এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 113.205.214.48 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৫372563
  • কোন সমর্থক খেটে সদস্যপদ পাচ্ছেননা জানাবেন, কত তফাৎ বুঝে নেব।
  • sm | 52.110.148.109 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৬372564
  • নন্দীগ্রাম ও সিঙ্গুর কাণ্ডে শরিক দলের সঙ্গে পরামর্শ করে নি বা তাদের মতামত গ্রাঝ্য করে নি।
    পরমাণু চুক্তির সময় ও শরিকদের মতামত অগ্রাঝ্য করেছে।
    তাই, খারাপ তম দল।
    শরিকেরা বেরিয়ে গেলেই পারতো;এ থেকেই সিপিএম এর সামন্ত্র তান্ত্রিক মনোভাবের পরিচয় পাওয়া যায়।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৭372565
  • "শরিকেরা বেরিয়ে গেলেই পারতো" এটা তো আমার কথা বলেছি। সিপিএম কি ভাবত সেটা তাদের ব্যাপার। সে খপর মন্যে হচ্ছে আপনিই বেশী রাখেন।
  • sm | 52.110.148.109 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৪372566
  • সে খপর জানতে গেলে ক্ষিতি গোস্বামীর টিভিতে বক্তব্য গুলো দেখতে হবে।
    ধোপার পুকুরে ডুবে দিয়ে শেয়াল ভাবে তার গাত্র বর্ণ নীল।
    আপনি কি ভাবছেন সেটা নিয়ে তো পারসেপশন তৈরি হয়ে যায় না।
  • S | 194.167.2.96 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৭372567
  • ক্ষিতি গোস্বামীর সম্বন্ধে আপনি কতটুকু জানেন জানলে ভালো হতো? আপনি কখনো উনার সাথে ডাইরেক্ট কথা বলেছেন?
  • sm | 52.110.148.109 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১০372568
  • না বলি নি। কিন্তু টিভি তে বক্তব্য শুনেছি। কিন্তু তাতে কি?
  • S | 194.167.2.96 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২০372570
  • ধুর পিটিদাও যেমন। ২০১১ এর অনেক অনেক আগে থেকে উনি তিনোর ব্যাপারে সফ্ট।
  • sm | 52.110.148.109 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৪372571
  • ধুর, আপনেরা কিস্যু বুঝেন না। করাত ২০০৮ সাল থেকেই তিনোদের ব্যাপারে সফ্ট। নয় তো এমন করে, ছ্যার ছ্যার !!!
  • কল্লোল | 116.203.164.218 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৭372573
  • পিটি। ভুল হয়ে গেছে বিলকুল।
    "তোমার মতো সিপিয়েমে একটা অংশ তো জোটের পক্ষে। ক্যানো?"
    যদিও এট্টু মন দিলে বুঝতে পারতে। পড়তে হবে তোমার মতো, সিপিয়েমে একটা অংশ, তো জোটের পক্ষে। ক্যানো?
    মানে সিঐএমের একটা অন্গ্শ তোমার মতোই মত পোষন করে যে বাম-কং জোট হওয়া জরুরী বিজেপিকে ঠেকাতে।
    সে নাহয় হোলো।
    কিন্তু প্রশ্নের জবাব দিতে পল্লে না।
    তুমি আবার লিখেছো তুমি নাকি কোনকালে শিপুয়েমের অংশ নও। হ্যা হ্যা হাসালে। সে তো সদস্য পদের নিরিখে। তা না হলে যে শিপুয়েম ক১মের সাথে জোট না করে পরোক্ষে বিজেপিকে সাহায্য করে তাকে ছাগল বলতে গলা শুকিয়ে কাঠ, হাত পা কাঁপছে। অথচ ক্ষিতি গোস্বামীর বেলা ক্যামোন ঝটপট সিদ্ধান্ত।
    ভালো।
    যাই হোক, আর আগ বাড়িয়ে মত জাহির কত্তে যেও না। আবার এক গাল মাছি হয়ে যাবে, যেমন মৃত্যুদন্ডের বেলায় হয়েছিলো।

    সিএম। আমি শিপুয়েমের আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে খুব উৎসাহী নই।
    পিটি মনে করে বাম-কং জোট হলেই বিজে[ইকে রোখা যাবে। যারা তা মনে করে না, তাদের পিটি কতোটা ছাগল মনে করে, সেটাই জানতে চাই। এর সঙ্গে সিপিএমের দুই লাইনের লড়াইয়ের কুনো যোগ নাই।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১২372574
  • "আবার এক গাল মাছি হয়ে যাবে"
    এক্ঝুড়ি মাছি ছড়িয়েছ পব-তে। অনের গালের মাছির হিসেব নাই বা করলে!!

    "যেমন মৃত্যুদন্ডের বেলায় হয়েছিলো।"
    কি হয়েছিল? আমি মৃত্যুদন্ডের বিরুদ্ধে কিন্তু তোমাদের মত তাত্বিক ব্যাপার কিছু না। একটি টেকনিকাল কারণে বিরোধীতা করি। পুনর্বিচারে দোষ খন্ডন হলে মানুষটাকে মুক্তি দেওয়া যাবে না!

    "কিন্তু প্রশ্নের জবাব দিতে পল্লে না।"
    দিয়েছি। কিন্তু অঙ্কের প্রথম ধাপটাতেই বার বার ভুল করে যাচ্ছ বলে উত্তর বুঝতে পারছ না।

    "পিটি মনে করে বাম-কং জোট হলেই বিজে[ইকে রোখা যাবে।"
    আবার অর্ধসত্যের চর্চা। আমার অবস্থান ওপরে কোথাও পষ্টো করে বলা অছে। পড়ে নিও।
  • cm | 113.205.214.4 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪১372575
  • অ, তা কল্লোলদা কতটা ছাগল ঠিক কি ভাবে মাপছেন? মানে কিলোতে না লিটারে?
  • cm | 113.205.214.4 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৬372576
  • পিটিদা বোধহয় ২০১১য় যে আসে আসুক তত্ত্বের প্রবক্তাদের ইউনিট হিসেবে নিতে পছন্দ করবেন। তা সে মাপে একটা সংখ্যা বলে দিলেইতো হয়, কল্লোলদা খুশি হয়ে যান। যদিও তার মানে কি তা কে জানে!
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৮372577
  • বলিনি?
    "যারা “we are with you (the RSS) in your fight against the communists”-এই বাক্যে বিশ্বাসী একটি দলকে ক্ষমতারোহনে প্রত্যক্ষে বা পরোক্ষে সাহায্য করে বিজেপির উত্থানের পথ পব-তে মসৃণ ও তরান্বিত করেছে তারা প্রকৃতই রামছাগল। এক্কেবারে বোঁটকা গন্ধগোকুল জাতের। এদের প্রেক্ষিতে কারাত বা ইয়েচুরির ছাগলামি আমার কাছে একেবারেই দৃশ্যমান নয়।"
  • sm | 52.110.148.212 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩০372578
  • পিটি, রসায়নের লোক। রসিক মানুষ। গন্ধ শুঁকে ছাগলের পি এইচ মাপেন।
  • কল্লোল | 116.203.136.17 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০২372579
  • সিএম।" অ, তা কল্লোলদা কতটা ছাগল ঠিক কি ভাবে মাপছেন? "
    এই প্রশ্নটার অপেক্ষায় ছিলাম।
    আমি ছাগল মাপছিনা। কারন আমি কাউকে ছাগল মনে করি না।
    সমস্ত ধরনের মৌলবাদীরা তাদের সাথে যারা একমত নয় তাদের মনুষ্যেতর বলেই ভাবে। হিন্দু সাম্প্রদায়িকেরা অহিন্দুদের মানুষ বলেই মনে করে না, উল্টোটাও ঠিক একই রকম সত্যি। মুসলমান সাম্প্রদায়িকেরা অমুসলমানেদের মানুষ পদবাচ্য মনে করে না। এটা মৌলবাদের একটা বড় লক্ষন।
    মানুষ বিজেপি বা কং বা তিনো বা সিপিএমকে ভোট দিলেই যারা উল্টো অবস্থানে থাকেন তারা মনুষকে আর মানুষ বলে ভাবেন না। এটাও মৌলবাদ। আমার সাথে মতে না মিললেই সে ছাগল!! আমিই ঠিক অন্য সবাই ভুল এমন মনোবৃত্তি চূড়ান্ত ফ্যাসীবাদী।
    হিটলার ইহুদীদের/কমিউনিস্টদের মানুষ বলে ভাবতো ন। আমেরিকান সরকার ৬০এর দশকে কমিউনিস্টদের মানুষ বলে ভাবতো না। পাকিস্তানী সরকার ৭১এ বাঙ্গালীদের মানুষ বলে ভাবতো না। আইসিস সুন্নী মুসলমান ছাড়া কউকে মাউষ বলে ভাবে না। আরএসএস অহিন্দুদের মানুষ বলে ভাবে না।
    এই মানসিকতাকে অন্তর থেকে ধিক্কার জানাই। এই মানসিকতা যারা পোষন করেন, তারা যেই হোন না কেন, যে কোন দলের, যে কোন ধর্মের, যে কোন গোষ্ঠীর হোননা কেন, দ্বিধাহীনভাব তাদের নিন্দা করি।
    আমি আবারও বলছি - কাউকেই ছাগল মনে করি না আমি, না সিপিএমকেও নয়।
  • modi | 186.10.104.243 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৪372580
  • অন্যকে মানুষ না মনে করা, আর অন্যের মতকে ভুল মনে করা এক জিনিষ না।

    আপনার মত ঠিক এই কনফিডেন্স না থাকলে আপনার মতটা কিসের ভিত্তিতে বানিয়েছিলেন? নাকি চায়ের পার্টিতে বসে পরস্পর সৌখিন মুখ শোঁকাশুঁকি করতে হয় বলে একটা মত রাখা?
  • sm | 52.110.146.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৯372581
  • কনফিডেন্স ছাড়া মত হয় না। আমি আমার মত চূড়ান্ত কনফিডেন্স এর সঙ্গেই পেশ করি। অন্য কেউ যদি তাতে অনুপ্রাণিত হয় তো ভাল হয়, না হলে, তাকে ছাগল বলতে বাঁধে।
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৫372582
  • "হিন্দু সাম্প্রদায়িকেরা অহিন্দুদের মানুষ বলেই মনে করে না…….মুসলমান সাম্প্রদায়িকেরা অমুসলমানেদের মানুষ পদবাচ্য মনে করে না। এটা মৌলবাদের একটা বড় লক্ষন।"
    এই সব মতামতের সমর্থনকারীদের (মানে ভোটারদের) আপনেরা বোধহয় বড়জোর মৌলবাদী বলতে পারেন কিন্তু তাদেরকে কিছুতেই ছাগল বলা যাবে না কেননা এদের রাজনৈতিক অবস্থানকে শ্রদ্ধা না করে এদেরকে ছাগল বললে আপনেরা মৌলবাদী বলে পরিগণিত হবেন!! এমনকি হিটলারকে আপনি না মানলেও হিটলারের সমর্থনকারীদের কক্ষনো ছাগল বলতে পারবেন না। বললেই আপনার পিঠে মৌলবাদী ছাপ্পা (উদাহরণস্বরূপঃ yellow Star of David outlined with black) লাগিয়ে দেওয়া হবে।
  • cm | 113.205.214.4 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:০০372584
  • আরে মশাই আপনার ছাগল মাপার ইউনিট কি তা জানতে চেয়েছি। বলতে পারেন পরীক্ষায় যে ছেলে শূন্য পাবে তাকে ১০০ কেন দেওয়া হয়না?
  • কল্লোল | 233.191.20.247 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১৩372585
  • সম্ভাবনা ১ -মানুষ আমার বা তোমার মতে ভুল বুঝেছে। কারন শুধু সাম্প্রদায়িকতার ইস্যুতেই ভোট হয় না। প্রচুর প্রতিশ্রুতি থাকে যাতে মানুষ বিশ্বাস করে। সেটা তাদের সরলতা বা না বোঝা বা প্রচারকারীর চালাকি হতেই পারে।
    সম্ভাবনা ২ - যারা উল্টোদিকে, তারা তাদের বক্তব্য মানুষের কাছে ঠিক মতো তুলে ধরতেই পারেনি।
    সাম্ভাবনা ৩ - ৭২এর পব নির্বাচন ভুলে যাও নি আশা করি।

    হিটলারের সমর্থনকারীদের ছাগল বলার অর্থ, যিনি এটা বলছেন, তার আর হিটলারের মানসিকতায় কুনো ফারাক নাই।
    মানুষের কাছে নিজের বক্তব্য গ্রহণযোগ্যভাবে নিয়ে যাওয়ার দায় দলগুলোর। তারা সেটানা পারলে দায়টা তাদের, মানুষের নয়।
    কাজেই নিজের/নিজেদের দোষ খুঁজে বার করতে শেখো, তা না হলে হিটলার বা বুশ বা আইসিস জাতীয় মৌলবাদী হয়ে উঠবে।
    ভুলে যেওনা যে মানুষ হিটলারকে ভোট দিয়েছিলো, তারাই মুসোলেনীকে ফাঁসী দিয়েছিলো।
  • কল্লোল | 233.191.20.247 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১৬372586
  • সিএম। মশয় চাগল নেইই তো মাপতে যাবো কেন? যে আজ গোল্লা পেয়েছে কাল সে ১০০ পেতেই পারে। যে আজ গোল্লা পেয়েছে তাকে তার খামতি নিয়ে ভাবতে হবে, মাস্টারকে দোষ দিয়ে পার পেতে চাইলে গোল্লার উপর আর ওঠা যাবে না। সেটাও মানুষ হিসাবেই তার খামতি।
  • dd | 59.205.216.201 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩০372587
  • ইয়েস, ছাগোল নেই। দিব্বি বুদ্ধিমান মানুষেরা রয়েছে।আমাদের দেশেই কতো রাজা গজা উল্টে গেলো। রাজীব গান্ধী হারলো, অটল বিহারী বাজপেয়ীও। UPA,NDA। বার বার বদলিয়ে যায়। আর যাবেও। আরো যাবে।

    কিন্তু বাম্বাবুরা নিজেদের দোষ হজম করতে পারে না। তাই হেরে গেলেই তাদের অজুহাত টানতে হয়। ফাটা রেকর্ড। বৃহৎ পুঁজি, EVM, মিডিয়া দানব, কল্লোল - এইসব। এবং সব শেষে পড়ে থাকে "ছাগোলের বাচ্চা জনগন, রইলো তোদের নির্বাচন, চল্লেম আমরা বেন্দাবন"।
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯372588
  • "ভুলে যেওনা যে মানুষ হিটলারকে ভোট দিয়েছিলো, তারাই মুসোলেনীকে ফাঁসী দিয়েছিলো।"

    যুদ্ধে হারার পরে। যুদ্ধে জিতলে ইনাদের ছবি বাড়ি রেখে সকালে পুজো করতো। জনগনকে অতটা ইনোসেন্ট ভাবতে পারছিনা।

    আজকে যারা দাঁত-নখ বার করে চোখে জল এনে হর হর মোদি নামে আপ্লুত হচ্ছে, সর্বনাশ হওয়ার পরে তারাই সর্বাগ্রে মোদির বিরুদ্ধে কথা বলবে। এই কারণে নয় যে তারা মোদিকে চিনতে ভুল করেছিলো বা হিন্দু রাষ্ট্রের অ্যাজেন্ডা বুঝতে পারেনি। মোদির উপরে রাগ করবে মোদি হিন্দু রাষ্ট্র ডেলিভার করতে পারেনি সেইজন্য।

    আমি কিছুতেই বিশ্বাস করিনা যে সাধারণ লোকেরা বোঝেনি/বোঝেনা যে হিটলার কি চেয়েছিলো/করেছিলো বা মোদি-ট্রাম্প কি চাইছে/করছে। কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সবাই চুপ করে আছে। যখন সেই লক্ষ্যে পৌঁছনো যায়্না অথচ দেশের প্রচুর ক্ষতি হয়ে যায়, তখন তাদের আর ভালো লাগেনা।
  • dd | 59.205.216.201 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪০372589
  • আজকের "দৈনিক সংবাদ"এর প্রথম পাতায় লিখেছে ভোট নিয়ে খুসী বিজেপি এবং সিপিএম। দু পক্ষই।

    এই ন্যান লিং http://www.dainiksambad.net/index.php?mod=1&pgnum=1&edcode=20&pagedate=2018-02-19&type=

    এখন ঠাকুরের আশীর্বাদে বিজেপি জিতে গেলে কারে কারে দুষবেন ঠিক কল্লেন আপনেরা ? কল্লোল তো ওখানে যায়ই নি। EVM টাও খুব নড়বড়ে । ধড়াম করে দুষলেন আর তালেগোলে দেখলেন নিজেদের প্রার্থীই জিতে গেছে। সে তো বড় মুষ্কিল হবে। মিডিয়াও কেমন পানসে হয়ে গেছে। সিআইএ তো মরে ভুত।

    ঐ ছাগোল থিউরীই সবথেকে বেস্ট। বার্ড ফুলুর মতন গোট ফুলু চলছে। এপিডেমিক। ইয়েস, এটাই চলবে।
  • S | 194.167.2.96 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪২372590
  • আর মুসোলিনির বোধয় ফাঁসি হয়নি। কিন্তু সে অন্য কথা।
  • PT | 160.129.67.181 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৭372591
  • বেড়ে জমেছে আমড়াগাছিঃ
    "মানুষের কাছে নিজের বক্তব্য গ্রহণযোগ্যভাবে নিয়ে যাওয়ার দায় দলগুলোর। "
    দলগুলো মানুষ দিয়ে তৈরি তো নাকি? তো কোথায় দল আর মানুষের বিভাজনটা শুরু হল যেখানে নান্নু-মুন্নু মানুষেরা বুঝতেই পারল না যে গ্যস চেম্বারে মানুষ মারাটা একটা জনহিতকর পোগ্গাম নয়!!! কল্লোলদার এই পবিত্র বেদমন্ত্র থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে আসতে কোনই অসুবিধে হয়্নাঃ
    যে মানুষ হেলমেট না পরে বাইক চালায় তার কুনো দোষ নাই কেননা কেউই তাহাকে হেলমেটের প্রয়োজনীয়তা বোঝাতে পারেনি।
    যে মানুষ ধর্ষণ করে তার কুনো দোষ নাই কেননা কেউ বা কাহারা যেন তাহাদের কোমরের নীচের অংশের যথাযথ প্রয়োগ সম্পর্কে বোঝাতে পারেনি।
    যে মানুষ গোমাংসভুক নেড়ে পিটিয়ে গোমাতার সম্মান রক্ষা করে তাহাকে কেহ ব্ঝাইতে পারে নাই যে এই কম্মটি তাহার করা উচিত নহে।
    কামান দেগে যে সকল মানুষ বেনিয়ান বুদ্ধ ধ্বংস করছিল তাহাদের কেহ বুঝাইতে পারে নাই যে ইহা একটি করণীয় কাজ নহে।

    আর কল্লোলরায় নামক এক ব্যক্তি ও তার সহমর্মীদের বোঝানো যায়নি যে যারা “we are with you (the RSS) in your fight against the communists”-এই বাক্যে বিশ্বাসী তাদের ক্ষমতায় পাঠানো অত্যন্ত বিপজ্জনক। কেননা তাদের সাহায্যে বিজেপি বিকশিত হতে পারে।

    "ভুলে যেওনা যে মানুষ হিটলারকে ভোট দিয়েছিলো, তারাই মুসোলেনীকে ফাঁসী দিয়েছিলো।"
    কল্লোলদা কেন যে একমাত্রিকতার সঙ্গে ইতিহাস ঘাঁটার চেষ্টা করে কে জানে। হিটলারকে ভোট আর মুসোলিনীকে ফাঁসীর মধ্যে বিশেষ যোগাযোগ নাই। "A group of local communist partisans led by Pier Luigi Bellini delle Stelle and Urbano Lazzaro attacked the convoy and forced it to halt. The partisans recognised one Italian fascist leader in the convoy, but not Mussolini at this stage," এমনকি মুসোলিনিকে যারা সমর্থন করত তারাই মুসোলিনিকে মেরেছে এমনো ভাবার কোন কারণ নেই। একদল উন্নততর চিন্তায় বলশালী মানুষ ছাগলদের নেতাকে সেরেফ গুলি করে মেরেছিল। তারা বিশাল সংখ্যক মানুষকে বুঝিয়ে-সুঝিয়ে এই কম্মটি করেছিল ইতিহাস এমব কোন সাক্ষ্য দেয় না।
  • T | 165.69.191.250 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৪372592
  • এ বাবা, এইরম করে বললে তো ছাগল থিয়োরীই প্রমাণ হয়ে যাচ্ছে ডিডিদা। একদল লোককে কিছু নির্দিষ্ট শেয়াল (চিড়িয়াখানার সম্মানার্থে) এসে বুঝিয়ে দিলো দ্যাকো ইউপিএ অন্যদের চেয়ে ভালো। তারা দিব্যি ইউপিএকে ভোট দিয়ে দিল। আবার পরের বার অন্য শেয়ালরা এসে তাদেরকে বুঝিয়ে দিলো দ্যাকো এন্ডিএ অন্যদের চেয়ে ভালো, তো তারা এন্ডিএ কে ভোট দিয়ে দিল। তাহলে তো জনতার ছাগল হওয়া ছাড়া আর পরিণতি নেই। ভেড়াও বলা যায় (ফের চিড়িয়াখানার সম্মানার্থে)। যে শেয়াল যেমন বোঝাচ্চে সেইরম যাচ্চে। এ বাবা।
  • T | 165.69.191.250 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০০372593
  • * থিয়োরীও
  • T | 165.69.191.250 | ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৪372595
  • সিয়াইএ ক্রাইসিসের পর এইরকম আর দেখা যায় নি। ছাগল এক না বহুবচন, কেন ছাগল, কিভাবে ছাগল, আদৌ ছাগল না মানুষ মহান, কোনটা! হেবি কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন