এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 113.205.214.48 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৭372530
  • কল্লোলদার প্রশ্নগুলো শুনলে ইকনমিক্স ক্লাসের একটা হাইপোথেসিস মনে পড়ে ceteris paribas ওটা অঙ্ক কষতে ভাল তবে কার্যত অর্থহীন মনে হত।
  • কল্লোল | 116.203.160.81 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২১372531
  • প্রশ্নগুলো আর কোথায় পেলেন। প্রশ্ন তো একটিই।
    পিটি মনে করে যারা বিজেপিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে তারা ছাগল।
    পিটি এও মনে করে বিজেপিকে রুখতে বাম-কং জোট হওয়া নিতান্তই জরুরী।
    যারা সেটা মনে করে না, তারা বিজেপিকে পরোক্ষ সাহায্য করে।
    সেই তারা কতোটা ছগল? একটাই প্রশ্ন।
    যাগ্গে। নিজের মতের সপক্ষে দাঁড়াতে না পার্লে, অতো গাল ফুলিয়ে মত জাহির না করাই ভালো।
  • dd | 193.82.17.249 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪১372532
  • ভালো কথা, গতকাল এই টইতে হায়েনারা ঢুকেছে।

    আমাদের চিড়িয়াখানা জমজমাট।
  • PT | 160.129.67.181 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৬372533
  • কল্লোলদার তক্কটা রবীন্দ্রনাথ আর ছাগলের দাড়ি নিয়ে বাচ্চামোর পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
    আমি নিশ্চিত জানি সিপিএম তাত্বিক ভাবে বিজেপির সর্বাঙ্গীন বিরোধীতা করে। তাই তারা কোনভাবে বিজেপিকে সাহায্য করবে এই পূর্বসিদ্ধান্তটাই ভুলভাল।
    কিন্তু এটাও সত্যি যে, সারা ভারতে কংএর উথান না হলে বিজেপিকে রোখা যাবে না।
    কিন্তু সিপিএম যেহেতু সর্বভার্তীয় ক্ষেত্রে প্রায় অনুপস্থিত রাজনৈতিক শক্তি কাজেই শেষ বিচারে তাদের সমর্থন করা না করার ওপরে কং-এর শক্তির বিকাশ নির্ভর করে না। কং যদি বিজেপিকে রুখতে সত্যিকারের উৎসাহী হয় তাহলে তাদের আগে বামমার্গী হতে হবে কেননা ডানদিকে আর জয়গা নেই। রাগা কি চাইছেন তা এখনো একেবারেই পরিষ্কার নয়।

    কিন্তু এসব অনেক জটিল ও বহুমাত্রিক বিষায়। সেটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়।

    তবে যারা “we are with you (the RSS) in your fight against the communists”-এই বাক্যে বিশ্বাসী একটি দলকে ক্ষমতারোহনে প্রত্যক্ষে বা পরোক্ষে সাহায্য করে বিজেপির উত্থানের পথ পব-তে মসৃণ ও তরান্বিত করেছে তারা প্রকৃতই রামছাগল। এক্কেবারে বোঁটকা গন্ধগোকুল জাতের। এদের প্রেক্ষিতে কারাত বা ইয়েচুরির ছাগলামি আমার কাছে একেবারেই দৃশ্যমান নয়।
  • dc | 132.164.93.160 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৮372534
  • তার মানে অদৃশ্য ছাগল? এটা কি নতুন ধরনের ছাগল?
  • dd | 193.82.17.249 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০০372535
  • গন্ধগোকুল add হলো। জমেছে।
  • pi | 57.29.224.24 | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৩372536
  • কাল ত্রিপুরায় নির্বাচন। বিজেপি ক্ষমতায় না এলেও ( কিছু মিডিয়া পোল বলছ্র আসবে) ভালই টক্কর দেবে। ধূমকেতুর মত উত্থান বলা চলে। তা কোন আমলে হল? মানে এই থিয়োরি অনুযায়ী কারা গন্ধগোকুল, কারাই বা অদৃশ্য ছাগল?
  • কল্লোল | 116.203.166.101 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৮372537
  • পিটি। যদি শিপুয়েমের জোট করা না না করায় কিছু নাই এসে যায়, তো তুমি বাম-শিপুয়েম জোট নিয়ে লাফাচ্ছিলে ক্যানো? শিপুয়েমেরই বা এই নিয়ে ভোটাভুটি ক্যানো? তোমার মতো সিপিয়েমে একটা অংশ তো জোটের পক্ষে। ক্যানো?
    যা হোক। যে নিজের মতের পক্ষে দাঁড়াতে ভয় পায় , তাকে শুধু একটাই কথা বলার - এর পর মত জাহির করার আগে, সে বিষয়ে শিপুয়েমের মতটা জেনে মত দেওয়াই ভালো। বা এমনও বলতে পারো আমার কুনো মত নাই, শিওয়েম জা বলবে তাই।
  • cm | 113.205.214.48 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৬372538
  • কল্লোলদা বোধহয় দলীয় গণতন্ত্র ব্যাপারটা বোঝেন নাই, বুঝায়ে দিই। কোন সদস্যের বা সমর্থকের ভিন্ন মত থাকতেই পারে এবং তা নিয়ে বিতর্কও হতে পারে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে গৃহীত সিদ্ধান্ত সদস্য বা সমর্থক গ্রহণ করেন। আর এ ক্ষেত্রে যারাই জোটের পক্ষে কথা বলছেন সকলেই এও বলছেন কংগ্রেসকে অবস্থান বদলাতে হবে। তারা সোশাল ডেমোক্রেসির দিকে ঝুঁকলেই সাথে যাওয়ার মানে হবে। তেমন কিছু হয় কিনা সেটাই দেখার।
  • dd | 59.205.218.159 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৫372540
  • "কোন সদস্যের বা সমর্থকের ভিন্ন মত থাকতেই পারে......"

    পার্টী সদস্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে সমর্থকদেরও পার্টীর সব নিদানেই আনুগত্য দেখাতে হবে এরকম বাধ্যতা নেই। আর সেটা না থাকাই ভালো। নন্দীগ্রামের সময়ে অনেক সিপুএম সমর্থককে বিভিন্ন বিষয়ে পার্টী লাইনের বিরোধিতা করতে দেখেছিলা - এই গুচতেই।
  • Du | 57.184.27.211 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০২372541
  • পবতে কং এর সঙ্গে জোট করা নিয়ে তর্ক করাও সময় নষ্ট। কং ভোটার বামেদের প্রাণ ধরে একটা ভোটও দেবেনা।
  • sm | 52.110.149.125 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৪372542
  • du, খাঁটি কথা বলেছেন। বছরের পর বছর কংগ্রেস সমর্থকদের গ্রামে এক ঘরে করে রেখেছিল বামেরা। একে অপরের বাড়ি নেমন্তন্ন বন্ধ ছিল। প্রচুর অত্যাচার করেছে। এখন দুম করে জোট করবো আর কংগ্রেস সমর্থক ভোট দেবে এমন দুরাশা না করাই ভালো।
    কিন্তু সিপিএম কে নিয়ে এতো আলোচনা কেন?ত্রিপুরায় বামেরা এবার হয়তো কোনক্রমে জিতবে।পরের বার হারবেই। পব তে জমানা শেষ।
    কেরোলেও হারবে -জিতবে সাইকেল চলবে।
    সিপিএম পার্টি অস্তিত্ব যতো কমে ততই মঙ্গল।
    বরঞ্চ অন্য বাম পার্টি গুলো একটু লাইম লাইটে এলে ভাল হয়। কতদিন আর সিপিএম এর দাদাগিরি এঁরা সহ্য করবে?
  • S | 194.167.2.96 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৩372543
  • দেশ ক্রমশঃ হিন্দুবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। বামেদের অস্তিত্ব লোপ পাচ্ছে। ইতিহাস থেকে টিভি-সিনেমা থেকে ইন্টারনেট সর্বত্রই প্রকট দক্ষিনপন্থার আগমন হয়েছে। মাইনরিটিদের জন্য দুর্দশার সময়। কয়েক বছরের মধ্যে এমার্জেন্সি আসলেও অবাক হবোনা।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৩372545
  • "বিজেপি ক্ষমতায় না এলেও ( কিছু মিডিয়া পোল বলছ্র আসবে) ভালই টক্কর দেবে। ধূমকেতুর মত উত্থান বলা চলে। তা কোন আমলে হল? "
    সঠিক প্রশ্ন।
    কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটা কেন মনে এলনা যে কোন আমলে তিনোরা ত্রিপুরায় ঢুকে কং-এর MLA-এ দের পোচিং করে কং-কে দুর্বল করে দিল? সেই MLA-গুলো বিজেপিতে গিয়ে বিজেপির হাত শক্ত করেছে। বামেদের ক্ষমতাচ্যুত করাটা তো কং-এর সঙ্গে জোট বেঁধেও করা যেত।
    আমি সম্প্রতি গৌহাটি ঘুরে এসে ভাবছি যে তিনোরা কেন ঘরের কাছের আসামের বাঙালীর অসন্তোষ কাজে লাগিয়ে, র‌্যাবেল রাউসিং করে দল বাড়ানোর চেষ্টা না করে বাংলাদেশ ডিঙিয়ে সিপিএম শাসিত ত্রিপুরাতে গিয়ে হাজির হল!! এমনকি ২০১৬-র ভোটে তারা কারো সঙ্গেই জোট না করে "একল চলো রে" অব্স্থান নেয়। এ সবই বোধহয় “we are with you (the RSS) in your fight against the communists” বাক্যটি দিয়ে ব্যাখ্যা করা যায়।

    "যদি শিপুয়েমের জোট করা না না করায় কিছু নাই এসে যায়, তো তুমি বাম-শিপুয়েম জোট নিয়ে লাফাচ্ছিলে ক্যানো?"
    এখনো লাফাচ্ছিই।
    কেননা সারা ভারতে কং শক্তিশালী না হলে বিজেপি তাড়ানোর অন্য কোন রাস্তা নেই।
    কেননা আশা করছি যে কং তুলনামূলক বামমার্গী অবস্থান নেবে।
    কেননা UPA1-এর বেশ কিছু ভাল কাজ মনে আছে।
    কিন্তু সেটা একমাত্রিক চিন্তা নয়। তার কারণ সিপিএমের বিপদ শুধু বিজেপি নয়, অতিবদ অতিবামেরাও। তারা সারাক্ষণই চোখে আঙুল দাদার মত সিপিএমের খুঁত ধরতে ব্যস্ত।

    "তোমার মতো সিপিয়েমে একটা অংশ"
    আবার অসত্য ভাষণ। আমি কোন কালেই সিপিএমের অংশ ছিলাম না। বরং তুমি ছিলে। বোধহয় এখনো আছ কেননা "বিরহেতে বিরহিনী থাকে মনের ঘরেতে"।
  • sm | 52.110.149.125 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৯372546
  • আমাদের দেশে মেকি বামেদের রমরমা। প্র্যাকটিস আর প্রিচের মধ্যে লক্ষ যোজন তফাৎ। নয় তো, বাম নেতার ছেলে বিলিয়নেয়ার শিল্পপতি হয়!ক্ষমতায় আসার পর টাটা , বিড়লা, সালিম দের এতো খোশামোদ করতে থাকে?
    এঁদের সঙ্গে কংগ্রেস আর তিনো মুলের কি পার্থক্য?প্রত্যেকের ভোটের আগে গরীব দরদী এজেন্ডা থাকে আর ভোটের পর শিল্পপতি দরদী এজেন্ডায় চেঞ্জ হয়ে যায়।
    পব তে কংগ্রেস, সিপিএম আর তিনোমুল;এই তিন জমানার মধ্যে গরীব দের জন্য কিছু হলেও মমতা সরকার ই করেছে।
    সে কন্যাশ্রী হোক, দু টাকায় চাল হোক বা ফ্রী তে চিকিৎসা হোক।
    সুতরাং সিপিএম এর মতো মেজর পার্টি র শক্তি ভীষণ হ্রাস পেলেও ভারতে বাম পন্থার অভাব হবে না।
  • S | 194.167.2.96 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১372547
  • সিপিএম এর মতো মেজর পার্টি র শক্তি ভীষণ হ্রাস আর বিজেপি ও অন্যান্য দক্ষিনপন্থী শক্তির ভীষণ উত্থান দেখেও কিছু বুঝতে পারছেন না?

    কং আর তিনোরা বামপন্থী?
  • sm | 52.110.149.89 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৭372548
  • কংগ্রেস আর তিনোর সঙ্গে মেকি বামেদের কোন পার্থক্য নেই।
    এই মেকি বামেরাই বাজপেইর হাত ধরেছিল। কংগ্রেস বিগত কয়েক দশক ,সেক্যুলার মুখোশের আড়ালে যথেচ্ছাচার চালিয়েছে।
    হিন্দুত্ববাদী শক্তির উত্থান ছিল সময়ের অপেক্ষা।
    বাজপেইর সময় নরম, মোদীর সময় কঠিন।
    ভবিষ্যতে আরও কঠিন শক্তি আসতে পারে।
    গণতন্ত্র বজায় থাকলে একটা সময় পর তাদের অস্তিত্বও বিলীন হবে। মেকি বামেরা এক্ষেত্রে কোন নির্ধারক ই হবে না।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৮372549
  • আমাদের এক মাস্টারমশাই ক্ষেত্রবাবু বলতেনঃ "না-জানার আনন্দ"!! এর সঙ্গে "না-বোঝার আনন্দ" জুড়েছে দেখছি।
  • S | 194.167.2.96 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৫372551
  • "গণতন্ত্র বজায় থাকলে"

    হুম। খুব ভালো অ্যাজাম্পশান। মোদির বিরোধিতা করলেই যারা দেশোদ্রোহি বলছে, গণতন্ত্রের প্রতি তাদের প্রেম সম্বন্ধে না বুঝলে আর কি বলবো। বাকি কথা নিয়ে নাহয় কিছুই বলছিনা।
  • sm | 52.110.149.89 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭372552
  • পিটি, আপনি তো অতো বুঝে কংগ্রেস এর সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছিলেন। রেজাল্ট কি হলো দেখতে পেয়েছেন, লিশ্চয়।
    কংগ্রেস এর সিট বেড়েছে আর সিপিএম এর কমেছে।
    কংগ্রেস সমর্থক দের ভোট ও সিপিএম পায়নি।পাবেও না ,ভবিষ্যতে। করাত আবার এসে ওই যে কি বলে-ছ্যার ছ্যার।
    এবার নিজের রাজনৈতিক বোধ নিয়ে নিজেকে প্রশ্ন করুন। ছাগল জনগণের বোধ , বোধকরি বেটার।
    S, ভারতের মতো দেশে একটাই এডভান্টেজ; গণতন্ত্র যে ভাবেই হোক টিকে আছে। মোদীও মাঝে মাঝে ইলেকশনে হারার দু: স্বপন দেখে।
    মোদী ও তাঁর টিম বিলক্ষণ জানে নোট বন্দীর জন্য ছোট ব্যবসায়ীরা বেশ ক্ষিপ্ত।
    এই সব ব্যাংক লুট কমন মানুষ ভালো চোখে দেখছে না।
    মূল্য বৃদ্ধি হুলিয়ে বাড়ছে। মেকি স্ট্যাট এ জনতা ভুলবে না।
    নয়তো কংগ্রেস এর মত চোর দল
    তিনটে সিট পেতো না রাজস্থানে।
    সুতরাং ওই গণতন্ত্র আর বিচার ব্যবস্থা-এ দুটিই সাধারন জনতার সম্বল।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৪372553
  • পোকিত বাম কারা সেটা যদি জানা যেত তাহলে মেকি বামেদের শতকরা মেকিত্ব নির্ধারণ করে "নিজের রাজনৈতিক বোধ নিয়ে নিজেকে" প্রশ্ন করা যেত!!
  • cm | 113.205.214.48 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২372554
  • সমর্থকেরা দলীয় সিদ্ধান্তে আনুগত্য দেখালেন কি দেখালেননা তাতে দলের বোধহয় কিছু করার থাকেনা। দলীয় সিদ্ধান্ত খুব খারাপ লাগলে তারা সদস্য হোন এবং সিদ্ধান্ত প্রভাবিত করুন। হাজার হোক এতো আর মৌলিক দল নয়।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৭372555
  • ৪৫ মিনিট কেটে গেল। এখনো পোকিত বামের নাম জানা গেল না। অপেক্ষায় থাকলাম।
  • Yeerlin Silverleaf | 127.248.138.85 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৯372556
  • "দলীয় সিদ্ধান্ত খুব খারাপ লাগলে তারা সদস্য হোন এবং সিদ্ধান্ত প্রভাবিত করুন।"

    সিপিএমের সদস্য হওয়া যায় না। সদস্যপদ পাওয়া যায়। অনেকটাই তফাৎ।
  • sm | 52.110.149.117 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৯372557
  • পোকিতো বাম দল বলে ভারতে কিছু নেই। আগামী ভবিষ্যতে হবে ও না। তবে, ঘোষিত বাম দল গুলোর মধ্যে সিপিএম ওয়ারস্ট অফ দা লট। এর চেয়ে, সিপিআই ভালো দল।
    যাঁরা সিপিএম কে 'পোকিতো রাজনৈতিক'দল বলে, তাদের বুদ্ধি শুদ্ধি চায়ের দোকানে আড্ডা ধারী দের চাইতেও কম।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২০372558
  • দুঘন্টা হয়ে গেল। এখনো পোকিত বামের নাম জানা গেল না।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৫372559
  • পোকিত কিছু যখন চক্ষেই দেখেননি তখন মেকি ইত্যাদি শব্দ নিয়ে আমড়াগাছি করা কি জন্য? ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে রাজনৈতিক আলোচনা সাধারণতঃ চায়ের দোকানেই হয়ে থাকে।

    আর সিপিআই অনেক বেশী ভাল বলেই হয়ত ছাগলেরা দলটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে সারা দেশ জুড়েই।

    যাক, তাহলে আশা কেউ আর পোকিত বাম দল খুঁজে আলোচনায় অংশ নেবে না। যা নেই-ই তার তুলনায় অন্য কেউ মেকি হয় কি করে?
  • sm | 52.110.148.109 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫২372560
  • যা বাব্বা। বললাম তো সি পি এম বাম দল গুলোর মধ্যে খারাপ তম।সহকারী দল গুলোকে সব চেয়ে বেশি বুলি করে থাকে। ছাগল জনগন,সিপিআই কে প্রত্যাখ্যান করেছে যখন, সিপিএম কে করতেও দেরি নেই।
    যেটুকু অবশিষ্ট আছে করাত শেষ করেই ছাড়বে।
  • PT | 160.129.67.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০২372562
  • খারাপতমটা কি করে মাপা হল? আর যাদের সিপিএমকে পছন্দ নয় তারা তারা ছেড়ে চলে গেলেই পারে! এত আর জন্ম জন্মান্তরের বিবাহ বন্ধন নয়। পোকিত বাম সুসি আর অতিবদ অতিবামেরা তো নিও বামের সঙ্গেই গেছিল। তারা বোধয় জানত না যে এই নিও বাম বহু আগেই পিতিগ্গে করেছিলঃ “we are with you (the RSS) in your fight against the communists.”
    একদল বাঙালীর ছাগলামী ও নির্বুদ্ধিতা গগনস্পর্শ করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন