এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.242.15 | ০১ মার্চ ২০১৮ ১০:৫৪372730
  • কল্লোলদা অর্ধ ইতিহাসের চর্চা করে বলে ঢপে মজে থাকে। সেইজন্য নেত্রীর বাণীই কল্লোলদার কাছে শেষ কথা। আজকাল আবার শুধুই হেডিং পড়ে লিং দিচ্ছে। ঐ লিং-এই আছেঃ
    "বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আমরা হেরে বিজেপি জিতলে যে উনি আসলে খুশি হবেন, সেটাই বেরিয়ে এসেছে! বিজেপি-কে বেকায়দায় ফেলবেন না বলেই তো নীরব মোদী নিয়ে সভায় আলোচনা করতে দেননি।’’"

    তবে হায়নাদের কারা পথ দেখিয়ে নিয়ে এসেছে সেটা অনেকের কাছেই জলের মত পরিষ্কার।
    "Mission Northeast: BJP’s route into CPM-stronghold Tripura is via the Trinamool Congress"
    https://www.hindustantimes.com/india-news/mission-northeast-bjp-s-rout
    e-into-cpm-stronghold-tripura-is-via-the-trinamool-congress/story-Fnu6
    a3bh7Rfsb4IaHPMt7N.html

    গানটা শোনো। আজকাল অবিশ্যি এইসব গান কল্লোলদা শোনে কিনা কে জানে!!

    উফ্ফ্ফ!!
  • কল্লোল | 116.203.149.230 | ০১ মার্চ ২০১৮ ১৭:১২372731
  • পিটিকে ধন্যবাদ। এই গানটা খুব গাইতাম। কিন্তু হায়না রা তো পাল্টে পাল্টে যায়। সুজনবাউর মত পড়েছি। উনি তো তাইই বলবেন। নইলে মুখরক্ষা করা কঠিন। কিন্তু তিনোরা এসব বলতে গেলে যেন? চুপ খসলেই তো হতো। তাই না? তবু বললো। এই আর কি।
    কিন্তু পোস্নো থেকেই গেলো প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • PT | 160.129.67.227 | ০১ মার্চ ২০১৮ ২৩:৪০372732
  • "কিন্তু হায়না রা তো পাল্টে পাল্টে যায়। "
    নাঃ!! "A leopard never changes its spots"! আমাদের তক্কের প্রেক্ষিতে তারা শুধু কখনো তারা হাওয়াই চটি পায়ে দিয়ে আসে।

    "সুজনবাউর মত পড়েছি। উনি তো তাইই বলবেন।"
    এতো কল্লোলদার কাছ থেকে প্রত্যাশিত কথা। নাহলে প্যথলজিকাল সিপিএম বিরোধী বলি কেন?

    "কিন্তু তিনোরা এসব বলতে গেলে যেন?"
    তিনোপ্রেমে মজে না থাকলে নিজেই উত্তরটা বের করতে পারতে। তবু বলি যে "চোরের মায়ের বড় গলা" কিংবা "ঠাকুর ঘরে কে আমিতো কলা খাইনি ইত্যাদি" প্রবচনের সাহায্যে এই আগ বাড়িয়ে গাওনা গাওয়া ব্যাখ্যা করাই যায়। কেননা সারা বিশ্ব জানে যে পব ও ত্রিপুরাতে কং-কে দুর্বল করে কারা বিজেপির উত্থান সুগম করেছে।

    সেইজন্যে পোস্নো রয়েই যায় যে, যে আসল ছাগলদের চিনতেই চাইছে না, তার আসল উদ্দেশ্যটা কি?
  • কল্লোল | 37.63.159.29 | ০২ মার্চ ২০১৮ ০৮:৩৬372733
  • এই দ্যাখো। আমি তো কাউরেই ছগল মনে করি না। তুমি করো।তাই তোমারেই জিগাই - প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
    হায়নার যে মুখ বদলায় সেটা তো খুবই স্প্ষ্ট। যারা, জরুরী অবস্থা জারী করেছিলো, শিখ দাঙ্গা ঘটিয়েছিলো, তারা আজ জোটের যোগ্য। জরুরী অবস্থায় যাদের হাত ধরতে হয়েছিলো তারা আজ শত্রু। এমন তো হয়ই।
    সুজনেরা এ রাজ্যে হালে পানি পাচ্ছে না, ত্রিপুরাতেও টলমলো অথচ এতে যারা নিজেদের দায় খুঁজে পায় না, তারা তো এসব বলবেই।
    ত্রিপুরাতে তিনোরাই মুছে গেছে, যা আছে তা বিজেপি আর কং, সিপিএম তো আছেই। এতে চোরটাই বা কে ? তাদের মা-ই বা কে?
    তবে,পোস্নো থেকেই গেলো - প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?
  • PT | 160.129.67.227 | ০২ মার্চ ২০১৮ ০৯:১৬372734
  • এই দ্যাখো....আবার ঘেঁটে ঘ!! উত্তর পড়ার অব্যেশটাও চলে গিয়েছে।

    বহুবার লিখেছি...আবার মনে করিয়ে দিইঃ
    যারা “we are with you (the RSS) in your fight against the communists”-এই বাক্যে বিশ্বাসী একটি দলকে ক্ষমতারোহনে প্রত্যক্ষে বা পরোক্ষে সাহায্য করে বিজেপির উত্থানের পথ পব-তে মসৃণ ও তরান্বিত করেছে তারা প্রকৃতই রামছাগল। এক্কেবারে বোঁটকা গন্ধগোকুল জাতের। এদের প্রেক্ষিতে কারাত বা ইয়েচুরির ছাগলামি আমার কাছে একেবারেই দৃশ্যমান নয়।"

    যে দলের অব্স্থান এতটাই মৌলবাদী এবং যারা একটি মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মেলানোর কথা প্রকাশ্যে ঘোষণা করে, কল্লোলদা তাদের ক্ষমতারোহনকে সমর্থন করেছে ভাব্তেই তো হাড় হিম হয়ে যায়!!!

    "জরুরী অবস্থায় যাদের হাত ধরতে হয়েছিলো তারা আজ শত্রু।"
    আবার অর্ধ ইতিহাসের চর্চা!! জরুরী অব্স্থায় যাদের সঙ্গে যাওয়া হয়েছিল ভারতীয় রাজনীতিতে সে দল বা জোটের কোন অস্তিত্ব নেই। তারা এখন জাস্ট নেই!! মাঝখানে বাবরি ধ্বংস ও গোধরা ঘটেছে। কেন শুধু শিখ দাঙ্গা বা জরুরী অবস্থার কথা লেখা হল কিন্তু এগুলো কল্লোলদার তালিকায় নেই কে জানে। সে কি তিনোকে বাঁচানোর জন্য? এসব উল্টোপাল্ট লিখে কি বিজেপিকে আরেকটু এগিয়ে যেতে সাহায্য করে ফেলল কল্লোলদা?

    "ত্রিপুরাতে তিনোরাই মুছে গেছে, যা আছে তা বিজেপি আর কং, সিপিএম তো আছেই। এতে চোরটাই বা কে ? তাদের মা-ই বা কে?"
    পশ্চাৎপক্কতার কারণে তিনোর আপাততঃ সমাধি ঘটেছে ত্রিপুরাতে। পিটির কথা নাই বা মানলে। কিন্তু তিনোপ্রেমে এতটাই মজে আছ যে অন্যেরা কি বলছে তা পড়তেও চাইছ না!!
    "Mission Northeast: BJP’s route into CPM-stronghold Tripura is via the Trinamool Congress"
    https://www.hindustantimes.com/india-news/mission-northeast-bjp-s-route-into-cpm-stronghold-tripura-is-via-the-trinamool-congress/story-Fnu6a3bh7Rfsb4IaHPMt7N.html
  • T | 165.69.191.249 | ০২ মার্চ ২০১৮ ০৯:২৭372735
  • কল্লোলদা, প্রেক্ষিত বুজুন, প্রেক্ষিত।
    এই দেখুন, একটি ছাগল,


    এইবার পরিবর্তিত প্রেক্ষিতে, আমাদের সেই ছাগলই,


    দেখুন, চিনতে কি পাচ্চেন? হ্যা হ্যা হ্যা
  • কল্লোল | 116.203.132.152 | ০২ মার্চ ২০১৮ ১১:৫৯372736
  • এটাই তো বলছি। জরুরী অবস্থার বন্ধু, অটল, আদবানি গোধরা, বাবরি ঘটিয়ে আজ হায়না। আবার হিন্দু মৌলবাদী অটল আদবানি জরুরী অবস্থায় বন্ধু। হায়েনারা পাল্টায়।
  • T | 165.69.191.249 | ০২ মার্চ ২০১৮ ১২:০২372737
  • তা দেখুন, আপনিও তো সেই হায়েনার সাথেই আছেন। অটল, আদবানী, বাবরি, গোধরা, রেলমন্ত্রক, যে আসে আসুক।
  • PT | 160.129.67.227 | ০২ মার্চ ২০১৮ ১২:১৭372738
  • “we are with you (the RSS) in your fight against the communists”
    আরো পোষ্কার করে তো আগেই বলেছিঃ
    "যে দলের অব্স্থান এতটাই মৌলবাদী এবং যারা একটি মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মেলানোর কথা প্রকাশ্যে ঘোষণা করে, কল্লোলদা তাদের ক্ষমতারোহনকে সমর্থন করেছে ভাব্তেই তো হাড় হিম হয়ে যায়!!!"
  • বরাহমিহির | 183.254.216.66 | ০২ মার্চ ২০১৮ ১৩:০৫372740
  • প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    পিটিও কইচে টুইডালডাম আর টুইডিলডি।
    আবার পিটি জোট চায়। কারণ সারাভারতে মৌলবাদী তিনোমুলকে রুখতে হলে মৌলবাদী কংকে লাগবেই।
    আবার কারাত জোট চায় না। কারণ মৌলবাদী সিপিএমের মৌলবাদী বিজেপির বিরুদ্ধে লড়া বারণ।
    এ তো সরোল অঙ্ক। ছাগল বাছতে গাঁ উজাড় হতে লাগে।
  • sm | 57.15.9.182 | ০২ মার্চ ২০১৮ ১৩:৪০372741
  • বিজেপি দুষ্টু, তিনোমুল দুষ্টু।
    সিপিএম ভারি ভালো ছেলে; অনেক টা আমার মতন।
    --- হাফপ‍্যানট।
  • T | 121.65.37.220 | ০২ মার্চ ২০১৮ ১৩:৫০372742
  • ছবি দিতেই ম্যাৎকার মাড়াতে আসল মাল হাজির।
  • sm | 57.15.9.182 | ০২ মার্চ ২০১৮ ১৩:৫৬372743
  • খিক,খিক।
    সিপিএম, গুডবয় বললাম তো!
  • কল্লোল | 116.203.177.182 | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩২372744
  • পিটি।আমার কথা ভেবে হাড় হিম করে আর কিই বা হবে।
    তার চেয়ে ,পোস্নের উত্তরটা দাও - প্রবীন রাই, সঞ্জয় কুমার, বিজনেস স্ট্যান্ডার্ড, পোকাস কারাত তারা তো কইচে যাহা বিজেপি তাহাই কং।
    তোমার মতে এগুলা কি জাতীয় ছাগল ?

    টি। আমি তো নোটা। ঘোষিত নোটা। কাউরে চাই না।

    জোট যদি বলেন, তো জোট রাজনীতির এটাই ধম্মো - শত্রুর শত্রু হলো বন্ধু। তাতে আর কেই বা অতীত দেখে? শিপুয়েম, তিনো, বিজেপি, কং, নকশাল কেউ দেখে না।শত্তুর পাল্টালেই মিত্তরও পাল্টে যায়। ফুচিক বা মাওয়ের যুক্তফ্রন্ট তত্ত্ব তো তাই বলে। তাই না?

    কাজেই পিটি যে কইচে হায়নারা ডোরা পাল্টায় না, সেটা বাস্তবার্থে ঠিক হলেও রূপকার্থে নয়। অবশ্য পিটি লেপার্ডদের কথা কয়েচিলো। হায়নারা কদাপি লেপার্ড নয়।
  • S | 194.167.2.96 | ০৩ মার্চ ২০১৮ ০৯:৫৫372745
  • এইবারে সময় এসেছে পিটিদা আর কল্লোলদার ঝগড়া বন্ধ করে লেফট লিনিঙ্গপার্টিগুলোর একসাথে এসে একটা পার্টি তৈরী করার। নইলে বিজেপি সবাইকে খেয়ে নেবে।
  • pi | 57.29.137.119 | ০৩ মার্চ ২০১৮ ০৯:৫৭372746
  • এটাতে একমত।

    ২০১৯ এ কেন্দ্রের জন্য বিজেপি বিরোধীদের কোথাও কোনভাবে একসাথে আসা খুব দরকার। সেই মোদি হাওয়াও আর নেই। লোকে অসন্তুষ্টও।
  • dc | 181.49.200.99 | ০৩ মার্চ ২০১৮ ১০:০০372747
  • একদম।

    সব ছাগোল এক হও, ল্যাজ ছাড়া তোমাদের হারানোর আর কিছুই নেই।
  • cm | 113.205.215.52 | ০৩ মার্চ ২০১৮ ১০:০২372748
  • বিজেপি বিরোধিতার আঠায় সবাই এক হয়ে থাকবেনা, আর কমন মিনিমাম প্রোগ্রাম ঘোষণা করলেই সেটা যে হাইজ্যাক হবেনা কে বলতে পারে? এইখানেই খেলাটা জমে ওঠে।
  • S | 194.167.2.96 | ০৩ মার্চ ২০১৮ ১০:০৪372749
  • তাইতো বিজেপি বিরোধিতা না, লেফ্ট লিনিঙ্গ পার্টিগুলো চাই।
  • amit | 149.218.32.124 | ০৩ মার্চ ২০১৮ ১২:৪৮372751
  • লেফট লিনিং পার্টি গুলো বলতে ঠিক কারা কারা , একটু স্পষ্ট করা যাবে ? তিনোদের কি লেফট লিনিং বলা চলে-? আফটার অল গোদরার সময় দিদি তো বাজপেয়ীর কাছে লাড্ডু খাচ্ছিলেন। কোনো ভাবে যদি হাওয়া ঘুরছে বুজতে পারলে , তিনোদের চ্যালা চামুন্ডা গুলো যে অমিত শাহ এর পায়ে ধরে পড়বে না সে ভরসা আছে তো ? অলরেডি তো মুকুল ঝরে গেছে।

    আর কল্লোলদা , নোটা বড়ো ভালো জিনিস, আপনি উদ্বাহু হয়ে থাকুন সেটা নিয়ে। এবার ধরুন ধরুন একটা সেজো মার্কা শহরেও কাউন্সিল ইলেকশন ও নোটা জিতে গেলো কোনো ভাবে। তো শহরের জঞ্জাল কে সাফ করবে ? নোটাতে যারা ছাপ মেরেছে তারা ?

    2011 তে যে আসে আসুক বলে আপনারা নেচেছিলেন, সেটার থেকে বেরোনো যে কত চাপ দেখা যাচ্ছে :)
  • dc | 181.49.200.99 | ০৩ মার্চ ২০১৮ ১২:৫০372752
  • আমার পলিসি এরকমঃ যে আসে আসুক, বিজেপি যাক।
  • চাপ | 56.165.230.5 | ০৩ মার্চ ২০১৮ ১২:৫৬372754
  • যাক। নাগাল্যান্ড আর ত্রিপুরাতেও তিনোরা কাঁপিয়ে দিল। রাহুলবাবার ছুটি শেষ হতে হতে মেঘালয়টারও হিল্লে হয়ে যাবে।
    যে আসে আসুক বলা ঠিক নয়। বিজেপি আসুক, সিপিএম যাক বলা উচিত। তিনোরা ত্রিপুরাতে এই স্লোগানেই কাঁপিয়ে দিল। কল্লোল এটা বললেই পারত। তাহলেই এখানে বিজেপি সরকার হয়ে যেত। ভুল করে মমতাকে নিয়ে এল। সিপিএমও তো বাজপেয়ির হাত ধরে বিজেপি আসুক, কংগ্রেস যাক বলেছিল। ঐতিহাসিক ঠিক।
  • amit | 149.218.32.124 | ০৩ মার্চ ২০১৮ ১২:৫৬372753
  • যে আসে আসুক করেই তো 2011 তে খাল কাটা হয়েছে, তাতে ধুপ ধুনো অনেকেই দিয়েছেন । এবার স্বাভাবিক নিয়মেই সেই খালে ছোট কুমির কে সরিয়ে আরো বড়ো কুমির আসবে ।
  • S | 194.167.2.96 | ০৩ মার্চ ২০১৮ ১২:৫৮372755
  • না তিনো একটুও লেফট লিনিং না। ওটা কঙ্গ্রেসেরই একটা শাখা। ক্ষমতায় থাকাই একমাত্র লক্ষ্য। এখন যে কেন্দ্রে নেই তার কারণ রাজ্যে একটা সরকার থেকে লুটপাট চালাতে পারছে। সেখান থেকে বিদায় হলেই দেখবেন আবার কেন্দ্রিয় সরকারে জয়েন করবে। ভোটে জেতা ছাড়া আর কোন উদ্দেশ্যে কোনও আন্দোলন নেই। ইত্যাদি।

    তবে লেফট পলিটিক্স বোধয় আর ৫-১০ বছরে ইন্ডিয়া থেকে পুরোপুরি বিদায় নেবে। বিজেপি আর তার নতুন/পুরোনো বন্ধুরাই দেশ চালাবে। অন্তত লোকে সেরকমই চাইছে।
  • dc | 181.49.200.99 | ০৩ মার্চ ২০১৮ ১৩:০৫372756
  • amit, আমি খুব চেয়েছিলাম ২০১১ তে পবতে সিপিএম জিতুক। জ্যোতি বসু পবকে শেষ করে দিয়েছিলেন, কিন্তু বুদ্ধবাবু চেয়েছিলেন নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান করতে। আমার মনে হয়েছিল বুদ্ধবাবু ২০১১ তে জিততে পারলে সিঙ্গুরে আবার কারখানা করার চেষ্টা করবেন, অন্যত্রও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আনতে পারবেন, পবতে জব সিনারিও একটু ভালো হবে। ২০১১ র পরিবর্তনের স্লোগান পবতে দ্বিতীয় বড়ো ভুল হয়েছিল, প্রথম ভুল অবশ্যই সিপিএমকে দুটো টার্মের পরেও ক্ষমতা থেকে না তাড়ানো। আর ২০১৯ লোকসভাতেও বিজেপি ফিরে এলে সেটাও আরেকটা খারাপ ফল হবে।
  • | 103.115.95.207 | ০৩ মার্চ ২০১৮ ১৩:১২372757
  • কি ঠিক হল? জ্যোতিবাবু লেফট লিনিং না টাটাবাবু?
  • PT | 160.129.67.188 | ০৩ মার্চ ২০১৮ ১৪:২৫372758
  • মিশন একমপ্লিশ্ডঃ
    “we are with you (the RSS) in your fight against the communists”
    ছোট একটা অভিনন্দন কল্লোলদা ও তার সহমর্মীদেরও প্রাপ্যঃ মৌলবাদীদের সহযোগী এই দলটিকে শক্তিশালী করে তুলে বিজেপির আগমন মসৃণ করে তোলার জন্য।

    " আমি তো নোটা। ঘোষিত নোটা। কাউরে চাই না।"
    দেখো , কি চাপ, কি চাপ!!
    এখ্ন নোটার ঘোমটা মুখে টানি নিজের কিছুদিন আগের "যে আসে আসুক সিপিএম যাক" তত্ব ঘেঁটে দেওয়ার কি প্রবল প্রচেষ্টা চালাচ্ছে।
  • কল্লোল | 233.191.45.2 | ০৩ মার্চ ২০১৮ ১৫:২৪372759
  • প্রথমে পবতে, পরে ত্রিপুরাতে এইহাবে হেরে যাবার পর যারা নিজেদের ভুল দেখতে পায় না, তাদের জন্য করুণা।
  • PT | 160.129.67.188 | ০৩ মার্চ ২০১৮ ১৫:২৭372760
  • ত্রিপুরাতে ঠিক কি কি ভুল ছিল?
    অর যারা জিতল তারা গত ৪ বছরে কি কি ঠিক কাজ করেছে সারা ভারত জুড়ে?
    কল্লোলদা কি শেষ পর্যন্ত সব রাখ-ঢাখ খসিয়ে বিজেপির ভালত্ব নিয়ে সওয়াল করতে শুরু করল নাকি?
  • কল্লোল | 116.203.144.69 | ০৩ মার্চ ২০১৮ ১৬:২০372762
  • নাহ। ত্রিপুরা সিপিএম নিয়ে খুব স্পষ্ট ধারনা নেই। এতোকাল ক্ষমতায় থাকার পর এই ধরনের হার নিয়ে ভাবনা-চিন্তার দরকার। ত্রিপুরাতে নন্দীগ্রাম বা সিঙ্গুর হয় নি। তৃণমূল ত্রিপুরাতে কোনকালেই কোন বিষয় নয়।
    রাস্তাঘাট, অন্ততঃ আগরতলায় বাম আমলে খুব ভালো হয়েছে, গণ পরিবহনও বেশ ভালো হয়েছে।

    এখনো পুরো হিসাব হাতে পাই নি। শোনা কথা বামেরা ৪৫% ভোট পেয়েছে। তা যদি হয় তবে আসন পিছু বামেদের হারের ব্যবধান খুব কম ভোটে।
    ত্রিপুরায় ভোটে বড় বিষয় দুটি। প্রথমটি আদিবাসী ভোট, দ্বিতীয়টি বাঙ্গালী মধ্যবিত্ত ভোট।
    আদিবাসী ভোট বিজেপির দিকে যাবার সম্ভাবনা। সেটা কর্ণাটকে আদিবাসীদের মধ্যে আরএসএসের কাজ দেখে খুবই ভয় পেয়েছিলাম। সে নিয়ে গুরুতে লিখেওছিলাম। আমি জানি না, তবে ত্রিপুরাতে ঐ ধরনের কাজ হয়েছে বলেই মনে হয়।এরা "বনবাসী কল্যান" এই নামে কাজ করে।
    লেখাটা দিলাম।
    http://www.guruchandali.com/blog/2016/03/18/1458278290893.html
    ত্রিপুরায় বাঙ্গালী মধ্যবিত্তের একটা বড় অংশ সরকারী কর্মচারী ও স্কুল শিক্ষক। এদের মধ্যে ৭ম পে কমিশনের সুপারিশ না মানা নিয়ে অসন্তোষ আছে।
    দূরে বসে এটুকুই ভাবতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন