এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 202.156.215.1 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫১372497
  • রাজ্যের বৃদ্ধির হার দেশের হারের আড়াই কি তিনগুন

    কিসব দাবী দাওয়া।
  • lcm | 109.0.80.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৩372498
  • কিন্তু ঐ উইকি লিংকের সেকেন্ড টেবিলটায় (নমিন্যাল জিএসডিপি), ২০১২-২০১৩ থেকে পশ্চিমবঙ্গের কোনো ডেটা নেই, খালি বাক্স।
  • S | 202.156.215.1 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০১372499
  • দেখেছি লসাগুদা।
  • কল্লোল | 233.191.46.8 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫০372500
  • অমিত। বাম আমল বিশেষ করে শেষ ১০ বছর এতোটাই "ভালো" ছিলো যে মানুষেরা "ছগল" হয়ে গেলো। কি আর করা!!
    ভূমি সংস্কার। অপারেশন বর্গা দারুন ব্যাপার। ভাগ চাষীরা তাদের অধিকার পেয়েছে - এ তো কানা-খোঁড়া-ল্যাংড়াতেও মানে, আম্মো মানি। কিন্তু তারপর? জোত ছোট হয়ে গেলো। চাষ অলাভজনক হয়ে উঠলো। ব্যস, তার আর পর নেই। প্রণব বর্ধন সহ অনেকেই কৃষিতে সমবায়ের কথা বলেছিলেন। তা না করে বামেরা বৃহৎ শিল্প করতে গেলো ও ডুবলো।

    পিটি।
    জার্মানি তে স্যোশাল ডেমোক্র্যাটেদের নির্বুদ্ধিতায় হিটলার জিতলো। স্যোশাল ডেমোক্র্যাটেরা। যদি আগে থেকে তৎপর হতো তবে হিটলার আসে না। সে ইতিহাস জানো বোধহয়।
    মানুষকে গাল না দিয়ে নিজেদের খামতিগুলো নিয়ে ভাবলে হয়তো ভালো হতো।

    তোমার মতে আজও বিজেপির বিরুদ্ধে জোটে কংকে চাই। আজ কারাতরা বলছে বিজেপির বিরুদ্ধে জোটে কংকে চাই না।
    যখন কারাতেরা কংকে সমর্থন দিয়েছিলো তখনকার কথা তো হচ্ছে না। সেদিন তো বিজেপি ক্ষমতাতেও ছিলো না। কারাতের সমর্থন তুলে নেওয়ার ধাক্কায় বিজেপি ক্ষমতায় এলো। কে যে কার নক্ষী বোঝা গেলো? সেই কারাতেরা আজ কতটা ছাগল সেটাই জানতে চাইছি। এটুকুই।

    ওদিকে আবাপ বলছে, বিজেপিও বলছে ত্রিপুরায় নাকি তিনোরা বিজেপির ভোট কাটছে। কি জানি বাবা। সত্য না মিথ্যা খবর।
    http://www.anandabazar.com/national/tripura-election-lots-of-leader-from-west-bengal-has-gone-there-for-election-campaign-1.756562?ref=hm-new-stry
  • পাই | 127.227.36.197 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১372501
  • কী সামঘাতিক! "

    'গতকাল ছাত্র সংসদ নির্বাচনের দাবির মিছিলে নির্মম পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে আজ যাদবপুর স্টেশনে অবরোধ করেছিলো এসএফআই , ভারতের যুব ফেডারেশন ও সারা ভারত মহিলা সমিতি ় সেই অবরোধকারীদের উপর দিয়ে ট্রেন চালিয়ে দিয়েছে ট্রেনের ড্রাউভার ় ৬০ জনের উপর গুরুতরভাবে আহত হয়ে কেপিসি হাসপাতালে ভর্তি ়'
  • রুকু | 11.187.250.130 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪372502
  • রামিজ মেহেদি লাইভ হয়েছেন অকুস্থল থেকে
  • Ctrl+H | 15.188.10.8 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০৩372503
  • "ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলাও রুজু করেছিল বাম সরকার। তখন বুজীরা আর মাওব্যথীরা খইনি ডলছিল।" ইদ্রিস আলীকে তপন ঘোষ আর বাম কে তিনো দিয়ে রিপ্লেস করলে বুজী আর মাওব্যথী কি দিয়ে রিপ্লেস হবে? ছাগল?
  • | 116.193.198.15 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৯372504
  • ট্রেন চালিয়ে দিয়েছে!!!
  • কল্লোল | 116.203.140.230 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৯372505
  • ছিঃ
  • dc | 181.49.169.221 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৫372507
  • 12:51 র পোস্টটা দেখলাম। এ আবার কি!! টিভিতে দেখাচ্ছে?
  • কল্লোল | 116.203.140.230 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৭372508
  • খোঁজ নিলাম। শুনলাম ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। রেলের আধিকারীকেরা এসে ক্ষমা চেয়েছে।
    জানতে পারলাম, ট্রেনটি ধীরে ধীরেই আসছিলো। হঠাৎ গতি বাড়িয়ে অবরোধকারীদের উপর দিয়ে চলে যায়। দুজনের অবস্থা গুরুতর। দুজনই বয়স্ক। বাকিদের আঘাত ততো খারাপ নয়।

    এখনো পর্যন্ত কোন প্রতিবাদ কর্মসূচী জানতে পারিনি। বিকালে যাদবপুর যাবো।
    কেউ যদি কোন প্রতিবাদ কর্মসূচীর কথা জানতে পারে, একটু জানিনো/জানাবেন।
    https://ebela.in/state/accident-averted-at-jadavpur-rail-station-during-rail-strike-by-dyfi-dgtl-1.757311
  • dc | 181.49.169.221 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৮372509
  • কি জঘন্য। এই ট্রেন ড্রাইভার বোধায় অসমে ট্রেন চালিয়ে অভ্যস্ত।
  • কল্লোল | 116.203.140.230 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৭372511
  • আগামীকাল ১৭ ফেব্রু, বিকাল ৫টায় বঘা যতীন মোড় থেকে ঢাকুরিয়া মোড়। এসএফাই-ডিওয়ইএফ-এআইডিড্ব্লুএর ডকে মিছিল।
  • কল্লোল | 116.203.179.99 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৬372512
  • এখন ৮বিতে প্রতিবাদ সভা চলছে।
  • PT | 160.129.67.181 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৪372513
  • "জার্মানি তে স্যোশাল ডেমোক্র্যাটেদের নির্বুদ্ধিতায় হিটলার জিতলো।"
    উল্টো তত্বও আছে হেঃ "The SPD participated in a governing coalition with bourgeois and conservative parties from 1928 to 1930. From 1930 to 1932 they tolerated the authoritarian, right wing government by decree of Heinrich Brüning as a sort of lesser evil opposed to the Nazis."-আর তা করেও হিটলারকে আটকানো যায়নি।
    আমি জার্মান সহ অন্যন্য ইউরোপিয়ানদের সঙ্গেও রাজনীতি নিয়ে তক্ক করেছি। কল্লোলদার মত এই রকম সাদা-কালোয় একমাত্রিক বালখিল্য তাত্বিকতা কাউকে করতে শুনিনি।

    "কারাতের সমর্থন তুলে নেওয়ার ধাক্কায় বিজেপি ক্ষমতায় এলো।"
    কল্লোদাকে ইতিহাস অতিসরলীকরণের জন্যে ডক্টরেট উপাধি দিলাম। বিজেপি এসেছে মনমোহনজীর উন্মুক্ত অর্থনীতির হাত ধরে। নাহলে সিপিএম বর্জিত রাজ্যগুলোতে কং জিতল না কেন?

    "The rise of the Nazi Party cannot be understood outside the context of the world economic crisis that broke out in 1929."

    ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কেউ কেউ ভাবতেই পারে যে কং-এর সঙ্গে গেলেও বিজেপিকে আটকানো যাবেনা!! কেননা মূল গন্ডগোলটা বোধহয় অর্থনীতিতে।

    "খরগপুরে হয়নি বৃষ্টি/যত দোষ কমুনিস্টি"-র লাইন ধরে একমাত্রিক বালখিল্য ইতিহাস চর্চা অবিলম্বে বন্ধ হোক।

    "প্রণব বর্ধন সহ অনেকেই কৃষিতে সমবায়ের কথা বলেছিলেন।"
    বিনয় চৌধুরী নাকি বলেছিলেন যে পব-তে সমবায় হবেনা। চাষীরা সেই মানসিকতা নেই।

    "বামেরা বৃহৎ শিল্প করতে গেলো ও ডুবলো"
    অতিবদ অতিবামেরা ডোবানোর কাজটি করেছে। T চমৎকার লিখেছেনঃ "আমরা পড়লাম মার্ক্সবাদ, ঋত্বিক, বোমা পিস্তল নিয়ে খেললাম, ইন্টেলেকচুয়াল হলাম, গান গাইলাম আর ভোট পেলি তোরা! আলিপুর চিড়িয়াখানা মাফিক জনতা আমাদের তুশ্চু করে তোদের ভোট দিলো। আমাদের পজিশন কি তবে? কবে আর লোকে আমাদের কথা শুনবে? দুঃসময়ে নিদেনপক্ষে তো আসবি আমাদের কাছে। রাজনীতির পাঠ নিবি। তা না, কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। তবে মর।"
  • কল্লোল | 37.63.131.75 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৩372515
  • পিটি। কারাত শিপুয়েম সমর্থন তুলে নেওয়াতে কং পড়লো ও বিজেপি এলো। এই সমর্থন তুলে নেওয়ার সিদ্ধন্তে সিপিএমের মধ্যেই বিশেষ করে পব প্রাদেশিক কমিটিতে প্রচন্ড বিরোধীতা ছিলো। সেবারই লোকসভা নির্বাচনে শিপুয়েম জমি হারাতে শুরু করে পবতে।

    "অতিবদ অতিবামেরা" পবতে ৬৭-৭০এর পর কোন বিষয়ই নয়। তাদের "অভিশাপে" বাম পতন - নিতান্তই উটপাখি মার্কা অজুহাত।
    ৩৪ বছর ধরে যারা ভোট দিয়ে এলো, তারা হঠাৎ ছাগল হয়ে গেলো, এসব যারা বলে তারা আসলে নিজেদের দোষ ঢাকতে মানুষের উপর দোষ চাপায়।

    বিনয় চৌধুরী যদি বলে থাকেন সেটা নিশ্চই গুরুত্বপূর্ণ। কিন্তু চেষ্টা না করেই নিদান হাঁকা কোন কাজের কথা নয়।

    হ্যাঁ, আমার প্রশ্নের জবাব পেলাম না। আজকের অবস্থায়, তোমার মতে বিজেপির বিরুদ্ধে সিপিএম/বাম-কং জোট হওয়াটা জরুরী। সেখানে শিপুয়েম বলছে কংএর সাথে জোট নয়। এই মত পোষোনকারীদের - তুমি কতটা ছাগল মনে করো?
    এটার জবাব না পেলে আমি ধরে নেবো, তুমি নিজের মতের দায়িত্ব নিতে অক্ষম।
  • dc | 132.174.117.134 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১১372516
  • কিন্তু পিটিদা তো বলেই দিয়েছে তারা ছাগশিশু। কচি পাঁটা।

    এই যেঃ “we are with you (the RSS) in your fight against the communists”
    এদেরকেই ক্ষমতায় আনার জন্যে কারা বিস্তর সওয়াল করেছিল ভুলে যাওনি আশা করি? তাদের তুলনায় কারাত-ইয়েচুরি নেহাৎই ছাগশিশু!!
  • pi | 57.29.223.152 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৬372518
  • পরিমল ভট্টাচার্য লিখেছেন, যাদবপুরে আন্দোলনকারীদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দিল যে মোটরম্যান, এবং তাকে চালাতে দিল যে রাষ্ট্র, তার বিরুদ্ধে লড়াইয়ের থেকেও ঢের কঠিন লড়াই, আসল লড়াই হল সেইসব হাতগুলোর বিরুদ্ধে, এই ঘটনায় যাতে নীরব সোচ্চার তালি বাজছে। তার কারণ সেইসব অদৃশ্য আপাত নির্বিবাদী হাতগুলো আমাদের চারপাশেই আছে - ওঠা-বসা পরিসরে, কর্মস্থলে, চেনা আড্ডায়, ফেসবুকে বন্ধু তালিকায়, এমনকি পরিবারের মধ্যেই।
    বর্তমান ভারতবর্ষে এই অদৃশ্য চেনা হাতগুলোই টানছে হিন্দুত্বের রথের চাকা, উন্নয়নের রথের চাকা, যার নীচে নিয়ত দলিত হচ্ছে সব ধরণের প্রতিবাদ, প্রতিরোধ, সংস্কৃতি, জল, জঙ্গল, জমি, মানুষ।।।
  • dc | 132.174.117.134 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৮372519
  • এই খবরটা পড়ে কাল এতো খারাপ লেগেছিল, কি বলব। বিশ্বাস হয়না এরকম কেউ করতে পারে। এর আগে বোধায় এরকম কোথাও হয়ওনি।
  • PT | 160.129.67.181 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫১372520
  • "কারাত শিপুয়েম সমর্থন তুলে নেওয়াতে কং পড়লো ও বিজেপি এলো।"
    এর চাইতে বেশী হাস্যকর, একমাত্রিক ও বালখিল্য ইতিহাস আর কখনো শুনেছি বলে মনে হয়না। সিপিএমের শক্তি নেই এমন কোন রাজ্যে কংগ্রেস বিজেপির থেকে ভাল ফল করেছিল?

    ""অতিবদ অতিবামেরা" পবতে ৬৭-৭০এর পর কোন বিষয়ই নয়। "
    জঙ্গলমহলের কসাইখানা এরাই চালত। বুদ্ধবাবুর কনভয়ে এরাই মাইন ফাটিয়েছিল। নন্দীগ্রামে শিশু ও মেয়েদের পেছন থেকে এরাই গুলি চালিয়েছিল। এখন তিনোর তাঁবেদারি করে আর জঙ্গলমহলে রাষ্ট্রের হয়ে পুলিশি করে। এদের শহুরে তাত্বিকেরা অবিশ্যি হাওয়া হয়ে গিয়েছে নাহলে নোটা ইত্যাদির ওড়নায় মুখ ঢেকেছে।
    এদের হয়ে অনেক কান্নাকাটি করেছিলে কল্লোলদা। স্মৃতি সততই সুখের নয়। কিন্তু তাই বলে ইতিহাসকে পুরোপুরি অস্বীকার? ছ্যা, ছ্যা!!
  • ল্যাগব্যাগর্নিস | 127.248.138.85 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৪372521
  • ঝর্ণা নন্দীর অবস্থা বিশেষ ভালো নয়। পাঁজরের বেশ কয়েকটা হাড় ভেঙেছে। স্পাইনাল কর্ডেও চোট।
  • ল্যাগব্যাগর্নিস | 127.248.138.85 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৬372522
  • এবং বেশ কয়েক জায়গায় "ঠিক হয়েছে, এমনই করা উচিৎ" দেখে বারবার মনে পড়ছে কিছু লোকের কথা যারা এমার্জেন্সির সময়টা কত ভালো ছিলো তাই বোঝাতে ব্যস্ত থাকতো/থাকে।
  • pi | 57.29.254.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৫372523
  • যারা বলছে বেশ হয়েছে, এমনি হওয়া উচিত, তাদের আর কিছু বলার নেই। লাভও নেই।

    কিন্তু ড্রাইভার নিয়ে অরিজিত গুহ এখুনি লিখেছে দেখলাম,
    হ্যা, এবার বলি তাহলে।এখানে ড্রাউভারের দোষ কতটা সেটা তদন্তে জানা যাবে, তবে ড্রাইভার ইচ্ছে করে ট্রেন চালায় নি।কোনো মানুষই এতজন লোককে ইচ্ছে করে মেরে ফেলার চেষ্টা করতে পারে না।আমি শিওর এখানে যারা বলছে তারাও সামনে এলে এই কাজ করবে না।যেটা হয়েছে, যাদবপুরে যখন ট্রেনটা ঢুকেছে, তখন সিগনাল অন ছিল।ড্রাইভার সেটাই দেখেছে।আর ঢোকার সময় একটা ব বাঁক আছে।সেখান থেকে কিছুই দেখা যায় না।তাই ড্রাইভার লক্ষ্যও করে নি যে এত জন অবরোধকারী লাইনে দাঁড়িয়ে আছে।এটা ক্লিয়ার কেস অফ অ্যাক্সিডেন্ট।আমার যেটা মনে হচ্ছে '
  • T | 129.74.180.59 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৪372524
  • বাজে গল্প। ঐ বাঁক এমন কিছু নয় আর স্টেশন থেকে বেশ দূরে। এমন নয় যে ড্রাইভার থামাতে পারবে না। তাছাড়া রিপোর্ট অনুযায়ী ট্রেনের গতি প্রথমে আস্তে ছিল, স্টেশনে ঢোকার মুখে বেড়ে যায়।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=38207&boxid=144116552
  • dc | 132.174.117.134 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩০372525
  • অ্যাক্সিডেন্ট হতে পারে না। প্রথমত, অতোজন রেল অবরোধ করেছেন সেটা ড্রাইভার দেখতে পান নি, এ হয় নাকি? আর দ্বিতীয়, যাদবপুরে এমন কোন বাঁক নেই যে ট্র্যাকে অবরোধ হয়েছে সেটা দেখা যাবেনা।
  • Yeerlin Silverleaf | 127.248.138.85 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০০372526
  • এত বছর যাদবপুর গেছি, কিন্তু স্টেশনটাই দেখিনি।
  • avi | 57.11.145.18 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৩372527
  • অফ টপিক, আমার স্কুলের এক ঘনিষ্ঠ বন্ধু ওখানে পড়ার সময় আত্মহত্যা করেছিল, রেলপথে। তখনই দেখেছিলাম। প্রসঙ্গত, যাদবপুরেও সেই প্রথম যাই।
  • কল্লোল | 116.203.138.201 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৪372529
  • পিটি। সে তো অনেক হলো। কিন্তু আমার কোশ্নের জবাব পেলাম না।
    আজকের অবস্থায়, তোমার মতে বিজেপির বিরুদ্ধে সিপিএম/বাম-কং জোট হওয়াটা জরুরী। সেখানে শিপুয়েম বলছে কংএর সাথে জোট নয়। এই মত পোষনকারীদের - তুমি কতটা ছাগল মনে করো?
    এটার জবাব না পেলে আমি ধরে নেবো, তুমি নিজের মতের দায়িত্ব নিতে অক্ষম।
    যে নিজের মতের সপক্ষে দাঁড়াতে পারে না, তার সাথে তক্কো বৃথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন