নিয়েই পন্ডিত হয়ে যাব। কিন্তু বুঝতে পারছি অত ভাগ্য আমার নেই।

    তাই আমি নিজেই রোদে পুড়ে জলে ভিজে তৃণমূলের ম্যানিফেস্টো বার করেছি ইন্টারনেট থেকে।

    ডকুমেন্টটির ভাষার মধ্যে একটা 'জাগো-মা-জাগো' ব্যাপার আছে। এই ধরণের ন্যারেশান বেশীক্ষণ পড়লে আমার একটু অম্বল হয়। তবু চেষ্টা তো করতেই হবে।

    যে প্রমিসগুলো চোখে পড়ল :

    গড়া হবে নলেজ মিশান। ... এখানেই উচ্চশিক্ষা, এখানেই বিশ্বমানের শিক্ষা, এখানেই গবেষণা, এখানেই প্রয়োগ।

    সকলের জন্য স্বাস্থ্য। ... দরিদ্রতম মানুষের কাছেও জীবনদায়ী চিকিৎসা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

    পুলিষ প্রশাসনকে রাখব নিরপেক্ষ।

    সর্ব ধর্ম, সর্ব জাতি, সর্ব বর্ণের জন্য উন্মুক্ত থাকবে বাংলার মাটি। উদ্বাস্তুরা সামাজিক ন্যায় পাবেন। সংখ্যালঘুর স্বার্থ থাকবে সুরক্ষিত। তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের, এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের কথাও ভাবা হবে।

    ওয়ার্ক কালচার মিশান।

    এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। কৃষি, শিল্প, এবং উন্নততর কর্মসংস্থান।

    গণতান্ত্রিক পরিবেশ এবং মানবাধিকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন