এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৪৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৮372663
  • এই হাফপ্যান্ট কুরুবকের মতন বকবক করেই যাবে। অনীল বসুর নাম তুলতেই গালাগালির ফোয়ারা!ঠিক অনিল বসুরই যোগ্য উত্তরসূরী!
    এটাই মার্কস বাদী পার্টির কালচার।কারণ নিজের ডিফেন্স বলে তো কিছু নেই।
    অনিল বসু তো একা নয়--- এররকম ভোট লুঠ করে প্রচুর ক্যান্ডিডেট আগে জিতে ছিল ,মানে বাম আমলে। তখন কোথায় থাকত নীতির প্রশ্ন?
    প্রিয় কমরেডরা যখন, দল বেঁধে বুথ জ্যাম করতো, রিগিং করতো, ছাপ্পা মারতো;তখন নীতি ফিতি কি বালিশের তলায় লোকানো থাকতো নাকী?
    আজ হঠাৎ অশোক বাবু, বংশগোপাল এঁদের হিরো সাজানো হচ্ছে!
    নিজেদের সময় এরাও তো কোনো সততার প্রতীক ছিল বলে মনে পড়ে না। চাবাগান নিয়ে গুরুতেই অনেক লেখা বেড়িয়েছে।
    কেউ বলেনি প্রকাশ্যে জোটের কথা। বলা হইযাছে তলে তলে জোটের কথা ও সাঁট করার কথা।
    প্রকাশ্যে বিজেপির সঙ্গে আছি বললে তো, মুসলিম ভোট কমে যাবে। সে বড় দায়!
    ওই জন্যই তো বিজেপির ভোট বাড়ছে আর সিপিএম এর ভোট কমছে। এখন দুহাত তুলে জনগন কে ছাগল বলে নামজপ করলেই চলবে।
    আর মিউনিসিপ্যালিটি ইলেকশন এ শিলিগুড়ি বোর্ড এর দখল নিয়ে ,কি আস্ফালন!আগের বার দুটো লোকসভা আসন জিতে ছিলো, এবার সেটাও হবে না।
  • Atoz | 161.141.85.8 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৮372664
  • এস এম, তাহলে কি খোলাখুলি বিজেপিকেই চাইছেন আপনারা? তাতে অনেক সুবিধে হবার সম্ভাবনা আছে কি? মানে ইন জেনারেল রাজ্যবাসীদের বড় অংশের? যেমন তৃণমূল আসার আগে অনেকেই বলেছিলেন তাতে প্রচুর সুবিধে হবে, নানা মানবাধিকার ইত্যাদি কাজকর্মের অনেক সুযোগ বাড়বে, সমাজের অনেক উন্নতি হবে, আরো বহু জনকল্যাণমূলক কাজ ইত্যাদির তালিকাও ছিল ইত্যাদি ইত্যাদি। বিজেপির ক্ষেত্রে এরকমই কিছু এক্সপেক্ট করছেন?
  • ms | 57.15.193.30 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১১372665
  • না| প্রকাশ্যে বিজেপিকে চাওয়া সিপিএম স্বীকার করবে না| সবই চুপচাপ পদ্মফুলে ছাপ | আমাদের ভোট দিবি না? তবে মর| এই আর কি|
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৭372666
  • বরাবরের মতো বলছি। বিজেপির একটি সংবিধান স্বীকৃত দল। তার যেকোনো রাজ্যে ক্ষমতায় আসার অধিকার আছে। পবর ক্ষেত্রে গত ৩৪বছরের অপশাসন থেকে মুক্তির পর, মমতা সরকার মোটামুটি ভালই চালাচ্ছে। তোলাবাজি, সিন্ডিকেট বাজি কমলে আর প্রশাসন আর একটু শক্ত হলে, এই সরকার টিকে থাকার যোগ্যতা রাখে। সুতরাং পব তে বিজেপির কোন দরকার নেই।
    সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস এতো বাজে দল যে বিজেপির এগেইনস্ট এ ওদের বলার কিছু মুখ নেই। সে চুরি, জোচ্চুরি, অপশাসন সব কিছু ক্ষেত্রেই।
    আগেই বলেছিলাম ,বর্তমান মোদী সরকার কে হারাতে পারে মোদী সরকার নিজেই। অর্থাৎ কোন বৃহৎ ভুল ডিসিশন বা স্ক্যাম বা ওই জাতীয় কিছু। এক্ষেত্রে নোট বন্দী, ব্যাংকিং স্ক্যাম দুটো বড় সুযোগ দিয়েছে। অযাচিত সুযোগ আছে, ভয়ংকর মূল্যবৃদ্ধি। বিরোধীরা একজোট হয়ে লড়লে সরকার এর পতন হতে পারে ,বই কি!
    বিজেপিও পাকা খেলোয়াড়। এর মধ্যেই নীতিশ আর চন্দ্রবাবু কে পকেটে পুরে নিয়েছে।
    সুতরাং--?
  • এই | 233.176.113.74 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১372667
  • ঝোলাবীচী আবার হাফপ্যান্ট শুঁকছে
  • dc | 132.164.87.164 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২১372668
  • আমার মনে হয় অন্য সব দলে সাথে বিজেপির একটা পার্থক্য আছে, যার জন্য বিজেপি সবচেয়ে বিপজ্জনক, সেটা হলো বিজেপিকে চালায় আরেসেস। যাদের লং টার্ম গোল হলো ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, যে রাষ্ট্রে হিন্দুত্বই শেষ কথা হবে। এই হিন্দুত্ব আইডিওলজি যারা মানতে চাইবে না তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতে হবে, যেকোন সময়ে তাদের ওপর যে কেউ হামলা চালাবে। এই আইডিওলজি আর কোন দলের নেই। অন্য দলগুলো করাপ্ট, চুরি করে ফাঁক করে দেয়, সে বিজেপিও করে, কিন্তু অন্য দলগুলো ভারতের বেসিক চরিত্র পাল্টাতে চায়না। সেইজন্য আমি চাইব বিজেপি যেন ক্ষমতায় আসে, আর যে আসে আসুক, কিন্তু বিজেপি না।
  • dc | 132.164.87.164 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩২372669
  • আর "সংবিধান স্বীকৃত" কথাটা বিজেপির ক্ষেত্রে সবথেকে আয়রনিক, কারন বিজেপির লক্ষ্যই হলো সংবিধান পাল্টানো। ওদের মিনিস্টার কিছুদিন আগে কথাটা পাবলিকলি বলে ফেলে পার্লামেন্টে একটু অসুবিধাতেও পড়েছিল, কিন্তু লং টার্ম গোল ওটাই।
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৮372670
  • আগে পাল্টাক, তাপ্পর ভাবা যাবে। অতো সোজা নাকি সংবিধানের বেসিক চেঞ্জ করা?
    কম্যুনিস্ট রাও তো ক্ষমতায় এলে অনেক কিছু করতে পারে শুনেছি। ওনাদের ও তো সংবিধানের ওপর বিরাট আস্থা নেই। তো কি করা যাবে!
  • S | 194.167.2.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১২372671
  • যাক এতদিনে প্রমাণ হলো কাদের সমর্থন রয়েছে বাংলায় বিজেপিকে আনার। রাজনীতিতে এমন পস্টো করে কেউ প্রমাণ দেয়্না।
  • de | 24.139.119.171 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৮372673
  • সবার আগে পব র এই বিরোধীশূন্য হয়ে যাওয়ার স্ট্যাটাসটা বদলাতে হবে - যখন যে ক্ষমতায় সে ই ১০০% সিট পাবে, এটা খুবই বিপজ্জনক। আমরা বাঙালীরা কি স্বভাবগত ভাবেই বিরুদ্ধ মতকে স্বীকৃতি দিই না? কোথাও এতোটুকু বিরুদ্ধমত থাকলেই তাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লাগি? এটা সুস্থ লক্ষণ নয় তো!

    বিজেপিকে আমারো সবচেয়ে বড়ো বিপদ বলে মনে হয় সর্বভারতীয় প্রেক্ষিতে। পবর পরিস্থিতিতে বিজেপি পাওয়ারে আসতে পারবে বলে মনে হয় না। আসলে ভারতীয় রাজনীতিতে লুম্পেনদের বড়োই আধিক্য, যারা সুযোগ-সুবিধে মতো দল বদলে বদলে কাজ চালায়। একই দাদাগিরি - শুধু হাতে ধরা পতাকার রং বদলে বদলে যায়!
  • dc | 132.164.87.164 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৯372674
  • তাছাড়া আমি পার্সোনালি চাইনা বিজেপি ক্ষমতায় আসুক, কারন আমি নন-ভেজ, বিফ খাই, আর এথেইস্ট। দেশপ্রেম একেবারে শূণ্য। মানে হিন্দুত্বর বিচারে সব দিক দিয়ে মাইনরিটি। ভারত হিন্দু রাষ্ট্র হলে আমার যথেষ্ট বিপদ হবে।
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩১372675
  • খচমচ, খচমচ। এতো কাঁঠালপাতা চিবোনোর আওয়াজ খালি। ব্যাস্‌, হয়ে গ্যালো? আর কিছু বলার মতো নেই? আর, ও আর কি গালাগালি, ছাগল কে কেউ গাল দেয়! ও তো খাওয়ার জিনিস।

    শিলিগুড়িতে বুথ দখল সব বিরোধী দল মিলে আটকেছে। অন্য জায়গায় পারেনি। লুম্পেনদের এটা ভালো লাগবে না কিন্তু সোজা হিসেব। এটাকে জোট বলে না রে। জোট ফোট অনেক বড়ো ব্যাপার, ওসব আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এখানে যেমন গোদা খেলেন তেমন খেলে যান। দিদির্ভাইদের খালি এটাই বলবার যে অনিল বসু নিয়ে কথা বলতে এলে এই উলুবেড়িয়ার কেস হাতে ধরিয়ে দেওয়া হবে। এই তো সেদিনের ঘটনা। মুকুল মুলোদের লিডারকে ভাগিয়ে নিয়ে পালাচ্ছিলো তো বালুবাবু মস্তান পাঠিয়ে বাড়ী ঘেরাও করে রেখেছিলেন। সুতরাং অনুরোধ যে মরালিটি মারিয়ে এমন ঘোমটা দেবেন না যাতে পোঁদ বেরিয়ে যায়। পব র রাজনীতিতে এই লোকাল লেভেল চিরকালই নোংরা। যে যখন পারে প্রতিরোধ করে, যে পারে লুঠে নেয়।

    লোকসভায় সংখ্যা 'এক' ছিলো একসময়, মনে আছে তো! চৌত্রিশ বছরের বটবৃক্ষও কুপোকাৎ হতে পারে, সকালের রজনীগন্ধাও বিকেলে শুকোয়। রাজনীতিতে ওরম ওঠা পড়া লেগেই থাকে। যান এবার, পাঁড়েজী ডাকছে।
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৬372676
  • এই তো !এতক্ষণে ঠিক পথে এসেছো।মিছেই, আনাফ সানাফ বকে যাচ্ছিলে।
    রাজনীতিতে ভোট লুট চিরকাল ই ছিলো। তাইতো।
    অনিল বসুর মত লোকজন চিরকাল ই ছিল ;তাইতো। তা, কিসের এতো নীতি জ্ঞান ফলানো?
    খেলার মাঠে খেলতে এসেছিলে, সেমসাইড হয়ে গেছে।
    সেদিনের ছোকরা, বোঝাবে জোট কাকে বলে, সাঁট কাকে বলে --এইসব। আর লোকজন বুঝে যাবে। পুরো চমচম।
  • Yeerlin Silverleaf | 131.242.63.60 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭372677
  • ইয়ে, বলছিলাম এই ভারতী ঘোষের ব্যাপারটা কী হচ্ছে বলুন তো? কালও নাকি ফের কত কোটি টাকা পাওয়া গেছে কোন একটা ফ্ল্যাটে...
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৯372678
  • ধোর্বাল। এই নীচু লেভেলের নোংরামি দিয়ে নীতি জ্ঞান আপনিই ফলাচ্ছিলেন। বামেরা তো এই কল্ল শিলিগুড়িতে তাহলে নির্ঘাৎ ওরা বিজেপিকে সাপোটাবে। এইসব। নিজের লেখা পড়লেই হয়। বোঝাবুঝি পরের ব্যাপার।
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৯372679
  • জঙ্গলমহলে তোলাবাজির টাকা পয়সা হয়ত।
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১০372680
  • ভারতী ঘোষ কে নাকী পুলিশে ধরবে বলছে।কি অবস্থা!
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৫372681
  • বিজেপির সঙ্গে তলে তলে জোট ও সাঁট!সব ব্যুমেরাং হয় গেছে।
    ওই বিজেপি ই মানিক বাবুর নিদ্রা হরণ করে নিয়েছে।
    কেরোলেও করবে।
  • PT | 160.129.67.182 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৮372682
  • বিজেপি সংবিধান স্বীকৃত দল.....হি!.....হি!.....হিটলারও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিল। তো নীল-সাদা জামা-কাপড়ের তলায় খাকি হাফপ্যান্টটা দেখা গেল তো?
    de: 11:48 AM বা dc:11:59 AM-র ব্যক্তিগত বক্তব্যে কেমন মানুষ মানুষ গন্ধ!! ঐ বোধগুলো না থাকলেই ছাগল মনে হয়। সমস্যা হচ্ছে যে মানবাধিকারের গুরুঠাকুরেরা আবার ঐ "সংবিধান স্বীকৃত"-র কাছাকাছি লাইনেই খেলে ফ্যালে। নান্নু-মুন্নু বালখিল্য বলে আবার বুঝতে চায় না যে কোন কোন দলের সমর্থকদের সরাসরি ছাগল আখ্যা না দিলে বাঁচার কোন রাস্তা নেই।

    কিন্তু "অনিল বসুর মত লোকজন চিরকাল ই ছিল ;তাইতো। তা, কিসের এতো নীতি জ্ঞান ফলানো?"-র মানেটা কি? বাম আমলে যে কাজগুলো তেনার খারাপ বলে মনে হয় সেটা এই আমলে হলে কোন সমস্যা নেই? গন্ধটা খুব সন্দেহজনক!!

    আজকের এই সময়ে প্রকাশিত একটা চিঠি। আন্দাজ করা যায় কোথায় চলেছি। সত্তরের নব কং এদের তুলনায় ছাগশিশু ছিল বলে মনে হচ্ছে!! আর এ-সবই হচ্ছে তিনোদের স্নেহচ্ছায়ায়।

    "রক্ষণশীলতার ধ্বজাধারী এ কোন ‘ইয়ং ইন্ডিয়া ’?"
    গড়িয়া থেকে দমদমগামী মেট্রোর এসি কামরায় অনেক ক্ষণ ধরে দাপিয়ে বেড়াচ্ছিল ওরা তিনজন৷ মোটামুটি ফাঁকা কামরায় একবার এই সিট , আবার ওই সিটে৷ সেলফি তুলছিল৷ একটু ভিড় বাড়তেই বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট একটা সিট দখল করে বসে পড়ল৷ বর্ষীয়ান নাগরিক কেউ সামনে এসে দাঁড়ালেও সিট ছেড়ে ওঠার কোনও উদ্যোগ ছিল না৷ মুখ থেকে বেরনো অ্যালকোহলের হালকা গন্ধ আর বিরামহীন গালাগালির স্রোতের ধাক্কায় দাঁড়াতে বলার সাহসও কেউ পাচ্ছিলেন না৷ প্রত্যেকেই হিন্দিভাষী৷ যদিও বাংলাটাও বলতে পারে৷ একটু পরেই একটা ঘটনায় এই ‘আঞ্চলিক ’ দূরত্বটা আর রইল না৷ আমাদের ঘোর স্বদেশি রক্ষণশীল অভিভাবকতন্ত্র প্রাদেশিক ভুরু কোঁচকানো আর নাক উঁচুপনার সীমানা ঘুচিয়ে কী চমত্কার জাতীয় সঙ্গীত রচনা করে ফেলল৷ ঘটনাটার সূত্রপাত সদ্য টিন -এজ পেরনো প্রেমিক -প্রেমিকা যুগলকে নিয়ে৷ ওরা কোন স্টেশন থেকে মেট্রোয় উঠেছিল জানি না৷ আচমকা ময়দান স্টেশন নাগাদ ওই তিনজন যুবকের মধ্যে যে সবচেয়ে প্রগলভ , অশালীন শব্দচয়নে সবচেয়ে রাখঢাকহীন , সেই চেঁচিয়ে উঠল --- ‘এ কেয়া হো রহা হ্যায় ? খুলে আম সেক্স করতি হ্যায় ! বিস্তর মে যাকে লেট যাও না৷ ’ ছেলেটি আর মেয়েটি ওই নোংরা অভিযোগটি বিনা প্রতিবাদে মেনে নেয়নি৷ তারাও খানিকটা গলা তুলেছিল৷ অবাক কাণ্ড হল , এতক্ষণ যে বাঙালি ভদ্রলোকগণ বিরক্ত মুখে ওই তিনজনের কাণ্ডকারখানা সহ্য করছিলেন , তাঁরাও হঠাত্ ওই যুবকের মধ্যে এক নৈতিক নেতানায়ককে খুঁজে পেয়ে কৃতার্থ হলেন৷ এবং তার সঙ্গেই গলা মিলিয়ে , ওই প্রায় -কিশোর ছেলেমেয়ে দু’টির প্রতিবাদী স্বর ডুবিয়ে দিয়ে বলতে লাগলেন , হ্যাঁ ঠিকই তো , প্রকাশ্যে এ সব কী অসভ্যতা ! এখন কথা হল , মেট্রো রেলের ভিড় কামরায় একটি ছেলে আর মেয়ে কতটুকু ঘনিষ্ঠ হতে পারে যে নানা ভাষাভাষী মিশ্র জনতা সভ্যতা -ভব্যতা সব রসাতলে গেল বলে ফুঁসে উঠবে ? আর সেখানেও কোনও খিটখিটে -গোমড়া -ব্যাজারমুখো প্রৌঢ় নয় , উসকানি আসবে এক যুবকের কাছ থেকে ? আসলে এটাই বোধ হয় সময়ের ট্র্যাজেডি ! চিরকাল যে বয়েসটা সমাজ বদলের নেতৃত্ব দিয়ে এসেছে , সারা পৃথিবীজুড়েই তারা এখন পুরনো ব্যবস্থার শিকড়ে ফিরতে চাইছে৷ যত রাজ্যের মান্ধাতা আমলের রীতি -রেয়াজ , নিষেধ -বাধা , দড়ি -শেকল খুঁজে -পেতে নিয়ে আসছে৷ এমনকি তাদের বাপ -পিতামহ দুচ্ছাই বলে যে সব প্রথা কুলোর বাতাস দিয়ে বিদেয় করেছিলেন , সেগুলোকেও এই নয়া প্রজন্ম ফেরত আনতে চাইছে৷ একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচার ইন্ধন জোগাচ্ছে ‘ইয়ং ইন্ডিয়া ’কে সনাতন ঐতিহ্য , মূল্যবোধ , ধর্মীয় আচার -বিচার নিয়ম প্রথা ইত্যাদিকে গুরুত্ব দিতে৷ তবে কি আধুনিক ভারতে শেষ পর্যন্ত রক্ষণশীলতারই জয় হবে ?
    শোভনলাল চক্রবর্তী , কলকাতা ৯৪
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪২372684
  • অনিল বসুরা যা করে গেছে তার জন্য আগে অনুতপ্ত হোন বা তাদের দলের লোকেরা ,তবে অন্য কথা।
    আগের পোস্ট গুলোয় এমন ভাব দেখানো হচ্ছিল যেন পব তে ভোট লুঠ, রিগিং ইত্যাদি বিদেশী শব্দ।তাই অনিল বসুর নামের অবতারণা।
    বিজেপির যদি বার্ত্য হয় তো ,দলীয় কর্মীদের বিজেপির সংস্রব এড়াতে বলা উচিত।
    তলে তলে সাঁট করলে জানা পড়বেই।শিলিগুরি, আসানসোল সর্বত্র।
    ভোটের বৈতরণী পার করার জন্য হাত ধরবো আর মুখে বলে বেড়াবো -ভয়ংকর দল, কম্যুনাল দল ইত্যাদি। একেই কয় দ্বিচারিতা!
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৫372685
  • হুরি ল্যাও, ভোট লুঠ, রিগিং তো এ জমানাতেই বিদেশী শব্দ হয়ে গ্যাচে বাঁ... ঃ) কোথাও আটকানো হয়েচে দেখলেই ফাল পাড়া হচ্ছে। লুঠ আটকানো নাকি নেই! যা আছে সেটা নাকি সাঁট! হে হে, সশব্দ ঘোড়া আমার।

    প্রথমে বলা হল লেফটের সাথে বিজেপির জোট রয়েছে, অশোক মডেল (Date:19 Feb 2018 -- 11:35 AM)। 'আজ্ঞে এটা বুথ দখল রোখা' বলতেই চলে এলো সিপিয়েম আমল (Date:20 Feb 2018 -- 09:04 AM), আর তারপরই অনিল বোস (Date:21 Feb 2018 -- 11:52 PM)।

    এ মাল সারাদিন নদীর পাশেই দাঁড়িয়ে। কুমীরের রচনাও নদীর ধারে টেনে নিয়ে যাবে।
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৭372686
  • আপনি চায়ের দোকান চেঞ্জ করুন।
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৩372687
  • জোট তো হয়েইছে। তলে তলে। কত বার বলবো?
    প্রকাশ্যে বলার ক্ষমতা নেই বাম দলের।কারণ মুসলিম ভোট কম পড়ে যাবে।
    আর কোথায় একটা শিলিগুড়ি মিউনিসিপ্যাল বোর্ড দখল করলো, এতে তিনো মুলের কিছু এসে যায় কি?এটা পাগলের পাতলা দাস্ত হয়ে যাচ্ছে না!
    সিপিএম এর দুটি আসন ও ধরে রাখা কষ্টকর হবে।
    সবচে বড় কথা, সবচেয়ে বড় লেঙ্গী টা তো কংগ্রেস থেকে খেয়েছো।আবার খাবে, সবুর করো ভাই সকল।
  • T | 121.65.61.118 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২৭372688
  • হ্যাঁ, শেষ সিনে দাশুর আগমন এবং এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার, যাও সবে নিজ নিজ কাজে। এবং প্রস্থান।
  • sm | 52.110.151.119 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩২372689
  • বেচারার প্রচুর জ্বলেছে!
    যুক্তি নেই তাই প্রস্থান।
    দেখ যাক, কারো বুড়ো আঙ্গুল ধরে আবার মঞ্চে প্রবেশ হয় কিনা।
  • ত্রিপুরা থেকে লিখছেন - | 233.186.207.120 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৪372690
  • একটি কাল্পনিক গল্প লিখছিঃ সত্যি না মিথ্যে? যাচাই সময় করবে

    কোনো একটি দেশের- কোনো একটি রাজ্যে নির্বাচন, রাজ্য সরকারের সুপারিশ করা সি।ই।ও।'র তালিকা বাদ দিয়ে পছন্দ সই সি।ই।ও।'র নিযুক্তি হল।।।।।হতেই পারে

    একজন এডিশনাল সি।ই।ও।'র ক্ষমতা খর্ব করার জন্য আরেকজন অতিরিক্ত এডিশনাল সি।ই।ও।'র নিযুক্তি হলো, যাকে গুরুত্বপূর্ণ সব কিছুর দায়িত্ব দেয়া হল।।।।।হতেই পারে

    আই।টি।ভসহ বিশেষ বিশেষ ক্ষেত্র দেখার জন্য পাঁচ পাঁচজন ডেপুটি সি।ই।ও।'র নিযুক্তি হল, বাছাই করা হলো তাদের যাদের পূর্ব অভিজ্ঞতা কম,।।।।।হতেই পারে

    ভিডিও রেকর্ডিং এর যে কাজটি ৫০ লক্ষ টাকায় করা যেত, ওয়েব কাস্টিং-এর খরচ দাঁড়াবে প্রায় ৫ কোটি টাকা- এই নিয়ে একজন এডিশনাল সি।ই।ও।'র সঙ্গে সি।ই।ও।'র (যিনি চান ওয়েবক্যাস্টিং হওক) বিরোধ।।।।।হতেই পারে

    ওয়েব কাস্টিং-এর নামে টেন্ডার করা হলো, গুজরাটের একটি কোম্পানিকে বরাত দেয়া হল, সঙ্গে সার্ভিস প্রোভাইডার এয়ারটেল।।।।।হতেই পারে

    ওয়েব কাস্টিং-এর কাজ দেখার জন্য একজন একজন ডেপুটি সি।ই।ও। কে বিশেষ দায়িত্ব দেওয়া হল ।।।।।হতেই পারে

    ওয়েব কাস্টিং -এর ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে দেয়া হল।।। এটা হতে পারে না

    রাত নয়টা অব্দি মাস্টার প্ল্যান ঠিক ছিল, বাধা হয়ে দাঁড়ালো বি বি সির এক সাংবাদিকের একটি ভিডিও,যেটা সোসাল মিডিয়াতে ভাইরাল হল। একটি রাজনৈতিক দলের "বিশ্বকর্মা" নামক এক নেতা ভাষণ দিলেন- এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেককে অন্য দেশে পাঠিয়ে দেবেন। সাংবাদিক বন্ধু এই বিষয়টা নিয়ে মেসেজ দিলেন বর্তমান সরকারের প্রত্যাবর্তন অবিশ্যম্ভাবী বিশেষ একটি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পতন নিশ্চিত। ভিডিওটি দেখলেন একজন মহিলা ডেপুটি সি।ই।ও।, দেখালেন গিয়ে আই।টি।'র দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সি।ই।ও। কে। দেরিতে হলেও বিবেক জাগলো আই টি'র দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সি।ই।ও।'র- নিজের ভুল বুঝতে পারলেন। নিজেই পরিবর্তন করেদিলেন সব পাসওয়ার্ড। পরিবর্তন করলেন ওয়েব কাস্টিং-এর ডাটা ট্রান্সফার চ্যানেল। "" নামক কোম্পানি, যারা বরাত পেয়েছিলেন ওয়েবকাস্টিংয়ের- তাদের থেকে, আর।ও।'র কাছ থেকে ও একসেস তুলে নেওয়া হলো, শুধু ডি।এম।'রা শুধু একসেস পেলেন।

    হঠাৎ করে লিংক ফেল, পাগল হয়েগেলো ওই রাজনৈতিক ষড়যন্ত্রীরা। রাত বাড়ারপর লাল একটিগাড়ি ("।।।ঊ০৫৬০") নিয়ে বেরিয়ে পড়লেন ওই রাজনৈতিক দলের লোকরা লিংক ফাইলের কারণ জানতে। একটি বুথ কেন্দ্রে ঢোকার সময় গেইটে নিরাপত্তা রক্ষীদের বললেন তারা সি সি লাগাতে এসেছে। কোনো কাগজ পত্র না দেখে নিরাপত্তা রক্ষী তাদের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেয়

    "সন্ধ্যের সময় সি সি কেমেরা লাগানো হয়েছে ওই কেন্দ্রে, আবার কেন?" - ঐখানে পাহারারত শাসক দলের কর্মীদের সন্দেহ হয়। মোবাইল ক্যামেরায় তাদের ছবি নেয়া হয়, দেখতে পাওয়া যায় এই টিমটির সঙ্গে আছে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের কর্মীরা। কর্মীরা মুখ লুকায় চাদরে। দ্রুত বেগে পালিয়ে যায় তারা। পিছু করা হয় তাদের। অন্ধকার একটি জায়গায় গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।কিছুক্ষন পর গাড়িটি গিয়ে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের এক নেতার বাড়িতে গিয়ে পার্ক করে। ডেপুটি সি।ই।ও।'র কারণে ষড়যন্ত্র ব্যর্থ হয় ।
  • T | 165.69.191.251 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৮372691
  • সেকি নিজের নামভূমিকায় অভিনয় চিনতে পারছেন না। যাত্তারা...
  • Bango | 15.2.67.179 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪০372692
  • ইয়ে বিরোধি দলের এই জোট, ও না জোট ত বলা বারন, এই মহামিলন, কি লোকসভা বিধানসভায় থাকবে? কারাত ব্যাগড়া দেবে না ত? কাশিপুর বরানগর মরিচঝাঁপি গুজরাট এক হয়ে তিনোমুলের বিরুদ্ধে লড়াই করবে?
  • cm | 113.205.212.50 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৩372693
  • ভারতীর ব্যাপারটা কি কেউ জানে? কোন কনজেকচার?
  • PT | 160.129.67.182 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৩372695
  • ভদ্র বাবুরে জিগান। তিনি কিসব তাত্বিক ব্যাখ্যা দিচ্ছিলেন আবাপানন্দে বসে।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন