এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • modi | 186.10.104.243 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫২372630
  • আ ছি ছি শৈবলিনী, বৃদ্ধ ভামেদের দুঃখ বোঝ না? সিপুএম বিনাশ হইয়াও বিনষ্ট হয় না। শালারা ভোট লুঠ রুখিতে থাকিয়া থাকিয়া রুখিয়া দাঁড়ায়। আবার দিদিও পশ্চাতে লাথি দিয়া তাড়াইয়া দিয়াছে। কিষেণজীকে গুল্লি মারিয়া পরলোকে পাঠাইয়াছে। এখন সিপুএমকে খিস্তি মারিয়া কালিঘাটের কোল ঘেঁষিয়া বসিলে যদি দুই চারিটি প্রসাদী নকুলদানা জোটে।

    হরি দিন তো গেল সন্ধ্যা হল
  • Atoz | 161.141.85.8 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৭372631
  • কালিঘাটের কোলে
    নকুলদানা দোলে।
  • sm | 52.110.148.103 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৪372632
  • এটাকে কি বলবো ভেবে পাচ্ছিনা।
    সিপিএম বিনষ্ট হইয়া শেষ হয় না
    ঠিক কথা।
    সিপিএম এর আমল কি ভাল ছিলো। ভোট লুঠ, রিগিং বলে কেউ কিছুই জানতো না।
    কিষেন জি ও সুবোধ বালক হয়ে , গামছা কাঁধে ,ঘুরে বেড়াতো।
    আর সিপিএম পার্টি অফিসে নকুল দানার বন্দোবস্ত থাকতো না।
    হক কথা।
    ৩৪ বছরের পাকা চাকরি হারালে অমন ভুলভাল বকে লোকজন।
    ও কিছু না।
  • T | 165.69.191.249 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৭372634
  • পাঁড়েজী রেগে যাবে এবার। ঃ)
  • Atoz | 161.141.85.8 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৭372633
  • নকুলদানা তো শোনেন, সহদেবদানা কেউ শুনেছেন? ঃ-)
  • ms | 57.15.197.213 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১০372635
  • সিপুএম| বিজেপি| কং| আর মেহনতি মানুষ| এই মহাজোটের কাছে সাম্রাজ্যবাদী তিনোমুলের দুর্নিবার পরাজয়| যুগে যুগে যা হয়ে এসেচে| এ জলতরঙ্গ রুধিবে কল্লোল? ছোঃ|
  • sm | 52.110.148.103 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৩372636
  • সিপিএম, বিজেপি আর কংগ্রেস সর্বদাই মেহনতি, সর্বহারা দের জন্য লড়াই করে আসছে।
    অন্য দিকে আছে চক্রান্ত কারী সি আই এ, তিনো মূল, আর পেইড মিডিয়া। মানে যাবতীয় অশুভ শক্তি।পাজির প ঝাড়া!
  • modi | 195.104.120.2 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৭372637
  • কল্লোল কি করিবে তাহা কল্লোলই জানে। সহদেবদানার খোঁজ করিবে কি?

    তখন দিদি আর দিদির ভাইদের মধ্যে একটা ঝটাপটি লাগিয়া গেল।
  • sm | 52.110.148.103 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩১372638
  • যারা এতদিন দানা পানি পেয়ে এসেছে, তারাই অন্যের দানার খোঁজ করে।
    ৩৪বছরের চাকরী গেছে কিন্তু পেনশন আর ডি এ না পাওয়ার বেদনা টা তো রয়েই গেছে। তাইনা, মোদী?
  • tapas pal | 186.10.99.200 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৮372640
  • সারদা এল, ভারতী গেল
    ডেলো পাহাড়ে পিসি
    লোকসভায় নীতি আয়োগ
    আদবানীর হাসি।
  • কাশীরাম | 90.127.116.96 | ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৩372641
  • নদিয়া মাতায়ে দু হাত বাড়ায়ে ছুটে যায় সিপিএম,
    এক হাতে বিজেপি, আর হাতে কং নিবেদন করে প্রেম।
    বাজপেয়ি জানি ধরিয়াছে পাণি, রাগা পরাইছে মালা
    করতালি দেয় প্রলেতারিয়েত কানে লাগিতেছে তালা।
    গুরুকুলে ধৃতরাষ্ট্র গরজে- কই গেলি, কল্লোল?
    দানা পুরে দেয় হাফপ্যান্ট ফ্রক বীর সন্তানদল।
  • | 144.159.168.72 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৭372643
  • ইদিকে ছাগল, ব্ল্যাক বেঙ্গল গোট নাকি কমে গেছে পোচন্ড

  • de | 69.185.236.51 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৬372645
  • যখনই যে ক্ষমতায় থাকে ভোট লুঠ করে - এটা পবর টেন্ডেন্সি - নাহলে তিন-চার লাখের মার্জিন প্রাকটিক্যালি সম্ভব নয় -

    ভোট লুঠ আটকাতে জোট করাতে খারাপ কি? নীতিগতভাবে আমি কোন দলের সঙ্গে না ই থাকতে পারি, কিন্তু কোন খারাপ কাজ আটকাতে হাত মেলাতে কেন বাধা থাকবে?
  • dc | 132.174.255.12 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৬372644
  • এবার কি ত্রিপুরার জনগণও ছাগোল হয়ে যাবে? না ছাগোল হতে হতে কোন রকমে বেঁচে যাবে? কল্লোলদা কি ত্রিপুরায় যেতে পেরেছিলেন, নাকি অছাগোল জনতা ওনার যাওয়া আটকে কোনমতে নিজেদের বাঁচাতে পেরেছে?
  • de | 69.185.236.51 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২০372646
  • মানিকবাবু অত্যন্ত বিচক্ষণ নেতা - ত্রিপুরার লোকজনও সেটা মানে, এমনকি বিরোধীরাও -

    বিজেপি আরেকটা দাঙ্গা বাধানোর দিকে যাচ্ছে ত্রিপুরায় - আগুন নিয়ে খেলা - অতোটুকুনি একটা রাজ্য নিয়ে মোদী-শাহের এতো ইন্টারেস্ট কেন?
  • aranya | 172.118.16.5 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৬372647
  • 'ভোট লুঠ আটকাতে জোট করাতে খারাপ কি? নীতিগতভাবে আমি কোন দলের সঙ্গে না ই থাকতে পারি, কিন্তু কোন খারাপ কাজ আটকাতে হাত মেলাতে কেন বাধা থাকবে?'

    - একমত।
  • aranya | 172.118.16.5 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৫372648
  • একটা কথা মনে হল -সুভাষের হিটু-র সাথে হাত মেলানো-ও কি এইভাবে দেখা ও সমর্থন করা যায়, ব্রিটিশের ভারতে শোষণ, অত্যাচার ইঃ খারাপ কাজ আটকানোর জন্য হাত মেলানো?
  • Atoz | 161.141.85.8 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫০372649
  • কিন্তু হল না তো। জার্মানি তো জোট করল না সুভাষের সঙ্গে। সুভাষ তো পরে তো জাপানে গেলেন।
  • aranya | 172.118.16.5 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৮372651
  • জোট হয় নি, কিন্তু হাত তো মিলিয়েছিলেন, একটা জার্মান সাবমেরিন-ও পেয়েছিলেন জাপান যাওয়ার জন্য।
    কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর কথা কানাঘুষোয় শুনেছিলেন, ধরে নিই যদি, তা সত্বেও হিটলারের সাহায্য চেয়েছিলেন, কারণ ভারতের স্বাধীনতাই ছিল পাখির চোখ - একমাত্র লক্ষ্য
  • Atoz | 161.141.85.8 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৫372652
  • সে তো বটেই। জাপানও তো শোনা যায় মারাত্মক অত্যাচার চালাতো। জাপানের সঙ্গে জোট তো করলেন।
    কিন্তু ওরা দিল কেন? কোনো শর্ত নির্ঘাৎ ছিল। নইলে ওদের কী দায় পড়েছিল অত সাহায্য করার? বিশেষ করে জার্মানি আর জাপান নিজেরাই তখন যুদ্ধে জেরবার। ডাইনে বাঁয়ে তুমুল কান্ড চলছে।
    ওদের সাহায্য নিয়ে ইংরেজ তাড়ালে, পরে কাদের সাহায্য নিয়ে আমরা ওদের তাড়াতাম সেটা খুবই জটিল প্রশ্ন হয়ে যেত।
  • sm | 52.110.151.93 | ২১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫২372653
  • আরে কোথায় সিপিএম, কং, বিজেপির তলে তলে জোট ও সাঁট আর কোথায় হিটলার, সুভাষ!
    একদা অনীল বসু প্রমুখরা তিন-চার লাখ ভোটে জিততো!তখন কি ভাবে ভোট লুঠ করতো বামেরা?
    এখন পৈতে পুড়িয়ে ব্রহ্মচারী হতে গেছে!
    খারাপ কাজের বিরোধিতার জন্য একজোট হওয়া?শুনলেও হাসি পায়।
    এনিওয়ে, ভোটের দিন অশুভ শক্তির বিরুদ্ধে কেউ ডাক দিলো আর পিল পিল করে যতো রাজ্যের বাম, কংগ্রেস, বিজেপি একজোট হয়ে ভোট লুঠ বন্ধ করতে এগিয়ে এলো; এসব ছোট খোকার বানানো গপ্প!
    বুথ দখল রুখতে গেলে, দরকার দীর্ঘ দিনের প্রস্তুতি। কোন কোন ক্যান্ডিডেট কে জেতানোর চেষ্টা হবে,কোথায় কোন দল কতটা ক্যাডার সাপ্লাই করবে, কিভাবে আঁটকাবে;কি ভাবে হুইস্পার ক্যাম্পেইন চলবে;এরকম অনেক কিছুই।
    সুতরাং তলে তলে জোট বা সাঁট করতেও প্রস্তুতি লাগে।
  • S | 194.167.2.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৬372654
  • শুনুন একটা কথা জেনে রাখবেন। জানেন অলরেডি। হিস্টরি ইজ রিটেন বাই দ্য ভিক্টরস। জার্মানি-জাপান যুদ্ধ জিতলে জানতে পারতেন ইংরেজ আর ফ্রেন্চরা কত লক্ষ লোক মেরেছে তাদের কলোনিতে। কি নৃসংস অত্যাচার করেছে। চার্চিলকে নিয়ে শশি থারুরের বক্তব্য শুনলেই বুঝবেন। আর শুনতেন আম্রিগা কালো লোকেদের সাথে কি কি করেছে। তখন আমি-আপনি ঐ কন্সেন্ট্রেশন ক্যাম্প আর কোরিয়ান ওয়ার প্রিজনারদের নিয়ে ভাবতামই না। কারণ তখন আমরা সবাই মাস্টার্স আর পিএইচডি করতে এইসব দেশে যেতাম তো। বা সফটওয়ারের বরাত আসতো জার্মানি থেকে। যে দেশ থেকে পয়সা আয় করে মজায় থাকবো, সেই দেশের অতীত ঘেঁটে নিজের মজা নষ্ট করে নাকি কেউ? কি বোকারে বাবা।
  • Atoz | 161.141.85.8 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৪372655
  • কন্সেট্রেশন ক্যাম্প নিয়ে এত বেশি প্রচার হতে পেরেছে কারণ গ্লোবাল মিডিয়াওয়ালাদের নিজের লোকের উপরে ও ব্যাপার হয়েছিল। মিডিয়া যাদের হাতে নেই, তাদের বিশ ত্রিশ চল্লিশ লক্ষ লোক গণহত্যায় মারা গিয়েছে, লোকে জানতেই পারে নি সেভাবে। ইন ফ্যাক্ট এখনও সেই নিয়ে চেষ্টা চলছে যাতে কিছু বিচার টিচার হয়, লোকে জানতে পারে। বাংলাদেশের গণহত্যার কথা বলছি। কিন্তু ওই গ্লোবাল লেভেলের মিডিয়া তো এঁদের হাতে নেই, তাই দুনিয়ার বহু দেশই এঁদের কথা জানতেই পারেনি, বিচার তো পরের কথা।
  • aranya | 172.118.16.5 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১৯372656
  • একদম ঠিক কথা, ৭১-এ বাংলাদেশে গণহত্যা সেভাবে আন্তর্জাতিক মিডিয়ায় আসেই নি
  • aranya | 172.118.16.5 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২১372657
  • এলে হয়ত পাকিস্তানের সাধারণ মানুষও আরও কিছুটা জানতে পারত, নিজের দেশের ইতিহাস বইয়ের বাইরে বেরিয়ে, তাদের সেনাবাহিনী কী নৃশংস অত্যাচার করেছিল
  • Atoz | 161.141.84.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৯372658
  • আরে আমরাই তো ভালো করে জানতে পারলাম ইন্টারনেটের যুগ আসার পরে। এইসব নিয়ে লেখাপত্র, নাটক, সিনেমা ইত্যাদি অ্যাভেইলেবল হবার পরে তো খানিকটা জানা গেল ওটা কতটাই বড় ব্যাপার, আঘাতটা কতটা মারাত্মক।
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫২372659
  • আরে এ তো দেখছি প্রাণবন্ত গাম্বাট। কে বলেচে ভোটের দিন সকালে ডাক দেওয়া হয়েছিল। হুইস্পারিং ক্যাম্পেন চলেছে তো আগে। 'নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন'। মনে পড়েছে?
    শিলিগুড়িতে নাকি জোট হল, আবার নিজেদের মধ্যে ওয়ার্ডে লড়ালড়িও হ'ল। তারপর নাকি এমন মাপ করে রেজাল্ট বার করা হ'ল যাতে মুলোরা হাল্কা দু একজন কে কিনলেই বোর্ড বেরিয়ে যাবে। সেই নিয়ে নাটক হবে সেও নাকি ঠিক করা হ'ল। এও জোট!
    আবার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস সমঝোতা হ'ল, সূর্যবাবু সবং এ গিয়ে প্রচার করে এলেন, সেইমতো আসনে প্রার্থী দেওয়া হ'ল, সেও জোট। সবই ছাব্বিশ ইঞ্চি!
    আসলে মুলো তো। দিদি বলেছেন রামধনু, তো দিদির্ভাইও রংধনু। খুব কষ্ট পেয়েছে শিলিগুড়ির দখল না পেয়ে। কেন রে ভাই, আরাবুল, ভাঙড়, শওকত নামিয়ে কোলকাতা, বিধাননগর সবই তো পেয়েছিস। আবার অনিল বসুর কথা তুলে মরালিটি চোদানো ক্যানো!
  • কল্লোল | 233.191.41.130 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৭372662
  • তিনোদের হারানোর যদি এটাই পরীক্ষিত রাস্তা হয়, তো ফিসফাস কেন? চোঙ্গা ফুঁকেই অমন জোট হোক পবতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন