এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৫১৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 233.191.15.96 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৫372363
  • "কং-এর সংগে বিজেপির জোট হলে"-এর জায়গায় "কং-এর সঙ্গে সিপিএমের জোট হলে" পড়তে হবে।
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৫372364
  • "সারা ভারতে কং-এর উত্থান না হলে বিজেপিকে রোখার কোন রাস্তা আছে বলে মনে হয় না"

    তথ্য বিকৃতির কোন সুযোগই নেই। এই কথাটা একই পিটি লিখেছে।
    কিন্তু সেই সর্বভারতীয় কং-এর উত্থানে সিপিএমের ভূমিকা নগণ্য-সেটা বালখিল্যরা ছাড়া বাকি সকলে জানে। এমনকি কারাত-ইয়েচুরিও জানে।
    সিপিএমের উত্থান যেখানে হতে পারে সেটা পব, আর কল্লোলদা ভালই জানে যে কল্লোলদার প্রিয় (অধুনা স্নেহের গা**) দলটি সবরকমের বামেদের সম্পুর্ণ নিশ্চিহ্ণ করার কাজে RSS-এর লোকাল এজেন্টের কাজ করছে। এই সহজ কথাটি বালখিল্যরা মেনে নিলে সব গোল মিটে যায় কিন্তু সেটা মানতে হলে চারুদার ঐতিহাসিক রাজনৈতিক তত্বকে কাঁধ থেকে নামাতে হবে।
    সে বড় কঠিন কাজ। তার চাইতে এদিক ওদিক থেকে সিপিএমের ঘর-বাড়ি ইত্যাদির লিং দিয়ে আলোচনাটাকে ঘেঁটে দেওয়া অতি সহজ আর এই বাজারে নিরাপদও!!

    "সত্যপাল সিং মহোদয় কী বললেন সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ দেশবাসীর কান্ডজ্ঞান লোপ পেয়েছে একযোগে , তাঁরা মনে করছেন গণেশের ধড়ে মুড়ো সন্ধি আদতে প্লাস্টিক সার্জারির আর্লিয়েস্ট ওরিয়েন্টাল হিন্দু কোবরেজি এবং প্রি -বাথগেট সুশ্রীত নিদর্শন , এটাই ভয়ের ৷"

    রাজনৈতিক বালখিল্যদের অবস্থান বোধহয় আরো ভয়্ঙ্কর।
  • dc | 132.174.117.147 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১372365
  • "সিপিএমের উত্থান যেখানে হতে পারে সেটা পব"

    সেকি, কেরল আর ত্রিপুরা বাদ চলে গেল?
  • কল্লোল | 37.63.156.124 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১০372366
  • আবার পোস্ট করতে হলো - আর শিপুয়েমে যে জোট নিয়ে কারাতে-ইয়েচুরিতে ভোটভুটি হলো - সেটি কি মালদ্বীপে পিকনিক করার জন্য?
    ঘেটে তো আছেই শিপুয়েম। তাই ঘর বাহির খপরে গাত্রদাহ। হা হা হা।
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৮372367
  • একটা প্রকৃত রাজনৈতিক দলে আলোচনা ভোটাভুটি ইত্যাদি হওয়াই স্বাভাবিক-এমনকি সিদ্ধান্ত যদি ভুল হয় তাও মেনে নিতে হবে। পিসীমা-মাসিমার একার সিদ্ধান্তে যেখানে সবকিছু নির্ধারিত হয় সেটা দল নয় দঙ্গল অথবা নিছকই রান্নাঘর। তিনোর সঙ্গে ঘর-বসত করতে করতে কল্লোলদার এইসব গণতান্ত্রিকতার চর্চার অব্যেশ নষ্ট হয়ে গিয়েছে দেখছি।
  • sm | 52.110.146.182 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৩372368
  • এই এতক্ষনে পিটি একটা হক কথা কইলেন। প্রকৃত রাজনৈতিক দল!বাকি সব দল তো ভেজাল!
    এখন, কথা হলো ভেজাল তেলের লুচি খেয়ে অব্যেশ হয়ে গেলে কি আর গাওয়া ঘি এর লুচি ,মুখে রুচবে?
    সুতরাং পাঁকে না গা ডুবিয়ে সি পি এম এর মতো প্রকৃত রাজনৈতিক দলের রাজনৈতিক সন্যাস নেওয়াই উচিত।কি বলেন?
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৩372369
  • সেটা সিপিএম বুঝবে। কত দেশে তো কোন কমুনিশ্ট দলই নেই।
    কিন্তু ইতিমধ্যে "দেশবাসীর কান্ডজ্ঞান লোপ পেয়েছে একযোগে , তাঁরা মনে করছেন গণেশের ধড়ে মুড়ো সন্ধি আদতে প্লাস্টিক সার্জারির আর্লিয়েস্ট ওরিয়েন্টাল হিন্দু কোবরেজি এবং প্রি -বাথগেট সুশ্রীত নিদর্শন , এটাই ভয়ের ৷"
    আর
    "মেয়েদের জন্মই বন্ধ করে দেব" বলছে খাপের বাপেরা।
    আশা করি ঠাট্টা-এয়ার্কির বাইরে, সিপিএম বাদ দিয়ে পন্ডিতেরা এসব নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে।
  • dc | 132.174.117.147 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৬372370
  • কংগ্রেসও পোকিতো রাজনৈতিক দল, কংগ্রেসে তো পিসীমা-মাসিমা নেই, আর একার সিদ্ধান্তে কিছু হয়ওনা। একেবারে টোটাল গনতন্ত্র যাকে বলে। তাই সিপিএম কংগ্রেসের সাথে বারবার জোট করে আর করতে চায়।
  • S | 194.167.2.96 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪০372371
  • আচ্ছা বামেদের আর বিজেপির ইস্যু গুলো তো বুঝলাম। একদম মহান সমাজতন্ত্র আনবে। আরেকদল হিন্দুবাদের নামে দেশ বড়লোকেদের কাছে বিক্রি করে দেবে। কেজরির ইস্যুটাও বুঝলাম নাহয় - কোরাপশান মুক্ত ভারত গঠন করবে। আচ্ছা মুলায়েম আর মায়াবতীর টাও নাহয় মানলাম।

    কিন্তু কং আর দিদির ইস্যুটা কি? মানে এঁরা চায়্টা কি? প্লিজ দেশের উন্নতি, মা-মাটি-মানুষের মতন ভেগ মানেবিহীন কথা লিখবেন না। তেলেভাজা আর যুবরাজকে দিল্লির মসনদে বসানো ছাড়াতো কোনও ইসে বা ইস্যু কিছুই দেখিনা।
  • dc | 132.174.117.147 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৯372373
  • কং এর একটাই ইস্যু - এলোমেলো করে দে মা লুটেপুটে খাই ঃ)
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৮372374
  • আলোচনা প্রত্যাশা মত এখানে এসেই থমকে যাওয়ার কথা। কেনা সামনে সেই উত্তরের বন্ধ দরজা যার ওপারে লুম্পেনদের মবোক্রাসি ও অম্বিকেশ দাওয়াই!!
  • dc | 116.203.100.176 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৪372375
  • আমি তো ভাবলাম দরজার ওপারে বিপ্লব আর উন্নততর বামপন্থা!
  • cm | 113.205.212.64 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৪372376
  • “আশা করি ঠাট্টা-এয়ার্কির বাইরে, সিপিএম বাদ দিয়ে পন্ডিতেরা এসব নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে।” এরূপ দূরাশার হেতু? আজকালে এই নিয়ে কোন লেখা বের হয়েছে নাকি?
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:২৬372377
  • সেটা পূবের দরজা!!
  • dd | 193.82.19.219 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৪372378
  • আরে ধ্যাত্তেরিকা।

    ছাঘোল,প্যাঁচা,শ্যালের পর আবার দেখছি গাধাও এসেছে । সেয়ানা শ্যালের পর দাম্ভিক গাধা। এ তো পুরো চিরিয়াখানা বানিয়ে দিলেন আপনেরা।
  • Du | 182.56.6.55 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১৬372379
  • কেজরী নারদা সারদার পর কোরাপশনের রানীকে জেতার জন্য অভিনন্দন জানিয়েছিল। কেজরী আর সততা রানী মাস্তুতো ভাইবোন।
  • কল্লোল | 37.63.139.144 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩৫372380
  • পিটি উবাচ - একটা প্রকৃত রাজনৈতিক দলে আলোচনা ভোটাভুটি ইত্যাদি হওয়াই স্বাভাবিক-এমনকি সিদ্ধান্ত যদি ভুল হয় তাও মেনে নিতে হবে।
    হিতার হিয়ার।
    তা বলি, পোকিতো রাজনৈতিক দলের অলুচানাটি কি নিয়ে? মালদ্বীপে পিকনিক না নেপালে লুকোচুরি?

    সেই তো বাওয়া বিজেপিকে আটকানো নিয়ে এত্তো মাথা চুলকানি। জোট কি নোজোট, তাই নে কি ধুন্ধুমার!! কেওঁ, না বিজেপিকে আটকাতে হবে। তাই ত্তো?
    মানে সিপুয়েমও ভাবে তারা কংএর সাথে জোট করে বা না করে বিজেপিকে সারা ভারতে আটকাবে।
    আর পিটি বলছে শিপুয়েমের সে ক্ষ্যামতাই নেই!!
    হায় হায়!!!!!!!
  • PT | 213.110.242.22 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫০372381
  • ভাট অন্তহীন.....!!
  • Atoz | 161.141.85.8 | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৬372382
  • কামাখ্যা কবে যাবেন নৈরাজ্যদা???? ঃ-)
  • sm | 52.110.151.119 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩০372385
  • সিপিএম এর জেতার ক্ষমতা নেই তবু আলোচনা করতে ছাড়ে না।
    সিপিএম ; বিজেপির সঙ্গে জোট করে তিনো দের হারানোর কথা চিন্তা করতে পারে। তাও সেটা বাস্তব সম্মত হবে। তা, না - খালি কংগ্রেস এর সঙ্গে জোড় বাঁধবো না খুলবো?
    অরে বাবা, আসন বাড়াতে গেলে কংগ্রেস কে তিনোদের হাত ধরতেই হবে। সিপিএম কি দিতে পারে, কংগ্রেস কে ?
    কারাত, সঠিক ডিসিশন ই নিয়েছে।
  • PT | 213.110.242.22 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৬372386
  • কি আশচর্য! "সিপিএমের জেতার ক্ষমতা নেই" তবু তাকে নিয়ে আলোচনার শেষ নেই!!
    ওহে বুজীগণ ওঠো, জাগো, তাকিয়ে দেখ যে কলকাতা বা দিল্লী কোথাও সিপিএম ক্ষমতায় নেই। যতদিন ছিল ততদিন খুব নিষ্ঠার সঙ্গে প্রত্যক্ষে বা পরোক্ষে বিজেপির উত্থান আটকে রেখেছিল। কার নির্দেশে কে জানে মুখার্জী বাবু সিপিএমকে শায়েস্তা করার জন্য কলকাতায় তিনোকে মদত জোগাতে এসেছিল! সেই পাপকর্মের শাস্তি পেয়ে পব-র কং সাইনবোর্ডে পর্যবসিত হয়েছে। ন্যাকার বাচ্চারা জানত না যে তিনোর হাত ধরে বিজেপি ঢুকে আসবে? অন্যদিকে পব-র বা- ও ধা- বুজীগণ চক্ষু মুইদ্যা তিনোর ল্যাজে বেঁধে বিজেপিকে পব-তে ঢুকতে দিয়েছে ও তিনোর আমলে বিজেপির পালন পোষোণের কর্মকাণ্ডকে মৌন থেকে সম্মতি জানিয়েছে। এখন "হা সিপিএম", "হা সিপিএম" করে বুক চাপড়ে কিংবা সিপিএমকে খিস্তি করে কোন লাভ নেই।
    কং আর বুজীদের পাপের ঘড়া পূর্ণ হোক তারপরে দেখা যাবে।
  • dc | 181.49.170.75 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৩৯372387
  • ওদিকে আবার হার্দিক প্যাটেলও দিদির হয়ে লোক সভায় ক্যাম্পেন করবে। কং আর তিনোর জোটও মনে হচ্ছে হয়েই যাবে।
  • pi | 57.15.234.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৩372388
  • এটা কার লেখা কেউ জানে?

    তপনদা এক বাম্বাচোদ্বাচ্ছাকে “রিফিউজির বাচ্ছা” বলায় বাম্বাচিও মহলে আজ হাহাকার পরে গেছে। বাম্বাচ্চিওরা আকুলি বিকুলি করে কান্নাকাটি করত্যাসে। কিন্তু হে বাম্বাচোদ্বাচ্ছারা যখন মরিচঝাপী হয়েছিল তখন কোথায় ছিল তোমাদের এই হাহাকার? কোথায় ছিল এই আকুলি বিকুলি? তখন তো ওখানে প্রশাসনের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হচ্ছিল বলে তোমরাই তাকে চাপা দিয়েছ। কিংবা যখন কাশ্মীর থেকে কাশ্মীরি পন্ডিতদের উদ্বাস্তু করে দেওয়া হোল তখন তোমরা বললে ওখানে ভারতই অবৈধ অধিকারী। কাশ্মীর তো কাশ্মীরি মুসলিমদেরই।তাদের “আত্মনিয়ন্ত্রনের অধিকার” দেওয়া হোক।কয়েকশো বছর ধরে কাশ্মীরে থাকা কাশ্মীরি পণ্ডিতদের আত্মনিয়ন্ত্রনের অধিকার নিয়ে অবশ্য তোমাদের বিশেষ মাথা ব্যাথা কখনই দেখা যায়নি।কিন্তু হে মহান বাম্বাচ্চিওগন তোমরা আজ তোমাদের রিফুউজির বাচ্ছা বলায় কাদছ কেন? তোমরা তো রিফুউজি নও। ওখানে তো কিচ্ছু হয়নি, খালি একটু আধটু ভূমিসংস্কার হয়েছিল। তাহলে রিফিউজি বললে তো তোমাদের গায়ে লাগা উচিত নয়। তোমাদের তো গর্বিত হওয়া উচিত ছিল যে তোমরা ভূমিসংস্কারে সাহায্য করেছ।

    তোমরা তো তোমাদের বিয়ের কার্ডে আজও ছাপাও “বরিশাল নিবাসী, অধুনা বিরাটি অধিবাসী”। তা একবারও কি পরিষ্কার করে বলতে পারবে পিতৃপুরুষের নিবাসটি ছেড়ে তোমাদের পূর্বপুরুষদের আসতে হয়েছিল? তোমাদের তো সেখানে হাতীশালে হাতী, ঘোড়া শালে ঘোড়া সবই ছিল। তাহলে কি মরতে এই পোড়া দেশে এলে? কারন জিজ্ঞেস করলেই তো বলো, ওপার থেকে যখন মান ইজ্জত খুইয়ে আসছিলে তখন কোন মেহবুব চাচা তোমাদের বাড়ি রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিয়েছিল, কোন উসমান চাচা তোমাদের মা মেয়েদের বোরখা পড়িয়ে লুকিয়ে লুকিয়ে পালাতে সাহায্য করেছিল। কিন্তু কোনদিন কে বলতে পেরেছিলে কেন পালাতে হয়েছিল? নাকি কোনদিন বলতে পেরেছ দেশটাই বা কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? এপারে তো মেহবুব ব্যান্ড বাজিয়ে সম্প্রীতির গান গাও, কিন্তু ওপারে মেহবুব চাচারা কেন হিন্দুদের বাড়ি ঘর পোড়ায় কিংবা কেনই বা এখন সেই বাড়িতে মেহবুব চাচাই থাকে তোমরা নও,সেটা কখনও জোর গলায় বলতে পেরেছ?পারোনি। আর পারোনি যখন তখন আজ রিফুউজির বাচ্ছা গালাগাল শুনে কান্নাকাটি না করে বরং যাও নিজের বাপ মা, দাদু, ঠাকুরমাদের জিজ্ঞেস করো কেন নিবাস ছেড়ে এখানে এসে অধিবাসী হতে হোল।

    যাদের তোমরা যোগেন মন্ডলের জিম্মা করে ওপারে ছেড়ে রেখে এসেছিলে তাদের বাড়ি ঘর যখন পোড়ান হচ্ছিল, যখন তাদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন সেই মেয়েদের মায়েরা কাতর গলায় বলছিল, “বাপেরা এক এক করে এসো”, তখন কোথায় ছিল তোমাদের পিতৃপুরুষের মাটির প্রতি প্রেম? তখন তো তোমরা তোমাদের দ্যাশের পুকুরের দশ কেজির ইলিশ, আর বাগানের ছয় তলা সমান উচু সুপারি গাছের স্মৃতি রোমন্থনে ব্যস্ত ছিলে। তখন তো ওটা বিদেশ বলে নাকি তোমরা কিছুই বলতে পারোনি। অথচ মায়ানমার তোমাদের কাছে বিদেশ নয়। তখন তোমাদের মানবতা পেছন ফুড়ে বেরোতে থাকে, বেরোতেই থাকে। এক্কেবারে আমাশার মতো।

    তপনদা একটা ভুল করেছেন। তপনদা যে সব বাম্বাচ্চোদ্বাচ্ছাদের রিফুউজি বলেছেন সেগুলো একটাও রিফুউজি নয়। এদের পিতামহ, প্রপিতামহ হাওয়া বুঝে অনেক আগেই কেটে পরেছিলেন এবং এপারে এসে সম্পত্তি বাগিয়ে বড়লোক হয়ে আমাদের সাম্যবাদের আর সম্প্রীতির পাঠ দিতে নেমে পরেছিলেন। ঐ জ্যোতি বসু টাইপস আর কি।বাকী যারা ওপার থেকে সত্যিই ভুক্তভোগী হয়ে এপারে এসেছিলেন তারা প্রথমে বামেদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, কারন তারা বুঝেছিলেন বামেদের তাদের দরকার, আর তাই তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে যে বাম্বাচ্চোদারা দেশ ভাগ সমর্থন করেছিল তাদের কাছ থেকে সুদে আসলে প্রাপ্য বুঝে নিয়েছে এবং বুঝে নিয়ে প্রথম সুযোগেই বাম্বাচ্চোদ্দের পাছায় লাথ মেরে এপারেও ভূমি সংস্কারের লক্ষ্যে প্রথম পদক্ষেপটি নিয়েছেন,অপেক্ষা করুন ক্রমে ক্রমে বাকী পদক্ষেপগুলিও নিয়ে সম্পূর্ন ভূমিসংস্কারটি করে ফেলবেন তারাই। কাজেই যারা অবাক হচ্ছেন দলে দলে মানুষ কেন বাম থেকে রাম হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা, বাম্বাচ্চোদ্দের হিপোক্রেসি আনলিমিটেড আর যেহেতু বাম্বাচ্চোদারা উট পাখির জাত তাই তারা মনে করে যে তাদের হিপোক্রেসি বোধহয় মানুষ বুঝতে পারছেনা।মানুষ সবই বুঝেছে, সবই দেখেছে। তারা আপনাদের দেওয়া আজাদীর ডাকও শুনেছে, আবার আপনাদের দুপুর ঠাকুরপোদের নিয়ে আপনাদের আদেখলাপনাও দেখেছে।এখন তারা আপনাদেরই সর্বাগ্রে রিফুউজি বানানোর প্রস্তুতি নিচ্ছে, বাকী ভূমিসংস্কার করার আগে। কাজেই এখন রিফুউজির বাচ্ছা বলা হয়েছে বলে কান্নাকাটি না করে কদিন পরে যখন সত্যিই কান্নাকাটি করতে হবে তার জন্য চোখের জল জমিয়ে রাখুন।তখন কোথায় যাবেন সে নিয়ে নাহয় ভালো করে ভাবুন।জাস্ট ফর ইয়োর ইনফরমেশান বাংলাদেশ সংখ্যাঘুঘু জনগন যে বিশেষ সম্প্রীতি টম্প্রীতিকে পাত্তা দেনা তা আপনারাও গোপন আলোচনায় চুপিচুপি মেনে নিতে বাধ্য হচ্ছেন।আর পাকিস্তানে রিফুউজিদের মুহাজির বলা হয়। কাজেই কোনদিকে যাবেন সেটা এখন থেকেই ভেবে রাখুন। ও হ্যা আরও একটা কথা, কনভার্টেডদের সৌদির সাচ্চা মুসলিমরা কি একটা যেন বলে। মিশকিন না কি যেন। আপনারা তো বিদ্বান ব্যক্তি প্রত্যেকেই, আপনারা নিশ্চয় জানেন মিশকিন কথার মানে কি?

    An eye for an eye makes the world blind and that makes the world better for future generation.

    A rose for an eye makes the world dangerous for the future generation

    (Collected)
  • কল্লোল | 233.191.44.122 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫372389
  • কি মুস্কিল। আমি আবার কখন হা সিপিএম হা সিপিএম কল্লাম?
    শিপুয়েমে কেউ কেউ ভাবছে কংএর সাথে জোট করে বিজেপি ঠেকানো যাবে, কেউ কেউ ভাব্ছে কং জোট ছাড়াই বিজেপি ঠেকানো যাবে। তা পথ যাই হোক বিজেপি ঠেকানোর কথাই ভাবছে। সে তো শিপুয়েম ভাবছে। তার মধ্যে যারা কং জোটের পক্ষে তাদের একজন পিটি। তাই তাকে জিজ্ঞাসা করেছিনু যে সব শিপুয়েম কং জোটের বিরুদ্ধে তারাও কি ছাগল নয়?
    তা, পিটি বলতে না পাল্লে অমি কি কর্বো?

    হার্দিক প্যাটেল কে? সে কি ক্রিকেট খেলে? সে কি তিনোদের সাথে খেলবে?
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৭372390
  • এই ছেলেমানুষী আর কতদিন চলবে কল্লোলদা?
    ২০১১ সালে তুমি ও তোমার সহমর্মীরা কাদের সমর্থনে কথা বলেছিলে ভেবে দেখো। তাদের হাত ধরেই আজ বিজেপির উত্থান, অন্ততঃ পব-তে। তাদের বালখিল্যতা ঢাকা চাপা দেওয়ার প্রবল প্রচেষ্টায় সিপিএমের আড়ালে আশ্রয় নিচ্ছ?
    আসল ছাগল কারা সেটা বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই!!
  • dc | 132.174.110.222 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১১372391
  • কারা আসল ছাগল? প্রকাশ কারাতরা?
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৩372392
  • RSS-এর ইচ্ছাফুল হাজির ত্রিপুরাতে!!
    "The Trinamool Congress (TMC) has formed an alliance with the Indigenous Nationalist Party of Twipra (INPT) and National Conference of Tripura for the February 18 poll."

    এই সহযোগী INPT কিছুদিন আগেই এমত ইচ্ছা প্রকাশ করেছিল!!!
    "The Indigenous Nationalist Party of Twipra (INPT) will form an alliance with the BJP for the Tripura Assembly elections."
    https://www.telegraphindia.com/states/north-east/inpt-to-ally-with-bjp-in-tripura-poll-189041
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০০372393
  • কিন্তু এই যে মুলায়ম-মায়াবতী-আম্মা-আন্না প্রত্যেকেই সুযোগসুবিধে মতো বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে, আবার সিপিএম এদের নিয়ে নানান সময়ে থার্ড ফ্রন্ট করারও চেষ্টা করেছে, তাহলে কি সিপিএমও RSS-এর ইচ্ছাফুল?
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৩372394
  • RSS-এর ইচ্ছাফুল কে সেটা কার আমলে বিজেপি বিপুল পরিমাণে বেড়েছে, অন্ততঃ পব-তে সেটা দিয়ে বিচার করতে হবে।
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩০372396
  • সারা ভারতে করা যাবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন