এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইয়াদি

    pi
    অন্যান্য | ১৩ মে ২০১১ | ১৫০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১৬:৩৪475860
  • সৈকত (২য়) আরে নানা, সে তো বোঝাই যাচ্ছে রে বাবা , বিস্মিত না হয়েই বোঝা যাচ্ছে, তোমার ক্রেডিবিলিটি তো যে কোন গভ: র থেকে বেশি। এনি ডে। just kidding
  • kallol | 220.226.209.2 | ২৫ মে ২০১১ ১৬:৩৮475861
  • h: ক্ষার খাওয়া মানে রেগে যাওয়া। বিশ্বাস করো আমি রাগিনি। খামোখা লোককে গেছোদাদা, কাগেশ্বর বলে ডাকলেও না। শুধু করুণা হয় যখন দেখি এইত্তো পাওয়া গেছে বলে ভুল তথ্য নিয়ে লোকে ট্যাঙ্গো নাচার ব্যার্থ চেষ্টা করে।
    এই তো দুপয়সা চাইলাম ব্রাত্যর সাক্ষাতকার নিয়ে - ব্যাস চুপটি ফুস। আর এটা নিয়ে কেউ কিচ্ছুটি রা কাড়বেন না।
    জলকর নিয়ে তো তৃণমূলের ভোট ম্যানিফেষ্টোতেই বলা আছে যে জলকরের বসানো হবে না। সেটা নিয়ে আবার রেজোলিউশন নেবারও কিছু নেই। ওটা দলের নীতি হিসাবে উল্লেখ করা হয়েছিলো। ঐ অনুষ্ঠানে বামেদের ডাকার কি যুক্তি থাকতে পারে এখনো বুঝলাম না।
    অবশ্য বামেরা বেকায়দায় পড়লে চুপ করে যান - এটা বহুদিনের ঐতিহ্য। ভুল স্বীকার করা বামেদের ধাতে নেই বল্লে ভুল হবে, শুধু সময় ফ্যাক্টরটা একটু গোলমেলে। ভুল স্বীকার করতে দু-তিন বছর লেগেই যায়। কোন কোন ক্ষেত্রে এক দশক, কখনো ৪০/৫০ বছর।
    এই গুরুতেই কোন একটা বিষয়ে প্রমান চেয়েছিলাম। কেউ একবছর সময় চেয়েছিলেন। আজ পর্যন্ত তা পাই নি। শেষে বলে দেওয়া হলো - আছে কিন্তু দেবো না।
    এদের করুণা করা ছাড়া আর কিই বা করা যেতে পারে।
  • dd | 124.247.203.12 | ২৫ মে ২০১১ ১৬:৪৫475862
  • রাজনৈতিক টইয়ের চৌকাঠ পেরোই না সচরাচর, তাও ও। না কয়ে পাল্লাম না।

    বাম, বাম করে কারে অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করছো,হে কল্লোল? অল দা লেফ্‌ট পার্টীজ? কিন্তু তিনোমুলোতো বাম। স্বঘোষিত ভাবে। অ্যান্ড সো ইজ কংরেস।

    কে তাইলে বাম নয় ?

    আমি আর জর্জ বুশ ছাড়া?
  • h | 203.99.212.53 | ২৫ মে ২০১১ ১৬:৪৬475863
  • দেখুন মিডিয়ার ক্রেডিবিলিটি খুব চাপের জিনিস, বিশ্বস্ত পাঠক কে একটুও জিগ্যেস না করে এমন ঢপ দেবে বা লাইন চেঞ্জ করবে, যে শেষে নজ্জার এক শেষ হয়। আর ঐ তো বল্লাম, ডিফেন্ড করা অভ্যেস করুন, আপনার গভমেন্ট এখন পাওয়ারে আছে, রাগ বা অনুভূতিপ্রবণ সংবেদনশীলতা দুটি ই একটু ধরে খেলাই ভালো। অনুভব করেচি তাই বলছি;-)
  • saikat | 202.54.74.119 | ২৫ মে ২০১১ ১৬:৫০475864
  • হনু, বর্তমান বলল বলেই না, কাগজটা খুললাম।
    তারপর এই খবরটা। কী ভাল, কী ভাল !
    কী নান্দনিকতা !
    ছবি আঁকেন বলেই না !

    http://bartamanpatrika.com/content/main4.htm
  • kallol | 220.226.209.2 | ২৫ মে ২০১১ ১৬:৫২475865
  • কোয়ার্ক।
    কথাটা হচ্ছিলো টাউন হলের অনুষ্ঠানটি নিয়ে। আজকাল স্পষ্ট করে লিখেছে ওটা সংবর্দ্ধনা অনুষ্ঠান। আনন্দবাজার লিখেছে শুধুই অনুষ্ঠান। টেলিগ্রাফ পড়িনি। কেউ লেখেনি যে ওটা জলকর রাখা হবে না হবে না তার জন্য আলোচনা সভা। আনন্দবাজারের বা আজকালের খবরটা পুরো পড়লেই বোঝা যায় ওটা তৃণমূলীদের সভা যেখানে ওদের দলের বিভিন্ন নীতি নিয়ে কথা হয়েছে।
    নাগরিক কমিটি কোথায় কি কি হচ্ছে জানি না, তা নিয়ে আমি কোন কথা লিখি নি। তবে নাগরিক কমিটিই হোক বা সংবর্দ্ধনা সভাই হোক বা যে কোন ফোরামের সভাই হোক, জলকর নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে তা পুরসভায় বা বিধানসভায় নিতে হবে। এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন ঐ সভাতেই বিল পাস হয়ে গেলো বামেদের বাদ দিয়ে।
    আরে বাবা, বামেদের তো মানুষই বাদ দিয়ে দিয়েছে। বিধানসভায় বা পুরসভায় যে কজন আছেন, সে কজন লড়ে যান।
    ভদ্রতা ইত্যাদি মন্তব্য নিয়ে দু:খিত।
  • Arpan | 122.176.253.88 | ২৫ মে ২০১১ ১৭:০০475866
  • আকার কথা বুইলাম না। টাটারা চলে যাবার পরে আন্দোলন থেকে গেছে কথাটা। ওখানকার মানুষজন তো টিএমসিকে পরপর ভোটে জেতালেন ৪০০ একর ফেরত দেবার দাবিকে সমর্থন জানিয়ে। সেইটা তো তাঁদের আন্দোলনেরই অঙ্গ। এইবার দুইটি জিনিস দেখার:

    ১, কেমন করে মমতা আর পাত্থো চাটুজ্জে প্রকল্প এলাকা থেকে "চাষযোগ্য' ৪০০ একর জমি ফেরত দেন। বাঘের পিঠে যখন সওয়ার হয়েছেন তখন বাঘকে কী করে বশে রাখবেন সে ভাবনা তাঁদেরই।

    ২। এই কেসটায় নতুন সরকার ল্যাজেগোবরে হলে সিপিয়েম নেতৃত্ব কী স্ট্র্যাটেজি নেন। :)

    তবে প্রতিশ্রুতি পূরণ না করলে যে লোকজন যে টিএমসির উপর খেপে যাবে সে কথা বলাই বাহুল্য।

    আর সিঙ্গুর আন্দোলনকে নতুন করে গ্লোরিফাই করার দরকার নাই। জমি অধিগ্রহণ নিয়ে লাঠালাঠি ভারত জুড়েই বাড়ছে বৈকি কমছে না। কাজেই ইউপিএ সরকারকে জমি অধিগ্রহণ আইন আজ হোক কাল হোক সংশোধন করতেই হবে।
  • Arpan | 122.176.253.88 | ২৫ মে ২০১১ ১৭:০২475867
  • থেকে গেছে হবে না, থেমে গেছে হবে :)
  • kallol | 220.226.209.2 | ২৫ মে ২০১১ ১৭:০৯475868
  • ডিডি। না, আমি কং বা তৃমূকে বাম পার্টি মনে করি না। আমি আগেও লিখেছি প:ব: রাজনীতি জুড়ে একটা বাম প্রভাব ছেয়ে গেছে ৭০ থেকে। ঐ যে বন্দে মাতরম - ইনক্লাব জিন্দাবাদের মত করে বলা হয়, সবুজ সেলাম, এশিয়ার মুক্তিসূর্য থেকে শুরু করে তৃণমূলের সভায় - সে আমার রক্তে ধোয়া দিন বা সাথীদের খুনে রাঙ্গা পথে দ্যাখো / হায়নার আনাগোনা এসব গান গাওয়া, সবটাই বামেদের থেকে নেওয়া। কিন্তু এরা বাম নয়। তফাৎটা মানসিকতার। জমিদারবাবু ও রুথলেস কর্পোরেটের তফাৎ। জমিদারবাবু কর্পোরেটের কায়দায় কাছারী সাজান। রামলোচনবাবুকে আরসি বলে ডাকেন। কিন্তু আদতে তিনি জমিদারবাবু। তার ""মেজাজটাই তো আসল রাজা""। রুথলেস কর্পোরেটের ""মেজাজ""এর ব্যাপারই নেই। সবটাই তার পলিসি-ডেভিয়েশন-কারেকশন-পলিসি।
  • aka | 24.42.203.194 | ২৫ মে ২০১১ ১৭:১৬475870
  • ডিডিদা আমাকে ধর্তব্যের মধ্যেই আনেন না। :)) শ্যামল বাবুর পরে আমি যে ডান আন্দোলন গুরুতে এগিয়ে নিয়ে যাচ্ছি তার কোন মানেই নেই।

    অপ্পন, আমি বলছি, ধর্ণা মঞ্চ উঠে গেল কেন? ৪০০ একরের জমির জন্য লাগাতার আন্দোলন কোথায়? ঐ ৪০০ একরের এবং বাকি ৬০০ একরের মালিকদের এই দুই বছরে কি করে চলেছে?

    ভোটে হয়ত জিতেছে, সে আম্রিগাও ওসামা বিন লাদেন কে মেরে পৃথিবীর অধিকাংশ লোকের সমর্থন পেয়েছে। তাতে কি মূল সমস্যা বদলে গেল? সেই ৪০০ একরের লোকেদের কি হল সে খবর কে রাখে?
  • Arpan | 122.176.253.88 | ২৫ মে ২০১১ ১৭:১৬475871
  • আর বোঝাই যাচ্ছে আকা প:বঙ্গীয় কোন মিডিয়াই ফলো করে না (গাও ছাড়া)। নইলে এই বাজারেও কমরেড নিশ্চিত ছিলেন না জগদ্দলে পরিবর্তন হচ্ছে কিনা! :-)

    টিভিতে দি দুয়েক আগে সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের পরিবারের সাক্ষাৎকার দেখিয়েছে। তাঁরা মোটামুটি দুটো দাবি জানিয়েছেন:

    ১। তাদের যত পরিমাণ জমি প্রকল্পের আওতায় পড়েছে, ততটাই জমি চাষযোগ্য অবস্থায় ফেরত চাই। প্রকল্পের ভেতর না বাইরে কোথা থেকে সে জমি দেওয়া হবে তা নিয়ে ওনারা ভাবিত নন।

    ২। এই পাঁচ বছরে (২০০৬-১১) জমি না থাকা এবং ক্ষতিপূরণের চেক না নেওয়ায় তাঁদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেইটাও সরকারের কাছে মিটিয়ে দেবার দাবি রেখেছেন।

    ২ক। এর সাথে জমির সাথে যুক্ত বর্গাদারদেরও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
  • Arpan | 122.176.253.88 | ২৫ মে ২০১১ ১৭:১৮475872
  • আকার প্রশ্ন পড়বার আগেই উত্তর দিয়া দিয়াছি। বড় হইয়া টিয়াপাখি লইয়া পথিপার্শ্বে উপবেশন করিব।
  • bb | 115.242.217.214 | ২৫ মে ২০১১ ১৭:২৬475873
  • যুক্তি হারালেই কি কল্লোল এই ভাবে বামেদের নামে নিজের কুৎসা রটনা করেন?
    বামেদের তো মানুষ বাদ দিয়েছেন, তাই এই যুক্তিতে তো ২৬ জন বিধায়কের বিরোধীদের সঙ্গে ২০০৬-১১ তে কোন কথাই বলা উচিত ছিল না। নাকি এটাই গণতন্ত্র।

  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৭:২৭475874
  • উফ এই এলাম। আমি যদ্দূর যা জেনেছি, তা হল, ঐ টাউন হলের মিটিনটা তৃণমূলীদের মিটিন ছিল, যেখানে উহাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল পুরসভাগুলিকে জলকর তুলে নিতে বলা হয়। এই মিটিনে সিপিএমের পুরসভার প্রতিনিধিদের ডেকে অনুরূপ নির্দেশ দিলে মোটেও ভালো হত না বলেই মনে হয়।

    ইতি গেছোদাদা। :)
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৭:২৯475875
  • এই বিবিকে নিয়ে আর পারিনা। তৃণমূল সংসদীয় দলের মিটিনে কি সিপিএমকে ডাকে? তৃণমূল পুরপ্রতিনিধিদের মিটিনে খামোখা বামদের ডাকবে কেন? এরপর শুনব এসেপাই পার্টি ফ্র্যাকশানের মিটিনেও মমতাকে ডাকতে হবে বলে আন্দোলন চলছে। :)
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১৭:৩০475876
  • সিঙ্গুরের খেত-মজুরদের কী হাল ? তাঁদের দাবিদাওয়া নিয়ে তো দিদি ও বিশেষ কিছু করেননি বলেই জানি।
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৭:৩২475877
  • আর সকালে মমতার কাজের ধরন নিয়ে যেটা লিখেছিলাম, সেটা মমতার গুন বা দোষ হিসাবে লিখি নি। মমতার ওটাই বৈশিষ্ট্য, এবং লোকে ওটাকেই বেটার অল্টারনেটিভ ভেবেছে, এই ছিল বক্তব্য।

    লং টার্মে এই মডেল টিকবে কিনা বলতে পারব না। দেখতে হবে।
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১৭:৩৪475878
  • এই যে ঈশান লিখলেন "আমি যদ্দূর যা জেনেছি", এটাও নিশ্চয় কোত্থেকে জানলেন জানতে চাওয়া যাবে না। প্রথম খবর দেওয়ার সময় কিন্তু উনিই "সোর্স" খুঁজছিলেন।
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৭:৪৭475879
  • ঈশান আবার কে? আমি তো গেছোদাদা। :)

    হ্যাঁ, আপনারা যা যা লিংক দিয়েছেন, তাই পড়েই জেনেছি। নতুন কোনো সোর্স নাই।
  • aka | 168.26.215.13 | ২৫ মে ২০১১ ১৭:৫২475881
  • অপ্পন, প্রশ্নটা ছিল সিঙ্গুর নিয়ে দিদির আন্দোলন কেন টাটা চলে যাওয়াতেই থেমে গেল? অনিচ্ছুক চাষীরা তো বরাবরই এই চাইছেন দিদি অর নো দিদি।

    ঈশান, ঠিকই মমতার এই কাজের ধরণই প্রশ্নযোগ্য। ভোটে জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন সবই ঠিক আছে। কিন্তু কাজের এই ধরণটি নিয়ে যাদের প্রশ্ন পায় তারা করবেই। এতক্ষণ ধরে শুনেছি প্রশ্নটাই অবান্তর। কেন অবান্তর সেটা বুঝি নাই। লং টার্মে টিঁকবে কিনা সেতো সময়ই বলবে। কিন্তু আজ এই মুহূর্তে এইসব প্রশ্ন একেবারেই উঠবে না, এই দাবী অসংগত। যাক এবারে মনে হয় বর্তমানে ফিরলেই হয়।

    আর গাও নিয়ে দু:খ দেবেন না। কি ভালো সিরিয়ালই না ছিল। মাঝে মাঝে যখন অন্যান্য সিরিয়াল গুলো দেখি তখন মনে হয়। মিডিয়া বলতে ইউটিউব, সহৃদয় বন্ধু বলতে বুন্তুলি।
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১৭:৫৪475882
  • এই আমরা পাতার পর পাতা লিখি নিজেদের নিয়ে রসিকতা, মস্করা করতে পারার ক্ষ্যামতা ইত্যাদি নিয়ে, অথচ সামান্য সুকুমারী চরিত্রের নামে ডাকায় কি অশান্তি। যদিও "অফিসিয়ালি" কেউ রেগে যান নি এই যা।
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৭:৫৬475883
  • প্রশ্নটা অবান্তর হবে কেন? প্রশ্নের সঙ্গে ছবি আঁকা, কবিতা লেখা আর পরিশীলন টেনে আনা অবান্তর। আর ভবিষ্যতে যা ঘটিতেই পারে, তাকে আজই ঘটে গেছে ধরে নিয়ে আরবিট কথাবার্তাও অবান্তর।
  • pi | 72.83.97.171 | ২৫ মে ২০১১ ১৮:০০475884
  • আকাদা, প্রশ্ন করা হয়েছে, আঁকা লেখা থেকে মানসিক সুস্থতা জাজ করে তাকে মন্ত্রীত্বে এক্সট্রাপোলেট করে জাজমেন্টাল হওয়া নিয়ে।

  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৮:০১475885
  • সবার হৃদয় তো অতটা উদার নয়। এই যেমন মমতার সঙ্গে সোনাগাছির তুলনাটও অনেকে ঔদার্যের অভাবের জন্যই মশকরা হিসেবে নিতে পারেনি।

    কি আর করবেন, অপরাধ গুরুতর হলেও আপাতত ক্ষমাঘেন্না করে দিন। অপরে দুষ্ট বলিয়া আপনি উদার হইবেন না কেন? :)
  • Netai | 121.241.98.225 | ২৫ মে ২০১১ ১৮:০৩475886
  • টেলিগ্রাফের লিন্‌ক থেকে-
    The Trinamul government has decided not ?to collect water tax from the state’s 127 municipalities, which goes against th?e rules laid down by the Centre’s Jawaharlal Nehru? National Urban Renewal ?Mission (JNNURM).

    Urban development and municipal affairs minister Firhad Hakim made the announcement? today during a meeting where? c?hairpersons of 68 municipal bodies — out of the 98 Trinamul-run municipalities —? were invited.
    “None of the m?unicipalities across the stat?e will collect water ta?x from next month. Our govern?ment is against collection? of water tax,” Hakim said du?ring the two-hour meeting at ?Town Hall.
    Sougata Ray, the juni?or minister in the Union ?urban development department,? Sishir Adhikari, the ?minister of state for ?rural development, and Subrat?a Mukherjee, the public he?alth engineering minister?, attended the meeting ?convened by mayor Sova?n Chatterjee. ?
    No representa?tives from the 29 Left Front-?run municipal bodies received? invitations to the meeting.

    এইটা পড়ে কি মনে হয়না যে বাম পরিচালিত পুরসভার প্রতিনিধিদের এই মিটিংয়ে আমন্ত্রন পাওয়ার কথা ছিল? যদিনা কেউ আবাপ বা আজকাল পড়ে থাকে?
  • quark | 202.141.148.99 | ২৫ মে ২০১১ ১৮:০৪475887
  • মাইরি! মমতা-সোনাগাছি, ঈশান-গেছোদাদা, কল্লোল-কাকেশ্বর : সঅঅঅঅঅব এক?
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৮:০৯475888
  • না নেতাই। মনে হয়না। যদি ঠান্ডা মাথায় পড়া যায়।

    আপাতত লাগু কোনো আইনবলেই কোনো সরকারি মন্ত্রী পুরসভাগুলিকে সরকারি ভাবে জলকর না নেবার "নির্দেশ' দিতে পারেন না। তারা স্বয়ংশাসিত সংস্থা। বাম-অবাম কোনো পুরসভারই তৃঅনূলের নীতি মেনে নেবার কোনো সরকারি বাধ্যবাধকতা নেই।

    এই বাধ্যবাধকতা থাকতে পারে একমাত্র দলীয় স্তরে। সেজন্য কেবলমাত্র দলের অধীন পুরসভাগুলিকেই সেই "নির্দেশ' দেওয়া হয়েছে।
  • santanu | 82.112.6.2 | ২৫ মে ২০১১ ১৮:১০475889
  • অর্পন, আকার প্রশ্ন টা আমার মনেও ঘোরে।
    ধর্না হলো, ৪০০ একর জমি ফেরত চাওয়া হলো, পাওয়া গেল না, টাটা চলে গেল।
    দিদির তো টাটা কে ভাগানো উদ্দেশ্য ছিল না, ৪০০ একর ফেরত নেওয়া ছিল।
    তা টাটা চলে যাবার পর সেই ধর্ণা ইত্যাদি বন্ধ হয়ে গেল ক্যানো?

    যাকগে, দেখা যাক এখন কবে দেন, কি করে দেন, কাদের দেন, কোথায় দেন।
  • aka | 168.26.215.13 | ২৫ মে ২০১১ ১৮:১১475890
  • বুশ ডকট্রিন না জানাটা সারা পালিনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার সাথে যতটা কোরিলেটেড মমতার "ভাষাহীনের ভাষা', শুধুই বিরোধীতার রাজনীতি ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার সাথে ঠিক ততটাই কোরিলেটেড। উনি নিজেকে কতটা চেঞ্জ করেন সে অবশ্য সময়ই বলবে। কথা হল তাহলে এত স্পেকুলেশন কেন? ও তো মানুষের ধর্ম। তবে একটা কথা এগ্রিড এবারে আসল ব্যপারে নজর দিলেই হয়।
  • Ishan | 122.248.183.1 | ২৫ মে ২০১১ ১৮:১৪475892
  • বালাই ষাট। এক কেন হবে? তবে অনুদার ব্যক্তিরা এগুলিকে বিভিন্ন স্কেলের ব্যক্তি আক্রমন বলে থাকেন। সে মাপকাঠি অবশ্য উদারদের জন্য প্রযোজ্য নয়, অন্তত যতক্ষণ তাঁরা নিজেরা কথাগুলি বলছেন। তাঁদেরকে কেউ বললে অবশ্য অন্য কথা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন